আনন্দপথ-৯০ সংক্ষিপ্ত নর্মদা পরিক্রমা "পঞ্চকোশী"। Short Narmada Parikrama "Panchakoshi".

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • #anup_b_acharya
    #anandapath_90
    #spiritual/motivational_talks _bangla
    Short Narmada Parikrama "Panchakoshi"
    সংক্ষিপ্ত নর্মদা পরিক্রমা "পঞ্চকোশী"
    রহস্যময়ী মা নর্মদা। ভক্তিদাত্রী নর্মদা। জ্ঞান দাত্রী নর্মদা। সাফল্য দাত্রী নর্মদা। সিদ্ধি দাত্রী নর্মদা। পবিত্র সাধন- ক্ষেত্র নর্মদা। সংক্ষিপ্ত পরিক্রমা পদ্ধতি। অল্প কথায় মূল্যবান আলোচনা শুনে নিন। অবশ্যই সাবস্ক্রাইব করুন, বেল আইকন স্পর্শ করে রাখুন আর ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট করুন। নমস্কার।
    Advisor-Mrs Sharmistha
    Technical Advisor--Kaushik Chattopadhyay
    Camera- Sourendra Swastik Das
    Speaker- Anup B Acharya
    Find us on the Facebook page of Anup Bhattacharya.

Комментарии • 72

  • @sriruparay4964
    @sriruparay4964 Год назад

    🙏🙏

  • @bandanakanjilal4787
    @bandanakanjilal4787 6 месяцев назад +1

    খুব ভালো লাগলো শুনে।এই পরিক্রমা আমরা আপনার সাথে করতে চাই।

  • @somenathroy4068
    @somenathroy4068 Год назад

    নমস্কার

  • @ritadatta2179
    @ritadatta2179 Год назад +1

    ফেরার সময়ে অন্য দিক দিয়ে যেতে হবে না ওই একই পথে ফিরতে হবে যদি বলেন তো ভালো হয় ।

  • @malatipaul9659
    @malatipaul9659 2 года назад +1

    আপনার কথা শুনতে শুনতে মনে হয় জেন আমি ও ভ্রমন করে এলাম। খুব সুন্দর লাগে আপনার কথা শুনতে
    প্রনাম নেবেন🙏🙏🙏 💐💐💐।

  • @gautamghosh4974
    @gautamghosh4974 Год назад

    🙏Jay Maa Narmada 🙏

  • @madhusudanbanerjee3854
    @madhusudanbanerjee3854 2 года назад

    চমৎকার ! দয়াকরে প্রণাম গ্রহন করবেন। জয় লাহিড়ী বাবা !

  • @arupkar9423
    @arupkar9423 Год назад

    বাঃ খুব সুন্দর যাত্রার বিবরণ। প্রণাম দাদা

  • @bhajaharimondal2865
    @bhajaharimondal2865 Год назад

    খুব ভালো লাগলো আমি পাহাড়ি পথেই পরিক্রমা করেছিলাম খুবই আনন্দ লেগেছিল আমার প্রনাম নেবেন নমস্কার 🙏🙏🙏🙏🙏

  • @santoshranjandas1111
    @santoshranjandas1111 3 года назад +2

    We have learned in details about Pancha koshi Parikrama in Amarkantak from where Maa Narmada has come up. The route and history of the temples has given. The devotees will be benefited before starting Parikrama. Thanks to dada for sharing details.

  • @prosenjitmukherjee1338
    @prosenjitmukherjee1338 Год назад

    প্রণাম নিবেন মহাত্মা

  • @gautamnaskar8995
    @gautamnaskar8995 Год назад

    Dhannya bad dada apnake asankhya dhannya bad

  • @benoysarkar819
    @benoysarkar819 2 года назад

    Har Narmade Har babaji

  • @subhasischakraborty4033
    @subhasischakraborty4033 2 года назад +1

    খুব আনন্দ পেলাম।এর আগে আমা, দাদা পঞ্চকোশী ও ওঙ্কারেশ্বর পরিক্রমা করেছিল।তাই কিছু জানা ছিল।আপনি জানালেন।আরো সমৃদ্ধ ও মুগ্ধ হলাম।আমার নমস্কার নেবেন।ভালো থাকবেন।

    • @anupbacharya5711
      @anupbacharya5711  2 года назад +1

      ধন্যবাদ আপনাকে।জয় শিবশঙ্কর। নর্মদে হর।

    • @subhasischakraborty4033
      @subhasischakraborty4033 2 года назад

      হর নর্মদে হর।

  • @snbasu4227
    @snbasu4227 2 года назад +1

    It's a great discovery. I call it discovery because this Panchakosi was there although but few had the interest to perform such a journey or even to know about it. I had read many travel stories by the tourists who had visited Amarkantak but nowhere did I find the name. I am eighty and carrying with me six diseases as my permanent companion. But nevertheless, I feel tempted-my mind crave for it but body does not cooperate.

  • @subratabhowal963
    @subratabhowal963 2 года назад

    হর হর নমর্দেশর জয়তু মা নমর্দা রেবা রেবা রেবা জয়তু।

  • @debkumardas4333
    @debkumardas4333 Месяц назад

    পঞ্চকোশী কোন পাঁচটি। আপনি তো অনেকগুলো বললেন। দয়া করে যদি একটু বলেন তাহলে ভালো হয়। প্রণাম নেবেন।

  • @sharmisthaghatak6501
    @sharmisthaghatak6501 2 года назад

    Joy guru khub bhalo laglo

  • @aloknathpaul4727
    @aloknathpaul4727 2 года назад +1

    Good.

  • @indranimitra8823
    @indranimitra8823 2 года назад

    🙏🏻🙏🏻🙏🏻

  • @madhumitam5955
    @madhumitam5955 2 года назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @joydebkundu5880
    @joydebkundu5880 Год назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @bibekanandabharati561
    @bibekanandabharati561 2 года назад

    Apnar kotha suite ato bhalo lage je ki bolbo.🙏🙏🙏

  • @subratabhowal963
    @subratabhowal963 2 года назад

    দারুন একটা বড় কথা বলে উল্লেখ করেন এবং তার চাইতে অনেক বেশি সময় নমর্দা পরিকল্পনা করা যায়। আপনার কাছে থেকে জানা গেল। এবং অল্প সময়ের জন্য একটি ছবি আপনি জানালেন। আপনাকে অবশ্যই ধন্যবাদ🙏

    • @onuvuti5516
      @onuvuti5516 2 года назад +1

      Ami Ranjan Bhowal , Bari Agarpara,
      Kolkata 700111,
      Apni kothai thaken, janale valo hoto,
      Actually Bhowal community tai aghoro janalam,
      Amr o Normoda porikroma korer icche ache, asha Kori response pabo

  • @ritaganguly6040
    @ritaganguly6040 2 года назад

    Khub bhalo bollen

  • @somenathroy4068
    @somenathroy4068 Год назад

    সেপ্টেম্বরে আপনাদের কেউ কি নর্মদা পরিক্রমায় যাচ্ছেন? আমিও যেতে চাই। প্রণাম

  • @nirupamdas866
    @nirupamdas866 Год назад

    ভৃগু ঋষির ও দূর্বাসা ঋষির তপস্যা স্থলের ভিডিও প্রকাশ করলে খুব ভালো লাগবে।

  • @samardas9783
    @samardas9783 2 года назад +1

    Aro jante chi pranam apnake

    • @anupbacharya5711
      @anupbacharya5711  2 года назад

      ধন্যবাদ। জানতে পারবেন। নমস্কার।

  • @antarabiswas2919
    @antarabiswas2919 Год назад

    26 শে ফেব্রুয়ারি যাচ্ছি 2023 মা কি চায় জানিনা পঞ্চক্রোশী পরিক্রমা করার ইচ্ছা আছে। আশীর্বাদ করুন যেন সুস্থভাবে পরিক্রমা করতে পারি

  • @nurjahankhatun5077
    @nurjahankhatun5077 2 года назад

    বাবাজি আপনার সমস্ত ভিডিও গুলো আমি দেখবো কিন্তু ছিরিয়াল ১এর থেকে পাই না । বাবা ভক্তি

    • @anupbacharya5711
      @anupbacharya5711  2 года назад

      গুগল-এর কাছে চাইলে পাবেন।

  • @gourabghoshdastidar8483
    @gourabghoshdastidar8483 Год назад

    নর্মদে হর! আপনার সাথে দেখা করতে চাই। নর্মদা পরিক্রমায় ইচ্ছুক

  • @biplabidevimandal5686
    @biplabidevimandal5686 Год назад

    Amarkantak er mira mai niye akta video banale valo hoto🙏

  • @malaybhattacharyya8036
    @malaybhattacharyya8036 2 года назад

    We are going to perform panchakosi parikroma started from 25th March.But we have to stay 5 night at deep forest as per our guidance shyamal kr. Chakraborty who have established Narmada mata mandir at his own house belgharia.

  • @spendcuber1199
    @spendcuber1199 2 года назад +1

    Aapni aamar pranam grahon korun .Ekta proshno kono mahila ki ei Pachokoshi Parikrama korte paren?Karon Topovumi Narmoda te ek jaigay porechhi, mohilader porikrama korte deoa hoto na.Aamar boyos hoyechhe,ebong khanikta oshokto, tai dirgho jalehori porikramar poribarte ei chhoto porikramati korte chai,jodi ei bisoye alokpat koren.🙏🙏🙏

    • @anupbacharya5711
      @anupbacharya5711  2 года назад +1

      পুরুষ- মহিলা সবাই পঞ্চকোশী পরিক্রমা করতে পারেন। শ্রীযুক্ত ঘোষাল শাস্ত্রী মহাপুরুষ, মহাসাধক ছিলেন। কিন্তু দিন বদলেছে, প্রথাও বদলেছে।
      আপনি ফোন করতে পারেন- নম্বর ৭৫৯৫৮৫২২৩১। বিকেলে পাঁচটা থেকে ছটার মধ্যে ফোন করলে কথা বলতে পারি। নমস্কার।

    • @bibhasdebroy4248
      @bibhasdebroy4248 2 года назад

      একটি কথা জানার ছিলো। পঞ্চকোশী পরিক্রমা কালে বন্য জন্তুর দ্বারা বিপদের সম্ভাবনা আছে কিনা। আমরা গৃহী মানুষ বলে মাতা নর্মদার ওপরে সেই পর্যায়ে আত্মসমর্পণ বা বিশ্বাস গড়ে ওঠেনি। " "তপোভূমি নর্মদা " বইতে উল্লেখ আছে একজন সন্তকে তাঁর শিষ্যদের সামনে থেকে একটি বাঘ এসে তুলে নিয়ে গেছে।

  • @palanbasak4096
    @palanbasak4096 2 года назад

    নর্মদে হর

  • @bananeebanerjee1608
    @bananeebanerjee1608 2 года назад +1

    খুব উৎসাহ পেলাম, সমৃদ্ধ হলাম, 🙏🙏🙏

  • @architapurkayastha6458
    @architapurkayastha6458 2 года назад

    কলকাতায় থাকি না কিন্তু আসলে আমার সৌভাগ্য যদি হয় আপনার সঙ্গে দেখা করে যাব

  • @mahuashivkumar6127
    @mahuashivkumar6127 Год назад

    Can we perform panchakroshi yatra in car

  • @saswatidawn4297
    @saswatidawn4297 2 года назад +1

    মহিলারা পরিক্রমা করতে পারেন কিনা জানাবেন

  • @manumahanta3235
    @manumahanta3235 Год назад

    আমার প্রণাম নেবেন
    পঞ্চকোশী ভ্রমনে ট্রেন বা গাড়ি ভাড়া বাদে কত খরচ দয়া করে যদি বলেন খুব ভালো হয়

    • @anupbacharya5711
      @anupbacharya5711  Год назад +1

      দুশো পঞ্চাশ/ ষাট টাকা যথেষ্ট, এরপর যা্র যা খুশি।

    • @indarnidey3066
      @indarnidey3066 Год назад

      পঞ্চকোশী পরিক্রমা কোন খরচা
      নেই সবি পায়ে হেটে

  • @ashisdawn2219
    @ashisdawn2219 Год назад

    Dada Panchakosi Parikrama ki December a kora jabe.

  • @ritapal3022
    @ritapal3022 Год назад

    guide available?

    • @anupbacharya5711
      @anupbacharya5711  Год назад

      ওখানে খোঁজ করলে পাওয়া যায়।

  • @samriddhisarkar2917
    @samriddhisarkar2917 2 года назад

    আপনার সঙ্গে যোগাযোগ করবো কিভাবে?

    • @anupbacharya5711
      @anupbacharya5711  2 года назад

      ফোন করতে পারেন।

    • @barundutta5762
      @barundutta5762 Год назад

      Ph no ta jodi den...khub bhalo hoy..pranam neven..bhalo thakben

  • @saujannyaghosh
    @saujannyaghosh 2 года назад +1

    আমি এই পরিক্রমা করেছি । তবে এই পরিক্রমায় চারটি রাত্রিবাস করতেই হয় ।
    আপনি অনেকগুলো গুরুত্বপূর্ণ জায়গাকে বাদ দিলেন , যেমন "কবির চবুতরা" ।আর একমাত্র কপিল ধারার মধ্যে দিয়েই তট পরিবর্তন করতে হয় ।এসব অনেক তথ্য‌ই বাদ থেকে গেল ।
    এসব করার বিষয়ে আপনার আরো অনেক বেশি যত্নশীল হ‌ওয়া উচিত ।
    তা না হলে যারা আপনার এই ভিডিও টা দেখে এই পরিক্রমা করতে যাবেন তারা Misguided হবেন ।

    • @anupbacharya5711
      @anupbacharya5711  2 года назад +10

      অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনি জ্ঞানী, ধার্মিক ও অভিজ্ঞ মানুষ। আমি অতি সাধারণ, তুচ্ছ এক বৃদ্ধ। মাফ করবেন আমাকে।
      শুধু কবীর চবুতরা নয়, আমি বাদ দিয়েছি সিদ্ধি বিনায়ক, ছিলম পানি, চণ্ডী গুহা,‌ চক্র তীর্থ প্রভৃতি অনেক তীর্থ।
      আচ্ছা, পঞ্চ কোশী ব্রতের অর্থটা কি? বেদ বর্ণিত পঞ্চ কোশের শেষ কোশকেও অতিক্রম করে মনকে পরম চৈতন্যে লীন করাই পঞ্চ কোশী ব্রতের আসল উদ্দেশ্য। আপনার মতো জ্ঞানীর নিশ্চয়ই এসব জানা আছে। অথচ সেসব এখন উহ্য, এখন শুধু প্রথা-সর্বস্ব কতটুকু হাঁটতে হবে, কোথায় থাকতে হবে আর কি কি খেতে হবে, তারই চিন্তা।
      কৃল্যাণ আশ্রম থেকে নির্দেশ পেয়েছিলাম পাঁচটি তীর্থ স্পর্শ করে ব্রত পালন করতে হয়। সেগুলি হলো-- ১) মাতৃ মন্দির ও মায়ের বাগিচা ২) শোনমুড়া ৩) ভৃগু কা মন্ডল ৪) কপিল ধারা ও দুধধারা ৫) জ্বালেশ্বর। পাশাপাশি অন্যান্য তীর্থ দেখা ইচ্ছাধীন। শান্তি কুঠির অশোক মহারাজ বলেছিলেন আগে প্রত্যেক তীর্থে পাঁচ রাত করে বাস করে সাধনা করার রীতি ছিল। শোন মুড়ায় এক সাধু বিরজা বাবা বলেছিলেন পাঁচ তীর্থে অন্তত তিন রাত বাস করতে হয়। আর গোপাল বাবার কাছে শুনেছি খালি পায়ে নর্মদা অতিক্রম না করে পরিক্রমা করতে হয়। ভুল ঠিক বিচার করবার ক্ষমতা আমার নেই, আপনি সব জানেন, আপনি বলতে পারেন।
      আমার আলোচনা শোনেন ৬০/৭০/১০০ জন মানুষ। এর ২ শতাংশ অর্থাৎ ২ জন যদি সঙ্গে সঙ্গে টিকিট কিনতে ছোটেন, তাহলে খুব বেশি মানুষ মিস-গাইডেড হবেন না। আমার ধারণা তাঁরা অনেক খোঁজখবর নিয়ে অজানা পথে রওনা হবেন। যে কজন আমার সঙ্গে কথা বলেন তাঁদের একজন গাইডের নাম ঠিকানাও দিয়ে দিই। এই মূর্খকে ক্ষমা করবেন।
      সব ধর্ম কৃত্যের একমাত্র উদ্দেশ্য ভগবদভক্তি লাভ করা। করতে হয় আর করতে নেই--এর মোড়কের খোলস ছাড়িয়ে প্রকৃত জ্ঞান ও ভক্তি লাভ করতে কম মানুষই যত্নশীল হয়।
      ঠাকুর শ্রীরামকৃষ্ণ, মা সারদা বা স্বামী বিবেকানন্দ ধর্ম বোধকে কুসংস্কার মুক্ত করার যে চেষ্টা করেছিলেন, তার প্রভাব ক্রমশ ক্ষীণ হয়ে গেছে। করজোড়ে ক্ষমা প্রার্থনা করছি আর আপনার মঙ্গল কামনা করছি।

  • @debidurgadas2234
    @debidurgadas2234 Год назад

    🙏🙏🙏🙏

  • @krishnabhattacharya3898
    @krishnabhattacharya3898 2 года назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rituseth6248
    @rituseth6248 2 года назад +1

    🙏🙏🙏