গৌড়ের কদম রসুল মসজিদ || যে মসজিদে আছে মহানবী (সা)-এর পায়ের ছাপ || Kadam Rasul || Gour Series, Ep-05

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 окт 2024
  • মহানবী (সা)-এর পদচিহ্ন সম্বলিত পাথরটি সুদূর আরব দেশ থেকে পাশের এলাকা পান্ডুয়ার বড় দরগায় এনেছিলেন পীর শাহজালাল তাবরেজী। আর সেখান থেকে গৌড় দুর্গে নিয়ে আসেন সুলতান আলাউদ্দিন হোসেন শাহ। তাঁর পুত্র সুলতান নসরত শাহ ১৫৩০ সালে চার কোণে কষ্ঠি পাথর দিয়ে তৈরী একটি বেদির ওপর পদচিহ্নটি স্থাপন করে তার ওপর কদম রসুল সৌধ নির্মান করেন।
    এর পরবর্তীতে নবাবী আমলে সিরাজউদ্দৌলা যখন বাংলা-বিহার ও উড়িষ্যার নবাব হিসেবে সিংহাসনে বসেন তখন তিনি এই পদচিহ্ন এখান থেকে মুর্শিদাবাদে্র কদম শরীফে নিয়ে গিয়েছিলেন। পলাশীর যুদ্ধের পর মীরজাফর যখন নবাব হন তখন তিনি আবার এই পদচিহ্ন ফিরিয়ে নিয়ে আসেন এখানে। ইতিহাস বলছে, এই মসজিদটি ১৫৩০-১৫৩১ সালে সুলতান নসরত শাহের দ্বারা নির্মিত হয়।
    Contact :
    sumonmcj@yahoo.com
    #kadam_rasul #malda

Комментарии • 269