Pousher Kachakachi ॥ পৌষের কাছাকাছি ॥ Bengali Romantic song of Manna Dey ॥ Cover by Pialy

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 дек 2024

Комментарии • 216

  • @amaldatta174
    @amaldatta174 Год назад +5

    জানি পৌষের কাছাকাছি রোদ মাখা সেই আবেগ আর রোমাঞ্চ যাপনের দিন আর কখনো ফিরে আসবেনা ,তবু আজকের যাপন করা চলমান পড়ন্ত বিকেলেও গানটির সুর ও অভিব্যক্তি এক অসাধারণ নস্টালজিয়া সৃষ্টি করলো । সত্যি ,ভাবে আবেগে সুরের মাধুর্যে পিয়ালী এক অনন্যা সুরকন্যা !

    • @PialyKunduOfficial
      @PialyKunduOfficial  Год назад

      ধন্যবাদ

    • @siddeshswarmondal4038
      @siddeshswarmondal4038 Год назад +1

      পৌষের কাছাকাছি রোদ মাখা সকালের রোমাঞ্চকর অনুভূতি ফিরে আর আসিবে কি কখনও? জীবনের এমন সুন্দর অনুভুতি. বিস্মৃতির অতল গহ্বরে হারিযে যায৷ স্বতির রোমন্থন করতে গিয়ে অনেক পুরাতন স্মৃতি ক্ষাণিকের তরে ভেসে উঠে ৷ তখন মনটা আমান্দে ভরে উঠে ৷ গানটির উপস্থাপনা এত সুন্দব. হয়েছে ঘে শুনতে শুনতে হৃদয এক রোমাঞ্চকর অনুভূতিতে ভরে উঠে ৷ ভালো থাকুন সুস্থ থাকুন।

    • @amaldatta174
      @amaldatta174 Год назад

      ​@@siddeshswarmondal4038আপনার কথাগুলো সত্যি খুব সুন্দর,মন ছুঁয়ে যাওয়া।ধন্যবাদ জানাই।দুঃখ হয় এই ভেবে যে পিয়ালীর এতো সুন্দর করে গাওয়া এই গান এখনো সঠিক মূল্য পায়নি ।

  • @sunilmandal5778
    @sunilmandal5778 Год назад +1

    APURBA.. APURBA.. ASADHARAN SUNDR. HRIDAY BHORE GELO. MAA PIYALY EMON MADUKONTHE GAAN KOTODIN PORE TOMAR KONTHE SHUNLAM. HRIDOYER KAACHHA KAACHI EI GAAN.

  • @rabinchanda9249
    @rabinchanda9249 Год назад

    Outstanding feelings. Shraddhey Manna Dey aapanake thik thak Aasirbad diyechen.

  • @subhraghosh6401
    @subhraghosh6401 Год назад

    Khub valo laglo, maa Saraswati tomar golaye biraj korchhen 💖💖

  • @sumitdas2264
    @sumitdas2264 6 месяцев назад

    piali
    je kono songit songit karer
    one and only sob chaida metai.
    abong onader thake perfect.
    What an singar.

  • @mamatamaity9212
    @mamatamaity9212 Месяц назад

    Apurbo sundor mon chnua galo

  • @kumarraxyacharjee5994
    @kumarraxyacharjee5994 Год назад

    Kub valo laglo Didi oshadaran porobeshona shubkamona rohilo

  • @jibondas6440
    @jibondas6440 11 месяцев назад

    Khub. Sundar. Hoyeche. Thanks

  • @subikashdeb2432
    @subikashdeb2432 Год назад

    অনেক স্মৃতি জাগানিয়া গানটি এত সুন্দর করে উপস্থাপন করার জন্য অসংখ্য ধন্যবাদ। খুব ভালো লাগলো।

  • @mkbiswas3898
    @mkbiswas3898 Год назад

    খুব সুন্দর। মন ভড়িয়ে দিলে। হৃদয় জুড়িয়ে দিলে। ঈশ্বর তোমার মঙ্গল করুন।

  • @amiyanayak5843
    @amiyanayak5843 Год назад

    Ki apurbo gaile go..Tabalchi o tomar darun.Manna Dey ar galai samna samni sunar par tomar galai sunlam..dito Manna Dey...khub bhalo theko.

  • @jayasreemajumder1114
    @jayasreemajumder1114 Год назад

    Asadharon expression khub khubi valo laglo tomar gaan

  • @pijushkrmukherjee5501
    @pijushkrmukherjee5501 7 месяцев назад

    Super Voice Piyali.God Bless U.❤👌

  • @fazluljabbar9415
    @fazluljabbar9415 Год назад

    অসাধারণ পিয়ালী মনটা ভরে গেলো
    তোমাকে অনেক অনেক শুভেচ্ছা রইলো ভালো থেকো

  • @sukdevchandramondal4834
    @sukdevchandramondal4834 Год назад

    পিয়ালী তোমার অনবদ্য সুকন্ঠ সকল প্রকার গান মনে ছুঁয়ে যাওয়া ।

  • @anindyaray4406
    @anindyaray4406 Год назад

    মান্না দে'র গানে সুর তাল ছন্দের সাথে একটা আন্তরিকতা মিশে মন ছুঁয়ে যাওয়ার জন্য কোন গান বারবার শুনেও কখনো একঘেয়ে লাগে না। আপনার গলায়ও অদ্ভুত ভাবে সেই আন্তরিকতার উপস্থিতিতে সেই একই রকম ভালোলাগায় মন ভরে ওঠে। বহুদিন পর সোশ্যাল মিডিয়ায় এসে প্রথমেই এই গানটা শুনে এতদিন পরে আসার আক্ষেপ বেড়ে গিয়েছে।

  • @himadribhattacharjee8202
    @himadribhattacharjee8202 Год назад

    কাব্য কি কথা সে ,
    ভাবব কি বিলাশে ।।
    বড়ো ভালো গেয়েছ। আহা!!!
    বারবার , তিন বার শুনেছি । লেডি মান্না দে ।
    সঙত্কার দের ও ধন্যবাদ ।

  • @susmitabanerjee9254
    @susmitabanerjee9254 Год назад

    Khub sundar... ai gangulo amader sampad
    Tumi sundar kare ai sampad dhare rekhecho
    Ro sonar asay roilam ❤❤

  • @saswatimukherjee4988
    @saswatimukherjee4988 Год назад

    Tomar gan ami khube bhalo basi. Ato sundor misti gola.babu tumi khube bhalo thako. Sundor sundor sob gam kor.amar onak bhalo basa dilam

  • @narugopalbera1015
    @narugopalbera1015 Год назад

    খুব সুন্দর গান সুমধুর কন্ঠস্বর ধন্যবাদ ম্যাডাম।

  • @ishitatripathi3117
    @ishitatripathi3117 Год назад +1

    Ager ganer recording er thake ay ganer recording anake tay besi bhalo laglo.asale apni eto sundor sundor ganer upohar den je apnar thaka majhe majhe anake besi asha thake..👌👌🌷🌹🌹🌹🌺🌺

  • @HemelDutta
    @HemelDutta Год назад

    অসাধারণ

  • @YN-ld7rv
    @YN-ld7rv Год назад

    Durdanto, khub valo laglo gaan ajker

  • @molaymondal5406
    @molaymondal5406 Год назад

    মুগ্ধ হয়ে গেলাম

  • @sanjaydhak3640
    @sanjaydhak3640 Год назад +1

    এই গানটা মেঘা জানা র কন্ঠে সবচেয়ে সুন্দর হয়েছে।

  • @sbmandal7190
    @sbmandal7190 Год назад

    অসাধারণ। মুগ্ধ হয়ে শুনলাম।

    • @PialyKunduOfficial
      @PialyKunduOfficial  Год назад

      অনেক ধন্যবাদ

    • @pijushkantisanpui2321
      @pijushkantisanpui2321 11 месяцев назад

      অসাধারণ, মুগ্ধ হয়ে শুনলাম দিদি

  • @tanmaymaity6475
    @tanmaymaity6475 Год назад

    চমৎকার। খুব সুন্দর হয়েছে

  • @amaldatta174
    @amaldatta174 Год назад

    আহা আহা বিগত সময় কখনো চিরতরে যায়না -- হারিয়েও থেকে যায় দিনের আলোতে রাতের তারার মতো !

  • @sanchitadas3968
    @sanchitadas3968 Год назад

    আহা মন প্রাণ ভরে গেল অসাধারণ

  • @udayhaldar4884
    @udayhaldar4884 Год назад

    তবলা হারমোনিয়াম এর অসাধারণ যুগলবন্দি এবং তার সঙ্গে বর্শার ফলকের মত অসাধারণ স্বরনিক্ষেপ ভীষণ মুগ্ধ করল। একটা ছোট্ট অনুরোধ রইলো মথুরা মধুর হল শ্যাম - শিপ্রা বসু

    • @PialyKunduOfficial
      @PialyKunduOfficial  Год назад

      Anek dhanyobaad, gaan ti jana nei.. tobe smt. Sipra bosur gaan hole abossoi sunte tulbo🙏, ei gaantir referencer jonno anek dhanyobaad 🙏

  • @ashokbhadury5599
    @ashokbhadury5599 Год назад +1

    ভীষণ চমৎকার পরিবেশন.. উচ্ছল, প্রাণবন্ত, উপভোগ্য। সেই দিনগুলি যেন সত্যি ফিরে এলো..

  • @chandranathchatterjee9029
    @chandranathchatterjee9029 Год назад +1

    "পৌষ এর কাছাকাছি রোদ মাখা দিনগুলি" তোমার অসাধারণ গান পরিবেশন এর মধ্যে ফিরে পেলাম। 👌👌👌👌👌👌❤️

  • @anontochowdhurysanto
    @anontochowdhurysanto Год назад

    কিছু গান হৃদয়ে ঝর তোলে।

  • @tapanbanerjee99790
    @tapanbanerjee99790 Год назад

    গানটা ভীষণ ভালো লাগলো। তবলা আর হারমোনিয়ামের সহযোগিতায় তুমি খুব যত্ন করে মনপ্রাণ ঢেলে গানটা সুরে, তালে ও লয়ে দারুণ ভালো গেয়েছো। মান্না দের এই রোমান্টিক গানটাতে প্রভাস দে ভৈরবী রাগে্র উপরে সুরটা খুব সুন্দর করেছেন।কথায়, সুরে, তালে এবং তোমার মিষ্টি মধুর কণ্ঠে খুবই জমাটি হয়েছে গানটা। ভীষণ ভালো লাগলো, মন ভরে গেলো।

  • @DrNikhileshKumarDe
    @DrNikhileshKumarDe Год назад

    খুব সুন্দর গেয়েছো। মা সরস্বতীর আশীর্বাদ লাভে ধন্য হ‌ও ।

  • @amitbiswas4470
    @amitbiswas4470 3 месяца назад

    একরাশ মুগ্ধতা

  • @putulmallick1122
    @putulmallick1122 Год назад

    Osadharon gayoki......

  • @tapankumarsamanta4672
    @tapankumarsamanta4672 11 месяцев назад

    সুমিষ্টি কণ্ঠস্বরে উন্নত মানের গায়কীতে গেয়েছো বোন | মন
    ছুঁয়ে গেলো | ভালো থেকো - অনেক
    অনেক শুভ কামনা রইলো |

  • @debkumarkundu6882
    @debkumarkundu6882 Год назад

    বাহ্, খুব সুন্দর পরিবেশন।

  • @gopalkundu9900
    @gopalkundu9900 Год назад

    যে দিন চলে যায় ভালো যায়। আর তা কখনোই ফিরে আসে না। শুধু স্মৃতি হয়ে থাকে। পুরোণো দিনে আমরা ফিরে যেতে চাই। মন চায়। বাস্তব এটাই যে বর্তমান নিয়েই চলতে হয়। পিয়ালী আজ পঞ্চমী তিথিতে সেই পুরোনো দিনগুলোতে নিয়ে গেলো। দারুণ গাইলে। অশেষ ধন্যবাদ।

  • @kuntalmondal3073
    @kuntalmondal3073 Год назад +1

    অসাধারণ গানটি তোমার গায়কিতে অনন্য হয়ে উঠল। আপ্লুত বোন। আহা! কী মধুর কণ্ঠ!

  • @bikashchakraborti6538
    @bikashchakraborti6538 Год назад

    খুব ভালো গেয়েছ। মন ভরেছে।

  • @surajitdas8315
    @surajitdas8315 Год назад

    এই গানটি তোমার কন্ঠে কতবার যে শুনেছি তার হিসাব রাখিনি। ভগবান নিজ হাতে তোমার কন্ঠে মধু ঢেলে দিয়েছেন। তোমার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।

  • @বিজ্ঞদাদু
    @বিজ্ঞদাদু Год назад

    অসাধারণ গেয়েছেন
    খুব ভালো লাগলো
    সরস্বতী পূজার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা

  • @chiranjitde7467
    @chiranjitde7467 Год назад

    আহা অনবদ্য গায়কী! মুগ্ধ হয়ে শুনলাম।

  • @arpangoswami7113
    @arpangoswami7113 Год назад

    Piyali madam apurba melodieus voice apnar

  • @dilipmahapatra3087
    @dilipmahapatra3087 Год назад

    খুব সুন্দর একটা গান আপনার সুমধুর কন্ঠে শুনে খুব ভাল লাগল। অনেক শুভেচ্ছা।

  • @drmilon6646
    @drmilon6646 Год назад +1

    আজকের গানের জলস। খুবই চমৎকার । গানটি ভীষণ রোমান্টিক প্রিয় শিল্পীর কন্ঠে অসম্ভব ভালো লাগলো। সবাইকে অভিনন্দন অভিবাদ। ❤️

  • @user-jw1fr7bn2n
    @user-jw1fr7bn2n Год назад

    Very beautiful

  • @debasishbhadra4968
    @debasishbhadra4968 Год назад

    খুব ভালো লাগলো বোন । সব দিক দিয়ে সুন্দর উপস্থাপনা । মন ছুঁয়ে গেলো ।

  • @atanubasu8159
    @atanubasu8159 Год назад

    অনবদ্য❤️

  • @mithusinha8440
    @mithusinha8440 Год назад

    Khub sundor geycho.

  • @ChayanMallik13
    @ChayanMallik13 Год назад

    অনেক অনেক ভালো হয়েছে। শুনে শান্তি পেলাম🥰

  • @animeshhalder6579
    @animeshhalder6579 Год назад

    পুরোনো স্মৃতিকে নতুন ভাবে সুন্দর করে জাগিয়ে দিলে। অনেক ধন্যবাদ তোমাকে।

  • @PapiyaRoyOfficial
    @PapiyaRoyOfficial Год назад

    আহা! বড় প্রিয় গান ۔۔۔ মুগ্ধতা

  • @AmitKumar-xw6vf
    @AmitKumar-xw6vf Год назад

    KHUB VALO HOIECHE

  • @rupaksengupta4141
    @rupaksengupta4141 Год назад

    খুব সুন্দর পরিবেশনা

  • @hasibasu3851
    @hasibasu3851 Год назад

    মুগ্ধ হয়ে শুনলাম। ❤️

  • @songsstone9484
    @songsstone9484 Год назад

    Tomar song aro aro sunte ..........

  • @DayalMallick-t8j
    @DayalMallick-t8j 16 дней назад

    Superb your performance

  • @dipankarmitra1080
    @dipankarmitra1080 Год назад

    Just speechless ....

  • @bidhandas315
    @bidhandas315 Год назад

    প্রত্যেক বারের মতো এবারেও মোহিত হয়ে শুনে গেলাম! 🙏🙏

  • @somnathdas380
    @somnathdas380 Год назад

    Didi Bhai, Excellent,👍

  • @prajnaparamamitra1091
    @prajnaparamamitra1091 Год назад

    হারমোনিয়াম এবং তবলা সহযোগে তোমার গান প্রথমবার শুনলাম। খুব ভালো লাগলো..তবলা সঙ্গত বেশ ভালো।👏👏👍👍

  • @niloybhattacharjee1882
    @niloybhattacharjee1882 Год назад

    মান্না দে -র গান আপনি যখন পরিবেশন করেন , তখন শুধু কণ্ঠ টা ছাড়া বাকি সবটাই তাঁর মতোই হয় । কিছু বলার ধৃষ্টতা নেই । খুব ভালো লাগলো ।

  • @mijanurrahaman7868
    @mijanurrahaman7868 Год назад

    মুগ্ধতায় বিভোর ❤️❤️❤️❤️🙏🙏

  • @AshisChattaraj
    @AshisChattaraj Год назад

    মাগো আমি তোমার গান শুনে ভালো থাকি হাট এর পেটেন্ট তোমার রা আমার আশীর্বাদ নিয়ো খুব ভালো

  • @bijayshankarofficial
    @bijayshankarofficial Год назад

    Khub sundor gailen maam asadharon laglo 👌👌🙏🙏

  • @mainakbiswas283
    @mainakbiswas283 Год назад

    খুব সুন্দর হচ্ছে 👌👌

  • @tamoghnabiswasix-d-555
    @tamoghnabiswasix-d-555 Год назад

    খুব ভাল। মনটা ভরে গেল! 🌹

  • @dilipkumargupta.3374
    @dilipkumargupta.3374 Год назад +1

    🥀 সেদিন হয়তো আর কোনদিন ফিরে আসবে না ঠিকই। তবে সেই দিনের স্মৃতি গুলো কখনোই মলিন হয়ে যাবে না। পিছন ফিরে তাকালে আমর বুকের ভিতর চিনচিন করে, মান্নাদের গানে মানুষের মনে লুকানো ব্যথার প্রতিধ্বনি পাই। বিভোর হয়ে যায়। 🥀

  • @ranasardar4360
    @ranasardar4360 Год назад

    Khub bhalo laglo

  • @shrilasarkar3968
    @shrilasarkar3968 Год назад

    Khub sundor

  • @chaitidutta2975
    @chaitidutta2975 Год назад

    ভালো গেয়েছেন mam 👍👍

  • @sourashismajumder9707
    @sourashismajumder9707 Год назад +1

    One of the best song of great Manna Dey. Valoi hoyeche Tobe poor recording.Debi saraswati bless you.

  • @babuldatta9688
    @babuldatta9688 Год назад

    Splendid....happy republic day

  • @alokbandyopadhyay7655
    @alokbandyopadhyay7655 Год назад

    অনেক দিন পর। ভালো লাগলো।

  • @chhabichakraborty3352
    @chhabichakraborty3352 Год назад

    Darun darun👌👌

  • @goutambhuinmusic6361
    @goutambhuinmusic6361 8 месяцев назад

    ❤ দারুন দারুন ❤

  • @dilipkumarchakraborty8139
    @dilipkumarchakraborty8139 Год назад

    Sweet voice. Superb song

  • @siddeshswarmondal4038
    @siddeshswarmondal4038 Год назад

    কবিতার মাধ্যমে শ্রদ্ধা নিবেদন তুমি তো জানো না আমার এ হাদয়ে কত ব্যাথা ঢেকে রেখেছি ৷ তোমার কন্ঠে খত আছে সুর চেলে দাও তুমি করি সমধুর .; সব ব্যাথা আমি খাই ভুলে যাই তোমার বাঁশরী শুনে ৷ রাটা রাবা বলে বাঁশরী ঘে বাজে. | ভুল হয়ে যায সব মোর কাজে ৷ ছুটে যেতে চাই দূর হতে দূরে ব্যাকুল বাঁশরী শুনে ৷

  • @bazlur-Vancouver
    @bazlur-Vancouver Год назад

    Perfect!

  • @WorldofSudeshna-b9w
    @WorldofSudeshna-b9w Год назад

    অতি সুমধুর । মান্নাজীর গান তুমি একেবারে নিখুঁত সুরে গাও ।ওনার প্রত্যেক টি গান তোমার কণ্ঠে ভীষণ ভালো লাগে।ভালো থেকো ভালোবাসা নিও ❤️❤️❤️

  • @rokeyabegum3863
    @rokeyabegum3863 Год назад

    Darun voice

  • @bigyanandabala7824
    @bigyanandabala7824 11 месяцев назад

    🙏🙏🙏

  • @chitrasvlogsong2870
    @chitrasvlogsong2870 Год назад

    সুন্দর হয়েছে দিদিভাই

  • @tapasbanerjee1431
    @tapasbanerjee1431 Год назад

    খুব সুন্দর

  • @bijanray1543
    @bijanray1543 Год назад

    🌹🌹🌹

  • @ashimkrishnapyne2758
    @ashimkrishnapyne2758 Год назад

    খুব ভালো লাগলো

  • @mdjohir4463
    @mdjohir4463 Год назад

    Piyaly kunduke Je gan e deoa houk na keno, besh shundar vabe poribeshito Hoy! Excillent!

  • @sarmisthaganguli1980
    @sarmisthaganguli1980 Год назад

  • @joydevbiswas302
    @joydevbiswas302 Год назад

    So sweet voice.

  • @sursadhana8336
    @sursadhana8336 Год назад

    খুব সুন্দর গাইলে ❤খুব ভালো লাগলো ❤

  • @subodhbalok1447
    @subodhbalok1447 Год назад

    দারুণ হয়েছে.. ভীষণ ভালো, পুজোর আনন্দটা যেন কয়েক গুণ বেড়ে গেল। তবে আনন্দদায়ক হলেও গানটির মধ্যে এক ধরনের আক্ষেপ রয়েছে, ঠিক তেমনই একটি আক্ষেপের সুর আমার মনেও... আমাদের চ্যানেলের সোনা ঝরা সেই দিন ফিরে আর আসবে কি কখনো ?

    • @PialyKunduOfficial
      @PialyKunduOfficial  Год назад

      আর আসবে না, তবে আমি অনেকটা মেনে নিয়েছি যে সবাই সব কিছু পায় না। তেমন আমার গান হয়তো সবার কাছে পৌঁছাবে না, এটা ভবিতব্য 🙂

    • @subodhbalok1447
      @subodhbalok1447 Год назад

      @@PialyKunduOfficial হয়তো তাই, কিন্তু কিছুতেই মেনে নিতে পারি না, পারবোও না..

  • @monoarab7953
    @monoarab7953 11 месяцев назад

    Very nice

  • @মেঘমালা-ব৬ণ

    জাদু কণ্ঠীর জাদু আবার প্রমাণিত 👍

  • @MiraChakrabarti-by2do
    @MiraChakrabarti-by2do Месяц назад

    Ghan to sunbo ì kintu kichhu chhobi pathabe ami tomar abaddho kakima 😢❤

  • @jyotirmoybanerji
    @jyotirmoybanerji Год назад

    👏👏👏

  • @AbhinabaBasutheGreat
    @AbhinabaBasutheGreat Год назад

    মান্না দে শুনলে খুব খুশী হতেন।

  • @nkbaral4556
    @nkbaral4556 Год назад

    La jobab

    • @PialyKunduOfficial
      @PialyKunduOfficial  Год назад

      Thank you

    • @nkbaral4556
      @nkbaral4556 Год назад

      @@PialyKunduOfficial Ami buro boyosey ei gaan ta ayotto korar chesta korcchhi last 10days
      Khub drirey 2
      Ajj Kajoler sathey onek khon phone e adda holo.Tomar gaan niyeo alochona holo. Tomra Vashi teh aksathey akta programme korechiley taito?
      Akhon ki tumi online sikhcchho?
      Karon off line sekhar jonno tomar somoy koi?
      Pui er kacchhey?
      Provati Mukhopaddya r sathey kokhono tomar interaction hoecchhey?Khobor pelam besh kichudin uni Bombay tei roecchhen.
      Dekhi ajj noito kal thik jogajog hoe jabey.
      Dr Gopa(Rewaz Guru) channel kaemon lagey
      Birokto korcchhi na toh?