আমি আপন করিয়া চাহিনি । Ami apono koriya chahini । Megh Kalo । Asha Bhosle । Suchitra Sen । Pialy

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 янв 2025

Комментарии • 701

  • @anitadatta1303
    @anitadatta1303 3 года назад +51

    সুর থাকলেও পিয়ালীর মতো এমন বানী মন প্রাণ হয়ে গাওয়া সহজ নয় --- এই শক্তি আসে শুধু সুর চর্চা থেকে নয়, আত্মার ভেতরের অনুভব থেকে ।

    • @prabirmishra2310
      @prabirmishra2310 2 года назад +4

      সুর হৃদয় ছুয়ে গেলে তবেই এটা সম্ভব আমার মনে হয়

    • @amitdas9885
      @amitdas9885 2 года назад +2

      অপূর্ব বন্ধু

    • @kamalsarkar6157
      @kamalsarkar6157 2 года назад +2

      মন ভরে গেল।

    • @MDRazzak-uw1do
      @MDRazzak-uw1do Год назад

      😂

    • @supratimdaschoudhury743
      @supratimdaschoudhury743 Год назад +2

      Piyali..tomer gan shune chokhe Jal chole elo. Anekdin por eka kadlam

  • @madhusudandas4295
    @madhusudandas4295 4 месяца назад +4

    বাংলাদেশের সব সংগীত শিল্পীর প্রতি সবিনয শৣদধা রেখেই বলছি এত সুন্দর ভাবে হৃদয় ছোযা গান শুনলাম। ধন্যবাদ

  • @alhajtafique9857
    @alhajtafique9857 Год назад +2

    তোমার কন্ঠে কি যাদু আছে জানিনা। গান এখন কমই শুনি কিন্তু তোমার গাওয়া শুনলে আর নাশুনে থাকতে পারিনা। আশির্বাদ রইল সামনে এগিয়ে যাও সফলতা আসবেই।

  • @gogreen603
    @gogreen603 2 года назад +4

    সিস্টার পিয়ালী তুমি গানটা কন্ঠ দিয়ে নয় হৃদয় দিয়ে গেয়েছো। একরাশ শুভ্র অনুভূতি হৃদয় ছুঁয়ে গেল।

  • @lutforrahoman1269
    @lutforrahoman1269 8 месяцев назад +2

    তোমার সুমিষ্ট কন্ঠ আমার হৃদয় শান্তি প্রাপ্তি। ধন্যবাদ।

  • @siddeshswarmondal4038
    @siddeshswarmondal4038 9 месяцев назад +2

    তোমার কণ্ঠে গান টি একটি বিশেষ মাত্রা পেয়েছে।

  • @amitavaroy7535
    @amitavaroy7535 10 месяцев назад +1

    অপূর্ব অপূর্ব কিছু বলার নেই। খুব ভালো লাগলো।

  • @DrNikhileshKumarDe
    @DrNikhileshKumarDe 2 года назад +1

    খুব ভালো গেয়েছো। কন্ঠের ছোট ছোট কাজগুলো খুব সুন্দর হয়েছে। শুধু ধৈর্য্য ধরে গেয়ে যাও , একদিন সাফল্য আসবেই।

  • @sonalighosal9331
    @sonalighosal9331 Год назад +3

    পিয়ালী তোমার গান আর সুর আমাকে মুগ্ধ করেছে। আমি সব সময় তোমার গান ই শুনি। তুমি আরো অনেক অনেক বড় হও,ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি।❤️❤️

  • @lakshmigoswami9719
    @lakshmigoswami9719 2 года назад +2

    Apurbo 👍 Asadharon 👍 very very nice 👌 Gaan ti Geyecho 👌God bless you.

  • @seemasen5211
    @seemasen5211 2 года назад +3

    তোমার গানের মধ্যে এতো আকুতি যেনো মনে হয় ভগবান তোমায় সা খ্যাত আশীবার্দ করে গেছেন। অনেক ভালো থেকো।

  • @siddeshswarmondal4038
    @siddeshswarmondal4038 2 года назад +3

    পরম দয়াময় তিনি। তিনি আমাদের ভালবাসেন তাই চাইবার দরকার নেই।একটা দাশনিক ভাব গানের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। কণ্ঠস্বরের মাধুর্যে আমার খুবই ভালো লেগেছে গান টি।

  • @dibyendusaha894
    @dibyendusaha894 Год назад +4

    অন্তরের ভালবাসা শ্রদ্ধা নিষ্ঠা দিয়ে সঙ্গীত পরিবেশন করা .....
    এ যেন তারই প্রতিফলন ।
    👏👏👏👏👏👌👌👍

  • @theoutridertaskforce141
    @theoutridertaskforce141 11 месяцев назад +2

    Awesome, this is not a song , it is heart touching heavens respect for the same, there is no question about her devotion by song, incredible, precede❤ ❤😢😮😅

  • @writingandapplication001
    @writingandapplication001 2 года назад +7

    সমস্ত কৃতিত্ব সেই মহামানবের, যিনি সুর সৃষ্টি করেছেন। আর আপনাদের সুললিত স্বর্ণকণ্ঠ বেয়ে কর্ণকুহর ভেদ করে হৃদয়ে আঘাত করে মন ছুঁয়ে যায়। এক মিষ্টি ঝঞ্ঝা সারা শরীর শিহরিত করে দেয়। ধন্য আপনারা। ধন্য আপনাদের সাধনা। ভালো থাকুন।

    • @PialyKunduOfficial
      @PialyKunduOfficial  2 года назад +1

      Akdom thik katha.. Sur e Bhramho 🥹

    • @rcchakraborty1490
      @rcchakraborty1490 2 года назад +1

      @@PialyKunduOfficial tapaschakraborty

    • @barindraghosh608
      @barindraghosh608 7 месяцев назад +1

      কিছুদিন হলো তোমার গান শুনছি।এর মধ্যে তোমার কন্ঠের একনিষ্ঠ ভক্ত হয়ে গেছি।

  • @asimjana8301
    @asimjana8301 2 года назад +1

    অপুর্ব। ভালো থাকবেন।🙏

  • @susmitachatterjee8693
    @susmitachatterjee8693 6 месяцев назад +1

    Oh!, osadharon 👌🏻👏🏻👏🏻👏🏻❤👍🏻

  • @khanniloy9361
    @khanniloy9361 3 года назад +11

    আপনি সর্বোৎকৃষ্ট ‌গানগুলিই আমাদের জন্য নির্বাচন ও পরিবেশন করে আমাদের হৃদয়ের চাহিদা পূরণ করে চলেছেন। এভাবেই যেন চলতে থাকে অনেক কাল।

  • @lakshmikantagarai2996
    @lakshmikantagarai2996 2 года назад +2

    অপূর্ব মনে দাগ কেটে যায়।

  • @mukulkumarchakraborty407
    @mukulkumarchakraborty407 Год назад +1

    আপনার গান অপূর্ব, হৃদয় স্পর্শ করে

  • @srsvision7213
    @srsvision7213 2 года назад +7

    গানটি প্রথম শুনলাম। হৃদয় ছুঁয়ে গেলো। এ যেনো আত্মার অনুরণন। আশীর্বাদ করছি তুমি কোটি কোটি মানুষের প্রাণের শিল্পী হয়ে উঠ।

    • @stillalive1234
      @stillalive1234 2 года назад +1

      Seki!!!!
      Niharranjan gupter megh Kalo cinemai -suchitra sen er upor chitraito asha bhosle er ak osomvob Sundar gan...sunben akbar original version ta dya kore...

  • @ashokbhadury5599
    @ashokbhadury5599 3 года назад +3

    A real versatile singer. ভাবতে অবাক লাগে, একেবারে সব ধরনের গান কীভাবে এতো চমত্কার গান আপনি! যদিও বলা ঠিক নয়, তবুও বলছি, আজকের গানটি আমার কাছে মূল গানের থেকেও বেশি ভালো মনে হয়েছে।
    (গানটিতে যেভাবে সুরারোপ করা হয়েছে, অনেকটা কান্তগীতির আদলে, তাতে করে পূজা পর্যায়ের মনে হলেও ছবির সিচুয়েশন অনুযায়ী এটা শতভাগ প্রেম পর্যায়ের। যদিও আপনার পরম ভক্তিভরা গায়কী গানটিকে পূজা পর্যায়ে উন্নীত করেছে। সে কারণেই হয়ত বেশি ভালো লেগেছে।)

    • @anitadatta1303
      @anitadatta1303 3 года назад +2

      আমার সাহস কম । তাই সত্যি কথা এমন সুন্দর করে তোমার মতো বলতে পারিনি বলে দুঃখিত । এখানেই নব প্রজন্মের জয় আর আমাদের ক্ষয় । তবু নেই এই ভেবে ভয় মিথ্যার কাছে হবেনা অশোক সদয় ।

    • @PialyKunduOfficial
      @PialyKunduOfficial  3 года назад +2

      Anek dhanyobaad.. gaan ti ami puja bhabei geyechi 😀🙏

    • @anitadatta1303
      @anitadatta1303 3 года назад +1

      @@PialyKunduOfficial এজন্যই তো তুমি আমার মা । তোর গান ছাড়া কারো গানে যে আমার প্রাণ ভরেনা । মা, কুট্টুস রাগ না করলে বলি তোর গান দিয়েই মন মন্দিরে নিত্য পুজো দিই। --- একটু আগে পন্ডিত রবি শঙ্করের পুরনো একটি ভিডিও দেখছিলাম -- গান, সুর, শব্দ নিয়ে কী মূল্যবান কথাই না তিনি বলছিলেন !

    • @anitadatta1303
      @anitadatta1303 3 года назад +1

      @@PialyKunduOfficial অদিতির সাথে কথা হয়? গানটা শুনেেছে?

  • @debasishbhadra4968
    @debasishbhadra4968 2 года назад +2

    গানকে এমন আপন ভেবে সেধেছে বোন তাই এমন গান শুনিতে পাই । তোমার সুর সাধনার এই নিষ্ঠা না থাকলে এমন গান গাইতে পারতে না ।

  • @nileshchatterjee6181
    @nileshchatterjee6181 Год назад +1

    পিয়ালীদেবী কি চমৎকার গানটা গেয়েছেন । মন ভরে গেল।

  • @siddeshswarmondal4038
    @siddeshswarmondal4038 2 года назад +1

    তুমি কোন পথে এলে মোর ভুবনে । কেন কবি কাজী নজরুল ইসলামের গানের প্রতিটি লাইনের ভাষা ও সূর্যের সমন্বয় ও তেমনি সার্থক ভাবে উপস্থাপন হবে মিলে এক অদ্ভুত রোমাঞ্চকর অনুভূতি মনটাকে ভরিয়ে তুললো।।

  • @subhenduchaudhuri-mp6rf
    @subhenduchaudhuri-mp6rf Год назад +1

    কোন ক্ষেত্রে মন্তব্য করবো ভাবছি, এই গানের না আজকে এই গানটি post করার আগে যে অসাধারন 'মুখবন্ধ' টি লিখেছেন সেটির।কি সহজ, সুন্দর মনছুঁয়ে যাওয়া কথা।যেন 'সহজপাঠ'।আপনার কন্ঠ ও লেখনী সমবেগে সমান্তরাল সরলরেখায় এগিয়ে চলেছে যেন ।'একই অঙ্গে এত রুপ .....'।অজস্র ধন্যবাদ ।

  • @anuradhaghosh3737
    @anuradhaghosh3737 Год назад +1

    এখন কার শিল্পী দের মধ্যে দরদের অভাব দেখি কিন্তু তুমি তার ব্যতিক্রম।

  • @shikhahalder1293
    @shikhahalder1293 9 месяцев назад +1

    বাঃ খুব সুন্দর গাইলে মনটা ভরে গেল।

  • @prasantamukherjee460
    @prasantamukherjee460 11 месяцев назад +1

    আহা কী দরদ ! ! ! কীভাবে গাইলে মা পিয়ালী আমার? এতো আবেগভরা গান মা সরস্বতী ছাড়া আর কে গাইতে পারে? সত্যিই আমার হৃদয়ের গানই তুমি গাইলে। অনেক অনেক অনেক ভালো থেকো এবং বড়ো শিল্পী হয়ে ওঠো এই কামনা রইলো।

  • @siddeshswarmondal4038
    @siddeshswarmondal4038 2 года назад +2

    গানটা শুনে আমি মুগ্ধ আপনাকে শ্রদ্ধা না করে পারছি না।

  • @sabarniroychowdhurybiswas4527
    @sabarniroychowdhurybiswas4527 Год назад +1

    Amar abosar somay akmatro sangi tomar gan piyali khub valo lage ai vaba agiye jao❤️❤️❤️

  • @manoranjankundu8006
    @manoranjankundu8006 Год назад +2

    খুব ভালো লাগলো অসাধারণ উপস্থাপনা সুন্দর কন্ঠস্বর ঈশ্বরের আশীর্বাদ ধন্য হয়ে বিরাজ করবে।

  • @rajasreebhattacharyya7726
    @rajasreebhattacharyya7726 Год назад +2

    এত পুরোনো গান , কিন্তু নতুন করে শুনলুম।মন ভরে গেল। ভালো থেকো পিয়ালী।

  • @anupbera6000
    @anupbera6000 2 года назад +1

    সুরের মূর্ছনায় ভরিয়ে দিচ্ছেন। আমরা এক অপূর্ব জাদুতে মোহিত হয়ে যাচ্ছি। কি ভালো যে লাগছে ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। অসংখ্য ধন্যবাদ। শুভেচ্ছা রইলো।

  • @uttamchoudhury3613
    @uttamchoudhury3613 3 года назад +13

    The more I listen to your covers the more I feel indebted to you for your perfection. You are truly blessed not only with a wonderful voice but for your feelings, emotions and expression while rendering a song. Keep going sister and may Maa Saraswati shower her blessings on you.

  • @pradipghosh7485
    @pradipghosh7485 2 года назад +4

    অসাধারণ ধন্যবাদ দেওয়ার মত‌ ভাষা নেই গেয়ে যাও তুমি অনেক ‌‌‌বড় শিল্পী হবে।

  • @schakraborty3689
    @schakraborty3689 Год назад +1

    মনের শিক্ষা, উপলদ্ধি র সামর্থ্য আর আবেগের সাথে গায়ন রীতির অ আ ক খ অবধানে থাকলে পিয়ালীর মতো এমন অন্তর উৎসারিত গান গাওয়া যায়। বড়ো মন বিচলন কারি! বড়ো মনোমুগ্ধকর!!

  • @মেঘমল্লার-ঙ৭জ

    Fully speechless...... Chokh vije alo...!!silpir sarthakata bodh hoi aikhanei...!!!

  • @swapanmukherjee2242
    @swapanmukherjee2242 Год назад +1

    মায়ার বাধনে আপন করে আবারও লক্ষ পুরন হল.......তুমিতো আপন হয়েছো.....

  • @pranatichatterjee457
    @pranatichatterjee457 Год назад +2

    কি অপূর্ব গলা কি সুরেই গাইলেন আপনি চমৎকার

  • @sunandamukherjee2997
    @sunandamukherjee2997 2 года назад +5

    প্রথমে তোমাকে ধন্যবাদ জানাই গানটা পরিবেশন করার জন্য।👌👌। অনেক দিন পর গানটা শুনে মন ও কান জুড়িয়ে গেল।।এইসব গান এখন আর কেউ গায় না। সেই কতবছর আগে সিনেমাতে সুচিত্রা সেনের লিপে শুনেছিলাম।( আশা জীর গাওয়া )। এখনও এক ই অনুভূতি। 🌷🌷

  • @ratanpoddar8926
    @ratanpoddar8926 3 года назад +6

    আহা, এত দরদ দিয়ে আজকাল কেউ গায় নি । সত্যি মা সরস্বতী তোমার গলায় বিরাজ করছেন।

  • @siddeshswarmondal4038
    @siddeshswarmondal4038 Год назад +2

    আমি আপন করিযা চাহি নি তবু তুমিতো আপন হয়েছ। ঈশ্বর মঙ্গলময তিনি সকলের মঙ্গল চান ৷ আর এই চুরাশি লক্ষ যোনি ভ্রমণের পর এই মনুষ্য জন্ম এই মনুষ্য জন্মেরও একটা উদ্দেশ্য আছে ৷ we ore for the Lord not for oth.ers আমরা ঈশ্বরের মাহাত্ম্য প্রচারের জন্য এই পৃথিবীতে আমরা জন্মগ্রহণ করি। কিন্তু মাযার প্রভাবে ষড রিপুর তাড়নায় আমরা ভুলে খাই সেকথা কিন্তু মঙ্গলেময় ঈশ্বর সব সময আমাদের মঙ্গল করিয়া বার বার কাছে টানিবার চেষ্টা করেন ' | আমরা যদি সেই ইঙ্গিত বুঝতে পারি তাহলে আমরা মঙ্গলের কোলেই বাস করি ৷ আমাদের মনুষ্য জন্ম হয় সার্থক।

  • @alhajtafique9857
    @alhajtafique9857 Год назад +1

    খুব সুন্দর একটা গান। । একেবারে তন্ময় হয়ে এগানটা শুনলাম। সুরের ছোঁয়ায় প্রান ভরে গেল। অনেক অনেক ধন্যবাদ।

  • @uttammukherjee6183
    @uttammukherjee6183 3 года назад +2

    Mon ta bhore gelo🙂

  • @prasantamukherjee460
    @prasantamukherjee460 11 месяцев назад +1

    আমার আশীর্বাদ নিও। কী দরদ দিয়ে গাইলে তুমি।

  • @SURERAKASHE
    @SURERAKASHE 7 месяцев назад +1

    Asadharon laglo ❤️❤️

  • @siddeshswarmondal4038
    @siddeshswarmondal4038 2 года назад +2

    গান চয়েসের ক্ষেত্রে আপনার উচ্চ মনের পরিচয় পাওয়া যায়। গানটির ভাষা ও সুর খুবই ভালো লেগেছে। সুন্দর ভাবে সঙ্গীত পরিবেশন করেছেন আপনি।

  • @samumisra9338
    @samumisra9338 3 года назад +6

    তোমার বাচন ভঙ্গী ও উচ্চারন আমার ভীষণ ভালো লাগে।প্রতিটি গানের অর্থ স্পষ্ট হয়ে উঠে।

  • @chandanade8660
    @chandanade8660 Год назад +1

    Bah khub sundor geyechen.

  • @apurbamazumder2227
    @apurbamazumder2227 2 года назад +1

    পিয়ালী তোমার কন্ঠে আশাজীর এই গানটিই সবচেয়ে ভাল হয়েছে বলে আমার মনে হয়। অসাধারন।

  • @narugopalbera1015
    @narugopalbera1015 3 года назад +1

    বেশ দরদী কন্ঠে গান টা গেয়েছো ধন্যবাদ

  • @anitadatta1303
    @anitadatta1303 3 года назад +2

    এমন আকুল করা গান শুনে মন্তব্য করার চেয়ে অন্তর জগতে অনুভব করা সহজতর ! আহা কী আকুল করে গাইলে মা !

  • @ashokbhadury5599
    @ashokbhadury5599 Год назад +1

    অসামান্য উপস্থাপন, আমার কাছে মূল গানের থেকেও হৃদয়স্পর্শী..

  • @suprasanta
    @suprasanta 2 года назад +1

    গানটি প্রাণবন্ত হয়ে উঠেছে তোমার গলায়।

  • @tapatimondal79
    @tapatimondal79 9 месяцев назад +1

    কি সুন্দর ! অপূর্ব ,কি মধুর গলা l

  • @bikashchakraborti6538
    @bikashchakraborti6538 2 года назад +1

    বারবার শুনি। কতটা আবেগাক্রান্ত হই বলতে পারব না। কত দরদ দিয়ে গেয়েছ!

  • @siddeshswarmondal4038
    @siddeshswarmondal4038 9 месяцев назад +1

    বর্ষ হয়ে আসে শেষ । দিন হয়ে এলো সমাপন গাড়িতে চাহিতে হিয়া পুরাতন ক্লান্ত বর্ষের সর্ব শেষ গান। আপনার কণ্ঠে গাওয়া রবীন্দ্রনাথের গান টি যেন এমন দিনে যে গাওয়ার উপযুক্ত।

  • @mamatanaskar4819
    @mamatanaskar4819 2 года назад +1

    পিয়ালীর গান আমার প্রচন্ড ভালো লাগে। যত ই শুনছি তত ই মুগ্ধ হচ্ছি। কুটুস বাবুটা কোথায় ? খূব ভালো গীটার বাজিয়ে।

    • @PialyKunduOfficial
      @PialyKunduOfficial  2 года назад

      Dhanyobaad anek. Kuttus aste aste bhalo hochhe.. or hath bhenge gechilo.

  • @kalpanabhattacharjee4224
    @kalpanabhattacharjee4224 3 года назад +1

    Tomar gan sune mon ta bhore gelo.darun darun.onek nam koro onek subhecha o bhalobasa roilo tomar jonno❤️❤️

  • @arundas9035
    @arundas9035 2 года назад +1

    Balar kichu nei Piyali. Khub darad diea gayecho. Asadharan.

  • @supratimdaschoudhury743
    @supratimdaschoudhury743 2 года назад +2

    চোখে জল এসে গেলো .......

    • @PialyKunduOfficial
      @PialyKunduOfficial  2 года назад

      ধন্যবাদ 😀🙏

    • @supratimdaschoudhury743
      @supratimdaschoudhury743 2 года назад

      Amar masi chhilen Rabindrasangeet Shilpi Maya Sen. Masir mato auto baro teacher khubi kom aachen. Tumi sambhab hole " Ogo Saotali Chhele" , E porobase robe ke....ei gan gulo sambhab hole geyo.......

    • @PialyKunduOfficial
      @PialyKunduOfficial  2 года назад +1

      @@supratimdaschoudhury743 ami robindrasongeet khub bhalo gaite pari na, tao porer gaan ti Akti Robindrasongeet gaoar chesta korbo 🙏

  • @anitadatta1303
    @anitadatta1303 3 года назад +21

    মা সরস্বতী শুধু সুরই দেয়না শ্রুতি শক্তিও দেয় । সেই শক্তির সামান্যতমও যদি মা আমাকে দিয়ে থাকেন সেই বলে বলছি পিয়ালীর গাওয়া এ গান এ যাবত কালের মধ্যে সর্বোত্তম ।

    • @PialyKunduOfficial
      @PialyKunduOfficial  3 года назад +1

      Hobe na aar aunty.. kono asha na rekhei gaite hobe ebar 😢

    • @anitadatta1303
      @anitadatta1303 3 года назад +3

      @@PialyKunduOfficial হবে। তবে গীতায় বর্ণিত নিষ্কাম কর্ম বেটার।

    • @PialyKunduOfficial
      @PialyKunduOfficial  3 года назад +3

      @@anitadatta1303 ami khuje pachhi na aunty.. apni amake oi comment er niche aktu tag kore din please 🙏

    • @soumenmukherjee5908
      @soumenmukherjee5908 5 месяцев назад

      গলায় এত সুর! কি অসাধারণ যে লাগে আমার যে কি বলবো।

  • @hemankursengupta7277
    @hemankursengupta7277 8 месяцев назад +1

    অপূর্ব !

  • @debendranathdas8774
    @debendranathdas8774 2 года назад +1

    অভূতপূর্ব উচ্চারণ তোমার মিষ্টি গানে , ভাষা নেই।

  • @jigalmondol9023
    @jigalmondol9023 Год назад +1

    দিদি চমৎকার গেয়েছো।

  • @dilipkumargupta.3374
    @dilipkumargupta.3374 3 года назад +9

    অপূর্ব শ্রুতি মধুর!!! মন ছুঁয়ে গেল!!!👌👌👌👌💐💐💐💐

  • @anitadatta1303
    @anitadatta1303 3 года назад +12

    আত্মার ভেতর থেকে আসা কন্ঠায়িত এ সুরের ঝর্ণা ধারায় প্লাবিত হোক পিপাসা কাতর মানব মন , ছুঁয়ে যাক মহাকাল, দূরে যাক মনের দাবদাহ , সকল হিংসা বিদ্ধ হৃদয় হোক মানব প্রেমের দেউল !

    • @henarahman2525
      @henarahman2525 2 года назад +4

      আপনার কমেন্ট গানের মতোই ভালো লাগে💚

    • @amaldatta174
      @amaldatta174 Год назад +2

      এই গানটি শুনে আমার মনে হয় এতো ভালো লাগার মতো করে অন্য কোন শিল্পী এটি গায়নি ।

  • @subodhbasu5826
    @subodhbasu5826 2 года назад +1

    আহ্। অপূর্ব। সুললিত মাধুর্যে ভরা পরিবেশন!!

  • @amiyokundu4012
    @amiyokundu4012 Год назад +1

    এক আশ্চর্য সুন্দর গান। খুব প্রিয় গান আমার।খুবই অনুভবী নিবেদন। মুগ্ধতা সতত।

  • @santanughosh9494
    @santanughosh9494 3 года назад +6

    আমার Favourite গান। মহানায়িকার ঠোঁটে আশাজির গাওয়া। অসাধারণ গেয়েছেন আপনি। আরও শুনতে চাই🙏

    • @PialyKunduOfficial
      @PialyKunduOfficial  3 года назад +1

      অনেক অনেক ধন্যবাদ 🥰🥰. ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আরো গান শুনতে পারেন।

  • @samirdas7745
    @samirdas7745 10 месяцев назад +1

    মা সরস্বতীর আশীর্বাদ আপনার মাথার উপরে অবশ্যই আছে, তানাহলে শুধু হারমোনিয়াম বাজিয়ে যেকোনো গান গাওয়া সহজ নয়, অশেষ ধন্যবাদ. গান শুনছি শুনবো.

  • @arundas9035
    @arundas9035 3 года назад +2

    বার বার এই গানটা শুনতে ইচ্ছে করে

  • @khanniloy9361
    @khanniloy9361 3 года назад +1

    অতুলনীয়।

  • @snigdhachatterjee4048
    @snigdhachatterjee4048 3 года назад +5

    অপূর্ব।কতদিন পর তোমার গলায় এই গানটা মনকে ভরিয়ে দিল।

  • @surajitsen5199
    @surajitsen5199 3 года назад +5

    আহা, অনবদ্য গেয়েছো, সাধু সাধু 👌👌

  • @kobitakar6621
    @kobitakar6621 2 года назад +1

    Khub khub khub Sundar, sweet voice sweet sung, God bless you.

  • @GoutamRamvlog
    @GoutamRamvlog Год назад

    তোমার কণ্ঠস্বর এতো মিষ্টি
    যা সবার হৃদয় ছুঁয়ে।

  • @tapanbanerjee99790
    @tapanbanerjee99790 Год назад

    সুচিত্রা সেনের লিপে আশাজীর গাওয়া অসাধারণ গান। প্রণব রায়ের দারুণ অনুভূতিপূর্ণ lyrics. তুমি অত‍্যন্ত দরদ দিয়ে গানটা গেয়েছো। হৃদয় দিয়ে অনুভব করার মতো গান। ভীষণ ভালো লাগলো।♥️

  • @khanniloy9361
    @khanniloy9361 3 года назад +1

    অসাধারণ।

  • @santomitra8702
    @santomitra8702 2 дня назад

    মন প্রাণ ভরে গেল। অসাধারণ কণ্ঠে অসাধারণ নিবেদন। ভালো থেকো মা।

  • @krishnabhattacharjee8976
    @krishnabhattacharjee8976 8 месяцев назад +1

    অপূর্ব লাগলো

  • @mahaswetaganguli6146
    @mahaswetaganguli6146 2 года назад

    কি মধুর কণ্ঠ l আহা মন প্রাণ ভরে গেলl অপূর্ব ভাব তোমার l মায়ের আশীর্বাদে এমন সুন্দর কন্ঠ। খুব ভাল। অনেক শুভেচ্ছা রইল।

  • @das-w3k
    @das-w3k 3 года назад +3

    আপনার যেই গানটি ই শুনি সেই গান টিই আমার খুব ভালো লাগে এই গানটি অপূর্ব সুন্দর লেগেছে আমার, আমি গান ভীষণ ভালোবাসি , আপনাকে আমার আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানাই, আপনার শ্রীবৃদ্ধি কামনা করি।

  • @mousumismusic7472
    @mousumismusic7472 3 года назад +3

    Aha ki je bhalo gaile kothay prokash korte parbona go......the best 👍👍😊😊

  • @biswajitguharoy3264
    @biswajitguharoy3264 Год назад

    শুধুই মুগ্ধতা.....
    এক অন্যরকম মাদকতা......💞
    শুভেচ্ছা..... 💞

  • @supriyaroy3066
    @supriyaroy3066 2 года назад +1

    অতুলনীয়, মুগ্ধ হয়ে গেলাম, very nice voice

  • @bluestone2007
    @bluestone2007 3 года назад +2

    Apurba!!

  • @shashikantbiswas3174
    @shashikantbiswas3174 Год назад +1

    অনেক ভালো লেগেছে মনটা ভরে গেছে।

  • @dalia7228
    @dalia7228 3 года назад +1

    Osadharon gayoki…
    Onek shubhechcha

  • @swarashruti5335
    @swarashruti5335 3 года назад +10

    তুমি আমাদের কাছে ক্রমশ সেই স্বর্ণযুগের কিংবদন্তিতে রূপান্তরিত হয়ে যাচ্ছ।

  • @bikasroy4663
    @bikasroy4663 3 года назад +1

    দিদি, অসাধারন

  • @kamalroy6733
    @kamalroy6733 3 года назад +1

    Vai তুমি আপন না করলেও,, গান আপন করেনিয়েছে, exilent

  • @asheshmanna2401
    @asheshmanna2401 3 года назад +6

    The image of the song is really nice and heart touching. Your voice is amazing and beautiful and eye-catching. Sister ,i love you. I'm feeling better now. I pray to God for your better mentally of life so that you may obtain blessings of God. Your dada. Carry on. I want to see more and more deeply emotion in you.

  • @khanniloy9361
    @khanniloy9361 3 года назад +2

    অসাধারণ। ধন্যবাদ আপনাকে।

  • @drmilon6646
    @drmilon6646 Год назад

    আত্মিক সুরে, হৃদয় জুড়ে, গানের সুরে আত্মপ্রকাশ করেন যিনি
    তিনি মহান। অসাধারণ পরিবেশনাসুন্দর নিবেদন।। অভিনন্দন। ❤️🎄

  • @unity1206
    @unity1206 Год назад +1

    Very nice 👍 Ektu halka lipstick parun, eta request. Don't mind.

  • @swarashruti5335
    @swarashruti5335 3 года назад +5

    আমিতো এখন বেশিরভাগ সময়ে শুধু পিয়ালীর গানই প্রতিদিন শুনি।

  • @arundas9035
    @arundas9035 3 года назад +5

    Excellent . সত্যি দারুন গেয়েছো পিয়ালী |

  • @amaldatta174
    @amaldatta174 Год назад +1

    একজন কালজয়ী শিল্পীর মতোই এই গানে পিয়ালী কুন্ডু তাঁর গায়ন দক্ষতা দেখিয়েছেন ।❤