Bogri Krishnanagar Krishnarai Temple। ৬০০ বছরের মন্দির। মন্দিরের ইতিহাস। ভোগপ্রসাদ মাত্র ৬০ টাকা।

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 мар 2024
  • আজ আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের নিয়ে যাবো পশ্চিম মেদিনীপুরের গরবেতা নিকট বগড়ীর ৬০০ বছরের প্রাচীন শ্রী কৃষ্ণরায় জীউ মন্দিরে। এই মন্দিরের অপরূপ স্থাপত্যশৈলী, রাধাকৃষ্ণের যুগলবন্দী বিগ্রহ ও অপূর্ব দোল উৎসব আমার ভিডিওর মাধ্যমে দেখাবো। আশাকরি আপনাদের ভালো লাগবে।
    --------------------------------------------
    For any queries or Business purpose contact with me through this email id oldyt1961@gmail.com
    ------------------------------------------
    Music Credit
    Music Credits: Yellow Tunes www.yellowtunes.net/
    ---------------------------------------------
    My social link
    facebook: Journey With Choton
    Instagram : aloke_kd
    ----------------------------------------------
    পথ নির্দেশনা এই মন্দিরে যাবার গুগল ম্যাপ location:
    maps.app.goo.gl/Cm3swwtGRytzA...
    ---------------------------------------------
    KEY WORDS
    Garbeta Krishnarai Mandir
    Bogri Krishnarai Mandir
    Radhakrishna Mandir
    Sri Krishnarai jiu mandir
    --------------------------------------------
    My Previous few popular Video Link:
    1) Sri Shyam Mandir Ghusuridham । লক্ষ লক্ষ মানুষের তীর্থস্থান। পশ্চিম ভারতের বৃহৎ শ্যাম মন্দির। অপূর্ব মন্দির।
    • Sri Shyam Mandir Ghusu...
    2) Dhanwantari Kali Mandir।Mazilpur। এখানে পাবেন মায়ের স্বপ্নাদেশ পাওয়া বাত নিরাময়ের ওষুধ। ৪০০ বছরের প্রাচীন মন্দির।
    • Dhanwantari Kali Mandi...
    3) Belur Mela 2024। শ্রী রামকৃষ্ণ জন্মতিথি উৎসব মেলা বেলুড় মঠ। লক্ষাধিক মানুষের সমাগম। বিনামূল্য প্রসাদ।
    • Belur Math Mela 2024। ...
    4) Molighati Dhakhina Kali Mandir। এই মন্দিরে মা পাতালভেদী শিলারূপে পূজিত হন। মাত্র 50 টাকায় ঘুরে আসুন।
    • Molighati Dhakhina Kal...
    5) KAPASIA KALIMANDIR। মুসলিম অধ্যুষিত গ্রামে প্রাচীন কালী মন্দির। কেউ জানে না কতো বছরের প্রাচীন এই মন্দির।
    • KAPASIA KALIBARI।মুসলি...
    6) Madhyamgram Kalibari। এক মন্দিরেই সব ভগবানের দর্শন। অপূর্ব সন্ধ্যা আরতি ও হরিনাম কীর্তন।
    • Madhyamgram Kalibari। ...
    7) Jaleswar Shiv Mandir Gaighata। জলের নিচে মহেশ্বর পুণ্যতির্থ জলেস্বর। মন্দিরের ইতিহাস।কি ভাবে যাবেন। সব জানবেন এই ভিডিওতে।
    • Jaleswar Shiv Mandir G...
    8) Shibnibas Temple Majhdia।কি ভাবে যাবেন, কোথায় খাবেন, কোথায় থাকবেন। সব জানবেন এই ভিডিওতে।
    • Shibnibas Temple Majhd...
    9) Hari Om Shanti Dham। জাগ্রত হনুমান মন্দির। অসাধারণ সন্ধ্যা আরতি। কি ভাবে যাবেন। সব জানবেন।
    • Hari Om Shanti Dham। জ...
    10) Bhukailash Shiv Mandir। Durga Mandir। Khidirpur। মন্দিরের ইতিহাস। কি ভাবে যাবেন। সব জানবেন।
    • Bhukailash Shiv Mandir...
    11) Maida Kali Mandir।পাতালভেদী ময়দানবেশ্বরী দক্ষিণাকালীর মন্দির ৷ কি ভাবে যাবেন। কি পুজোর নিয়মাবলী। সব জানবেন।
    • Maida Kali Mandir।পাতা...
    12) গঙ্গারতীরে এক মনোরম আধ্যাত্মিক মন্দির। Giribala Thakur Bari। Agarpara। কি ভাবে যাবেন। প্রসাদের সুন্দর ব্যাবস্থা।
    • Giribala Thakur Bari। ...
    13) ৪০০ বছরের প্রাচীন মা মনসা মন্দির। মাদপুর পশ্চিম মেদিনীপুর। সকলের মনস্কামনা পূরণ হয় এই মন্দিরে।
    • মা মনসা মন্দির। মাদপুর...
    14) Paglakhali Shib Mandir। Majdia। পাগলাখালি শিব মন্দির। প্রসাদ বিনামুল্যে। কেউ খালি হতে ফেরে না।
    • Paglakhali Mandir। Maj...
    15) Gosai Babar Mandir ক্ষীরাই।৫০০ বছর প্রাচীন এই মন্দির। কেউ খালি হতে ফিরে না এই মন্দির থেকে।
    • Gosai Babar Mandir ক্ষ...
    16) দ্বিতীয় তারাপীঠ মন্দির খুলে গেলো। আজ থেকে শুরু হলো ভোগপ্রসাদ। এক দিনে পূজো দিয়ে ঘুরে আসুন।
    • দ্বিতীয় তারাপীঠ মন্দি...
    17) Boro Kachari Mondir। প্রচন্ড জাগ্রত এই বাবা কাছারী। কি ভাবে যাবেBabaন, কি ভাবে পূজো দেবেন সব তথ্য পাবেন এই ভিডিওতে।
    • Baba Boro Kachari Mond...
    18) বৈষ্ণবতীর্থ পানিহাটি। শ্রী রাঘব পণ্ডিতের শ্রীপাট। দণ্ড মহোৎসব। ISKCON TEMPLE PANIHATI। সুস্বাদু প্রসাদ।
    • বৈষ্ণবতীর্থ পানিহাটি।শ...
    19) Khanakul Porikroma। আসল গুপ্ত বৃন্দাবন শ্রী গোপীনাথ জীউ মন্দির , রত্নাবলী শক্তিপীঠ, ঘণটেস্বর শিব মন্দির দর্শন।
    • Khanakul Porikroma।আসল...
    20) Gangasagar। Kapil Munir Mandir। সুন্দর থাকার ব্যাবস্থা।নিরামিষ মধ্যাহ্নভোজ মাত্র ৫৫ টাকা।
    • Gangasagar। Kapil Muni...
    21) Maa Anandamayee Ashram Agarpara। গঙ্গারধারে এক অপরূপ শান্তিভরা আধ্যাত্মিক পরিবেশ ঘেরা আশ্রম। প্রসাদের সুব্যবস্থা।
    • Maa Anandamayee Ashram...
    22) Sree Shyamsundar jiu Mandir Khardaha। ১২০ টাকায় ১৩ পদের ভোগপ্রসাদ। যাতায়াত খরচ মাত্র ৩২ টাকা।
    • Sree Shyamsundar Jiu M...
    23) Adharaloy Lahiri Babar Ashram Bandel। প্রতিদিন ভোগপ্রসাদের ব্যাবস্থা। সুন্দর অতিথি নিবাস।
    • Adharaloy Lahiri Babar...
    24) Halisahar Ramprasad Vita। এক আধ্যাত্মিক শান্তির জায়গা। মাটির মালসায় ভোগপ্রসাদ। সুন্দর কাটবে একদিন।
    • Halisahar Ramprasad Vi...

Комментарии • 259

  • @mrinalkantikarmakar6871

    আপনি একজন অবসরপ্রাপ্ত হযে এতো পরিশ্রম করে, কোন কোন জায়গায় পাযে হেঁটে ,যেভাবে , অনেক অজানা তথ্য জনগনের মধ্যে বিতরণ করে আনন্দ দান করে চলেছেন তাতে আমরা অত্যন্ত খুশী।ঈশ্বর আপনার মঙ্গল করুন ।

  • @user-xe4fx5fz7b

    সারা ভারতবর্ষে এরকম কৃষ্ণ মূর্তি দুর্লভ। প্রচারের অভাবে অনেক কিছুই জানতে পারছেন না বাইরের লোক। আপনার এই মহতী প্রচেষ্টায় আমরা অভিভূত। মন্দির ট্রাস্টের সম্পাদক হিসেবে আপনাকে অসংখ্য ধন্যবাদ।

  • @sathichakraborty7123

    দাদা, আমাকে কেউ মন্দির যাবার কথা বললেই, আমি বলি, দাঁড়াও Choton দাদা ভিডিও কয়েকটা শেয়ার করে দিচ্ছি,ভিডিও দেখে চোখ বুজে বেড়িয়ে পরো, উনি একদম নিখুঁত, ঠিক ঠাক বলেন

  • @goutamchattetjee3906

    হরে কৃষ্ণ 🙏দেখতে দেরি হলেও কিন্তু মনে শান্তি পেলাম 🙏 রাধে রাধে 🙏

  • @sarojghosh2810

    মধুরম মধুরম প্রণাম বহুদিন বাদেদর্শন হল ছোট বেলার কতবার দোলের মেলাই গেছি, মনবৃন্দাবনে নিত্য যাতায়াত আছেই দেশের বাড়ির কাছেই এই মন্দির নমস্কার

  • @joytirmoysamadder4469

    আপনার দয়ায় এইসব দুর্লভ মন্দিরের দর্শন হলো ।ঈশ্বরকে এবং আপনাকে প্রনাম ।

  • @tunirbashayt
    @tunirbashayt 11 часов назад

    আজকে ভিডিওটা দেখে চোখে জল চলে আসলো জানিনা কবে যেতে পারব এত দূরে।

  • @rabinadhikari1301

    দাদা আজ অসাধারণ মন্দির ও বিগ্রহ দর্শন করালেন খুব ভালো লাগলো আপনি ভালো থাকুন সুস্থ থাকুন

  • @sukchak123

    দাদা আপনার বর্ণনা খুবই সুন্দর। শুধু একটা অনুরোধ। বিশেষ করে যখন মন্দির ( বা যেকোনো স্থান) দেখাবেন, সেখানে বয়স্ক বা প্রতিবন্ধীদের জন্য সিঁড়ির পাশে ramp বা লিফট থাকলে দয়া করে সেটা দেখাবেন আর বলবেনও। কোনো ব্লগারই দেখি এই বিষয়ে গুরুত্ব দেন না। আপনি দিলে আপনার ভিডিও গুলো আলাদা মর্যাদা পাবে।

  • @DeepManna-rl3bk

    অপূর্ব লাগলো, বহু আজানা জিনিস দেখলাম, ধন্যবাদ এত সুন্দর একটা ভিডিও বানানোর জন্য, পরবর্তী সময়ে এই জায়গায় যাওয়ার ইচ্ছা আছে ৷

  • @gopamukherjee6488

    Oh my God what a beautiful & memorable video. This temple is our family God Krishnaraijio ❤❤

  • @amalendudey402

    Khub valo laglo. Hara krishna.

  • @rashmibhattacherjee6206

    খুবই ভাল লাগল।ঈশ্বর আপনার মঙ্গল করুন🙏 জয় গুরু

  • @shibomoydas675

    দাদা আপনাকে স্যালুট এতো ভালো অজানা মন্দির গুলো খুঁজে খুঁজে আমাদের দেখাচ্ছেন

  • @sukamalrana2244

    ধন্যবাদ, এতো সুন্দর একটা ভিডিও উপহার দেওয়ার জন্য।🙏

  • @triptighosh5470

    দারুন দারুন সব দেখালেন, অপূর্ব সুন্দর। অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন,সুস্থ থাকবেন।🙏🙏🙏

  • @sarmilabhunia1553

    সত্যি খুব অসাধারণ ভিডিও। খুব ভালো লাগলো

  • @badalkumarpatra8655

    আপনার পরিক্রমা সফল হয়েছে। খুব ভালো লাগলো। জয় রাধে জয় কৃষ্ণ 🙏🙏 ভালো থাকবেন 🙏

  • @animeshnandy9618

    জয় শ্রীকৃষ্ণ 🙏 জয় রাধামাধবের জয় 🙏

  • @muktagoswami6306

    অপূর্ব যা দেখে চোখ জুড়িয়ে গেল।