মোজাম্মেল হক হুজুর কোন মানহাজের লোক? বক্তব্যটি শুনলেই বুঝবেন || Allama Mozammel Haque New Tafsir

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 фев 2025

Комментарии • 136

  • @babu850
    @babu850 Год назад +20

    আসসালামু আলাইকুম। আপনার কথা আমার মতে সঠিক। আমি পীরের মুরিদ ছিলাম ১২ বছরের বেশি। আপনার তাফসির শুনে, আমার ভূল বুঝতে পারি।এখন আমি ঈমান এনে, আল্লাহর গোলামি করার চেষ্টায় আছি।আমার জন্য দোয়া করেন।আল্লাহ আপনাকে আরো, বেশি করে নির্ভিকভাবে তাফসির করার তৌফিক দান করুণ।। ❤❤

    • @altafhossain1278
      @altafhossain1278 Год назад

      দয়া করে জানাবেন কি আপনি কোন পীরের মুরিদ ছিলেন? কোনো পীরের ক্ষমতা নাই মুরিদ করার বরং আশীর্বাদ প্রাপ্ত ও সংরক্ষিত এবং সম্পুর্ন ক্ষমতাপ্রাপ্ত হলেন মুর্শিদ যিনি রাসুল আল্লাহর থেকে ক্ষমতা প্রাপ্ত এবং স্বীকৃত। তদুপরি তিনি তার ভক্ত অনুরক্ত আশেক,মুরিদদের রাসুল আল্লাহর নিকট পৌঁছে দিবেন।এই কঠিন ও জটিল কাজ যে/যিনি পারবেন না তিনি কামেলিয়াত প্রাপ্ত নন বরং অভিশপ্ত ও হতভাগ্য ঘৃনিত অপরাধ ও পাপ কাজ করে অন্যদের ধোঁকা দিয়ে বোকা বানিয়ে বিপথগামী ও ক্ষতিগ্রস্ত করছে এবং পীর সেজে প্রতারনার মাধ্যমে জালিয়াতি ও বাটপারি করে কোটি কোটি টাকার মালিক হয়েছে বা হচ্ছে পরিকল্পিত ভাবে। বর্তমান ডিজিটাল উদ্ভাবনী উন্নয়নের রোল মডেলের সমাজে অনেক পীর মুর্শিদ সেজে কিছু বই পুস্তক পাঠ করে সাধারণ গেয়ান অর্জন করে নিজেদের প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি ও সরকারি দলের নেতা নেত্রী কর্মীদের সঙ্গে যুক্ত হয়ে রাজনৈতিক দলের প্রভাব প্রতিপত্তি খাটিয়ে ধর্মের নামে প্রতারণা জালিয়াতি বাটপারি বদমাইশী দুর্নীতি ও ব্যবসা করে যাচ্ছে অবলীলায় যুগের পর যুগ ধরে যা অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত ও অনভিপ্রেত এবং অগ্রহনযোগ্য।তবে ঐশ্বরিক ভাবে তাদের ধরা হচ্ছে এবং কঠিন ও কঠোর শাস্তি প্রদান করা হবে ইনশাআল্লাহ সুদিন সমাগত।

    • @HafezSaeim
      @HafezSaeim Год назад

      Amin

  • @ছোট্টমনিদেরবিনোদন

    মাশাল্লাহ আল্লাহ হুজুরের নেক হায়াত দান করুক, সত্যিকারের মাওলানার কথা শুনলেই বুঝা যায় কে হক পন্থী আলেম

  • @risanniddu5759
    @risanniddu5759 Год назад +26

    আলহামদুলিল্লাহ, উনি সঠিক বলেছেন। আল্লাহ হুজুরের হায়াত বৃদ্ধি করে দিন।

    • @mdrahman9899
      @mdrahman9899 9 месяцев назад

      100 percent right explanation

  • @dhaka1967
    @dhaka1967 Год назад +12

    আসসালামু আলাইকুম। অত্যন্ত চমৎকার বলেছেন। নিঃসন্দেহে আপনার বক্তব্যটিও 100% সমর্থনযোগ্য।

  • @rafiqulislamahi444
    @rafiqulislamahi444 Год назад +20

    আলহামদুলিল্লাহ হুজুরের তাফসীর যতোই শুনি ততই ভালো লাগে অনেক কিছু জানতে পারি। আল্লাহ হুজুরকে নেক ও সুস্থ জীবন দান করুন আমিন।

    • @alamgirkazi1037
      @alamgirkazi1037 Год назад

      মাশাল্লাহ আলহামদুলিল্লাহ হুজুর চমৎকার সঠিক গুরুত্বপূর্ণ তাফসির আলোচনা জাজাকাল্লাহ খায়রান আল্লাহু আমিন 🎉 ।

  • @nonirhossain8476
    @nonirhossain8476 Год назад +2

    রাইট, আপনি সত্য কথা বলবেন, সত্যের উপর আছে। আর এজন্যই আমরা সবাই আপনাকে ভালো বাসি।

  • @belal798
    @belal798 Год назад +11

    আলহামদুলিল্লাহ হুজুরের বক্তব্য আমি নিয়মিত শুনি ইনশাআল্লাহ খুব ভালো লাগে কারণ কোরআনের পক্ষে বেশিরভাগ বক্তব্য দিন তিনি তবে কিছু কিছু জাল হাদিস মিথ্যা হাদিস ভুলভ্রান্তি আছে আল্লাহ সেগুলো যেন ক্ষমা করে দিন সংশোধন হওয়ার তৌফিক তাকে দান করুন। আল্লাহ তুমি আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দান করে দাও

  • @user-vg4bg5te8v
    @user-vg4bg5te8v Год назад +10

    Assalamisalaikum WRWB
    হুজুর,মানুষ যা বলার বলুক,আপনি পবিত্র কোরআন মজীদের প্রচার করে যান!আমরা শুনবো,শিখবো এবং মানবো ইনশাল্লাহ এবং তা আমৃত্যু!আপনার মুখে পবিত্র তাফসীর শুনে,নিজে পুনরায় মুসলিম হয়েছি!

  • @mozammelandfriends1868
    @mozammelandfriends1868 Год назад +4

    ধন্যবাদ হুজুর , খুব ই প্রয়োজনীয় বক্তব্য , এই বক্তব্যটা কে আমি গ্রহন করলাম । আপনার দীর্ঘায়ু কামনা করছি । আসসালামু আলাইকুম

  • @ibnerayhan2051
    @ibnerayhan2051 Год назад +1

    অত‍্যন্ত জ্ঞানগর্ভ আলোচনা শুনলাম, আল্লাহ্ হুজুর কে দীর্ঘায়ু দান করুন।

  • @ShekZulfikerAliButrue
    @ShekZulfikerAliButrue Год назад +7

    হুজুর সত্য উদঘাটনের জন্য, আল্লাহ পাক আপনাকে অনেক হায়াত দান করবেন, ইনশাআল্লাহ

  • @samsuzaman7051
    @samsuzaman7051 Год назад +8

    সত্য কথা বলার জন্য আপনাকে ধন্যবাদ ও দোয়া রইল।

  • @rafikulislam3880
    @rafikulislam3880 Год назад +5

    আলহামদুলিল্লাহ্‌

  • @mbrchyjontu4194
    @mbrchyjontu4194 10 месяцев назад +3

    মহান রাব্বুল আলামিনের কাছে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি,
    পবিত্র কোরআন মজিদ এর তাফসির শোনার তৌফিক দান করেছেন,,,,
    হে আল্লাহ মওলানা মুজাম্মেল হক সাহেব কে হায়াতে তৈয়বা দান করুন,,,,
    এবং মানব জাতিকে হেদায়েত দান করুন আমিন,,,,

  • @mujahidislam4571
    @mujahidislam4571 Год назад +5

    হু জুরকে আল্লাহ নেক হায়াত দান করুন,উনিই সঠিক কাজটি করছেন।

  • @salimreza4164
    @salimreza4164 Год назад +3

    মাশাআল্লাহ অসাধারণ তাফসীর

  • @syedabdullah7743
    @syedabdullah7743 Год назад +1

    আমিন মাশাল্লাহ।

  • @md.alauddin7582
    @md.alauddin7582 9 месяцев назад +1

    , আপনার কথাগুলো একদম সঠিক বলে আমি মনে করি ।

  • @mohammednazmulhasan6993
    @mohammednazmulhasan6993 Год назад +2

    Thanks for your new lecture

  • @shakhawatali213
    @shakhawatali213 10 месяцев назад +1

    Good waj. Good discussion.

  • @sarwarjahanmarshal2386
    @sarwarjahanmarshal2386 Год назад +6

    মাশাল্লাহ্ চমৎকার জবাব দিয়ে দিলেন হুজুর

  • @Sooneeta407
    @Sooneeta407 Год назад +1

    আলহামদুলিল্লাহ খুব সুন্দর আলোচনা

  • @mdlutfurrahman1678
    @mdlutfurrahman1678 Год назад +5

    Allah bless you ❤

  • @insarulsorkhir3393
    @insarulsorkhir3393 Год назад +12

    হক কথা বলছেন হুজুর ❤

  • @NazrulIslam-f3y
    @NazrulIslam-f3y Год назад +2

    Alhamdulillah 🎉

  • @giasuddin1484
    @giasuddin1484 Год назад

    Alhamdulillah, clear presentation. Jejakallah.

  • @imransarkar6556
    @imransarkar6556 Год назад +3

    আপনার স্বাস্থ্য সুস্থতা দীর্ঘায়ু প্রার্থনা করি

  • @shawkathossain8927
    @shawkathossain8927 Год назад

    আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবর আল্লাহু আকবার

  • @mdmasudhossain3845
    @mdmasudhossain3845 Год назад +1

    আলহামদুলিল্লাহ জাজাকাল্লাহ খাইরান

  • @DMC111-c
    @DMC111-c Год назад +3

    আলহামদুলিল্লাহ, 💯 ভাগ সঠিক কথন।

  • @RamjanAli-d1e
    @RamjanAli-d1e Год назад +1

    একদম সত্য কথা।

  • @habibrahman9774
    @habibrahman9774 Год назад +5

    আল্লাহ আপনাকে সুস্থ সুন্দর দীর্ঘ জীবন দান করূন।।

  • @mmjoyst
    @mmjoyst Год назад

    SALAM....WHAT A GREAT TALKING...THIS LECTURE IF WE FOLLOWING...THEN NO PROBLEMS IN SOCIETY....NO MORE SEPARATE GANG / DHAL...
    MANY TIMES I LISTEN THIS LECTURE...IT'S A SO GREAT UNIQUE LECTURE....
    MAY ALLAH BLESS HH SHEIKH MUZZAMMEL HAQUE LONG LONG SAFE LIFE AMIN.THANK YOU

  • @sanjidaaktarmim1006
    @sanjidaaktarmim1006 2 месяца назад

    হযরত আপনার দীর্ঘায়ু কামনা করি, আমিন

  • @JewelHossain-tq4nc
    @JewelHossain-tq4nc Год назад +4

    Hujur sotto kotha bolcen.MashaAllah

  • @MDMamunmayi-cq1oz
    @MDMamunmayi-cq1oz Год назад +2

    হুজুর ঠিক বলেছেন

  • @SaifAfridi-pu7fe
    @SaifAfridi-pu7fe Год назад

    ছোট থেকে এই প্রশ্ন মাথায় আসতো।।।
    আজ আপনার কথায় ক্লিয়ার হলাম
    যে আমার ডাউট সঠিক
    আল্লাহ নেক হায়াত দেক
    আরো কিছু জানতে চাই আপনার কাছে

  • @knowledgeispower2799
    @knowledgeispower2799 Год назад +9

    আমরা হুজুরের জ্ঞানগুলো বেশি বেশি প্রচার করি। পরিবারের সদস্যদের ভিতর অন্তত আলোচনা করি সবাই।

  • @muminulislam7928
    @muminulislam7928 Год назад +4

    মা শা আল্লাহ, আপনাকে আমরা যারা ভাল বাসি আমরা কি ভাবে পরিচয় দিব।

    • @nazmulhuda1778
      @nazmulhuda1778 Год назад

      মোজাম্মেলিয়া তরিকা বলে পরিচয় দিয়েন।

    • @NazrulIslam-f3y
      @NazrulIslam-f3y Год назад +1

      মুসলিম পরিচয় দিব।

  • @ronyahmad-ot3sl
    @ronyahmad-ot3sl Год назад

    Alhaa apnar mongol korun. Ameen

  • @habibrahman9774
    @habibrahman9774 Год назад +10

    ধর্ম ব্যবসায়ী থেকে আল্লাহ আপনাকে হেফাজত করুন।।

    • @nazimuddinmia649
      @nazimuddinmia649 9 месяцев назад

      আপনার বলা উচিত ছিল। ধর্ম ব্যবসায়ী থেকে আল্লাহ আমাকে হেফাজত করুন।

  • @HafezSaeim
    @HafezSaeim Год назад

    Alhamdulillah

  • @akhlasuddin5941
    @akhlasuddin5941 Год назад +8

    হুজুর সালাম আপনাকে, হাজার

  • @MdAslam-ym2ic
    @MdAslam-ym2ic Год назад +2

    আল্লাহর রাস্তায় বের হয় মানুষ দ্বীন শেখার জন্য, আর আল্লাহর দ্বীনের দাওয়াতকে মানুষেমানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টাকে খাটো করে দেখার সুযোগ নেই।

  • @parvinakter6514
    @parvinakter6514 Год назад

    হুজুর আল্লা অনেক হাযাত দান করুন।

  • @alihossian8421
    @alihossian8421 Год назад +2

    Alhamdolillah.

  • @belalhossain1994
    @belalhossain1994 Год назад +2

    বর্তমানে গাফেল মানুষ গুলোই হুজুরের বিরোধিতা করে। তারা কোরআন পড়ে এ না গবেষণা করে না শুধু ভালো মানুষের পেছনে লাগা। আল্লাহ্ খারাপ মানুষ গুলো কে হেদায়েত দিন। মানুষ দুই ধরনের মমিন এবং কাফের। আল্লাহ্ হুজুর কে হায়াত দান করেন।

  • @amirhossain7370
    @amirhossain7370 Год назад +1

    Mash Allah
    To tell the truth and follow the Quran nobody, no group else if you fear Allah

  • @mdarifurrahman4550
    @mdarifurrahman4550 Год назад

    ❤❤❤🎉🎉🎉।আলহামদুলিল্লাহ, খুব সুন্দর আলোচনা। তবে ফরজ নামাজের পরে সম্মিলিত মোনাজাত বিদআত।এক ভাবে মোনাজাত ঠিক আছে।

  • @identityofallah
    @identityofallah Год назад +1

    আমাদের প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা। আল্লাহ ছাড়া কোনো 'সত্য মাবুদ ' / 'সত্য ইলাহ' নেই। আল্লাহ তায়ালা আসমানে 'আরশের ঊর্ধ্বে সমুন্নত। কোরআন আল্লাহর বাণী। আল্লাহ এক ও অদ্বিতীয় একমাত্র উপাস্য। আল্লাহ ব্যতীত ইবাদত পাবার যোগ্য কেউ নেই । মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল । .♥♥♥...।

  • @NazrulIslam-f3y
    @NazrulIslam-f3y Год назад +1

    Right 🎉

  • @MdSukurAli-rs7oe
    @MdSukurAli-rs7oe Год назад

    সঠিক কথা বলছেন

  • @mdsobuj6745
    @mdsobuj6745 Год назад +1

    কোরআন ও ছহি হাদীস মানতে হবে।

  • @mdborhanuddin5126
    @mdborhanuddin5126 Год назад +4

    একবারে সঠিক। কুরআনুল কারিমের কথাই সঠিক। মানহাজ, মাযহাব এগুলো বলে প্রকৃত পক্ষে মুসলিম হতে পৃথক করার কৌশল।

  • @Habiburrahman-gt4vm
    @Habiburrahman-gt4vm Год назад +1

    Assalamoalikum wa ❤

  • @MizanurRahman-lx3te
    @MizanurRahman-lx3te Год назад +1

    ❤ you

  • @mdarifurrahman4550
    @mdarifurrahman4550 Год назад

    ইসলামের অনুসারীদের একমাত্র পরিচয় মুসলিম।আমরা সবাই মুসলমান, আল্লাহ এক, নবী এক, কোরআন এক, হাদিস এক।শিয়া,সুন্নী,সালাফী,ওহাবি,মাযহাবী, লা মাযহাবী এটা আমাদের পরিচয় নয়।

  • @parvejsk3201
    @parvejsk3201 Год назад

    JIBONER DISHA KHUJE PAI ,, ALLAH , AMADER KE , DHORMO BABOSAI DER THEKE ROKKHA KORUN,, AMIN , ALLAH HUJUR KE NEK HAYAT DAN KORUR , BHAROT , W.B. HOWRAH , THEKE , AMI ,,

  • @AtikulIslam-qp1wf
    @AtikulIslam-qp1wf Год назад +5

    বেশি চিনি মধ্যে কিছু লবণ মিশিয়ে বলা উচিত না যে এগুলো সবই চিনি।
    তাতে প্রকৃত সত্য কলঙ্কিত হয়।

    • @mdadir2905
      @mdadir2905 Год назад

      একটু গুতা মারলেন মনে হয়

  • @altafhossain1278
    @altafhossain1278 Год назад +1

    আপনাকে অনেক দিন পূর্বে লিখে জানতে চেয়েছিলাম যে কোরআন আল্লাহ পাক কর্তৃক নাজিল কৃত নবী হযরত মুহাম্মদ মোস্তফা এর উপর নাজিল করা হয়েছিল এবং অহি মারফত প্রাপ্ত এবং নবীজী বলেছিলেন যে তিনি নিজের থেকে কিছুই বলেন না বরং সব কিছুই আল্লাহর তরফ থেকে যা সৃষ্টির সকলের জন্য উন্মুক্ত ও সার্বজনীন করা হয়েছিল এবং সকলেই মানতে বাধ্য। কিন্তু প্রশ্ন হলো হাদিসের ব্যাপারে কোনো কথা বা নির্দেশ হুকুম বা ফরমান দেয়া হয়েছে কি এবং কোরআনে কি কিছু বলেছেন? বরং আশীর্বাদ প্রাপ্ত ও সংরক্ষিত কোরআন অনুসরন ও অনুকরণ করার জন্য এবং জীবনে বাস্তবায়ন ও প্রয়োগ করতে বলা হয়েছে কিন্তু হাদিসের কথা কি বলা হয়েছে? কোরআনের একটি বানী, আয়াত মিথ্যা ভুয়া ভিত্তিহীন বানোয়াট কল্পিত ও জাল বলে কেউই বলতে পারে নি কিন্তু হাদিসের ব্যাপারে মিথ্যা ভুয়া ভিত্তিহীন বানোয়াট কল্পিত ও জাল হাদিস পাওয়া গিয়েছে। কোরআন অনুসরন ও অনুকরণ করতে নির্দেশ দেয়া হয়েছিল কিন্তু অন্য কোনো কিছুই মানতে বাধ্য করা হয় নি বরং অভিশপ্ত ও ঘৃনিত এবং পরিত্যাজ্য, পরিত্যাজ্য এবং পরিত্যাজ্য। কোরআনের কোথাও কি মাযহাবের সম্পর্কে কিছু বলা হয়েছে কি? আশা করি আপনি দয়া করে জানাবেন প্লিজ খুশী হবো।

  • @masummasum1472
    @masummasum1472 Год назад +1

  • @haqueshab95
    @haqueshab95 Год назад +1

    🎉🎉🎉🎉🎉

  • @ZakirHossain-wh2qj
    @ZakirHossain-wh2qj Год назад +1

    আমি আহালে কোরান বলছি:
    জবাব নিন!
    ১। ইব্রাহিম যে ভাবে পথ খুজেছে আপনি সে ভাবে খুজতে হবে না । খুজে যা পেয়েছে তা গ্রহন করুন ।
    ২। মুসলিম ইব্রাহিম এর দেওয়া গোত্রের নাম । যেমন হিন্দু, বৌদ্ধ খৃষ্টান।
    ৩। যদি বলে কোন্ কিতাব বা আইনের অনুসরন করবো তা হলে বলতে হবে একমাত্র কোরান । আহালে কোরান মানে একমাত্র কোরান এর অনুসরন কারী । যা জ্ঞান আল্লাহ যাকে চান তাকে দেন । ১৬ বছর মাদ্রাসায় পড়লে আর ২৫ মোদারেছী করলেও দেয় না। যেই মাদ্রাসায় কোরান এর অর্থ পড়েন নাই ও পড়ানোর নাই সে খানে মাওলানা লিখেন কি ভাবে ?
    ৪। কোরান বলে যখন রাসূল কোরান এর বাহির চিন্তা করতো তখন শয়তান ফুত্কার দিত । আল্লাহ আয়াত দিয়া সোজা করতেন ।
    ৫। কোন বেগ এর ভিতর লক্ষ কোটি চকলেটের মধ্যে একটা চকলেট বিষাক্ত থাকলে আপনি সেখান থেকে একটিও খাবেন না। তেমনি কোরান এর সাথে না মিললে একটি কথাও প্রচার করা যাবে না। কারন আসমানী কিতাব এর মধ্যে কোরান অবিকৃত ।
    ৬। এলেম আসার পর হয় আলেম । আর আলেমগন যখন এলেমকে যাল্ করে বা মিথ্যাচার ওয়াজ করে টাকা নেয় তাদেরকে যালেম বলে । মূর্খ ব্যক্তিরা যালেম না ।কারন তাদের তো এলেম নাই।
    ৭। হাদিস যতদিন মানবেন ততদিন এই সমস্সার শেষ হবে না।
    ৮। আমি কোরান যতটুকু বুঝি অতটুকু আমল করি বাদবাকি আল্লাহ ভরসা ।
    এখনও সময় আছে মানুষকে ভয় করা বন্ধ করুন। শুধু কোরান ধরুন দেখবেন ক্যামেরাম্যান ক্যামেরা রাইখা পালাবে । তাজ্জীব সেন্টার কি ভাবে আপনাকে ত্যাগ করে। বউ দরজায় খিল দেয় । সন্তান বলবে বুড়া বয়সে ভীমরুতি ধরেছে । তোমার জন্য সমাজে মুখ দেখাতে পারি না । মোয়াজ্জীন টেলিফোনে বলবে শুক্রবার জুমা পড়াতে আইসেন না । পাবলিক ঊত্তেজীত। পরিস্থিতি ঠান্ডা হলে খবর দেব ।
    তখন দেখবেন আল্লাহ ছারা কেউ আপন নেই।

    • @ZakirHossain-wh2qj
      @ZakirHossain-wh2qj Год назад

      বুঝলাম হয়তোবা মেনে নিতে পারেন নাই কিন্ত ইহাকে সত্য নয় ....

  • @hossainmohammad2515
    @hossainmohammad2515 Год назад

    হুজুর,সালামুন আলাইকুম ঈসাকে জীবিত আকাশে উঠিয়ে নিয়েছেন,আবার দুনিয়াতে আসবেন এ বিষয়ে কুরআন থেকে দলিল দিয়ে একটা ভিডিও বানানোর জন্য অনুরোধ করছি।

  • @rifadzifad9017
    @rifadzifad9017 Год назад +2

    মানহাজ মানসম্মান সমান

  • @mmjoyst
    @mmjoyst Год назад

    সালাম....হযরত মাওলানা মোজাম্মেল হক....খুব ভাল করেই পবিত্র কুরআনের অর্থ//বিশ্লেষণ করে....বুঝালেন কিন্ত....আমাদের দেশের অনেক সার্থপর মানুষ নিজেদের ইনকাম//বিজনেস চালু রাখার জন্যই....পীর...//বাবা....দরগাহ, খানকা শরীফ ইত্যাদি নামে বিভিন্ন দল সৃষ্টির মাধ্যমে....নিজেদের ইনকাম চালু
    রেখেছেন.....ওনার আলোচনা শুনলেই মানুষ আসল সত্য জানবে.....
    তাই
    তাদের ইনকাম বন্ধ হয়ে যাবার ভয়ে এই
    মোজাম্মেল হক সাহেবের বিরুদ্ধেও মিথ্যাচার করার মাধ্যমে সমাজে....বিশৃংখলা সৃষ্টি করছে....
    আল্লাহ আমাদের দেশের মানুষদের সকল প্রকার চক্রান্ত থেকে হেফাজত রাখুন আমিন

  • @mmjoyst
    @mmjoyst Год назад +3

    SALAM....BY NAME OF MOLLA / OTHERS LIKE PEER ....THEY R TALKING BY TRICKS AND CREATED MANY GANG....AND LOATING MONEY.....SHOWING THEY R RIGHT AS PEER ....FOR THIS THEY R RESPONSIBLE....
    MAY ALLAH BLESS AND GIVE LONG LONG LIFE SHEIKH MUZZAMMEL HAQUE AMIN.THANK YOU

  • @azadkhan8720
    @azadkhan8720 Год назад +2

    হুজুর পীর অর্থ ওস্তাদ কি না জানতে চাই !

  • @farukhalder151
    @farukhalder151 Год назад

    Hujur right

  • @NasirUddin-i6h
    @NasirUddin-i6h Год назад +3

    প্রত্যেক ফরজ নামাজের পর অনেকগুলি দোয়া পড়ার কথা বলা হয়েছে,মুনাজাত করতে বলা হয়নি,তবে আমি জানি মুনাজাতটাও দোয়া।তবে তা সংক্ষেপিত,কে আমাদেরকে অনুমুতি দিয়াছে এই সংক্ষেপিত দোয়ার।আর এই মুনাজাতের কারনে বেশীর ভাগ মুসল্লি দোয়াগুলি পরে না।আর এর জন্য দায়ী কি আপনাদের মত আলেমরা নয়?আল্লাহ আমাদেরকে হক বুঝার তৌফিক দিক-আমিন।

    • @samsuzaman7051
      @samsuzaman7051 Год назад

      মুনাজাতে মধ্যে কি পড়ে ভাই? খড়কুটা। মোনাজাতে র আগে পরে দোয়া পড়তে ক নিষেধ করছে? অনেক মসজিদে মোনাজাতের পুর্বে এই দোয়া করা হয়,তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন।

  • @MdAlauddin-hw9lk
    @MdAlauddin-hw9lk Год назад

    হাদিস অস্বীকার করে মুসলিম থাকা যায় না।

  • @hossainmohammad2515
    @hossainmohammad2515 Год назад

    হুজুর, আমার সমর্থন আছে।

  • @moynul5272
    @moynul5272 Год назад

    লোকটার নাম্বার চাচ্ছি। কথা বলব।

  • @aboharashrahul7595
    @aboharashrahul7595 Год назад +2

    sb kico tik ace akane abar bet er add

    • @fazlurrahman2020
      @fazlurrahman2020 Год назад

      এতগুলো প্রশ্ন করে আপনি কি বুঝাতে চেয়েছেন?

    • @aboharashrahul7595
      @aboharashrahul7595 Год назад

      @@fazlurrahman2020 akane amra jmn balo kico dekteci tmn karap kico o dekteci ,aita bojate caici jj

  • @WrongNumberRightNumber
    @WrongNumberRightNumber Год назад +1

    আমার কাছে মনে হয় উনি বাইবেলর মাযহাবের অনুসারী

    • @mahmudhasan8410
      @mahmudhasan8410 Год назад +1

      কিজন্যভাই। এখানে বাইবেল কোথাথেকে আসলো

    • @WrongNumberRightNumber
      @WrongNumberRightNumber Год назад

      @@mahmudhasan8410 এটা আপনি বুঝবেন না মোজাম্মেল সাহেব ভালো বুঝবেন।

    • @fazlurrahman2020
      @fazlurrahman2020 Год назад +1

      আপনি আগে জ্ঞান অর্জন করুন তখন সবকিছু ঠিক হয়ে যাবে।

    • @WrongNumberRightNumber
      @WrongNumberRightNumber Год назад

      @@fazlurrahman2020 আমি জানি মিশনারীদের টাকা খাইলেই এই জ্ঞান অর্জন সম্ভব । আর তখন অবশ্যই সব ঠিক হয়ে যাবে ।

  • @ZakirHossain-bh4nq
    @ZakirHossain-bh4nq Год назад +4

    সবচেয়ে বড় মহাপাপ হচ্ছে মিথ্যা কথা বলে মানুষকে ভুল বুঝিয়ে ঈমান-আকিদা নষ্ট করা আল্লাহর রাসূলের পথ থেকে দূরে সরানো জঘন্য অপরাধ গুনাহ কাজ আর কি হতে পারে

    • @mdadir2905
      @mdadir2905 Год назад

      ভালো করে বুঝার চেষ্টা করুন

  • @sholimanshafokir4988
    @sholimanshafokir4988 Год назад

    অনেক চিরকুমার আছে
    যারা জীবনে ঘর বাধেননি অথচ আউলিয়া মানেন আবার বিরুদ্ধে ফতুয়াও দেন। বুঝলাম না আপনারা কি ধরনের আলেম।

  • @MdSirazulislam-lq3sw
    @MdSirazulislam-lq3sw Год назад

    আপনি আমার নবী (স:) বাদ দিয়ে অন্য অন্য নবীদের দৃষ্টান্ত দেখান কেন? আমাদের নবী ও সাহাবিদের কাহিনি কি চোখে পড়ে না...??

    • @mdsobuj6745
      @mdsobuj6745 Год назад

      অন‍্য নবীদের দৃষ্টান্তকি কোরআনের বাহিরে নাকি।

  • @abulbashar5621
    @abulbashar5621 Год назад

    উনি স্পষ্ট ই হাদিস অস্বীকার করে, উনি কবরের আযাব বিশ্বাস করে না।

  • @wasimakram4286
    @wasimakram4286 Год назад

    Mohammed hoq khejur gumrahi majhab er lok

  • @abdulmatin6989
    @abdulmatin6989 Год назад

    একজন আর একজনের বিরুদ্ধে লেগেই আছে। এ সব নিয়ে বল্লে আরো বিভেদ সৃষ্টি করবে। বুদ্ধি অনেক কম

  • @razibkhan5896
    @razibkhan5896 Год назад +1

    😂❤

  • @True_Islamic_Informations
    @True_Islamic_Informations Год назад +1

    ⛔⛔⛔ তিনি নতুন মুজাম্মেল মাজহাব এর লোক⛔⛔⛔⛔

  • @sholimanshafokir4988
    @sholimanshafokir4988 Год назад

    পীর সব্দ কোথাও নেই মানলাম
    নামাজ শব্দ কোরানের কোথায় পেলেন?
    তো নামাজ নিয়ে তো আপত্তি করলেন না।
    রোজা শব্দ কোথাও নেই আছে সিয়াম সেটা তো আপত্তি করলেন না। তার মানে আপনার সব কথাই সঠিক নয় আপনার ও ভুল আছে।

  • @hannansk5902
    @hannansk5902 11 месяцев назад

    Islam ektai konomajhabnai

  • @mahbuburrahman3024
    @mahbuburrahman3024 Год назад

    fashek
    fithnavaz Almera ....Valo kore shining...buzun.
    huzurer pa Dorè maf Chao. Allah maf korbe....na
    fithnavaz alllemder.

  • @threequeen
    @threequeen Год назад +1

    এই লোকটি নতুন ধর্ম প্রচারক

  • @BahaUddin-j3g
    @BahaUddin-j3g 21 день назад

    বাংলাদেশের ১নংআলেম মোজামেলহকবরিশাল

  • @mofazzalvlog
    @mofazzalvlog 5 месяцев назад

    জগাখিচুরি আলোচনা, সফলতার কথায় জয়যুক্ত কথা বলা।

  • @mainulhasan8565
    @mainulhasan8565 Год назад

    আলহামদুলিল্লাহ জাজাকাল্লাহ খাইরান

  • @shamimaparvin4719
    @shamimaparvin4719 Год назад

    Alhamdulillah

  • @mizanurrahman4325
    @mizanurrahman4325 Год назад +1