'যদি হিমালয় হয়ে দু:খ আসে' গাওয়া মানুষটি হুট করে হিমালয় পরিমাণ কষ্ট দিয়ে চলে গেলেন আজ । খুব কম গান করে মানুষের অন্তরে জায়গা করে নেয়া বিরল শিল্পীদের মাঝে তিনি একজন ছিলেন।
এ হৃদয় ভেঙে গেলে জানো কি তা লাগে না লাগে না জোড়া...😢😢😢 আমাদের স্বর্ণালী শৈশব-কৈশোরের দিনগুলো মাতানো খালিদ ভাই চলে গেলেন। হৃদয় ভেঙে দিয়ে গেল আর তো লাগবে না জোড়া।
প্রিয় খালিদ ভাই আজ ১৮/০৩/২০২৪ সন্ধায় আমাদের সকলকে ছেড়ে চলে গেছেন। দুনিয়া আবারো প্রমান করে দিলো “মানুষ থাকেনা চিরকাল, কিন্তু তার কর্ম থেকে যাই চিরকাল” ভাইয়ের জন্য দোয়া ও ভালোবাসা রইল।
আবার ও বাঙালি হিসেবে জন্মগ্রহণ করতে চাই । এইরকম মাধুর্যতা যুক্ত লিরিক্স হয়তো দ্বিতীয় হয় না। আগামী 100 বছর এ পুরোনো হবেনা এই গান । রাইটার এর রুচির প্রতি সম্মান রইলো ।
বর্তমানের টিনএজারদের বলবো,,, দেখো ভাই আমরা কি শুনে বড় হয়েছি। ১৯৯০-২০০৯ এর মধ্যে যাদের জন্ম বা টিনএইজ ছিল, তারা সবচেয়ে ভাগ্যবান। আমরা সেকাল আর একালের মাঝামাঝিতে আসছি। উফফফফ কি লাইফ ছিল আমাদের
মাঝে মাঝে ভাবি কী অদ্ভুত কী অসাধারণ শৈশব আমরা কাটিয়েছি, টিনেজের সময়গুলোয় হাবিব খালিদদের গান শুনে বড় হয়েছি! আহ কখনোই ফিরে পাওয়া যাবেনা সেই স্বর্ণ যুগ। মোবাইল ইন্টারনেটের বাইরে আমরা এক অদ্ভুত অযান্ত্রিক সময় পার করে এসেছি যখন একে অন্যের প্রতি ভালোবাসাগুলো মিথ্যে ছিলো না, ছিলো শ্রদ্ধাবোধ। আমরা যারা নব্বই দশকে জন্মেছি তারা সত্যিই ভাগ্যবান। কারন আমরা প্রযুক্তিহীনতার স্বাদ যেমন পেয়েছি, আবার প্রযুক্তিকে আমাদের সাথে নিয়ে এগিয়েও যেতে দেখেছি। এমন সৌভাগ্যবান প্রজন্ম আর কেউ নেই।
ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজুউন, মহান আল্লাহ তাকে জান্নাতবাসী করুক, গানটি শুনে তার কথা মনে পড়ে চোখের পানি ধরে রাখার মতন না, আল্লাহপাক তাকে ভাল রাখুক উপরে আমার বাবার সাথে...
বাদ্যযন্ত্র ইসলাম এ তা হারাম তবে দপ বাদে শুধু দপ ইসলাম এ যায়েজ আছে বাকি সব বাদ্যযন্ত্র হারাম। আর তা প্রাকৃতিক শব্দ যায়েজ আছে পশু পাখির আওয়াজ বৃষ্টির শব্দ মানুষের ভয়েজ সূর এই গুলো অনুমাতি আছে হে আল্লাহ তায়ালা তুমি আমাকে আমাদের কে ইসলাম এর সহিহ ভূঝ ও হেদায়েত নসিব করুন আমিন শিরক ও বিদআত মুক্ত আমল করার তৌফিক দান করুন আমিন কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ার তৌফিক দান করুন আমিন আল্লাহ তায়ালা আমাদের সহায় হোন আমিন আচ্ছালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ ওয়া বারাকাতুহ 🇧🇩🦁🐯🇧🇩🇯🇴🇸🇦🤔👀🕋💞📖✍🏼🔥🌹🇸🇦🕋📚🏳️🏴🏳️❌☝🏼💕
ছোটো বেলায় মামা এফএম এ এই গান শুনতো তখন আমি মাত্র ক্লাস 4 e পড়তাম ২০০৯ সালের কথা। খুবই বিরক্তি লাগতো এই গান শুনলে। আজ আমি বিশ্ববিদ্যালয় শেষের দিকে। এখন বুঝি মামা কেনো গানটা এতো মন দিয়ে শুনতো।
আমরা এই প্রজন্ম প্রেমিক-প্রেমিকা দের "সরলতার প্রতিমা" গান টা উৎসর্গ করতে একদম ব্যাস্ত হয়ে থাকি। নতুন প্রেমে পড়ি বা প্রেমিকা রে খুশি করতে গান টা ডেডিকেট করতে উঠে পড়ে লেগে যাই কিন্ত সেই গান টার স্রষ্টা এবং লিজেন্ডারি ব্যান্ড চাইম এর খালিদ হাসান ভাই আর নেই। মিউজিক সিনারিও এর আমরা গুটি কয়েক বাদে কাউকে তার মৃত্যুতে ব্যাথিত হতে দেখছি না কিন্ত কাল সকালেই দেখবো কেউ না কেউ তার এই "সরলতার প্রতিমা" গাইতেসে বা কাউকে ডেডিকেট করতেসে। আল্লাহ আপনাকে বেহেশত দান করুক খালিদ ভাই।
city college jabar pothe chondrimar akta cd r shop a ai gaan ta khub bajto onk loud sound a..ki j odvut valolaga..montai valo hoye jeto..ah!! 2006..time flies..💔💔
শিল্পী খালিদের নাম আমরা রেখেছিলাম 'অভিমানী খালিদ'। 'চাইম' নামের ব্যান্ডের সাথে ছিলেন খালিদ দীর্ঘদিন... হুট করে এসে একটা গান গেয়ে কোথায় যেন উধাও হয়ে যেতেন। সেই একটা গান হয়ে উঠতো কালজয়ী। "শ্রাবণ বেলায় তোমার কথা ভেবে বিষন্ন এ মন, আশার পথে দিয়েছি পাড়ি, যেথা তোমার বিচরন। রয়েছো তুমি বহুদুরে আমাকে রেখে ছলনায়... এ হৃদয় ভেঙ্গে গেলে জানো কি তা- লাগে না লাগে না জোড়া...!" 'সরলতার প্রতিমা' খালিদের এমনই এক সৃষ্টি... যে গান, গানের কথা, গানের সুর আমাদের অন্তরে রয়ে গেছে বছরের পর বছর... যে গান ছাড়া কখনো বন্ধুদের গীটারের আড্ডা জমে নি। যে গান শুরুর দিন থেকে আজ পর্যন্ত একই আবেদন নিয়ে জ্বলজ্বল করছে... জ্বলতে থাকবে আরো অযুত-লক্ষ-নিযুত-কোটি বছর। অভিমানী খালিদ আবার কোথায় যেন হারালেন... এই হারানো-ফিরে আসার খেলার মাঝে খালিদ আমাদের দিয়ে গেছেন 'হয় নি যাবার বেলা', 'আকাশনীলা', 'আবার দেখা হবে', 'কোন কারণে', 'হিমালয়' এর মতো গানগুলো। নব্বই এর শেষে দুই হাজারের শুরুর দিককার সময়গুলোকে অন্যরকম সুন্দর করে রাখার জন্য খালিদ আপনাকে ধন্যবাদ
@@anowarrohan8814 খালিদ ভাই নিউ ইয়র্কে থাকেন। ২০১৯ সালে উনাকে আমেরিকার 'ফোবানা' কনভেশনে টুটুল ভাই এর সাথে স্টেজে দেখা গেছে । উনি 'সরলতার প্রতিমা' গানটি গান। আগের চাইতে মোটা হয়েছেন। প্রচারবিমুখ এই গুণী শিল্পী মিডিয়ার আড়ালে রাখেন নিজেকে।
১৫ বছর আগে রিলিজ হওয়া গানটির রাজা আজকে না ফেরার দেশে চোলে গেলো আজকে কমেন্ট রেখে গেলাম আগামী ১৫ বছর পর আমি এই দুনিয়ায় থাকব কিনা জানি না তবে এই রাজার চলে যাবার দিনে রেখে গেলাম স্মৃতি ❤
বাইরে ঝিরি ঝিরি বৃষ্টি,ছাদের উপরে হালকা বৃষ্টি বিলাশ করছি আর কানে হেডফোন দিয়ে এই গানটা শুনছি,আর আকাশের দিকে তাকিয়ে গানের প্রতিটা লাইনে অর্থ বুঝতেই গায়ের সব লোম দাঁড়া হয়ে যায়,কি অসাধারণ গানটা 🥰
"Ah, this song takes me back to a simpler time when life had a different rhythm. It's like a cherished photo album for the ears, filled with memories and emotions. Old truly is gold." 🎶💛
আজ খালিদ ভাই চলে গেলেন এই দুনিয়া ছেড়ে। অথচ তাঁর গলার এই সুন্দর সৃষ্টি যুগ যুগ বেঁচে থাকবে। হাজারো "সরলতার প্রতিমাদের" মাঝে প্রতিচ্ছবি হয়ে থাকবে। কি অদ্ভুত তাইনা?!! ভালো থাকবেন খালিদ ভাই ❤
First time when I heard this song when my baba went to my ammu and sang it all of a sudden which was really cute but as a kiddo i didn't feel that in that way and then suddenly one day while driving dad told me to play this song and this song is my dad and mom's favorite at a time. There are so many covers of this song but nothing can be compared with this masterpiece
৯০ দশকের ছেলেমেয়েদের টপ লিস্টে থাকা গান গুলা যা বর্তমান প্রজন্মদের দের মনের মনি কোঠায়ও ঠাই নিয়েছে, যা কমেন্টে দেখা যায়।এই গান গুলা প্রজন্ম পর প্রজন্ম শুনতে থাকবে, উজ্জীবিত করবে তারুণ্য কে।
খালিদ ভাই আজ সোমবার (১৮ মার্চ) সন্ধ্যায় একটি বেসরকারি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে পৃথিবী ত্যাগ করেন হিমালয়’, ‘সরলতার প্রতিমা’, ‘যতটা মেঘ হলে বৃষ্টি নামে, ‘কোনো কারণেই’, ‘আবার দেখা হবে’, ‘হয়নি যাবারও বেলা’র মতো অসংখ্য জনপ্রিয় গানের কণ্ঠশিল্পী খালিদ ভাই এছাড়াও, বহু শ্রোতানন্দিত গানে কণ্ঠ দিয়ে শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নেন খালিদ ভাইয়ের জন্য দোয়া রইলো।
Khalid probably don’t even know how gifted he was...have a good rest of life in USA brother..thanks for making my/our childhood colorful with your mesmerizing songs
খালিদ ভাই মারা যাননি। উনি নিউ ইয়র্কে থাকেন। ২০১৯ সালে উনাকে আমেরিকার 'ফোবানা' কনভেশনে টুটুল ভাই এর সাথে স্টেজে দেখা গেছে । উনি 'সরলতার প্রতিমা' গানটি গান। আগের চাইতে মোটা হয়েছেন। প্রচারবিমুখ এই গুণী শিল্পী মিডিয়ার আড়ালে রাখেন নিজেকে।
Thik tai amr khetre o soto belay tv te onk suntam bisesh er rater bela akta tv magazine show silo chaya chondo se khane gaan ta dito sunte sunte bichana tanato
মন খারাপের বাহানা হলে হুদাই এই গানটা শুনি৷ কালজয়ী একটা সংগীত। ব্যাকুল হৃদয়কে শান্ত করে৷৷ যিনি লিখেছেন ও সুর করেছেন তার প্রতি বিনম্র শ্রদ্ধা আর ভালবাসা৷ আল্লাহ বেহেশতে নসীব করুক । ❤
খুব সম্ভব ৯৮ সালে প্রথম শুনি কলেজ জীবনে, তারপর ৭/৮ বছর এই গানটা প্রতিদিন রাতে একবার হলেও শোনা হতো; সময়ে অনেক কিছু বদলে গেছে, কিন্তু এই সুর আর কথা গুলোর মোহ একবিন্দু কমেনি, আজ এই দূরপারে এসেও প্রথমেই গানটা ছেড়ে যা অনুভূতি হল, এইটা বোঝাবার ক্ষমতা আমার আজও নেই.
তিপ্পান্ন বছর বয়সে এসেও আজও অতীতের মতো আবেগ জড়ানো মন নিয়ে গানটি শুনছি!!! ভালো লাগছে সেই আগের মতোই! তবে আমার মনে হয়!কিছু গানের ভিডিও চিত্র না হওয়াই ভালো! কারণ তাতে গানের প্রকৃত ভাবমূর্তি ক্ষুণ্ন হয়!তবে কৈশোরের এবং যৌবনের সেই উত্তাল দিনগুলোর কথা মনে পরে গেল!এ-ই গানটি কত ছেলেমেয়েদের জীবন নষ্ট করেছে!আবার কত মেয়েছেলের মাঝে সম্পর্ক সৃষ্টি করে জীবন গড়েও দিয়েছে! তবে মুসলিম হিসেবে আমাদের ভুলে গেলে চলবে না!গান শোনা পাপ! মহান আল্লাহ তায়ালা আমাদের ক্ষমা করুন এবং আমাদের সঠিক বুঝ দান করুক ও এ-ই পাপ মুক্ত থাকার তৌফিক দান করুন! আমিন! {২৭/০৭/২০২৪ - ইংরেজি}
২০২১ মার্চ এর ২৯, অফিস শেষে মহাখালী দিয়ে শুনতে শুনতে যাচ্ছি, স্মৃতি রেখে গেলাম🌸 ধন্যবাদ আপনাকে খালেদ এমন গান উপহার দিয়েছেন এ হৃদয় ভেঙে গেলে লাগেনা লাগেনা জোড়া🥀
আমার মনে করি এটা আমার জীবনের সেরা শোনা গান। জীবনেযে কতবার শুনছি তার কোন হিসাব নাই। বিশেষ করে যখন প্রেম করতাম। প্রিয়তমার সাথে কথা রাগ অভিমান হতো তখন তো সারাদিনই শুনতাম এই গান।
এই গান গুলো এখনো যারা শুনতে আসে তারা আসলেই চমৎকার রুচির মানুষ। গান এমনই একটা জিনিস যা দ্বারা মানুষের পছন্দ অপছন্দ রুচি, আর সে কেমন প্রকৃতির এটা অনেকটাই বোঝা যায়, যা অন্য কিছু দিয়ে এত সহজে যায় না। তাছাড়া গান দিয়ে কাউকে কিছু বোঝানো ও সম্ভব হয়।
এরকম গান শুনি না, কেনো যানি একাই চোখ দিয়ে পানি বের হয়ে যায়::..... যেমন একটা আইয়ুব বাচ্চু, জেমস,... মোটুামুটি বাংলাদেশের সব সিঙ্গার ই এমন কিছু কালজয়ী গান থাকে... যা শুনলে একাই চেখ দিয়ে পানি বের হয়ে যায়.... ভালোবাশি সানজিদা, অনেক ভালোবাশি ::....
২০০৫ সালে গ্রামীনফোনের ভয়েসকল রেকর্ড করে প্রেমিকাকে পাঠাতাম প্রতি মিনিট ৮ টাকা করে কাটতো, আমি ১ লাইন পাঠালে সে পরের লাইনটা গেয়ে আমাকে পাঠাতো, অনেক মিস করি সেই দিনগুলি😥😥😥
জীবনে প্রথম প্রেমে পড়েছি ২০০৬ এ । তখন এই গান এতই শুনতাম আর কি যে ভালো লাগতো বলে বুঝানো যাবেনা । এখনো শুনছি । তবে এখন আর তখন এই সময়ের মধ্যে অনেক ব্যাবধান । তখন শুনতান MP3 তে অথবা ওয়াকম্যান এ অথবা টেপ রেকর্ডারে । আর এখন শুনছি ইউটিউবে তাও সব সময় প্লে করে । ডাউনলোড তো করাই হয়না । হারিয়ে গিয়েছে সেই দিন আর সেই প্রিয়জন । এসেছে নতুন একজন জীবনে ।
কমেন্ট রেখে গেলাম। অনেকদিন পর যখন আমরা থাকবো না আমাদের পরিচিত কেউ হয়তো দেখবে আমাদেরও পছন্দ ছিলো গানটি ঠিক তাদের মতো। তাদের সময়ে তারা যেমন সিগারেটের ধোঁয়ামাখা মধ্যরাতে গানটি শুনবে আমরাও শুনতাম আমাদের সময়ে।আর প্রিয় মানুষটির কথা মনে করতাম। মানুষ বদলাবে,ঋতু বদলাবে কিন্তু গানটি থেকে যাবে চির বসন্ত!
খালিদ ভাই এর এই গান টা আমার খুব প্রিয়।। তার মৃত্যুর খবর শোনার পর থেকে এই গান টির কথাই মনে হচ্ছে৷ আল্লাহ তার সকল গুনাহ মাফ করে জান্নাতুল ফেরদৌস দান করুক❤
কমেন্ট রেখে গেলাম। অনেকদিন পরে যখন আমরা থাকবোনা আমাদের পরিচিত কেউ হয়তো দেখবে আমাদেরও পছন্দ ছিলো গানটি ঠিক তাদের মত, তাদের সময়ে যেভাবে তারা যেমন প্রতিনিয়ত গানটি শুনতো তেমন আমরাও শুনতাম আমাদের সময়ে! মানুষ বদলাবে, ঋতু বদলাবে গানটার তখনো থাকবে চির বসন্ত!
দীর্ঘ 15 বছর পরে এই গানটি শুনছি। এই গানটি যখন গাওয়া হয় তখন হয় হয়তো পৃথিবীতে আসি নাই। 2024 এ যখন আমার প্রেমিক আমাকে উৎসর্গ করে গানটি গেয়েছিল তখন নিজেকে খুব স্পেশাল ফিল হচ্ছিল। নিজেকে অনেক ভাগ্যবতী মনে হয় কারণ সে এখন আমার জীবনসঙ্গী। 🩶🌼
2001 এ জন্ম আমার 2010 এ এই গান প্রথম শুনি ,তখন শুধু সুন্দরই লাগতো । এখন অনুভব করতে পারি । জীবনে যতদিন বেঁচে থাকবো এই গান টির লিরিক্স কোনোদিন আর মুখস্ত করা লাগবে না । হে কিংবদন্তি গায়ক আপনি আর নেই , আপনার এই মাস্টার পিস গানটির জন্যও অন্তত সারাজীবন এই 20 দশক এর ছেলে মেয়েরা সারাজীবন মনে রাখবে । দোয়া করি আল্লাহ আপনাকে যেনো ক্ষমা করে দিন আর পরকালে ভালো থাকেন 💔 😢।
আমার প্রিয় মানুষের জন্য ছিল এই গানটি,সেই ১৮ বছর আগের কথা.. আমি জানতাম সে আমার কখনই হবে না,কিন্তু সে ছিল আমার প্রেমে বিভর আমি ও ছিলাম তার পাগল প্রেমিক, এই গান টি আমাদের ভালোবাসার ভবিষ্যতে স্রিতি হয়ে বেচে থাকবে....তখন তার হাত ধরে এই গানটি বহুবার শুনিয়েছি..জাতে বহু বছর পড়ে ও এই গানটি শুনলে আমাদের ভালো বাসার কথা মনে পড়ে তার... বেচে থাকুক সব ভালোবাসা💕😔😞😥
আমি এবং আমার বন্ধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের মৃত আলমগীর এই গানগুলো সারাক্ষণ গেয়ে যেতাম। আলমগীর বেঁচে থাকলে আজকে সবচেয়ে বেশি কষ্ট পেত। আমরা যারা ৮০-৯০ এর দশকের , আমাদের স্বর্ণযুগ ছিল।❤
I was used to love this song from the age of 12. Didn't understand the deeper meanings then. Still I love this song... will be one of the finest in my list
Over 20 Year passed still listening, the best song ever been & probably all time favorite.... Undoubtedly all time best. Thanks to Khalid Bhai for this terrific creation& presentation. All the best to you......
"শ্রাবণ বেলায় তোমার কথা ভেবে বিষণ্ণ এ মন..." ছোট বেলায় লাইনগুলো শুধু শুনেই যেতাম, আর গুণগুণ করে গেয়ে যেতাম। আর এখন লাইন গুলো ফীল করি, অনুভবে হারিয়ে যাই...❤
আমার 24 বছর বয়স আমি প্রেম করিনি কিংবা কারো প্রেমে পড়িনি তবুও বুকের ভেতর জমে আছে হাজারো কষ্ট বাইরে চরম লেভেলের বৃষ্টি হচ্ছে শুনছি খুব ভালো লাগছে সঙ্গে হালকা তামাক সেবন করতেছে তবুও এত বড় গানে শুধুমাত্র দুটি লাইন বারবার মাথায় ঘুরছে এ হৃদয় ভেঙে গেলে লাগেনা লাগেনা জোড়া
Mone pore Jokhon khalider ei albumta ber hoy ami tokhon gulsane job kortam protidin Glsan 1 no. more cd'r dokane ei ganta eto jore bajto mone hoto jeno puro Gulsanta thor thor kore kapse ar ami kichukkhon darie ganta suntam sei theke sunchi khalider gan ajo sunchi Glasgow theke !!!
প্রিয় খালিদ ভাইয়ের সঙ্গে বিলিয়ার্ড খেলার সৌভাগ্য হয়েছিল যখন আমি কলাবাগান বশিরউদ্দিন মসজিদ গলিতে বসবাস করতাম তখন। ভালোবাসা অবিরাম প্রিয় বড় ভাই আপনার জন্য, আমেরিকা জীবন হউক সুখ সাচ্ছন্দ্যময়। 🤲💟🇧🇩
'যদি হিমালয় হয়ে দু:খ আসে' গাওয়া মানুষটি
হুট করে হিমালয় পরিমাণ কষ্ট দিয়ে চলে গেলেন আজ ।
খুব কম গান করে মানুষের অন্তরে জায়গা করে নেয়া বিরল শিল্পীদের মাঝে তিনি একজন ছিলেন।
Bahi se ki beche ache ki takle ekbar bolba🎉
এ হৃদয় ভেঙে গেলে জানো কি তা
লাগে না লাগে না জোড়া...😢😢😢
আমাদের স্বর্ণালী শৈশব-কৈশোরের দিনগুলো মাতানো খালিদ ভাই চলে গেলেন। হৃদয় ভেঙে দিয়ে গেল আর তো লাগবে না জোড়া।
সত্যি কথা😢
Hoi@@rozariomartina5605
প্রিয় খালিদ ভাই আজ ১৮/০৩/২০২৪ সন্ধায় আমাদের সকলকে ছেড়ে চলে গেছেন। দুনিয়া আবারো প্রমান করে দিলো “মানুষ থাকেনা চিরকাল, কিন্তু তার কর্ম থেকে যাই চিরকাল” ভাইয়ের জন্য দোয়া ও ভালোবাসা রইল।
😢
Ajke janlam
Ajke janlum
Ajke janlam
ajk janlam
আপনার গান শুনতে কত মানুষ আজ এখানে। এই গানের জন্য খালেদ ভাই কে আজীবন মানুষ মনে রাখবে
আল্লাহ আপনাকে বেহেশত নসিব করুক,আমীন।
১) সরলতার প্রতিমা
২)যদি হিমালয় হয়ে
এই ২টা গান মানুষ আজীবন মনে রাখবে।
শৈশব থেকে প্রিয় গানগুলো। প্রতিটি লিরিক্স মুখস্থ ছিল। এখন যেন আরো প্রিয়। ❤️
Amader gopalganj er local vashay gao a nathi khathi bela gelo mone rakhar moto gaan
আবার ও বাঙালি হিসেবে জন্মগ্রহণ করতে চাই । এইরকম মাধুর্যতা যুক্ত লিরিক্স হয়তো দ্বিতীয় হয় না। আগামী 100 বছর এ পুরোনো হবেনা এই গান । রাইটার এর রুচির প্রতি সম্মান রইলো ।
It's 2023
being a 2000's generation, I'm in love with this masterpiece 🖤
any kind of version can't be compared with this one👌
Sm
Right
🌻🌻
No cap this shit is pure masterpiece ❤
@@sailaakter9184it's 2024 sister 😅❤
কে কে খালিদ ভাইয়ের মৃমৃত্যুর সংবাদ শুনে গানটি শুনতে এসেছেন?
আমি
😢
আমি
Ami 😢
Ami
বর্তমানের টিনএজারদের বলবো,,, দেখো ভাই আমরা কি শুনে বড় হয়েছি।
১৯৯০-২০০৯ এর মধ্যে যাদের জন্ম বা টিনএইজ ছিল, তারা সবচেয়ে ভাগ্যবান।
আমরা সেকাল আর একালের মাঝামাঝিতে আসছি। উফফফফ কি লাইফ ছিল আমাদের
ashish halder ekdom shotti kotha... amara sob cheye beshi lucky... amdr choto belay onek kichu analog chilo, abar sob digital biplob o amra dekhechi
thik
exactly
ekdom! choto belay jemon caset e kolom dhukiye fita tenechi, temoni ekhon nijer laptop e icchemoto gaan shuffle korchi!
@@zaheenchoudhury694 thik vai, aki sathe adhunik culture ar apurbo prokriti o culture er combination chilo ei somoy.
এই গানটি এখনো যত বার শুনা হয় আরো শুনতে ইচ্ছে হয় । খালিদ ভাই স্মরণীয় হয়ে থাকবে চির জীবন এই অসাধারণ সৃষ্টির মাধ্যমে ।
মাঝে মাঝে ভাবি কী অদ্ভুত কী অসাধারণ শৈশব আমরা কাটিয়েছি, টিনেজের সময়গুলোয় হাবিব খালিদদের গান শুনে বড় হয়েছি! আহ কখনোই ফিরে পাওয়া যাবেনা সেই স্বর্ণ যুগ। মোবাইল ইন্টারনেটের বাইরে আমরা এক অদ্ভুত অযান্ত্রিক সময় পার করে এসেছি যখন একে অন্যের প্রতি ভালোবাসাগুলো মিথ্যে ছিলো না, ছিলো শ্রদ্ধাবোধ। আমরা যারা নব্বই দশকে জন্মেছি তারা সত্যিই ভাগ্যবান। কারন আমরা প্রযুক্তিহীনতার স্বাদ যেমন পেয়েছি, আবার প্রযুক্তিকে আমাদের সাথে নিয়ে এগিয়েও যেতে দেখেছি। এমন সৌভাগ্যবান প্রজন্ম আর কেউ নেই।
খালেদ ভাই মারা গেছে 😭 9:48 শুনা মাত্র তার কতা সৃতিচারণ করতে গানটা শুনতে আসলাম। মহান আল্লাহ তাকে মেহমান হিসাবে কবুল করুক।
বাটন ফোন, ২জিবি মেমরি, নোকিয়ার হেডফোন, এইরকমের গানগুলি আর প্রথম ভালবাসার জীবনটাই ছিল রঙিন খামে মোরানো।
Asolei akdom sotto
Same vai
প্রথম প্রেম 😭😭😭😭
vai re apnar comment pore ei purono dine cole gelam
Sotti osadharon cilo sei din gula
Ajo miss kori sei din gula
আহা রে,দিন গুলো যদি ফিরে পেতাম,খুব জানতে ইচ্ছে করে,খালিদ ভাই কি জানে কত ইতিহাসে,কত কষ্টের সাক্ষী এই গান ৷স্যালুট বস
এক কথায় স্কুল-কলেজ জীবনে যেসব গানে বুঁদ হয়ে থাকতাম তাদের মধ্যে অন্যতম একজন। 😢😢😢😢😢😢😢😢😢😢
চলে গেলেন খালিদ,,,রেখে গেলেন তার সুর ও সংগীত,, যার তরঙ্গে ভেসে বেড়াবো আমরা তার অসংখ্য ভক্ত অনুরাগী।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রিয় শিল্পী আজ আমাদের মাঝে নেই (১৮/০৩/২০২৪)
😢😢😢😢
Ameen
Kobe mara gasen uni😢
18-03-2024 uni mara gechen.
@@nabilakhan76 ameen
শত শত গানের দরকার নেই এমন একটি গানই যথেষ্ট একজন শিল্পীকে সারাজীবন মনে রাখার জন্য ❤️
ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজুউন, মহান আল্লাহ তাকে জান্নাতবাসী করুক, গানটি শুনে তার কথা মনে পড়ে চোখের পানি ধরে রাখার মতন না, আল্লাহপাক তাকে ভাল রাখুক উপরে আমার বাবার সাথে...
বাদ্যযন্ত্র ইসলাম এ তা হারাম তবে দপ বাদে শুধু দপ ইসলাম এ যায়েজ আছে বাকি সব বাদ্যযন্ত্র হারাম। আর তা প্রাকৃতিক শব্দ যায়েজ আছে পশু পাখির আওয়াজ বৃষ্টির শব্দ মানুষের ভয়েজ সূর এই গুলো অনুমাতি আছে হে আল্লাহ তায়ালা তুমি আমাকে আমাদের কে ইসলাম এর সহিহ ভূঝ ও হেদায়েত নসিব করুন আমিন শিরক ও বিদআত মুক্ত আমল করার তৌফিক দান করুন আমিন কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ার তৌফিক দান করুন আমিন আল্লাহ তায়ালা আমাদের সহায় হোন আমিন আচ্ছালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ ওয়া বারাকাতুহ 🇧🇩🦁🐯🇧🇩🇯🇴🇸🇦🤔👀🕋💞📖✍🏼🔥🌹🇸🇦🕋📚🏳️🏴🏳️❌☝🏼💕
মৃত্যুর খবর শুনে আমার মত আর কে কে গানটা শুনতে এলেন? 😢 খুব খারাপ লাগছে।
Ami😢
😔
Me also
এ হৃদয় ভেঙ্গে গেলে লাগে না জুরা
😂😂
ছোটো বেলায় মামা এফএম এ এই গান শুনতো তখন আমি মাত্র ক্লাস 4 e পড়তাম ২০০৯ সালের কথা। খুবই বিরক্তি লাগতো এই গান শুনলে। আজ আমি বিশ্ববিদ্যালয় শেষের দিকে। এখন বুঝি মামা কেনো গানটা এতো মন দিয়ে শুনতো।
(১)সরলতার প্রতিমা (২)তুমি হিমালয় হয়ে, এই গানের জন্য খালেদ ভাই কে আজীবন মানুষ রাখবে
হুম
কোন কারনে,সরলতার প্রতিমা, হিমালয়, এই গানগুলো কেউ ভুলবে না এতো জনপ্রিয়তা পেয়েছিল এই গানগুলো।
Amar kub pocchonder gan
I love it...
আবার দেখা হবে। সরলতার প্রতিমা। যদি হিমালয় হয়ে দুঃখ আসে।।। Extraordinary songs
"কোন কারনে ফেরানো গেল না তাকে"
এই গানটাও তো অসাধারণ
ওপারে ভালো থাকবেন প্রিয় খালিদ ভাই। আমাদের শৈশবকে সুন্দর করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। মহান সৃষ্টিকর্তা যেন আপনার জান্নাত নসিব করেন।
আমরা এই প্রজন্ম প্রেমিক-প্রেমিকা দের "সরলতার প্রতিমা" গান টা উৎসর্গ করতে একদম ব্যাস্ত হয়ে থাকি।
নতুন প্রেমে পড়ি বা প্রেমিকা রে খুশি করতে গান টা ডেডিকেট করতে উঠে পড়ে লেগে যাই কিন্ত সেই গান টার স্রষ্টা এবং লিজেন্ডারি ব্যান্ড চাইম এর খালিদ হাসান ভাই আর নেই।
মিউজিক সিনারিও এর আমরা গুটি কয়েক বাদে কাউকে তার মৃত্যুতে ব্যাথিত হতে দেখছি না কিন্ত কাল সকালেই দেখবো কেউ না কেউ তার এই "সরলতার প্রতিমা" গাইতেসে বা কাউকে ডেডিকেট করতেসে।
আল্লাহ আপনাকে বেহেশত দান করুক খালিদ ভাই।
আজও শুনি কখনো পুরানো মনে হয়নি!! অসাধারণ এই সৃষ্টিগুলো আমরা ধরে রাখি এবং পৌঁছে দেই পরবর্তী প্রজন্মের কাছে।
city college jabar pothe chondrimar akta cd r shop a ai gaan ta khub bajto onk loud sound a..ki j odvut valolaga..montai valo hoye jeto..ah!! 2006..time flies..💔💔
Rose Afrose 2006 😱
hm..old memories
Same here
2002 theke 2004 dhaka college life
সোনালি সেসব দিনের কথা খুব মনে পড়ে।
শিল্পী খালিদের নাম আমরা রেখেছিলাম 'অভিমানী খালিদ'। 'চাইম' নামের ব্যান্ডের সাথে ছিলেন খালিদ দীর্ঘদিন... হুট করে এসে একটা গান গেয়ে কোথায় যেন উধাও হয়ে যেতেন। সেই একটা গান হয়ে উঠতো কালজয়ী।
"শ্রাবণ বেলায় তোমার কথা ভেবে বিষন্ন এ মন,
আশার পথে দিয়েছি পাড়ি, যেথা তোমার বিচরন।
রয়েছো তুমি বহুদুরে আমাকে রেখে ছলনায়...
এ হৃদয় ভেঙ্গে গেলে জানো কি তা-
লাগে না লাগে না জোড়া...!"
'সরলতার প্রতিমা' খালিদের এমনই এক সৃষ্টি... যে গান, গানের কথা, গানের সুর আমাদের অন্তরে রয়ে গেছে বছরের পর বছর... যে গান ছাড়া কখনো বন্ধুদের গীটারের আড্ডা জমে নি। যে গান শুরুর দিন থেকে আজ পর্যন্ত একই আবেদন নিয়ে জ্বলজ্বল করছে... জ্বলতে থাকবে আরো অযুত-লক্ষ-নিযুত-কোটি বছর।
অভিমানী খালিদ আবার কোথায় যেন হারালেন... এই হারানো-ফিরে আসার খেলার মাঝে খালিদ আমাদের দিয়ে গেছেন 'হয় নি যাবার বেলা', 'আকাশনীলা', 'আবার দেখা হবে', 'কোন কারণে', 'হিমালয়' এর মতো গানগুলো।
নব্বই এর শেষে দুই হাজারের শুরুর দিককার সময়গুলোকে অন্যরকম সুন্দর করে রাখার জন্য খালিদ আপনাকে ধন্যবাদ
Ami bolbo kheyali khalid. 😊
yes
খুব জানতে ইচ্ছে করে উনি কোথায় আছেন কেমন আছেন কি করেন, ভালো আছেন তো?????
❤️❤️❤️
@@anowarrohan8814 খালিদ ভাই নিউ ইয়র্কে থাকেন। ২০১৯ সালে উনাকে আমেরিকার 'ফোবানা' কনভেশনে টুটুল ভাই এর সাথে স্টেজে দেখা গেছে । উনি 'সরলতার প্রতিমা' গানটি গান। আগের চাইতে মোটা হয়েছেন। প্রচারবিমুখ এই গুণী শিল্পী মিডিয়ার আড়ালে রাখেন নিজেকে।
১৫ বছর আগে রিলিজ হওয়া গানটির রাজা আজকে না ফেরার দেশে চোলে গেলো আজকে কমেন্ট রেখে গেলাম আগামী ১৫ বছর পর আমি এই দুনিয়ায় থাকব কিনা জানি না তবে এই রাজার চলে যাবার দিনে রেখে গেলাম স্মৃতি ❤
সত্যি বলতে কি,
আমরা খুব ই ভাগ্যবান,
যারা ৯০ দশকে জন্মেছি,
এত পুরোনো গান এখন অ ঠিক আগের মত মনকে নাড়া দেয়।।
কিছু ভালোলাগা অমলিন।।
ami kopal pura
হাহাহা,
পিছনে ফিরে তাকান
আমাদের মত ভাগ্যবান আপনি ও হয়ে যাবেন
Right 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
সত্যি
খুব অল্প সংখ্যক গান গাওয়া শিল্পীদের মধ্যে খালিদ সাইফুল্লাহ অন্যতম.... ওপারে ভালো থাকবেন প্রিয় শিল্পী... ❤
বাইরে ঝিরি ঝিরি বৃষ্টি,ছাদের উপরে হালকা বৃষ্টি বিলাশ করছি আর কানে হেডফোন দিয়ে এই গানটা শুনছি,আর আকাশের দিকে তাকিয়ে গানের প্রতিটা লাইনে অর্থ বুঝতেই গায়ের সব লোম দাঁড়া হয়ে যায়,কি অসাধারণ গানটা 🥰
"Ah, this song takes me back to a simpler time when life had a different rhythm. It's like a cherished photo album for the ears, filled with memories and emotions. Old truly is gold." 🎶💛
এমন গান কি আর শুনতে পাব না আমরা!? 😥
কি অন্যরকম এক ভালো লাগা কাজ করে 💟
সত্যিই
আজ খালিদ ভাই চলে গেলেন এই দুনিয়া ছেড়ে। অথচ তাঁর গলার এই সুন্দর সৃষ্টি যুগ যুগ বেঁচে থাকবে। হাজারো "সরলতার প্রতিমাদের" মাঝে প্রতিচ্ছবি হয়ে থাকবে।
কি অদ্ভুত তাইনা?!!
ভালো থাকবেন খালিদ ভাই ❤
First time when I heard this song when my baba went to my ammu and sang it all of a sudden which was really cute but as a kiddo i didn't feel that in that way and then suddenly one day while driving dad told me to play this song and this song is my dad and mom's favorite at a time. There are so many covers of this song but nothing can be compared with this masterpiece
Wow🥰🤭
Bro I wish I could meet uncle who has really good taste of music and I can feel what your Dad feels for your mom. love for Uncle and Aunt ❤️.
৯০ দশকের ছেলেমেয়েদের টপ লিস্টে থাকা গান গুলা যা বর্তমান প্রজন্মদের দের মনের মনি কোঠায়ও ঠাই নিয়েছে, যা কমেন্টে দেখা যায়।এই গান গুলা প্রজন্ম পর প্রজন্ম শুনতে থাকবে, উজ্জীবিত করবে তারুণ্য কে।
খালিদ ভাই আজ সোমবার (১৮ মার্চ) সন্ধ্যায় একটি বেসরকারি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে পৃথিবী ত্যাগ করেন
হিমালয়’, ‘সরলতার প্রতিমা’, ‘যতটা মেঘ হলে বৃষ্টি নামে, ‘কোনো কারণেই’, ‘আবার দেখা হবে’, ‘হয়নি যাবারও বেলা’র মতো অসংখ্য জনপ্রিয় গানের কণ্ঠশিল্পী খালিদ ভাই এছাড়াও, বহু শ্রোতানন্দিত গানে কণ্ঠ দিয়ে শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নেন খালিদ ভাইয়ের জন্য দোয়া রইলো।
Khalid probably don’t even know how gifted he was...have a good rest of life in USA brother..thanks for making my/our childhood colorful with your mesmerizing songs
খালিদ ভাই মারা যাননি। উনি নিউ ইয়র্কে থাকেন। ২০১৯ সালে উনাকে আমেরিকার 'ফোবানা' কনভেশনে টুটুল ভাই এর সাথে স্টেজে দেখা গেছে । উনি 'সরলতার প্রতিমা' গানটি গান। আগের চাইতে মোটা হয়েছেন। প্রচারবিমুখ এই গুণী শিল্পী মিডিয়ার আড়ালে রাখেন নিজেকে।
এক্জাক্টলি! খুবই গিফ্টেড এক গায়ক ছিলো।
*প্রথম ২০১৮ তে শুনেছি আপনাকে স্যার। প্রতিটি গান শুনেছি আর ভেবেছি এতো গুণী মানুষের কদর কি আদৌ হয়েছে এই দেশে???* *জবাব পাইনি। আর আজ আপনিও চলে গেলেন!💔*
মানুষ যত ম্যাচিউর হতে থাকে ততোই পুরানো গান শুনতে আকৃষ্ট হতে থাকে বেশি।
😍
That's how
Old is gold 🪙
ঠিক বলেছেন কিন্তু আমিতো এই গানের পাগল 17বছর বয়স থেকেই
@@SurayaAkter-mr6ql 💖
Thik tai amr khetre o soto belay tv te onk suntam bisesh er rater bela akta tv magazine show silo chaya chondo se khane gaan ta dito sunte sunte bichana tanato
ইউটিউবে ঢুকতে সবার প্রথমে এই মানুষটির গান সামনে আসতো।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।🤲
২০২৩ এ এসেও যারা এখানে গানটি শুনতে এসেছেন তাদের রুচির প্রতি সম্মান রইল🖤
কেউ লাইক দিলে হয়ত গানটি আবারও শোনা হবে🖤
Joss
২০২৩ সালে
salute Boss
welcome bro
আবার শুনেন 😊
মন খারাপের বাহানা হলে হুদাই এই গানটা শুনি৷ কালজয়ী একটা সংগীত। ব্যাকুল হৃদয়কে শান্ত করে৷৷
যিনি লিখেছেন ও সুর করেছেন তার প্রতি বিনম্র শ্রদ্ধা আর ভালবাসা৷
আল্লাহ বেহেশতে নসীব করুক । ❤
খুব সম্ভব ৯৮ সালে প্রথম শুনি কলেজ জীবনে, তারপর ৭/৮ বছর এই গানটা প্রতিদিন রাতে একবার হলেও শোনা হতো; সময়ে অনেক কিছু বদলে গেছে, কিন্তু এই সুর আর কথা গুলোর মোহ একবিন্দু কমেনি, আজ এই দূরপারে এসেও প্রথমেই গানটা ছেড়ে যা অনুভূতি হল, এইটা বোঝাবার ক্ষমতা আমার আজও নেই.
তিপ্পান্ন বছর বয়সে এসেও
আজও অতীতের মতো আবেগ জড়ানো মন নিয়ে গানটি শুনছি!!!
ভালো লাগছে সেই আগের মতোই!
তবে আমার মনে হয়!কিছু গানের ভিডিও চিত্র না হওয়াই ভালো!
কারণ তাতে গানের প্রকৃত ভাবমূর্তি ক্ষুণ্ন হয়!তবে কৈশোরের এবং যৌবনের সেই উত্তাল দিনগুলোর কথা মনে পরে গেল!এ-ই গানটি কত ছেলেমেয়েদের জীবন নষ্ট করেছে!আবার কত মেয়েছেলের মাঝে সম্পর্ক সৃষ্টি করে জীবন গড়েও দিয়েছে!
তবে মুসলিম হিসেবে আমাদের ভুলে গেলে চলবে না!গান শোনা পাপ!
মহান আল্লাহ তায়ালা আমাদের ক্ষমা করুন এবং আমাদের সঠিক বুঝ দান করুক ও এ-ই পাপ মুক্ত থাকার তৌফিক দান করুন!
আমিন!
{২৭/০৭/২০২৪ - ইংরেজি}
২০২১ মার্চ এর ২৯, অফিস শেষে মহাখালী দিয়ে শুনতে শুনতে যাচ্ছি, স্মৃতি রেখে গেলাম🌸 ধন্যবাদ আপনাকে খালেদ এমন গান উপহার দিয়েছেন
এ হৃদয় ভেঙে গেলে লাগেনা লাগেনা জোড়া🥀
Khub kosto lagy gaan ta sunle
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহান আল্লাহ খালিদ ভাইকে জান্নাত নসীব করুক.. আমিন।
Listening to this song from 2005.. Some songs never get old, some songs are not just songs, but a story on its own, a legend of a kind! ❤
You are absolutely right. Best wishes.
same to you
আমার মনে করি এটা আমার জীবনের সেরা শোনা গান। জীবনেযে কতবার শুনছি তার কোন হিসাব নাই। বিশেষ করে যখন প্রেম করতাম। প্রিয়তমার সাথে কথা রাগ অভিমান হতো তখন তো সারাদিনই শুনতাম এই গান।
Faysal Ahmed Bappy হা হা হা
@@tasfiyatazrinmoon2408 হাসলেন কেন সিরিয়াসলি বলছি
এই গান গুলো এখনো যারা শুনতে আসে তারা আসলেই চমৎকার রুচির মানুষ। গান এমনই একটা জিনিস যা দ্বারা মানুষের পছন্দ অপছন্দ রুচি, আর সে কেমন প্রকৃতির এটা অনেকটাই বোঝা যায়, যা অন্য কিছু দিয়ে এত সহজে যায় না।
তাছাড়া গান দিয়ে কাউকে কিছু বোঝানো ও সম্ভব হয়।
সেই ছোট্টবেলায় ক্লাস ফোরে থাকতে এমপি ফোরে এই গান শুনেছিলাম প্রথম ২০০৬ সালে....আজ বড় হয়ে গেছি,আপনিও গত হয়ে গেলেন....ভালো থাকবেন খালিদ ❤️😭
খালিদ ভাই।😢😢😢😢😢
১৮ মার্চ, ২০২৪।
আপনার গান শুনতে কত মানুষ আজ এখানে।
😢
😔
খালিদ ভাই আপনাকে মিস করি অনেক। অসাধারন কিছু গান গেয়ে গেছেন। কতো রিকেম হলো কিন্তু আপনার গাওয়া গানটিই অমর হয়ে থাকবে।
পরবর্তী প্রজন্মরা অবাক হবে এই ভেবে আমাদের রুচিবোধটা কতটা অতুলনীয় ছিলো,, পরপারে ভাল থকবেন লিজেন্ড
খালিদ ভাই আর আমাদের মাঝে নেই কিন্তু তার গান গুলোর মাধ্যমে আমাদের মাঝে সারাজীবন অমর হয়ে থাকবেন।
আপনি যদি এই গানের জন্য সার্চ করে এখানে এসে শুনে থাকেন,আপনার মিউজিক টেস্ট তাহলে চরম😄
😊😊😊
এখনো অসাধারণ
Hmm matro aslam
💖
এখন শুনতেছি🙂
এরকম গান শুনি না, কেনো যানি একাই চোখ দিয়ে পানি বের হয়ে যায়::.....
যেমন একটা আইয়ুব বাচ্চু, জেমস,... মোটুামুটি বাংলাদেশের সব সিঙ্গার ই এমন কিছু কালজয়ী গান থাকে... যা শুনলে একাই চেখ দিয়ে পানি বের হয়ে যায়....
ভালোবাশি সানজিদা, অনেক ভালোবাশি ::....
২০০৫ সালে গ্রামীনফোনের ভয়েসকল রেকর্ড করে প্রেমিকাকে পাঠাতাম প্রতি মিনিট ৮ টাকা করে কাটতো, আমি ১ লাইন পাঠালে সে পরের লাইনটা গেয়ে আমাকে পাঠাতো, অনেক মিস করি সেই দিনগুলি😥😥😥
ভাইয়া খুব জানতে ইচ্ছে হয়,
সেই প্রেমিকা কি আপনার সাথে এখনো আছে? আপনারা কি সফল হয়েছিলেন শেষ পর্যন্ত ??🙂🙂
ওরে প্রেম ...
vaiya plz ans den sobar apnr ans wait korse
What happened after?
@Shahadat Khan মনে হয় ২০০৪...২০০৫ সালে হবে.. তকনকার সময় যারা প্রেম করতো তাদের পিয় গান ছিলো
জীবনে প্রথম প্রেমে পড়েছি ২০০৬ এ । তখন এই গান এতই শুনতাম আর কি যে ভালো লাগতো বলে বুঝানো যাবেনা । এখনো শুনছি । তবে এখন আর তখন এই সময়ের মধ্যে অনেক ব্যাবধান । তখন শুনতান MP3 তে অথবা ওয়াকম্যান এ অথবা টেপ রেকর্ডারে । আর এখন শুনছি ইউটিউবে তাও সব সময় প্লে করে । ডাউনলোড তো করাই হয়না । হারিয়ে গিয়েছে সেই দিন আর সেই প্রিয়জন । এসেছে নতুন একজন জীবনে ।
ভাইরে ভাই এমন গান কি আর শুনতে পাব না আমরা!? 😥
কি অন্যরকম এক ভালো লাগা কাজ করে 💟
প্রিয় মুনিয়া,এই গানের প্রতিটি লাইনকেই তোমার নামে উৎসর্গ করলাম। তুমি যেখানেই থাকো,ভালো থেকো আর আমার থেকো। অনেক অনেক ভালোবাসি তোমাকে প্রিয়তমা। 🖤
দীর্ঘ 13 বছর গানটির বয়স এখনো যতবার শুনি মুগ্ধ হয়ে যাই।
5 বছর যাবত শুনে যাচ্ছি। এই গানের জন্য খালিদ ভাই যুগে যুগে মানুষের ভালোবাসা পাবে🥰🖤
13 na eta 90 doshoker gaan
শিল্পীদের মৃত্যু হয় না।তারা তাদের কর্মের মাধ্যমে চিরকাল বেঁচে থাকেন।
এই একটা গানই যথেষ্ট উনাকে আজীবন মনে রাখার জন্য।
২০২০ সালে এপ্রিল মাসে কে কে শুনছেন?
এই গান গুলো কখনও পুরাতন হয় না!
যতই শুনি ততই শুনতে ইচ্ছে করে।
তুরি, তোমাকেই মনে পড়ে।
Me2
Ami o asi
২০২০ এপ্রিল কেন ২০৩০,২০৪০,২০৫০,২০৬০ যদি বাঁচি,মানুষ তার ব্যার্থ ভালোবাসা মৃত্যুর আগ পযর্ন্ত মনেকরে,আমিও করি।
Amio shuntesii akhon
২০২১ সালের মে মাস। পারলে আজীবন শুনব৷
কমেন্ট রেখে গেলাম।
অনেকদিন পর যখন আমরা থাকবো না আমাদের পরিচিত কেউ হয়তো দেখবে আমাদেরও পছন্দ ছিলো গানটি ঠিক তাদের মতো। তাদের সময়ে তারা যেমন সিগারেটের ধোঁয়ামাখা মধ্যরাতে গানটি শুনবে আমরাও শুনতাম আমাদের সময়ে।আর প্রিয় মানুষটির কথা মনে করতাম। মানুষ বদলাবে,ঋতু বদলাবে কিন্তু গানটি থেকে যাবে চির বসন্ত!
Thik bolasan bai.
আমিও কমেন্ট রেখে গেলাম ভাই আপনার সাথে!
স্কুলে পরতাম, না ছিলো তখন মোবাইল না ছিলো তখন ইন্টারনেট!
আগ্রহ নিয়ে তখন CD চ্যানেল খুলে বসতাম এই গানগুলোর জন্য☺️
আসলেই জীবনটা তখনি রঙ্গিন ছিলো 😇
খালিদ ভাই এর এই গান টা আমার খুব প্রিয়।। তার মৃত্যুর খবর শোনার পর থেকে এই গান টির কথাই মনে হচ্ছে৷ আল্লাহ তার সকল গুনাহ মাফ করে জান্নাতুল ফেরদৌস দান করুক❤
কমেন্ট রেখে গেলাম। অনেকদিন পরে যখন আমরা থাকবোনা আমাদের পরিচিত কেউ হয়তো দেখবে আমাদেরও পছন্দ ছিলো গানটি ঠিক তাদের মত, তাদের সময়ে যেভাবে তারা যেমন প্রতিনিয়ত গানটি শুনতো তেমন আমরাও শুনতাম আমাদের সময়ে! মানুষ বদলাবে, ঋতু বদলাবে গানটার তখনো থাকবে চির বসন্ত!
Yeah, that was golden period of bangla band. Everyone was so perfect and they are given lot of emotions.
কিছু গানের রেশ রয়ে যায় বছরের পর বছর। তেমনি একটা গান,,সেই ২০০৯-১০ সালের দিকে প্রথম শুনেছিলাম। সেই মুগ্ধতা এখনো রয়ে গেছে ❤️❤️❤️
দীর্ঘ 15 বছর পরে এই গানটি শুনছি। এই গানটি যখন গাওয়া হয় তখন হয় হয়তো পৃথিবীতে আসি নাই।
2024 এ যখন আমার প্রেমিক আমাকে উৎসর্গ করে গানটি গেয়েছিল তখন নিজেকে খুব স্পেশাল ফিল হচ্ছিল। নিজেকে অনেক ভাগ্যবতী মনে হয় কারণ সে এখন আমার জীবনসঙ্গী। 🩶🌼
খালিদ ভাই আমার অন্যতম প্রিয় শিল্পী....তার গানগুলো যতবার শুনেছি অন্য কোন শিল্পী গান এতবার শুনিনি
*এতো হৃদয়স্পর্শী গানটির কোন তুলনা হয় না। অসাধারণ গান।*
2001 এ জন্ম আমার 2010 এ এই গান প্রথম শুনি ,তখন শুধু সুন্দরই লাগতো । এখন অনুভব করতে পারি । জীবনে যতদিন বেঁচে থাকবো এই গান টির লিরিক্স কোনোদিন আর মুখস্ত করা লাগবে না । হে কিংবদন্তি গায়ক আপনি আর নেই , আপনার এই মাস্টার পিস গানটির জন্যও অন্তত সারাজীবন এই 20 দশক এর ছেলে মেয়েরা সারাজীবন মনে রাখবে । দোয়া করি আল্লাহ আপনাকে যেনো ক্ষমা করে দিন আর পরকালে ভালো থাকেন 💔 😢।
২০২৪ এ এসেও যারা এখানে গানটি শুনতে এসেছেন তাদের রুচির প্রতি সম্মান রইল।🖤কেউ লাইক দিলে হয়তো গানটি আবারো শুনা হবে।😌💗
সত্যি অফুরন্ত,,,, ভালোলাগার মতো একটি গান।
@@Aruu7-p5q Masterpiece 🦄🫰🏻
Onek vallage asholei
প্রত্যেক প্রেমিকের উচিৎ তার প্রিয়তমাকে এই গানটি উৎসর্গ করা।
এরপর নক্ষত্রের ও পতন হয়,
একজন খালিদ হাসানের ও চলে যেতে হয়😢,
কে কে স্যারের মৃত্যুর পর এই গানটি শুনতে আইছেন শুধু তারাই লাইক দিবেন।❤
আমার প্রিয় মানুষের জন্য ছিল এই গানটি,সেই ১৮ বছর আগের কথা.. আমি জানতাম সে আমার কখনই হবে না,কিন্তু সে ছিল আমার প্রেমে বিভর আমি ও ছিলাম তার পাগল প্রেমিক, এই গান টি আমাদের ভালোবাসার ভবিষ্যতে স্রিতি হয়ে বেচে থাকবে....তখন তার হাত ধরে এই গানটি বহুবার শুনিয়েছি..জাতে বহু বছর পড়ে ও এই গানটি শুনলে আমাদের ভালো বাসার কথা মনে পড়ে তার... বেচে থাকুক সব ভালোবাসা💕😔😞😥
What a legend... His song will be alive in every generation! Nostalgia attacks so hard😭😭😭
আমি এবং আমার বন্ধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের মৃত আলমগীর এই গানগুলো সারাক্ষণ গেয়ে যেতাম। আলমগীর বেঁচে থাকলে আজকে সবচেয়ে বেশি কষ্ট পেত। আমরা যারা ৮০-৯০ এর দশকের , আমাদের স্বর্ণযুগ ছিল।❤
It's been long time i lost u, still i am listening.. Thumbs up for this kind of artists who keep us alive.. 👍
সুদীর্ঘ ১৩ বছরেরও বেশী সময় এর পুরানো গান এটা তবুও গানটি শুনলে মন ও প্রাণ দুটোই ভরে উঠে,,
২০২২ এর প্রথম দিনেই আবার ও শুনলাম সবাই কে শুভেচ্ছা 😊❤
সকালে ইউটিউবে ঢুকেই বরাবরের মত সামনে থাকা গানটি শুনলাম। তখনও জানতাম না প্রিয় শিল্পী গত রাতেই আমাদের মাঝ থেকে হারিয়ে গেছে😢 বিদায় লিজেন্ড 🙏
I was used to love this song from the age of 12. Didn't understand the deeper meanings then. Still I love this song... will be one of the finest in my list
♥♥♥
Wow 11 year ago🥺
13 years ago comment
13 years 😢, literally i want to know , farhan is still listen this song or not ??
if just sitting and singing is a art then this song deserves an oscar for that what a style man just sitting ,lying down and one gem of a song
১ঘন্টা আগেই উনি মারা গিয়েছেন,
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
গানটি তাই শুনতে আসলাম,আল্লাহ বেহেশত নসিব করুক,আমীন।
এই গান কখনও হারিয়ে যাবে না। যখনি শুনি মনে হয় গান নিজের না বলা কথা গুলোই বলে যায়!
from canada. this songs always plays in my car while going to work
Over 20 Year passed still listening, the best song ever been & probably all time favorite.... Undoubtedly all time best. Thanks to Khalid Bhai for this terrific creation& presentation. All the best to you......
এক কোটি টা অনুভূতি লুকিয়ে আছে এই গানটায়। বাঙালি আর প্রেম যতকাল টিকে থাকবে এই গান ততদিন বেঁচে থাকবে৷
"শ্রাবণ বেলায় তোমার কথা
ভেবে বিষণ্ণ এ মন..."
ছোট বেলায় লাইনগুলো শুধু শুনেই যেতাম, আর গুণগুণ করে গেয়ে যেতাম।
আর এখন লাইন গুলো ফীল করি, অনুভবে হারিয়ে যাই...❤
☺☺
It's 2021. Almost 12 years. But still getting goosebumps.❤️
০৬ এর গান, ১৫ বছর
Really goosebumps 💓
eta amr ammura 2003 e sunese
Yes where is he now ??
@@irinsultana3737 She told me about this song! And I came here to listen this
one of the best vocalist of Bangladesh, unfortunately most underrated too.
আমার 24 বছর বয়স আমি প্রেম করিনি কিংবা কারো প্রেমে পড়িনি তবুও বুকের ভেতর জমে আছে হাজারো কষ্ট বাইরে চরম লেভেলের বৃষ্টি হচ্ছে শুনছি খুব ভালো লাগছে সঙ্গে হালকা তামাক সেবন করতেছে তবুও এত বড় গানে শুধুমাত্র দুটি লাইন বারবার মাথায় ঘুরছে এ হৃদয় ভেঙে গেলে লাগেনা লাগেনা জোড়া
K k shuntesen in 2019??
এই গানটির সঙ্গে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে তাই এই গান কখনো ভোলার নয়
১২ বছর আগে এতটা বুঝতাম না,,
গানের কথা গুলো,, এর অনুভূতি আমাকে সেই বেলাতে নিয়ে যায়। সত্যিই অসাধারণ...
Mone pore Jokhon khalider ei albumta ber hoy ami tokhon gulsane job kortam protidin Glsan 1 no. more cd'r dokane ei ganta eto jore bajto mone hoto jeno puro Gulsanta thor thor kore kapse ar ami kichukkhon darie ganta suntam sei theke sunchi khalider gan ajo sunchi Glasgow theke !!!
কত বছর ধ রে শুন্তেছেন?দেখি আপনি আগে না আমি আগে!!!
nice
vary nice
Md shajalal ami sunchi 4botsor dore
Tokhon apnar basay CD plyar cilo na vi.cd kina tar por DVD player kina cilan.
খালিদ ভাই। ভালো থাকিয়েন । আমাদের দুঃখদিনের সঙ্গী হওয়ার জন্য আপনার কাছে কৃতজ্ঞ থাকবো। প্রতিবার কান্না পেলে আপনাকে শুনবো,শুনবো “এ হৃদয় ভেঙে গেলে,লাগেনা লাগেনা জোড়া”
প্রিয় খালিদ ভাইয়ের সঙ্গে বিলিয়ার্ড খেলার সৌভাগ্য হয়েছিল যখন আমি কলাবাগান বশিরউদ্দিন মসজিদ গলিতে বসবাস করতাম তখন। ভালোবাসা অবিরাম প্রিয় বড় ভাই আপনার জন্য, আমেরিকা জীবন হউক সুখ সাচ্ছন্দ্যময়। 🤲💟🇧🇩
সদুর ফ্রান্স থেকে এখনো প্রতিদিন কমপক্ষে ৮/১০ বার শুনি গানটা।। প্রিয় গানগুলার মধ্যে একটা।। ১৭/০ ৮/২০১৮...
17-8-18
@@ryannijhum7834 ধন্যবাদ ভাইয়া ভূল ধরাই দেয়ার জন্য।
আমি ও তাই।আল আইন।
Amio
Forever in favs