গতকাল সরোজিনীর এই গানটি গাওয়ার পর থেকে এখন চারটে পর্যন্ত চল্লিশ বার শুনেছি ---- কিন্তু তা'তে শোনার তৃপ্তি পূরণ হয়নি , বরং আরো আরো শুনতে ইচ্ছে করছে । একজন শিল্পীর কন্ঠে কতোটা সুর মহিমা ও বানীর শক্তি কতো বেশী থাকলে এমন হতে পারে তা আজকের মতো আগে কখনো বুঝিনি । মনে হচ্ছে আমার জীবনে কোন একটা বিশেষ গান শুনে এতো মুগ্ধ আর হইনি। এ এমন এক মুগ্ধতা যা অনির্বচনীয় । মুগ্ধতার কাছে আমার ভাষা এভাবে হেরে যেতে আমি দেখিনি । সরোজিনীকে এমন শ্রমসাধ্য অথচ মধুরতম গান শোনানোর জন্য এখন আর সুর কন্যা বলতে পারছিনা --- এখন বলব মানবকুলে আবির্ভুত সুর শান্তি দায়িনী এক সুর দেবী , তাপ হরনী মানবী। তুমি একদিন চর্চার শুদ্ধতা ও মা বীণাপাণির প্রতি ভক্তি বলে এ কালের আশা ভোঁসলে /সন্ধ্যা মুখোপাধ্যায় হবে এ আমার দৃঢ় প্রত্যয় ।
Ani Mam আমার দিভাইয়ের উপর আপনার এই মূল্যায়নে আমি শুধুমাত্র উদ্দীপিতই নয়, বাকহারা। ভাষা খুঁজে পাচ্ছি না যা কিনা উপযুক্ত হবে আপনার মূল্যবান মতামত সমগোত্রীয়। তিথি না মেনেই যিনি কারো বাড়ীতে আসেন তাকে যেমন অতিথি বলে, আত্মার সাথে আত্মার যার মিল হয় সেইই হয়ে যায়
@@SarojiniGhoshMusic আমারো দৃঢ় অভিমত এই যে, ‘বড় শিল্পী’ (কিংবদন্তি) হওয়ার মতো সব ধরণের যোগ্যতা তাঁর (সরোজিনী ঘোষ) আছে! এজন্য, আমাদের সবাইকে তাঁর পাশে থাকতে হবে একজন আপন হিসেবে! আমরা তাঁকে একজন ‘প্রকৃত বড় শিল্পী’ হিসেবে দেখতে চাই!
@@sadhankumarghosh577 অনেক ধন্যবাদ তোমাকে । যা বলেছি তা আমার কলমের নয়, আত্মার প্রতিধ্বণি , বলতে পারি আজ শুধু এইটুকু । আমার দেশ বিদেশে থাকা কয়েকজন পরিচিত গানটি শুনে বলেছে " এমন আকুল করা বেদনা কাতর দরদী সুর তারা জীবনে শুনেনি। " এটা সরোজিনী ঘোষের জীবনের সুর সাধ্যের এক মাইল ফলক হতে পারে ।
অনেক আবেগ থেকে একটা কথাই শুধু বলতে ইচ্ছে করছে। দু- দুটো পরিবার আপনাকে পেয়ে ঋদ্ধ হয়েছে। আর আমরা ভাগ্যবান আপনার সেই বিরাট আলোর তলায় দাঁড়িয়ে তৃপ্তি পাচ্ছি। কি অসাধারণ আপনি।
গানের কথাগুলো খুবই সুন্দর আমি এই গানটা যখনই শুনি নিজেকে ভগবানের সাথে যুক্ত করে ফেলি আর আপনি খুবই ভালো গেয়েছেন পুরোটাই পুরানো স্বাদটা পেলাম অনেক ধন্যবাদ আপনাকে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার।
এই গানটি অসাধারণ গেয়েছ। এ ছাড়া আর কোন মন্তব্যই যথেষ্ঠ নয়। মূল শিল্পী শ্রদ্ধেয়া আশা ভোঁসলে। সম্ভবত আশা ভোঁসলে ছাড়া আর কোন শিল্পীর কন্ঠে গানটি শুনিনি। এতো নিখুঁত গায়কী যে আর কোন মন্তব্যই চলে না। তবে এসকল গানের শ্রোতাবন্ধূ অত্যন্ত বিরল। শিল্পীকে শুভ রাত্রির অশেষ এবং অজস্র ধন্যবাদ জানাই। ভালো থেকো।
এই গানটা স্কুলজীবনে আমার খুব প্রিয় ছিলো। 63বছর বয়সে নতুন করে এই গানটি আবিষ্কার করলাম আপনার কণ্ঠে। প্রশংসার কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। শুধু বলবো, মনটা ভারাক্রান্ত হয়ে গেলো।
মন্ত্রমুগ্ধের মত হয়ে গানটি শুনলাম। অনেক ধন্যবাদ। অনেকদিন পর অাবার রজনী কান্তের - অামি তো তোমারে চাহিনি জীবনে এই গানটি পরিবেশন করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। ভাল থাকুন। নমস্কার।
আপনার এই গানটি একটা complete package বলতে পারি। গায়কি, আবেগ ও সুরের মূর্ছনা এক কথায় অনবদ্য। চোখ বুজে গানটি শুনলে আশাজি এবং আপনার কণ্ঠে বেশি পার্থক্য খুঁজে পাই না।
এই গানটি আশা ভোঁসলের বিখ্যাত গান এই গানটি আপনিও গাইলেন এই গানটি আপনি আপনার মত করে গাইলেন সুন্দর হয়েছে কিন্তু আশা ভোঁসলে এই গানটি যেরকম ভাবে গেয়েছেন সেরকম হয়নি
কী অসাধারণ আবেগ মথিত সুরের মূর্ছনায় গানটা তুমি গাইলে ! বানীকে আত্মার ভেতর থেকে সুরের ছোঁয়ায় এমন করে প্রবাহিত করছ যে, যে কোন শ্রোতার অন্তর দ্রবীভূত হবে । হে গুণী সুরকন্যা বোন আমার তোমার দক্ষতা , সুর সাধ্য অপার । --- শম্পা কুন্ডু সহ অনেকের কন্ঠে শুনেছি বহুবার এ গান। আশা ভোঁসলের প্রতি শ্রদ্ধা জানাই , তিনিই প্রথম এ কালজয়ী গান গেয়েছিলেন ।
দিদি আমিও সকলের গান ই শুনেছি ।কিন্তু শম্পা দির তো স্টুডিও রেকর্ডিং,সেখানে ছোট ছোট কাজগুলো অনায়াসেই করা সম্ভব হয়,একটা গান একবারে গাইতে হয় না।আর আমার তো লাইভ রেকর্ডিং,তাই কষ্ট টা একটু বেশি হয়,আর সবসময় হয় তো সবার হৃদয় ছুঁতেও সক্ষম হয় না,তাই যত ভালোই গান গাওয়ার চেষ্টা করি না কেন,মেশিন কে টেক্কা দেওয়া সম্ভব নয়।
@@SarojiniGhoshMusic দিদি গো, তোমার সীমাবদ্ধতা যান্ত্রিক , মানসিক বা সুরের নয় । তোমার সুর সাধ্য তোমাকে এগিয়ে দেবে। আর সব সময় প্রশংসা চেওনা, কিছু মানুষ কোন কোন গান একটু অপছন্দ করুক না। এতে তোমার জিদ বাড়বে, আরো ভালো হবে। তোমার সবচেয়ে বড় জিনিস হলো তোমার কন্ঠ মা বীণাপাণি ছুঁয়ে দিয়েছে ।
@@SarojiniGhoshMusic আমার নিকটতম তোমার এ গাওয়া শুনে বললো আমি নাকি তোমার সুর মূল্যায়নে তোমার প্রতি একটু ভুল করেছি। এ গানে তোমার গায়নে তুমি আশা ভোঁসলের পরেই , মাঝখানে আর কেউ নেই এটা বলতে বলেছে তোমাকে ।
নমস্কার দিদি মণি তুমি ভালো আছো অনেক সুন্দর তোমার সুকন্ঠের গান শুনে মুগ্ধ হয়ে যাই। তোমার গান আমি মনোযোগ সহকারে শুনি ও কোথায় যে হারিয়ে যাই নিজেই জানিনা।আরও সুন্দর করে গাও দোয়া করি ভালো থেক পরিবারের সবাই কে নিয়ে।
আমি গায়ক নই , যাত্রা শিল্পী , শ্রোতা । আপনার গানের অন্ধ ভক্ত । আশাজির কন্ঠে র এই গান আমি হাজার বার শুনেছি । ভাবলাম আপনার গানটা শুনে একটা কিছূ deficiency comment করবো । sorry friend/mam . আমি পাইনি । 99/100 । ভালো থাকুন ।
কাল থেকে আজ রাত ১২টা বেজে গেল,শুধু শুনে গেলাম, অতলস্পর্শি মুগ্ধতায় ভাষা হারিয়ে ফেলেছি, আমার ফিরে যেতে ইচ্ছে হয় আমার সেই দিন গুলো তে-----১৯৯৭-২০০২আমি বিভিন্ন পত্রিকায় সাংস্কৃতিক অনুষ্ঠানের রিভিউ লিখতাম, অনেকে/অনেক প্রতিষ্ঠান আমাকে আমন্ত্রণ জানাতো তাদের অনুষ্ঠানের রিভিউ লিখতে,আমি খুঁজে বেড়াতাম , লিখতাম প্রশংসা, আলোচনা সমালোচনা । আমাকে সেই কাগজ সেই কালি কলম আবার করে টানে, ডাকে। কিন্তু যার জন্য এই টান--আমিতো বাক্যহারা। 🙏❤️🙏 কি আর বলবো দিদিভাই--- সূর্যকে কিঞ্চিৎ প্রদীপ দেখাই।
This is an emotional/serious song by ashaji from beng film ,megh Kalo, it is one of my favourite song also. As usual, with your sweet/melodious voice, style of singing sung beautifully and tried heart and soul to justify the song as accurately as possible. God,s blessings are always with you for your better prospect. Waiting eagerly for your next song. Keep well. Thanks a lot.
আপনার সমস্ত গান আমি শুনি তবে এই গানটা আমার খুব প্রিয়। তাই বার বার শুনলাম মন ভরে গেল। কেন ভাল লাগে জানেন সংসারের চাপে আপনার মতন হয়ে উঠতে পারিনি। আমিও গান শিখেছি শুধু এইমাত্র।
Ami atanu dey the street painter. Apnar gan shune ami mugdha. Amar asirbad nio.tumi aro aro ganer jagate egiye jao ei kamona kori..asha vosler ei ganti shune chokhe jal ese jay.kato sundar gan tini geyechilen.gitikar surokar sabai kei bahoba dite hay ei gaantir janyaaa
আহঃ, মনটা ভরে গেল। সম্ভবতঃ ১৯৭০সালে মেঘ কালো সিনেমার গান। আশা ভোঁসলের গাওয়া।তখনের মতো এখনও প্রিয় আমার এই গানটা, তোমার গলায় শুনে আমি অভিভূত। অনেক ধন্যবাদ।
গতকাল সরোজিনীর এই গানটি গাওয়ার পর থেকে এখন চারটে পর্যন্ত চল্লিশ বার শুনেছি ---- কিন্তু তা'তে শোনার তৃপ্তি পূরণ হয়নি , বরং আরো আরো শুনতে ইচ্ছে করছে । একজন শিল্পীর কন্ঠে কতোটা সুর মহিমা ও বানীর শক্তি কতো বেশী থাকলে এমন হতে পারে তা আজকের মতো আগে কখনো বুঝিনি । মনে হচ্ছে আমার জীবনে কোন একটা বিশেষ গান শুনে এতো মুগ্ধ আর হইনি। এ এমন এক মুগ্ধতা যা অনির্বচনীয় । মুগ্ধতার কাছে আমার ভাষা এভাবে হেরে যেতে আমি দেখিনি । সরোজিনীকে এমন শ্রমসাধ্য অথচ মধুরতম গান শোনানোর জন্য এখন আর সুর কন্যা বলতে পারছিনা --- এখন বলব মানবকুলে আবির্ভুত সুর শান্তি দায়িনী এক সুর দেবী , তাপ হরনী মানবী। তুমি একদিন চর্চার শুদ্ধতা ও মা বীণাপাণির প্রতি ভক্তি বলে এ কালের আশা ভোঁসলে /সন্ধ্যা মুখোপাধ্যায় হবে এ আমার দৃঢ় প্রত্যয় ।
খুব ভালো থেকো দিভাই।
Ani Mam আমার দিভাইয়ের উপর আপনার এই মূল্যায়নে আমি শুধুমাত্র উদ্দীপিতই নয়, বাকহারা। ভাষা খুঁজে পাচ্ছি না যা কিনা উপযুক্ত হবে আপনার মূল্যবান মতামত সমগোত্রীয়।
তিথি না মেনেই যিনি কারো বাড়ীতে আসেন তাকে যেমন অতিথি বলে, আত্মার সাথে আত্মার যার মিল হয় সেইই হয়ে যায়
আত্মীয়। আপনি অজান্তেই আমাদের আত্মীয় হয়ে গেছে ন। Not a day passes when you are not talked about or reminded of.
@@SarojiniGhoshMusic আমারো দৃঢ় অভিমত এই যে, ‘বড় শিল্পী’ (কিংবদন্তি) হওয়ার মতো সব ধরণের যোগ্যতা তাঁর (সরোজিনী ঘোষ) আছে! এজন্য, আমাদের সবাইকে তাঁর পাশে থাকতে হবে একজন আপন হিসেবে! আমরা তাঁকে একজন ‘প্রকৃত বড় শিল্পী’ হিসেবে দেখতে চাই!
@@sadhankumarghosh577 অনেক ধন্যবাদ তোমাকে । যা বলেছি তা আমার কলমের নয়, আত্মার প্রতিধ্বণি , বলতে পারি আজ শুধু এইটুকু । আমার দেশ বিদেশে থাকা কয়েকজন পরিচিত গানটি শুনে বলেছে " এমন আকুল করা বেদনা কাতর দরদী সুর তারা জীবনে শুনেনি। " এটা সরোজিনী ঘোষের জীবনের সুর সাধ্যের এক মাইল ফলক হতে পারে ।
অসাধারণ অসাধারণ অপূর্ব আর কিছু বলার নেই
মনটা 😊 শান্তি তে ভরে গেল 😢 congrats 🎉 with 😊 affection 😊and.love😊 nice song.best.voice.of.😊sorojini❤ Ghosh 😅
Osadharon 👌
ভীষণ আনন্দ পেলাম ।আপনার কন্ঠ এই গানটি শুনে।আপনার আন্তরিকতা ও সুর দিয়ে সকলের আপনার হয়ে থেকে যাবেন চিরকাল ।আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালবাসা জানাই ।ঈশ্বর আপনার মঙ্গল করুন ।
ভীষণ আনন্দ পেলাম ।অসাধারণ কন্ঠ ।আন্তরিকতা হৃদয় ছুঁয়ে গেল।ঈশ্বর আপনার মঙ্গল করুন ।খুব আনন্দে থাকবেন ।আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালবাসা জানাই ।
অতি সুন্দর
বাঃ চমৎকার ! খুব মনোযোগ সহকারে গাওয়া গানটি হৃদয় স্পর্শ করে গেল।আর কণ্ঠে যেন মা সরস্বতী বিরাজ করছেন। খুব ভালো থাকবেন সবাই...🙏🙏
ধন্যবাদ দাদা
তাল,লয়,সুর,কন্ঠ এক কথায় অসাধারণ।
এই সুন্দর গান উপহার দেয়ার জন্য দিদিমণি কে অসংখ্য ধন্যবাদ। গানটি অনেক ভালো লাগলো।
ভাবে আবেগে অভিব্যক্তিতে সুরের পবিত্র তরঙ্গে ভেসে যায় যেন এক সরস্বতী কন্যা !
অপূর্ব ma'am sarojini..
তোমার গান শুনলে মনে হয় ভগবান র বাদ্যযন্ত্র তোমার হাতে
অনেক শুভেচ্ছা রইলো বন্ধু 💐💕🙏
আমি আপনার গানের একজন স্রোতা। অনেক দিন পর আপনার মিষ্টি সুরের গান শুনলাম। মনটা ভোরে গেল।
খুব সুন্দর হয়েছে। মনটা ভরে গেল। অনেক অনেক শুভকামনা রইলো। 🌹🌹
অনেক আবেগ থেকে একটা কথাই শুধু বলতে ইচ্ছে করছে। দু- দুটো পরিবার আপনাকে পেয়ে ঋদ্ধ হয়েছে। আর আমরা ভাগ্যবান আপনার সেই বিরাট আলোর তলায় দাঁড়িয়ে তৃপ্তি পাচ্ছি। কি অসাধারণ আপনি।
খুবই সুন্দর হয়েছে ।আমার অনেক প্রিয় গান।বার বার শুনতে ভালো লাগে।❤❤❤
তোমার কন্ঠে কি যাদু আছে ? আমার অনেক দু:খ তোমার গান শুনে দূর হয়ে যায়, মা সরস্বতী আমার , শীতকালে ভোরবেলা রেওয়াজ করবে ,কোনোদিন কন্ঠ খারাপ হবেনা
গানের কথাগুলো খুবই সুন্দর আমি এই গানটা যখনই শুনি নিজেকে ভগবানের সাথে যুক্ত করে ফেলি আর আপনি খুবই ভালো গেয়েছেন পুরোটাই পুরানো স্বাদটা পেলাম অনেক ধন্যবাদ আপনাকে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার।
দিদি অপূর্ব অপূর্ব❤❤
❤আপনি গানের প্রতি খুবই দরদী শিল্পী।
আমি আপনার নিরোগ ও দীর্ঘ জীবন কামনা করছি।
তুমি প্রত্যেকটা গানই খুব মনোযোগ সহকারে গাও। শুনতে তাই ভীষন ভীষন ভালো লাগে।❤️❤️❤️❤️
কি নিবেদন!!
আমি spellbound.
ব্যাখা দেওয়ার ভাষা
নেই।👏👏👏
সরোজিনী দিদির গান মনের মণিকোঠায় সারাজীবন গাঁথা হয়ে থাকবে।
Khub khub bhalo geyecho.Mon bore gelo.Duto ganer Anuradha janachhi.1
Aha chal kore jal ante ami jamunate Jai.2.Sonar palanker ghare likhe rekhe chilem dware.
দারুন দারুন।কোনো কথা নয়,খুব খুব ভালো লাগলো।
মনে ভরে গেলো,এমন সুরে মাধুরি বেদে গান টাকা তুলে ধরেছে।।অসাধারণ আপু।।🎉❤😊
আপনার গান সত্যি অন্তরে এসে আঘাত করে....এরকম ভাবেই সুন্দর সুন্দর গান উপহার দিন.....ভালো থাকবেন 🌹🌹
ধন্যবাদ
কী চমৎকার! ❤️❤️হৃদয়ের সবটুকু আবেগ দিয়ে নিখুঁত গায়ন শৈলীতে অতুলনীয় আবেগী নিবেদন!❤️মন্ত্রমুগ্ধ হয়ে অনেকবার শুনলাম! 👈😀😀👌👍
ধন্যবাদ দাদা
আহা..হা কি মধুর গায়কী। মন ভরে গেলো, তোমার গানে আমি মুগ্ধ মাসি মনি। ভীষণ ভালো লাগলো। মাসি মনি ভালো থেকো, সাবধানে থেকো। নমস্কার....❤❤👌👌
ধন্যবাদ পূজা
এই গানটি অসাধারণ গেয়েছ। এ ছাড়া আর কোন মন্তব্যই যথেষ্ঠ নয়।
মূল শিল্পী শ্রদ্ধেয়া আশা ভোঁসলে। সম্ভবত আশা ভোঁসলে ছাড়া আর কোন শিল্পীর কন্ঠে গানটি শুনিনি।
এতো নিখুঁত গায়কী যে আর কোন মন্তব্যই চলে না। তবে এসকল গানের শ্রোতাবন্ধূ অত্যন্ত বিরল।
শিল্পীকে শুভ রাত্রির অশেষ এবং অজস্র ধন্যবাদ জানাই। ভালো থেকো।
অনেক ধন্যবাদ দাদা।
মর্মস্পর্শী বেশ কিছু গান শোনার সুযোগ হল আপনার কল্যাণে। আর কন্ঠ, আহা!! সে তো সাক্ষাত মা সরস্বতী রুপ।
ধন্যবাদ
খুবই সুন্দর হয়েছে। 🌹🌹
দারুণ! দারুণ! দিভাইয়ের কণ্ঠের বাঁধন খুব সুন্দর৷ ভলিয়্যুম হয়ত বেশী নয়" ৷ যে স্কেলে তুমি দিভাই গাও, খুব শ্রুতিমধুর লাগে৷
এই গানটা স্কুলজীবনে আমার খুব প্রিয় ছিলো। 63বছর বয়সে নতুন করে এই গানটি আবিষ্কার করলাম আপনার কণ্ঠে। প্রশংসার কোনো ভাষা খুঁজে পাচ্ছি না।
শুধু বলবো, মনটা ভারাক্রান্ত হয়ে গেলো।
সরোজিনী , তোমার গাওয়া এ গানের অমৃত সুধা "বহিবে অবিরাম অনিবার " এবং এটি তোমাকে শ্রোতাদের মনে অমর করবে ।
Good lyrics.
Osadharon. spellbound.
Amar konya jodi ektu apnar sannidho peto...
অপূর্ব আহা মন ভরে গেলো গো🥰🥰🥰
সত্যি খুব ভালো গান । ভালো গান শুনতে পেলে খুবই ভালো লাগে । অপূর্ব নিবেদন যতটা দরদ দিয়ে গাওয়া তার সবটাই উজাড় করে দিয়েছেন । ভালো থাকবেন দিদি ।
. আমার চোখে জল এসে গেল! অপূর্ব!!
Asadharan ganer kotha gulo.
Apnar golay vari sundar hoyacha.
Monta voragalo.
গান টা যতবার শুনি কেবলি শুনতে ইচ্ছে করে এবং প্রানটা জুড়িয়ে যায়
অসাধারণ। খুব সুন্দর উপস্থাপনা। ❤🌹👍
মনে পড়ে সেই দিন যে দিন তোমার কণ্ঠে আমরা দুজন এ গান শুনে পরে আরো কতো বড় যে শুনেছিলাম ! ❤❤❤
মুগ্ধ বললেও কম বলা হবে, অসাধারণ বললেও কম বলা হবে, চোখ বুজে মাথা দোলাতে দোলাতে উপভোগ করাটাই শ্রেয়।❤️❤️❤️❤️🌹🌹🌹
Apurbo,anobodyo,anirbachoniyo,asha vonsler por r ekjon asha vonsler shunlam aaj.
Sorojini one of the best one. SO EMOTIONAL KOTHA ABONG SUR, PERFORMANCE AS WELL.
মন্ত্রমুগ্ধের মত হয়ে গানটি শুনলাম। অনেক ধন্যবাদ। অনেকদিন পর অাবার রজনী কান্তের - অামি তো তোমারে চাহিনি জীবনে এই গানটি পরিবেশন করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। ভাল থাকুন। নমস্কার।
আপনার এই গানটি একটা complete package বলতে পারি। গায়কি, আবেগ ও
সুরের মূর্ছনা এক কথায় অনবদ্য।
চোখ বুজে গানটি শুনলে আশাজি এবং আপনার কণ্ঠে বেশি পার্থক্য খুঁজে পাই না।
এই গানটি আশা ভোঁসলের বিখ্যাত গান এই গানটি আপনিও গাইলেন এই গানটি আপনি আপনার মত করে গাইলেন সুন্দর হয়েছে কিন্তু আশা ভোঁসলে এই গানটি যেরকম ভাবে গেয়েছেন সেরকম হয়নি
সোনাঝরা কণ্ঠের অসাধারন খেলা , আবেগময় গান,এই দুইয়ের মেলবন্ধন ও অান্তরিক চেষ্টা মন ছুঁয়ে গেলো।
ধন্যবাদ
Apni sob dhoroner gaan e ato sumodhur konthe gaan je ki bole apnake dhonyobad janabo jani na.🌹🌹
দিদি এই বৃষ্টির দিনে মনটা বাংলামায়ের
মত সবুজ সতেজ করে দিলে,অসাধারণ, কোটি প্রনাম দিদি।
ধন্যবাদ
Vision vision valor laglo
Ahha ahha kotobar sunlam ,boro valo laglo 👍👍 excellent 👌👌
একাধিকবার শুনার পরও আগ্রহের কমতি নেই। ধন্যবাদ গানটি পরিবেশন করার জন্য।
Thank you so much 💓
গানটা অনেক সুন্দর হইছে আমার কাছে অনেক ভালো লাগলো 🥀🥀
Ki misti sure ganta sonalen,man pran vore galo, God bless you.
ঘন😊বরিষণে😊জল😊কল😊কলে😊এসো😊 নীপবনে 😊ছ।য়। বীথি 😊 তলে 😊
Pranab Ray er lekha, Pabitra Chattopadhyay er sure Ashajir ei asaaaadhaaran ganti apnar kanthe abar asaaaadhaaran laglo! Ki bolbo- bhasha khuje pachchhina madamji. Satyi khub khub sundar. Valo thakun. Prithwish chakraborty. Batanagar. Kolkata-140
অপূর্ব..তোমার গান শুনতে ভীষণ ভালো লাগে , সুন্দর গায়কী..নমস্কার
অসাধারণ লাগল। খুব সুন্দর উচ্চারণ এবং একেবারে সঠিক গায়কী। মন ভাল হয়ে গেল। অশেষ ধন্যবাদ।
Dhanyabad 😊 🙏
Bah ..Sarojini .tomar gaan amar hridoy chhuye galo.
Khub bhalo theko
অসাধারণ সুন্দর একটি গান গেয়ে শোনালেন
Khub Sundar.Manta khub bharakranta. Hoye galo.God bless you.
অপূর্ব অপূর্ব ... মুগ্ধ হলাম
আমি সবার আগে বলবো সব থেকে আসল হলো গানের সিলেকশন সেটা অসাধারণ 👌👌 আর তিনি গাইছেন তিনি একজন অসাধারণ গাইকা🙏🙏💐💐❤️❤️
Dhanyabad ❤ 🙏
অসাধারণ একটা সংবেদনশীল গান শুনলাম অনেক সুন্দর গায়োকী ভঙ্গিমা really fantastic
ধন্যবাদ
@@SarojiniGhoshMusic My pleasure
Ashajir gan sahas kore geyechen nd khub sundar uposthapona.🌹
সকালটা সুন্দর হয়ে উঠল, নমস্কার।
কী অসাধারণ আবেগ মথিত সুরের মূর্ছনায় গানটা তুমি গাইলে ! বানীকে আত্মার ভেতর থেকে সুরের ছোঁয়ায় এমন করে প্রবাহিত করছ যে, যে কোন শ্রোতার অন্তর দ্রবীভূত হবে । হে গুণী সুরকন্যা বোন আমার তোমার দক্ষতা , সুর সাধ্য অপার । --- শম্পা কুন্ডু সহ অনেকের কন্ঠে শুনেছি বহুবার এ গান। আশা ভোঁসলের প্রতি শ্রদ্ধা জানাই , তিনিই প্রথম এ কালজয়ী গান গেয়েছিলেন ।
দিদি আমিও সকলের গান ই শুনেছি ।কিন্তু শম্পা দির তো স্টুডিও রেকর্ডিং,সেখানে ছোট ছোট কাজগুলো অনায়াসেই করা সম্ভব হয়,একটা গান একবারে গাইতে হয় না।আর আমার তো লাইভ রেকর্ডিং,তাই কষ্ট টা একটু বেশি হয়,আর সবসময় হয় তো সবার হৃদয় ছুঁতেও সক্ষম হয় না,তাই যত ভালোই গান গাওয়ার চেষ্টা করি না কেন,মেশিন কে টেক্কা দেওয়া সম্ভব নয়।
@@SarojiniGhoshMusic দিদি গো, তোমার সীমাবদ্ধতা যান্ত্রিক , মানসিক বা সুরের নয় । তোমার সুর সাধ্য তোমাকে এগিয়ে দেবে। আর সব সময় প্রশংসা চেওনা, কিছু মানুষ কোন কোন গান একটু অপছন্দ করুক না। এতে তোমার জিদ বাড়বে, আরো ভালো হবে। তোমার সবচেয়ে বড় জিনিস হলো তোমার কন্ঠ মা বীণাপাণি ছুঁয়ে দিয়েছে ।
Darun Darun 🙏🙏🙏
@@SarojiniGhoshMusic আমার নিকটতম তোমার এ গাওয়া শুনে বললো আমি নাকি তোমার সুর মূল্যায়নে তোমার প্রতি একটু ভুল করেছি। এ গানে তোমার গায়নে তুমি আশা ভোঁসলের পরেই , মাঝখানে আর কেউ নেই এটা বলতে বলেছে তোমাকে ।
@@anitadatta1303 Ani Mam আপনার মূল্যবান সঠিক/ নিরপেক্ষ মন্তব্য আমাদের চলার পথের দিশারী। ভালো থাকবেন।
নমস্কার দিদি মণি তুমি ভালো আছো অনেক সুন্দর তোমার সুকন্ঠের গান শুনে মুগ্ধ হয়ে যাই। তোমার গান আমি মনোযোগ সহকারে শুনি ও কোথায় যে হারিয়ে যাই নিজেই জানিনা।আরও সুন্দর করে গাও দোয়া করি ভালো থেক পরিবারের সবাই কে নিয়ে।
Apurbo❤
Bon Tumi atadin kothai Chile Tomar galai sab gan sunte khub valo lage god bless you
আ হা.... অপূর্ব..... অসাধারন কন্ঠের অধিকারিনী আপনি।।।।। ভীষণ ভালো লাগলো।।।।।।
ধন্যবাদ
Ai sab gan sunle manta vari hoa jai, khub khub Sundar, sweet voice.
Thank you so much ❤ 🙏
দিদি অপূর্ব অপূর্ব ♥♥
Wonderful singing. I am highly satisfied with your extremely emotional tune. Wish your grand success. May God bless you.
Thank you so much
দিদী আশা করি ভালো আছেন আবারও শুনলাম
অসাধারণ গেয়েছেন, দিদি।
আবেগ মেশানো হৃদয়স্পর্শী। 🙏🙏
ধন্যবাদ ভাই
খুব আপন করে বা নিজের করে গান করেন এখানেই গানের সার্থকতা খুব ভাল হয় ।খুব ভাল লাগে ।
আমি গায়ক নই , যাত্রা শিল্পী , শ্রোতা । আপনার গানের অন্ধ ভক্ত । আশাজির কন্ঠে র এই গান আমি হাজার বার শুনেছি । ভাবলাম আপনার গানটা শুনে একটা কিছূ deficiency comment করবো ।
sorry friend/mam . আমি পাইনি । 99/100 ।
ভালো থাকুন ।
তোমার গান গাওয়ার ভঙ্গী আমার খুব ভালো লাগে।আর পিয়ালীর গান ভালো লাগে।দু জনে তোমরা প্রাণ উজাড় করে গান গাও
ভীষন আন্তরিক নিবেদন আপনার, আমাদের সময়ের গান,শুনলেই আবেগ প্রবণ হয়ে পরি।আপনার উন্নতি সাধন হোক।
Very good
এটি.... লতাজির সমসুর এবং শর্ট মিউজিক... অনবদ্য.... চালিয়ে যান।
কাল থেকে আজ রাত ১২টা বেজে গেল,শুধু শুনে গেলাম, অতলস্পর্শি মুগ্ধতায় ভাষা হারিয়ে ফেলেছি, আমার ফিরে যেতে ইচ্ছে হয় আমার সেই দিন গুলো তে-----১৯৯৭-২০০২আমি বিভিন্ন পত্রিকায় সাংস্কৃতিক অনুষ্ঠানের রিভিউ লিখতাম, অনেকে/অনেক প্রতিষ্ঠান আমাকে আমন্ত্রণ জানাতো তাদের অনুষ্ঠানের রিভিউ লিখতে,আমি খুঁজে বেড়াতাম , লিখতাম প্রশংসা, আলোচনা সমালোচনা । আমাকে সেই কাগজ সেই কালি কলম আবার করে টানে, ডাকে। কিন্তু যার জন্য এই টান--আমিতো বাক্যহারা। 🙏❤️🙏
কি আর বলবো দিদিভাই---
সূর্যকে কিঞ্চিৎ প্রদীপ দেখাই।
তোমাদের সকলের এত ভালোবাসা পেয়ে আমি আপ্লুত ববিতা।শুধু বলবো ভালো থেকো।
তুমি ই তো আমাদের ভালো থাকার দায়িত্ব নিয়ে ফেলেছো, তুমি ভালো থাকলেই আমরা ভালো থাকবো ভালো থেকো ❤️ , ভালো রেখো।
Ami aponar gan sune mugdho hoe jai didi vai . apni ato sundor dorod die gan protita gan amar vison bhalo lage didi vai
ভারি সুন্দর গাইলেন!
অভিনন্দন ও শুভেচ্ছা রইল।
Asadharan ...amar ai ganta prio...apnar kanthe khub misti legechhe...
ধন্যবাদ
This is an emotional/serious song by ashaji from beng film ,megh Kalo, it is one of my favourite song also. As usual, with your sweet/melodious voice, style of singing sung beautifully and tried heart and soul to justify the song as accurately as possible. God,s blessings are always with you for your better prospect. Waiting eagerly for your next song. Keep well. Thanks a lot.
Thanks for your precious comments.
অতুলনীয় আবেগী নিবেদন , খুব সুন্দর হয়েছে 👌👌
আপনার সমস্ত গান আমি শুনি তবে এই গানটা আমার খুব প্রিয়। তাই বার বার শুনলাম মন ভরে গেল। কেন ভাল লাগে জানেন সংসারের চাপে আপনার মতন হয়ে উঠতে পারিনি। আমিও গান শিখেছি শুধু এইমাত্র।
Dhanyabad
আহা কি অপূর্ব যে লাগলো.. মন ভরে গেল। 💕💕
❤
Khub khub khub bhalo geyecho. Kichu bolai bahulya. Apurbo.
ধন্যবাদ
এ গানে সরোজিনীর সুরে রয়েছে এমনি এক যাদুর মন্ত্রগুপ্তি / যা দেবেনা কখনো পুরো হতে শোনার তৃপ্তি !
Ami atanu dey the street painter. Apnar gan shune ami mugdha. Amar asirbad nio.tumi aro aro ganer jagate egiye jao ei kamona kori..asha vosler ei ganti shune chokhe jal ese jay.kato sundar gan tini geyechilen.gitikar surokar sabai kei bahoba dite hay ei gaantir janyaaa
Namaskar 🙏
Didivai ki sundor gailego..monta vore galo...aro onek onek gan sunte chai didivai..🙏❤️🌼
অনেক ধন্যবাদ
আহঃ, মনটা ভরে গেল। সম্ভবতঃ ১৯৭০সালে মেঘ কালো সিনেমার গান। আশা ভোঁসলের গাওয়া।তখনের মতো এখনও প্রিয় আমার এই গানটা, তোমার গলায় শুনে আমি অভিভূত। অনেক ধন্যবাদ।
অসংখ্য ধন্যবাদ
@@SarojiniGhoshMusic Very nice Dr A K Gupta Jharkhand 825301
Darun hoye6a didi
শ্রদ্ধেও দিদি ভাই অপূর্ব আমি আপন করে করিয়া চাই নি তবু আপনি তো আপন হযেছেন সাথে থাকলেই রযেছো
হে
দিদি ভাই আপনাকে ওআপনার এই মূহুর্তে বেশি কিছু বলতে চাই না বন্ধু দিদি ভাই অপূর্ব সুন্দর মধুর গান. জন্ম জন্ম শুনে যাবো
Darun darun didi vai
Baah apurbo