জান্নাতুল বাকী ও রাসূলের রওজায় হাত তুলে দোয়া করা যাবে না- ওহাবী মতবাদ
HTML-код
- Опубликовано: 4 фев 2025
- সর্বকালের, সর্বযেুগের, সর্বশ্রেষ্ঠ মহামানব যিনি সারাজাহানের রহমত এবং যার সুপারিশ ব্যতিত কেহই মুক্তি পাবেন না, সেই রাহমাতাল্লিল আলামিনের রওজা মোবারকে এবং যেখানে জগত জননী মা ফাতেমা (রাঃ)সহ অসংখ্য সাহাবাদের কবর রয়েছে তথা জান্নাতুল বাকীতে কোন মুসলিম নর-নারী জিয়ারত শেষে তাদের উছিলা ধরে রহমত ও বরকত লাভের আশায় হাত তুলে কোন দোয়া করতে দেয়া হয় না এবং তা নাজায়েজ এবং হারাম বলে আরবের ওহাবীরা নিষেধ করে থাকে; যা প্রতিটি রাসূল প্রেমিককে আহত করে থাকে। তাই আমি অধম “জান্নাতুল বাকী ও রাসূলের রওজায় হাত তুলে দোয়া করা যাবে না- ওহাবী মতবাদ” শিরোনামে এ ভিডিওটি তৈরী করেছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রহিল। আপডেট ভিডিও পাওয়ার জন্য চেনেলটি সাবস্ক্রাইব করে রাখুন।
Channel Link : / @sattersadhak
Thanks for showing.