তাল লয় ছন্দের মিশেলে দেশীয় বাদ্যযন্ত্রের আদিঘর যতীন এন্ড কোং | Jatin & Co. Musical Instruments Shop

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 дек 2020
  • যাঁরা সংগীত চর্চা করেন তাঁদের কাছে ‘যতীন অ্যান্ড কোং’ একটি পরিচিত নাম। পুরনো ঢাকার কোর্ট-কাচারি পেরিয়ে শাঁখারি বাজারের রাস্তা দিয়ে যেতেই ১৪ নম্বর শাঁখারি বাজারে যে দোকানটি; তাই বর্তমান ‘যতীন অ্যান্ড কোং’-এর ঠিকানা। দোকানের সামনেই পুরনো সাইনবোর্ডে লেখা ‘স্থাপিত ১৯১০ ইং’। এটি প্রতিষ্ঠা করেছিলেন কেরানীগঞ্জের বাঘৈরে জন্ম নেওয়া যতীন্দ্র মোহন মণ্ডল। ১৯৭০ সালে যতীন্দ্র মোহনের মৃত্যুর পর তা এখন পরিচালনা করছেন তাঁর ছেলে সুনীল কুমার মণ্ডল ও নাতি সরজিৎ মণ্ডল। যতীন্দ্র মোহনের জন্ম ১৮৮০ সালে। প্রাইমারি স্কুল শেষ না করতেই বসতবাড়ি চলে যায় বুড়িগঙ্গায়। অভিভাবকহীন কিশোর জীবিকার সন্ধানে ঢুকে পড়েন এক যাত্রাদলে। যাত্রাদলের বিভিন্ন বাদ্যযন্ত্রের সঙ্গে পরিচিত হন, তবে তাঁকে সবচেয়ে বেশি আকর্ষণ করে হারমোনিয়াম। উনিশ শতকের শুরুতেই ঢাকা বিখ্যাত ছিল বাদ্যযন্ত্রের জন্য। সে সময় পাটুয়াটুলী, শাঁখারি বাজার, ইসলামপুর, তাঁতিবাজারসহ বিভিন্ন জায়গায় গড়ে ওঠে দেশীয় বাদ্যযন্ত্রের দোকান। ঢাকার আমপট্টিতে ছিল হারমোনিয়ামের দোকান ‘দাস অ্যান্ড কোং’। যতীন্দ্র মোহন ঢাকায় এলেন হারমোনিয়াম সম্পর্কে জানতে। চাকরি করতে চাইলেন সে দোকানে। মালিক রাজি হলেন না। যতীন্দ্র মোহন বাইরে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুদিন দোকানে হারমোনিয়াম নির্মাণ দেখলেন। এরপর পিসির কাছ থেকে ১২ টাকা ধার নিয়ে নিজেই একটি হারমোনিয়াম তৈরি করলেন। সেটি বিক্রি করলেন ২৫ টাকায়। তারপর সে মুনাফা দিয়ে ১৯১০ সালে আশেক লেনে দোকান খুললেন, নাম দিলেন ‘যতীন অ্যান্ড কোং’। এভাবে তিনি বেশ কিছু হারমোনিয়াম তৈরি করে বিক্রি করলেন। তারপর সে মুনাফা দিয়ে ১৯২০ সালে দোকানটি ইসলামপুরে, এরপর পাটুয়াটুলীতে স্থানান্তর করেন। পাটুয়াটুলীতে দীর্ঘ ৭০-৮০ বছর ছিল। কিন্তু নব্বইয়ের দশকে সাম্প্রদায়িক দাঙ্গায় দোকানটি পুরো ভবন ধ্বংস হয়ে যায়। হারিয়ে যায় দুর্লভ সব বাদ্যযন্ত্র। পরে তাঁর ছেলে সুনীল কুমার মণ্ডল দোকানটি ১৪ নম্বর শাঁখারি বাজারে নতুনভাবে করেন। দোকানটিতে এখন ৩৫-৪০ জন কর্মকর্তা-কর্মচারী কাজ করেন। শাঁখারি বাজার ছাড়াও পুরানা পল্টনে খোলা হয়েছে আরেকটি শাখা। যতীন অ্যান্ড কোং-এ হারমোনিয়ামসহ বিভিন্ন বাদ্যযন্ত্র তৈরি হয়। এর মধ্যে আছে হারমোনিয়াম, তবলা, গিটার, দোতারা, একতারা, ঢোলক, নাল, মেণ্ডলীন, সারিন্দা, ভায়লীন, খোল, এসরাজ, তানপুরা, সেতার, বেহালা বাঁশি, মৃদঙ্গ, ঢুমকো, ঢোল, জিপসী, খোল, মন্দিরা, কঙ্গো সবই এখানে পাওয়া যায়। তবে সবচেয়ে বেশি পরিমাণে বিক্রি হয় হারমোনিয়াম ও তবলা।
    #যতীন_এন্ড_কোং #Jatin_&_Co.
    For More Visit:
    Website: infohunterbd.blogspot.com/
    Facebook: / bdinfohunter

Комментарии • 100

  • @user-hl8dt1zn4p
    @user-hl8dt1zn4p 2 года назад +2

    ইতিহাস ও ঐতিহ্যের ধারক ও বাহক হল এই বাদ্যযন্ত্রগুলো। কিন্তু আধুনিকতার নষ্ট স্রোতে ভেসে যেতে বসেছে।।

  • @mdsalimhussain3631
    @mdsalimhussain3631 3 года назад +14

    ভালো লাগলো। বাবরি মসজিদ ভাঙার ঘটনায় বাংলাদেশে সংঘটিত ঘটনার পরে ও দাদা দেশ ছেড়ে ভারতে যাননি -যা প্রকৃত দেশপ্রেমের পরিচয় বহন করে। বিপদে কিংবা বাধা আসলেই ভারত যাবো -তারা দেশপ্রেমিক নয়। হিন্দু মুসলিম সবার দেশ এই বাংলাদেশ।

  • @shamsulalam9300

    দাদাকে বেশ ভাল লাগে। উনি বেশ সত

  • @makjilany
    @makjilany 2 года назад +2

    স্মরনে যতীন & কোং .....ভালবাসার ইতিহাস.... 💖💖💖💚💚💚💛💛💛

  • @fardinzahan6142
    @fardinzahan6142 3 года назад +3

    আমার নিজের হারমনিয়াম টিও যতীন থেকেই বানানো। সেই ছোটকালে খুব আবদার করে এই যতীন থেকে কিনেছিলাম। ধন্যবাদ ইনফো হান্টার

  • @arnobsarkar4276
    @arnobsarkar4276 2 года назад +2

    আমার দুইটা হারমোনিয়াম এনাদের এখান থেকে নেওয়া। প্রথমটা 2001 সালে নিয়েছিলাম এবং ২য় টা 2016 সালে। খুবই ভালো।

  • @sahmed1533
    @sahmed1533 Год назад +2

    অন্য আরেকটি চেনেলের এই ভিডিওটি দেখার সময় স্কেল করার সময় আপনার ভিডিও দেখে সাথে সাথে প্লে কারণ আমি জানি আপনার ভিডিও লম্বা হলেও অনেক ইনফরমেশন থাকে,

  • @malaykumarsarkar9165
    @malaykumarsarkar9165 2 года назад +1

    Video ta khub bhalo laglo love from Burdwan W.B.

  • @alamirriaz
    @alamirriaz Год назад +1

    আমার হারমনিয়মটা যতিন এন্ড কোং এর। এখনো আছে। আমদের দুই পুরুষ গেল

  • @nirmaladhikary3925
    @nirmaladhikary3925 3 года назад +1

    Banti,you have delivered excellent speak.

  • @omorfaruk7147
    @omorfaruk7147 2 года назад +1

    ভাই সেই দিন আর দূরে নেই আপনার ১ মিলিয়ন এর উপরে সাবস্ক্রাইবার থাকবে। ইনশাআল্লাহ ❤️❤️ এগিয়ে যান, ভিডিও নিয়মিত আপলোড করতে থাকুন

  • @SumanDas-gp8dg
    @SumanDas-gp8dg 3 года назад +2

    অনেক দিন পর আপনাদের দেখতে পেয়ে ভালো লাগলো ধন্যবাদ সবাইকে

  • @Prottay154
    @Prottay154 Год назад +1

    দাদা ভিডিওটি অনেক ভালো লেগেছে ❤️

  • @LikhonSarkerHimel
    @LikhonSarkerHimel 3 года назад +2

    বাহ, এটা একটা শৈল্পিক তথ্য। ভাল লাগল।

  • @emranhossain4281
    @emranhossain4281 3 года назад +1

    খুবই ভালো লেগেছে ভিডিও টা

  • @dr.shahidulislam4771
    @dr.shahidulislam4771 2 года назад +1

    খুব ভালো ভিডিও

  • @anonnakamrul004
    @anonnakamrul004 2 года назад +1

    আপনি দারুণ কাজ করছেন। এগিয়ে যান।

  • @lifeisawesomeBD
    @lifeisawesomeBD 2 года назад +1

    এই প্রথম কমেন্ট করলাম ভাই, আপনার কাজ গুলি খুবই প্রশংসনীয়👌🏻❤️

  • @m.a.quashem1989
    @m.a.quashem1989 3 года назад +1

    Jatin & Co.Bangladesher Harmonium jagote oitijjobahi ekti protisthan.Amar poribare ei protisthaner ekti Harmonium kena hoyechilo 1966 shone,tokhon amader poribaar Akhaurate obosthan korchilo.

  • @ejonys007
    @ejonys007 3 года назад +2

    Well done. This channel deserves more viewers.