Bondhu Bine Pran Bache Na || IPDC আমাদের গান || Nobonita Chowdhury

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 окт 2024
  • আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড-এর উদ্যোগে বাংলাদেশের মাটি ও মানুষের গান নিয়ে একটি ভিন্ন মাত্রার সঙ্গীতায়োজন 'IPDC আমাদের গান'। এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য আমাদের সমৃদ্ধ লোকজ সংগীতকে বিশ্বের সামনে তুলে ধরা।
    রাধারমণ দত্ত (১৮৩৪ - ১৯১৫) একজন বাংলা সাহিত্যিক, সাধক কবি, বৈষ্ণব বাউল, ধামালি নৃত্য-এর প্রবর্তক। সংগীতানুরাগীদের কাছে তিনি রাধারমণ বলেই অধিক পরিচিত। বাংলা লোকসংগীতের পুরোধা লোককবি রাধারমণ দত্ত। তাঁর রচিত ধামাইল গান সিলেট ও ভারতের বাঙালিদের কাছে পরম আদরের ধন। রাধা রমন নিজের মেধা ও দর্শনকে কাজে লাগিয়ে মানুষের মনে চিরস্থায়ী আসন করে নিয়েছেন। কৃষ্ণ বিরহের আকুতি আর না-পাওয়ার ব্যথা কিংবা সব পেয়েও না-পাওয়ার কষ্ট তাঁকে সাধকে পরিণত করেছে। তিনি দেহতত্ত্ব, ভক্তিমূলক, অনুরাগ, প্রেম, ভজন, ধামাইলসহ নানা ধরনের কয়েক হাজার গান রচনা করেছেন।
    আমাদের এবারের পরিবেশনা কবি রাধারমণ দত্ত-এর শ্রোতাপ্রিয় গান ‘বন্ধু বিনে প্রাণ বাঁচে না’ ।
    বন্ধু বিনে প্রাণ বাঁচে না
    কথা ও সুরঃ রাধারমণ দত্ত
    কণ্ঠঃ নবনীতা চৌধুরী
    সঙ্গীতায়োজনঃ পার্থ বড়ুয়া
    এজেন্সিঃ ক্রিয়েটো
    প্রোডাকশনঃ ফোরটিনাইন ব্লু
    ডিরেক্টরঃ রাশিদ খান ও পার্থ বড়ুয়া
    সঙ্গীত পরিচালনাঃ পার্থ বড়ুয়া
    সার্বিক পরিকল্পনাঃ রাশিদ খান
    বিশেষ কৃতজ্ঞতাঃ হাসান আবিদুর রেজা জুয়েল
    চিত্রগ্রহণঃ মিছিল সাহা
    রিদম ডিজাইনঃ মিলন ভট্টাচার্য
    শব্দ প্রকৌশলীঃ রনি ও শামীম আহমেদ
    • ঢোলকঃ অভিজিত চক্রবর্ত্তী
    • তবলাঃ মিলন ভট্টাচার্য
    • বাংলা ঢোলঃ নয়ন
    • পারকেশনঃ উজ্জ্বল
    • খঞ্জনিঃ আলম
    • ড্রামসঃ ডানো
    • বাঁশিঃ জালাল
    • বেইজঃ তানিম
    • ইলেকট্রিক গিটারঃ জোহান
    • নাইলং স্ট্রিং গিটারঃ শুভেন্দু দাস শুভ
    • কিবোর্ডঃ মীর মাসুম
    • পিয়ানোঃ সামিত
    • হারমোনিয়ামঃ মাখন
    • ট্রাম্পেটঃ কাবিল
    • দোতরাঃ মন
    • কোরাসঃ মন, নাশা, পিউ
    #IPDC #BondhuBinePranBacheNa #IPDCআমাদেরগান

Комментарии • 1,3 тыс.