আমি IPDC আমাদের গান'র একজন নিয়মিত শ্রোতা। মাতৃভাষার ক্ষেত্রে এপার -ওপার বুঝিনা।যদিও "হারিয়ে যাওয়া ওই সোনার বাংলা"আমার পুর্বপুরুষের মাতৃভূমি। ভালো লাগে এপ্রজন্মের IPDCর শিল্পীদের কণ্ঠে এবং সহ-শিল্পীদের উপস্থাপনায় এইসব সঙ্গীত শুনতে। আগামী তে আশারাখি ভালো ভালো গান শুনতে পাবো। সকলকে ধন্যবাদ ও ভালোবাসা .....জিরাট,হুগলী,প.ব,ইন্ডিয়া থেকে সুব্রত দত্ত।
Epar r opar noy.bolun Bangladesh r india...etaie reality.bangladesh k nejer bharoter baper somptti monay korar odhikar apnar nie,apnar hindu modiro nei.Bangladesh ekta muslim country, etar map o achay....
ধন্যবাদ দাদা। খুব ভালো লাগলো আপনার একটি কথা- "মাতৃভাষার ক্ষেত্রে এপার-ওপার বুঝিনা"। এটাই আমার আপনার মাতৃভাষা, এটাই আমাদের প্রাণের বাংলাভাষা। আমরাও দুই বাংলাকে এক করেই দেখি। বেচেঁ থাকুক আমাদের দুই বাংলার বন্ধন, আমাদের প্রানের বাংলা ভাষা। জয় বাংলা। ❤
Thank you so much for loveing Bangladesh 💗🙏 i love Kolkata & all India. আমি সবসময় কলকাতা এবং মুম্বাই যাই ও অনেক যায়গায় যাই।কলকাতা আমার অনেক বন্ধু আছে। & thank you again 💗🙏💗🙏
I'm from Sri Lanka . I accidentally found this channel. Your language is really beautiful and addictive . This song and Prano Sokhi Re song are up to now my favourites. This is really beautiful ❤❤
এই গান গুলো হচ্ছে বাংলাদেশ এর প্রান❤️ যদিও কখনও বাংলাদেশ এর সাথে অন্য দেশ সংস্কৃতি দিয়ে প্রতিযোগিতা করতে পারবে না, তার পর ও এই গান গুলো আমাদের বাংলাদেশ কে পুরো পৃথিবী থেকে আলাদা করে রাখবে।❤️❤️❤️❤️ এটা হচ্ছে বাংলাদেশ এর ফোক গান এর জাদু❤️❤️❤️
বাংলা গানের সাথে কোনো কিছুরই তুলনা হয়না। বাংলা গান মানেই মনকে ভীষণ ভাবে আন্দোলিত করে এমন কিছু ❤️❤️ ধন্যবাদ IPDC এর সকল কলাকুশলীকে লেজেন্ডারি গানগুলোকে ইয়াং জেনারেশন এর সামনে নতুন ভাবে উপস্থাপন করার জন্য। অনেক অনেক শুভকামনা রইল 🌷🌷
আধুনিকতার কাছে আধ্যাত্মিকতা হারিয়ে যাওয়ার অবস্থায় ছিল। কিন্তু ভয় নেই যেখানে IPDC আছে সেখানে আধ্যাত্মিকতা সমানতালে টিকে থাকবে যোগযোগ ধরে। পুরো গানটি শুনে ভালো লাগলো। ধন্যবাদ।
"আমার অন্তরায় আমার কলিজায়" কলিজায় গিয়ে লাগলো একদম!!! এমন সব অনবদ্য পরিবেশনার মাধ্যমে বাংলার লোকজ সংগীতকে উপস্থাপনে 'IPDC আমাদের গান' অনন্য অসাধারণ এবং এই ধারা যে অব্যাহত রেখে চলেছে তা আজকের এই পরিবেশনায় ফুটে উঠেছে প্রতিবারের মতোই!! শ্রদ্ধেয় পার্থ বড়ুয়া এবং 'IPDC আমাদের গান' পুরো টিমকে আমার টুপি খোলা অভিনন্দন!❤️❤️❤️
সম্রাট শাহ আব্দুল করিমের গান বর্তমান যুগের চেয়ে ও এক দাপ এগিয়ে, সিলেটের গৌরব শাহ আব্দুল করিম, রাধারমণ হাসন রাজা দুরবিন শাহ সবার জন্য দুয়া রইলো অপারে যেনো ভালো তাখেন
❤️ ❤️❤️Nadia dora ❤️❤️❤️ আপুর গান আপলোড দেয়ার জন্য অনেক অনেক অনেক ধন্যবাদ ❤️❤️❤️ আমি যখন নাদিয়া আপুর প্রানো সখিরে গানটা শুনেছিলাম তখন থেকেই ওনার গানের প্রেমে পরে গেছি ❤️❤️❤️ আপনাকে অনেক বেশি ভালোবাসি নাদিয়া আপু ❤️❤️❤️ এভাবেই সব সময় আমাদের ভালো ভালো গান উপহার দিয়ে যান❤️❤️❤️ ❤️❤️❤️❤️❤️❤️ I LOVE YOU ❤️❤️❤️❤️❤️
কে কে ipdc আমাদের গান চ্যানেলেকে 1 million দেখতে চান। সবাই বেশি বেশি like দেন। 1 million খুবই তাড়াতাড়ি হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার দেখা বাংলাদেশের এটিই একমাত্র গানের চ্যানেল ipdc আমাদের গান। যখন গানগুলো শুনি তখন মনে হয় সরাসরি কোন গানের মঞ্চে বসে গান উপভোগ করতেছি। এত নিকুত ও মনোরঞ্জন পরিবেশে বাংলার লোকজ গান উপহার দেওয়ার জন্য ipdc আমাদের গানের সঙ্গে জড়িত সকল শিল্পী কলাকৌশলীকে গভীর শ্রদ্ধা, সম্মান ও ভালোবাসা জানাচ্ছি
আমার অঞ্চলের গানের শিক্ষক ও গায়ক মরহুম মানিক মীর দাদার কন্ঠে এই গানটি একাধিকবার শুনেছি। তাঁর গায়কীর জন্যেই ছোটো থেকেই এই গানটির প্রতি অসম্ভব ভালোলাগা ছিলো। আজ এই গানটি শোনার পরে তাঁকে অনেক মনে পড়ছে। 🥺 ধন্যবাদ পার্থ দা এত সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য 🙏।
অপূর্ব নিবেদন।। সাধারণত IPDC -র প্রায় প্রতিটা নিবেদন রিলিজ হওয়ার পর পরই আমি দেখে নিই। কিন্তু পরীক্ষা চলছিল তাই এই গান টা আজ দেখলাম। IPDC-র প্রতিটা গানেই তাদের নিজস্ব একটা সিগনেচার থাকে। এটাও তার অন্যথা হলো না।
এই গানটি একবার শুনলে বার বার শুনতে ইচ্ছা করে । প্রতিদিন ১০ থেকে বেশি বার শুনা হয় । ইউটিউব ডু মারলেই এই গানটি না শুনে অন্য কিছুই দেখি না । আজকেই ভাল লাগা থেকে মন্তব্য করলাম।
২০০৮ সালে হেলাল ও কায়ার কন্ঠে শোনার পর আবারও নতুন কন্ঠে বেশ ভালোই লাগছে,,,,,,,,, মনে পড়ে গেল সেইদিনের কথা বন্ধুদের আড্ডায় কত শুনেছি,,,,,,, অসংখ্য Iধন্যবাদ ipdc আমাদের গান,,
প্রতিটি জাতির পরিচয় তাদের সংস্কৃতির মাধ্যমে। আমাদের পরিচয় যেন ফিরে পেলাম আপনাদের এই সব অন্যন্য সৃষ্টির মাধ্যমে। নতুন করে গানগুলোকে উপস্থাপন করতেছেন৷ ধন্যবাদ আপনাদরেকে।
তাই আমরাও বাংলা সংস্কৃতির এই গানগুলোকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আপনার মতামত আমাদেরকে আরও বেশি উৎসাহিত করবে। ধন্যবাদ, আমাদের সাথেই থাকবেন। ❤
অসাধারণ সংগীত আয়োজন। বিশেষ করে শেষের অংশটুকু শুনে মণটা একেবারে চাঙ্গা হয়ে গেল। ঠিক তখনই মণে পড়ল এটা আর কারো নয় পার্থ দা'র কেরামতি। এক কথায় ফাটাফাটি দাদা
বাংলা সংস্কৃতির এই গানগুলোকে আপনাদের সামনে তুলে ধরার অবিরাম প্রয়াস আমাদের। আপনার মতামত আমাদেরকে আরও বেশি অনুপ্রাণিত করবে। ধন্যবাদ, আমাদের সাথেই থাকবেন। ❤️
বাংলা সংস্কৃতির এই গানগুলোকে আপনাদের সামনে তুলে ধরার অবিরাম প্রয়াস আমাদের। আপনার মতামত আমাদেরকে আরও বেশি অনুপ্রাণিত করবে। ধন্যবাদ, আমাদের সাথেই থাকবেন।
A Humble request to IPDC : PL arrange solo songs of CHORUS SINGERS, PIU and SANA ... myself great fan of those CHORUS SINGERS.... their presence complete the whole presentations .. they are great ornaments in this programe ... Pl arrane solo songs ... from Kolkata
Dear team IPDC, Partho Da, why are there no subtitles with these masterpieces? I don't want people around the world to miss this. Let them explore who we are and how enriched we are in our culture!! Please, have an initiative regarding this, my humble request.
@@IPDCআমাদেরগান its really necessary to add english subtitle in every songs. It's not too much difficult. সংকীর্ণতা থেকে বেরিয়ে না আসতে পারলে বাঙালি জাতি পিছিয়েই থাকবে আজীবন। একটু তো নিজেদের আন্তর্জাতিক পর্যায়ে যাবার সুযোগ দিন!🙂
Thank you for this comment. Im a probashi who grew up in the UK and find it hard to understand some of the lyrics of Bengali songs. Subtitles would help a lot
আমি IPDC আমাদের গান'র একজন নিয়মিত শ্রোতা। মাতৃভাষার ক্ষেত্রে এপার -ওপার বুঝিনা।যদিও "হারিয়ে যাওয়া ওই সোনার বাংলা"আমার পুর্বপুরুষের মাতৃভূমি। ভালো লাগে এপ্রজন্মের IPDCর শিল্পীদের কণ্ঠে এবং সহ-শিল্পীদের উপস্থাপনায় এইসব সঙ্গীত শুনতে। আগামী তে আশারাখি ভালো ভালো গান শুনতে পাবো। সকলকে ধন্যবাদ ও ভালোবাসা .....জিরাট,হুগলী,প.ব,ইন্ডিয়া থেকে সুব্রত দত্ত।
Khub valo likhecan bor da.
পূর্ব পুরুষের মানেই আপনার মাতৃভূমি ❤❤❤
Epar r opar noy.bolun Bangladesh r india...etaie reality.bangladesh k nejer bharoter baper somptti monay korar odhikar apnar nie,apnar hindu modiro nei.Bangladesh ekta muslim country, etar map o achay....
ধন্যবাদ দাদা। খুব ভালো লাগলো আপনার একটি কথা- "মাতৃভাষার ক্ষেত্রে এপার-ওপার বুঝিনা"। এটাই আমার আপনার মাতৃভাষা, এটাই আমাদের প্রাণের বাংলাভাষা। আমরাও দুই বাংলাকে এক করেই দেখি। বেচেঁ থাকুক আমাদের দুই বাংলার বন্ধন, আমাদের প্রানের বাংলা ভাষা। জয় বাংলা। ❤
গান ভালো শিল্পী ভালো, মিউজিসিয়ানরা ভালো, এপারে গান শোনার জন্য বসে থাকি। সকলকে ধন্যবাদ। শিবপুর, হাওড়া, পশ্চিমবঙ্গ, ভারত।
💖
@@ibrahimazad7892 আপনাকেও ধন্যবাদ, আপনি বাংলাদেশের কোথায় থাকেন? আমার বাংলাদেশ ঘোরার খুব ইচ্ছা।
Thank you so much for loveing Bangladesh 💗🙏 i love Kolkata & all India.
আমি সবসময় কলকাতা এবং মুম্বাই যাই ও অনেক যায়গায় যাই।কলকাতা আমার অনেক বন্ধু আছে।
& thank you again 💗🙏💗🙏
@@hridoykhan416 ধন্যবাদ
❤️❤️❤️ ধন্যবাদ দাদা
I'm from Sri Lanka . I accidentally found this channel. Your language is really beautiful and addictive . This song and Prano Sokhi Re song are up to now my favourites. This is really beautiful ❤❤
keep listening bro ... these are Bengali Folk songs
Keep supporting us for amazing contents.
Thank your for sharing your experience. All the best brother for you and your country.
❤ Thanks dear ❤
Bangladesh Bangal song
এই গান গুলো হচ্ছে বাংলাদেশ এর প্রান❤️
যদিও কখনও বাংলাদেশ এর সাথে অন্য দেশ সংস্কৃতি দিয়ে প্রতিযোগিতা করতে পারবে না, তার পর ও এই গান গুলো আমাদের বাংলাদেশ কে পুরো পৃথিবী থেকে আলাদা করে রাখবে।❤️❤️❤️❤️
এটা হচ্ছে বাংলাদেশ এর ফোক গান এর জাদু❤️❤️❤️
চমৎকার!
আমার অন্তরায় সব গুলার কভার শুনলাম,একদম একটার পর একটা।এইটার যে সাউন্ড, ভোকাল,কোরাস সমস্ত আয়োজন সব মিলায়ে এক কথায় দারুন।
ভালোবাসা অবিরাম আয়োজকদের জন্য❤️
নাদিয়া ডোরার কন্ঠে গানটি অনেক ভালো লাগলো,
ধন্যবাদ IPDC আমাদের গানের চ্যানেল এ-র সবাইকে,,,
আমাদের দেশের পুরাতন সংস্কৃতির গান গুলোকে নতুন রূপে পরিবেশনের জন্য ধন্যবাদ IPDC আমাদের গান কে। ❤️🧡💛
👌❤️❤️❤️👌
Since, I heard of IPDC songs. I am overwhelmed by the lucidity, welcome from 🇮🇳West Bengal .
দূরবীন শাহ্'র অনন্য সৃষ্টি,আর নাদিয়া ডোরা'র আরেকটি অনবদ্য উপস্থাপনা।
অনেক অনেক ধন্যবাদ আইপিডিসি'কে,জয় হোক বাংলা গানের।🖤
#AP.
গানের ভাবার্থ যে ভাবে প্রকাশ করা হয়েছে সত্যি প্রশংসনীয়। ধন্যবাদ IPDC ❤️
যথার্থ বলেছেন। সৃষ্টিকর্তার রহমত ছাড়া কোন সাধারণ মানুষের পক্ষে এ ধরনের লিরিকস লেখা সম্ভব না। সত্যিই এই ধরনের লেখক, গীতিকার, সুরকার এক, একজন লিজেন্ড।
From🇮🇳
Outstandi Music composition and her voice. Outstanding musical entertainment. Great IPDC.
কলকাতা থেকে বলছি ۔এটাই possibly ipdc র best পরিবেশনা ۔
Love 💕 from India 🇮🇳
I love IPDC Amader Gaan.....
💕💕,
ধন্যবাদ, সাথেই থাকুন।
I am big fan of ipdc channel from Karachi, Pakistan.
I Love bangladesh after pakistan. Their culture are too standards and sophisticated ❤️
Thank you for listening to our music from so far away. We appreciate your valuable words. Stay connected with us. ❤️
বাংলা গানের জয় হউক🙏 প্রবাস থেকে ভালোবাসা অবিরাম ।
এত দূরে থেকেও আমাদের গান শোনার জন্য আপনাকে ধন্যবাদ। 🙏
বাংলা গানের সাথে কোনো কিছুরই তুলনা হয়না। বাংলা গান মানেই মনকে ভীষণ ভাবে আন্দোলিত করে এমন কিছু ❤️❤️
ধন্যবাদ IPDC এর সকল কলাকুশলীকে লেজেন্ডারি গানগুলোকে ইয়াং জেনারেশন এর সামনে নতুন ভাবে উপস্থাপন করার জন্য। অনেক অনেক শুভকামনা রইল 🌷🌷
❤❤❤❤❤
গানের কথা, গায়কী এবং নাদিয়া ডোরা, সত্যিই কলিজায় তীর মেরে দিয়ে গেলেন। এমেইজিং এরেঞ্জমেন্ট।
সুললিত কথা ও সুর… IPDC-কে ধন্যবাদ এমন একটি আয়োজন করবার জন্য৷ অজানা অনেক বাংলা লোকগীতির খোঁজ পেলুম… এহেন প্রচেষ্টাকে আবার ধন্যবাদ!
দারুন❤️দুরবীণ শাহর এলাকার মানুষ হিসেবে গর্বিত ।ধন্যবাদ আইপিডিসি,পার্থ দা,নাদিয়া ডোরা সহ সবাই কে🙏🙏🙏
দুরবিন শাহ, শাহ্ আব্দুল করিম ভালো বন্ধু ছিলো
IPDC✒️অসাধারণ খুব সুন্দর একটি গান,আমাদের কে উপহার দিল,অনেক ধন্যবাদ পূরা টিমকে
ভারত থেকে এই চেনেলের গান শুনার জন্য বসে থাকি
ভারত কোন যায়গায়
Same here
আমি পাকিস্তান থেকে
অল দ্যা বেস্ট ♥️♥️🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
@@mamunshekh4914 আসাম
আধুনিকতার কাছে আধ্যাত্মিকতা হারিয়ে যাওয়ার অবস্থায় ছিল। কিন্তু ভয় নেই যেখানে IPDC আছে সেখানে আধ্যাত্মিকতা সমানতালে টিকে থাকবে যোগযোগ ধরে। পুরো গানটি শুনে ভালো লাগলো। ধন্যবাদ।
"আমার অন্তরায় আমার কলিজায়" কলিজায় গিয়ে লাগলো একদম!!!
এমন সব অনবদ্য পরিবেশনার মাধ্যমে বাংলার লোকজ সংগীতকে উপস্থাপনে 'IPDC আমাদের গান' অনন্য অসাধারণ এবং এই ধারা যে অব্যাহত রেখে চলেছে তা আজকের এই পরিবেশনায় ফুটে উঠেছে প্রতিবারের মতোই!! শ্রদ্ধেয় পার্থ বড়ুয়া এবং 'IPDC আমাদের গান' পুরো টিমকে আমার টুপি খোলা অভিনন্দন!❤️❤️❤️
বাহ আপনি তো বেশ মনোযোগ সহকারে গানটি শুনেছেন। আপনি লোকজ সঙ্গীতপ্রেমী, আপনি ঠিক জানেন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ❤️
@@IPDCআমাদেরগান ধন্যবাদ মূল্যবান মন্তব্যের জন্যে! পরবর্তী আয়োজনের অপেক্ষায় রইলাম। আশা করছি শীঘ্রই এমন অসাধারণ সংগীত পরিবেশনা উপভোগ করতে পারবো!❤️
IPDC চ্যানেল কে ধন্যবাদ এত সুন্দর গান উপহার দেওয়ার জন্য।
#নাদিয়া ডোরার আগের গান হিট গানের তালে তালে অংগভংগি ছিল দুর্দান্ত,
এটাও মোটামুটি দারুন, লাভ ইউ💓💓
ধন্যবাদ, সাথেই থাকুন।
অসাধারন হয়ছে ।
সম্রাট শাহ আব্দুল করিমের গান বর্তমান যুগের চেয়ে ও এক দাপ এগিয়ে, সিলেটের গৌরব শাহ আব্দুল করিম, রাধারমণ হাসন রাজা দুরবিন শাহ সবার জন্য দুয়া রইলো অপারে যেনো ভালো তাখেন
ধন্যবাদ IPDCIPDC আমাদের গান পরিবারকে এতো সুন্দর করে আমাদের গান উপহার দেওয়ার জন্য।
এরকম গান নিশ্চই বার বার শুনতে মনে চায় ! বার বার শোনার মতো গান আরও বেশি বেশি খুঁজে পাবেন আমদের চ্যানেল এ।
ALL SONGS FROM IPDC IS WONDERFUL & XCILANT, MANY MANY THANKS FROM INDIA (WEST BENGAL)
Thanks for your inspirational words. We are overwhelmed by your response. Stay connected with us.
সব্বাই কী সুন্দর হাসিমুখে গানটি পরিবেশন করলেন! আনন্দ ছুঁয়ে গেল আমাকেও
❤️ ❤️❤️Nadia dora ❤️❤️❤️ আপুর গান আপলোড দেয়ার জন্য অনেক অনেক অনেক ধন্যবাদ ❤️❤️❤️ আমি যখন নাদিয়া আপুর প্রানো সখিরে গানটা শুনেছিলাম তখন থেকেই ওনার গানের প্রেমে পরে গেছি ❤️❤️❤️ আপনাকে অনেক বেশি ভালোবাসি নাদিয়া আপু ❤️❤️❤️ এভাবেই সব সময় আমাদের ভালো ভালো গান উপহার দিয়ে যান❤️❤️❤️
❤️❤️❤️❤️❤️❤️ I LOVE YOU ❤️❤️❤️❤️❤️
কে কে ipdc আমাদের গান চ্যানেলেকে 1 million দেখতে চান। সবাই বেশি বেশি like দেন। 1 million খুবই তাড়াতাড়ি হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার দেখা বাংলাদেশের এটিই একমাত্র গানের চ্যানেল ipdc আমাদের গান। যখন গানগুলো শুনি তখন মনে হয় সরাসরি কোন গানের মঞ্চে বসে গান উপভোগ করতেছি। এত নিকুত ও মনোরঞ্জন পরিবেশে বাংলার লোকজ গান উপহার দেওয়ার জন্য ipdc আমাদের গানের সঙ্গে জড়িত সকল শিল্পী কলাকৌশলীকে গভীর শ্রদ্ধা, সম্মান ও ভালোবাসা জানাচ্ছি
IPDC কে অনেক অনেক ধন্যবাদ এত্তো সুন্দর একটা গান উপহার দেওয়ার জন্য,,,,🥰🥰🥰🥰💝
IPDC আমাদের গান - নিরবে এমন কিছু কাজ করে যাচ্ছে, মাইলফলক হয়ে থাকবে। হ্যাটস অফ পার্থ বড়ুয়া! হ্যাটস অফ দ্যা টিম।
প্রশংসা না করে পারা যায় না। সত্যি অনেক সুন্দর করে প্রতিটা সুর প্রয়োগ করা হয়েছে। অনেক অনেক ধন্যবাদ আইপিডিসি কে।
IPDC ধন্যবাদ। নাদিয়ার অসাধারণ উপস্থাপন, তার চোখ মুখের হাতের ইশারা অসাধারণ। সাথে আছি IPDC
আপনার মতামত আমাদেরকে আরও বেশি উৎসাহিত করবে। ধন্যবাদ, আমাদের সাথেই থাকবেন।
আই পি ডি সি বাংলা গানের ভান্ডার আরোও বেশি সমৃদ্ধ করেছে। ধন্যবাদ আই পি ডি সি কে, সাথে আছি সবসময় বাংলা গানের সঙ্গে।
আপনার মতামত তুলে ধরার জন্য ধন্যবাদ। আমরা চেষ্টা করেছি একটু ভিন্ন আঙ্গিকে গানটিকে পরিবেশন করার জন্য। আশা করি পরবর্তীতে আরও সুন্দর গান উপহার দিব আমরা।
জ্বলের গানে প্রেমে পড়েছি, নাদিয়া ডোরা, চঞ্চল ভাই শাওন আপু আদার্স সবাই লিজেন্ড❤
এত সুন্দর এত মনোহর করে গান কিভাবে বানান আপনারা?? বিশ্লেষণ করবেন প্লিজ? 😊😊 বলার ভাষা নেই
IPDC কে অনেক ধন্যবাদ।
অনেক ভালো লাগার গান গুলো উপহার দেওয়ার জন্য।
খুব সুন্দর হয়েছে মাশাল্লাহ
ধন্যবাদ রাশিদ খান ও পার্থ বড়ুয়া ❤️ আরও একটি অসাধারণ গান আমাদের মাঝে এত চমৎকার ভাবে উপস্থাপন করার জন্য 🌹🌹
IpDc এর জন্য শুভ কামনা
অপেক্ষার প্রহর শেষে তৃপ্তির পেলাম।মধুর শুর শুনে।
এই গানগুলোই মূলত আমাদের সংগীত এর ঐতিহ্য। এসব গান বাংলা সংগীতের কালজয়ী গান। আমাদের সিলেটের কৃতি সন্তান দুর্বীন শাহ এর গান 🥰🥰
বরাবরের মতই সেরা “আমাদের গান IPDC” ❤️❤️
পুরাটাই সুরের মূর্ছনায় ভরা ছিল। গলায় সুরের আলাদা একটা ধাচ আছে যা সকলের থেকে পৃথকীকরণ করতে পারে।
প্রাণ ভরা ভালবাসা 🇮🇳🇮🇳।
🇧🇩❤️❤️❤️👌
🇧🇩❤️🇮🇳
আমার অঞ্চলের গানের শিক্ষক ও গায়ক মরহুম মানিক মীর দাদার কন্ঠে এই গানটি একাধিকবার শুনেছি।
তাঁর গায়কীর জন্যেই ছোটো থেকেই এই গানটির প্রতি অসম্ভব ভালোলাগা ছিলো।
আজ এই গানটি শোনার পরে তাঁকে অনেক মনে পড়ছে। 🥺
ধন্যবাদ পার্থ দা এত সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য 🙏।
হুমম, আমারো মনে পরে সেই সময়টা
বারাবরের মত দারুণ হয়েছে 🥰
আমার অন্তরায় আমার কলিজায় 🤩
অপূর্ব নিবেদন।। সাধারণত IPDC -র প্রায় প্রতিটা নিবেদন রিলিজ হওয়ার পর পরই আমি দেখে নিই। কিন্তু পরীক্ষা চলছিল তাই এই গান টা আজ দেখলাম। IPDC-র প্রতিটা গানেই তাদের নিজস্ব একটা সিগনেচার থাকে। এটাও তার অন্যথা হলো না।
মরি হায় হায়..❤️
অসম্ভব সুন্দর ❤️
ভেতরে পুড়িয়া সারা
মাটি হইয়া যায় আঙ্গারা,
ভেতরে পুড়িয়া সারা
মাটি হইয়া যায় আঙ্গারা,
দুর্বিন শাহ কয় এমন দশা আমারো বেলায় .
Superb singing and wonderful presentation - characteristics of IPDC. Loved to listen the song!
We are overwhelmed by your response. Thank you for staying connected with us.
IPDC মানেই চমৎকার সব গান পরিবেশন।
আমার পছন্দের চ্যানেল IPDC
আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলুন এখনই। আশা করি পরবর্তীতে আরও সুন্দর গান উপহার দিব আমরা। আমাদের সাথেই থাকবেন।
IPDC কে ধন্যবাদ। গানটা খুব ভাল লাগছে।
এই গানটি একবার শুনলে বার বার শুনতে ইচ্ছা করে । প্রতিদিন ১০ থেকে বেশি বার শুনা হয় । ইউটিউব ডু মারলেই এই গানটি না শুনে অন্য কিছুই দেখি না । আজকেই ভাল লাগা থেকে মন্তব্য করলাম।
দেহ থুয়ে প্রান টা লয়ে যায় অসাধারণ সুরের খেলা ছিলো এটা। অসম্ভব সুন্দর গেয়েছো আপি। আর তোমার লুক লাইক অসাধারণ ❤️❤️❤️
এই গান যত শিল্পী গেয়েছেন,তার মধ্যে এটাই ভালো হয়েছে ।ধন্যবাদ পার্থ দা
আপনাদের ভালোবাসার জন্যই এত সুন্দর একটি গান উপহার দিতে পেরেছি আমরা।
"Nadia Dora" till now you are only the Best of the Bests in IPDC.
Thanks for your valuable compliment. Stay connected with us.
গুণী শিল্পীদের সৃষ্টি আজীবন জনপ্রিয় হয়ে থাকে।দূরবীন শাহ এর অনবদ্য সৃষ্টি এই গান আজও আমার হৃদয় ছুঁয়ে যায়।
Tomake sari porle darun lage
Love❤❤❤❤ from
WB india🇮🇳🇮🇳
অসাধারণ সুর অসাধারণ গায়কী
সেই পুরনো বাংলা গান কে অসাধারণ ভাবে ফুটিয়ে তলা হয়েছে
অসংখ্য ধন্যবাদ IFDC আমাদের গান কে
সবার জন্য শুভ কামনা রইলো
আপনার মতামত আমাদেরকে আরও বেশি অনুপ্রাণিত করবে। পরবর্তীতে আরও সুন্দর গান উপহার দেওয়ার চেষ্টা করব আমরা। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।
I am Indian Bangali and I proud I am bengoli .😊😍
Keep supporting us for amazing contents.
কাবিল দাদার ট্রাম্পেট বাজানো দারুণ হইয়েছে !
IPDC র সম্পদ বাদ্যযন্ত্রীরা। আর অপূর্ব সুন্দর কম্পোজিশন
একমাত্র বাংলাদেশই পারবে বাংলা সংস্কৃতিকে রক্ষা করতে৷
২০০৮ সালে হেলাল ও কায়ার কন্ঠে শোনার পর আবারও নতুন কন্ঠে বেশ ভালোই লাগছে,,,,,,,,, মনে পড়ে গেল সেইদিনের কথা বন্ধুদের আড্ডায় কত শুনেছি,,,,,,, অসংখ্য Iধন্যবাদ ipdc আমাদের গান,,
একদম ফাটায় ফেলবে। আরেকটা সুপার হিট গান শুনতে পাব
এরকম গান নিশ্চই বার বার শুনতে মনে চায় ! বার বার শোনার মতো গান আরও বেশি বেশি খুঁজে পাবেন আমদের চ্যানেল এ।
Ki unique voice...Gaye kata dewa gan. Khub i ovivuto holam. Love from Medinipur, India
Thank you for listening to our music from so far away.
কি অসাধারণ সুন্দর শ্রুতিমধুর গায়কী, বারবার মুগ্ধ হয়ে শুনছি ❤️👌👍
নাদিয়া ডোরা তার প্রত্যেকটি গান অন্তর দিয়ে গান। সে জন্য গানগুলি খুবই প্রাণবন্ত হয়। ধন্যবাদ
এরকম গান নিশ্চই বার বার শুনতে মনে চায় ! বার বার শোনার মতো গান আরও বেশি বেশি খুঁজে পাবেন আমদের চ্যানেল এ।
পছন্দের গায়িকা। এক্সপ্রেশন গুলো দারুন তার 👌
বাহ আপনি তো বেশ মনোযোগ সহকারে গানটি শুনেছেন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ❤️
প্রতিটি জাতির পরিচয় তাদের সংস্কৃতির মাধ্যমে। আমাদের পরিচয় যেন ফিরে পেলাম আপনাদের এই সব অন্যন্য সৃষ্টির মাধ্যমে। নতুন করে গানগুলোকে উপস্থাপন করতেছেন৷ ধন্যবাদ আপনাদরেকে।
তাই আমরাও বাংলা সংস্কৃতির এই গানগুলোকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আপনার মতামত আমাদেরকে আরও বেশি উৎসাহিত করবে। ধন্যবাদ, আমাদের সাথেই থাকবেন। ❤
love from India 💟💟💟🙏
মাশাল্লাহ এ-তো সুন্দর গান উপহার দেওয়ার জন্য ❤❤
অসাধারণ সংগীত আয়োজন। বিশেষ করে শেষের অংশটুকু শুনে মণটা একেবারে চাঙ্গা হয়ে গেল। ঠিক তখনই মণে পড়ল এটা আর কারো নয় পার্থ দা'র কেরামতি। এক কথায় ফাটাফাটি দাদা
From Kharupetia, Assam. Best Wishes and loved to Nadiya Dora, Co- Singer,s and musicions of lPDC. for theirs beautifull performance.
i love IPDC ❤️❤️❤️🥰🥰🥰
From ECM group 🥰🥰
যদিও গানের ভাবার্থ বুঝিনা , তবুও IPDC - এর গান শুনতে ভালো । অসাধারণ পরিবেশনা ❤️❤️
বাংলা সংস্কৃতির এই গানগুলোকে আপনাদের সামনে তুলে ধরার অবিরাম প্রয়াস আমাদের। আপনার মতামত আমাদেরকে আরও বেশি অনুপ্রাণিত করবে। ধন্যবাদ, আমাদের সাথেই থাকবেন। ❤️
একজনের জিঙ্গেল খুব মিস্ কোরলাম,ভালো গেয়েছো প্রিয়🤩🥰🥰🥰
এই তো এখোনি আপনার ফেসবুক স্টোরি দেখে গান শুনতে আসলাম আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে
গানটি সত্যিই অসাধারণ হয়েছে। ধন্যবাদ আপনার ভালোলাগার মত শেয়ার করার জন্য।
অসাধারণ এক অনুভূতি 😍😍
বাহ অসাধারণ সুন্দর কম্পোজিশন iPDC কে অসংখ্য ধন্যবাদ হারানো দিনের গানগুলি নতুন রূপে প্রকাশ করার জন্য
বাংলা সংস্কৃতির এই গানগুলোকে আপনাদের সামনে তুলে ধরার অবিরাম প্রয়াস আমাদের। আপনার মতামত আমাদেরকে আরও বেশি অনুপ্রাণিত করবে। ধন্যবাদ, আমাদের সাথেই থাকবেন।
I ❤️❤️ Nadia Dora. From Kolkata.
মনের মতো গান গুলোর গুছানো প্লেলিস্ট এর নাম হল IPDC আমাদের গান। ❤️❤️❤️❤️
পেছনের দিকে যে দুইজন মেয়ে কণ্ঠ দিয়েছেন, তাদের ভূমিকা অসাধারণ।
গানটি শুনে ছোট্টবেলায় হারিয়ে গেলাম। বাবার সাথে রেডিওতে জামাল উদ্দিন হাছান বান্নার কন্ঠে এই জনপ্রিয় গানটি শুনতাম। ধন্যবাদ কন্ঠশিল্পীকে চমৎকার উপস্থাপনার জন্য আর IPDC ❤️❤️❤️❤️
আপনার মতামত তুলে ধরার জন্য ধন্যবাদ। আমরা চেষ্টা করেছি একটু ভিন্ন আঙ্গিকে গানটিকে পরিবেশন করার জন্য। আশা করি পরবর্তীতে আরও সুন্দর গান উপহার দিব আমরা।
A Humble request to IPDC :
PL arrange solo songs of CHORUS SINGERS, PIU and SANA ... myself great fan of those CHORUS SINGERS.... their presence complete the whole presentations .. they are great ornaments in this programe ...
Pl arrane solo songs ... from Kolkata
We appreciate your valuable words. We will keep that in mind from the next time. Thank you for staying connected with us.
নাদিয়া ম্যামের কন্ঠে গানটি অসাধারণ হয়েছে।বার বার শুনতে ইচ্ছে করে।
আপনাদের কাছ থেকে প্রশংসা পেয়ে তিনি অত্যন্ত খুশি হবেন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।
আমার যমুনার জল দেখতে কালো স্নান করিতে লাগে ভালো যৌবন মিশিয়া গেল জ্বলে।
এই গানটি দিয়ে করেন প্লিজ।
আপনার অনুরোধটি আমরা বিবেচনায় রাখবো এবং চেষ্টা করবো পরবর্তীতে গানটি উপহার দেওয়ার জন্য। আমাদের সাথেই থাকবেন।
এটা কি শুনলাম!!
পার্থ দা ❤️❤
আশা কারি সামনে দিন গুলোতে আমাদের কে আরো,এমন কিছু উপহার দিবেন।
জালাল মানে ভালবাসা❤️
সবমিলিয়ে অসাধারণ ।
অনেক ভালো লাগলো 🥰😍
ধন্যবাদ। আমাদের সাথেই থাকবেন। 😍
Coke Studio-র বিকল্প IPDC আমাদের গান❤️❤️
What a wonderful enery in the song ...love it ❤️...this song make people feel happy😍 ...thanks IPDC for the tremendous hard work behind this...✨️
Nice...
Dadar ipdc gan sunar asai regular wait kri
Coke Studio Bangladesh is doing great job in fusionism. But IPDC is another level! If music has odour, AMADER GAAN smells like raw bengali Meadow.
কিছু বলতে পারলাম না,,,গান শুনে বলার ভাষা হারিয়ে ফেলেছি,,,অসাধারণ এই চ্যাঁনেলের গান
আপনি খুব মনোযোগ সহকারে গানটি শুনেছেন। তাই গানের গভীরতা ধরতে পেরেছেন।
Dear team IPDC, Partho Da, why are there no subtitles with these masterpieces? I don't want people around the world to miss this. Let them explore who we are and how enriched we are in our culture!!
Please, have an initiative regarding this, my humble request.
Thanks for sharing your opinion. We appreciate your suggestion & will keep this in mind later. Stay with us.
@@IPDCআমাদেরগান its really necessary to add english subtitle in every songs. It's not too much difficult.
সংকীর্ণতা থেকে বেরিয়ে না আসতে পারলে বাঙালি জাতি পিছিয়েই থাকবে আজীবন। একটু তো নিজেদের আন্তর্জাতিক পর্যায়ে যাবার সুযোগ দিন!🙂
Thank you for this comment. Im a probashi who grew up in the UK and find it hard to understand some of the lyrics of Bengali songs. Subtitles would help a lot