This song is just so heavenly with its compostion and damn the ambience u guys created at the start to give us time to connect with the vibration of the song. I'm not even a Bangla speaker but still i love the English translation lyrics , i would love to know about this folklore so that I can resonate more with this song so can anybody just gimme a source to know about the folklore they are talking bout Love from india ❤
Good music crosses all barriers. We are overjoyed to see this, thank you so much for your kind words. We really appreciate your warm compliments. Love from Bangladesh 💖
আমি জানতাম,এই গানের চার্ম টা পেতে হলে আমাকে কয়েকবার শুনতে হবে। আজ তৃতীয় বার গান টা শুনছিলাম।গানের শেষ অংশে শিবু দাদার 'ও ও ও রাখাল' টোনের সাথে আমার কান্না পাচ্ছিলো।পুরো আবহ টা,সেট,মিউজিক,সব মিলিয়ে ঠিক কোথায় চলে গেলাম...I cant explain... সব কিছু খুব খুব খুব ভালো। শিবু দাদার ভয়েস!ওয়াও।ডেপথ অসাধারণ। খাদের দিকে যখন 'খড়কুটো গান' বলেন,mesmerized হয়ে যাই। অদ্ভুত।অসাধারণ
রাত জাগা সার্থক হলো।এরকম অসাধারণ কিছুর জন্য অপেক্ষায় ছিলাম।বাংলার সংস্কৃতি ও প্রকৃতি এভাবেই ছড়িয়ে পড়ুক ভিনদেশিদের মাঝে,কোক স্টুডিও বাংলার মাধ্যমে। পশ্চিমবঙ্গ থেকে শুভেচ্ছা🇮🇳🙏
আমি তো আমারে চিনলাম না। আমার নিজের বাংলা সাহিত্য আর সংস্কৃতি আমরা তেমন জানি না কিন্তু আরবদেশের অনেক গল্প আমরা জানি। আপনার বর্ণ লুকায় যে তারে বলে বর্ণ চোরা। আব্দুল হাকিম ১৬ শো সালে এই কবিতা লিখে গেছেন যে সবে বঙ্গেত জন্মি হিংসে বঙ্গবাণী। সে সব কাহার জন্ম নির্ণয় ন জানি। দেশী ভাষা বিদ্যা যার মনে ন জুয়ায়। নিজ দেশ তেয়াগী কেন বিদেশ ন যায়।। মাতা পিতামহ ক্রমে বঙ্গেত বসতি। দেশী ভাষা উপদেশ মনে হিত অতি।।
গানটা শুনতে গিয়ে বারবার শুধু একটা কথাই মনে হচ্ছে, আমাদের বাংলা ভাষার মতো সুন্দর ভাষা বোধহয় পৃথিবীতে আর কোথাও নেই।আর কোথাও নেই এমন মাটির গন্ধ মেশানো আর সুরে এমন অপূর্ব আমাদের হাজারো বছরের ইতিহাসের গল্প , আমাদের আউল বাউল মাটির দেউল আর কৃষাণের গল্পগাঁথা,আমাদের সহজ সরল জীবনযাপনের অপরূপ মহিমা, আর তাকে তুলে ধরবার মতোন এমন অপূর্ব বাংলা গান আর সংস্কৃতি।
আমি এপার বাংলায় থাকি। বাংলাদেশ-এর মিউজিক অদ্ভুত রকম সুন্দর লাগে। আপাতত আমি মনে করি, বাংলাদেশ অনেক ভালো মিউজিক করছে আমাদের (কলকাতা) থেকে। বাংলাদেশ-কে শুভেচ্ছা ও ভালোবাসা। 🖤
Ki je sundar. .ami e par banglar hoyeu..boro fan bangladesher music er...r din joto jacche aro besi valobaschi...sangeet k....e par o par noy..bangla ganer fan....ami....❤❤🥰🥰
খনার বচন ছেলেবেলায় শুনতাম দিদার কাছে,ঠাকুমাদের কাছে। বাবাও শুনিয়েছে অনেক। আমাদের বাংলার সংস্কৃতি যে কতটা বিচিত্র সেটা হয়তো বুঝতে হলে পুরো এক জীবন লাগবে। এবারের সিজন যেন ভাষা ও সংস্কৃতির অপূর্ব বিপ্লব নিয়ে আসছে। পাহাড়-নদীর শহর চট্টগ্রাম থেকে ভালোবাসা জানাচ্ছি পুরো কোক স্টুডিও টিমকে। চট্টগ্রাম আসার আমন্ত্রণ রইল ❤️এই সিজন এর পর এখানে একটা কনসার্ট চাইই🙂🤍❣️
কেমন যেন কাঁটা দিলো গায়ে। সুন্দরবন আর উত্তরবঙ্গ, বাংলাদেশ আর পশ্চিমবঙ্গকে গেঁথে রেখেছে বিনি সুতোর মালায়। এই গানের সুর, কথা, খনার বচন, ন্যাচারাল সাউন্ডস্কেপ সব মিলিয়ে কি যে সুন্দর উপস্থাপনা! ভাষা হারিয়ে গেছে আমার, এখানে নীরব থাকা উচিত।
এপারের বাংলা আস্তে আস্তে নিজের বাঙালি সত্ত্বা, সংস্কৃতি হারিয়ে ফেলছে, ধরে রাখতে চাইছে না। ধন্যবাদ ওপার বাংলা কে এরকম ভাবে আমাদের সংস্কৃতি তুলে ধরার জন্য, বাঁচিয়ে রাখার জন্য। 👏🙏❤️ আমরা কাঁটা তারে আলাদা, ভাষাটাই সবাই এক 🥰
ভুলভাল কথা একটু কম বলুন । বাংলাদেশের বাঙালিয়ানা যদি গোসল , দাওয়াত , নাস্তা আর আroবী কালচার হয় তাহলে আমাদের ভারতীয় বাঙালি ঢের ভালো। আমি গর্বিত আমি ভারতীয় ,আমি গর্বিত আমি বাঙালি ।
বাঙালি হয়ে যদি বাংলার ঐতিহ্য রক্ষা না করতে পারি, তাহলে কিসের বাঙালি হে তুমি !! বাংলা ভাষার যে মাধুর্য সেটাই এই গানের মধ্যে সুন্দর ভাবে ফুটিয়ে তোলার জন্য কোক স্টুডিও কে অনেক ধন্যবাদ, তাই বাঙালি হিসেবে অনেক গর্ববোধ করি পরের জন্মে যেন এরকম বাঙালি হয়ে জন্মাতে পারি 😊😊
আমি তো আমারে চিনলাম না। আমার নিজের বাংলা সাহিত্য আর সংস্কৃতি আমরা তেমন জানি না কিন্তু আরবদেশের অনেক গল্প আমরা জানি। আপনার বর্ণ লুকায় যে তারে বলে বর্ণ চোরা। আব্দুল হাকিম ১৬ শো সালে এই কবিতা লিখে গেছেন যে সবে বঙ্গেত জন্মি হিংসে বঙ্গবাণী। সে সব কাহার জন্ম নির্ণয় ন জানি। দেশী ভাষা বিদ্যা যার মনে ন জুয়ায়। নিজ দেশ তেয়াগী কেন বিদেশ ন যায়।। মাতা পিতামহ ক্রমে বঙ্গেত বসতি। দেশী ভাষা উপদেশ মনে হিত অতি।।
ইট পাথরের এই যান্ত্রিক শহরে বসে একটু প্রশান্তির ছোঁয়া এই ৭ মিনিট ২১ সেকেন্ডেই, এ যেন নিজেকে প্রকৃতির সাথে সংযুক্ত করার এক হাতিয়ার।বরাবরের মতোই মেঘদল অনবদ্য। জহুরা বাউল অসাধারণ গেয়েছেন। সর্বোপরি কোক স্টুডিও টিমকে অসংখ্য ধন্যবাদ,প্রতিবারের মতোই আমাদের নতুন কিছু দিচ্ছেন।সত্যিই অনুষ্ঠানগুলো জীবন্ত।বাংলা ভাষা, সংস্কৃতি এইভাবেই সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়ুক এই কামনা করি🌺
কেন জানিনা খুব কান্না পেল, ৺কাদলামও। হয়তো হারিয়ে যাওয়া সেই ছোট্টবেলার কথা মনে করে, কিংবা সেই নীল আকাশ, সবুজ মাঠ, বৃষ্টির জলে ভরা ধানক্ষেত, সেই জলে সাতরে বেড়ানো মাছের দেখা আর পাই না, কোনও দিনও পাবো না জেনে। এপারের বাংলা থেকে 💚💚💚💜💜💜💜
উফফ , অনবদ্য এটাই বোধ হয় আমাদের সংস্কৃতি.. প্রকৃতি, লোকগাথা, উপমহাদেশীয় - পশ্চিমী মেলবন্ধনে আমাদের ধানের গান, প্রাণের গান .. পশ্চিমবঙ্গ থেকে অনেক অনেক শুভেচ্ছা.. দলের সবাই, কোক স্টুডিও ও অর্ণব দাদাকে ভালোবাসা.. জয় বাংলা
The lady who is acting as Bonobibi should be appreciated. Phenomenal. She enhanced the song, every bit of emotion she conveyed with precision. The song is amazing, lots of love from India.
এক কথায় অমৃত। আমি একদম অভিভূত গান শুনে এখনো মোহে ডুবে আছি । হারিয়ে যেতে যাওয়া, এই মাটির লোকজ গানগুলো আমাদের দেশ ও সংস্কৃতির এক অমূল্য সম্পদ। কোক স্টুডিওকে অসংখ্য ধন্যবাদ আমাদের কে এতো সুন্দর উপস্থাপনার মাধ্যমে এই অমৃত সুধা পান করানোর জন্য। 🙏
এখন শেষরাত, এই অচেনা মহানগরী ঘুমে অচেতন। সারাদিনের কাজের শেষে আর ঘুম আসেনি রাতে। আমার ঘরের জানলাটার সামনে বসে গানটা শুনছি, আর হারিয়ে যাচ্ছি ছোটবেলার গ্রামে। যেখানে জীবনের প্রথম ১৭টা বছর কাটিয়েছি। কালের নিয়মে এখন বহুদূরে, জানি ঘরে ফেরা হবে না কোনোদিন। শোনা হবে না ভোরের শালিকের ডাক, পাবো না শিশির-ভেজা ফুলের গন্ধ। বুকে জড়িয়ে ধরতে পারবো না শীতল বাতাস। পায়ের তলে সর্ষে নিয়ে ঘুরতে হবে চরকিপাক। শুধু প্রার্থনা এটাই, মৃত্যুর আগে যদি একবার পাই সেই বুনোফুল, ফড়িং আর ঘাসজমির ছোঁয়া, তবে শান্তি!
1. When Shibu bhai utters the term Bonobibi for the first time 2. When Shirin Shela appears on the screen as the Bonobibi herself and starts moving graciously 3. When Jahura Baul hits the high notes with an exceptional hollow feeling in her voice Goosebumps! What a song! 🙏❤️💯
এইটাকে বলে দেশকে রিপ্রেজেন্ট, যেখানে একসাথে বাংলার ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি, গ্রামীণ পরিবেশ, সংস্কৃতির অভূতপূর্ব মেলবন্ধন 🥰 ক্রিন থেকে চোখ সরানো অসম্ভব, কেমন যেন কাঁটা দিলো গায়ে, গানের ইতিহাসে এ এক অনবদ্য সৃষ্টি 😍
Oh My God !! Pure Goosebump from the first second to till ending !!! এইটা কি ছিল !!!!!! কি অসাধারণ !! উফফফ.....কুলায় ধান ঝারার শব্দ, ধাক ধুকার শব্দ, জহুরা বাউল ( what a expedition by the Coke Studio Team, I didn't heard her before)....... especially that বাঁশি , উফফফফ...and none other than মেঘদল !!! What a Combo !!! Amazing work Team !!!
আমি এখনো কাঁদছি! আমার ছোটবেলার লোকথার ইমাজিনেশন এমন সুরের মূর্ছনায় সামনে ভাসতে দেখে প্রাণ ভরে গেছে! সুন্দর পরিবেশনটা, যিনি প্রথমে গান শুরু করেছে উনার গলা অসাধারণ! আমার প্রিয় মেঘদল ভালোবাসি আর এত ধৈর্য্য শিবু দাদার!
আমি তো আমারে চিনলাম না। আমার নিজের বাংলা সাহিত্য আর সংস্কৃতি আমরা তেমন জানি না কিন্তু আরবদেশের অনেক গল্প আমরা জানি। আপনার বর্ণ লুকায় যে তারে বলে বর্ণ চোরা। আব্দুল হাকিম ১৬ শো সালে এই কবিতা লিখে গেছেন যে সবে বঙ্গেত জন্মি হিংসে বঙ্গবাণী। সে সব কাহার জন্ম নির্ণয় ন জানি। দেশী ভাষা বিদ্যা যার মনে ন জুয়ায়। নিজ দেশ তেয়াগী কেন বিদেশ ন যায়।। মাতা পিতামহ ক্রমে বঙ্গেত বসতি। দেশী ভাষা উপদেশ মনে হিত অতি।।
Tuned into this song at 630AM at hilly tea garden area in habigang Sylhet where 'blue magpie', 'Koel', 'ghughu pakhi' & 'cuckoo' are already singing away on their own. Squirrels are jumping from branches to branches...suddenly high pitched Jahura Baul sang বনবিবির পেয়ে রে..... Goosebumps!!! ব্যাঙের ডাক ও চৈত্রের বৃষ্টি, খড়কুটোর গান & রাখালের গল্পো brought back childhood memories। তোমার নিহত সুরের কসম গর্জে তীর ধনুক এ.... ও ও ও Shib Kumar Shil & Meghdol are brilliant. Simply surreal showcasing...an awesome feeling to cherish for a longer time!! 🎵 🎶 🎵
ফান্সের ছোট একটি শহরে, মেঠো পথ দিয়ে হেটে হেটে , কানের মধ্য বাজতে থাকা “বনবিবি” নিজের অনুভুতিটাকে যে কোথায় নিয়ে যায় …তা বলে বুঝানো যাবে না । কোক স্টুডিও এর সর্বকালের সেরা গান । It’s amazing creations, music , genre , everything. Unbelievable 😊
৯ মাস আগে যখন এই গানটা নতুন নতুন আসে, তখন আমিও কোপেনহেগেনে কানে হেডফোন গুজে এই গান শুনতে শুনতে ট্রেন স্টেশনে যেতাম, তারপর কাজে। এই গান শুনলে এখন আমি কোপেনহেগেন শহর আর আমার পুরাতন কাজের স্থান, কলিগদের ও মিস করি।
আহ সেই গ্রামের স্মৃতি! বসন্তকালে স্কুল থেকে বনে চলে যেতাম বনফুল কুড়াবার জন্য, সেই ঢেঁকির শব্দ, উঠানে ধান নাড়ানোর শব্দ সব কানে বাজছে আর সেই মধুর শৈশব কে মিস করছি!🥺 আমাদের যে দিন গেছে আর কি আসবেনা ফিরে?!
Just goosebumps ❤️ বাংলা সাহিত্যের অসাধারণ কিছু রেফারেন্স। মিথ বনবিবি, খনার বচন ,সুলতান, জসীমউদ্দীন, জহির রায়হানের 'হাজার বছর ধরে' , ঈশপের মিথ্যাবাদী রাখাল বালক কি নেই এই গানে?🤩 একদিনের অপেক্ষার কষ্ট এক গানেই পূরণ করে দিল। Great job Coke Studio Bangla team, Meghdol bands, Jahura baul and everyone related. লিরিক্স অসাধারণ হয়েছে 👍🏻
বনবিবি কাপিয়ে দেয়া গান নয়। কিন্তু গানের মধ্যে বাংলার প্রকৃতিকে যেভাবে ফুটিয়ে তুলেছে তা সকলের হৃদয়কে ছুয়ে যাবে।আরো একটি সুন্দর সৃষ্টি কোক স্টুডিও বাংলার।
আনো আনো...। বনবিবি আনো, দক্ষিণারায় আনো, মঙ্গল কাব্যের গান আনো,সুফি গান, ময়মনসিংহ গীতিকা আনো, খনার গান আনো,পটের গান আনো, আমি এজনমে মরার আগে যাতে শুনে যায়। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দয়া করে এই সব হারিয়ে যেতে দিও না।
এর মধ্যে হয়তো ১০-১৫ বার শুনেছি গানটা। শুনব যতদিন বেঁচে আছি, হয়তো শতবার। প্রতিবার শুনে মনে হয়েছে আলাদা আলাদা কমেন্ট করি। যত দিন যায়, ততই ভাল লাগে এই অপূর্ব, অসাধারণ সৃষ্টিটিকে। It's an addiction...
যে মেঘদল থেমে গিয়েছিল মাঝখানের অনেকটা সময় সেই মেঘদলকে ফিরে পেলাম এই গানে। ২০১৩ সালে যখন ঢাকায় পড়াশোনা করতে যাই তখন মেঘদল আর শিরোনামহীন আমাকে ঢাকা শহরটাকে ভালোবাসতে শিখিয়েছিলো। মেঘদলের " শহরবন্দী " ও "দ্রোহের মন্ত্রে ভালোবাসা" দুইটা এলবামই ছিলো আমার কাছে। শহরবন্দী এলবামটাতে ছিলো শহরকে ভালোবাসার মতো অসংখ্য উপাদান। কিন্তু আজ এই এক গানে মেঘদল প্রমাণ করলো ওরা শুধু শহর নয় এই বাংলার প্রকৃতি, খনার বচন, আদিবাসী, এস এম সুলতানের রঙ তুলিকেও নিয়ে আসতে পারে ওদের গানে। শিখাতে পারে এই বাংলাকে ভালোবাসতে...
তিনবার শুনেছি, এখন আর নয়, ভালো লাগার বিষয়গুলোকে এতো বেশি জেনে ফেলতে নেই। কিছু অনুশোচনা থাকুক, জানার আগ্রহ থাকুক। সব কিছু পেয়ে গেলে যে ভালোবাসাও ধোঁয়াসা হয়ে যায়। তাই কিছু অপ্রাপ্তি থাকুক। এখন সময় রাত ৩:২১ এখন ঘুমানো উচিত, বনবিবিও রাত না জাগুক।
Thankyou Bangladesh 🇧🇩 and CokeStudio Bangla to represent our culture in the world stage in that magnificent way. People at our side are slowly being apart from their root. You have the major responsibility to keep our culture alive, keep going ❤ Thankyou again from an Indian Bengali.
শিবু ভাইয়ের কন্ঠটা জোশ।জহুরা বাউল এবং তাঁর সঙ্গীরা গানটাকে পূর্ণতা দিয়েছেন। গানের কথায় যেন মিলে যাচ্ছে সব কিছু এই নির্জন মধ্য রাতে গ্রামীণ জীবনীর সুন্দর সবুজ দিনগুলো। নিজের লস্টালজিয়াই যেন ফিরে ফিরে আসে স্মৃতিপটে। ভালোবাসা মেঘদল।💘
একটা কথা কি গানটায় পুরোটা জুড়ে ছিল আমাদের বাংলার ঐতিহ্য পনা, বাংলার কৃষাণীর মুখের হাসি নতুন ধানকে নববধূর খুশী রূপে দেখা এবং সাথে মেঘদলের হৃদয়ছোঁয়া সুরের মূর্ছনায় ঘরে ওটা এক অপূর্ব চোখ জুড়ানো ইমোশন।যা সহজে সবাইকে কল্পনায় ভাসাবে💗
Coce studio! Случайно увидел вас в Ютуб канале,и ❤влюбился в вас,с большим удовольствием смотрю ваши новые выпуски, очень очень мне нравится ваши песни,музыканты, инструменты,сами ноты..меня тронули до края души,хоть я и не понимаю ваш язык,но сердцем понимаю,доброту, красоту вашего народа.спасибо вам всем,от всей души ❤
You can see so many Coke Studio channel like Coke Studio Pakistan, India, Morocco, etc. But this is Coke Studio Bangla which is from the county named Bangladesh 🇧🇩
Music Arrangement ❤️❤️ গানটা আরও একবার মনে করিয়ে দিয়ে গেল Coke Studio -এর ক্ষমতা। গানটার মধ্যে দিয়ে যেন একটা অজানা রাস্তা দিয়ে হেঁটে চলেছিলাম, মনের মধ্যে একমুঠো সুর, অজানাকে জানার ইচ্ছা, আবেগ, গ্রামবাংলার মাটির মিঠে গন্ধ....আহা! যেন কতকালের চেনা এই সুর। সঙ্গীতের ক্ষমতা ঠিক কতটা, তা বারে বারে দেখিয়েছে Coke Studio, আশা রাখি, আগামী দিনেও আরও নতুন কিছু আমরা পাবো। বাঙালি হিসেবে আমি গর্বিত। অনেক ধন্যবাদ Coke Studio বাংলা, আমাদের এমন একটা গান উপহার দেওয়ার জন্য। 😌😌
Bah...ki darun comment apnar aha re... comment dekhe mone holo apna ke bhagavan eishob kortei pathiyechen duniya te... dharmer kotha ektu o mone nei je ki korte hobe duniya te bhagavaner jonno...ei naach gaan niyei dharma eishob korar jonnoi pathiyechen duniya te...nongra lok kotha kar ovodro idiot belajja behaya besharam belahas mohila kotha kar
গানের প্রথম অংশটা শুনে দাদুর কথা মনে পড়লো, গ্রামের বাড়িতে তো থাকতাম। দাদু বলে দিত কোন সময় কি হলে কি ঘটবে, এখন এই দাদু টাই নাই😢😢 গানটা অসাধারণ হয়ছে। আলাদা করে coke studio কে কিছু বলার নাই সবসময় তাদের সেরাটাই দিয়ে যাচ্ছে❤️❤️❤️❤️
আমাদের সংস্কৃতি আমাদের অহংকার। আমাদের সংস্কৃতি অনবদ্য। বাঙ্গালি জাতির সংস্কৃতিগুলোকে গানের মোহনীয় সুরের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ কোক স্টুডিও। 🖤 ধন্যবাদ মেঘদল।🖤 মেঘদলের মাধ্যমে এইটা আরো বেশি শোভনীয় হয়ে উঠেছে।🌺
আমি তো আমারে চিনলাম না। আমার নিজের বাংলা সাহিত্য আর সংস্কৃতি আমরা তেমন জানি না কিন্তু আরবদেশের অনেক গল্প আমরা জানি। আপনার বর্ণ লুকায় যে তারে বলে বর্ণ চোরা। আব্দুল হাকিম ১৬ শো সালে এই কবিতা লিখে গেছেন যে সবে বঙ্গেত জন্মি হিংসে বঙ্গবাণী। সে সব কাহার জন্ম নির্ণয় ন জানি। দেশী ভাষা বিদ্যা যার মনে ন জুয়ায়। নিজ দেশ তেয়াগী কেন বিদেশ ন যায়।। মাতা পিতামহ ক্রমে বঙ্গেত বসতি। দেশী ভাষা উপদেশ মনে হিত অতি।।
How meticulously the lines have been written, "মটর শাকে পেচাইয়া ধরলো নববধুর পা!" Even if you have no idea what the pea-green's trunk even looks like, you are able to visualize what you are listening. Excellent job undertaken Coke Studio Bangla. Thanks for bringing in the magic❤️❤️❤️
"ও..ও..ও..রাখাল, মিথ্যে বাঘের গল্প শোনাও আবার.." I am in love with this - beautifully portrayed really, and I think this will keep hunting me for hours, days, months, years, decades! I have literally fallen head over heels in "E Hawa" by Meghdol since its release, and now they are performing in big stage in front of my eyes with another masterpiece! Just unbelievable! 😍
এই গানটি সর্বদা একটি অমূল্য রত্ন হয়ে থেকে যাবে #cokestudiobangla তে..... অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা ও অভিনন্দন জানাই সমস্ত টিমকে আমাদের এত সুন্দর একটি গান উপহার দেবার জন্য. ❤️🙏
গানটা প্রথমবার পুরো শোনার পর আমার মনের অবস্থা বোঝাবার ক্ষমতা আমার নেই..গায়ে কাঁটা দিচ্ছে..দুচোখ দিয়ে জল গড়াচ্ছে..আমি গর্বিত আমি বাঙালি..এই কথা,এই সুর প্রজন্মের পর প্রজন্মের হৃদয়ে দোলা দিয়ে যাক।ভালবাসা আর কৃতজ্ঞতা পশ্চিমবঙ্গ থেকে।❤❤❤
*বনোবিবি* বাংলা গানের এই সময়ে অসাধারণ এক শৈল্পিকস্বত্ত্বার সৃষ্টি; যা এই শতাব্দীর প্রথম দিকের অন্যতম শ্রেষ্ঠ সুন্দর দলগত বাংলা গানের মধ্যে অবশ্যই একটি!
I am speechless. This is one of the masterpieces from CSB.So fulfilling from all aspects. The sound, instruments, background vocals, Bonbibi, SM Sultan, Khana and the set. My god. It has set a standard which is very difficult to override. What a quality production. Shibu shil's voice reminds me of Soumitra from Bhoomi.
লোকসাহিত্য, বাউল সঙ্গীত আর সাথে মেঘদল! 💚☘️ শাশ্বত বাংলার ধান ভানার শব্দ, মটর শাকে পেঁচিয়ে যাওয়া আনাড়ি নববধুর পা, কৃষকের শক্ত হাতে বাঁধা ধানের আঁটি- সবকিছুই কত পরিচিত আমাদের; কত নিজস্ব! প্রকৃতির প্রিয় কন্যা বাংলার রূপ বৈচিত্র্য আজীবন সমৃদ্ধ থাকুক!
Musical brilliance aside, this song is a gem of a creation from Coke studio Bangla that incorporated elements from our cultural heritage in the finest possible way. If you know a little background story of Bono Bibi, this song hits you even stronger. "Bono Bibi", the goddess of the forest, is a deity worshipped by the people of the Sundarbans, a mangrove forest in the delta region of the Bay of Bengal, which is spread across Bangladesh and India. She is believed to be the protector of the forests and its inhabitants, especially the fishermen and honey collectors who venture into the dense mangrove forests. The word "Bono" means "forest" in the local dialect, and "Bibi" means "lady" or "mistress" in Persian. The origins of Bonobibi in the Sundarbans are not clear, and there are different versions of the story. According to one legend, Bono Bibi was a Muslim princess who ended up in the forest along with her brother and started living there. At one point she saved a Hindu man named Dukhe, who later became her faithful companion. Together, they protected the forest from various dangers, including tigers, pirates, and robbers. Regardless of her origins, Bonbibi has become an integral part of the folklore and culture of the Sundarbans region. She is revered as a protector of the forest and its inhabitants, and her story has been passed down through generations through oral tradition and folklore. What always fascinates me about Bono Bibi is that the worship of this deity is a blend of local Hindu and Muslim traditions. She is considered to be a symbol of communal harmony, as she is revered by both Hindus and Muslims in the region. Here's a fun-fact about the song that I noticed randomly. There is a famous book called "Bonbibi Johura-nama," which is a collection of folk tales and songs that recount the legends and adventures of Bonbibi. And here in this song “Johura” Baul recounts the legends of the goddess, which is surely a pleasant coincidence. But I found it quite poetic and fitting for this musical masterpiece! Apart from Bono Bibi, every other idea and artwork highlighted throughout the song is equally fascinating. Khona'r bochon to begin with, and showcasing SM Sultan's master artwork in the digital backdrop was a pure visual treat for me. "Khona'r Bochon" is a term in Bengali that means "Khona's philosophy" or "Khona's teachings." It refers to the ideas and values that were espoused by Khona, a legendary poet and astrologer in Bengali folklore. She is linked with numerous well-known adages related to various topics such as weather, astrology, crops, and productivity. For a long time, Khona's counsel served as a guiding light for farmers, instructing them on when to sow their seeds and how to cultivate the soil for various crops. Her verses were often set to music or recited aloud and were beloved by the people of her village and beyond for their beauty, wisdom, and insight. Some people believe that Khona may have been a mythical or fictional character rather than an actual historical figure. However, the wisdom and teachings attributed to her name continue to be valued and celebrated by readers and listeners in Bengal and beyond today. On the other hand, SM Sultan was a renowned Bangladeshi artist who worked in painting and drawing and is widely regarded as one of the most important artists of the 20th century in the region. He was known for his powerful and evocative depictions of rural life in Bengal, which often featured muscular labourers engaged in the activities of their everyday lives, animals, and landscapes. Sultan's artwork was characterized by bold colors, strong lines, and a distinctive sense of texture and movement. He drew inspiration from the natural beauty and rhythms of the Bengali countryside, as well as from his own personal experiences and struggles. Throughout his career, Sultan remained deeply committed to using his art to give voice to the struggles and aspirations of the common people of Bengal. His legacy continues to inspire generations of artists and activists in the region today and this song by Coke Studio Bangla was a brilliant tribute to the legend. The song also makes a reference to "Sojon Badiar Ghat". Additionally, the song seems to make a subtle reference to one of my childhood favorites, "Rakhal Chele" by Palli Kobi Jasim Uddin, where the song lyric reads, "Motor shak-e Joriye dhore nobo-bodhur paa." "Sojon Badiar Ghat" is among Jasim Uddin's most famous and enduring works. His works in general are notable for their lyrical beauty and emotional depth, and have helped to popularize folk literature among a wider audience. "Sojon Badiar Ghat" is not only a love story, but also a reflection of the communal harmony that has long existed between common Hindus and Muslims in the Bengal region. The story revolves around the challenges that a muslim boy Sojan and a hindu girl Duli face as they try to navigate their relationship while dealing with opposition from their families and communities. Despite growing tensions at times, people of different faiths seemed to share the joys and sorrows of life as a community. "Sojon Badiar Ghat" celebrates the diverse and interconnected tapestry of life in Bengal, and promotes the values of unity, compassion, and harmony. As I mentioned earlier, the way cultural elements from different folk-literature are used in this version is simply brilliant and immediately captivated me. To me, Bonobibi embodies a joyous celebration of our rich cultural heritage and blissful harmony of diverse religious traditions in our region. At a time when our peaceful coexistence is often being threatened by extremist forces, this song reminds us of who we truly are and the enduring essence of cultural and religious amity that runs deep in our veins. Lastly, a huge shoutout to everyone involved in creating this masterpiece. I am going to listen to/watch this song countless times in the next few days. Season 2 has been amazing so far. I can't wait to see what else is waiting for us in the upcoming songs. Update: All the information I have provided can be found in the public domain and I often took help from different online sources. If you notice any errors or inconsistencies in any of those, please leave a comment so that I can correct them promptly.
অসাধারণ গান,,,অসাধারণ সংগীত আয়োজন,,,, বাংলাদেশের শিল্পীরাই পারেন এমন গানের জন্ম দিতে । গর্ব অনুভব করো বাংলাদেশ । শুভ কামনা #কোক_স্টুডিও_বাংলা ♥️♥️♥️ আমি ভারত থেকে বলছি
As I walk the streets of New York I am transported to my beautiful motherland which I yearn for often with every lyric and tune of this song. Tears well up and I wish I could smell the rain drenched soil of my beautiful home. The song does absolute justice to the sounds, culture and nature of our beautiful delta. Thank you Meghdol, Coke and to all who are behind this song for bringing me back home with this song even if for a few minutes.
এতো সুন্দর অনুভূতি একটা গানের মাধ্যমে সৃষ্টি হতে পারে তা ভাবনার বাইরে... কোক স্টুডিওতে মেঘদলকে দেখার জন্য অনেকদিন অপেক্ষা করে ছিলাম.. আজ এতদিনের অপেক্ষা সার্থক হলো.. ধন্যবাদ অর্ণবকে.. এবং কুর্নিশ এই গানের সাথে জড়িয়ে থাকা প্রতিটা শিল্পীকে..
দেশের বাইরে বসে যখন এই গানটি শুনি, কেমন যেন অদ্ভুত মায়া জেগে উঠে দেশটির প্রতি। কি অসাধারণ আমাদের এই ছোট দেশটি, কত বৈচিত্র্য এর প্রতিটি বর্গ কিমি জুড়ে। কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই কোক স্টুডিওকে দেশের এই বৈচিত্র্যকে স্বর আর সুরের মাধ্যমে তুলে ধরার জন্য।
ওয়াহিদ ভাই Sony BDV-N9200W Home Theter এ এই গান শুনলে তো আপনার তো হারিয়ে যাওয়ার কথা। এখানে কেমন আসলেন! আমি তো BDV-N6100 এ শুনে প্রায় হারিয়ে গিয়েছি। যাই হোক অসাধারন কাজ কোক স্টুডিও বাংলা।
I'm proud of Bengali . We are continuously losing our cultural heritage but this cultural program reminds us that we are Bengali. Lots of thanks and a lot of love.
অসাধারণ... এমনভাবে আমাদের বাংলার ঐতিহ্য এবং প্রকৃতি তুলে ধরার প্রচেষ্টা এবং পুরোটা সময় জুড়ে গানের মাধ্যমে তা চিত্রায়িত করার যে প্রয়াস করা হয়েছে, সত্যিই প্রশংসনীয়।
We all Bengalis both across the borders are so proud of Coke Studio Bangla. It simply portrays the soulful melody of the Bengalis. Keep it up. I would love to hear a Baul and a Bhatiyali fusion from Coke studio. Regards Joy
আমি তো আমারে চিনলাম না। আমার নিজের বাংলা সাহিত্য আর সংস্কৃতি আমরা তেমন জানি না কিন্তু আরবদেশের অনেক গল্প আমরা জানি। আপনার বর্ণ লুকায় যে তারে বলে বর্ণ চোরা। আব্দুল হাকিম ১৬ শো সালে এই কবিতা লিখে গেছেন যে সবে বঙ্গেত জন্মি হিংসে বঙ্গবাণী। সে সব কাহার জন্ম নির্ণয় ন জানি। দেশী ভাষা বিদ্যা যার মনে ন জুয়ায়। নিজ দেশ তেয়াগী কেন বিদেশ ন যায়।। মাতা পিতামহ ক্রমে বঙ্গেত বসতি। দেশী ভাষা উপদেশ মনে হিত অতি।।
@@swatmasyndhihrid প্রথমে তা মনে হচ্ছিলো তাই দুই বার তারপরে তিনবার শুনলাম। এখন দেখি অনেক ভালো লাগে। Good music is like good wine. It takes time to know something good and different you just had. Patience is needed to enjoy something good.
আমি তো আমারে চিনলাম না। আমার নিজের বাংলা সাহিত্য আর সংস্কৃতি আমরা তেমন জানি না কিন্তু আরবদেশের অনেক গল্প আমরা জানি। আপনার বর্ণ লুকায় যে তারে বলে বর্ণ চোরা। আব্দুল হাকিম ১৬ শো সালে এই কবিতা লিখে গেছেন যে সবে বঙ্গেত জন্মি হিংসে বঙ্গবাণী। সে সব কাহার জন্ম নির্ণয় ন জানি। দেশী ভাষা বিদ্যা যার মনে ন জুয়ায়। নিজ দেশ তেয়াগী কেন বিদেশ ন যায়।। মাতা পিতামহ ক্রমে বঙ্গেত বসতি। দেশী ভাষা উপদেশ মনে হিত অতি।।
@@robinchy8821 বাঙালি হিন্দু মনে করে সে আগে হিন্দু পরে বাঙালি আর বাঙালি মুসলিম মনে করে সে আগে মুসলিম পরে বাঙালি . Our identity crisis caused our divide. Plus oppressions of the Historic Caste System and new converted Muslim hating their own Hindu identity caused further problem.
মাঝে মাঝে বাংগালীদের বাংলিশ শুনলে চিৎকার করে কাঁদতে ইচছা হয়!কোক বাংলাকে ধন্যবাদ বাংলা ভাষার জন্য যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য🙏 বারবার বারবার শোনার মতন বুকে আবেগ জাগানো গানটির জন্য ধন্যবাদ🙏
সুন্দোরবন অধ্যশ্বিত খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, উপকূলিয় এলাকায় বনবিবি একটি উল্লেখ যোগ্য কল্পকাহিনী 🍂🍂🍂 beee proud to be a সুন্দরবনিয়া 🇧🇩 Love frm বাগেরহাট 🏝️🏞️🧡🇧🇩
Coke Studio Bangla Season 2 has been phenomenal so far. The story telling through the songs and the visual representation is just outstanding. It is not only about the songs anymore. Loved how they portrayed both these songs. All the best to Coke Studio Bangla for the future projects.
This song is just so heavenly with its compostion and damn the ambience u guys created at the start to give us time to connect with the vibration of the song.
I'm not even a Bangla speaker but still i love the English translation lyrics , i would love to know about this folklore so that I can resonate more with this song so can anybody just gimme a source to know about the folklore they are talking bout
Love from india ❤
Good music crosses all barriers. We are overjoyed to see this, thank you so much for your kind words. We really appreciate your warm compliments.
Love from Bangladesh 💖
@@CokeStudioBangla He commented from India that's why? featured!
L l l l l😢l
Z
❤
আমি জানতাম,এই গানের চার্ম টা পেতে হলে আমাকে কয়েকবার শুনতে হবে।
আজ তৃতীয় বার গান টা শুনছিলাম।গানের শেষ অংশে শিবু দাদার 'ও ও ও রাখাল' টোনের সাথে আমার কান্না পাচ্ছিলো।পুরো আবহ টা,সেট,মিউজিক,সব মিলিয়ে ঠিক কোথায় চলে গেলাম...I cant explain...
সব কিছু খুব খুব খুব ভালো।
শিবু দাদার ভয়েস!ওয়াও।ডেপথ অসাধারণ। খাদের দিকে যখন 'খড়কুটো গান' বলেন,mesmerized হয়ে যাই।
অদ্ভুত।অসাধারণ
ওটা কান্না নয়, শান্তি। মায়ের কোলে মাথা রেখে ঘুমানোর শান্তি।
রাত জাগা সার্থক হলো।এরকম অসাধারণ কিছুর জন্য অপেক্ষায় ছিলাম।বাংলার সংস্কৃতি ও প্রকৃতি এভাবেই ছড়িয়ে পড়ুক ভিনদেশিদের মাঝে,কোক স্টুডিও বাংলার মাধ্যমে। পশ্চিমবঙ্গ থেকে শুভেচ্ছা🇮🇳🙏
আমি তো আমারে চিনলাম না। আমার নিজের বাংলা সাহিত্য আর সংস্কৃতি আমরা তেমন জানি না কিন্তু আরবদেশের অনেক গল্প আমরা জানি। আপনার বর্ণ লুকায় যে তারে বলে বর্ণ চোরা। আব্দুল হাকিম ১৬ শো সালে এই কবিতা লিখে গেছেন
যে সবে বঙ্গেত জন্মি হিংসে বঙ্গবাণী।
সে সব কাহার জন্ম নির্ণয় ন জানি।
দেশী ভাষা বিদ্যা যার মনে ন জুয়ায়।
নিজ দেশ তেয়াগী কেন বিদেশ ন যায়।।
মাতা পিতামহ ক্রমে বঙ্গেত বসতি।
দেশী ভাষা উপদেশ মনে হিত অতি।।
জয় বাঙালিয়ানা 🇧🇩🙏
কলকাতায় আপনারা tv তে গানবাংলা দেখেন
@@kotobahmed153 young generation ra khub kom tv dekhe dekhe na bollei chole.. RUclips ache to..
গানটা শুনতে গিয়ে বারবার শুধু একটা কথাই মনে হচ্ছে, আমাদের বাংলা ভাষার মতো সুন্দর ভাষা বোধহয় পৃথিবীতে আর কোথাও নেই।আর কোথাও নেই এমন মাটির গন্ধ মেশানো আর সুরে এমন অপূর্ব আমাদের হাজারো বছরের ইতিহাসের গল্প , আমাদের আউল বাউল মাটির দেউল আর কৃষাণের গল্পগাঁথা,আমাদের সহজ সরল জীবনযাপনের অপরূপ মহিমা, আর তাকে তুলে ধরবার মতোন এমন অপূর্ব বাংলা গান আর সংস্কৃতি।
আমি এপার বাংলায় থাকি। বাংলাদেশ-এর মিউজিক অদ্ভুত রকম সুন্দর লাগে। আপাতত আমি মনে করি, বাংলাদেশ অনেক ভালো মিউজিক করছে আমাদের (কলকাতা) থেকে। বাংলাদেশ-কে শুভেচ্ছা ও ভালোবাসা। 🖤
❤❤❤❤ From Bangladesh 🇧🇩💖
Se to valo lagbe
Ta ke esechilo opar theke katatar perie bhai baba na dadu
@@kumareshdas4119 Dadu ebong dadu r baba ebong dadu r dadu ra sobai ekhanei chilo, opar theke aseni 😂 tar age keu eschilo kina jana nei vai.
@@kumareshdas4119মানতে কষ্ট হলেও বাংলাদেশের মিউজিক আপনাদের কোলকাতা থেকে ফার বেটার। আমাদের ধারে কাছে আসতে আপনাদের আরও সময় লাগবে।
Ki je sundar.
.ami e par banglar hoyeu..boro fan bangladesher music er...r din joto jacche aro besi valobaschi...sangeet k....e par o par noy..bangla ganer fan....ami....❤❤🥰🥰
এখনো অবধি সেরা গান কোক স্টুডিওর, গান নিয়ে এতো সুন্দর রিসার্চ এর আগে কোন বাংলা গানে হয়নি। প্রত্যেক টা বিটে মনে হচ্ছে একটা একটা গল্প বলছে এই গান।
Ekdom thik bolechen
Ghotona sotto
কোক স্টুডিও বাংলার সেরা গান গুলোর একটি বনোবিবি।
t
কোক স্টুডিও বাংলা তাদের যাত্রাপথের শুরুতে প্রথমেই সুন্দর একটি উপহার আমাদেরকে দিল বনোবিবি দিয়ে
খনার বচন ছেলেবেলায় শুনতাম দিদার কাছে,ঠাকুমাদের কাছে। বাবাও শুনিয়েছে অনেক। আমাদের বাংলার সংস্কৃতি যে কতটা বিচিত্র সেটা হয়তো বুঝতে হলে পুরো এক জীবন লাগবে। এবারের সিজন যেন ভাষা ও সংস্কৃতির অপূর্ব বিপ্লব নিয়ে আসছে। পাহাড়-নদীর শহর চট্টগ্রাম থেকে ভালোবাসা জানাচ্ছি পুরো কোক স্টুডিও টিমকে। চট্টগ্রাম আসার আমন্ত্রণ রইল ❤️এই সিজন এর পর এখানে একটা কনসার্ট চাইই🙂🤍❣️
কেমন যেন কাঁটা দিলো গায়ে। সুন্দরবন আর উত্তরবঙ্গ, বাংলাদেশ আর পশ্চিমবঙ্গকে গেঁথে রেখেছে বিনি সুতোর মালায়। এই গানের সুর, কথা, খনার বচন, ন্যাচারাল সাউন্ডস্কেপ সব মিলিয়ে কি যে সুন্দর উপস্থাপনা! ভাষা হারিয়ে গেছে আমার, এখানে নীরব থাকা উচিত।
চমৎকার কমেন্ট!
❤️
@@Aubhee aa
সংস্কৃতিতে আমরা কতটা উঁচুতে আছি এই গানটাই তার প্রমাণ৷ এত সুন্দর সংস্কৃতির উত্তরাধিকারী হওয়ার জন্য গর্ববোধ করি। ❤
Agree Bhai.❤
I am a kashmiri studying in Dhaka ! I just love this song and Bengali culture❤ ! so happy that coke studio bangla is doin so well !
@@a.s8481 dhanmondi
Kaichuuk dhanmondi
What are you studying?
kashmir is a country or what? Are you a Pakistani or an indian?
@@Fahim_Alam medical
এপারের বাংলা আস্তে আস্তে নিজের বাঙালি সত্ত্বা, সংস্কৃতি হারিয়ে ফেলছে, ধরে রাখতে চাইছে না। ধন্যবাদ ওপার বাংলা কে এরকম ভাবে আমাদের সংস্কৃতি তুলে ধরার জন্য, বাঁচিয়ে রাখার জন্য। 👏🙏❤️
আমরা কাঁটা তারে আলাদা, ভাষাটাই সবাই এক 🥰
সত্যি তাই।
@@naturesVillage24 এই ভারতের বাংলা থেকেই আপনা দের জন্ম ভুলে যাবেন না আমাদের কালচার টা একটাই আমরাও বাঙালি আপনারও বাঙালি
ভুলভাল কথা একটু কম বলুন । বাংলাদেশের বাঙালিয়ানা যদি গোসল , দাওয়াত , নাস্তা আর আroবী কালচার হয় তাহলে আমাদের ভারতীয় বাঙালি ঢের ভালো। আমি গর্বিত আমি ভারতীয় ,আমি গর্বিত আমি বাঙালি ।
@@naturesVillage24 damn dude... seeing the disrespect you guys have towards India I guess Pakistan did good now posing Urdu on you all at that time...
@Bithika Roy they are raising Concerns like Pakistan do for Kashmir. Saying a Democracy Paradhin, rip their brains
I'm an arab but i don’t know why i love Bengali music and culture... Wow what a melody, Soulful ❤️💐
💖💖💖
❤️
Arab from where? Middle East, Levant or North Africa?
Damn 52 likes 😮
@@roteschwert Middle East habibi
বাঙালি হয়ে যদি বাংলার ঐতিহ্য রক্ষা না করতে পারি, তাহলে কিসের বাঙালি হে তুমি !! বাংলা ভাষার যে মাধুর্য সেটাই এই গানের মধ্যে সুন্দর ভাবে ফুটিয়ে তোলার জন্য কোক স্টুডিও কে অনেক ধন্যবাদ, তাই বাঙালি হিসেবে অনেক গর্ববোধ করি পরের জন্মে যেন এরকম বাঙালি হয়ে জন্মাতে পারি 😊😊
অসাধারণ! সুন্দরবনে ছোট্ট গ্রামে বসে এই গান শুনে মনে হচ্ছে একাকী বনে পথ হারিয়েছি আর দেখা হয়ে গেছে বনবিবির সাথে।
আমি তো আমারে চিনলাম না। আমার নিজের বাংলা সাহিত্য আর সংস্কৃতি আমরা তেমন জানি না কিন্তু আরবদেশের অনেক গল্প আমরা জানি। আপনার বর্ণ লুকায় যে তারে বলে বর্ণ চোরা। আব্দুল হাকিম ১৬ শো সালে এই কবিতা লিখে গেছেন
যে সবে বঙ্গেত জন্মি হিংসে বঙ্গবাণী।
সে সব কাহার জন্ম নির্ণয় ন জানি।
দেশী ভাষা বিদ্যা যার মনে ন জুয়ায়।
নিজ দেশ তেয়াগী কেন বিদেশ ন যায়।।
মাতা পিতামহ ক্রমে বঙ্গেত বসতি।
দেশী ভাষা উপদেশ মনে হিত অতি।।
সুন্দর 🥀
Hi
ইট পাথরের এই যান্ত্রিক শহরে বসে একটু প্রশান্তির ছোঁয়া এই ৭ মিনিট ২১ সেকেন্ডেই, এ যেন নিজেকে প্রকৃতির সাথে সংযুক্ত করার এক হাতিয়ার।বরাবরের মতোই মেঘদল অনবদ্য। জহুরা বাউল অসাধারণ গেয়েছেন। সর্বোপরি কোক স্টুডিও টিমকে অসংখ্য ধন্যবাদ,প্রতিবারের মতোই আমাদের নতুন কিছু দিচ্ছেন।সত্যিই অনুষ্ঠানগুলো জীবন্ত।বাংলা ভাষা, সংস্কৃতি এইভাবেই সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়ুক এই কামনা করি🌺
জহুরা বাউল ♥️ অামাদের গ্রামের এক অন্যতম নারী, তিনি অামাদের গর্বিত বাউল, ঈশ্বর তাকে অনেক অনেক অাশীর্বাদ করুক।
কেন জানিনা খুব কান্না পেল, ৺কাদলামও।
হয়তো হারিয়ে যাওয়া সেই ছোট্টবেলার কথা মনে করে, কিংবা সেই নীল আকাশ, সবুজ মাঠ, বৃষ্টির জলে ভরা ধানক্ষেত, সেই জলে সাতরে বেড়ানো মাছের দেখা আর পাই না, কোনও দিনও পাবো না জেনে।
এপারের বাংলা থেকে 💚💚💚💜💜💜💜
😢
❤
উফফ , অনবদ্য
এটাই বোধ হয় আমাদের সংস্কৃতি.. প্রকৃতি, লোকগাথা, উপমহাদেশীয় - পশ্চিমী মেলবন্ধনে আমাদের ধানের গান, প্রাণের গান .. পশ্চিমবঙ্গ থেকে অনেক অনেক শুভেচ্ছা.. দলের সবাই, কোক স্টুডিও ও অর্ণব দাদাকে ভালোবাসা.. জয় বাংলা
The lady who is acting as Bonobibi should be appreciated. Phenomenal. She enhanced the song, every bit of emotion she conveyed with precision. The song is amazing, lots of love from India.
Her name is Shirin Shila.
Miss Universe Bangladesh(2019)
@@starrysohan9846 হেব্বি সুন্দরী মানলাম!
Shirin akhter shila
Omg her eyes are 😍
@@starrysohan9846 She is so appealing 👩❤️💋👨
এক কথায় অমৃত। আমি একদম অভিভূত গান শুনে এখনো মোহে ডুবে আছি ।
হারিয়ে যেতে যাওয়া, এই মাটির লোকজ গানগুলো আমাদের দেশ ও সংস্কৃতির এক অমূল্য সম্পদ।
কোক স্টুডিওকে অসংখ্য ধন্যবাদ আমাদের কে এতো সুন্দর উপস্থাপনার মাধ্যমে এই অমৃত সুধা পান করানোর জন্য। 🙏
এখন শেষরাত, এই অচেনা মহানগরী ঘুমে অচেতন। সারাদিনের কাজের শেষে আর ঘুম আসেনি রাতে। আমার ঘরের জানলাটার সামনে বসে গানটা শুনছি, আর হারিয়ে যাচ্ছি ছোটবেলার গ্রামে। যেখানে জীবনের প্রথম ১৭টা বছর কাটিয়েছি। কালের নিয়মে এখন বহুদূরে, জানি ঘরে ফেরা হবে না কোনোদিন। শোনা হবে না ভোরের শালিকের ডাক, পাবো না শিশির-ভেজা ফুলের গন্ধ। বুকে জড়িয়ে ধরতে পারবো না শীতল বাতাস। পায়ের তলে সর্ষে নিয়ে ঘুরতে হবে চরকিপাক। শুধু প্রার্থনা এটাই, মৃত্যুর আগে যদি একবার পাই সেই বুনোফুল, ফড়িং আর ঘাসজমির ছোঁয়া, তবে শান্তি!
কোক স্টুডিওর সেরা গান এইটা।
সকল বাধা মুছে দিয়ে চলে যাও যেখানে শান্তি
কে বলেছে ঘরে ফেরা হবে না
তোমার মাতৃভাষা / ভূমি তোমার অপেক্ষায়
সকল জড়া ফেলে দাও চলে যাও
1. When Shibu bhai utters the term Bonobibi for the first time
2. When Shirin Shela appears on the screen as the Bonobibi herself and starts moving graciously
3. When Jahura Baul hits the high notes with an exceptional hollow feeling in her voice
Goosebumps!
What a song! 🙏❤️💯
এইটাকে বলে দেশকে রিপ্রেজেন্ট, যেখানে একসাথে বাংলার ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি, গ্রামীণ পরিবেশ, সংস্কৃতির অভূতপূর্ব মেলবন্ধন 🥰
ক্রিন থেকে চোখ সরানো অসম্ভব, কেমন যেন কাঁটা দিলো গায়ে, গানের ইতিহাসে এ এক অনবদ্য সৃষ্টি 😍
Oh My God !! Pure Goosebump from the first second to till ending !!! এইটা কি ছিল !!!!!! কি অসাধারণ !! উফফফ.....কুলায় ধান ঝারার শব্দ, ধাক ধুকার শব্দ, জহুরা বাউল ( what a expedition by the Coke Studio Team, I didn't heard her before)....... especially that বাঁশি , উফফফফ...and none other than মেঘদল !!! What a Combo !!! Amazing work Team !!!
Brainless people
সত্যিই, বাঙালি সংস্কৃতিকে কোনো এক পল্লীজীবন থেকে ঐশ্বর্যের চূড়ায় পৌঁছে দিয়েছে এরকম গানগুলো ❤। অনেক ভালোবাসা ♥️♥️ দুই বাংলার সংস্কৃতিপ্রবণ মানুষদের।
বেঁচে থাক বাংলার সংস্কৃতি, বাংলার ইতিহাস
বাংলার ঐতিহ্য । এগুলো যেন হারিয়ে না যায় । এপার বাংলা থেকে রইলো ভালোবাসা।❤️❤️
Asambhab bhalo laglo.
আমি এখনো কাঁদছি! আমার ছোটবেলার লোকথার ইমাজিনেশন এমন সুরের মূর্ছনায় সামনে ভাসতে দেখে প্রাণ ভরে গেছে! সুন্দর পরিবেশনটা, যিনি প্রথমে গান শুরু করেছে উনার গলা অসাধারণ! আমার প্রিয় মেঘদল ভালোবাসি আর এত ধৈর্য্য শিবু দাদার!
আমি তো আমারে চিনলাম না। আমার নিজের বাংলা সাহিত্য আর সংস্কৃতি আমরা তেমন জানি না কিন্তু আরবদেশের অনেক গল্প আমরা জানি। আপনার বর্ণ লুকায় যে তারে বলে বর্ণ চোরা। আব্দুল হাকিম ১৬ শো সালে এই কবিতা লিখে গেছেন
যে সবে বঙ্গেত জন্মি হিংসে বঙ্গবাণী।
সে সব কাহার জন্ম নির্ণয় ন জানি।
দেশী ভাষা বিদ্যা যার মনে ন জুয়ায়।
নিজ দেশ তেয়াগী কেন বিদেশ ন যায়।।
মাতা পিতামহ ক্রমে বঙ্গেত বসতি।
দেশী ভাষা উপদেশ মনে হিত অতি।।
গান শুরু করছে জহুরা বাউল
এত ইমোশনাল ক্যান ভাই আপনে?
Kanna..... what a fake buzz
Bhai toi r kanna tamaish na khub valo
Tuned into this song at 630AM at hilly tea garden area in habigang Sylhet where 'blue magpie', 'Koel', 'ghughu pakhi' & 'cuckoo' are already singing away on their own.
Squirrels are jumping from branches to branches...suddenly high pitched Jahura Baul sang বনবিবির পেয়ে রে..... Goosebumps!!!
ব্যাঙের ডাক ও চৈত্রের বৃষ্টি, খড়কুটোর গান & রাখালের গল্পো brought back childhood memories।
তোমার নিহত সুরের কসম গর্জে তীর ধনুক এ.... ও ও ও Shib Kumar Shil & Meghdol are brilliant.
Simply surreal showcasing...an awesome feeling to cherish for a longer time!! 🎵 🎶 🎵
ফান্সের ছোট একটি শহরে, মেঠো পথ দিয়ে হেটে হেটে , কানের মধ্য বাজতে থাকা “বনবিবি” নিজের অনুভুতিটাকে যে কোথায় নিয়ে যায় …তা বলে বুঝানো যাবে না । কোক স্টুডিও এর সর্বকালের সেরা গান । It’s amazing creations, music , genre , everything. Unbelievable 😊
৯ মাস আগে যখন এই গানটা নতুন নতুন আসে, তখন আমিও কোপেনহেগেনে কানে হেডফোন গুজে এই গান শুনতে শুনতে ট্রেন স্টেশনে যেতাম, তারপর কাজে। এই গান শুনলে এখন আমি কোপেনহেগেন শহর আর আমার পুরাতন কাজের স্থান, কলিগদের ও মিস করি।
agree with you
নিভে যাওয়া মানুষকে কখনো রোদের ফোটা দিয়ে শুন্যতার রাতে বাচিয়ে রেখেছে, কখনো বনবিবি মরা ঘাসে ফুল ফুটিয়েছে!নির্বাণদের মেঘদল কখনো নিরাশ করেনি!ভালোবাসা প্রিয় মেঘদল🌸
সুন্দর💚
আহ সেই গ্রামের স্মৃতি! বসন্তকালে স্কুল থেকে বনে চলে যেতাম বনফুল কুড়াবার জন্য, সেই ঢেঁকির শব্দ, উঠানে ধান নাড়ানোর শব্দ সব কানে বাজছে আর সেই মধুর শৈশব কে মিস করছি!🥺 আমাদের যে দিন গেছে আর কি আসবেনা ফিরে?!
মেঘদল, বনবিবির উপস্থাপনা+ গ্রামীণ পরিবেশ এবং গ্রামীণ মহিলাদের কণ্ঠ সব মিলিয়ে এক অনবদ্য সৃষ্টি 💜
৭ মিনিট থমকে গেছিলাম শুধু হা হয়ে দেখছিলাম কি সাংঘাতিক অনবদ্যতা অনেক ভালোবাসা 🇮🇳❤
Just goosebumps ❤️ বাংলা সাহিত্যের অসাধারণ কিছু রেফারেন্স। মিথ বনবিবি, খনার বচন ,সুলতান, জসীমউদ্দীন, জহির রায়হানের 'হাজার বছর ধরে' , ঈশপের মিথ্যাবাদী রাখাল বালক কি নেই এই গানে?🤩 একদিনের অপেক্ষার কষ্ট এক গানেই পূরণ করে দিল। Great job Coke Studio Bangla team, Meghdol bands, Jahura baul and everyone related. লিরিক্স অসাধারণ হয়েছে 👍🏻
হাজার বছর ধরের কোন চরিত্র বা কোন অংশ আসছে গানে? আমি ধরতে পারিনি বলে জিজ্ঞাস করলাম। ধন্যবাদ।
@@sharif1952 জমিলা
@@sharif1952হাজার বছর ধরে সিনেমাতে ২২ মিনিটের আশে পাশে জমিলা ধান বানে আর গান করে ( স্বপ্নে আইলো রাজার কুমার স্বপ্নে গেল চইলা রে)
বনবিবি কাপিয়ে দেয়া গান নয়। কিন্তু গানের মধ্যে বাংলার প্রকৃতিকে যেভাবে ফুটিয়ে তুলেছে তা সকলের হৃদয়কে ছুয়ে যাবে।আরো একটি সুন্দর সৃষ্টি কোক স্টুডিও বাংলার।
আনো আনো...। বনবিবি আনো, দক্ষিণারায় আনো, মঙ্গল কাব্যের গান আনো,সুফি গান, ময়মনসিংহ গীতিকা আনো, খনার গান আনো,পটের গান আনো, আমি এজনমে মরার আগে যাতে শুনে যায়।
তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দয়া করে এই সব হারিয়ে যেতে দিও না।
মরে আর যাবা কই? এইখানেই শালিক, শঙ্খচিল বা ধানসিড়ি হয়ে ফিরে আসতে হবে। এ মায়া কাটানো বড় কঠিন।
ব্রো খুব লোভ হচ্ছে। ফেব্রুয়ারীর ১৭ তারিখ গিয়েছিলাম সেন্টমার্টিন আফসোস তখন গানটা রিলিজ হয়নি🥲
চোখ বন্ধ করে গানটা শুনলে ছোটবেলায় সন্ধ্যায় নিভু নিভু হারিকেনের আলোয় ঢুলুঢুলু চোখে নানীর কাছে আমাদের রূপকথার গল্প শুনছি! কি অসাধারণ অনুভূতি উপহার দিল কোক স্টুডিও! ধন্যবাদ আপনাদের।
কানে শুধু বাজছে - ও পাখি ঠোঁটে তুলে নাও
খড়কুটোর গান।.... আহা আহা।। পুরো গানে এতটাই মন্ত্রমুগ্ধ।। অসাধারণ অসাধারণ।।
মেঘদল মানেই আষাড়ের কালো মেঘ থেকে ঝপ করে নামা বৃষ্টির মতো আবেগের এক নাম 💕
অসাধারণ💛
মরা ঘাসে মুক্তির ফুল ফুটলো।আনন্দে চোখে জল এলো।অনেক অনেক ধন্যবাদ ওপার বাংলা coke studio মেঠো গন্ধ উপহার দেওয়ার জন্যে
এর মধ্যে হয়তো ১০-১৫ বার শুনেছি গানটা। শুনব যতদিন বেঁচে আছি, হয়তো শতবার। প্রতিবার শুনে মনে হয়েছে আলাদা আলাদা কমেন্ট করি। যত দিন যায়, ততই ভাল লাগে এই অপূর্ব, অসাধারণ সৃষ্টিটিকে। It's an addiction...
যে মেঘদল থেমে গিয়েছিল মাঝখানের অনেকটা সময় সেই মেঘদলকে ফিরে পেলাম এই গানে। ২০১৩ সালে যখন ঢাকায় পড়াশোনা করতে যাই তখন মেঘদল আর শিরোনামহীন আমাকে ঢাকা শহরটাকে ভালোবাসতে শিখিয়েছিলো। মেঘদলের " শহরবন্দী " ও "দ্রোহের মন্ত্রে ভালোবাসা" দুইটা এলবামই ছিলো আমার কাছে। শহরবন্দী এলবামটাতে ছিলো শহরকে ভালোবাসার মতো অসংখ্য উপাদান। কিন্তু আজ এই এক গানে মেঘদল প্রমাণ করলো ওরা শুধু শহর নয় এই বাংলার প্রকৃতি, খনার বচন, আদিবাসী, এস এম সুলতানের রঙ তুলিকেও নিয়ে আসতে পারে ওদের গানে। শিখাতে পারে এই বাংলাকে ভালোবাসতে...
তিনবার শুনেছি, এখন আর নয়, ভালো লাগার বিষয়গুলোকে এতো বেশি জেনে ফেলতে নেই। কিছু অনুশোচনা থাকুক, জানার আগ্রহ থাকুক। সব কিছু পেয়ে গেলে যে ভালোবাসাও ধোঁয়াসা হয়ে যায়। তাই কিছু অপ্রাপ্তি থাকুক।
এখন সময় রাত ৩:২১ এখন ঘুমানো উচিত, বনবিবিও রাত না জাগুক।
এইভাবে বাংলা গানের মধ্য দিয়ে বাংলার সংস্কৃতি ও ঐতিহ্য বেঁচে থাকুক হাজার বছর...♥️
Thankyou Bangladesh 🇧🇩 and CokeStudio Bangla to represent our culture in the world stage in that magnificent way. People at our side are slowly being apart from their root. You have the major responsibility to keep our culture alive, keep going ❤ Thankyou again from an Indian Bengali.
"লাল মেঘে বৃষ্টি ঝরে আদিবাসী কোনো গ্রামে
তোমার কান্না আমার কান্না ঝিরিপথ হয়ে নামে"
These two line hits different.
শিবু ভাইয়ের কন্ঠটা জোশ।জহুরা বাউল এবং তাঁর সঙ্গীরা গানটাকে পূর্ণতা দিয়েছেন। গানের কথায় যেন মিলে যাচ্ছে সব কিছু এই নির্জন মধ্য রাতে গ্রামীণ জীবনীর সুন্দর সবুজ দিনগুলো।
নিজের লস্টালজিয়াই যেন ফিরে ফিরে আসে স্মৃতিপটে। ভালোবাসা মেঘদল।💘
একটা কথা কি গানটায় পুরোটা জুড়ে ছিল আমাদের বাংলার ঐতিহ্য পনা, বাংলার কৃষাণীর মুখের হাসি নতুন ধানকে নববধূর খুশী রূপে দেখা এবং সাথে মেঘদলের হৃদয়ছোঁয়া সুরের মূর্ছনায় ঘরে ওটা এক অপূর্ব চোখ জুড়ানো ইমোশন।যা সহজে সবাইকে কল্পনায় ভাসাবে💗
Coce studio! Случайно увидел вас в Ютуб канале,и ❤влюбился в вас,с большим удовольствием смотрю ваши новые выпуски, очень очень мне нравится ваши песни,музыканты, инструменты,сами ноты..меня тронули до края души,хоть я и не понимаю ваш язык,но сердцем понимаю,доброту, красоту вашего народа.спасибо вам всем,от всей души ❤
You can see so many Coke Studio channel like Coke Studio Pakistan, India, Morocco, etc. But this is Coke Studio Bangla which is from the county named Bangladesh 🇧🇩
You may try with subtitle, if you know English.
Music Arrangement ❤️❤️
গানটা আরও একবার মনে করিয়ে দিয়ে গেল Coke Studio -এর ক্ষমতা। গানটার মধ্যে দিয়ে যেন একটা অজানা রাস্তা দিয়ে হেঁটে চলেছিলাম, মনের মধ্যে একমুঠো সুর, অজানাকে জানার ইচ্ছা, আবেগ, গ্রামবাংলার মাটির মিঠে গন্ধ....আহা! যেন কতকালের চেনা এই সুর। সঙ্গীতের ক্ষমতা ঠিক কতটা, তা বারে বারে দেখিয়েছে Coke Studio, আশা রাখি, আগামী দিনেও আরও নতুন কিছু আমরা পাবো। বাঙালি হিসেবে আমি গর্বিত।
অনেক ধন্যবাদ Coke Studio বাংলা, আমাদের এমন একটা গান উপহার দেওয়ার জন্য। 😌😌
এটি শুধুই গানের উপস্থাপন নয়; বাংলার ঐতিহ্য, ইতিহাস, কৃষ্টি, সংস্কৃতির অভূতপূর্ব মেলবন্ধন... আমি শিহরিত। আমি গর্বিত, আমি আগাগোড়াই একজন বাঙালি।
ধন্যবাদ আপু
I am not
Bah...ki darun comment apnar aha re... comment dekhe mone holo apna ke bhagavan eishob kortei pathiyechen duniya te... dharmer kotha ektu o mone nei je ki korte hobe duniya te bhagavaner jonno...ei naach gaan niyei dharma eishob korar jonnoi pathiyechen duniya te...nongra lok kotha kar ovodro idiot belajja behaya besharam belahas mohila kotha kar
Well said !!👏
😆😆
গানের প্রথম অংশটা শুনে দাদুর কথা মনে পড়লো, গ্রামের বাড়িতে তো থাকতাম। দাদু বলে দিত কোন সময় কি হলে কি ঘটবে, এখন এই দাদু টাই নাই😢😢 গানটা অসাধারণ হয়ছে। আলাদা করে coke studio কে কিছু বলার নাই সবসময় তাদের সেরাটাই দিয়ে যাচ্ছে❤️❤️❤️❤️
The best, most beautifully orchestrated and composed piece. Beyond blown away !
The way you guys react to the videos and the kind of music knowledge you guys have is extraordinary.
LOVE AND RESPECT TO YOU GUYZ ❤
❤
Loved your reaction.... Thanks for keeping your promise..
You guys are the best! Loved your reaction!
বনবিবি মানেই সুন্দরবন, বনবিবি মানেই হিন্দু-মুসলমান ঐক্য, বনবিবি মানেই মনে আসে দক্ষিণরায়, বনবিবি মানেই নোনা জল-জঙ্গল কাঁপানো বাঘের গর্জন, বনবিবি মানেই _সবার উপরে "প্রকৃতি" সত্য, তাহার উপর কেহ নাই"।
অসাধারন উপস্থাপনা। ❤️
একদম সত্যি কথা বলেছেন।
Tomake kurnish bhai, khub bhalo thako.
একদম ঠিক বলেছেন বনোবিবির কোনো জাত পাত ভাগ নেই।
আমাদের সংস্কৃতি আমাদের অহংকার। আমাদের সংস্কৃতি অনবদ্য। বাঙ্গালি জাতির সংস্কৃতিগুলোকে গানের মোহনীয় সুরের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ কোক স্টুডিও। 🖤
ধন্যবাদ মেঘদল।🖤 মেঘদলের মাধ্যমে এইটা আরো বেশি শোভনীয় হয়ে উঠেছে।🌺
আমি তো আমারে চিনলাম না। আমার নিজের বাংলা সাহিত্য আর সংস্কৃতি আমরা তেমন জানি না কিন্তু আরবদেশের অনেক গল্প আমরা জানি। আপনার বর্ণ লুকায় যে তারে বলে বর্ণ চোরা। আব্দুল হাকিম ১৬ শো সালে এই কবিতা লিখে গেছেন
যে সবে বঙ্গেত জন্মি হিংসে বঙ্গবাণী।
সে সব কাহার জন্ম নির্ণয় ন জানি।
দেশী ভাষা বিদ্যা যার মনে ন জুয়ায়।
নিজ দেশ তেয়াগী কেন বিদেশ ন যায়।।
মাতা পিতামহ ক্রমে বঙ্গেত বসতি।
দেশী ভাষা উপদেশ মনে হিত অতি।।
বাংলার রুপ,বাংলার সংস্কৃতি যে কত সুন্দর!
"বনবিবি" শুনলেই তা মনে আঁকড়ে ধরে।
ধন্যবাদ মেঘদল;ধন্যবাদ কোক স্টুডিও
How meticulously the lines have been written, "মটর শাকে পেচাইয়া ধরলো নববধুর পা!" Even if you have no idea what the pea-green's trunk even looks like, you are able to visualize what you are listening. Excellent job undertaken Coke Studio Bangla. Thanks for bringing in the magic❤️❤️❤️
Truly
Exactly, what a deep lyrics!!!
❤
"ও..ও..ও..রাখাল, মিথ্যে বাঘের গল্প শোনাও আবার.."
I am in love with this - beautifully portrayed really, and I think this will keep hunting me for hours, days, months, years, decades!
I have literally fallen head over heels in "E Hawa" by Meghdol since its release, and now they are performing in big stage in front of my eyes with another masterpiece! Just unbelievable! 😍
মটর শাক প্যাঁচাইয়া ধরল, নববধূর পা... এই লাইনের সুরটা খুব বেশিই সুন্দর🥺😍
o tai
My favourite line
এই লাইনটার জন্যই কত বার গানটা শুনলাম
হুম
"এই পৃথিবীর মরা ঘাসে তবু ফোটে মুক্তির ফুল" .... বহুদশক পর বাংলা গানে একটা বাক্য লেখা হল, যেটা ভুলতে হয়ত শ্রোতাদের অনবরত পরিশ্রম করে যেতে হবে একশ বছর।
Right bro. Give some deep vibes
Absolutely
This song holds emotions for all the Bengalis across the border also ❤️ such a familiar touchwood song it iss!! Love from India 🇮🇳
মেঘদল তোমাদের গানে এভাবেই আমাদের বাঙালির মান,ঐতিহ্য ,সংস্কৃতি বেঁচে থাক ❤️
এই গানটি সর্বদা একটি অমূল্য রত্ন হয়ে থেকে যাবে #cokestudiobangla তে..... অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা ও অভিনন্দন জানাই সমস্ত টিমকে আমাদের এত সুন্দর একটি গান উপহার দেবার জন্য. ❤️🙏
গানটা প্রথমবার পুরো শোনার পর আমার মনের অবস্থা বোঝাবার ক্ষমতা আমার নেই..গায়ে কাঁটা দিচ্ছে..দুচোখ দিয়ে জল গড়াচ্ছে..আমি গর্বিত আমি বাঙালি..এই কথা,এই সুর প্রজন্মের পর প্রজন্মের হৃদয়ে দোলা দিয়ে যাক।ভালবাসা আর কৃতজ্ঞতা পশ্চিমবঙ্গ থেকে।❤❤❤
Bangladeshi art has become so mature and world-class. Makes me proud as a Bengali that our language is in the right direction❤️
বেশি কিছু বলব না। গানের শুরু থেকে শেষ অবধি সম্মহিত ছিলাম♥️♥️
বাংলার ইতিহাস আর ঐতিহ্য অনেক গৌরবজ্জল💙💙
কৃষ্টি, সভ্যতা, সংস্কৃতি,ঐতিহ্য সব মিশে একাকার হয়ে গেছে এই একটি গানে।অসাধারণ, অতুলনীয় কোক স্টুডিওর সবাইকে কুর্নিশ জানাই।বাংলা সমাদৃত হোক এভাবে।❤️
*বনোবিবি* বাংলা গানের এই সময়ে অসাধারণ এক শৈল্পিকস্বত্ত্বার সৃষ্টি; যা এই শতাব্দীর প্রথম দিকের অন্যতম শ্রেষ্ঠ সুন্দর দলগত বাংলা গানের মধ্যে অবশ্যই একটি!
প্রতিবার শোনা যেন আগের বারের শোনার মুগ্ধতাকে টেক্কা দিচ্ছে। যত শুনছি ততই যেন গানের ব্লেন্ডিংটা আরও নিখুঁত লাগছে। আর মেঘদল তো বরাবরই মুগ্ধতা ছড়ায়। 🖤🖤
I am speechless. This is one of the masterpieces from CSB.So fulfilling from all aspects. The sound, instruments, background vocals, Bonbibi, SM Sultan, Khana and the set. My god. It has set a standard which is very difficult to override. What a quality production. Shibu shil's voice reminds me of Soumitra from Bhoomi.
বনবিবি কোক ষ্টুডিও বাংলার একটি শ্রেষ্ঠ ক্রিয়েশন এটা অসাধারণের চেয়েও বেশি কিছু ….. ধন্যবাদ পুরো টিমকে
.
আমি বাঙালি হয়ে গর্বিত ফুটে উঠুক আমাদের এই বাংলার সংস্কৃতি বাংলার ইতিহাস বাংলার ঐতিহ্য এগুলো যেন কখনো হারিয়ে না যায় 🇧🇩🖤
❤
কুলায় ধান ঝরার শব্দটা ! কি মধুর ❤ কতো কিছু যে আছে আমাদের সংস্কৃতিতে ! সবকিছু আরেকবার মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ coke studio 🥰
লোকসাহিত্য, বাউল সঙ্গীত আর সাথে মেঘদল! 💚☘️
শাশ্বত বাংলার ধান ভানার শব্দ, মটর শাকে পেঁচিয়ে যাওয়া আনাড়ি নববধুর পা, কৃষকের শক্ত হাতে বাঁধা ধানের আঁটি- সবকিছুই কত পরিচিত আমাদের; কত নিজস্ব!
প্রকৃতির প্রিয় কন্যা বাংলার রূপ বৈচিত্র্য আজীবন সমৃদ্ধ থাকুক!
রাজনীতিতে বিভক্ত, গানে একত্র, আমার বাংলা ❤️
What an amazing composition. Coke Bangla is gonna be global hit coz they never left their roots 🇧🇩
CS Pak + CS Bangla = 💕
Love from Karachi 🇵🇰❤️🇧🇩
💚💚💚
Musical brilliance aside, this song is a gem of a creation from Coke studio Bangla that incorporated elements from our cultural heritage in the finest possible way. If you know a little background story of Bono Bibi, this song hits you even stronger.
"Bono Bibi", the goddess of the forest, is a deity worshipped by the people of the Sundarbans, a mangrove forest in the delta region of the Bay of Bengal, which is spread across Bangladesh and India. She is believed to be the protector of the forests and its inhabitants, especially the fishermen and honey collectors who venture into the dense mangrove forests.
The word "Bono" means "forest" in the local dialect, and "Bibi" means "lady" or "mistress" in Persian. The origins of Bonobibi in the Sundarbans are not clear, and there are different versions of the story. According to one legend, Bono Bibi was a Muslim princess who ended up in the forest along with her brother and started living there. At one point she saved a Hindu man named Dukhe, who later became her faithful companion. Together, they protected the forest from various dangers, including tigers, pirates, and robbers. Regardless of her origins, Bonbibi has become an integral part of the folklore and culture of the Sundarbans region. She is revered as a protector of the forest and its inhabitants, and her story has been passed down through generations through oral tradition and folklore.
What always fascinates me about Bono Bibi is that the worship of this deity is a blend of local Hindu and Muslim traditions. She is considered to be a symbol of communal harmony, as she is revered by both Hindus and Muslims in the region.
Here's a fun-fact about the song that I noticed randomly. There is a famous book called "Bonbibi Johura-nama," which is a collection of folk tales and songs that recount the legends and adventures of Bonbibi. And here in this song “Johura” Baul recounts the legends of the goddess, which is surely a pleasant coincidence. But I found it quite poetic and fitting for this musical masterpiece!
Apart from Bono Bibi, every other idea and artwork highlighted throughout the song is equally fascinating. Khona'r bochon to begin with, and showcasing SM Sultan's master artwork in the digital backdrop was a pure visual treat for me.
"Khona'r Bochon" is a term in Bengali that means "Khona's philosophy" or "Khona's teachings." It refers to the ideas and values that were espoused by Khona, a legendary poet and astrologer in Bengali folklore. She is linked with numerous well-known adages related to various topics such as weather, astrology, crops, and productivity. For a long time, Khona's counsel served as a guiding light for farmers, instructing them on when to sow their seeds and how to cultivate the soil for various crops. Her verses were often set to music or recited aloud and were beloved by the people of her village and beyond for their beauty, wisdom, and insight.
Some people believe that Khona may have been a mythical or fictional character rather than an actual historical figure. However, the wisdom and teachings attributed to her name continue to be valued and celebrated by readers and listeners in Bengal and beyond today.
On the other hand, SM Sultan was a renowned Bangladeshi artist who worked in painting and drawing and is widely regarded as one of the most important artists of the 20th century in the region. He was known for his powerful and evocative depictions of rural life in Bengal, which often featured muscular labourers engaged in the activities of their everyday lives, animals, and landscapes.
Sultan's artwork was characterized by bold colors, strong lines, and a distinctive sense of texture and movement. He drew inspiration from the natural beauty and rhythms of the Bengali countryside, as well as from his own personal experiences and struggles.
Throughout his career, Sultan remained deeply committed to using his art to give voice to the struggles and aspirations of the common people of Bengal. His legacy continues to inspire generations of artists and activists in the region today and this song by Coke Studio Bangla was a brilliant tribute to the legend.
The song also makes a reference to "Sojon Badiar Ghat". Additionally, the song seems to make a subtle reference to one of my childhood favorites, "Rakhal Chele" by Palli Kobi Jasim Uddin, where the song lyric reads, "Motor shak-e Joriye dhore nobo-bodhur paa."
"Sojon Badiar Ghat" is among Jasim Uddin's most famous and enduring works. His works in general are notable for their lyrical beauty and emotional depth, and have helped to popularize folk literature among a wider audience.
"Sojon Badiar Ghat" is not only a love story, but also a reflection of the communal harmony that has long existed between common Hindus and Muslims in the Bengal region. The story revolves around the challenges that a muslim boy Sojan and a hindu girl Duli face as they try to navigate their relationship while dealing with opposition from their families and communities. Despite growing tensions at times, people of different faiths seemed to share the joys and sorrows of life as a community. "Sojon Badiar Ghat" celebrates the diverse and interconnected tapestry of life in Bengal, and promotes the values of unity, compassion, and harmony.
As I mentioned earlier, the way cultural elements from different folk-literature are used in this version is simply brilliant and immediately captivated me. To me, Bonobibi embodies a joyous celebration of our rich cultural heritage and blissful harmony of diverse religious traditions in our region. At a time when our peaceful coexistence is often being threatened by extremist forces, this song reminds us of who we truly are and the enduring essence of cultural and religious amity that runs deep in our veins.
Lastly, a huge shoutout to everyone involved in creating this masterpiece. I am going to listen to/watch this song countless times in the next few days. Season 2 has been amazing so far. I can't wait to see what else is waiting for us in the upcoming songs.
Update: All the information I have provided can be found in the public domain and I often took help from different online sources. If you notice any errors or inconsistencies in any of those, please leave a comment so that I can correct them promptly.
That is no nicely put. Thank you for the explanation, brother.
Such an underrated comment. You explained everything beautifully. Thank you so much
You have done a great job!
Cokestudio@ i don't think the creator had that much clarity even (zihad, no pun intended). You should pin it for greater benefit.
Thank you so much for putting this here.
অসাধারণ গান,,,অসাধারণ সংগীত আয়োজন,,,, বাংলাদেশের শিল্পীরাই পারেন এমন গানের জন্ম দিতে । গর্ব অনুভব করো বাংলাদেশ ।
শুভ কামনা #কোক_স্টুডিও_বাংলা ♥️♥️♥️
আমি ভারত থেকে বলছি
Ar amader nachiketa, shilajit anjan, rupak era ki ?
রাত ১ টা বাজে বসে আছি সেন্ট মার্টিনে কিট কট চেয়ারে আর শুনতেছি আজকের গানটা, আকাশে চাঁদ, সবকিছু অপূর্ব লাগতেছে। ভেবেছি এখানেই ঘুমাবো চাঁদ দেখতে দেখতে । ধন্যবাদ মেঘদল ❤️
হিংসে আর লোভ হচ্ছে খুব।🥲🥲
@@dewk9255 একদিন বেরিয়ে পরেন, ঘুরে দেখুন 🏝️
ফীলললল
উপযুক্ত পরিবেশে 🥺♥️
আশিক আর আমি শুনছি বনালিসা হয়ে 🤣🤣🤣🤣
As I walk the streets of New York I am transported to my beautiful motherland which I yearn for often with every lyric and tune of this song. Tears well up and I wish I could smell the rain drenched soil of my beautiful home. The song does absolute justice to the sounds, culture and nature of our beautiful delta. Thank you Meghdol, Coke and to all who are behind this song for bringing me back home with this song even if for a few minutes.
@Sriya u nailed the feelings of this fantabulous creation into words...thank you
🎉🎉
গানটিতে বাংলাদেশের ঐতিহ্য আর সৌন্দর্য ফুটে উঠেছে চমৎকারভাবে। অসাধারণ কথা সুর। মুগ্ধ হয়ে শুনছি। আরও শুনবো অনেকবার। 🥰🥰🥰🌺🌺🌺🌼🌼🌼💖💖💖
এতো সুন্দর অনুভূতি একটা গানের মাধ্যমে সৃষ্টি হতে পারে তা ভাবনার বাইরে...
কোক স্টুডিওতে মেঘদলকে দেখার জন্য অনেকদিন অপেক্ষা করে ছিলাম..
আজ এতদিনের অপেক্ষা সার্থক হলো..
ধন্যবাদ অর্ণবকে..
এবং কুর্নিশ এই গানের সাথে জড়িয়ে থাকা প্রতিটা শিল্পীকে..
অসাধারণ অসাধারণ
পশ্চিম বাংলা থেকে ভালো বাসা রইলো ওপার বাংলার প্রতি 😊❤️❤️❤️
দেশের বাইরে বসে যখন এই গানটি শুনি, কেমন যেন অদ্ভুত মায়া জেগে উঠে দেশটির প্রতি।
কি অসাধারণ আমাদের এই ছোট দেশটি, কত বৈচিত্র্য এর প্রতিটি বর্গ কিমি জুড়ে।
কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই কোক স্টুডিওকে দেশের এই বৈচিত্র্যকে স্বর আর সুরের মাধ্যমে তুলে ধরার জন্য।
This is incredible!! One of the finest creation of Bangladeshi Music. And Shibu Dada's voice, that was goosebumps!
Are vai apni aikhane 🥰
amader taina tuina pash
দুঃখ একটাই... প্রচুর গিভওয়ে দেখলাম কিন্তু কিছু পাইলাম না...
Are
ওয়াহিদ ভাই Sony BDV-N9200W Home Theter এ এই গান শুনলে তো আপনার তো হারিয়ে যাওয়ার কথা। এখানে কেমন আসলেন! আমি তো BDV-N6100 এ শুনে প্রায় হারিয়ে গিয়েছি। যাই হোক অসাধারন কাজ কোক স্টুডিও বাংলা।
I'm proud of Bengali . We are continuously losing our cultural heritage but this cultural program reminds us that we are Bengali.
Lots of thanks and a lot of love.
I am not crying. You're crying. This is love. Much love from India. :)
Kudos to the team of Coke Studio for putting no advertisements in this video. ❤
Thank you so much ❤
অসাধারণ... এমনভাবে আমাদের বাংলার ঐতিহ্য এবং প্রকৃতি তুলে ধরার প্রচেষ্টা এবং পুরোটা সময় জুড়ে গানের মাধ্যমে তা চিত্রায়িত করার যে প্রয়াস করা হয়েছে, সত্যিই প্রশংসনীয়।
We all Bengalis both across the borders are so proud of Coke Studio Bangla. It simply portrays the soulful melody of the Bengalis. Keep it up. I would love to hear a Baul and a Bhatiyali fusion from Coke studio.
Regards
Joy
মেঘদল মানেই প্রশান্তি, নিস্তব্ধ রাতে এমন একটা অসাধারণ গান সত্যিই মনটা ভরিয়ে দেয়🌸🖤
@@swatmasyndhihrid Gan onek shundor hoyse. Dui tinbar shunen valo lagbe
আমি তো আমারে চিনলাম না। আমার নিজের বাংলা সাহিত্য আর সংস্কৃতি আমরা তেমন জানি না কিন্তু আরবদেশের অনেক গল্প আমরা জানি। আপনার বর্ণ লুকায় যে তারে বলে বর্ণ চোরা। আব্দুল হাকিম ১৬ শো সালে এই কবিতা লিখে গেছেন
যে সবে বঙ্গেত জন্মি হিংসে বঙ্গবাণী।
সে সব কাহার জন্ম নির্ণয় ন জানি।
দেশী ভাষা বিদ্যা যার মনে ন জুয়ায়।
নিজ দেশ তেয়াগী কেন বিদেশ ন যায়।।
মাতা পিতামহ ক্রমে বঙ্গেত বসতি।
দেশী ভাষা উপদেশ মনে হিত অতি।।
@@swatmasyndhihrid প্রথমে তা মনে হচ্ছিলো তাই দুই বার তারপরে তিনবার শুনলাম। এখন দেখি অনেক ভালো লাগে। Good music is like good wine. It takes time to know something good and different you just had. Patience is needed to enjoy something good.
@@swatmasyndhihrid bhai গানের লিরিক্স যাদের লেখা তারাই খেয়ে দিসে গান? শুনেন আরো কয়েকবার। ভাল লাগবে আশা করি
Jahura baul না থাকলে গান টাই নষ্ট হয়ে যাইতো। অর্ণবদা একটু খেয়াল রাখতে হবে।
We want to see Bangladesh's pride, Anusheh Anadil, perform some of her magic on the Coke Studio stage.
জহুরা বাউল কে আগে শুনিনাই।অসাধারন গাইছেন। বনবিবি কে সিন্নি খিচুড়ি দেয়া সুন্দরবন এলাকার মানুষের সংস্কৃতির অংশ।
বাংলা গান এবং বাংলার সংস্কৃতি এই ভাবে পৌঁছে যাক বিশ্বের প্রান্তরে প্রান্তরে 🧡😊
ধন্যবাদ কোক স্টুডিও বাংলা 🎶 🇮🇳❤🇧🇩
ভালোবাসা ভারত থেকে 🇮🇳🧡🚩❤
আমি তো আমারে চিনলাম না। আমার নিজের বাংলা সাহিত্য আর সংস্কৃতি আমরা তেমন জানি না কিন্তু আরবদেশের অনেক গল্প আমরা জানি। আপনার বর্ণ লুকায় যে তারে বলে বর্ণ চোরা। আব্দুল হাকিম ১৬ শো সালে এই কবিতা লিখে গেছেন
যে সবে বঙ্গেত জন্মি হিংসে বঙ্গবাণী।
সে সব কাহার জন্ম নির্ণয় ন জানি।
দেশী ভাষা বিদ্যা যার মনে ন জুয়ায়।
নিজ দেশ তেয়াগী কেন বিদেশ ন যায়।।
মাতা পিতামহ ক্রমে বঙ্গেত বসতি।
দেশী ভাষা উপদেশ মনে হিত অতি।।
Take love from Bangladesh bro ❤️
একটা আফসোস মৃত্যুর আগ পর্যন্ত থেকেই যাবে... কেন বঙ্গ ভঙ্গ হলো...
@@robinchy8821 বাঙালি হিন্দু মনে করে সে আগে হিন্দু পরে বাঙালি আর বাঙালি মুসলিম মনে করে সে আগে মুসলিম পরে বাঙালি . Our identity crisis caused our divide. Plus oppressions of the Historic Caste System and new converted Muslim hating their own Hindu identity caused further problem.
Also watching from 🇮🇳,,, ❤🇧🇩
একটা গান যে কতটা মাধুর্য ছড়াতে পারে তা হৃদয় দিয়ে উপলব্ধি করতে পারছি।
ধন্যবাদ কোক স্টুডিও বাংলা 🖤❤️
মাঝে মাঝে বাংগালীদের বাংলিশ শুনলে চিৎকার করে কাঁদতে ইচছা হয়!কোক বাংলাকে ধন্যবাদ বাংলা ভাষার জন্য যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য🙏 বারবার বারবার শোনার মতন বুকে আবেগ জাগানো গানটির জন্য ধন্যবাদ🙏
সুন্দোরবন অধ্যশ্বিত
খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, উপকূলিয়
এলাকায় বনবিবি একটি উল্লেখ যোগ্য কল্পকাহিনী 🍂🍂🍂
beee proud to be a সুন্দরবনিয়া 🇧🇩
Love frm বাগেরহাট 🏝️🏞️🧡🇧🇩
কথা, সুর, কোরিওগ্রাফি... সবদিক থেকে কোক স্টুডিও বাংলা'র সেরা সৃষ্টি 💝
From Satkhira with Love
শেষ ৫ বছরের বাংলা মিউজিক ইন্ডাস্ট্রির সেরা কাজ এটা। শুধু শোনার শান্তি বললে ভুল হবে এটা দেখাও একটা শান্তি। ❤️❤️
OMG. This is an epic song. I love this melody & the Bengal culture. Wish i was born in Bangladesh.
Love from Ukraine🇺🇦🇺🇦🇺🇦❤️❤️❤️❤️
❤
wish you win the war. Love from Bangladesh
@@1970sohel thanks.pray for us❤️🇺🇦
I love UKRAINE 🇺🇦 and I’m praying 🙏🏽 daily for your beautiful Country. 💁🏻♀️🙏🏽 CA-USA
@@stephanieallangarman5598 thank you so much brother❤️❤️❤️❤️ stay with us
Coke Studio Bangla Season 2 has been phenomenal so far. The story telling through the songs and the visual representation is just outstanding. It is not only about the songs anymore. Loved how they portrayed both these songs. All the best to Coke Studio Bangla for the future projects.