পৌষের কাছাকাছি রোদ মাখা সেইদিন। pouser kachakachi rod makha seidin।। Manna dey।।cover by MeghAniket

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 фев 2025

Комментарии • 2,4 тыс.

  • @manojkumarkarar2146
    @manojkumarkarar2146 2 года назад +167

    সত্যি কথা বলতে কি, আপনার গাওয়া গান গুলির মধ্যে এটাই আমার সেরার সেরা মনে হয়েছে। খুব সুন্দর গায়কি।মুগ্ধ হয়ে গেলাম। আরো আরো ভালো ও সুন্দর গান শোনার অপেক্ষায় থাকলাম। শুভেচ্ছা নেবেন।

    • @MJanaAManna
      @MJanaAManna  2 года назад +10

      Dhonyobad .... valo thakben.... sathe thakben..

    • @anilkumardas5553
      @anilkumardas5553 Год назад +3

      Ol

    • @tanmoysamadder9967
      @tanmoysamadder9967 Год назад +2

      Your voice is very sweet and Mind blowing. I love your voice very much 👌👌👌I am from Bangladesh

    • @AZADURRAHMANCHANDAN-ki1cg
      @AZADURRAHMANCHANDAN-ki1cg Год назад +2

      2:42 শিল্পীর নামটাই তো জানতে পারলাম না।

    • @MdhabibullahKhan-jt7mk
      @MdhabibullahKhan-jt7mk Год назад +4

      ছোট্ট আদুরে মেয়েটি বেশ ভাল গেযেছে ।শুভেচ্ছাসহ ধন্যবাদ।

  • @vipulde
    @vipulde 2 года назад +79

    আমরা যারা বয়সে ৫০+ তারা সবাই তোমাদের দু হাত তুলে আশীর্বাদ করবে..... আমাদের সময়ের গান, এরকম কথা আর বলা যাবে না..... এই প্রজন্মের কাছেও এই গান এতো জনপ্রিয় ভাবতেই ভালো লাগছে..... মান্না দে তো শুধু আর একটা নাম নয় আরও আরও অনেক কিছু, তার প্রমান মিললো

    • @debatoshmandal805
      @debatoshmandal805 2 года назад

      ekdam satti

    • @siprahalder1944
      @siprahalder1944 2 года назад

      খুব সুন্দর।

    • @SupriyoDasOnGoogle
      @SupriyoDasOnGoogle Год назад

      সাধু সাধু!!

    • @JaydeepManna
      @JaydeepManna Год назад

      Sabai ke suvo Dipaboli

    • @KamrunNahar-i5b
      @KamrunNahar-i5b Год назад

      সত্যি সত্যিই আমরা যারা ৫০+ বয়সে এসে মান্না'দের এরকম একটা সুন্দর গান এই প্রজন্মের কাছে পেয়েছি তাতে স্পষ্টই প্রতীয়মাণ হয় যে আমরা ভাগ্যবান/ ভাগ্যবতী। 🙏

  • @gopalbiswas2795
    @gopalbiswas2795 3 года назад +116

    গলায় এত সূক্ষ্ম কাজ, গায়কী ভঙ্গিমা এবং কণ্ঠস্বর এত মিষ্টি- অন্তত মান্নাবাবুর গান এমন করে কাউকে গাইতে শুনিনি।

    • @nurulhuda6569
      @nurulhuda6569 3 года назад +4

      প্রাণ জুড়িয়ে গেল।

    • @malaydeb9490
      @malaydeb9490 2 года назад +1

      @@nurulhuda6569 khub.sundar

    • @Allexgammer
      @Allexgammer Год назад

      Shunben arunita didir konthe

  • @anitadatta1303
    @anitadatta1303 3 года назад +91

    অসাধারণ গায়নশৈলী অতুলনীয় বাদন মনে জাগিয়ে তুলছে অনুপম ভাব আবহ ! বয়সী হিসেবে কন্যা বয়সী গায়িকা ও বাদন দক্ষ ছেলেকে আশীর্বাদ জানাই । এতো সুন্দর গান শুনে আমার মনটা ভরে গেলো মা !

    • @MJanaAManna
      @MJanaAManna  3 года назад +3

      Thankuuuuu thanks a lot .... valo thakben ... aro gan sunte thakben

    • @nirmalyabarman6080
      @nirmalyabarman6080 2 года назад +1

      Khub valo laglo

    • @mffakhru5567
      @mffakhru5567 2 года назад +1

      You just said what I wanted to say.

  • @A-K-bag-gt8wl
    @A-K-bag-gt8wl 9 месяцев назад +2

    গানের গলা খুব সুন্দর ৷ তবলা ওয়ালার হাতে যেন যাদু আছে। অসাধারণ বাজিয়েছ ৷

  • @princebhowmick1075
    @princebhowmick1075 2 года назад +12

    অসাধারণ, মধুর মত লাগছে গলার সুর ,যতবার শুনছি ততই ভালো লাগছে,আহা কি সুন্দর গলা,কত-শত বার যে সুনছি আপনাকে কি মায়াবী সুর❤️❤️❤️🌻🌻🌼🌼

  • @putuldeb1993
    @putuldeb1993 3 года назад +15

    আহা.…মনটা ভরে গেলো ! কালজয়ী শিল্পী মান্না দের কণ্ঠে গাওয়া গানটি নিখুঁত সুরে, সুরেলা, মিষ্টি গলায় পরিবেশন করেছো আবেগ দিয়ে ! অসাধারণ !

  • @tapaskumarsanyal4973
    @tapaskumarsanyal4973 2 года назад +15

    শিল্পি মান্না দের প্রতি সন্মান রেখেই বলছি গানটি যথাযথ পারদর্শীতা দেখিয়ে পরিবেশণ করা হয়েছে।
    তবলায় সুন্দর ছন্দ ও তাল পরিবেশণ শুধু অপূর্ব বললে কম বলা হবে, গানটিকে এক উচ্চ পর্যায়ে নিয়ে গেছে।
    তোমরা আমার সন্তান সম। আশীর্বাদ করি ভালো থেকো।

  • @বিশ্বামিত্র-ণ৩ণ

    একটু সাহস করেই বলছি। অনেক দিন পর সত‍্যিকারের একটি বাঙালি কন্ঠ শুনলাম। কালজয়ী শিল্পীদের একে একে তিরোধানের পর পিপাসার্ত শুন‍্য মন অপেক্ষায় ছিল ঠিক তেমনি একটি কন্ঠ শোনার জন্য, যা শুনে সোনা ঝরা সেইসব গায়ক ও তাঁদের গানগুলো মনে করিয়ে দেবে। অবশেষে অপেক্ষার অবসান হলো।

  • @mdshafiq5059
    @mdshafiq5059 2 года назад +16

    বার বার গানটা শুনি আর সুরের মোহনায় হারিয়ে যাই। এক কথায় অসাধারণ গায়োকি। অনেক অনেক শুভকামনা থাকলো।

    • @te3673
      @te3673 Год назад

      আমিও

  • @sujonpaul1606
    @sujonpaul1606 2 года назад +23

    তোমাদের পিছনে বিদ্যা দেবি সরস্বতী তোমাকে যে সুর তাল দিয়েছেন তা আমাকে মুগ্ধ হলাম। এখনো ও আমি ঘুমুতে যতে গান টি শুনি। কি যে মধুর গান

    • @mdminhajurrahaman5565
      @mdminhajurrahaman5565 Год назад +1

      ভাই বিদ্যার দেবি ত আছে তা সংগীতের কোন আলাদা দেবি নেই,,,?

  • @গল্পেকবিতায়শিপ্রা

    অসাধারণ যুগলবন্দী... যেমন গান গাইলে তেমন তবলা বাজালো। আরো শুনতে চাই তোমার গান.

  • @sharifsaydulalam5875
    @sharifsaydulalam5875 2 года назад +5

    আমি হারিয়ে গেলাম সঙ্গীতের মাঝে। সত্যি অসাধারণ গায়কী। বেশ ভালো লাগলো তবলা বাদককে। তার মিষ্টি মিষ্টি চাহনি অন্যরকমের ভালোলাগায় মন ভরে দেয়। গানের ফাঁকে ফাঁকে ছেলেটির ঠোঁট বাঁকানোটাও আমাকে বেশ আকর্ষণ করেছে। আমি ভিষণ মুগ্ধ ছেলেটির অমন অঙ্গ সঞ্চালনে। সঙ্গীতে এমন ঢং নিত্য প্রয়োজন। যা দর্শকদেরকে মুগ্ধতা বাড়িয়ে দিবে। Love you everyone. From Bangladesh.

    • @prodipkumarray3885
      @prodipkumarray3885 7 месяцев назад

      এই গানে আমার শুনা অসাধারণ গায়কী।

  • @ujjalmondal2890
    @ujjalmondal2890 3 года назад +18

    ওঃ গানের কি মাধুর্য.. কি স্নিগ্ধ... অসাধারণ হয়েছে।

  • @shyamalbasu3017
    @shyamalbasu3017 Год назад +6

    Misty meyer konthe ei kalojoyee gan opurbo bhison bhalo laglo...Ma saraswati tomake bhalo rakhun etai Amader sobbaier kamona.

  • @MerajHossenGaziLIVE
    @MerajHossenGaziLIVE 2 года назад +13

    তোমাদের দুজনের জন্য অনেক শুভ কামনা। কণ্ঠ যেমন অকৃত্রিম, তেমনি তবলাও যেনো কথা বলছে এখানে। সব মিলিয়ে অসাধণ। তোমাদের ভক্ত হয়ে গেলাম। ঢাকায় নিমন্ত্রণ রইলো। all the best..

  • @reikivartasreemithunroy
    @reikivartasreemithunroy 3 года назад +25

    অসাধারণ গায়কী, খুবই ভালো পরিবেশন 💐💐💐
    দুজন কেই অনেক শুভেচ্ছা 🌷🌷🌷

    • @manasmohanbasu9249
      @manasmohanbasu9249 3 года назад

      খুব ভাবসমৃদ্ধ কণ্ঠ, মান্নাদের এই কালজয়ী গান টি অসাধারণ গাইলে।
      অনেক দূর এগিয়ে যাবে আশা করছি। তবলা সঙ্গত একেবারে পরিমিতিবোধ এ পূর্ণ।
      সব মিলিয়ে একটা অনেক আগের দিন মনে পড়ে গেল এই গান মান্না‌ দের খুব কাছে থেকে শুনতে পেরে
      নিজেকে ভাগ্যবান মনে হয়েছিল।
      আরো সুন্দর গান শ্রোতাদের উপহার দিতে হবে।👍👍👍

    • @sudhinmondal5546
      @sudhinmondal5546 2 года назад

      Please share your contact details

  • @priyakitchen3266
    @priyakitchen3266 3 года назад +22

    আহা! কি সুন্দর ভাবে গাইলে মান্না দের গানটি।তবলার হাতটা ওদারুন❤️❤️

  • @uttamray7015
    @uttamray7015 3 года назад +11

    ঈশ্বর যে সম্পদ আপনার কন্ঠে আর্শীবাদ স্বরূপ দান করেছেন, তার আরো অনেক বেশি যত্নের এবং অধ্যবসায়ের প্রয়োজন আছে। এক জন ভালো গুরুর খোঁজ করুন।

  • @mukthizcreation
    @mukthizcreation Год назад +2

    সুর সাধক গুরু মান্নাদের গান, যে কেউ গা'ক যেখানেই যেমন ভাবেই পরিবেশন করুক, হৃদয়ের কোথায় যেনো নাড়া দিয়ে ওঠে। দেখেছি অতি নিকটে বসে, শুনেছি তার গান প্রাণ ভরে বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠানে। শিল্পী অনেক আসবে এই বাংলায় তবে মান্না হেমন্ত সন্ধ্যা সতীনাথ আরতি গীতা দত্ত ও প্রতিমাদের আর জন্ম হবেনা। ভালো থেকো মা মনি অনাদিকাল। সুর তাল লয় ও সঙ্গীতের আখড়া পশ্চিম বঙ্গ আমার প্রিয় একটি রাজ্য, যেখানে আমি ৭১ সালে মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ নিয়েছিলাম। ভালো থাকুক সকল বাঙ্গালী এপারে বা ওপারে।

  • @chandanarannaghar
    @chandanarannaghar 7 месяцев назад +1

    বাঃ বেশ সুন্দর গান । খুব সুন্দর তবলা বাজালেভাই।
    অনেক ধন্যবাদ।

  • @ashimmishrakabu4583
    @ashimmishrakabu4583 3 года назад +39

    এইটুকু বয়সে মান্নাবাবুর এই কালজয়ী গানে প্রাণসঞ্চার করা মুন্সীয়ানার ব্যাপার ! দারুন গেয়েছো। অনেকদূর দৌড়ুবে !🤲🙌

    • @MJanaAManna
      @MJanaAManna  3 года назад +1

      Sob gan gulo sunben parle...

    • @sipradasgupta7601
      @sipradasgupta7601 2 года назад

      Sab gun sunechhi. Aro kaljoyi adhunik nazrulgeeti, bhajan sunte chai.

    • @vivekanandadutta5711
      @vivekanandadutta5711 2 года назад

      আমি প্রতিদিন শুনি।👍

  • @santanubanerjee5435
    @santanubanerjee5435 3 года назад +14

    দুর্দান্ত হয়েছে। শিল্পীকে অনেক অনেক শুভেচ্ছা রইলো।

  • @liptusarkar7060
    @liptusarkar7060 3 года назад +12

    আমার কাছে সবথেকে ভালো লাগার একটি গান যা বার বার শুনতেই ইচ্ছে করে 💙💙অসাধারণ কণ্ঠে গাইলেন বোন🌺👌👌

  • @shyamasarkar6636
    @shyamasarkar6636 2 года назад +8

    তুমি মা,খুব সুন্দর গেয়েছো, মন ভরে গেল। এমন করেই তুমি সবার মন জয় কর।
    May God bless you

  • @KanonDas-th6td
    @KanonDas-th6td 9 месяцев назад +2

    Gang ta onkk shundor hoyaca...onkk shuvo kamona tomader Jonno..from Bangladesh ❤

  • @আমারবাংলা-স৪খ
    @আমারবাংলা-স৪খ 3 года назад +17

    অসাধারণ তবলা সঙ্গত। পরিষ্কার হাত , স্পষ্ট আওয়াজ , আর মার্জিত বাদন--- সুরেলা কন্ঠের গানটিকে এক অন্য মাত্রা দিয়েছে।

    • @jagabandhudutta245
      @jagabandhudutta245 Год назад

      অসাধারণ গান ও তবলা বাজানো,

  • @HassansEnglishHome
    @HassansEnglishHome 2 года назад +10

    ২০ বার তোমার কন্ঠে গানটি শুনলাম।
    অসাধারণ গেয়েছ, মা।
    তুমি অনেক বড় হবে। দু'আ / আশীর্বাদ রইল।

  • @স্বামীজি
    @স্বামীজি 2 года назад +15

    সত্যি কথা বলতে এই ধরনের গান এখন আর শুনতে পাই না।পাড়ায় কোনো প্রগ্রাম হলে ব‍্যান‍্ড এর হিন্দি গান।তোমার গলায় গাওয়া গান টা আমাকে মুগ্ধ করেছে।আজকে প্রথম ভিডিও টা পেলাম।

    • @MJanaAManna
      @MJanaAManna  2 года назад +1

      Erom aro onek gan ache। sunben pls। valo lagle sobai k sonaben। ar subscribe kore utsaho deben ebong porer video gulo o sunben janaben kemon laglo

    • @স্বামীজি
      @স্বামীজি 2 года назад +1

      @@MJanaAManna আমি তোমার গানের ভিডিও গুলো পর পর দেখার চেষ্টা করছি আর সাবস্ক্রাইব করে রেখেছি সেই সঙ্গে আমার পরিচিত সবাই কে বলেছি ভিডিও গুলো দেখতে।তোমাকে আমি যদি আমার কোন প্রগ্রামে গান করতে অনুরোধ করি তুমি কি করবে তার জন্য তোমার প্রাপ্য সম্মান পাবে।

    • @MJanaAManna
      @MJanaAManna  2 года назад +1

      @@স্বামীজি নিশ্চয়ই পারবো 💗

    • @স্বামীজি
      @স্বামীজি 2 года назад +1

      @@MJanaAManna ধন্যবাদ

  • @pranabmukherjee2226
    @pranabmukherjee2226 2 года назад +6

    স্বতন্ত্র কন্ঠস্বর। পরিষ্কার উচ্চারণ। সুরেলা কন্ঠ। অনেক অনেক শুভেচ্ছা।

  • @mrityunjoyporia8534
    @mrityunjoyporia8534 16 дней назад

    গলায় সাক্ষাৎ মা সরস্বতীর বাস ।।। হৃদয়স্পর্শী কন্ঠ শক্তি।।। এত মধুর কন্ঠ সত্যি অভাবনীয় ।।।❤❤❤

  • @parvezbhuiyan3273
    @parvezbhuiyan3273 3 года назад +13

    গানটা যতবার শুনি ততবারই ভালো লাগে।
    কন্ঠটা খুবই সুন্দর।

  • @cmaworks
    @cmaworks 2 года назад +10

    পরিষ্কার সুস্পষ্ট উচ্চারণ, অনায়াস সাবলীল স্বরক্ষেপ। দারুন। অনেক শুভেচ্ছা

  • @sudipbasu9702
    @sudipbasu9702 3 года назад +170

    যদিও এটা পুরুষ শিল্পীর কন্ঠের গান.... তাও, খুবই ভালো লাগলো... নিখুঁত সুরে পরিবেশন হয়েছে..... "তবলা-শিল্পী" ভাইও খুব সুন্দর, যোগ্যসম্মত ভাবে সঙ্গত করেছে..... 👍❤️🙏💐

    • @defensiveking4069
      @defensiveking4069 3 года назад

      ruclips.net/video/v-0UUNhmBBo/видео.html

    • @debashishchatterjee2262
      @debashishchatterjee2262 3 года назад +6

      ছাই চাপা আগুন।

    • @aktersanjida2147
      @aktersanjida2147 2 года назад +1

      সত্যিই তাই। দারুন গায়কী। চর্চা চালিয়ে যাও বাচ্চা💞

    • @swapanghosh7054
      @swapanghosh7054 2 года назад +1

      Khub bhalo.

    • @suvojet6756
      @suvojet6756 2 года назад +2

      @@debashishchatterjee2262 ao mo

  • @ronydey5229
    @ronydey5229 Год назад

    অনেক গুলো প্রিয় গানের মধ্যে এই গানটি আমি সব চেয়ে প্রিয় আপনার কণ্ঠে গানটি শুনার পর থেকে। আমি আমার বড় দাদা, আমার ছোট বোন আমরা আপনার এই গানটি সবচেয়ে বেশি শুনি, খুব ভালো লাগে, প্রতিবার নতুন লাগে। সত্যি!!!!

    • @MJanaAManna
      @MJanaAManna  Год назад +2

      Onek dhonyobad! Valo thakben... sathe thakben!

    • @ronydey5229
      @ronydey5229 Год назад

      @@MJanaAManna অবশ্যই।

  • @tannukitchen01
    @tannukitchen01 2 года назад

    So sweet modhur gola like diye puro dekhlam 🎁 dilam

  • @mujibchy4068
    @mujibchy4068 2 года назад +11

    দা-রু-ন। দারুন।। হৃদয় ছুঁয়ে গেলো।
    শিল্পীকে শুভেচ্ছা ও শুভ কামনা
    অাগামির জন্যে।

  • @clementgomes7066
    @clementgomes7066 2 года назад +9

    তোমার কন্ঠ এত মিস্টি
    অবশ্যই সৃষ্টি কর্তার সৃষ্টি।
    অভিনন্দন ও অাশীর্বাদ রইল।

  • @shrabaniroychowdhury7807
    @shrabaniroychowdhury7807 3 года назад +9

    অনেক পছন্দের একটা গান......দারুন লাগলো❤️

  • @selimbepariy7167
    @selimbepariy7167 Год назад

    অনেক দিন পর ভালো লাগার মত একটি গান শুনলাম, সত্যি মনোমুগ্ধকর, অসাধারণ।অসাম।।

    • @selimbepariy7167
      @selimbepariy7167 Год назад

      গানটি ভাল লাগায় কমছে কম দশবার বাজিয়েছি।

  • @gaharuddin2486
    @gaharuddin2486 7 месяцев назад +1

    খুব সুন্দর গায়কি।মুগ্ধ হয়ে গেলাম। আরো আরো ভালো ও সুন্দর গান শোনার অপেক্ষায় থাকলাম। শুভেচ্ছা নেবেন। ভাল থাকবেন ।

  • @biswajithaldar1235
    @biswajithaldar1235 2 года назад +11

    যেখানে হিন্দি ছাড়া কথা নাই সেখানে বিশুদ্ধ বাংলা গান কে বোন তুমি বেছে নিয়েছ এই জন্য তোমায় ধন্যবাদ।

  • @md.johorulislamsinger5573
    @md.johorulislamsinger5573 3 года назад +35

    সত্যি অসাধারণ সুন্দর কন্ঠের অধিকারী সে অনেক ভালো গাইতে পারে গান টা শুনে মনটা ভরে গেলো তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল 🥰

  • @sunandamukherjee2997
    @sunandamukherjee2997 2 года назад +9

    আমার খুবই পছন্দের শিল্পী। এরকম শিল্পী আর হবে না। এই ভাবেই শিল্পীর গায়কীকে ধরে রেখো ও মর্যাদা দিও। শিল্পী কে আমার বিনম্র শ্রদ্ধা, সন্মান, ও প্রনাম জানাই। 🙏🙏🌷🌷

  • @gurupadade2783
    @gurupadade2783 Месяц назад +1

    Apurba o asadharon beautiful moments asadharon 🌲🌳🌳🌲🌲🌳🌳 khub sundor gaaner sur ❤❤❤

  • @easyautomationhub
    @easyautomationhub 2 месяца назад +1

    হঠাৎ করে রাতে ঘুমাতে যাওয়ার সময় গানটি মনে পরলো আর এই গানটি শুনলাম, অসাধারণ গায়কী ও বাজনা। খুব ভাল গেয়েছেন সাবস্ক্রাইব করে দিলাম। ভাল থাকুন সব সময় আর এরকম ভালো ভালো গান আমাদের উপহার দিবেন❤

  • @tapankumarmandal1111
    @tapankumarmandal1111 3 года назад +20

    খুব সুন্দর লাগলো তোমার গান শুনে তোমার কন্ঠটা ও খুব ভালো,,পুরানো এই গানগুলো আমার খুব পছন্দের,, অনেকদিন পরে এরকম গান শুনে আমার মনটা খুব ভরে গেল,

    • @ankhichowdhury9135
      @ankhichowdhury9135 3 года назад +1

      আমি বাংলাদেশ থেকে বলছি।দারুন এগিয়ে যাও।তবলা বাদককে ও অনেক ধন্যবাদ।

    • @dayamoybagdi9731
      @dayamoybagdi9731 3 года назад

      All. T

  • @goutamjoydhar5398
    @goutamjoydhar5398 Год назад +4

    সুন্দর গান আর এত সামাজিক ছবিটা ছাড়ছেন ধন্যবাদ আপনাকে।

  • @swetasaha7880
    @swetasaha7880 3 года назад +15

    অতি সুন্দর গায়কী, অনবদ্য তবলা বাজানো, মান্না দে আমার প্রিয় শিল্পী, প্রথম মান্না দে র গান অন্য কারোর গলায় এত দারুন লাগলো, অনেক দূর এগিয়ে যাও

    • @MJanaAManna
      @MJanaAManna  3 года назад

      Thanku so much... keep supporting us... subscribe us.. saty healthy and happy...

  • @alpanakhan6068
    @alpanakhan6068 10 месяцев назад +1

    খুব সুন্দর গান এর গলা এবং তবলা বাজানো ও মন মোহিত করা...❤
    দুজন এর জন্য অনেক ভালোবাসা ও শুভেচ্ছা।⚘️⚘️

  • @tarunkantidebnath4877
    @tarunkantidebnath4877 9 месяцев назад +1

    অসাধারন হয়েছে। আরো গেয়ে যাও। ভাবছিলাম এই সকল গান আধুনিক প্রজন্মে অচল। তোমাদের দেখে বুঝলাম আমি ভূল ভাবতাম।

  • @RuhulAmin-gc6ey
    @RuhulAmin-gc6ey 2 года назад +4

    এত মধুর গলায় গেয়েছ গানটা একদম বিমোহিত হয়ে যাই। অসাধারণ চমৎকার!

  • @konoksarker4983
    @konoksarker4983 3 года назад +12

    অসাধারণ গেয়েছেন , খুব সুন্দর আপনি

  • @ayshirohansarasara5929
    @ayshirohansarasara5929 2 года назад +4

    অসাধারণ গায়কী। সহযোগী হাতের কাজও মুগ্ধ হওয়ার মতো।

  • @dilipkumardhibarsongs4591
    @dilipkumardhibarsongs4591 6 месяцев назад +1

    অপূর্ব হয়েছে দিদি। গান আর সেই সঙ্গে বাজনার সংমিশ্রণে গানটি আরো প্রাণবন্ত হয়ে উঠেছে। ভাইয়ের সঙ্গতটাও দারুন হয়েছে। মনটা ভরে গেল।

  • @tamannatasfia3617
    @tamannatasfia3617 Год назад +1

    সত্যি কথা বলতে আমি কখনো কোন গানে কমেন্ট করি না এি গানটাতে কমেন্ট না করে পারলাম না, অনেক ভালো লেগেছে গানটা, ধন্যবাদ আপনাকে আপু

  • @DipakDas-t8i
    @DipakDas-t8i 2 месяца назад +3

    Asadaron tabla badok

  • @malabikasengupta8677
    @malabikasengupta8677 2 года назад +3

    অপূর্ব গাইলেন আর তবলা ভাইও খুব সুন্দর সঙ্গত করেছেন ❤❤

  • @debasishmandal8727
    @debasishmandal8727 3 года назад +12

    তুমি মা অনেক বড়ো শিল্পী হবে তোমার গলার কাজ খুব সুন্দর এবং তাল ঞ্জান পারফেক্ট তবলজী ভালো বাজিযেছে

  • @TapanKarmakar-n4n
    @TapanKarmakar-n4n 8 месяцев назад +1

    খুব সুন্দর গেয়েছেন আমার এই ছোট্ট বোনটি। আশীর্বাদ করলাম।

  • @krishnendusarkar1433
    @krishnendusarkar1433 Год назад +1

    Joy guru, ki asadharon laglo, bah bah ki apurbo

  • @zibonsarkar737
    @zibonsarkar737 3 года назад +9

    এত সুন্দর গান কম শোনা যায় অসাধারণ কন্ঠ অসাধারণ প্রতিভা

  • @SHARIFULISLAM-yz4is
    @SHARIFULISLAM-yz4is 3 года назад +7

    অসাধারণ, অনেক সুন্দর হয়েছে, অনেক ভালো লাগলো, বারবার শুনলাম, শুভকামনা মেঘা অনিকেত এর জন্য ।

  • @Varatdarshan
    @Varatdarshan 2 года назад +11

    মন‌ ছুঁয়ে গেল 💗 কি মিষ্টি গলা আপনার বোন ❤️

  • @tanjilaakter6412
    @tanjilaakter6412 2 года назад

    HARE Krishna osadhron kontosor।khub Valo laglo

  • @gourgopalbanerjee8256
    @gourgopalbanerjee8256 Год назад +1

    Khub Bhalo Juti, Spl. Tabolchir Tulonanei. Asadharan Gayoklo. Best Of Luck.

  • @ranjitbarua9526
    @ranjitbarua9526 2 года назад +3

    খুব সুন্দর হয়েছে। বেশ মায়াবী কন্ঠ। আশির্বাদ রইল এগিয়ে যাও।

  • @dr.enamulhoquechowdhury1375
    @dr.enamulhoquechowdhury1375 3 года назад +22

    অসাধারণ, অসাধারণ, অসাধারণ...!
    যেমন গলা, তেমনি দরদ মিশিয়ে গাওয়া! আহা...!
    আর তবলা যে কত সুন্দর করে বাজানো যায়- এটা তার প্রমান।
    এগিয়ে যাও তোমরা। 'তুমি' করে বলে ফেললাম। আপনজনদের জন্য এটাই সর্বোচ্চ সম্বোধন।
    ভালো থাক, নিরাপদে থাক।

    • @MJanaAManna
      @MJanaAManna  3 года назад

      Onek dhonyobad. Apnio valo thakben...

    • @subhashmajhi1061
      @subhashmajhi1061 2 года назад

      খুব সুন্দর গেয়েছো. আগামী দিনে আরো ভালো গান সোনার অপেক্ষায় থাকলাম

  • @ganeganesoumita
    @ganeganesoumita 8 месяцев назад +2

    Opurbo gailen ahaa😇🙏gaanti search korte ese apnar gaan ti pelam,ahaaa khunti nati kaj gulo ki sundor shonacche ahaa😌🙏God bless you and your voice🤗💚

  • @akbasumullick865
    @akbasumullick865 10 месяцев назад +2

    মান্না দের গান গাওয়া খুবই কঠিন ব্যাপার তবে তোমার প্রচেষ্টাকে বাহবা জানাতেই হয়। খুব সুন্দর গেয়েছো।

  • @gurupadade2783
    @gurupadade2783 27 дней назад

    Excellent excellent asadharon 🌲🌳🌳🌲🌲 ki sundar gyly re khub bhalo laglo 🌲🌳🌳🌲🌲🌳

  • @SazibDeb
    @SazibDeb 3 года назад +5

    কণ্ঠ এতই মধুর যে, গানটা বার বার শুনছি। অসাধারণ গায়কী 🤎

  • @arupdev7820
    @arupdev7820 3 года назад +13

    এত সুন্দর কণ্ঠস্বর! সত্যি মুগ্ধ হয়ে গেলাম, মোহময় সুরের আবেশে বিকেলটা মধুময় হয়ে রইল। ধন্যবাদ, অনেক বড় হও।।

  • @jmitra2910
    @jmitra2910 3 года назад +4

    দারুন লাগলো। মান্না দে-র গান এভাবে গাইতে পারা যথেষ্ট কঠিন। সত্যিই তোমার গলায় ঈশ্বরের আশীর্বাদ আছে। রেওয়াজ করো আরো। অনেকদূর যেতে হবে। অনেক উঁচুতে দেখতে চাই তোমায়। আশীর্বাদ রইলো।

    • @MJanaAManna
      @MJanaAManna  3 года назад

      অনেক ধন্যবাদ। বাকি গান গুলো শুনবেন ভালো লাগলে । আর বেশি করে আশীর্বাদ দেবেন।

  • @AbdulMannan-lg4cn
    @AbdulMannan-lg4cn Год назад +1

    Darun sundar lagche. Nutun kore old songs. Onek Onek dhonnobad.

  • @sanchitaroy7588
    @sanchitaroy7588 7 месяцев назад +1

    ❤❤ যত বার শুনি,,, মনে হয় খুব কম শুনছি,, তোমার কণ্ঠের প্রেমে পড়ে গেছি বনু

  • @sanatsanat947
    @sanatsanat947 2 года назад +2

    মেঘা তোমার কন্ঠ অসাধারণ। ভালো ভাবে সংগীত পরিবেশন করে যাওআমাদের মনোরঞ্জন করার জন্য।

  • @awalakhond2078
    @awalakhond2078 2 года назад +8

    মেঘা জানা আর অনিকেত মান্না জুটির গানটি শুনছি প্রায় রিলিজ হওয়ার পর থেকে।
    এতো সূক্ষ্ণ কারুকাজ সংবলিত গান আমি আমার জীবনেও শুনিনি।
    অদ্ভুদ, অসাধারণ ডেলিভারি -
    শুভ কামনা ও আর্শীবাদ থাকবে উভয়ের জন্য!

  • @gopasgoodness7465
    @gopasgoodness7465 3 года назад +7

    খুব মিষ্টি গলা তোমার । অনেক বড় হও তুমি।

  • @SwapnaChowdhury-n6f
    @SwapnaChowdhury-n6f Год назад +1

    Sati khub sundor R DugiTabla AsadharonGodBless you

  • @mdcholeman3595
    @mdcholeman3595 Год назад +2

    অসাধারণ দিদি এগিয়ে যান মন থেকে ভালোবাসা রইলো আপনার জন্য

  • @howladerdabotoshhowlader6461
    @howladerdabotoshhowlader6461 Год назад +10

    আমি মান্না দের গানের একজন ভক্ত। তবে এই গানটা অন্য কারোর কন্ঠে এতটা সুন্দর করে গাইতে শুনিনি। অসাধারণ গেয়েছ তুমি ❤️❤️❤️

  • @salmaakter5848
    @salmaakter5848 3 года назад +8

    I,ve been waiting for 20 years for such beautiful tune and tabla, thanks from London.

  • @nazrulislam-tx3ty
    @nazrulislam-tx3ty 2 года назад +4

    মুগ্ধ হলাম। জীবনে সুযোগ পেলে সরাসরি আপনার গান শোনার প্রতীক্ষায় রইলাম।

  • @TapanKarmakar-n4n
    @TapanKarmakar-n4n 8 месяцев назад +1

    মান্না বাবুর গান এত সুন্দর গেয়েছেন। আমি মুগ্ধ হয়ে গেলাম।

  • @tanmoydey7471
    @tanmoydey7471 Год назад

    42 ° C Temperature ay thaka o, *Pouser kaca kaci*, Song ta suntay Jaya mukdho holam. God bless yours.Excellent Tabla playing ❤❤

  • @shakilahmed-py7uu
    @shakilahmed-py7uu 2 года назад +4

    অনেকের কন্ঠে এ গান শুনেছি, কিন্তু তোমার গলায় গানটি মোহনীয় ❤️❤️

  • @মজারভিডিও-থ৭ন
    @মজারভিডিও-থ৭ন 2 года назад +3

    সত্যি এতে এতো সুন্দর প্রেমে পরে গেছি গানের ❤️❤️
    কত বার শুনলাম মন ভরে আজ 😶

  • @bhubanjoyacharjee9927
    @bhubanjoyacharjee9927 3 года назад +29

    Most artfully sung in a harmonious voice.Great Megha,golden days are awaiting for you.Appraisal to dada for tabla.....

  • @TapanKarmakar-n4n
    @TapanKarmakar-n4n 8 месяцев назад

    আমি তোমার ফ্যান হয়ে গেলাম।আমার প্রিয় গান খুব সুন্দর গেয়েছেন।

  • @soutrickcreation2163
    @soutrickcreation2163 11 месяцев назад

    আমার 1 বৎসর এর ছেলে প্রতিদিন এই গান টা তোমার কণ্ঠে শান্ত হয়ে শুনে।

    • @MJanaAManna
      @MJanaAManna  11 месяцев назад

      omagoooo onek ador amder torof theke chhoto sona ke

  • @zakirhossain2614
    @zakirhossain2614 3 года назад +15

    Younger sister , you really have a very nice and melodius voice,which is heavenly.I love your voice.Tabla player is also near to perfection.May God Allah bless you both.

    • @sipradasgupta7601
      @sipradasgupta7601 2 года назад

      Both of you are so full of melody in singing and sangat in tabla , fantastic

  • @mantulalsasmal3098
    @mantulalsasmal3098 3 года назад +4

    অনেক দুর এগিয়ে যাও খুব নামডাক হোক তোমাদের, শুভেচ্ছা রইল।

    • @MJanaAManna
      @MJanaAManna  3 года назад +1

      Ashirbad rakhben sob somoy..... valo thakben...❣

    • @mantulalsasmal3098
      @mantulalsasmal3098 3 года назад

      তোমরা ও খুব ভালো থেকো।মন প্রাণ লাগিয়ে রেওয়াজ করো।

  • @azswna
    @azswna 2 года назад +5

    'ফিরে আর আসবে কি কখনো' বারবার ফিরে আসুক এমন দারুন অনুভূতি সুন্দর সুর স্পন্দন। শুভ কামনা।

  • @KrishnaDas-mt3bf
    @KrishnaDas-mt3bf Год назад

    তোমরা অনেক বড় হও। খুব ভালো লাগলো গানটি।

  • @PradipBhowmick-tg4bi
    @PradipBhowmick-tg4bi 20 дней назад

    খুবই সুন্দর, একটা মেয়ে তার সঙ্গীতে দেখালো আমি ও পারি। খুবই ভালো লাগলো। ধন্যবাদ।

  • @DeshPatrika
    @DeshPatrika 2 года назад +3

    অসাধারন গেয়েছেন শিল্পী! অভিনন্দন।

  • @suryakantajana449
    @suryakantajana449 2 года назад +5

    মেঘা ওঅনিকেত কে অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা জানাই।

  • @selvi6471
    @selvi6471 9 месяцев назад +3

    মনের প্রতিটি কথা গানের ভিতর, আসবে কি শৈশব? আসবে কি সেই হারানো সোনালী অতীত??
    😭😭😭🙏

  • @dipalighosh2652
    @dipalighosh2652 Год назад +1

    কি মিষ্টি মেয়ে,কি ভালো গাইছো গো। খুব ভালো থেকো, এগিয়ে চলো।