Prano Sokhi Re II IPDC আমাদের গান II Nadia Dora

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 июн 2021
  • আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড-এর উদ্যোগে বাংলাদেশের মাটি ও মানুষের গান নিয়ে একটি ভিন্ন মাত্রার সঙ্গীতায়োজন 'IPDC আমাদের গান'। এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য আমাদের সমৃদ্ধ লোকজ সংগীতকে বিশ্বের সামনে তুলে ধরা।
    জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৪ মার্চ ১৯৭৬) একজন বাঙালি কবি, গীতিকার, ঔপন্যাসিক ও লেখক। 'পল্লীকবি' উপাধিতে ভূষিত জসীম উদ্‌দীন আবহমান বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যে লালিত প্রথম পূর্ণাঙ্গ আধুনিক কবি।ঐতিহ্যবাহী বাংলা কবিতার মূল ধারাটিকে নগরসভায় নিয়ে আসার কৃতিত্ব জসীম উদ্‌দীনের। তাঁর নকশী কাঁথার মাঠ ও সোজন বাদিয়ার ঘাট বাংলা ভাষার গীতিময় কবিতার উৎকৃষ্টতম নিদর্শনগুলোর অন্যতম। তাঁর কবিতা বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে। তাঁর লেখা অসংখ্য পল্লীগীতি এখনো গ্রামবাংলার মানুষের মুখে মুখে শোনা যায়। যথা:- আমার হার কালা করলাম রে, আমায় ভাসাইলি রে, কাজল ভ্রমরা রে, প্রাণ সখিরে ইত্যাদি। জসীম উদ্‌দীন ছিলেন প্রগতিশীল ও অসাম্প্রদায়িক চেতনার অধিকারী এবং সমাজতান্ত্রিক সমাজব্যবস্থার একজন দৃঢ় সমর্থক। তিনি ছিলেন পূর্ব পাকিস্তানের সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম পুরোধা ।
    আমাদের এবারের পরিবেশনা পল্লীকবি জসীম উদ্‌দীন এর একটি জনপ্রিয় গানঃ
    প্রাণ সখিরে
    কথা ও সুরঃ পল্লীকবি জসীম উদ্‌দীন
    প্রথম রেকর্ডঃ আব্বাস উদ্দিন আহমেদ
    কণ্ঠঃ নাদিয়া ডোরা
    ডিরেক্টরঃ রাশিদ খান ও পার্থ বড়ুয়া
    সঙ্গীত পরিচালনাঃ পার্থ বড়ুয়া
    সার্বিক পরিকল্পনাঃ রাশিদ খান
    বিশেষ কৃতজ্ঞতাঃ হাসান আবিদুর রেজা জুয়েল
    এজেন্সিঃ ক্রিয়েটো
    প্রোডাকশনঃ ফোরটিনাইন ব্লু
    চিত্রগ্রহণঃ মিছিল সাহা
    রিদম ডিজাইনঃ মিলন ভট্টাচার্য
    শব্দ প্রকৌশলীঃ চারু ও শামীম আহমেদ
    • ঢোলকঃ অভিজিত চক্রবর্ত্তী
    • হাঁড়িঃ মিলন ভট্টাচার্য
    • বাংলা ঢোলঃ নয়ন
    • পারকেশনঃ উজ্জ্বল
    • মারাক্কাসঃ আলম
    • বাঁশিঃ জালাল
    • ড্রামসঃ ডানো
    • বেইজঃ তানিম
    • ইলেকট্রিক গিটারঃ জোহান
    • নাইলং স্ট্রিং গিটারঃ শুভেন্দু দাস শুভ
    • হারমোনিয়ামঃ মাখন
    • ট্রাম্পেটঃ কাবিল
    • কিবোর্ডঃ মীর মাসুম
    • দোতরাঃমন
    • আসালাতোঃ জাহিদ
    • কোরাসঃ পিউ, মন, নাশা
    #PranoSokhiRe #IPDCAmaderGaan #NadiaDora
  • ВидеоклипыВидеоклипы

Комментарии • 6 тыс.

  • @shafayetkhan5473
    @shafayetkhan5473 3 года назад +1168

    Amazing composition! Thanks to whole team for brilliant show.

    • @khajaajmerymasala4344
      @khajaajmerymasala4344 3 года назад +83

      অসাধারণ হইছে। সেই একটি গান। মিউজিশিয়ানরা ভালো চমক দেখাইছেন। আহ কি মধুর

    • @tanmoyroy5429
      @tanmoyroy5429 3 года назад +25

      @ohidul islam official to ekta composition kore dekha. R ei gantar er theke valo composition kora paichhis naki tui?

    • @aliaki5085
      @aliaki5085 3 года назад +4

      @ohidul islam official aaaàa,a_#)))

    • @aliaki5085
      @aliaki5085 3 года назад +5

      @@tanmoyroy5429 -

    • @aliaki5085
      @aliaki5085 3 года назад +2

      @@tanmoyroy5429 kkkk

  • @anideb2001
    @anideb2001 2 года назад +247

    কলকাতা থেকে অভিনন্দন নাদিয়া আর IPDC টিম কে এই অসাধরন উপস্থাপনা করার জন্য। তোমাদের অনেক অনেক উন্নতি কামনা করি।

  • @goutambuddhamukhopadhyay3521
    @goutambuddhamukhopadhyay3521 3 года назад +424

    আমি একজন বাংলা ভাষাভাষী ভারতীয় বাঙালি।
    "IPDC আমাদের গান" এর প্রতিটি উপস্থাপনার জন্য আমি অপেক্ষায় থাকি। সব শিল্পীকে এই মনোরম উপস্থাপনার জন্য আমার আন্তরিক ধন্যবাদ জানাই।
    তবে শুধু একা নাদিয়াই গান গেয়েছে তাই নয়, তার সহ শিল্পীদের উপস্থিতি ও পারফরম্যান্সও শুধু শরীরী নয় দক্ষতারও। মোহিত করে দেওয়ার মতো। কৃতিত্বের দাবিদার সব্বাই।
    শুধু কন্ঠশিল্পীদেরই নয় সহশিল্পী সবাইয়ের নাম প্রকাশ করা উচিত। সাফল্যের স্বীকৃতি তো সবার প্রাপ্য।
    এই প্রয়াসের জন্য সঙ্গীত পরিচালক পার্থ বড়ুয়াকে অজস্র ধন্যবাদ।
    বাংলা ভাষা বেঁচে থাক।

    • @FolkStudio320
      @FolkStudio320 3 года назад +1

      বাহ

    • @kanaidutta1740
      @kanaidutta1740 3 года назад +7

      পিউ মন নাশা three co singer as per there sitting order 👍

    • @srilachakrabarti2208
      @srilachakrabarti2208 3 года назад +1

      Amazing performance

    • @shamimsnk2797
      @shamimsnk2797 2 года назад +3

      জয় বাংলা আমরা বাংগালী সবাই ভাই ভাই একে অপরের জন্য সৃষ্টিকর্তার কাছো দোয়া করবো

    • @borhanuddin8900
      @borhanuddin8900 2 года назад +1

      বাঙালি বাঙালি ভাই ভাই কোন কথা হবেনা।

  • @shyamalkarmakar4563
    @shyamalkarmakar4563 4 месяца назад +18

    কবি জসীমউদ্দীনের গান হৃদয় ছুঁয়ে যায়, IPDCর দারুন উপভোগ্য সুন্দর সঙ্গীত সফরে মুগ্ধ। কলকাতা থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।

  • @mdsirajulhaque1774
    @mdsirajulhaque1774 Год назад +148

    ভারতের পশ্চিমবঙ্গ থেকে গানটি শুনছি, এ পর্যন্ত কতবার শুনেছি তার কোন হিসাব নেই।যত শুনি তত ই শুনতে ইচ্ছা করে।

    • @tanvirahmed-jv6gi
      @tanvirahmed-jv6gi Год назад +2

      ইন্ডিয়ার দাদাদের অনেক অনেক ধন্যবাদ

    • @amiyakumarpradhan1367
      @amiyakumarpradhan1367 5 месяцев назад +1

      আমিও এই গানটি কতবার শুনেছি তার হিসেব নেই। যখন তখন এই গানটি শুনতে ইচ্ছে করে। এছাড়াও IPDC এর অন্যান্য গান ও শুনি। আশা করবো আগামী দিনে আরও ভালো গান আপনাদের কাছ থেকে শুনতে পাবো

  • @thetruth_9
    @thetruth_9 2 года назад +122

    কমেন্ট পড়ে বুঝলাম যে, এই গানটির বেশিরভাগ শ্রোতা পশ্চিম বঙ্গের।
    পশ্চিম বঙ্গের সকল শ্রোতাদের অসংখ্য ধন্যবাদ IPDC দলের সঙ্গে থাকার জন্য।

  • @biswajitsamaddar4134
    @biswajitsamaddar4134 2 года назад +221

    জন্ম বরিশাল এ ছোটবেলাতেই বাবা মা ভারত এ নিয়ে চলে এলো। ভারতবর্ষের আদব কায়দায় মানুষ হয়েছি কিন্তু বিশ্বাস করুন জন্মভূমির প্রতি টান একটুও কমেনি । চলে আসার পর আর এখনো পর্যন্ত যেতে পারলাম না। কষ্ট হয় খুব।
    Ipdc আপনাদের মাধ্যমেই দেশের মাটির প্রকৃতি এর গন্ধ এই লোকসংগীতের মাধ্যমেই upovog😔করি কিছুই করার নেই আমার।
    অসংখ্য ধন্যবাদ আপনাদের ❤❤

    • @mdshahjalalakanda7649
      @mdshahjalalakanda7649 2 года назад +19

      অসংখ্য ধন্যবাদ, যতো দূরেই থাকুন আপনারা বাংলা মায়ের সন্তান এটাই সত্য। সাধারন মানুষের মধ্যে কোনো বিভেদ নেই,রাজনৈতিক নেতারা বিভেদ তৈরী করে। ভালোবাসা রইলো।আমন্ত্রন রইলো নিজের দেশে ঘুরে যাবেন একবার হলেও।

    • @biswajitsamaddar4134
      @biswajitsamaddar4134 2 года назад +8

      @@mdshahjalalakanda7649 হ্যা দাদা ভালো থাকুন সুস্থ থাকুক বাংলাদেশ এর প্রতিটা মানুষ ❤❤❤

    • @sohrabhossain2248
      @sohrabhossain2248 2 года назад +4

      স্বাগতম জানাই বাংলাদেশে

    • @jahangirsalim5895
      @jahangirsalim5895 2 года назад +9

      চলে আসুন। আন্তরিক আমন্ত্রণ রইলো। ভৌগোলিক ভাবে আমরা আলাদা কিন্তু মানুষিক দিক দিয়ে আমরা এক। বাংলা আমাদের পরিচয়।

    • @shorifulislam43bcs
      @shorifulislam43bcs 2 года назад +3

      বেড়িয়ে যান।

  • @mdsamimakter6153
    @mdsamimakter6153 5 месяцев назад +31

    এই বাংলা ভাষার জন্যই ১৯৫২ সালে সালাম,বরকত,শফিক, জাব্বার,রফিকসহ আরো অনেকে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে তবুও মাতৃভাষা হিসাবে বাংলা ভাষাকে পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করতে পিছ পা হয়নি।তাই আমরা গর্বিত আমাদের প্রিয় মাতৃভাষা বাংলার জন্য।

    • @ABCDEF-894
      @ABCDEF-894 6 дней назад

      আরে মূর্খ 1952 সালের ভাষা আন্দোলন ছিল বাংলারে পাকিস্তানের রাষ্ট্রভাষা করতে। মাতৃভাষা রক্ষার আন্দোলন নয় ছিল না।
      পাকিস্তান সরকারের যুক্তি ছিল যে পূর্ব পাকিস্তানের জনগণ কোন ভাষায় কথা বলবে কোন ভাষায় নিজেদের কাজকর্ম করবে সেটা নির্ধারণ করবে পূর্ব পাকিস্তানের জনগণ। কিন্তু পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু। বাংলাদেশের বাঙালি মুসলমানদের যুক্তি ছিল যে আমরা পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ উর্দুর পাশাপাশি বাংলাকে ও পাকিস্তানের রাষ্ট্রভাষা করতে হবে। আর এটা শুরুতে পাকিস্তান সরকার মেনে নিতে চাইনি আর এটা নিয়েই ছিল সংঘাত।

    • @tanmoysaha5013
      @tanmoysaha5013 6 дней назад

      I in pm zlwp

  • @bikramroy3602
    @bikramroy3602 Год назад +202

    আমি ভারত থেকে বলছি।আমি তোমাদের প্রত্যেকটি গান শুনি খুব ভালো লাগে।♥️

    • @ipdc.amadergaan
      @ipdc.amadergaan  Год назад +18

      এত দূরে থেকেও আমাদের গান শোনার জন্য আপনাকে ধন্যবাদ। সুযোগ হলে ভারতেও আসার চেষ্টা করবো আমরা। 🙏 ♥️

    • @hirakchatterjeehere
      @hirakchatterjeehere Год назад +6

      @@ipdc.amadergaan আমার বাড়ি পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুরে। কর্মসূত্রে স্পেন এ থাকি। আপনাদের স্বাগত, অবশ্যই আসুন। আপনাদের গম্ভীরা শোনাবো, এছাড়াও রয়েছে টুসু, ভাদু, ঝুমুর গান। নেমন্তন্ন রইলো।

    • @sujaymusicproduction
      @sujaymusicproduction Год назад +1

      Akdom dada amar bario Dakshin Dinajpur e ❤

    • @user-bc6zy4we5w
      @user-bc6zy4we5w 10 месяцев назад

      দাদা বাংলা গান বলে কথা

    • @MrsSanta370
      @MrsSanta370 9 месяцев назад

      যে 😅😅😅😅😅

  • @bongobati
    @bongobati 2 года назад +223

    নগ্নতা ছাড়া ও যে মানুষকে বিনোদন দিয়ে মন প্রান ভরিয়ে দেওয়া যায় তার একটি স্পট প্রমাণ হিসেবে থেকে যাবে এই বাংলা গানগুলো।
    যতই শুনি স্বাদ মিটে না।

    • @koushikdas1992
      @koushikdas1992 2 года назад +10

      বোরখা-হিজাব ছাড়াও যে মন ভরিয়ে দেওয়া যায় - এটা তারও একটা উজ্জ্বল নিদর্শন।

    • @user-vx1ph8bd4g
      @user-vx1ph8bd4g Год назад +13

      সংগীতের স্থান অনেক উঁচুতে।
      এখানে নগ্নতা বা বোরখা প্রসঙ্গদ্বয়ের কোন যৌক্তিকতা নেই।
      নগ্নতা বা বোরখা ব্যক্তিগত পছন্দের বিষয়।

    • @sagorahmed3377
      @sagorahmed3377 Год назад +2

      Same to you

    • @bozlulkarim5345
      @bozlulkarim5345 Год назад +1

      Congestion

    • @memex2099
      @memex2099 Год назад +1

      চামারের দল, আকাডা

  • @chowdhurynazrulislam3382
    @chowdhurynazrulislam3382 2 года назад +430

    এ গান যে কতবার শুনলাম!প্রান মন আনন্দে ভরে যায়।এক অবসরপ্রাপ্ত শিক্ষক। পশ্চিমবঙ্গ।

  • @mdikramil7757
    @mdikramil7757 2 месяца назад +1

    গানের সঙ্গে বাজনার তালগুলি খুবই সুন্দর হইছে যার কারনে গানটিকে আরও মধুর করে তোলেছেন 🥰

  • @subhendumajumdermain5679
    @subhendumajumdermain5679 9 месяцев назад +36

    ভারতীয় হয়ে বলছি , এই গান গুলোর জননী বাংলাদেশ, ইন্ডিয়া কোনো দিন পারবে না ❤❤

    • @mdsamimakter6153
      @mdsamimakter6153 5 месяцев назад

      বাংলাদেশ হলো ভাওয়াইয়া,ভাটিয়ালি,পল্লীগীতিসহ সকল ফোক গানের জননী।

    • @padmaroy6722
      @padmaroy6722 4 месяца назад +5

      আপনি অত্যধিক আবেগপ্রবণ হয়ে এটা বলছেন।অবশ্যই বাংলাদেশে অনেক গুণী শিল্পী আছেন স্বীকার করেও বলছি পশ্চিমবঙ্গও কোনো অংশে পিছিয়ে নেই।

    • @nazmulkarimborbhuyan6694
      @nazmulkarimborbhuyan6694 4 месяца назад +1

      Exactly.

    • @debasissarangi4404
      @debasissarangi4404 4 месяца назад

      What an idiot

    • @kamrulmolla2260
      @kamrulmolla2260 4 месяца назад +1

      Right আব্বাস এর গানের জুড়ি মেলা ভার I

  • @rahmatinshaklahrahmat743
    @rahmatinshaklahrahmat743 3 года назад +600

    ইন্ডিয়ান থেকে বলছি,,সত্যিই বাংলার গাণ অস্হির,,,প্রাণটা জুড়ে গেছে

    • @tanisajannatmomo8400
      @tanisajannatmomo8400 2 года назад +21

      বাংলা গান শুধু বাংলাদেশ বা ভারতের নয়,ইহা সারা বিশ্বের বাঙালির

    • @MDMahabub-qi2mj
      @MDMahabub-qi2mj 2 года назад +7

      আপনার সুচিন্তিত মতামতের জন্য ধন্যবাদ

    • @cartoonvideos9894
      @cartoonvideos9894 2 года назад +3

      আমেরিকা থেইকা বলছি😐

    • @Bekarpolapain
      @Bekarpolapain 2 года назад +1

      Banan vul..

    • @baharalli404
      @baharalli404 2 года назад +1

      ভালো বাসা নিও 🇧🇩হইতে

  • @aniruddharoy3412
    @aniruddharoy3412 2 года назад +291

    কলকাতা থেকে শুনছি, অসাধারণ গান
    আমি প্রতিদিন একবার শুনি।এই রকম আরো গান চাই

    • @mdazabbar3597
      @mdazabbar3597 2 года назад +6

      ভাই তুমি জাই বলো আমাদের বাংলার থেকে ওপার বাংলার সোংস্কৃতি ওরা ধরে রেখেছে .
      কথাটা কিন্তুু আমাদের কে মানতে হবে

    • @mrsakhisarkar3636
      @mrsakhisarkar3636 2 года назад

      @@mdazabbar3597৷

    • @creativemedia5664
      @creativemedia5664 2 года назад

      ইলমার এই গানটি শুনলে আপনাদের মন ভরে যাবে ruclips.net/video/YSA0TP6xtA0/видео.html

    • @MasudRana-ql9uj
      @MasudRana-ql9uj Год назад

      ​@@mdazabbar3597বাংলাদেশের লোক সংস্কৃতিকে অনেক কদর করে।কারন বাংলাদেশ মানেই গ্রামের সংস্কৃতি।
      এই দেশ আউল-বাউল,ভাটিয়ালী,ভাওয়াইয়া,রাজবংশী,পল্লিগীতি,মুর্শিদি,লালনগীতি,কবিগানের দেশ।
      এই গান গুলো বাংলাদেশের গ্রামে গঞ্জে প্রচলিত।আমরা ছোট বেলায় বাংলাদেশ বেতান বাংলাদেশ টেলিভিশনে এসব গান শুনে বড় হয়েছি।
      এক সময় বাংলাদেশের চলচিত্রে ও এই সমস্থ ফোক গান ব্যবহার করা হতো।
      🇧🇩

  • @journeyrano9560
    @journeyrano9560 9 месяцев назад +7

    বাংলাদেশীরা আছে বলেই এখনও এই সব গান শোনা যাচ্ছে। পশ্চিমবঙ্গে এই জাতীয় গান আর শুনতে পাওয়া যায় না।
    সুন্দরী নাদিয়া ডোরা, আকর্ষণীয় কোরাস শিল্পীরা, বাদ্যকারগণ, ক্যামেরা ম্যান এবং অন্যান্য কলাকূশলীরা সবাইকে অভিনন্দন রইলো।

  • @haresheranga
    @haresheranga Год назад +30

    මේක ෆේස්බුක් එකේ දැකලා හොයාගෙන ආවේ. බෙංගාලි චිත්‍රපටි සින්දු ඇහුවට මේක වෙනම එකක්. නියමයි ❤️

    • @Itz_Dev
      @Itz_Dev 5 месяцев назад +4

      But, this is not a Bengali flim song, it's like an album song you can say depicting Krishna. Thanks for appreciating Bengali songs ! ☺❤

  • @psmazumder8348
    @psmazumder8348 2 года назад +51

    আমি মুম্বাই থেকে শুনছি। এত কম্প্যাক্ট। সবাই সুরে, এমনকি যারা বাজাচ্ছেন। অসংখ্য ধন্যবাদ

  • @iamবাউন্ডুলে
    @iamবাউন্ডুলে 2 года назад +35

    প্রাণ জুড়িয়ে গেলো। এপার বাংলার নদিয়া জেলা থেকে অনেক শুভেচ্ছা রইলো।

    • @mohiuddinratno4408
      @mohiuddinratno4408 2 года назад +3

      দেশ ভাগের আগে আমাদের বাংলাদেশের কুষ্টিয়া জেলা নদিয়া জেলার সাথে ছিলো

  • @mdsohidulalam2524
    @mdsohidulalam2524 Год назад +22

    ভারত বাস করলেও যেনো মনে হয় আমাদের ভাষাই এই গান ,মন ভরে গেল,এক কথায় অসাধারণ।মুর্শিদাবাদ

  • @RushHrsHinjewadi
    @RushHrsHinjewadi 3 месяца назад +4

    Mumbai teke sunlam.onek moja.
    thanks to all off you for giving such a beautiful song🥰.

  • @GlobalExpresss
    @GlobalExpresss 3 года назад +15

    রেখে গেলাম একটা কমেন্ট। বাংলা লোকজ গান ও সংস্কৃতি রক্ষায় আইপিডিসি আরও অনেকদূর এগিয়ে যাক।

  • @sumonsarkar9734
    @sumonsarkar9734 3 года назад +12

    আমাদের সবুজ শ্যামল গ্রামের গর্ব পল্লি কবি জসিম ♥
    ভোকাল কম্পোসিজন এক কথায় অনবদ্য।।
    পার্থ দা কে নিয়ে আলাদা করে কিছু বলার নাই
    সিঙ্গাপুর সাউথ তোয়াজ

  • @IstiakbinMohsinvhaiiii985
    @IstiakbinMohsinvhaiiii985 10 месяцев назад +17

    আহ বাংলা গানের কোনো জুড়ি নেই,, আমি গর্ব করি আমি বাংলাদেশী বাঙালি 🥰🥰🇧🇩

  • @nadirhossainsaifullah2467
    @nadirhossainsaifullah2467 3 года назад +165

    নাদিয়া ডোরাকে এই ড্রেসআপে চমৎকার লাগছিল। শাড়ির ভাঁজ, সবুজ সাজ,চটপটে ভাব ও হাতের কারিশমাটিক অঙ্গভঙ্গি সব মিলিয়ে শিল্পীর শিল্পের দারুণ বহিঃপ্রকাশ।

  • @rejwanulislamrajib
    @rejwanulislamrajib 2 года назад +117

    আমি ভারতের মহারাষ্ট্র থেকে শুনলাম এত্তো সুন্দর একটা গান। খুব ভালো লাগলো

    • @ipdc.amadergaan
      @ipdc.amadergaan  2 года назад +4

      আপনার মতামত আমাদেরকে আরও বেশি অনুপ্রাণিত করবে। পরবর্তীতে আরও সুন্দর গান উপহার দেওয়ার চেষ্টা করব আমরা। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।

    • @user-kk5cv1rs5r
      @user-kk5cv1rs5r 3 месяца назад

      @@ipdc.amadergaan amader request ki rakhar kono sujog ase ? asha korchi "bapui chengra re" gaan ta poribeshon korben

  • @SagorEntertainment744
    @SagorEntertainment744 3 месяца назад +4

    অসাধারণ IPDC এর গান গুলো, এই আধুনিক যুগে, পুরনো গান গুলোকে কি সুন্দর উপস্থাপন করেছেন, ধন্যবাদ IPDC Family 2024

  • @rajuhowlader
    @rajuhowlader Год назад +20

    আমি পশ্চিমবঙ্গ জলপাইগুড়ি থেকে গানটি শুনছি, অসাধারণ।

  • @sushantachakraborty1122
    @sushantachakraborty1122 3 года назад +134

    IPDC র প্রত্যেকটি গান খুব ভালো হয়েছে।এইভাবেই ভালো ভালো গান উপহার দিয়ে যান।শুভকামনা ত্রিপুরা(ভারত) থেকে।

  • @bitandutta1770
    @bitandutta1770 3 года назад +329

    মন ভরে গেলো। এপাড় বাংলার বর্ধমান জেলা থেকে অভিনন্দন আর শুভেচ্ছা রইলো

    • @ipdc.amadergaan
      @ipdc.amadergaan  3 года назад +10

      Thank you !

    • @roysujan2023
      @roysujan2023 3 года назад +1

      ♥️

    • @anispecial.2796
      @anispecial.2796 3 года назад

      ধন্যবাদ

    • @bitandutta1770
      @bitandutta1770 3 года назад +1

      @@tariquemir4257 ভাই উনি রবি ঠাকুরের দেশের লোক। বীরভূম জেলার তৃণমূলের জেলা সভাপতি। যদিও বীরভূম আর বর্ধমান পাশাপাশি। মাঝে শুধু অজয় নদী।

    • @tariquemir4257
      @tariquemir4257 3 года назад +2

      @@bitandutta1770 বর্ধমান আর বীরভূম গুলিয়ে ফেলছি 🥺🥺

  • @opumallick8450
    @opumallick8450 Год назад +20

    অপসংস্কৃতির এই সমাজে এই গানগুলো যারা শুনে, তাদের মনটায় কতোই না পবিত্র!!!

  • @user-rn2ty4dv2b
    @user-rn2ty4dv2b 3 месяца назад +3

    তোমাকে অনেক ধন্যবাদ এমন সুন্দর করে গান গাওয়ার জন্য ❤❤❤

  • @mewithakash
    @mewithakash 3 года назад +23

    জসিমউদদীন আমাদের বাংলাদেশের অমূল্য সম্পদ 🖤। তার লেখা অসংখ্য জনপ্রিয় গান আছে যার কিছু চলে যাচ্ছে অন্তরালে। আমরা চাই অন্তরালে হারাতে বসা গানগুলো নতুন প্রজন্মের কাছে এভাবেই পৌঁছে দেওয়া হোক ঐতিহ্যবাহী গান গুলো।

  • @sadaydebnath1285
    @sadaydebnath1285 2 года назад +320

    ... এককথায় অসাধারণ...! পল্লীকবি জসীমউদ্দীন-এর অসাধারণ সৃষ্টি...! মেঠো পথ ধরে এই সুর যেন অন্তরে গিয়ে ধাক্কা দেয়...! অসাধারণ... ❤️❤️❤️

    • @walitex6634
      @walitex6634 Год назад

      Tik tai

    • @princess-pw8oj
      @princess-pw8oj Год назад

      Abbe sale chup

    • @kobitagolperasorofficial
      @kobitagolperasorofficial Год назад +1

      thik tai

    • @zack-love-rose
      @zack-love-rose Год назад +1

      @Abhijeet Kundu tore ke bolse.

    • @sabbirchowdhury9168
      @sabbirchowdhury9168 Год назад +1

      @ Abhijeet Kundu: Do your research and then comment! Stop spreading your baseless and misleading comments!
      Do you know anything about poet Jasim Uddin? The best Bengali poet depicting rural and traditional Bengal! (Full Stop!)

  • @sarathmalitha6034
    @sarathmalitha6034 Год назад +33

    Love from sri lanka 🇱🇰

  • @sumitkumarmitra-zh1zj
    @sumitkumarmitra-zh1zj 11 месяцев назад +8

    এক কথায় অসাধারণ! এদের গান আমি শুনি ও অন্যদের শোনাই। আনন্দ পাই। পুরো দলটিকে জানাই আন্তরিক অভিনন্দন।এদের সাফল্য কামনা করি।

  • @subrataroy5349
    @subrataroy5349 2 года назад +257

    কলকাতার স্থায়ী বাসিন্দা । সংস্কৃতি জগতের সাথে কিঞ্চিত যোগাযোগ আছে। কিন্তু মাটির গন্ধ পাবার জন্য, মাটির সুর শোনার জন্য " আমাদের গান" শুনতেই হয়। আসলে গানগুলো যে সবার। সবার প্রাণের । সবার মনে দোলা দিয়ে যাবার গান।

    • @Embeddedwithmehedi
      @Embeddedwithmehedi Год назад

      আসলে এপার বাংলা ও ওপার বাংলার মধ্যে পার্থক্য শুধু কাটাতারের বেডা, মুলত আমরা সবাই বাঙ্গালী।

    • @arindamdas6969
      @arindamdas6969 Год назад

      SC certificate a6e....??

    • @MdBabu-kj4lb
      @MdBabu-kj4lb Год назад +3

      হিসাব নাই কত বার যে শুনেছি কত বার বার শুনতাছি

    • @sharminakthar939
      @sharminakthar939 Год назад

      Zdzi nh

    • @azimkhan-kp4ik
      @azimkhan-kp4ik Год назад

      Aaaa

  • @user-dl5bp6ud3k
    @user-dl5bp6ud3k 3 года назад +189

    একমাত্র বাংলাভাষায় শব্দের এমন রকমারি উচ্চারণ রয়েছে যা মণ জুড়িয়ে যায়।
    অসাধারণ গানের গলা এবং স্পষ্ট উচ্চারণ। মনমুগ্ধকর

  • @mrinmoyeerfamily9568
    @mrinmoyeerfamily9568 8 месяцев назад +8

    অসম্ভব সুন্দর গানটি গেয়েছেন ৷ প্রত্যেকের সহযোগিতায় গানটি এত সুন্দর হয়েছে। তাই প্রত্যেককেই যারা ইন্ট্রুমেন্টে আছেন তাদের ও কৃতিত্ব অবর্ণণীয়। ধন্যবাদ সবাইকে ৷

  • @hmsohelrana360
    @hmsohelrana360 Месяц назад +1

    না চাইতেও গানটা বেজে উঠলো আমার মোবাইলে, আমিও মিস করিনি পুরো গানটাই উপভোগ করলাম, কতইনা সুন্দর ছিল আমাদের আগেকার গানগুলো।

  • @Newworld235
    @Newworld235 2 года назад +446

    বাংলা ভাষা বেচে থাকুক সারা পৃথিবী জুড়ে আমি বাঙালি আমি গর্বিত।নিপাত যাক সাম্প্রদায়িকতা সমস্ত বাংলা ভাষাভাষী আমরা ভাই ভাই।

    • @subaldebnath3629
      @subaldebnath3629 2 года назад +7

      Right

    • @user-jh9py2pt5s
      @user-jh9py2pt5s 2 года назад +5

      জীবন ধন্য যে বাংলা ভাষায় সকল মনের আবেক মন খুলে বলতে পাড়ি।

    • @bipuldas7848
      @bipuldas7848 2 года назад +7

      Yes

    • @user-wz8rh3he1d
      @user-wz8rh3he1d 2 года назад +2

      একদম

    • @Virat_The_Fake_Fielder
      @Virat_The_Fake_Fielder 2 года назад

      Bangladesher moto আসাম্প্রদায়িকতার দেশ পৃথিবীতে কোথাও নেই।

  • @tinderjuicyoilyandbutteryv6074
    @tinderjuicyoilyandbutteryv6074 3 года назад +354

    বাংলাদেশ হল বাংলা ভাষার ভূমি। কত রকম উচ্চারণ, কত রকম টান।

    • @FIRETEK50
      @FIRETEK50 3 года назад +7

      R amra kala bikbo

    • @dr.strange9301
      @dr.strange9301 2 года назад +11

      দুই বাংলাই তাই একবার পশ্চিমবঙ্গে আসবেন বাংলার নানান আঞ্চলিক টান পাবেন।

    • @azaharhossain4783
      @azaharhossain4783 2 года назад +5

      বাংগালা থেকে বাংগাল এবং সে বাংগাল হতেই বাংলা বা বাংলা ভাষার উৎপত্তি। তাই বাংলাদেশ বাংলা ভাষার আদি ভুমিও বলা দোষ নহে।

    • @dr.strange9301
      @dr.strange9301 2 года назад +11

      @@azaharhossain4783 পাগলের মত কথা বলবেন না লোকে মুর্খ বলবে। অবিভক্ত বাংলাটাই বাংলাদেশ সেখানে কেউ বাঙ্গাল নয় কেউ ঘটি নয় সবাই বাঙালি। বাংলা থেকে বাঙালি বিহার থেকে বিহারি উড়িষ্যা থেকে উড়িয়া তাই আলবাল কথা বলবেন না।

    • @pankajgupta6678
      @pankajgupta6678 2 года назад +5

      জয় বাংলা মা ।

  • @tapashroy6296
    @tapashroy6296 4 месяца назад +4

    রাধা কৃষ্ণ কে নিয়ে যত গান হয়েছে আমার মনে হয় এত প্রেমের গান আর কাউকে নিয়ে হয়নি। আসলে শক্তি আর শক্তিমান বলে কথা। সৃষ্টির উৎস। এরা একাত্মা।

  • @samannoysujanroy2515
    @samannoysujanroy2515 3 года назад +123

    পার্থদা তুমি সেরা....✌️😍
    বাংলাদেশে লোকগানের কম্পোজিশনকে তুমি অন্য মাত্রায় নিয়ে যাচ্ছো... 🙏

  • @indadulhaque4186
    @indadulhaque4186 2 года назад +35

    ভারতের পশ্চিমবঙ্গ থেকে শুনছি,,,, গানটার মধ্যে কি আছে সেটা আমি জানিনা কিন্তু প্রতিদিন দুই থেকে তিনবার শুনি

  • @buduammolife
    @buduammolife Год назад +38

    Sri Lankan just found out this gem,I dont understand a bit but gosh Im so in love! ❤️ 🇱🇰

    • @atronadhashi4550
      @atronadhashi4550 6 месяцев назад

      This song is about query of a young lady to her friend about a mysterious man, playing flute, which has enthralled her like charm
      First line is,
      o my beloved, who is playing flute under Burflower-tree?
      If you can bring him to me, I will offer you my ponytail.."

  • @sudiproy9424
    @sudiproy9424 4 месяца назад +1

    Osadharon gaan...❤ aj amader kirtan a ai gaan ta chaliyechilam👌🇮🇳

  • @mdtahasanemon6005
    @mdtahasanemon6005 3 года назад +47

    আবহমান বাংলার সংস্কৃতি তুলে ধরা হয়েছে এই গানে। ধন্যবাদ এভাবে বাঙালি সংস্কৃতি বিশ্ববাসীর কাছে পৌছে দেওয়া হোক। কিশোরগঞ্জ জেলা হতে।

    • @aroopborkotoky386
      @aroopborkotoky386 2 года назад +2

      অতি সুন্দৰ কথা,সুৰ আৰু উপস্থাপন । ধন্যবাদ ।

    • @dewanhasan3954
      @dewanhasan3954 2 года назад

      Ei to abostha . Bangla gaan. Media of official kajey bangla ..bhasha . Ke. Jiboto o flurish korar.kaaz korchey Bangladesh . .
      Feel so sad fpr west bengali bhai ..
      Kothai morey gechey sei Hemant . Shamol ..talat . Mahmood . And sayndha . Arati . Protima . Shalil nachiketa ...so many
      Ar ki lyric..composition
      Ar ekhon. Gan. Er nomuna .
      Roz roz baby pyar ki hai dose / pyar hua hai paheley bar / whisky bear khub chadhaley /
      Vekotesh / chopra/ agarwala / der takar chapey west bengall ra cultural ei porjoodosto ..

  • @sunirmaldebroy3049
    @sunirmaldebroy3049 3 года назад +240

    গ্রাম বাংলার ছবি ফুটে উঠা এই অপূর্ব , অনবদ্য ও অসাধারণ সঙ্গীত উপভোগ করলাম ভারতের উত্তর পূর্বাঞ্চলের ত্রিপুরা রাজ্যের রাজধানী শহর আগরতলায় বসে । নাদিয়া যেমন দেখতে তেমনই ওর সুর-তাল-লয় ও উপস্থাপনা । এক কথায় দুর্দান্ত । অজস্র ধন্যবাদ নাদিয়াকে ।

    • @tofazzalhossain6095
      @tofazzalhossain6095 3 года назад +1

      খুব সুন্দর।

    • @Loveyou-dc7op
      @Loveyou-dc7op 2 года назад

      ruclips.net/video/kHHAMfd0FgQ/видео.html

    • @pradeepmalik4028
      @pradeepmalik4028 2 года назад +3

      সিলেট থেকে ভালাবাসা নেবেন ❤️❤️

  • @sudhirkumarmurmu7993
    @sudhirkumarmurmu7993 3 месяца назад +1

    অসাধারণ। আপনাদের সঙ্গীত জগৎ উন্নতি হোক। আপনাদের গান শুনে আমি অত্যন্ত গর্বিত।

  • @mdkamruzzaman4790
    @mdkamruzzaman4790 3 месяца назад +1

    Ipdc পরিবেশনায় সবচেয়ে সেরা আয়োজন এই গান টা।। অসাধারণ চমৎকার সুর আর অসাধারণ কম্বিনেশন সবকিছু মিলে গানটাকে প্রাণবন্ত করেছে।।।

  • @dailyvlogsbynirob
    @dailyvlogsbynirob 3 месяца назад +4

    বাংলাদেশের সিরাজগঞ্জ থেকে শুনছি

  • @niluruidas5768
    @niluruidas5768 2 года назад +52

    অনেক ভালোবাসা এপার বাংলা বর্ধমান থেকে🇮🇳🇮🇳🇮🇳

    • @drbabu9107
      @drbabu9107 2 года назад +1

      শুভেচ্ছা নিবেন 🇧🇩

  • @ripanchanda3840
    @ripanchanda3840 2 года назад +105

    দারুন গেয়েছেন,,কোন ভাষায় কিছু বলবো খুঁজে পাচ্ছি না,,,এক কথায় অনবদ্য,,,
    রিপন চন্দ,, পশ্চিমবঙ্গ ,,ভারত।।

    • @saidibneahmed
      @saidibneahmed 2 года назад +2

      ধন্যবাদ, দাদা

  • @sadhanasarkar2514
    @sadhanasarkar2514 3 месяца назад +1

    আমার অসম্ভব অসম্ভব প্রিয় একটা গান, দিনের মধ্যে আমি ১০/১৫ বার শুনি গান, যতই শুনি ততোই ভালো লাগা বেড়ে যায়

  • @aroundbdakash
    @aroundbdakash 10 месяцев назад +5

    IPDC studio এর যন্ত্র শিল্পী ও নাদিয়া ডোরা আপুর অক্লান্ত পরিশ্রমে পরিবেশনাটা অনেক সুন্দর হয়েছে,,, অন্তত প্রতিদিন একবার হলেও এই গানটা শুনি। এতটা মধুর লাগে যা বলে বোঝানো যাবেনা।

  • @skbarua70
    @skbarua70 3 года назад +123

    এক সময়ের জনপ্রিয় অনেক লোক সংগীত বর্তমানে হারিয়ে যাওয়ার পথে। IPDC দায়িত্বশীলতার সাথে এসব গানগুলো দর্শক-প্রোতাদের কাছে পৌঁছিয়ে দিচ্ছে। IPDC পরিবারকে অনেক অনেক ধন্যবাদ।

  • @maloypramanik4250
    @maloypramanik4250 3 года назад +27

    অসাধারণ, গায়িকা গানটাকে অন্য মাত্রায় নিয়ে গেছেন। গায়িকাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। ভারত থেকে অনেক অনেক শুভকামনা রইলো আপনাদের দলের সকল সদস্যকে।

  • @_Sandamal_7
    @_Sandamal_7 8 месяцев назад +5

    I'm Sri lankan 🇱🇰 but beautiful song and amazing ❤

  • @mdlitondoas6499
    @mdlitondoas6499 2 месяца назад +3

    হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম হরে হরে খুব সুন্দর ধন্যবাদ খুব সুন্দর খুব ভালো লাগলো গানটা

  • @chhanditamondal9242
    @chhanditamondal9242 2 года назад +46

    অপূর্ব গান বিমোহিত হলাম। কলকাতা থেকে শুভেচ্ছা ও শুভ কামনা রইলো।

  • @kishandas397
    @kishandas397 3 месяца назад +2

    ভারতের ত্রিপুরা থেকে শুনছি... অসম্ভব সুন্দর উপস্থাপনা...বার বার শুনে যাচ্ছি❤

  • @MdShohag-bf4om
    @MdShohag-bf4om Год назад +11

    অসাধারণ মায়াবী গায়কী আর শরীরের প্রানবন্ত অভিনয়ের মাধ্যমে গানটিকে অন্য মাত্রায় পৌঁছে দিয়েছে, সাথে IPDC টিম এর সকল বাদ্য শিল্পীর অসাধারণ সুর সবাইকে মুগ্ধ করে রাখবে যুগ যুগ ধরে। এগিয়ে যাও IPDC আমাদের গান

    • @ipdc.amadergaan
      @ipdc.amadergaan  Год назад +2

      দর্শকদের হৃদয়ে স্থান করে নেওয়াতেই আমাদের স্বার্থকতা। আপনার মতামত আমাদেরকে আরও বেশি অনুপ্রাণিত করবে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।

  • @rudra44473
    @rudra44473 2 года назад +15

    অপূর্ব...এপার বাংলার বর্ধমান জেলা থেকে শুভেচ্ছা ও অভিনন্দন রইলো❤❤

  • @tutulroyroytutul350
    @tutulroyroytutul350 3 года назад +10

    বিশ্বাস হয়তো করবেন না,,, এই গানটা আমি প্রতিদিন দিনে 8 থেকে 10 বার শুনি,,, ধন্যবাদ আপনাদের ভাল একটি গান উপহার দেওয়ার জন্য

  • @parimalsarkar1789
    @parimalsarkar1789 4 месяца назад +1

    অসাধারণ সুন্দর গান, গায়কি এবং গায়িকা।👌👍

  • @abdurrahim-vt8zk
    @abdurrahim-vt8zk 3 месяца назад +2

    ২০২৪ সালে এসে হঠাৎ হারানো গান টা বলতে বলতে শুনতে গেলাম,
    সত্যি নাদিয়া ডোরার কন্ঠে আরও অসাধারণ সুন্দর লাগলো গানটা ♥️🌹

  • @amonvishwash8328
    @amonvishwash8328 2 года назад +51

    রাজস্থান( ind) থেকে বলছি খুব ভালো গাইলেন দিদিভাই

  • @ashishmandal2906
    @ashishmandal2906 3 года назад +57

    গানটা যতবার শুনি ঠিক ততবারই আরো শুনতে ইচ্ছে করে।এপার বাংলার পশ্চিমবঙ্গের কোচবিহার থেকে। অফুরন্ত ভালোবাসা আর শুভেচ্ছা রইল।

    • @towhidulislam2917
      @towhidulislam2917 2 года назад

      Abbas Uddin er desh Kuchbihar... 😍 uni-e first geyechilen eta.. likhechen Jashim Uddin. 😍

  • @user-hq3ev3ec2s
    @user-hq3ev3ec2s 3 месяца назад +1

    সত্যি বলতে এই গানটর জন্য, সেই দেশের প্রেমে পড়ে গেছি। শিল্পীকে অসংখ্য ধন্যবাদ, এই বয়সে এত সুন্দর কণ্ঠ উপহার দেওয়ার জন্য।

  • @sadhanasarkar2514
    @sadhanasarkar2514 3 месяца назад +1

    অসাধারণ এক্সপ্রেশন শিল্পীর
    মুগ্ধতায় পরিপূর্ণ ♥️♥️♥️♥️

  • @thrlling196
    @thrlling196 2 года назад +100

    পল্লীকবি জসীম উদ্দিনের অনবদ্য সৃষ্টি এ গান।আর সুর, তাল, লয় ও কোরাস সব মিলিয়ে অসাধারন উপস্থাপনা।পশ্চিম বঙ্গ বা ভারতের বাংলাভাষী যেসব দাদা দিদিরা শুনেছেন,কমেন্ট করেছেন।তাদের অসংখ্য ধন্যবাদ।সুস্থ সংস্কৃতি চর্চা আমাদের আরো কাছাকাছি নিয়ে আসবে।

    • @sabbirchowdhury9168
      @sabbirchowdhury9168 Год назад +1

      @ Abhijeet Kundu: Do your research and then comment! Stop spreading your baseless and misleading comments!
      Do you know anything about poet Jasim Uddin? The best Bengali poet depicting rural and traditional Bengal! (Full Stop!)

    • @Imranahmed-kx5eg
      @Imranahmed-kx5eg Год назад +5

      ​​@AbhijeetKunduভাইয়া দয়া করে একটু রেফারেন্স দিবেন যে এটা সংকলিত! সব জায়গায় বলা হয়েছে এটা পল্লী কবি জসিম উদ্দিনের লেখা গান! এবং এরকম গান তিনি অনেক লিখেছেন!
      খোদ আব্বাস উদ্দীনের গাওয়া গানেও এটা জসিম উদ্দিনের লেখা বলা হয়েছে!
      রাধা কৃষ্ণের প্রেমের উপাখ্যানের উপর হলেই সেটা সংকলিত এটা কোথায় পেয়েছেন?
      তাই যদি বলা হয় তাহলে রবি ঠাকুর তো বেদের অনুবাদ মূলক গান লিখেছেন সেগুলো কি তার গান না? গানগুলো কি মহান কবির প্রতিভার প্রকাশ ঘটাই না?
      রেফারেন্স ছাড়া প্রতিভাবান কোন ব্যক্তি সম্পর্কে এই রকম কথা কেন বলছেন?
      দু খোঁচায় তার সব লেখাকে সংকলন বলে উপহাস করে দিলেন?
      আপনি কোথায় পেয়েছেন সে সব কিছুই সংকলন করেছে?
      রেফারেন্স দিয়ে যাবেন!
      তার বাঙ্গালীর হাসির গল্প ছাড়া আর কোন বই বা গান সংকলিত ?? এই সংকলন করাটাও তার মহানুভবতা!
      আমাদের ঐতিহ্য লিখে গেছেন!
      অনেক প্রথিতযশা কবি লেখককে চাইলে এখন চোর বলতে পারতাম!
      যারা হেলেন, শেক্সপিয়র গল্প চুরি করেছেন! বললে অনেকের গায়ে লাগবে! চুরি করার থেকে সংকলন অনেক প্রতিভার কাজ!
      আশা করছি আপনি রেফারেন্স প্রদান করবেন......

    • @abhijeetkundu2271
      @abhijeetkundu2271 Год назад

      @@Imranahmed-kx5eg ​এক লাইন পড়ে ১০ লাইন বেশি বুঝলে যা হয়। পুরা রচনা লিখে ফেলছে। কোথাও বলি নাই জসীমউদ্দিনের সব গান সংকলিত। ওরিজিনাল আছে, সংকলনও আছে। এটা সংকলন। শিল্পে চুরি করা বলে কিছু নাই। মাইকেল অ্যাঞ্জেলো ভাস্কর্য বানানো শিখছে প্রাচীন রোমান ভাস্কর্য নকল করে করে। ভ্যানগগ ছবি আঁকা শিখছে মিলেটের ছবি নকল করে করে। নকল করা হল একটা কিছু দেখে সেটাকে বুঝা, তারপর নিজের মত কিছু করা। সংকলন করা হল তোঁতা পাখির মত মুখস্ত করা। মাদ্রাসায় যেমনটা কোরআন তোঁতা পাখির মত মুখস্ত করে কিছু না বুঝে। আপনিও করছেন। ঐরকম একটা শিক্ষা ব্যবস্থা থেকে বের হইছেন দেখেই ১০ লাইন বেশি বুঝেন। "চুরি করার থেকে সংকলন অনেক প্রতিভার কাজ" - গায়ে তো আপনার লাগছে। জসীমউদ্দিন নিজেও কোনদিন বলে নাই এই গান তার। তার গান সংকলনের একটা বইই আছে আর এই গান সেখান থেকে। জসীমউদ্দিন চুরি করে নাই কিন্তু তারে জোর করে চোর বানাইতেছেন আপনি নিজে। আপনার চুলকানি অন্য জায়গায়। এইসব গান-বাজনার মত হারাম জিনিস বাদ দিয়া নামাজ পড়েন। একটা পর্দাহীন নারী গান গাইতেছে, সেটাও দেখবেন, আবার চেতনায় খোঁচাও লাগবে, আবার স্বপ্নে দেখবেন চ্যালচ্যালাইয়া জান্নাতে যাইতেছেন।

    • @abhijeetkundu7123
      @abhijeetkundu7123 Год назад

      @@Imranahmed-kx5eg এক লাইন পড়ে ১০ লাইন বেশি বুঝলে যা হয়। পুরা রচনা লিখে ফেলছে। কোথাও বলি নাই জসীমউদ্দিনের সব গান সংকলিত। ওরিজিনাল আছে, সংকলনও আছে। এটা সংকলন। শিল্পে চুরি করা বলে কিছু নাই। মাইকেল অ্যাঞ্জেলো ভাস্কর্য বানানো শিখছে প্রাচীন রোমান ভাস্কর্য নকল করে করে। ভ্যানগগ ছবি আঁকা শিখছে মিলেটের ছবি নকল করে করে। নকল করা হল একটা কিছু দেখে সেটাকে বুঝা, তারপর নিজের মত কিছু করা। সংকলন করা হল তোঁতা পাখির মত মুখস্ত করা। মাদ্রাসায় যেমনটা কোরআন তোঁতা পাখির মত মুখস্ত করে কিছু না বুঝে। আপনিও করছেন। ঐরকম একটা শিক্ষা ব্যবস্থা থেকে বের হইছেন দেখেই ১০ লাইন বেশি বুঝেন। "চুরি করার থেকে সংকলন অনেক প্রতিভার কাজ" - গায়ে তো আপনার লাগছে। জসীমউদ্দিন নিজেও কোনদিন বলে নাই এই গান তার। তার গান সংকলনের একটা বইই আছে আর এই গান সেখান থেকে। জসীমউদ্দিন চুরি করে নাই কিন্তু তারে জোর করে চোর বানাইতেছেন আপনি নিজে। আপনার চুলকানি অন্য জায়গায়। এইসব গান-বাজনার মত হারাম জিনিস বাদ দিয়া নামাজ পড়েন। একটা পর্দাহীন নারী গান গাইতেছে, সেটাও দেখবেন, আবার চেতনায় খোঁচাও লাগবে, আবার স্বপ্নে দেখবেন চ্যালচ্যালাইয়া জান্নাতে যাইতেছেন।

    • @abhijeetkundu5453
      @abhijeetkundu5453 Год назад

      @@Imranahmed-kx5eg এক লাইন পড়ে ১০ লাইন বেশি বুঝলে যা হয়। পুরা রচনা লিখে ফেলছে। কোথাও বলি নাই জসীমউদ্দিনের সব গান সংকলিত। ওরিজিনাল আছে, সংকলনও আছে। এটা সংকলন। শিল্পে চুরি করা বলে কিছু নাই। মাইকেল অ্যাঞ্জেলো ভাস্কর্য বানানো শিখছে প্রাচীন রোমান ভাস্কর্য নকল করে করে। ভ্যানগগ ছবি আঁকা শিখছে মিলেটের ছবি নকল করে করে। নকল করা হল একটা কিছু দেখে সেটাকে বুঝা, তারপর নিজের মত কিছু করা। সংকলন করা হল তোঁতা পাখির মত মুখস্ত করা। মাদ্রাসায় যেমনটা কোরআন তোঁতা পাখির মত মুখস্ত করে কিছু না বুঝে। আপনিও করছেন। ঐরকম একটা শিক্ষা ব্যবস্থা থেকে বের হইছেন দেখেই ১০ লাইন বেশি বুঝেন। "চুরি করার থেকে সংকলন অনেক প্রতিভার কাজ" - গায়ে তো আপনার লাগছে। জসীমউদ্দিন নিজেও কোনদিন বলে নাই এই গান তার। তার গান সংকলনের একটা বইই আছে আর এই গান সেখান থেকে। জসীমউদ্দিন চুরি করে নাই কিন্তু তারে জোর করে চোর বানাইতেছেন আপনি নিজে। আপনার চুলকানি অন্য জায়গায়। এইসব গান-বাজনার মত হারাম জিনিস বাদ দিয়া নামাজ পড়েন। একটা পর্দাহীন নারী গান গাইতেছে, সেটাও দেখবেন, আবার চেতনায় খোঁচাও লাগবে, আবার স্বপ্নে দেখবেন চ্যালচ্যালাইয়া জান্নাতে যাইতেছেন।

  • @orinternet23
    @orinternet23 2 года назад +59

    আমি IPDC র প্রতিটি গান এর প্রেমে পরে গেছি। I love everybody. I live west Bengal India🇮🇳

  • @sanjitkumarmedia2080
    @sanjitkumarmedia2080 4 месяца назад +1

    এই সকল গানকে মন থেকে উপলব্ধি করলে বুঝা যায় যে ভাষার জন্য সর্বোচ্চ বিসর্জন দেওয়াটাও যেন ছোট্ট কিছু ❤️
    বাংলা ভাষার জয় হোক❤️

  • @AlamgirHossain-sp8nm
    @AlamgirHossain-sp8nm Год назад +3

    বাংলা গান মাটি ও মানুষের কথা বলে বাংলাদেশ ও কোলকাতার সাংস্কৃতি অভিন্ন যারা ওপার বাংলা থেকে শুনছেন ধন্যবাদ জানাই তাদের কে,
    আমরা সবাই বাঙ্গালী।

  • @shatadalsarkar2609
    @shatadalsarkar2609 2 года назад +172

    ছোট বেলাতে আমার ঠাকুমা এই গান না গায়লে ঘুমাতাম না❤️এবার বাড়িতে গিয়ে ঠাকুমাকে গানটা শুনাবো❤️

  • @kabitaacharjee4840
    @kabitaacharjee4840 2 года назад +43

    আমি এিপুরা থেকে বলছি সত্যি এই গানটি অসাধারণ কারন এই গানের সুর ও কথা মনের ভেতর গেথে যায়

  • @safamarowa3406
    @safamarowa3406 7 месяцев назад +2

    গায়িকার তাল, লয় ও অভিনয় এ যেনো এক অন্যরকম অনুভূতি। বনের গহীনে হারিয়ে যাওয়ার মতো। ধন্যবাদ অধোরা♥️♥️♥️

  • @sukhendu1974
    @sukhendu1974 4 дня назад

    আমি হাওড়া থেকে শুনছি। অসাধারন music compose। গায়িকা ও বদ্মকার দার এত compact তাল মিল যে ভাষায় প্রকাশ করা যায় না। সত্যি অসাধারন

  • @bristyakter4572
    @bristyakter4572 3 года назад +250

    অসাধারণ হয়েছে ❤😍 পল্লীকবি জসিম উদ্দিনের লেখা অমুল্য সম্পদ এই গানটি। 😍❤

    • @PHR-Amin
      @PHR-Amin 3 года назад +3

      Wow

    • @bipuldebnath9261
      @bipuldebnath9261 3 года назад

      Nice

    • @dipsworld5385
      @dipsworld5385 3 года назад +1

      আমদের প্রভু শ্রী কৃষ্ণ কর নিয়ে দুনিয়া ভরা অসংখ্য অসাধারণ গান❣️

    • @Loveyou-dc7op
      @Loveyou-dc7op 2 года назад

      ruclips.net/video/kHHAMfd0FgQ/видео.html

  • @myblog3818
    @myblog3818 3 года назад +202

    ভারত এর পশ্চিমবঙ্গর বর্ধমান থেকে খুবই সুন্দর লাগলো অপেক্ষা তে থাকলাম এই রকমের গান সোনার জন্য

    • @user-uu3zk5md6t
      @user-uu3zk5md6t 3 года назад +2

      আপনারা সোনা না শোনা বলেন।
      শ কে স,আবার স কে শ বলেন,যেমন সাকিব আল হাসানের নামের বেলায় ভারতীয় মিডিয়া শাকিব বলে।

    • @sagorsarkar16
      @sagorsarkar16 3 года назад

      @@user-uu3zk5md6t 🤣🤣

    • @abacus.educare.007
      @abacus.educare.007 3 года назад +1

      @@user-uu3zk5md6t এসব নিয়ে এখানেও?

    • @peace3735
      @peace3735 3 года назад +1

      @@user-uu3zk5md6t শোনা বলে ভাই। সোনা হল gold. বোধহয় typo error হয়েছে :)
      আর মিডিয়ার কথা যত কম বলা যায় ততই ভালো। ছোটবেলায় জানতাম শচীন, হঠাৎ আনন্দবাজারের মনে হল সচিন :D

    • @litandebnath7770
      @litandebnath7770 3 года назад +1

      বাংলাদেশ সংস্কৃতিতে অনেক সম্বৃদ্ধ

  • @Shooter-wg8jv
    @Shooter-wg8jv 6 месяцев назад +2

    এগুলো হলো কালজয়ী গান যার অস্তিত্ব কোনদিন বিলুপ্ত হয় না💖। 2024তেও সুপার হিট 🔥।

  • @shahaju1287
    @shahaju1287 Год назад +7

    My favourite song.🥰🥀❤️😍😘🥀 Love you from India 🇮🇳🥰❤️❤️🥀.

    • @ipdc.amadergaan
      @ipdc.amadergaan  Год назад

      It's great to see that you listened the song very carefully. We appreciate your valuable words.

  • @Universal69man
    @Universal69man 2 года назад +7

    বাংলাদেশের ইতিহাসে কত লোকসংগীত রয়েছে তা অজানা
    রবীন্দ্রনাথ ও কাজী নজরুল তাদের জীবনের পুরো সময় বাংলাদেশে কাটিয়েছে এদেশের সংস্কৃতি ও ঐতিহ্যকে ভালবেসে
    রচনা করে গেছে হাজারো গান
    বাউল ও মাইজভান্ডারির দেশ বাংলাদেশ
    আমাদের লালন ও হাছন রাজার মতো অনেক গুণী মানুষ জন্মেছিল যারা এদেশের সংগীতকে সমৃদ্ধ করে গেছে

  • @rkmoitra123
    @rkmoitra123 2 года назад +10

    নাদিয়া ডোরার খোলা উদাত্ত কণ্ঠে গান এক কথায় অনবদ্য। এপার বাংলার একজন সাধারণ শ্রোতার কাছ থেকে অকুণ্ঠ অভিনন্দন ও শুভেচ্ছা।

  • @CompanyLawBD
    @CompanyLawBD Год назад +3

    মনে হয় নাদিয়া যেন আমার ছোট বোন । আমি এই গানটা প্রায় ৩০০-৪০০ বার শুনেছি । নাদিয়ার গান এবং বাচনভঙ্গি দুটোই অসাধারণ । তোমাকে বোনের মতো ভালবাসি নাদিয়া । ভাল থেকো ।

    • @ipdc.amadergaan
      @ipdc.amadergaan  Год назад +2

      আপনাদের ভালোবাসার জন্যই এত সুন্দর একটি গান উপহার দিতে পেরেছি আমরা। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

  • @mdraiyan7731
    @mdraiyan7731 Год назад +6

    আমাদের কবি জসীম উদ্ দীন এর লেখা পঙক্তি গুলো অসাধারণ। এবং শিল্পি নাদিয়া তার মধুর কণ্ঠে গানটিকে আরো অসাধারণ করে তুলেছে। 👍❤️❤️💯💯❤️❤️

  • @user-vo5zi6ou9u
    @user-vo5zi6ou9u 3 года назад +125

    অসম্ভব সুন্দর গায়কী নাদিয়া ডোরার। দেখতেও অনেক মায়াবী, শরীর অঙ্গভঙ্গী অন্যরকম ফুটিয়ে তুলেছে।কিন্তু শাড়ীতে আপনাকে বাঙ্গালী বধুর মত লাগতেছ৷

    • @choyonroy2810
      @choyonroy2810 3 года назад +1

      অসাধারণ✌

    • @md.siddik2428
      @md.siddik2428 3 года назад +1

      ♥♥

    • @mustafijurrahman5388
      @mustafijurrahman5388 3 года назад +5

      বাঙ্গালী মেয়েকে তো বাঙ্গালী বধূর মত লাগবে

    • @mdshalom9957
      @mdshalom9957 3 года назад +1

      অসাধারণ বলেছেন

    • @annadas5403
      @annadas5403 3 года назад

      Hmm tik

  • @kankanlahiri3771
    @kankanlahiri3771 3 года назад +246

    কোরাস এ যে তিন জন্য আছেন, তাদের একক গান শুনতে পেলে ভালো লাগবে. বিশেষত মাঝ খানে যিনি বসেন।
    দারুন সুন্দর পরিবেশনা সব মিলিয়ে.

    • @mdsanaullah2520
      @mdsanaullah2520 3 года назад +12

      ওর নাম মন, আমার খুবই ভালো লাগে❤❤, কিন্তু ও আমার চেয়ে অনেক বড় 😥😥😥

    • @anwarhossen2424
      @anwarhossen2424 3 года назад +2

      সহমত

    • @redwanahmed6139
      @redwanahmed6139 3 года назад +2

      @@mdsanaullah2520 উনার পুরো নাম কি?

    • @anjaralmunir2265
      @anjaralmunir2265 3 года назад +7

      আমার একমাত্র ক্রাশ কোরাসের মাঝের জন

    • @mdeliyaslovyou7924
      @mdeliyaslovyou7924 3 года назад +2

      তাদের পরিবেশন অনেক সুন্দর হয়েছে,,,,, তিন জন গলা অসাধারণ 👍👍👍

  • @missshamimaakter8461
    @missshamimaakter8461 4 месяца назад +1

    ❤❤খুব প্রিয় গানটা❤️❤️❤️খুব সুন্দর গান,গাওয়া টাও ভিষণ ভালো হয়েছে ❤❤

  • @ashokraymedhi1387
    @ashokraymedhi1387 Год назад +7

    It's a mustarpic. So peaceful and heart touching 💓 from India

  • @samirchowdhury8496
    @samirchowdhury8496 3 года назад +11

    শিল্পীর উচ্চারণ,গায়কী
    এবং পূর্ণাঙ্গ মিউজিকের সমন্বয়
    সব মিলিয়ে নান্দনিক পরিবেশনা।
    শুভ কামনা
    Ipdc আমাদের গান পরিবারকে।

  • @satyajitbiswas2963
    @satyajitbiswas2963 2 года назад +90

    অসাধারণ শব্দ বিন্যাস এবং সুর। বারবার শুনতে ইচ্ছা হয়। কলকাতা থেকে পুরো গ্রূপ কে ধন্যবাদ।

  • @nilaydavnath1032
    @nilaydavnath1032 9 месяцев назад +2

    ভেবেছিলাম গানটা শুনতে শুনতে অন্য একটা কাজ করব কিন্তু গানের সাথে সাথে ভিডও মধ্যেও এত্ত সুন্দর এক্সপ্রসেন, পুরো ভিডিটাও দেখতে হলো

  • @user-cz4nd6fw4s
    @user-cz4nd6fw4s 7 месяцев назад +2

    বাংলাদেশ এ ঐতিহাসিক বাস্তবতা,
    বাংলা গানের অলাদা একটা টান,
    যে টানের মহো এত সহজে কেটে উঠার নয়,

  • @mdjakirhossainbabul7164
    @mdjakirhossainbabul7164 3 года назад +14

    মনের মাধুরী মেশানো সুর ছন্দ তাল সব মিলিয়ে খুশ চমৎকার হয়েছে।
    বিশেষ করে তিনটা মেয়ে গানটিকে চমৎকার করে ফুটিয়ে তুলেছে।
    আর যার প্রসংসা না করলে হয় না সেই হলো তিনটা মেয়ের মধ্যখানের মেয়েটি খুব খুব ভালো করেছে।
    ধন্যবাদ সকল আয়োজকদের কে।

  • @user-kg7gg6uq2b
    @user-kg7gg6uq2b 3 года назад +161

    সত্যি অসাধারণ, এগান গুলোর মধ্যে দিয়ে বর্তমান সমাজের ছেলে-মেয়েরা বাংলার সংস্কৃতি ফিরে পাবে

  • @ItsMusicLover1
    @ItsMusicLover1 Месяц назад

    পল্লী কবি জসিমউদ্দীনের অনবদ্য সৃষ্টি! ❤️
    IPDC পুরো টিমের খুব ভালো প্রচেষ্টার ফল এই আয়োজন।
    বাংলার মায়া মাখা গানগুলো ছড়িয়ে পড়ুক সারাবিশ্বের বাঙ্গালীদের কাছে আপনাদের মাধ্যমে।
    ধন্যবাদ সবকিছুর জন্য৷

  • @Broken-Heart-
    @Broken-Heart- Год назад +10

    প্রতিটি লাইন প্রতিটি কথা কলিজায় লাগানোর মতো ❤️ একজনমে মিটবে নারে তারে দেখার স্বাদ ❤️

    • @ipdc.amadergaan
      @ipdc.amadergaan  Год назад +1

      আপনি খুব মনোযোগ সহকারে গানটি শুনেছেন। তাই গানের গভীরতা ধরতে পেরেছেন।

  • @rafiqulislam-kn5mw
    @rafiqulislam-kn5mw 2 года назад +26

    একমাত্র বাংলাভাষায় শব্দের এমন রকমারি উচ্চারণ রয়েছে যা মণ জুড়িয়ে যায়। মনমুগ্ধকর