Osadharon video.. Khub valo laglo.. Amrao 2019 er july e giechilm. Bt bristi janno Kanchenjunga dekhte paini. Bad luck.. Video ta dekhe mon vore galo..
সালটা সম্ভবত ১৯৮৪, জংরি (Dzongri) ট্রেক এ যাবার পথে পেলিং এর উপর দিয়েই গেছিলাম। তখন গেজিং থেকে ইয়াকসম পর্যন্ত একটি জীপ যাতায়াত করতো রেশন ইত্যাদি নিয়ে। আমরা সেটি মিস করায় হেঁটেই রওয়ানা দিই ইয়াকসমের পথে। পেলিং তখনও পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত হয়নি। একটি স্কুল ছিল খুব নামকরা। গেজিং এ থাকার ব্যবস্থাও যৎসামান্য ছিল। সেখানের এক বাঙালি পোস্টমাস্টার ভদ্রলোক ও তাঁর স্ত্রীর আতিথেয়তা আজীবন মনে থাকবে। 💖🙏
Thanx...ei lockdwn er samay hothat apnar video gulo chokhe porlo...dekhlam...besh bhalo lagche...ekta rqst...porer bar theke jodi spot er ase paser market gulo r detsil den tahole "home minister" rao ektu khushi hoy...😜...aar hotel er ektu details....thanx again....sotti bhalo experience hocche....
sob kota vlog dekhe fellam.... apnake notun avatar e dekhe darun lagche.. 10 bochor age apnar bhromon er golpo suntam class er sesh e.. ebar dekhteo pacchi! wish you one million subs
Pelling amader khub khub pochonder jaiga... Amra hotel greenland e chilam ... Jotober gechi totober e alpine ke toiri hotei dekhechi ... Jantam na sbi thekeo room book kora jai .. great ...
@@explorershibaji শেষবার ফুল ফ্যামিলি গেছিলাম, স্ত্রী, সাত মাসের মেয়ে, শালী, বন্ধু, বন্ধুর মা। স্ত্রী এন জি পি নেমেই আবিষ্কার করে, সারা রাত্রি ট্রেনের হাওয়া কানে লেগে মাম্পস হয়েছে। প্রথমে গ্যাংটক গেছিলাম, ভয় ছিলো ডাইরেক্ট পেলিং অবধি জার্নি পুঁচকে নিয়ে পারবে না। গ্যাংটক পৌঁছতে বিশেষ ঝামেলা হলো না, শুধু স্ত্রী কষ্ট পেলো, ওষুধেও বিশেষ আরাম পেলো না। পরদিন গ্যাংটক সাইট সিইং করতে গিয়ে বউ এর অবস্থা খারাপ, না পারে কিছু খেতে, না পারে চেবাতে, না পারে মজা করে ঘুরতে। আমার তখনকার সাত মাসের মেয়েও গাড়িতে টানা বেশিক্ষণ করতে চাইছিল না। ফলে বাকিরা মজা করলেও আমার বউ আর মেয়ে তুলনামূলক কম মজাই করেছে। পরের দিন গ্যাংটক থেকে টেমি, নামচি রভাংলা হলে পেলিং পৌঁছলাম। এবং একটু কষ্ট করেই। পৌঁছানোর পরের দিন skywalk উদ্বোধন ছিলো, মিনিস্টার আসবে, সাজসাজ ব্যাপার। কিন্তু যেহেতু খুব বেশি জার্নি হচ্ছে মেয়ের, এবং বউ এর শরীর উত্তরোত্তর খারাপ হচ্ছে তাই আমি আমার বউ আর আমার পুঁচকে মেয়ে হোটেলেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিই। বাকিরা পরের দুই দিন গাড়িতে চারপাশের দ্রষ্টব্য স্থানগুলি ঘুরতে যায়। আমরা ঘুরতে না গেলেও, পায়ে হেঁটে পেলিং ঘুরতে যাই। প্রথম দিন, হেলিপ্যাড আর lower পেলিং অবধি ঘুরি। সঙ্গা চলিং মনাস্ট্রি আমটা তিন বন্ধু 2014 তে পায়ে হেঁটে চড়ি। তখন রাস্তা ছিলো কাঁচা, রাস্তার ধারে গুচ্ছ গুচ্ছ কলস পত্রী, ঘন জঙ্গল, এক মনাষ্ট্রি ছাড়া কেউ গাড়ি নিয়ে যাতায়াত করতেন না। আমরা তখন জানতামই না কোন দেখতে উঠেছি কিন্তু উঠে খুব আনন্দ হয়েছিল, পাহাড়ের মাথায় সবুজ বাগানের মধ্যে এক মনাস্ট্রী, তার মধ্যে মহাযান বুদ্ধের সঙ্গম অধ্যায়রত মূর্তি, পরে অবশ্য জেনেছিলাম ওটা বুদ্ধ নয়, বরং তারই আরেক অবতার যোনি মহাযান পন্থা সৃষ্টি করেন। নীল আকাশ, রঙ্গীন দেওয়াল, পাইনের বন, এক টুকরো নিপাত নিষ্কলঙ্ক প্রকৃতি, এখানে দুষ্কৃতীরা ও সাধু হলে যাবে। নতুন রাস্তার পিচ দেখে মনে হয়েছিল সেসব আর পাবোনা, কৃত্রিম সৌন্দর্যে প্রকৃতিকে সাজানো হচ্ছে। সেই রাতে আত্মীয় দের মুখে শুনেছিলাম কত সুন্দর জায়গা, কিন্তু স্কাইওয়াক এ চড়তে পারেনি। আমার স্ত্রীও খুব আক্ষেপ করেছিল, কিন্তু আমি বুঝতে পারছিলাম না কোনটা নিয়ে বেশি আক্ষেপ করবো, যেটা দেখতে পেলাম না সেটার জন্য, নাকি যেটা কখনও আর দেখতে পাবোনা সেটার জন্য। যাইহোক, দ্বিতীয় দিনে পেট্রোল পাম্প এর ডানদিকের রাস্তা বরাবর নিচে নেমে যাই। ওই দিক টা কোনো দিনও যাইনি। নির্জন কিছুটা তরাই বেয়ে পৌঁছলাম এক উপত্যকায়, খুপছি খুপচি বাগান সমেত বাড়ি, বেশ সুন্দর লাগছিল। পাহাড়ের সেই ভার্জিন ব্যাপার টা তখনও ছিলো। কখন যে সূর্যাস্ত হতে শুরু করে দিয়েছিলো টের পাইনি। তবে অমন সূর্যাস্ত আমি খুব কমই দেখেছি। সঙ্গা চোলিং নিয়ে যেটুকু দুঃখ হচ্ছিলো ওটা অনেক তাই কেটে গেছিলো। খুব মজা করিনি শেষবার, তবে একটা অন্যরকম ভালোলাগা ফিরিয়ে দিয়েছিলো পেলিং। বরাবরই দেয় কোনোবারই নিরাশ করেনি। তবে পেলিং ক্রমশ বদলাচ্ছে, ছোট্ট হ্যামলেট থেকে ক্রমশ শহরের জায়গা করে নিচ্ছে সিকিমের ম্যাপে। আর স্তব্ধ হলে যাচ্ছে স্মৃতিরা। পরদিন ওখান থেকে যোর্থাং হয়ে দার্জিলিং পৌঁছাই। আমার স্ত্রী মোটামুটি সুস্থ, মেয়ে গাড়ি জিনিসটাকে চিনে গেছে, এবং সম্ভবত তিনদিনের বিশ্রামে সেও মজায়। দুইদিন সুন্দর এক homestay তে বিশ্রাম নিয়ে আমার আবার কলকাতায় ফিরি। অনেক কিছু লিখে ফেললাম, আসলে পেলিং আমার খুব কাছের জায়গা। আর খুব টানেও আমায়। সেই জন্যেই বারবার চলে যাই। বউ এর পেলিং ভাগ্য খারাপ। দুইবার ক্যানসেল, আর একবার পৌঁছেও ঘুরতে না পারার যে অতৃপ্ত বাসনা, যেটাতে গল্প করে করে আমি আরো ইন্ধন দিয়েছি, সেটা মেটাতে ওকে নিয়ে আবার যেতেই হবে। আর জানেনই তো যে একবার পাহাড় কে ভালোবেসে ফেলে তার অন্য কোথাও মুক্তি নেই। তাই আবার যাবো নিশ্চই। উপায় থাকলে ওখানেই পার্মানেন্টলি শিফট করে যেতাম। হাহাহাহা।
সিকিম গিয়েছি কিন্তু পেলিং যাওয়া হয়নি এমনিতে পাহাড় ভয় পাই কিন্তু পাহাড়ে ই বেশি ঘুরতে হয়েছে এত সুন্দর জায়গা গুলো দেখা হয়নি বলতে লজ্য করে পেলিং এর খেছি পেরি লেক এর অনেক গল্প শুনলাম শিবাজী র কথা গুলো শুনে ভীষণ আনন্দ হচ্চে যাক ভি ডি ও দেখেই আশা পূরণ করলাম কাকু বারাসাত
As usual, khub sundar laglo coverage.... Tobe ekta kotha bolte chai, skywalk e je murti achhe seta Padmashambhaba noi, Chenrezig ba Avalokiteshwara, uni holen bodhisatwa of compassion... Niche room er moddhe tar Ekadasamukha avatar er o murti royechhe... However, very nice video... I'm really a big fan of yours...
Shibaji Bhai....apnar besir bhag ghorar vdo ami dekhi. khub valo lage. amaro ghure beronar khub nesha. 9.11.21 te Araku jachhi. IRCTC r room book korechi. vara onek kom 533/- for 24 hours. R ghure beranor jonya AP Tourisum er Bus tickit book korechi. Oder system khum valo. valo thakben.
Ami giyechi Pelling kintu eto information jantam na , skywalk o dekhini , apnar kotha sune abar jawar eche roilo , valo thakben r notun notun vdo asakori abaro upohar pabo
Pelling r video dekhlam, dada Pelling r Akta spot ache ORANGE GARDEN ASADHARON nature, ETA dekhalen na, garden r pas diye rangit river, elephants water false, darun, helipad ego...
Besh bhalo legechhe.........tomar habe......... Tabe subrato du-ekti prasangik katha bolle bhalo lagto......natural hoto .........shudhu Camerar dike takie na thakai shreo......... Sab milie Enjoy korechhi......... Good wishes for the next one.
Thank you so much!! ☺️ Are Subroto er gola bhanga chilo, Namchi er video te o bolechilo sei kotha. Porer Video gulote onnanno character er kotha thakche.
Shibaji Da I just want to say Kechiopalri Lake is really a lake of wishdom, I have travelled & experencied it in the Year 1995. Thanks for rememberence of the Place. Wish to visit again. Great narration and deatiling during your Video Shooting. Thanks Again for Uploading.
Khechipedi lake er rastatei hotel ache, jekono somoy giyei ghor pawa jai. Skywalk er samne komo hotel bolte parchi na, kintu Hotel Alpine theke khub dure noi.
Shibaji da namaskar , aapnaar ekta video te dekhlam hotel Alpine Pelling e stay korechhilen, bolechhilen SBI theke holiday home hisabe deoa hoy kintu description box e pelam na ektu details ta pele book kortam, ei year e plan korchhi jabar
Shibaji, tomar video dekhe i virtual tour hoye jay roj ghumate jawar age. Ami plan korchi for Pelling trip in personal car from Kol this Dec last week. Ekta request - when you were climbing up the view point at Khechipiri Lake, background e kon music track ta cholchilo jodi please share kora jay. Music er sathe associated bolei interest ta jaaglo.
আমি আজকে join করলাম.... সত্যিই অসাধারণ উপস্থাপনা আপনার.... Believe me Bro., I felt that I was there with You, as you have been moving ahead with your Camera.... Keep it up Bro... 👍💕🙏
Skywalk dekhe darun laglo sathe kanchanjangha r apurbo soundarjya khub bhalo laglo
দার্জিলিং এর ভিডিও দেখার অপেক্ষায় রইলাম । আপনি দারুন ।
Onek onek dhonnobad,❤️❤️❤️🙏🙏🙏
অসাধারণ....আপনি সবকটি জায়গা খুব সুন্দর ও বিস্তারিত ভাবে দেখিয়েছেন
আপনারা বেশ ভালো করে জায়গাটি দেখিয়েছেন আমরাও জাব ওই ভালো জায়গায়
অবশ্যই যাবেন, ভালো লাগবে।
Khub valo laglo.......darun jaiga......jabar ichhe roilo
খুব সুন্দরভাবে বিশ্লেষণ করেছেন, বেশ ভালো লাগলো।
Apnader peling er video ta dekhe mon vore gyalo,thanks,amra ghare bosei sab jaegagulo dekhte parchi,er jonno thanks.👌👍🤔🙂🙏🤲💐
Most welcome!!😊
শিবাজী দা আপনার ভিডিও খুব সুন্দর করে দেখাচ্ছেন অনেক অনেক ধন্যবাদ।
sky work is beautiful new experience
Osadharon video.. Khub valo laglo.. Amrao 2019 er july e giechilm. Bt bristi janno Kanchenjunga dekhte paini. Bad luck.. Video ta dekhe mon vore galo..
Sikkim jawa hoyni kintu khub iccha jawar. Sob kta vlog khub valo laglo.
Peling er skywalk ta oshadharon 🤩😍
ঠিক
সাবলিল , অনায়াস ,সহজবোধ্য ও সতঃস্ফুর্ত সংলাপ । আবহসংগীত মানানসই । সম্পাদনা বেশ ভাল । সব মিলিয়ে দারুণ অভিজ্ঞতা হলো ।
সালটা সম্ভবত ১৯৮৪, জংরি (Dzongri) ট্রেক এ যাবার পথে পেলিং এর উপর দিয়েই গেছিলাম। তখন গেজিং থেকে ইয়াকসম পর্যন্ত একটি জীপ যাতায়াত করতো রেশন ইত্যাদি নিয়ে। আমরা সেটি মিস করায় হেঁটেই রওয়ানা দিই ইয়াকসমের পথে। পেলিং তখনও পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত হয়নি। একটি স্কুল ছিল খুব নামকরা। গেজিং এ থাকার ব্যবস্থাও যৎসামান্য ছিল। সেখানের এক বাঙালি পোস্টমাস্টার ভদ্রলোক ও তাঁর স্ত্রীর আতিথেয়তা আজীবন মনে থাকবে। 💖🙏
Darun darun mon vore galo lock down ei blog gulo oxygen jogachee
Thank you so much!!☺️
Asadharon , mon vore gelo , bhalobasa neben r valo thakben , dhanyabad
Most welcome!!😊
Thanx...ei lockdwn er samay hothat apnar video gulo chokhe porlo...dekhlam...besh bhalo lagche...ekta rqst...porer bar theke jodi spot er ase paser market gulo r detsil den tahole "home minister" rao ektu khushi hoy...😜...aar hotel er ektu details....thanx again....sotti bhalo experience hocche....
হ্যাঁ, অবশ্যই মার্কেট গুলোও থাকবে, দারুন সাজেসন।
আপনাকে আন্তরিক ধন্যবাদ, আপনাদের এই কমেন্ট গুলোই উৎসাহিত করে।
সঙ্গে থাকুন আর সাবধানে থাকবেন। শুভেচ্ছা।
Apnar videos vison valo lagche...r scenic beauty o ja capture korechen ta awesome
অনেক ধন্যবাদ!!😊
Pelling tour is excellent for vlog video. Splendid and Splendid. 🙏💙🙏
Pelling darun sundor❤ borabori prio but tokhon skywalk ta chilo na..
Amrao dec, jan te pahar jete bhalobashi. Waterfalls gulo te ektu kom jol thake thik e...kintu jhokjhoke akash mon bhorie dai. Bhalo laglo
আন্তরিক ধন্যবাদ!
ঠিক বলেছেন, ওই সময়, বিশেষ করে জানুয়ারি তে ঠান্ডা বেশী হলেও ট্যুরিস্ট কম আর একদম clean থাকে।
মন ভোরে গেলো ❤️👌👏👏👏
ধন্যবাদ, সঙ্গে থাকুন।❤️❤️❤️🙏🙏🙏
Awesome video apnar bhai
sob kota vlog dekhe fellam.... apnake notun avatar e dekhe darun lagche.. 10 bochor age apnar bhromon er golpo suntam class er sesh e.. ebar dekhteo pacchi! wish you one million subs
😊 খুব ভালো লাগলো তোমার কমেন্ট পড়ে, এখন পড়ানো বন্ধ করে দিয়েছি, 2 বছর হলো। retired!☺️☺️ তোমাকে কিন্তু চিনতে পারলাম না! ফেসবুক এ একটা মেসেজ করো।
Anok din age pelling gachi
Sky walk hoyeche sunechi
Vison dekhar itcha chilo
Apnar janno sky walk ta dekha hoye gelo
Vison bhalo laglo
অসংখ্য ধন্যবাদ, এভাবেই সঙ্গে থাকুন।
Oshadharon video.......darun uposthapona dada...
Skywalk exalent
Very nice the lake
Pelling amader khub khub pochonder jaiga... Amra hotel greenland e chilam ... Jotober gechi totober e alpine ke toiri hotei dekhechi ... Jantam na sbi thekeo room book kora jai .. great ...
Thank you so much for your comment.
করোনা প্রকোপ মিটে গেলে আরেকবার ঘুরে আসুন পেলিং।
@@explorershibaji শেষবার ফুল ফ্যামিলি গেছিলাম, স্ত্রী, সাত মাসের মেয়ে, শালী, বন্ধু, বন্ধুর মা। স্ত্রী এন জি পি নেমেই আবিষ্কার করে, সারা রাত্রি ট্রেনের হাওয়া কানে লেগে মাম্পস হয়েছে। প্রথমে গ্যাংটক গেছিলাম, ভয় ছিলো ডাইরেক্ট পেলিং অবধি জার্নি পুঁচকে নিয়ে পারবে না। গ্যাংটক পৌঁছতে বিশেষ ঝামেলা হলো না, শুধু স্ত্রী কষ্ট পেলো, ওষুধেও বিশেষ আরাম পেলো না। পরদিন গ্যাংটক সাইট সিইং করতে গিয়ে বউ এর অবস্থা খারাপ, না পারে কিছু খেতে, না পারে চেবাতে, না পারে মজা করে ঘুরতে। আমার তখনকার সাত মাসের মেয়েও গাড়িতে টানা বেশিক্ষণ করতে চাইছিল না। ফলে বাকিরা মজা করলেও আমার বউ আর মেয়ে তুলনামূলক কম মজাই করেছে। পরের দিন গ্যাংটক থেকে টেমি, নামচি রভাংলা হলে পেলিং পৌঁছলাম। এবং একটু কষ্ট করেই। পৌঁছানোর পরের দিন skywalk উদ্বোধন ছিলো, মিনিস্টার আসবে, সাজসাজ ব্যাপার। কিন্তু যেহেতু খুব বেশি জার্নি হচ্ছে মেয়ের, এবং বউ এর শরীর উত্তরোত্তর খারাপ হচ্ছে তাই আমি আমার বউ আর আমার পুঁচকে মেয়ে হোটেলেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিই। বাকিরা পরের দুই দিন গাড়িতে চারপাশের দ্রষ্টব্য স্থানগুলি ঘুরতে যায়। আমরা ঘুরতে না গেলেও, পায়ে হেঁটে পেলিং ঘুরতে যাই। প্রথম দিন, হেলিপ্যাড আর lower পেলিং অবধি ঘুরি। সঙ্গা চলিং মনাস্ট্রি আমটা তিন বন্ধু 2014 তে পায়ে হেঁটে চড়ি। তখন রাস্তা ছিলো কাঁচা, রাস্তার ধারে গুচ্ছ গুচ্ছ কলস পত্রী, ঘন জঙ্গল, এক মনাষ্ট্রি ছাড়া কেউ গাড়ি নিয়ে যাতায়াত করতেন না। আমরা তখন জানতামই না কোন দেখতে উঠেছি কিন্তু উঠে খুব আনন্দ হয়েছিল, পাহাড়ের মাথায় সবুজ বাগানের মধ্যে এক মনাস্ট্রী, তার মধ্যে মহাযান বুদ্ধের সঙ্গম অধ্যায়রত মূর্তি, পরে অবশ্য জেনেছিলাম ওটা বুদ্ধ নয়, বরং তারই আরেক অবতার যোনি মহাযান পন্থা সৃষ্টি করেন। নীল আকাশ, রঙ্গীন দেওয়াল, পাইনের বন, এক টুকরো নিপাত নিষ্কলঙ্ক প্রকৃতি, এখানে দুষ্কৃতীরা ও সাধু হলে যাবে।
নতুন রাস্তার পিচ দেখে মনে হয়েছিল সেসব আর পাবোনা, কৃত্রিম সৌন্দর্যে প্রকৃতিকে সাজানো হচ্ছে। সেই রাতে আত্মীয় দের মুখে শুনেছিলাম কত সুন্দর জায়গা, কিন্তু স্কাইওয়াক এ চড়তে পারেনি। আমার স্ত্রীও খুব আক্ষেপ করেছিল, কিন্তু আমি বুঝতে পারছিলাম না কোনটা নিয়ে বেশি আক্ষেপ করবো, যেটা দেখতে পেলাম না সেটার জন্য, নাকি যেটা কখনও আর দেখতে পাবোনা সেটার জন্য।
যাইহোক, দ্বিতীয় দিনে পেট্রোল পাম্প এর ডানদিকের রাস্তা বরাবর নিচে নেমে যাই। ওই দিক টা কোনো দিনও যাইনি। নির্জন কিছুটা তরাই বেয়ে পৌঁছলাম এক উপত্যকায়, খুপছি খুপচি বাগান সমেত বাড়ি, বেশ সুন্দর লাগছিল। পাহাড়ের সেই ভার্জিন ব্যাপার টা তখনও ছিলো। কখন যে সূর্যাস্ত হতে শুরু করে দিয়েছিলো টের পাইনি। তবে অমন সূর্যাস্ত আমি খুব কমই দেখেছি। সঙ্গা চোলিং নিয়ে যেটুকু দুঃখ হচ্ছিলো ওটা অনেক তাই কেটে গেছিলো।
খুব মজা করিনি শেষবার, তবে একটা অন্যরকম ভালোলাগা ফিরিয়ে দিয়েছিলো পেলিং। বরাবরই দেয় কোনোবারই নিরাশ করেনি। তবে পেলিং ক্রমশ বদলাচ্ছে, ছোট্ট হ্যামলেট থেকে ক্রমশ শহরের জায়গা করে নিচ্ছে সিকিমের ম্যাপে। আর স্তব্ধ হলে যাচ্ছে স্মৃতিরা।
পরদিন ওখান থেকে যোর্থাং হয়ে দার্জিলিং পৌঁছাই। আমার স্ত্রী মোটামুটি সুস্থ, মেয়ে গাড়ি জিনিসটাকে চিনে গেছে, এবং সম্ভবত তিনদিনের বিশ্রামে সেও মজায়। দুইদিন সুন্দর এক homestay তে বিশ্রাম নিয়ে আমার আবার কলকাতায় ফিরি।
অনেক কিছু লিখে ফেললাম, আসলে পেলিং আমার খুব কাছের জায়গা। আর খুব টানেও আমায়। সেই জন্যেই বারবার চলে যাই। বউ এর পেলিং ভাগ্য খারাপ। দুইবার ক্যানসেল, আর একবার পৌঁছেও ঘুরতে না পারার যে অতৃপ্ত বাসনা, যেটাতে গল্প করে করে আমি আরো ইন্ধন দিয়েছি, সেটা মেটাতে ওকে নিয়ে আবার যেতেই হবে। আর জানেনই তো যে একবার পাহাড় কে ভালোবেসে ফেলে তার অন্য কোথাও মুক্তি নেই। তাই আবার যাবো নিশ্চই। উপায় থাকলে ওখানেই পার্মানেন্টলি শিফট করে যেতাম। হাহাহাহা।
👍Beautiful 👍video 👍. Dhannobad Dada 🙏🙏.
এত স্পষ্ট আপনার উচ্চারণ আর এত informative vlog সত্যিই খুব ভালো লাগছে..অনেক গুলো vlog দেখে ফেললাম..মন ভালো হয়ে গেলো..😇
অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকুন।
@@explorershibaji ভালো থাকবেন দাদা..🙂
অসাধারণ শিবাজী দা
খুব ভালো লাগলো আপনার ভিডিও
Ohhh.tomer video dekthe to mon vore gale dada ...
Asadharon laglo video ta.
Khub sundor laglo.
Khub sundor.
khub valo laglo dekhe....
অসংখ্য ধন্যবাদ!! ☺️ সঙ্গে থাকুন আরও ভিডিও আসছে।
অসাধারণ সুন্দর লাগলো দাদা,, ধন্যবাদ আপনাকে
Vlog er quality, content, way of presentation shob osadharon ❤️
Parle Tonglu n phalut ta jaben...awsum...obosso ei corona situation kobe ses habe iswar e janen
যাব।
মন ভরে গেলো দাদা।❤️👍😉👍❤️🙏
Khub sundor 👌👍🏻👍🏻
Khub bhalo
মন ভালো করা Video
ধন্যবাদ!!
Wonderful
Awesome awesome awesome 👍❤️🙏🏻
Just awesome...darun video.
অনেক ধন্যবাদ। সঙ্গে থাকুন, চ্যানেলটি শেয়ার করলে উপকৃত হব।
Darun laglo.❤❤❤
Thrilling,😯
সিকিম গিয়েছি কিন্তু পেলিং যাওয়া হয়নি এমনিতে পাহাড় ভয় পাই কিন্তু পাহাড়ে ই বেশি ঘুরতে হয়েছে এত সুন্দর জায়গা গুলো দেখা হয়নি বলতে লজ্য করে পেলিং এর খেছি পেরি লেক এর অনেক গল্প শুনলাম শিবাজী র কথা গুলো শুনে ভীষণ আনন্দ হচ্চে যাক ভি ডি ও দেখেই আশা পূরণ করলাম কাকু বারাসাত
Darun darun Asadharon.. ❤❤❤
North Sikkim er blog er jonno wait korlam sir..
Se je kobe korte parbo ke jane. Kono kichui ekhon aar thik nei.
As usual, khub sundar laglo coverage.... Tobe ekta kotha bolte chai, skywalk e je murti achhe seta Padmashambhaba noi, Chenrezig ba Avalokiteshwara, uni holen bodhisatwa of compassion... Niche room er moddhe tar Ekadasamukha avatar er o murti royechhe... However, very nice video... I'm really a big fan of yours...
Dada Aponar vidio sob gula dekbo onek valo lage❤
Awesome video Nd guidelines
Just asadharon 👌 👌 fantastic presentation.. erm aro vlog chai sir
Thank you so much, yes more are coming.
Sir, apnar video gulo follow korchi, khub bhalo hocche. Chaliye jan (y)
Thank you! এখন তো ঘরে আটকে গেছি, সব স্বাভাবিক না হলে আর ভিডিও হওয়া মুস্কিল।
Shibaji Bhai....apnar besir bhag ghorar vdo ami dekhi. khub valo lage. amaro ghure beronar khub nesha. 9.11.21 te Araku jachhi. IRCTC r room book korechi. vara onek kom 533/- for 24 hours. R ghure beranor jonya AP Tourisum er Bus tickit book korechi. Oder system khum valo. valo thakben.
Shanghai TV Tower,China skywalk I enjoyed is one
of highest
খুব খুব খুবই ভালো লাগলো ব্লগ টা👌👌👌👌👏👍😊
ধন্যবাদ
বাংলা র ছোট ছোট TOURIST SPOT এ এত ইতিহাস,ভূগোল লুকিয়ে আছে তা আপনার Episode না দেখলে জানতাম ই না।
I regularly follow you......
Ami giyechi Pelling kintu eto information jantam na , skywalk o dekhini , apnar kotha sune abar jawar eche roilo , valo thakben r notun notun vdo asakori abaro upohar pabo
অসাধারণ উপস্থাপনা।
Khub sundor laglo darun videography but amar ektu vertigo problem ache tai ami sea side kei beshi prefer kori
ওহ!! ভার্টিগো থাকলে সমস্যা।
ভালো লাগলো দাদা
Pelling r video dekhlam, dada Pelling r Akta spot ache ORANGE GARDEN ASADHARON nature, ETA dekhalen na, garden r pas diye rangit river, elephants water false, darun, helipad ego...
দারুন, অসাধারণ
😊😊🙏🙏❤️❤️❤️
ধন্যবাদ!!
Besh bhalo legechhe.........tomar habe.........
Tabe subrato du-ekti prasangik katha bolle bhalo lagto......natural hoto .........shudhu Camerar dike takie na thakai shreo.........
Sab milie Enjoy korechhi.........
Good wishes for the next one.
Thank you so much!! ☺️ Are Subroto er gola bhanga chilo, Namchi er video te o bolechilo sei kotha.
Porer Video gulote onnanno character er kotha thakche.
Shibaji Da I just want to say Kechiopalri Lake is really a lake of wishdom, I have travelled & experencied it in the Year 1995. Thanks for rememberence of the Place. Wish to visit again. Great narration and deatiling during your Video Shooting. Thanks Again for Uploading.
Request , kheipedi Lake er kache and SKY WALK er kache kono good accommodation thakle ektu janaben.
Kub valo lagloo
Khechipedi lake er rastatei hotel ache, jekono somoy giyei ghor pawa jai.
Skywalk er samne komo hotel bolte parchi na, kintu Hotel Alpine theke khub dure noi.
Shibaji da namaskar , aapnaar ekta video te dekhlam hotel Alpine Pelling e stay korechhilen, bolechhilen SBI theke holiday home hisabe deoa hoy kintu description box e pelam na ektu details ta pele book kortam, ei year e plan korchhi jabar
Bhalo Lageche
অপূর্ব
Darun vedio 👍
Khub sundor hoyeche shibaji da.
Fantastic place! Must visit some day, by God’s grace🙏
You will definitely!!😊
Nicely done
Thank you so much!!☺️
দারুন
অসাধারন লাগলো। বাংলাদেশ থেকে।
Video gulo darun. Er songe oi elakay shopping korar moto kichu thale (local made) seta video te dekhale bhalo hoy.
Shibaji, tomar video dekhe i virtual tour hoye jay roj ghumate jawar age. Ami plan korchi for Pelling trip in personal car from Kol this Dec last week. Ekta request - when you were climbing up the view point at Khechipiri Lake, background e kon music track ta cholchilo jodi please share kora jay. Music er sathe associated bolei interest ta jaaglo.
Awesome presentation 👍.
অসংখ্য ধন্যবাদ!!😊☺️
ভালো। বেশ ভালো।
ধন্যবাদ! 🙂
Shibajida...Pelling ravangla namchi r Gangtok er kono tour itinerary paoa jabe pls...
Beautiful video. 👍👍
আমি আজকে join করলাম.... সত্যিই অসাধারণ উপস্থাপনা আপনার.... Believe me Bro., I felt that I was there with You, as you have been moving ahead with your Camera.... Keep it up Bro... 👍💕🙏
Thank you so much!!
North sikin e jachi amra dada, pelling e skywalk ki kore jabo route ta bolle valo hoy
Awesome👍
Went to Peking in 1996. Stayed at the Sikkim Tourism guesthouse. It seems to have grown into a township now. 👍
২০১৮র ডিসেম্বর এর স্মৃতি মনে পড়ে গেলো, হোটেল পঞ্চক ও ভালো
অসংখ্য ধন্যবাদ!!😊
Darun bai
osadharon
Thank you so much!!
Nice vlog new friend here beejee kitchen regards stay connected 👍💐🙏
I am so happy that u gave me heart thank you so much 🙏💐
খুব ভালো লাগলো ভিডিও টা দাদা আমারা ও জাবো
Skywalk ta awssum!!!
Darun laglo👍👏
Awesome..
Very beautiful Bridge. Which month was it?
আপনার ভিডিও আমার খুব ভালো লাগে দাদা.👍
Dada nijer mukh ta na dekhie jaiga ta dekhan r background e apnar sumisto voice er maddhome amader guide korun...khub valo laglo.. 🙏🙏🙏