Thank you 😊 আপনি যদি প্রতি বৃহস্পতিবার লক্ষ্মী নারায়ণ পুজো করেন, সেক্ষেত্রে পরের বৃহস্পতিবার আবার নতুন করে ঘট পেতে নিতে পারেন, আর চাঁদমালা, গামছা এগুলোই ব্যবহার করতে পারেন।
মা লক্ষ্মীর দুটি মূর্তিই যদি দ্বিভুজা হয়, সেক্ষেত্রে দুটি মূর্তি একসাথে পুজো করা যাবে না, কারণ একই ঠাকুরের দুটি মূর্তি একসাথে পুজো করা যায়না। যদি যেকোনো একটি মূর্তি চতুর্ভুজা হয়, তাহলে দুটি মূর্তি একসাথে পুজো করা যাবে, কারণ সেক্ষেত্রে মা লক্ষ্মীর আলাদা আলাদা দুটি রূপ হচ্ছে।
না, প্রতি সপ্তাহে নতুন করে দিতে হবে না। যেকোনো পূর্ণিমা বা বৃহস্পতিবার নারায়ণ ঠাকুরকে পৈতে নিবেদন করে দেবেন, তারপর যতদিন ওটা নষ্ট না হচ্ছে, ওটাই ব্যবহার করতে পারেন। আমাদের চ্যানেলে মা লক্ষ্মীর প্রতি বৃহস্পতিবারের পূজা বিধি নিয়ে একটি ভিডিও আছে, Puja Vidhi playlist এ পেয়ে যাবেন। ওটা একবার দেখে নিতে পারেন, আশা করি আপনার কিছুটা সাহায্য হবে।
যদিও হনুমানজীর পুজোর ক্ষেত্রে নিরামিষ খাওয়াই নিয়ম, তবে বাড়িতে প্রত্যেকদিন তা সম্ভব নয়। তাই সন্ধ্যায় হনুমানজীর সামনে প্রদীপ জ্বালানোর আগে জামা কাপড় পাল্টে, গা হাত পা ধুয়ে নিতে পারলে ভালো হয়। আর মঙ্গল বা শনিবার, যেকোনো একদিন নিরামিষ খেতে পারলে ভালো।
আমি লক্ষ্মী-নারায়ণ পূজা আর সত্যনারায়ণ পূজা বিধি জানি, এর বাইরে অন্য কোনো বিষ্ণু পূজা বিধি আমার জানা নেই। লক্ষ্মী নারায়ণ পূজা বিধি এই ভিডিওতে share করেছি, আর সত্যনারায়ণ পূজার বিধিও আমাদের চ্যানেলে share করা আছে, আপনি চাইলে দেখে নিতে পারেন। লক্ষ্মী নারায়ণের ছবিতে আপনি নারায়ণ পূজা করতে পারেন, সেক্ষেত্রে মা লক্ষ্মীর পূজাও করতে হবে।
Didi Tulsi pata vogoban bisnu r kothay dite hoy ami vogoban bisnu r sri chorone dei bole loke amake kotha sonay r bole buke dite hoy abar tumi aktu bole dao
না, একবার নতুন কিনে নিয়ে এসে নিবেদন করে দিলেই হবে। তারপর কোজাগরী পূর্ণিমার পুজো পর্যন্ত যে কোনো লক্ষ্মীপুজোতে ওগুলোই নিবেদন করা যাবে। কোজাগরী লক্ষ্মী পুজোর সময়ে আবার নতুন শাঁখা পলা নিবেদন করতে হবে।
বৃহস্পতিবার শাস্ত্রমতে শ্রী নারায়ণের বার হলেও আমরা বাঙালিরা ওইদিন লক্ষ্মী পুজো করি, তাই আমরা বৃহস্পতিবার-কে লক্ষ্মীবার-ও বলে থাকি। মা লক্ষ্মীর পুজোয় যেহেতু ঘন্টা বাদ্য নিষিদ্ধ, তাই বৃহস্পতিবারের পুজোয় আমরা সাধারণত ঘন্টা বাজাই না (আমি যেটুকু জানি, সেটাই বললাম)। যদিও এর ব্যতিক্রম আছে।
কোনো অসুবিধা নেই। মা লক্ষ্মীর মূর্তি হোক বা চিত্রপট, মা সর্বদাই সবাহনা থাকেন। তাই আলাদা ভাবে পেঁচার মূর্তি বসানোর কোনো দরকার নেই। আমার কাছে আছে, তাই আমি ওটা পুজোর সময়ে রাখি 😊
এই ঘটটি মা লক্ষ্মীর উদ্দেশ্যে পাতা হয়েছে এবং মা লক্ষ্মীর ঘটে তুলসীপাতা দেওয়া যায় না, তাই ঘটে নারায়ণ ঠাকুরের উদ্দেশ্যে শুধু ফুল দেওয়া হয়েছে, তুলসীপাতা দেওয়া হয়নি।
কিন্তু দিদি তুমি তো sudu মা লক্ষ্মীর পুজো করছো না সাথে নারায়ণ ও আছে ar এটা একদম ঠিক না ঘট এ তুলসী নারায়ণ এর udasse দেওয়া যায়। কারণ মা এর স্বামী হলেন নারায়ণ তাকে না পুজো করলে মা নিজে ও পুজো গ্রহণ করেন না। এটা ঠিক মা লক্ষ্মী কে তুলসী দিতে নেই কিন্তু তুলসী ঘটে নারায়ণ এর udasse দিতেহয়। অর হাঁ মা লক্ষ্মী ই দেবী তুলসী সেই জন্যে তিনি নিজেকে গ্রহণ করেন না। অভিশাপের কারণে।
Jai shree laxmi narayan 🌹🙏🏻🌿🌹🌿🌸🌿 khub sundor sab pujor vdo dekhte pelam 🙏🏻🌹🙏🏻🌹🌸🌿🌿
Thank you so so much 🙏 এভাবেই সব সময়ে সঙ্গে থেকো 😊
Khub sundor laglo
অসংখ্য ধন্যবাদ 😊🙏🏻 খুব ভালো থাকবেন 😊
Khub sundor laglo .
Thank you so much 🙏
Bha valo luglo. ❤❤❤❤
অনেক ধন্যবাদ 😊
Onek dhanyabad mam .reply peye ami onek khushi.bhalo thakben.
আপনিও খুব ভালো থাকবেন 😊
Khub vlo laglo tomr pujo,sai babar pujo poddhoti deo
ধন্যবাদ 🙏 সাই বাবার পূজা পদ্ধতি নিশ্চয়ই দেবো, সাথে থেকো 😊
Kub valo laglo 🙏😅🌺🌸🏵️
অসংখ্য ধন্যবাদ 😊 ভালো থাকবেন 😊
Jai maa laxmi 🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
জয় মা লক্ষ্মী 🙏🏻🌹🌾🙏🏻
Khub bhalo laglo.. kintu ekta proshno ache pojor porey sei ghot ar tar samogrir ki korte hoye?
Thank you 😊 আপনি যদি প্রতি বৃহস্পতিবার লক্ষ্মী নারায়ণ পুজো করেন, সেক্ষেত্রে পরের বৃহস্পতিবার আবার নতুন করে ঘট পেতে নিতে পারেন, আর চাঁদমালা, গামছা এগুলোই ব্যবহার করতে পারেন।
Maa durga puja vidhi please didi Durga puja vidhi please didi
Amar singhasone ekti Laxminarayan jugal Murti ache, abar ekti Laxmi Murti o ache. Ami ki duto Murti tei Laxmi maa er pujo korte parbo?
মা লক্ষ্মীর দুটি মূর্তিই যদি দ্বিভুজা হয়, সেক্ষেত্রে দুটি মূর্তি একসাথে পুজো করা যাবে না, কারণ একই ঠাকুরের দুটি মূর্তি একসাথে পুজো করা যায়না। যদি যেকোনো একটি মূর্তি চতুর্ভুজা হয়, তাহলে দুটি মূর্তি একসাথে পুজো করা যাবে, কারণ সেক্ষেত্রে মা লক্ষ্মীর আলাদা আলাদা দুটি রূপ হচ্ছে।
Thank you
Bon bhadro purnimai lakhi narayaner pujo kora jai
Didi, Bhogobaner Poite, Ma Lokhkhir Alta Shidur, Shob Shukno Upokoron Ki Proti Brihospotibar Notun Kore Dite Hobe?
না, প্রতি সপ্তাহে নতুন করে দিতে হবে না। যেকোনো পূর্ণিমা বা বৃহস্পতিবার নারায়ণ ঠাকুরকে পৈতে নিবেদন করে দেবেন, তারপর যতদিন ওটা নষ্ট না হচ্ছে, ওটাই ব্যবহার করতে পারেন। আমাদের চ্যানেলে মা লক্ষ্মীর প্রতি বৃহস্পতিবারের পূজা বিধি নিয়ে একটি ভিডিও আছে, Puja Vidhi playlist এ পেয়ে যাবেন। ওটা একবার দেখে নিতে পারেন, আশা করি আপনার কিছুটা সাহায্য হবে।
Launch ye Nonvej khawar por Hanuman ji er samne Pradip jalate pari ki evening time?
যদিও হনুমানজীর পুজোর ক্ষেত্রে নিরামিষ খাওয়াই নিয়ম, তবে বাড়িতে প্রত্যেকদিন তা সম্ভব নয়। তাই সন্ধ্যায় হনুমানজীর সামনে প্রদীপ জ্বালানোর আগে জামা কাপড় পাল্টে, গা হাত পা ধুয়ে নিতে পারলে ভালো হয়। আর মঙ্গল বা শনিবার, যেকোনো একদিন নিরামিষ খেতে পারলে ভালো।
didi brihaspatiber e laxmi narayan er photo te vishnu puja hoi ki? সকালে বিষ্ঞু পূজা কিভাবে করতে হয়? শুনেছি বৃহস্পতিবারের ব্রতকথা পড়তে হয়। একটু বলবেন।
আমি লক্ষ্মী-নারায়ণ পূজা আর সত্যনারায়ণ পূজা বিধি জানি, এর বাইরে অন্য কোনো বিষ্ণু পূজা বিধি আমার জানা নেই। লক্ষ্মী নারায়ণ পূজা বিধি এই ভিডিওতে share করেছি, আর সত্যনারায়ণ পূজার বিধিও আমাদের চ্যানেলে share করা আছে, আপনি চাইলে দেখে নিতে পারেন। লক্ষ্মী নারায়ণের ছবিতে আপনি নারায়ণ পূজা করতে পারেন, সেক্ষেত্রে মা লক্ষ্মীর পূজাও করতে হবে।
@@AmaderGolpoGatha onk dhonnobad didi
Didi Tulsi pata vogoban bisnu r kothay dite hoy ami vogoban bisnu r sri chorone dei bole loke amake kotha sonay r bole buke dite hoy abar tumi aktu bole dao
আপনি ভগবান বিষ্ণুর শ্ৰী চরণে তুলসী দিতে পারেন।
Proti Brihospotibar Ki Notun Shakha Pola Kinte Hobe?
না, একবার নতুন কিনে নিয়ে এসে নিবেদন করে দিলেই হবে। তারপর কোজাগরী পূর্ণিমার পুজো পর্যন্ত যে কোনো লক্ষ্মীপুজোতে ওগুলোই নিবেদন করা যাবে। কোজাগরী লক্ষ্মী পুজোর সময়ে আবার নতুন শাঁখা পলা নিবেদন করতে হবে।
Apni oita kiser mala dilen, Didi?
ফুলের মালা
🙏🙏🙏🙏
Bah Didi Tumi Ki Jotno Kore Pujo Korle🎉🎉🎉🎉🎉🎉🎉
অনেক ধন্যবাদ তোমাকে 😊 খুব ভালো থেকো 😊
Didi lokkhi নারায়ণ er 2টি ঘট দিয়েছেন নিকি আপনি, plz bolben, ek photo te lokkhi narayon thakle koyta ghot sthapon korte hoy,plz plz bolben
আমি একটা ঘট পেতেই পুজো করি।
Gongamati r jol Pabo kothay
দশকর্মা ভাণ্ডারে পাওয়া যায়
Poite ki sobai narayan ke dite pare?
হ্যাঁ।
Kasi bajate ache?
না
Thank you go
Mam amar khub jante ichhe kore je ,ghanta badya sree narayaner oti priyo tobe brihaspati bar keno ghanta dhoni kora jayna .
বৃহস্পতিবার শাস্ত্রমতে শ্রী নারায়ণের বার হলেও আমরা বাঙালিরা ওইদিন লক্ষ্মী পুজো করি, তাই আমরা বৃহস্পতিবার-কে লক্ষ্মীবার-ও বলে থাকি। মা লক্ষ্মীর পুজোয় যেহেতু ঘন্টা বাদ্য নিষিদ্ধ, তাই বৃহস্পতিবারের পুজোয় আমরা সাধারণত ঘন্টা বাজাই না (আমি যেটুকু জানি, সেটাই বললাম)। যদিও এর ব্যতিক্রম আছে।
ঘট আচ্ছাদন কি প্রতি বৃহস্পতি বার change করতে হবে,,,নাকি একটা আচ্ছাদন প্রতি বৃহস্পতি বার ব্যাবহার করা যাবে
Amar Kache Ma Lokhkhir Pechata Nei.
কোনো অসুবিধা নেই। মা লক্ষ্মীর মূর্তি হোক বা চিত্রপট, মা সর্বদাই সবাহনা থাকেন। তাই আলাদা ভাবে পেঁচার মূর্তি বসানোর কোনো দরকার নেই। আমার কাছে আছে, তাই আমি ওটা পুজোর সময়ে রাখি 😊
Horiali twej kora dekhabe
দিদি ঘটে তো হলুদ ফুল এর সাথে তুলসী ও নিবেদন করতে হয় না হলে তো পূজা অসম্পূর্ণ থেকে যায়
এই ঘটটি মা লক্ষ্মীর উদ্দেশ্যে পাতা হয়েছে এবং মা লক্ষ্মীর ঘটে তুলসীপাতা দেওয়া যায় না, তাই ঘটে নারায়ণ ঠাকুরের উদ্দেশ্যে শুধু ফুল দেওয়া হয়েছে, তুলসীপাতা দেওয়া হয়নি।
কিন্তু দিদি তুমি তো sudu মা লক্ষ্মীর পুজো করছো না সাথে নারায়ণ ও আছে ar এটা একদম ঠিক না ঘট এ তুলসী নারায়ণ এর udasse দেওয়া যায়। কারণ মা এর স্বামী হলেন নারায়ণ তাকে না পুজো করলে মা নিজে ও পুজো গ্রহণ করেন না। এটা ঠিক মা লক্ষ্মী কে তুলসী দিতে নেই কিন্তু তুলসী ঘটে নারায়ণ এর udasse দিতেহয়। অর হাঁ মা লক্ষ্মী ই দেবী তুলসী সেই জন্যে তিনি নিজেকে গ্রহণ করেন না। অভিশাপের কারণে।