মেনোপজ কি।।মেনোপজ লক্ষণ ও প্রতিকার।।শরীর খারাপ বন্ধ।।Menopause।।40 বছর পেরোলেই দেখুন।।পিরিয়ড স্টপ।

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 фев 2025
  • মেনোপজ বা রজোনিবৃত্তি হলো মহিলাদের জীবনের সেই সময় যখন তাদের রজঃস্রাব বন্ধ হয়ে যায়। এটি একটি স্বাভাবিক শারীরিক প্রক্রিয়া। মেনোপজের সময় ডিম্বাশয়ের কার্যক্রম কমে যায় বা বন্ধ হয়ে যায়।
    মেনোপজের সম্পর্কে কিছু তথ্য:
    সাধারণত মেনোপজ ৪৫ থেকে ৫৫ বছর বয়সে হয়।
    তবে, অপারেশন করে কোনও নারী যদি তার দুটো ওভারি অথবা জরায়ু ফেলে দেয়, তাহলেও পিরিয়ড বন্ধ হয়ে যায়।
    মেনোপজের সময় মহিলারা শারীরিক ও মানসিকভাবে নানা সমস্যার মুখোমুখি হন।
    মেনোপজের সময় হঠাৎ ওজন বাড়তে পারে, হাড়ের যন্ত্রণা হতে পারে, খিটখিটে মেজাজ হতে পারে।
    মেনোপজের সময় ভ্যাজাইনাল ড্রাইনেস হতে পারে, যার ফলে যৌনজীবনে সমস্যা হতে পারে।
    প্রি মেনোপজ নয়, মেনোপজের আগের সময়কে পেরিমেনোপজ বলা হয়। এটি মেনোপজের একটি পর্যায়। পেরিমেনোপজের সময়, হরমোনের মাত্রা কমে যায় এবং মাসিক বন্ধ হয়ে যায়।
    মেনোপজের লক্ষণ:
    মাসিক বন্ধ হওয়া
    যোনি শুষ্কতা
    চুলকানি, জ্বালাপোড়া, ব্যথা
    হাড়ের ব্যথা
    মেনোপজের কারণ: ডিম্বস্ফোটন বন্ধ হওয়া, ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন উৎপাদন কমে যাওয়া.
    Questions:
    1. মাসিক বন্ধ হয় কত বছর বয়সে?
    2.মেনোপজের পর কি কি সমস্যা হয়?
    3.মাসিক বন্ধ হওয়ার লক্ষণ কি কি?
    4.মেনোপজের লক্ষণ কী?
    Following books are-
    1.Harrisons
    2.DC Dutta
    3.Dawn

Комментарии •