Bhule Gechi | ভুলে গেছি সুর | Babita & Razzak | Sabina Yasmin | Peech Dhala Poth | Anupam
HTML-код
- Опубликовано: 28 окт 2024
- Subscribe Now: goo.gl/oDg7Ps
Welcome to Anupam Movie Songs channel. Watch Popular Bangla Movie Songs, Old Bangla Movie Songs, Anupam provide nonstop entertainment.
Song: Bhule Gechi Sur
Cast: Babita & Razzak
Singer: Sabina Yasmin
Lyricist: Gazi Mazharul Anwar
Music: Robin Gosh
Movie: Peech Dhala Poth
Director: Ehtesham
Producer: Mustafiz
Production: Mustafiz Production
Release Year: 1970
Label: Anupam
All kinds of Digital Copyright and Distribution right preserved by Anupam Recording Media only.
To Set This Song As Caller Tune Please Use Below Mentioned Code:
Ringback Tunes Can Be Set By SMS with only 1 setup:
গানটি গ্রামীনফোন গ্রাহকরা ওয়েলকাম টিউনস্ হিসেবে সেট করতে চাইলে মেসেজ অপশনে গিয়ে
WT লিখে একটি স্পেস দিয়ে 9641857 লিখে পাঠিয়ে দিন 24000 নাম্বারে।
গানটি রবি গ্রাহকরা টেলি টিউনস্ হিসেবে সেট করতে চাইলে মেসেজ অপশনে গিয়ে
GET লিখে একটি স্পেস দিয়ে 9641857 লিখে পাঠিয়ে দিন 8466 নাম্বারে।
গানটি বাংলালিংক গ্রাহকরা টিউনস্ হিসেবে সেট করতে চাইলে মেসেজ অপশনে গিয়ে
DOWN9641857 লিখে পাঠিয়ে দিন 2222 নাম্বারে।
গানটি এয়ারটেল গ্রাহকরা কলার টিউনস্ হিসেবে সেট করতে চাইলে মেসেজ অপশনে গিয়ে
CT লিখে একটি স্পেস দিয়ে 9641857 লিখে পাঠিয়ে দিন 3123 নাম্বারে।
Visit our Official site: www.anupamrm.com
Also, Find us on Social Media:
G+ Anupam: plus.google.co....
Facebook Page: www. Anu...
Twitter Official: / anupamrm
#PichDhalaPothMovieSong
#BanglaMovieSong
#banglasong
#banglavideosong
#OldMovieSongs
#moviesongsbangla
#banglapopularsong
#PopularBnaglaSong
সাবিনা ইয়াসমিন আমাদের গর্ব।কি কন্ঠ অপুর্ব অতুলনীয়। কালজয়ী গান দিয়ে আপনি বেচে থাকবেন আমাদের মনে আজিবন।
সুন্দর একটা গান! সাবিনা ইয়াসমিনের প্রায় সব গানই অসাধারণ।
কি চমৎকার গানের কথা, সুর আর অনবদ্য গায়কী সব কিছু মিলিয়ে গানটিকে কালজয়ী করেছে।
এইসব অসাধারণ সুন্দর গানের কোনো তুলনা নেই। সর্বকালের সেরা বাংলা গানের একটি, আমার মতে।
বার বার শুনতে ইচ্ছে করে।
ববিতা এক্সট্রাঅর্ডিনারী অভিনয় শিল্পী।
আমার খুব প্রিয় অভিনেত্রী। ❤️
অপূর্ব এ কিংবদন্তি গানের লহরিতে ভাসছি সারাক্ষণ।গায়িকাকে জানাই হাজারো স্যালুট! আর নায়িকা ববিতার তুলনা উনি নিজেই!উনিও কিংবদন্তি হয়ে আছেন,রইবেন অনন্ত কাল ধরে।স্যালুট ওনাককেও!
সত্যি তাই
এক বসাতে অন্ত ত ৭-৮ বার শুনলাম অনেক দিন পরে... তারপর ও কেন যেন শুনতেই ইচ্ছে করছে!!!
কি দারুন গান শুধু শুনতেই মন চায়!গানের জগতে আর অন্য দিকে ফিরতে মন চায় না।বর্তমানের গীতিকাররা এই ধরনের গান রচনা করতে পারছেন না এটাই আমাদের দুর্ভাগ্য।
গানটি বার শুনি।সাবিনা ইয়াস মিনের একটি কালজয়ী গান,,,,🌹♥️
খুব সুন্দর গান।ববিতাকে কি সুন্দর লাগছে
এই গানটি লিখেছিলেন সেই ১৯৭০ইং সালের যে কোন এক সময়। গানটি খুবই হিট হয়ে ছিলো। তিনি হলেন গাজী মাজহারুল আনোয়ার সাহেব। এ সব গান শুনলে গাজী সাহেব এর স্মৃতি মনে পড়ে। উনি কিছু দিন আগে মারা গেছেন।উনি যেন পরপারে ভালো থাকে, এটাই দোয়া করি। আমিন।
গাজী মাজহারুল আনোয়ার ছিলেন এক অসম্ভব এক প্রতিভার নাম, অথচ বর্তমান প্রজন্ম তাঁর মতো গীতিকারকে তাকে ভুলে গেছে।
রবিন ঘোষ একজন বিখ্যাত সুরকার ছিলেন ভারতীয় উপমাদেশে তিনি সমান তালে অনেক জনপ্রিয় উর্দূ এবং বাংলা গান উপহার দিয়েছেন।
সত্যি পুরোনো দিনের গান গুলো কতো সুন্দর ছিল।ববিতা লিপ দিয়েছে সুন্দর।
কত সুন্দর গান তখনকার।
আর এখনকার গান??? এখনকার সিনেমা??
কবরী,শাবানা, ববিতা বাংলাদেশের চলচ্চিত্রের তিনজন কিংবদন্তি অভিনেত্রীই ছিলেন অসাধারণ সুন্দর, অসাধারণ প্রতিভাময়ী অভিনয়শিল্পী। আমার মতে অভিনয়ে ববিতা ছিলেন তাঁদের মধ্যে সবচেয়ে ধারালো।
অসাধারণ অসাধারণ অসাধারণ অসাধারণ অসাধারণ অসাধারণ অসাধারণ অসাধারণ।
ববিতা সুচিত্রার চাইতে অনেক সুন্দর দেখতে অভিনয়ে অনেক বেশী সাবলীল।
তখনকার দিন এই সমস্ত ছবি পিতা-মাতা ভাই-বোন সবাই একসঙ্গে বসে দেখা যেত এখনকার ছবি তো সুবিনয় যেন বাস্তব যৌনসঙ্গম
মুগ্ধতার গান।মুগ্ধতার নায়িকা। 🥀🥀
আমাদের একজন লিজেন্ড সুরকার ছিলেন - রবীন ঘোষ। তার অনবদ্য সৃষ্টি নিয়ে আমাদের মাঝে কোন চাঞ্চল্য নেই। আমরা বড়ই দূর্ভাগা মাথামোটা স্মৃতিবিভ্রম জাতি। নিজেদের রত্নরাজির মূল্যায়ন করতে জানিনা। সেই সময়ের সাবিনা ইয়াসমিনের কণ্ঠ সুধা শুধুমাত্র দুই যুগ আগের গানগুলোতে খুঁজে পাওয়া যায়।
আসলেই স্বর্ণালী গান...
কোনদিনও পূরাতন হবে না এই গান
যেমন সুন্দরী ববিতা আবার তার ঠোটে সাবিনা ইয়ামিনের মত মিস্টি কন্ঠ।অতুলনীয়।
অসাধারণ সব প্রতিভার আবির্ভাব একই সময়ে হয়েছিল
আমারে জড়িয়ে গেছে সুরভি হারে...কি কথা,তেমন সুর... সাবিনার কন্ঠের মাধুর্য তো আছেই..অপুর্ব ববিতা...
কালজয়ী গান। অসাধারণ অভিনয় ববিতার। very natural.
আর কি সৃষ্টি হবে এ সুর!
আহা কি অসাধারণ কন্ঠ, গান, গায়িকা , নায়িকা , গীতিকার , সুরকার
ভুলে গেছি সুর ওগো স্বরলিপি নেই
প্রাণের মুকুরে তারই ছায়া যে পড়ে
বলো না শোনাবো গান আমি কী করে।।
নয়নে কাজল হয়ে
সে তো হেসেছে ....
স্বপ্নে আপন হয়ে কাছে এসেছে
আমারে জড়িয়ে গেছে সুরভি হয়ে
বলো না শোনাবো গান আমি কী করে.....
ঝিনুকে প্রেমের ছবি
সে তো এঁকেছে
মুকুলে ফাগুন হয়ে শুধু ডেকেছে
প্রাণের অতিথি হাসে গানের দ্বারে
বলো না শোনাবো গান আমি কী করে।
Bobita is about 17/18 years old😍
আমি পুরুষ হলে ববিতার রুপে পাগল হতাম। কি মিস্টি দেখতে ছিল এই রূপসী নায়িকা। আমি মেয়ে হয়েও তার রুপ ও অভিনয়ের পাগল ভক্ত।
আমাদের কী হাল তাহলে বুঝতে পারছেন????৩০-৪০ বছর ধরে ববিতাকে স্বপ্নের রাণী করে দিন কাটাচ্ছি
@@TheSaiful333 😆😃😃😁
Same ami
@@TheSaiful333 হুম। আপনার অবস্হাও খুব ভাল ভাবেই বুঝতে পারছি।😂😂😂
@@TheSaiful333প্রপোজ করে দেখতেন 💁🏼♀️
আগের গান তবলা, বাঁশি তে অনেক সুন্দর।
এইসব অসাধারণ গানের যুগ আর কোন দিন ফিরে আসবে না।
অপূর্ব এ গানের লহরিতে
অসাধারণ গান। মন ভরে যায় 💖
কি চমৎকার অসাধারণ গান ,,,!
তুলনাই হয় না ,,,! সুন্দর ,,, !!
অসম্ভব সুন্দর ,,,!!
এখনের বাংলা সিনেমায় কি গান আছে???
সাদকালো তবুও কথা সুর লয় সবই সুন্দর।
Babita bangladeser sobchye valo avinetry.
এই গান সুর আর কখনও তৈরি হবে না আগামি প্রজন্ম দেখবে আর ভাববে সুন্দর অভিনয় ভুলার নয় ।
j
কত সুন্দর গান মুন ভরে যায়
কি বলব ভাষা নেই...
মনে আবেগ অনুভূতির সৃষ্টি করেে এসব গান শুনে , শিল্পীর দীর্ঘ জীবন কামনা রইল।
অসাধারণ একটি গান
Old is always gold. really it is impresive song.
বাংলাদেশের এক দুর্লভ রত্ন সাবিনা ইয়াসমিন, আর গাজী মাজহারুল আনোয়ার নৈপুণ্যপূর্ণ গান ও সুরের সঙ্গেই তার মিল। যতই শুনি, ততই বিমোহিত হই-বাংলা গান এককালে কতটা সৌন্দর্য্যময় ছিল। ইশ, যদি আবার সেই দিনগুলোতে ফিরে যেতে পারতাম! হারানো স্মৃতির মাঝে এখনও ডুবে থাকি।
অসাধারণ সুন্দর। নিখুত সুর, কন্ঠ, গায়কী। ববিতার রুপালী রুপ ও ভঙ্গির তুলনা বাংলাদেশে নাই।
My most favorite song. ❤😍
অনেক ধন্যবাদ অনুপম এত সুন্দর গানটি upload দেওয়ার জন্য।
আমি খুবপছনদকরি
প্রথম শুনেছিলাম প্রিয়তমা বান্ধবী নূরেন-দূর-দানা সীমুন এর কন্ঠে......গুরুদয়াল কলেজ, ইংরেজি বিভাগের সেই বান্ধবীটা হারিয়ে গেলো কোথায়!!!খুব মিস করি🥰🥰😍
BABITA IS BABITA......NO COMPARISON WITH HER BEAUTY,PERSONALITY&ACTING...SALUTE TO YOU,BABITA
Absolutely correct..She is our international talent..Unparallel..ever green actress
.vo
এই গানে ডিসলাইক দেওয়া হাস্যকর। এই গানটি সাবিনা ইয়াসমিন এর সর্বকালের সেরা গানগুলোর একটি।
Your mom r@@diptychondona9391
Thank 9,,
You ($*&7Zoe is
@@momtazbegum7729 বুঝলামনা
এসব গান কখনও পুরোনো হবে না। আর এখনকার গান শুনলে, শোনার রুচি থাকে না।
She is a living doll. Sweet Bobita !!
Sabina's extraordinary voice on the lips of unparalleled actress Bobita.
sirta sodar mymensingsh baingladesh কত সুন্দর গান মুন ভরে যায়
এতো মিষ্টি করে হাসলে গান শুনবো কখন?
সুন্দর একটি প্রিয় গান।
দারুণ লিপ সিঙ্গার ববিতা
At last I got the melodious song which makes me nostalgic.
I like her all movie with razzak , this, anarkoli,lailymoznu, swarolipi ,alotumi aleya
আমি এমন একজনকে
ভালোবাসি যে শুধু সারা জীবন
নিজেকেই ভালোবেসে গেলো
আমার জন্য ভাবার সময় তার নেই
কথাটা বুঝতে লেগে গেলো ২০টা বছর😢😢😢
Bangladesher Noyoner Moni Sabina Yasmin
Razzak Kobori. Razzak Shabana and Razzak Bobita is a Topmost Rememberable Matching Sweetable Lovely Romantic Juti than the Uttom Shuchittra Juti. And than and than the................. Alamgir Juti.
Robin Ghosh’s superb composition!
Great song, Our pride Sabina yasmin.
অপূর্ব
আই লাভ ইউ ববিতা যৌবনে তুমি শুধু তুমি ❤️❤️❤️
*nice old song*
হে বাংলাদেশ চলচ্চিত্রের রাজাধিরাজ,
আমাদের মহানায়ক নায়করাজ রাজ্জাক-
সশ্রদ্ধ ভালবাসা তোমায়,
আবার এসো এ বাংলায়
নতুনত্ত্বের মধ্য দিয়ে-
নিয়ে তোমার শৈল্পিকতার যাদুর বাঁশি।
সুন্দর করে ভালো থাকার গান।☺🌺
এমন গান আর হবে কি ? ❤❤❤
কি সুর মনকে উদাস করে দেয়
Bobita madam ato sundor cilo baba jay na
Khub....valo laglo.
অপূর্ব❤
দারুন
110 bar sonasi ai gan arao aiMaoncaisontta ❤ sajib dev sanu
INCREDIBLE EVERGREEN MUSIC
Babita is a great actress.&sabinayeasmin is a great singers.
❤সুদু❤ পুরাতন❤গান ❤চাই❤
Khub shundor gan
Onek valo Lage gan ta .....❤
Old is gold.
এ গান কি কখন পুরস্কার হবে? না --!
So nostalgic ❤
Excellent, decent female face of babita mam ever
Khub shundor
very very nice song.
excellent song
❤❤গান টা আমার পূও❤❤
Best song.
Afsos lage amar sontanra ai sob gan sunte chai na.a.
Bolo na ki kora pabo a logno thank you. Jakaria LITON
ছেলেনা তো কি সমস্যা আমিও ভালোবাসি ববিতা সোনাকে।
সুরকার, গীতিকার না শিল্পী, নাকি যে লিপে গাচ্ছে কাকে ধন্যবাদ দেবো ভেবে পাচ্ছিনা।এতটাই মুগ্ধ হয়েছি যে,এক বৈঠকে বিশবার শুনলাম।তবে ছায়াছবির নামটি জানা দরকার।
কলেজের ফেয়ারেল অনুষ্ঠানে এই গান টা গেয়ে খুব ই প্রশংসিত হয়েছিলাম। খুব মনে পড়ে সেই দিন গুলো কথা
Legend of glory
Excellent.
আমার ও পছন্দের নায়িকা
Bobita madam er saathe Aparna sen madamer mill pachhi.
My.LoveSong.Thank....U.