AMARKANTAK অমরকন্টক ভ্রমণের সকল তথ্য // অমরকন্টক নর্মদা তীর্থের মাহাত্ম্য // AMARKANTAK TOUR GUIDE

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 сен 2023
  • AMARKANTAK অমরকন্টক ভ্রমণের সকল তথ্য // অমরকন্টক নর্মদা তীর্থের মাহাত্ম্য // AMARKANTAK TOUR GUIDE
    #অমরকন্টক #amarkantak #amarkantaktour
    ভৃগু কমন্ডলুর বাঙালী সাধক - • অমরকন্টক ভ্রমণ//ভৃগু ক...
    নর্মদা মায়ের মন্দির পরিদর্শন - • অমরকন্টকে নর্মদা উৎস স...
    অমরকন্টক শ্রী যন্ত্র মন্দির - • অমরকন্টক শ্রী যন্ত্র ম...
    শক্তিপীঠ- studio.ruclips.net/user/videoxisv...
    শিবতান্ডব স্তোত্র - studio.ruclips.net/user/videoEbvE...
    গ্যাংটক ভ্রমণ - studio.ruclips.net/user/video3Rze...
    প্রয়োজনে আরো জানতে যোগাযোগ - sourendraa309@gmail.com
    একদিকে সাতপুরা আর বিন্ধ্য পর্বত। মাঝে মেখল পাহাড়ের চূড়ায় পুণ্যতোয়া নর্মদার তটে পুণ্যতীর্থ অমরকণ্টক। এই অমরকন্টক মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। রামায়ণ মহাভারত থেকে শুরু করে মার্কণ্ডেয় পুরাণ, এমনকি মহাকবি কালিদাসের মেঘদূত, সর্বত্রই এই অমরকণ্টকের নয়নাভিরাম দৃশ্যের কথা বলা হয়েছে। সতীপীঠ পরিক্রমায় অমরকণ্টকে বিশেষ ভাবে উল্লেখযোগ্য মা নর্মদার কারণে।
    অলকাপুরীতে নির্বাসিত যক্ষ বিরহে কাতর। মেঘকে অনুরোধ করেছেন পত্নীর খবর নিতে। মহাকবি কালিদাস তাঁর বর্ণনায় আশ্চর্য সুন্দর ছবি এঁকেছেন নর্মদার উত্‍সমুখ অমরকণ্টক পর্বতের। পাহাড়ি পথের দুধারে অজস্র গাছ। এপথের আকর্ষণই আলাদা। গিরিখাদ আর গাছগাছালির বিচিত্র বিন্যাস, বাতাসের গুনগুনানি, মহুয়ার নেশার মতো মাতাল করে দেয়।
    গোটা অমরকন্টক মন্দিরময়। সবচেয়ে দর্শনীয় স্থান হল এই মা নর্মদার মন্দির। বলা যায় এটাই আসলে নর্মদার আঁতুড় ঘর। এখানকার নর্মদাকুণ্ড থেকেই উৎপত্তি হয়েছে নর্মদা নদীর। উৎপত্তিস্থলটা ভক্তপ্রাণের কাছে নর্মদা মাঈ কি উদ্গম নামেই খ্যাত।এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে নর্মদা নদীর উত্‍সস্থলে। এখান থেকেই সামগ্রিক মহিমা। বহু প্রাচীন বিন্ধ্য পর্বতমালার একটি শৃঙ্গ হল অমরকণ্টক। এখন থেকেই পৌরাণিক নদী নর্মদার যাত্রা শুরু। উদগমস্থল দিব্যতীর্থ হিসেবে মানা হয়। শাক্ত গ্রন্থ অনুযায়ী, চণ্ডিকা পীঠ নামে খ্যাত। গঙ্গা উপাসনার নদী, সরস্বতী জ্ঞানের নদী, নর্মদা তপস্যার নদী। শিবের তপস্যা সাক্ষাত্‍ নর্মদা হিসেবে উঠে এসেছে।
    অশ্বত্থা সর্ববৃক্ষাণাং ... সিদ্ধানাম কপিলৌ মুনি -- কৃষ্ণও বলেছেন একই কথা। বারবার প্রয়াগ গিয়েও সেই পুণ্য হয় না, একবার অমরকণ্টক আর কপিলধারা দর্শন করলে যা হয়। পাথরের গায়ে আছড়ে পড়ার পর, নর্মদার জল সরু ধারা হয়ে বয়ে গিয়েছে আরও গভীর জঙ্গলের মধ্যে দিয়ে। পুণ্যলোভীদের অনেকেই স্নান করেন এই জলধারায়। কপিলধারার উল্লেখ আছে স্কন্দ পুরাণে। মাথা উঁচু করে জেগে মৌন পর্বত, একেবারে ধ্যানস্তব্ধ। কপিলধারার বিরামহীন ধারাপাত। সব মিলিয়ে অমরকণ্টক এক মায়াময় অধ্যাত্মভূমি।
    নর্মদা সমস্ত নদীর মধ্যে শ্রেষ্ঠ। আর অমরকণ্টক হল একাধারে শৈব পীঠ, তন্ত্র পীঠ ও অঘোর পীঠ। তপস্যার উত্তম ভূমি নর্মদা তট। এখানে তপস্যা করলে, অন্য যে কোনও স্থানে তপস্যার চেয়ে অধিক ও দ্রুত ফল লাভ হয়। তাই প্রাচীনকাল থেকে সমস্ত মুনি-ঋষি সাধনক্ষেত্রে হিসেবে নর্মদা তটকে বেছে নিয়েছেন। তার অন্যতম কারণ এর শক্তি মাহাত্ম্য।
    নর্মদা মন্দির থেকে ৪-৫ কিলোমিটার দূরে শোনমূঢ়া। এখানে শোন নদীর উত্‍পত্তিস্থলে গড়ে উঠেছে দেবী শোনাক্ষীর মন্দির, যা একান্ন সতীপীঠের অন্যতম পীঠ। দক্ষযজ্ঞে সতীর প্রাণত্যাগের পর, মহাদেব যখন তাঁকে কাঁধে নিয়ে জগত্‍ পরিভ্রমণ করছেন, তখন ভগবান বিষ্ণু সুদর্শন চক্র দিয়ে দেবীর দেহ খণ্ডবিখণ্ড করেন। দেবীর দেহের বিভিন্ন অংশ যেখানে যেখানে পড়েছে, সেখানে গড়ে উঠেছে মহাশক্তিপীঠ। কথিত আছে, শোনমূঢ়ায় দেবীর বাম নিতম্ব পড়েছিল।
    যেখানে সতী, সেখানেই শিব। শোনাক্ষী দেবীর মন্দিরের পাশেই রয়েছে শিবলিঙ্গ। শঙ্কর এখানে মহাকাল ভদ্রসেন নামে পূজিত হন। সতীপীঠের স্থান নির্বাচন নিয়ে মতভেদ যাই থাক না কেন, অমরকণ্টকের স্থান মাহাত্ম্য নিয়ে কোনও সংশয় নেই। তীর্থভূমি ভারতের বুকে এই জায়গাখানি সাধু, সন্ত, মহাত্মা, তীর্থ অভিলাষীদের যুগ যুগ ধরে আহ্বান করে চলেছে।
    লিঙ্গরূপেণ সুচিরং প্লবয়ামি তব ক্রোড়ে -শিবলিঙ্গ হয়ে কন্যার কোলে তিনি নিত্যকাল ভেসে বেড়াবেন। মেয়ে নর্মদাকে নাকি এমনই প্রতিশ্রুতি দিয়েছিলেন ভগবান শঙ্কর। নর্মদার বুকের সব পাথরই তাই শিব। কালের স্রোতে আমরা প্রত্যেকেই ভেসে চলেছি। কবে কোথায় কোন কূলে গিয়ে ঠেকব, কেউ জানি না। ক্ষণিকের বুদবুদের মতো জীবনে এই শিবময় মাতৃভূমিকে কোটি কোটি প্রণাম।
    CONTACT - sourendraa309@gmail.com
    [ভারতবর্ষ আধ্যাত্মিকতার পীঠভূমি, প্রকৃতিদেবী এখানে উজার করে দিয়েছে সব। সেই দেশ ভূমিতে ঘুরতে ভালো লাগে। ভালো লাগে সেই ঘুরে নেবার অভিজ্ঞতা সবার সাথে ভাগ করে নিতে। একটা অদ্ভুত আনন্দের স্রোত অনুভব করি সেই অভিজ্ঞতা সবার সাথে তুলে ধরতে। আর হ্যাঁ চেনা-অচেনার গন্ডী পেরিয়ে প্রয়োজনে সাহায্যের হাত বাড়িয়ে দিতে একটা প্রশান্তির স্রোত হৃদয়ে উপলব্ধি করি। আসলে এ পৃথিবীর সবাই তো - "বসুধৈব কুটুম্বকম"।]

Комментарии • 43

  • @sumantramukherjee2064
    @sumantramukherjee2064 22 дня назад +1

    Opurbo 🙏🙏🙏

  • @kalyanghosh1535
    @kalyanghosh1535 Месяц назад +1

    খুব সুনদর

  • @chhabibhatta7112
    @chhabibhatta7112 2 месяца назад +1

    আপনার ভিডিওটা খুব ভালো লাগলো। অনেক কিছু জানতে পারলাম। জয় মা নর্মদা দেবী হার হার মহাদেব

    • @TOUR369
      @TOUR369  2 месяца назад

      ধন্যবাদ 🌹

  • @banichakraborty3279
    @banichakraborty3279 3 месяца назад +2

    Narmada har🙏🙏🙏

  • @manvlogs39
    @manvlogs39 10 месяцев назад +5

    অনেক তথ্য জানতে পারলাম । আগামী মাসে যাবো । তাই অনেক উপকার হল ।

    • @TOUR369
      @TOUR369  10 месяцев назад

      খুব ভালো।
      ভালো ভাবে ঘুরে আসুন।

  • @kartichazra1510
    @kartichazra1510 3 месяца назад +2

    Very good discussion.

  • @mousumisanyal5937
    @mousumisanyal5937 6 месяцев назад +1

    অপূর্ব সুন্দর লাগলো মা নর্মদা র বর্ণনা। ধন্যবাদ ।হর নর্মদে হর।

  • @meghnadsantra9446
    @meghnadsantra9446 10 месяцев назад +2

    শ্রেষ্ঠ, তথ্যবহুল। 🙏🙏🙏

    • @TOUR369
      @TOUR369  10 месяцев назад

      🙏🙏🙏
      সঙ্গে থাকবেন

  • @BarnaliMukherjee-ii9in
    @BarnaliMukherjee-ii9in 9 месяцев назад +2

    Eto sundar kore apni sab kichhu uposthapona koren j khub e upokrita hoi .....onek dannobad janai .

  • @santwanabanerjee9073
    @santwanabanerjee9073 8 месяцев назад +3

    কাল রাত বারো টা পর্যন্ত ভিডিও টা দেখলাম আর শুনলাম মুগ্ধ হয়ে!!!! এই
    টুকু বলতে পারি যে একবার এই ভিডিও টি দেখবে সে অমরকণ্টক না গিয়ে থাকতে পারবে না!আমি যাবোই এবং অবশ্যই তোমাদের সঙ্গে। কি চমৎকার
    তোমার বাচনভঙ্গি আর তথ্যবহুল প্রতিবেদন!!!!! অপূর্ব!!! অনেক অনেক শুভেচ্ছা রইল পরিবারের সবার জন্য।

    • @TOUR369
      @TOUR369  8 месяцев назад

      ভালো থাকবেন দিদি।
      পরের বার আপনাদের অবশ্যই জানাবো।

  • @gitaghosh9217
    @gitaghosh9217 4 месяца назад +2

    মা নর্মদা আমার পাপ মুক্ত কর আর আমার ইচ্ছা পূরণ করে আমাকে মুক্তি দাও

    • @dinabandhumukherjee292
      @dinabandhumukherjee292 2 месяца назад +2

      মা নর্মদা আপনার আশা পূরণ করবেন।

  • @asiskumarghosal2358
    @asiskumarghosal2358 8 месяцев назад +1

    একবছর আগে যে ভিডিওটি (অমর কণ্টক) দিয়ে ছিলেন ,তার সঙ্গে এই ভিডিওটি অনেক টা নতুনভাবে পেলাম ,হর নরমদে

  • @SasankaSekharChakraborty-pl2xh
    @SasankaSekharChakraborty-pl2xh 7 месяцев назад +1

    ❤ Narmade Har.Ohm namah Shibay.

  • @sukumarbiswas8384
    @sukumarbiswas8384 4 месяца назад +1

    🙏🙏🙏Jai Maa Narmada

  • @subalmurmu8453
    @subalmurmu8453 5 месяцев назад +1

    Apurba barnana

  • @soumakbanerjee4358
    @soumakbanerjee4358 6 месяцев назад +1

    Thank you , So beautiful ❤❤

    • @TOUR369
      @TOUR369  6 месяцев назад

      ধন্যবাদ

  • @BarnaliMukherjee-ii9in
    @BarnaliMukherjee-ii9in 9 месяцев назад +3

    Ujjain Mohakaleshar o Omkareshwar niye Jodi ekta video korren tahole khub bhalo lagbe

    • @TOUR369
      @TOUR369  9 месяцев назад +1

      আগামী সময়ে খুব তাড়াতাড়ি চেষ্টা থাকবে।
      শুধু সঙ্গে থাকুন 🙏

    • @asiskumarghosal2358
      @asiskumarghosal2358 8 месяцев назад

      @@TOUR369 যত দ্রুত সম্ভব আয়োজন করা যায়

  • @aranyachari1421
    @aranyachari1421 5 месяцев назад +1

    Bhai ami akjon senior citizen....amai ektu plan kore debe ei sthan gulo kivabe kar por paaye hete dekhbo...onek dhonnobad bhai ato valo video uposthapona korar jonno...

    • @TOUR369
      @TOUR369  5 месяцев назад

      নিশ্চয়ই প্ল্যান করে দেবো
      আপনি আপনার ফোন নাম্বার মেল করুন আমি কথা বলে নেবো - sourendraa309@gmail.com

  • @prodiproy313
    @prodiproy313 7 месяцев назад +1

    আমার অমরকণ্টক এর তৃষ্ণা এই ভিডিও গুলো দেখেই মিঠাই।

  • @prasantapathak7724
    @prasantapathak7724 7 месяцев назад +1

    Khub bhalo bhashya. Uttar o dakkhin tater parthakyo bujhte parlam na. Uttar o dakkhin tater alada alada vdo korle bhalo hoy. Apni kon tat tar bibaran dilen?

    • @TOUR369
      @TOUR369  7 месяцев назад

      দুটি পৃথক তটের বিবরন এখানে করিনি।
      কেবল মাত্র নর্মদাউদ্গম স্থান এবং তার নিকটবর্তী কয়েকটি তীর্থ স্থানের মাহাত্ম্য প্রকাশ করেছি।
      তবে আগামী সময়ে আধ্যাত্ম প্রিয় সকলের জন্য উত্তর ও দক্ষিণ তট নিয়ে পৃথক বিবরন নিয়ে আসবো। 🙏🙏

  • @aloksaha1945
    @aloksaha1945 5 месяцев назад +1

    darun laglo, tobe besh faka, aponi kokhon visit korechilen?

    • @TOUR369
      @TOUR369  5 месяцев назад

      সেপ্টেম্বরে

  • @trustshiva
    @trustshiva 6 месяцев назад +1

    Ma Narmadar prasad pelam. Narmade Har

  • @Vuguukve
    @Vuguukve 7 месяцев назад +1

    হর হর নর্মদা হর হর রেবা 🙏🌺🙏🙏🌺

    • @TOUR369
      @TOUR369  7 месяцев назад

      হর হর নর্মদে 🙏🙏

  • @Nishikanta1983
    @Nishikanta1983 2 месяца назад +1

    amarkanthak kothai thaka jai o kotodin,?

    • @TOUR369
      @TOUR369  2 месяца назад +1

      বহূ আশ্রম আছে সেখানে থাকতে পারেন।
      তিন দিনে ঘুরে নিতে পারেন।

  • @parthasarathidas3236
    @parthasarathidas3236 6 месяцев назад +2

    মাকে পরিক্রমা(গাডিতে) করার ব্যাপারে কিছু বলুন

    • @TOUR369
      @TOUR369  6 месяцев назад

      বলবো।

    • @simadeb4740
      @simadeb4740 5 месяцев назад

      ​@@TOUR369 ami jaboo

  • @subalmurmu8453
    @subalmurmu8453 5 месяцев назад +2

    2.3.2024 se jachhi Amarkantak berate.