বয়সের ধকল সহ্য করে, এত পরিশ্রম করে, টাকা খরচ করে আপনি সর্বদা হাসিমুখে যে ভিডিও গুলো দেন তা অসাধারণ, খুবই ভাল লাগে। আরো ভাল লাগে অনুপ্রাণিত হই আপনার এই ক্লান্তিহীন এগিয়ে চলা দেখে। ধন্যবাদ।
সত্যি দাদা আপনার এনার্জি ও হাসিমুখ দেখে মোনটা আনন্দে ভরে গেল গো দাদা আপনাকে আমার প্রণাম জানাই 🙏🙏🙏 অপূর্ব অসাধারণ একটি তপোবন দেখানোর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই গো দাদা আমার 🙏🙏🙏
অসাধারণ 🙏 মায়ের মন্দির ❤️🙏❤️ যতই দেখছি তত আপ্লুত হচ্ছি , কত মন্দির আমাদের অজানা থেকে যায়, কিন্তু আপনার দৌলতে এই অজানা মন্দির দেখার সৌভাগ্য হচ্ছে🌺🙏🌺 খুব ভালো লাগছে গুলো 👌👍🙏
আপনার তথ্যচিত্রগুলো অপূর্ব..আগেও দেখেছি কিন্তু কখনো কোনও ধন্যবাদবার্তা জানাইনি..আপনার পরিশ্রম ও পরিবেশনা, দুটি মহৎ গুণকেই আজ প্রণাম জানাচ্ছি..শেষমেষ, একটি বিনীত অনুরোধ..বাংলার ঐতিহ্যমন্ডিত কৃষিউৎসব নবান্ন সমন্ধে যদি অগ্রহায়ণ মাসে একটি প্রতিবেদন দেন...অনেক শুভেচ্ছা রইল..নমস্কার 🙏
দাদা চুচুড়াতে এর আগে অনেক বার গেছি, কিন্তু জানতাম না এরকম সুন্দর একটি মন্দির আছে। আপ নার মধ্যেমে জানতে পেরে যাওয়ার আগ্রহ বেডে গেল। আপনাকে অজস্র ধন্যবাদ জানাই।
অসংখ্য ধন্যবাদ। আমার দর্শকদের কাছে একটাই অনুরোধ যে যা পারবেন নিজের সামর্থ্য অনুযায়ী মঠ, মন্দির ও আশ্রমে দান করবেন তাহলে এই প্রাচীন বাংলার গৌরবময় স্থানগুলি নিজের মর্যাদা রক্ষা করে দর্শনার্থীদের সেবা করতে পারেন। এটা আমার সম্পূর্ণ নিজস্ব মতামত। দাদাভাই কিছু মনে করবেন না। আমি এই কথা আমার সকল দর্শকদের বললাম🙏
Excellent, My pranam to you Dada, I am Subash Mazumdar, I live in Bangladesh. I watch your videos regularly. I like it very much. This video touched my heart. Kolkata is often visited. We have many relatives there. Next visit I will definitely visit the mentioned place to seek Ma's blessings. Wishing you all the best, stay well, Namaskar.
মজুমদার দাদাভাই আমি অক্টোবর মাসে বাংলাদেশের ঢাকায় তিনদিনের জন্য যাওয়ার পরিকল্পনা করছি। ওখানে শ্রী শ্রী ঢাকেশ্বরী মন্দির ও বারদী লোকনাথ বাবা মন্দির আমার দর্শন করার ইচ্ছে আছে। আর কি কি মন্দির তিনদিনের মধ্যে দর্শন করা যাবে একটু জানালে খুব উপকৃত হব 🙏
@@journeywithchoton শ্রদ্ধেয় প্রিয় দাদা, ধন্যবাদ, আমার আন্তরিক প্রনাম নিবেন I বাংলাদেশে আপনাকে স্বাগতম I দয়া করে আপনি এখানে আমাদের আতিথিয়তা গ্রহণ করলে বাধিত হবো I আপনি বাংলাদেশে মন্দির প্ররিক্রমা শুরু করবেন শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির হয়ে, এটা বাংলাদেশের জাতীয় মন্দির, যেটা আপনার পরিকল্পনায় আছে Iএখানে আপনি স্বর্গীয় অনুভুতি অনুভব করবেন I তারপর যাবেন শ্রী শ্রী বাবা লোকেনাথ ব্রহ্মচারী আশ্রম নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার বারদীতে I ঢাকা সংলগ্ন জেলা I আমি লোকনাথ বাবার একনিষ্ট ভক্ত I জয় বাবা লোকনাথ i তারপর যেতে পারেন রামকৃষ্ণ মিশন, ঢাকা (রামকৃষ্ণ মঠ) I বেলুড় মঠ নামে খ্যাত তার একটি শাখাকেন্দ্র বাংলাদেশের রাজধানী ঢাকাতে I আরো যেতে পারেন ইসকন (ISKCON) প্রধান মন্দির, ঢাকা I তবে আমি আপনাকে বিশেষ ভাবে অনুরোধ করবো বাংলাদেশের ঐতিহ্যবাহী শেখর নগরের শ্রী শ্রী মা রক্ষা কালী মন্দির পরিদর্শন করার জন্য I যদিও এটা মুন্সিগঞ্জ জেলায়, কিন্তু ঢাকার সন্নিকটে I একানে মা সদা জাগ্রত I আর যেখানে যেতে হবেই, ১০০০ বৎসর পুরোনো শ্রী শ্রী রমনা কালী মন্দির, ঢাকা I যেটি মূলত মুঘল সাম্রাজ্যের সময়ে নির্মিত হয়েছিল। সম্প্রতি এটি বন্ধুত্বের নিদর্শন স্বরূপ ভারতীয় জনগণ এবং সরকারের অর্থায়নে পুনর্নির্মিত হয়েছে I তৎকালীন ভারতের রাষ্ট্রপতি শ্রী রাম নাথ কোবিন্দ পুনঃনির্মিত নতুন মন্দিরের শুভ উদ্বোধন করেন I আপনি অনেক কম সময় নিয়ে আসছেন, চেষ্টা করবেন আরো একটু বেশি সময় নিয়ে আসার জন্য I আরো যেখানে, যেখানে যেতে পারেন, জয় কালী মন্দির, ঢাকা, রক্ষাকালী মন্দির, শাখারী বাজার, ঢাকা, সিদ্ধেশ্বরী কালী মন্দির,সিদ্ধেশ্বরী, ঢাকা, গণেশ মন্দির, লক্ষ্মী বাজার, ঢাকা, তপোবন মন্দির, ঢাকা I আশা করি আপনাকে মোটামুটি কিছুটা স্বচ্ছ ধারণা দিতে পেরেছি I অক্টোবর এর আগে যদি কোলকাতা যাই তবে আপনার অনুমতি সাপেক্ষে আপনার সাথে সাক্ষাৎ করার ইচ্ছা রইলো i আপনার সফরকালীন বাংলাদেশে আপনাকে সার্বিক সহযোগিতা দেয়ার আশা রাখি I ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন এবং আরো এগিয়ে যান I মহান ঈশ্বর আপনার,পরিবার এবং সকলের মঙ্গল করুন I নমস্কার I
দিদিভাই একটা কথা জিজ্ঞেস করছি। আপনার মেয়ের নাম কি কৃষ্টি দাস। আগে আমাকে দাদু বলে আপনার কৃষ্ণ দাস এর একাউন্ট থেকে কমেন্ট লিখতো। এখন আর ওর লেখা দেখতে পাই না। তাই জিজ্ঞেস করলাম ভুল হলে ক্ষমা করে দেবেন।
Banglar asab math mandir ashram amader sampad asab Matt mandir ashramer sadhya mato seba Kara darkar your vdo is very beautiful and excellent and go ahead
কি বলবো দাদা, এত সুন্দর, দৃষ্টিনন্দন মঠ, কি যে ভালো লাগলো বলে বোঝাতে পারবো না..... নিশ্চই যাবো কারণ , আমার বাড়ি থেকে খুব কাছে.... তবু আপনার মাধ্যমে জানতে হলো.... এতটাই ছোটো জানার পরিধি। মন ভরে গেলো দাদা। অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আপনার video দেখে রাখাল রাজা মন্দির দেখে এলাম। খুব ভালো লাগলো। আর অম্বিকা কালনা তে একশো আট শিব মন্দির এবং রাজবাড়ী দেখে এলাম। সেও অসাধারণ । রাজবাড়িটি নামেই রাজবাড়ী, সেটি একটি সুবিশাল মন্দির..... শিব ঠাকুরের অনেক মন্দির , রাধা কৃষ্ণের মন্দির টি অপুর্ব লাগলো। দাদা কিছু মনে করবেন না, এই গুলো share করলাম বলে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
এই আশ্রম আমাদের প্রাণের আশ্রম খুব ভাল লাগল আপনার উপস্থাপন ,আশ্রম এর সমাধি মন্দিরপূর্বের সাধু বাবার,দন্ডিবাবা তার নাম বলেছেন একটু ঠিক করলে ভাল হয,ধন্যবাদ
দাদাভাই এই সব ইনফরমেশন জানতে হলে পুরো ভিডিও দেখতে হবে। প্রত্যেক ভিডিওর নিচে স্ক্রীনে সুন্দর ভাবে এক মিনিট ধরে ফোন নম্বর ও সময়সূচী দেওয়া থাকে। আর প্রত্যেক ভিডিওর ডেসক্রিপশন এ গুগল মাপের লোকেশন সুন্দর ভাবে দেওয়া থাকে। আমার ভিডিও পুরো দেখলে আর অ্যাড্রেস জানতে হবে না অনায়াসে চলে যেতে পারবেন। তাই অনুরোধ করব পুরো ভিডিও দেখুন। একটা ভিডিও করতে অনেক কষ্ট হয়।🙏
Ekdom thik bolechen ekta video korte khubi kasto hoe ..Khali video korle hoena edit Kara Chara aro anek kaj thake ..rat par hoe jae .sabta dekhe tabe comment korben daya kore
এই ব্লগটাও খুবই ভালো লাগলো। চুচূড়া তে এই মঠের খবর জানা ছিলো না। ধন্যবাদ জানাচ্ছি। যদি কখনও সুযোগ হয় তো আপনার দেখানো এই সব মন্দির মঠ গুলো ঘুরে দেখবার ইচ্ছা রইলো। আপনার information গুলো সঙ্গে রাখলাম।
আমার email এ আপনার কন্টাক্ট নম্বর দিলে আমি যোগাযোগ করে নেবো। আমার email oldyt1961@gmail.com আমি ফোন নম্বর দিলে অনেকে ফোন করবে আর আমি রাস্তায় ভিডিও করার সময় ফোন ধরতে পারবো না তাতে আপনারা কষ্ট পাবেন বা যদিও বা ফোন ধরতে চেষ্টা করি এই বয়সে রাস্তায় ভিডিও করতে করতে অ্যাকসিডেন্ট হয়ে যেতে পারে। তাই আমি কমেন্ট বক্সে আমার ফোন নম্বর দিই না। কিছু মনে করবেন না।🙏
বয়সের ধকল সহ্য করে, এত পরিশ্রম করে, টাকা খরচ করে আপনি সর্বদা হাসিমুখে যে ভিডিও গুলো দেন তা অসাধারণ, খুবই ভাল লাগে। আরো ভাল লাগে অনুপ্রাণিত হই আপনার এই ক্লান্তিহীন এগিয়ে চলা দেখে। ধন্যবাদ।
অনেক ধন্যবাদ 🙏
আপনারদের খুব সুন্দর উপস্থাপনা 🙏 অনেক অনেক ধন্যবাদ 🤝 ভালো থাকবেন, আনন্দে থাকবেন ।🕉🙏🙏🕉
অনেক অনেক ধন্যবাদ 🙏
অবশ ই যাব আপনার ভিডিও দেখে আমরা অনেক গুলো জায়গায় যাব
অনেক অনেক ধন্যবাদ 🙏🙏🙏
Soti khob bhalo laglo apnar video. Amio jabo ei mondire 🙏🙏
অসংখ্য ধন্যবাদ। দেরি হয়ে গেলো উত্তর দিতে। আমি এখন আপনাদের জন্য গুয়াহাটিতে কামাখ্যা মায়ের দর্শনে এসেছি।🙏🙏🙏
সত্যি দাদা আপনার এনার্জি ও হাসিমুখ দেখে মোনটা আনন্দে ভরে গেল গো দাদা আপনাকে আমার প্রণাম জানাই 🙏🙏🙏 অপূর্ব অসাধারণ একটি তপোবন দেখানোর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই গো দাদা আমার 🙏🙏🙏
মনু দাদাভাই অনেক অনেক ধন্যবাদ 🙏
apurbo ashrame sabujer somahar, apurbo maayer murti o mandir, sundar nat mandir, asadharon maharajer haater alpona, sundar prosad, sundar jagannath balaram o shubhadra maayer mruti, tader charone pronam, besh sundar rath tinti, Joy Maa
ভাইপো অনেক ধন্যবাদ 🙏
আপনার জন্য শুভকামনা রইলো। অসাধারণ আপনার পরিবেশনা।
অনেক অনেক ধন্যবাদ 🙏
এ এক আশ্চর্য অশ্বত্থ গাছ দেখালেন! ধন্যবাদ। ❤❤ জয় মা।
আপনি ভাল থাকবেন।
অনেক ধন্যবাদ 🙏
আপনার জন্য কত অজানা অচেনা স্হানে মনোরম স্থানের দর্শনের স্বাদ অনুভব করতে পারছি । আপনাকে আন্তরিক অভিনন্দন জানাই।
অনেক অনেক ধন্যবাদ🙏
Asadharon laglo mayer tirthasthan er darsane dhonyobad janai aapnakeo .
👌👌🙏🙏
অনেক ধন্যবাদ 🙏
apurba monoràm prakitik paribesh khub sunder mandir apnake onek onek dhanyabad dada jai maa kali jai gurudev
অনেক ধন্যবাদ 🙏
apner nikot anurad akdin dhodin thake ak sange koakti jayga dekta pai taba valo hay
খুব ভালো লাগলো। সত্যি খুব সুন্দর জায়গা।জয় মা কালী।
অনেক ধন্যবাদ 🙏
খুব খুব ভালো লাগল।চোখের আরাম ও মনের শান্তি হল👌👌👌🙏🙏🙏
অনেক ধন্যবাদ 🙏
ভালো লাগলো, সুস্থ থাকুন, এটাই কামনা করি।
অনেক অনেক ধন্যবাদ 🙏
Sunder Joy Shree Krishna Radhe Radhe
অসংখ্য ধন্যবাদ। উত্তর দিতে দেরি হলো বলে ক্ষমা প্রার্থনীয়🙏
অসাধারণ 🙏 মায়ের মন্দির ❤️🙏❤️ যতই দেখছি তত আপ্লুত হচ্ছি , কত মন্দির আমাদের অজানা থেকে যায়, কিন্তু আপনার দৌলতে এই অজানা মন্দির দেখার সৌভাগ্য হচ্ছে🌺🙏🌺 খুব ভালো লাগছে গুলো 👌👍🙏
অনেক অনেক ধন্যবাদ 🙏
অলোক বাবু সুন্দর ভাবে ব্যাখ্যা করেছেন , আরো নতুনের অপেক্ষায় রইলাম ধন্যবাদ। ❤️❤️
অনেক অনেক ধন্যবাদ 🙏
Protibar er motoi vison sundor laglo Dadai, khub valo hoeche onek information paoa gelo🌸
অনেক ধন্যবাদ 🙏
অপূর্ব। Full complete information.
প্রদীপ তোর ভালো লেগেছে মানে এবার মনে হচ্ছে আমি ভিডিও করতে পারি। ভালো থাকিস।
KHUBI SUNDAR LAGLO
অভিজিৎ ভাই ধন্যবাদ
সত্যিই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ।
অনেক ধন্যবাদ 🙏
কি সুন্দর পরিবেশ। বেশ ভালো লাগলো
ধন্যবাদ 🙏
আপনার তথ্যচিত্রগুলো অপূর্ব..আগেও দেখেছি কিন্তু কখনো কোনও ধন্যবাদবার্তা জানাইনি..আপনার পরিশ্রম ও পরিবেশনা, দুটি মহৎ গুণকেই আজ প্রণাম জানাচ্ছি..শেষমেষ, একটি বিনীত অনুরোধ..বাংলার ঐতিহ্যমন্ডিত কৃষিউৎসব নবান্ন সমন্ধে যদি অগ্রহায়ণ মাসে একটি প্রতিবেদন দেন...অনেক শুভেচ্ছা রইল..নমস্কার 🙏
অসংখ্য ধন্যবাদ। আপনার অনুরোধ ডায়েরিতে লিখে নিলাম।
খুবই সুন্দর জায়গা, মন ভোরে গেছে। অবশ্যই একবার ওখানে যাবো। আপনি ভালো থাকুন দাদা।
অনেক ধন্যবাদ 🙏
অপূর্ব অসাধারণ। ভীষণ ভীষণ ভালো লাগলো আপনার ভিডিও টা। ভালো থাক বেন দাদা।
অনেক ধন্যবাদ 🙏
দাদা চুচুড়াতে এর আগে অনেক বার গেছি, কিন্তু জানতাম না এরকম সুন্দর একটি মন্দির আছে। আপ নার মধ্যেমে জানতে পেরে যাওয়ার আগ্রহ বেডে গেল। আপনাকে অজস্র ধন্যবাদ জানাই।
ধন্যবাদ ডায়েরি ভাই 🙏
খুব ই ভালো লাগলো, দারুন সুন্দর দর্শনীয় স্থান, সবুজে সবুজ চারিদিক ভীষণ সুন্দর একটা মঠ,মন ভরে গেল। অনেক অনেক ধন্যবাদ আপনাকে,ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 🙏🙏🙏
অনেক ধন্যবাদ 🙏
খুব ভাল লাগল ব্লগ টি ❤ God bless
অসংখ্য ধন্যবাদ 🙏
আপনার ভিডিও দেখে গত 7 তারিখ রথযাত্রার দিন কালীমাতা আশ্রম ঘুরে এলাম। খুবই ভালো লাগলো bhogprasad পেলাম আপনাকে অসংখ্য ধন্যবাদ।
অসংখ্য ধন্যবাদ। আমার দর্শকদের কাছে একটাই অনুরোধ যে যা পারবেন নিজের সামর্থ্য অনুযায়ী মঠ, মন্দির ও আশ্রমে দান করবেন তাহলে এই প্রাচীন বাংলার গৌরবময় স্থানগুলি নিজের মর্যাদা রক্ষা করে দর্শনার্থীদের সেবা করতে পারেন। এটা আমার সম্পূর্ণ নিজস্ব মতামত। দাদাভাই কিছু মনে করবেন না। আমি এই কথা আমার সকল দর্শকদের বললাম🙏
অবশ্যই একদিন যাবো।
অনেক অনেক ধন্যবাদ 🙏🙏🙏
খুব ভালো লাগলো, সুন্দর জায়গা 🙏🙏🙏
অনেক ধন্যবাদ 🙏
অসাধারণ হয়েছে vlog টি। সত্যি ভারী সুন্দর আশ্রম। অনেক ধন্যবাদ ❤️👌🙏
সবার পক্ষে রিসার্ভ না করে এতটা হেঁটে আসা বোধহয় সম্ভব নয় 🙏
আসল মন্দির আছে কঙ্খল, হরিদ্বার।
আমার মনে হয় ৬০ টাকা দিয়ে রিজার্ভ করে আসাই ভালো তবে সবই নির্ভর করছে মানুষের সামর্থ্য ওপর🙏
দাদা অতি চমৎকার। কিছু কিছু মানুষের মধ্য ভগবান বিরাজ করে তারমধ্য উনি একজন।
অনেক ধন্যবাদ 🙏
জয় মা🙏🌺🙏
🙏🙏🙏
দাদা খুব খুব ভালো থাকুন স পরিবারে 🙏🙏🙏
অনেক অনেক ধন্যবাদ 🙏
পশ্চিমবঙ্গের বিভিন্ন আশ্রম মন্দির দর্শন করা যায় আপনার ভিডিওর মাধ্যমে। মন পবিত্র হয়ে যায়। খুব ভাল থাকবেন দাদা।
অনেক ধন্যবাদ 🙏
খুবই ভালো লাগলো অনেক ধন্যবাদ এই ভিডিওটি শেয়ার করার জন্য নমস্কার
অনেক ধন্যবাদ 🙏
এক কথায় অসাধারণ 🙏🙏🙏🙏ধন্যবাদ 🙏🙏🙏🙏
অনেক ধন্যবাদ 🙏
Excellent, My pranam to you Dada, I am Subash Mazumdar, I live in Bangladesh. I watch your videos regularly. I like it very much. This video touched my heart. Kolkata is often visited. We have many relatives there. Next visit I will definitely visit the mentioned place to seek Ma's blessings. Wishing you all the best, stay well, Namaskar.
মজুমদার দাদাভাই আমি অক্টোবর মাসে বাংলাদেশের ঢাকায় তিনদিনের জন্য যাওয়ার পরিকল্পনা করছি। ওখানে শ্রী শ্রী ঢাকেশ্বরী মন্দির ও বারদী লোকনাথ বাবা মন্দির আমার দর্শন করার ইচ্ছে আছে। আর কি কি মন্দির তিনদিনের মধ্যে দর্শন করা যাবে একটু জানালে খুব উপকৃত হব 🙏
@@journeywithchoton শ্রদ্ধেয় প্রিয় দাদা, ধন্যবাদ, আমার আন্তরিক প্রনাম নিবেন I বাংলাদেশে আপনাকে স্বাগতম I দয়া করে আপনি এখানে আমাদের আতিথিয়তা গ্রহণ করলে বাধিত হবো I আপনি বাংলাদেশে মন্দির প্ররিক্রমা শুরু করবেন শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির হয়ে, এটা বাংলাদেশের জাতীয় মন্দির, যেটা আপনার পরিকল্পনায় আছে Iএখানে আপনি স্বর্গীয় অনুভুতি অনুভব করবেন I তারপর যাবেন শ্রী শ্রী বাবা লোকেনাথ ব্রহ্মচারী আশ্রম নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার বারদীতে I ঢাকা সংলগ্ন জেলা I আমি লোকনাথ বাবার একনিষ্ট ভক্ত I জয় বাবা লোকনাথ i তারপর যেতে পারেন রামকৃষ্ণ মিশন, ঢাকা (রামকৃষ্ণ মঠ) I বেলুড় মঠ নামে খ্যাত তার একটি শাখাকেন্দ্র বাংলাদেশের রাজধানী ঢাকাতে I আরো যেতে পারেন ইসকন (ISKCON) প্রধান মন্দির, ঢাকা I তবে আমি আপনাকে বিশেষ ভাবে অনুরোধ করবো বাংলাদেশের ঐতিহ্যবাহী শেখর নগরের শ্রী শ্রী মা রক্ষা কালী মন্দির পরিদর্শন করার জন্য I যদিও এটা মুন্সিগঞ্জ জেলায়, কিন্তু ঢাকার সন্নিকটে I একানে মা সদা জাগ্রত I আর যেখানে যেতে হবেই, ১০০০ বৎসর পুরোনো শ্রী শ্রী রমনা কালী মন্দির, ঢাকা I যেটি মূলত মুঘল সাম্রাজ্যের সময়ে নির্মিত হয়েছিল। সম্প্রতি এটি বন্ধুত্বের নিদর্শন স্বরূপ ভারতীয় জনগণ এবং সরকারের অর্থায়নে পুনর্নির্মিত হয়েছে I তৎকালীন ভারতের রাষ্ট্রপতি শ্রী রাম নাথ কোবিন্দ পুনঃনির্মিত নতুন মন্দিরের শুভ উদ্বোধন করেন I আপনি অনেক কম সময় নিয়ে আসছেন, চেষ্টা করবেন আরো একটু বেশি সময় নিয়ে আসার জন্য I আরো যেখানে, যেখানে যেতে পারেন, জয় কালী মন্দির, ঢাকা, রক্ষাকালী মন্দির, শাখারী বাজার, ঢাকা, সিদ্ধেশ্বরী কালী মন্দির,সিদ্ধেশ্বরী, ঢাকা, গণেশ মন্দির, লক্ষ্মী বাজার, ঢাকা, তপোবন মন্দির, ঢাকা I আশা করি আপনাকে মোটামুটি কিছুটা স্বচ্ছ ধারণা দিতে পেরেছি I অক্টোবর এর আগে যদি কোলকাতা যাই তবে আপনার অনুমতি সাপেক্ষে আপনার সাথে সাক্ষাৎ করার ইচ্ছা রইলো i আপনার সফরকালীন বাংলাদেশে আপনাকে সার্বিক সহযোগিতা দেয়ার আশা রাখি I ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন এবং আরো এগিয়ে যান I মহান ঈশ্বর আপনার,পরিবার এবং সকলের মঙ্গল করুন I নমস্কার I
অসাধারণ, আপনি ভালো থাকবে এবং সুন্দর সুন্দর ভিডিও উপহার দেবেন। আপনার জন্য ঘরে বসে মঠ মন্দির দর্শন করছি । ধন্যবাদ
।
অনেক ধন্যবাদ 🙏
দারুন লাগলো আপনার ব্লগ টি ভালো থাকবেন নমস্কার 🙏🙏🙏🙏
অনেক ধন্যবাদ 🙏
Asadharon presentation
অনেক অনেক ধন্যবাদ 🙏
খুব খুব ভালো লাগলো ভিডিও টা
অনেক অনেক ধন্যবাদ 🙏
Khub valo laglo.amrao. 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
অনেক ধন্যবাদ 🙏
খুউব আনন্দ পেলাম
অসংখ্য ধন্যবাদ শ্যামল ভাই
Dada pronam .Ami apner V.D.O.dekhe mondire mondire Thakur dorshon kori.
দিদিভাই একটা কথা জিজ্ঞেস করছি। আপনার মেয়ের নাম কি কৃষ্টি দাস। আগে আমাকে দাদু বলে আপনার কৃষ্ণ দাস এর একাউন্ট থেকে কমেন্ট লিখতো। এখন আর ওর লেখা দেখতে পাই না। তাই জিজ্ঞেস করলাম ভুল হলে ক্ষমা করে দেবেন।
আপনার ব্লগ টি দেখে অনেক যায়গায় ঘুরতে গেছি আরও কিছূ যায়গায় যাবার ইচ্ছে রইল।
অনেক ধন্যবাদ 🙏
মধুরম মধুরম ,ধন্যবাদ
অসংখ্য ধন্যবাদ 🙏🙏🙏
Banglar asab math mandir ashram amader sampad asab Matt mandir ashramer sadhya mato seba Kara darkar your vdo is very beautiful and excellent and go ahead
অনেক ধন্যবাদ 🙏
খুব ভালো লাগল। আপনার সব ব্লগ আমি দেখি।দেখে উৎসাহ পাই।description box এ ফোন নম্বর দিয়ে দিলে ভালো হয়।
অনেক অনেক ধন্যবাদ 🙏
. Aj amar ektu deri hoe galo ...khub bhalo r sundor laglo..amar aj mon khub kharap tomar video dekhe chokher jale balis vije jachhe ..prakritik soundorjo anobaddo ..bhalo theko bondhu susto theko satti khubi sundor laglo
অনেক ধন্যবাদ । শরীর ঠিক আছে তো। একদিন হরিসভা গিয়ে দেখা করবো 🙏
এই বাংলার মাটিতে ছড়িয়ে আছে নানা মঠ মন্দির। যেগুলো আপনার মাধ্যমে দেখতে পাচ্ছি। ধন্যবাদ আপনাকে।
অনেক ধন্যবাদ 🙏
Opekkhay chilam kokon apner video te asbe. Thank you so much.
অনেক ধন্যবাদ 🙏
Dhanyabad
জয় জগন্নাথ 🙏
Panagarh er Maa Bonokali ke niye,,,akta video korben,,,,❤❤❤❤❤
আমি নেট দেখলাম কিন্তু মন্দিরের ঠিক লোকেশন পেলাম না। যদি কি ভাবে যেতে হবে বিস্তারিত জানান তাহলে যাওয়ার চেষ্টা করতে পারি।
আমার শহর চুঁচুড়া তাই আমি গর্বিত এই আশ্রম আমি সময় পেলেই যাই, মন খারাপ হলে আশ্রমে গেলে সকলের সাথে কথাবার্তা বললে মন ভালো হয়ে যায়।
আপনার গর্ব হওয়ারই কথা 🙏
খুব ভালো লাগলো 🙏🙏🙏🙏
অনেক ধন্যবাদ 🙏
কি বলবো দাদা, এত সুন্দর, দৃষ্টিনন্দন মঠ, কি যে ভালো লাগলো বলে বোঝাতে পারবো না..... নিশ্চই যাবো কারণ , আমার বাড়ি থেকে খুব কাছে.... তবু আপনার মাধ্যমে জানতে হলো.... এতটাই ছোটো জানার পরিধি। মন ভরে গেলো দাদা। অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।
আপনার video দেখে রাখাল রাজা মন্দির দেখে এলাম। খুব ভালো লাগলো।
আর অম্বিকা কালনা তে একশো আট শিব মন্দির এবং রাজবাড়ী দেখে এলাম। সেও অসাধারণ । রাজবাড়িটি নামেই রাজবাড়ী, সেটি একটি সুবিশাল মন্দির..... শিব ঠাকুরের অনেক মন্দির , রাধা কৃষ্ণের মন্দির টি অপুর্ব লাগলো। দাদা কিছু মনে করবেন না, এই গুলো share করলাম বলে।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
অনেক ধন্যবাদ বোন🙏
Khub sunder🎉🎉🎉🎉
অনেক ধন্যবাদ 🙏
Khub valo laglo
অনেক ধন্যবাদ 🙏
ধন্যবাদ, ভালো থাকুন
অনেক ধন্যবাদ 🙏
Barasat theke ei dik diye Jabar poth ta ek tu bo Le di Le khub Valo hoy//Darun Darun Lag lo//Barasat theke//Valo thak ben//
আমি যতদূর জানি howrah হয়ে আপনাকে চুঁচুড়া যেতে হবে। ভালো থাকবেন
Sealdah main line er Naihati junction station e neme ferry kore gonga perolei Chuchura
Tike bole chen//
আপনাকে কিছু বলার নেই ভালো থাকুন একদম বাক্যহারা হয়ে গেলাম আমি হুগলিতে থাকি আমার বাড়ি থেকে হয়তো এক ঘন্টার জন্য আপনার কাছ থেকে জানলাম নমস্কার দেবেন
অনেক ধন্যবাদ 🙏
🙏🙏🙏
অনেক অনেক ধন্যবাদ 🙏
❤❤❤
অসংখ্য ধন্যবাদ 🙏 উত্তর দিতে দেরি হলো কারণ চোখের অপারেশনের সময় আমি কমেন্ট বক্স দেখিনি তাই পুরোনো কমেন্টের এখন উত্তর দিচ্ছি 🙏🙏🙏
এই আশ্রম আমাদের প্রাণের আশ্রম খুব ভাল লাগল আপনার উপস্থাপন ,আশ্রম এর সমাধি মন্দিরপূর্বের সাধু বাবার,দন্ডিবাবা তার নাম বলেছেন একটু ঠিক করলে ভাল হয,ধন্যবাদ
সরোজ দাদাভাই আমি খুবই দুঃখিত। আমি এই মাত্র ওই নাম বাদ দিয়ে এডিট করেছি। একঘন্টার মধ্যে ঠিক হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ আমাকে ভুল ধরিয়ে দেওয়ার জন্য।
জয় মা কালী 🙏🙏🙏🌺🌺🌺
অনেক ধন্যবাদ 🙏
Bankura Maa Service kali ke niye video krben please ❤❤❤❤
অনেক দূর এই বর্ষায় যাওয়া সম্ভব নয় তবে লিখে রাখলাম।
@@journeywithchoton ok sir pore konodin gele video korben please
আপনি এত ধর্মীয় স্থানের ভিডিও দেন খুব ভাল, কিন্ত ঐসব স্থানের ঠিকানা, ফোন নাম্বার ডেসক্রীপশন বক্সে দিয়ে দেবেন , এতে দর্শকদের অনেক সুবিধা হয়।
দাদাভাই এই সব ইনফরমেশন জানতে হলে পুরো ভিডিও দেখতে হবে। প্রত্যেক ভিডিওর নিচে স্ক্রীনে সুন্দর ভাবে এক মিনিট ধরে ফোন নম্বর ও সময়সূচী দেওয়া থাকে। আর প্রত্যেক ভিডিওর ডেসক্রিপশন এ গুগল মাপের লোকেশন সুন্দর ভাবে দেওয়া থাকে। আমার ভিডিও পুরো দেখলে আর অ্যাড্রেস জানতে হবে না অনায়াসে চলে যেতে পারবেন। তাই অনুরোধ করব পুরো ভিডিও দেখুন। একটা ভিডিও করতে অনেক কষ্ট হয়।🙏
যথেষ্ট information ওনার video ত থাকে। ভুল ভাল করা বলছেন কেনো? পুরো Video না দেখেই একটা remarks পাশ করে দিলেন মশাই।
Ekdom thik bolechen ekta video korte khubi kasto hoe ..Khali video korle hoena edit Kara Chara aro anek kaj thake ..rat par hoe jae .sabta dekhe tabe comment korben daya kore
এই ব্লগটাও খুবই ভালো লাগলো। চুচূড়া তে এই মঠের খবর জানা ছিলো না। ধন্যবাদ জানাচ্ছি। যদি কখনও সুযোগ হয় তো আপনার দেখানো এই সব মন্দির মঠ গুলো ঘুরে দেখবার ইচ্ছা রইলো। আপনার information গুলো সঙ্গে রাখলাম।
অনেক ধন্যবাদ 🙏
I LEEAVE IN DHARAM PUR MEAN DHARAMAPUR . NONAPUKR . LEAFT SIDE ASRAM GOLI
ধন্যবাদ 🙏
Good night have a sweet dream
good morning
Suprovat
জয় মা 🙏
অনেক ধন্যবাদ 🙏
Hoogly er khanakul er soktipith dorshon koran
আমার চ্যানেল subscribe করুন আর চ্যানেলে গেলে খানাকুলের অপূর্ব এক ভিডিও পাবেন
Jay maa 🙏🙏🙏
অনেক ধন্যবাদ 🙏
Next sunday jabo ekhane.... Apnar instagram a pic gulo dekhei plan korlam
অনেক ধন্যবাদ 🙏
আপনার ভিডিও সত্যিই খুব সুন্দর। তবে এবারে শৌচাগারের খবর পেলাম না। পরিবার নিয়ে বেরলে যেটা খুব দরকার।
দাদাভাই সাধারণত মঠ ও আশ্রমে শৌচাগারের ব্যাবস্থা থাকে তাই আর ভিডিওতে বলিনি। এবারের মত মাফ করে দিন। সামনের বার থেকে নিশ্চই বলবো। 🙏🙏🙏
আপনাকে অনুরোধ আপনি এই সব জায়গার তথ্য দিয়ে একটা বই লিখুন। অনেক মানুষ উপকৃত হবে। কোথায় বইটা পাওয়া যাবে, by post কোথায় পাওয়া যাবে সেটাও জানাবেন।
ধন্যবাদ 🙏
দন্ডী স্বামী নিত্যানন্দ তীর্থ মহারাজ।। এর আশ্রম।
অনেক ধন্যবাদ 🙏
Darun
অনেক ধন্যবাদ 🙏
অন্নভোগ প্রসাদ কি শুধুমাত্র রবিবার?না অন্য দিন ও পাওযায় ?
শুধু মাত্র রবিবার। সবই ভক্তদের দানে চলে তাই ওনাদের ইচ্ছে থাকলেও একদিনের বেশি সম্ভব নয়।
Station er namgulo videote dekhan.
প্রত্যেক স্টেশনের নাম দেখাতে গেলে আর মন্দিরের ভিডিও হবে না।
🙏🙏🙏🙏
অনেক ধন্যবাদ 🙏
রবিবার ভিন্ন সপ্তাহের অন্যান্য দিন ভোগ প্রসাদ এর ব্যবস্থা থাকলে ভোগ প্রসাদ এর কূপন মূল্য কত? জানালে আপনার ভিডিও দর্শকরা উপকৃত হবে। ধন্যবাদ রইল।
অন্য দিন প্রসাদের ব্যাবস্থা নেই।
চুঁচুড়া মা চন্দননগর কোথায় নামলে সুবিধা হবে
চুঁচুড়া
উদ্ভিদের ও প্রাণ আছে এটা আধ্যাত্মিক ভাবেও প্রমাণ হলো
ঠিক বলেছেন 🙏
Apnar mobile no.ta dile khub upokrita hobo..apnar sohit sangat korbo dada.please send.
oldyt1961@gmail.com
আমার ওপরের ইমেইলে যোগাযোগ করুন
এটাই ওনার পেশা।
Sorry দাদাভাই এটা আমার পেশা নয় এটা আমার নেশা। আপনি হয়তো এই ব্যাপারটা বুঝতে পারবেন না তাই আর বিস্তারিত কিছু বললাম না 🙏
Kauke kichu balar age chinta koe bolte hoe ..kauke asanman karar adhikar karo nei..Jodi pesa hoe tate kono dose nei
Seorafully die jayo jabe na//
উত্তর পেয়ে গেছেন আশাকরি
Ami apakha korchilam.kokhon asbe apnar video.apner video na dekhle bhalo lagena
অনেক ধন্যবাদ 🙏
Nice. I want to meet personally. U m. No.
Please contact me through email
oldyt1961@gmail.com
UPNAR
PHONE
NO.BARI.ADDS
আমার email এ আপনার কন্টাক্ট নম্বর দিলে আমি যোগাযোগ করে নেবো। আমার email
oldyt1961@gmail.com
আমি ফোন নম্বর দিলে অনেকে ফোন করবে আর আমি রাস্তায় ভিডিও করার সময় ফোন ধরতে পারবো না তাতে আপনারা কষ্ট পাবেন বা যদিও বা ফোন ধরতে চেষ্টা করি এই বয়সে রাস্তায় ভিডিও করতে করতে অ্যাকসিডেন্ট হয়ে যেতে পারে। তাই আমি কমেন্ট বক্সে আমার ফোন নম্বর দিই না। কিছু মনে করবেন না।🙏
Khub valo laglo
অনেক অনেক ধন্যবাদ 🙏
Dhanyabad
আপনাকেও ধন্যবাদ
আপনাকে অনুরোধ আপনি এই সব জায়গার তথ্য দিয়ে একটা বই লিখুন। অনেক মানুষ উপকৃত হবে। কোথায় বইটা পাওয়া যাবে, by post কোথায় পাওয়া যাবে সেটাও জানাবেন।
ধন্যবাদ 🙏
Khub valo laglo
ধন্যবাদ
আপনাকে অনুরোধ আপনি এই সব জায়গার তথ্য দিয়ে একটা বই লিখুন। অনেক মানুষ উপকৃত হবে। কোথায় বইটা পাওয়া যাবে, by post কোথায় পাওয়া যাবে সেটাও জানাবেন।
ধন্যবাদ 🙏
আপনাকে অনুরোধ আপনি এই সব জায়গার তথ্য দিয়ে একটা বই লিখুন। অনেক মানুষ উপকৃত হবে। কোথায় বইটা পাওয়া যাবে, by post কোথায় পাওয়া যাবে সেটাও জানাবেন।
ধন্যবাদ 🙏
আপনাকে অনুরোধ আপনি এই সব জায়গার তথ্য দিয়ে একটা বই লিখুন। অনেক মানুষ উপকৃত হবে। কোথায় বইটা পাওয়া যাবে, by post কোথায় পাওয়া যাবে সেটাও জানাবেন।
ধন্যবাদ 🙏
আপনাকে অনুরোধ আপনি এই সব জায়গার তথ্য দিয়ে একটা বই লিখুন। অনেক মানুষ উপকৃত হবে। কোথায় বইটা পাওয়া যাবে, by post কোথায় পাওয়া যাবে সেটাও জানাবেন।
🙏