আসসালামু আলাইকুম, কৃষি বায়োস্কোপ কে অসংখ্য ধন্যযোগ। আমি ক্যাপসিকামের পর্ব গুলো ছাড়াও অন্যান্য প্রায় সকল প্রতিবেদন মনযোগ দিয়ে দেখি। আপনার প্রতিবেদন গুলোতে একটা কথা আপনাকে প্রায়ই বলতে শুনি। সেটা হলো-"জেনে বুঝে চাষ করা"। আমি একজন নতুন কৃষক হিসাবে, কোনো একটি ফসল চাষ করতে চাইলে কোন বিষয় গুলো "জানবো" বা কোন বিষয় গুলো "বুঝবো"? আশা করি "কৃষি বায়োস্কোপ" এর কাছ থেকে "সঠিক দিকনির্দেশনা" পাবো। যা আমাকে বেকারতত্বের অভিশাপ থেকে মুক্তি দেবে। অসংখ্য ধন্যযোগ।
ঠিক বলেছেন ভাবছিলাম, এক বিঘা জমি পড়েছিল চাষ করব, আপনার কথা শুনে আশা করা বন্ধ করে দিলাম, এই কমেন্ট পড়ার পর এই জীবনে আর কোনদিন কোন কাজে উদ্যোগ নিবো না। বাসায় বসে থাকবো তবু চেষ্টা করব না
সিলেটে ১কেজি ক্যাপসিক্যাম কিনলাম ১ সপ্তাহ আগে ৪০০ টাকা আর ৮০ টাকা শুনে মনে হচ্ছে বাংলাদেশের মানুষ কত খারাপ বিদেশি সবজি বলে সুপার সপ গুলোতে একদাম লিখে রাখে,আর আমরা সাধারণ মানুষ ঠকে যাই,দেশের মাটিতে এতো সুন্দর একটা চাষ পদ্ধতি দেখে মনটা ভরে গেল
স্যার... সুন্দর একটা কথা বলেছেন । সঠিক নিয়ম জেনে করা। কিন্তু সমস্যাটা সেখানেই , সঠিক নিয়ম টা কিভাবে জানবো ? আপনি খাইরুল সাহেবের কথা বলবেন ? আসলে খাইরুল সাহেব ভিডিওতে এক মোডে কথা বলেন , আবার ফোন করলে অন্য মোডে কথা বলেন। তখন আর উনার সাথে যোগাযোগ করার ইচ্ছাটা থাকে না। আর কৃষি বিভাগ তো দেশ চালানোর দায়িত্ব পালন করেন । কৃষি নিয়ে কাজ করার সময় তাদের নেই। আমি বেশ কয়েকবার কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করেছি। কিন্তু উনার কৃষকের কথা শোনার সময় নেই। আপনার ভিডিওগুলো সবসময়ই অনুপ্রেরণা মূলক। স্যার একটা রিকোয়েস্ট করতে চাই। ডিসক্রিপশন বক্সে যদি টোটাল বিষয়টি উল্লেখ করেন তাহলেই আমরা উপকৃত হই । সার ব্যবস্থাপনা, সঠিক সময়, ভালো জাত, মালচিং পেপারে সার ব্যবস্থাপনা ও গাছের রোগ সম্পর্কিত বিস্তারিত বিষয়গুলো। এই ভিডিওটিতে খাইরুল সাহেবকে ভদ্রলোক জিজ্ঞাসা করলেন , কোন জাতটা সবচেয়ে ভালো , সেই প্রশ্নটা কিন্তু খাইরুল সাহেব এড়িয়ে গেছেন। জাতের নামটা বললেন না। যদিও উনি হয়তো তার ব্যবসায়িক কৌশল হিসেবে প্রশ্নটা এড়িয়ে গেছেন। বিষয়টি দুঃখজনক।
ভাই আসসালামু আলাইকুম...আপনার কমেন্ট গুলো পড়ে আমার ভালো লাগলো এইজন্য যে আপনি মূল কথাটাই বলছেন আর বাংলাদেশের মানুষের একটাই স্বভাব নিজে করবে কিন্তু অন্যকে করতে দিবে না...ভাই আমিও ক্যাপসিকাম চাষের জন্য কিছু দিকনির্দেশনা দরকার কিন্তু কোথায় গেলে পাব সঠিক দিক নির্দেশনা..আমাকে যদি কেউ সাহায্য করত এবং দিকনির্দেশনা দিত তাহলে আমি করতাম...
"চুয়াডাঙ্গার মাটিতে" এই কথাটা শোনা মানে আমি চুয়াডাঙ্গার ছেলে হিসেবে গর্ববোধ করতে পারি।আমি চুয়াডাঙ্গার ছেলে, আপনার প্রতিটি ভিডিও দেখি খুব ভালো লাগে তার মূল কারণ আমি একজন প্রবাসী ছেলে। আপনাকে অনেক ধন্যবাদ ভাই ভিডিওগুলো তুলে ধরার জন্য। দোয়া ভালোবাসা ও শুভকামনা রইল 💟💓💞💕💖 পরিবারের সকলকে নিয়ে ভালো থাকবেন ভাইজান 💓
@@KrishiBioscope Dear Sir Ami India theke likhchi apnar sathe amar darkar chilo jodi apnar contact no diten Apnar ei video guli ami dekhi . Amio capcicum chash korechi motamuti valou hoyeche . Apnar ektu help chai So please send your WhatsApp no. My email add Manojdas0022@gmal.com Thank you all the best....
স্যার আমার বাসা চুয়াডাঙ্গায় সদর পাছমাইল বাজার আমি নতুন কৃষি উদ্যোক্তা । আমি প্রতিনিয়ত আপনার ভিডিও দেখি,! আমি খাটো জাতের রববটি ও খাটো জাতের ছিম চাষ করছি আলহামদুলিল্লাহ আমার খাটো জাতের বরবটি খুবি ভালো হয়ছে,,, স্যার আমি গ্রীষ্মকালিন স্ট্রাবেরি মালচিং দিয়ে চাষ করতে চাই,,, সাথে আপনার পরামর্শ চাই স্যার
উন্নত বীজ,পোকামাকড় দমন,সেচ ইত্যাদি খুটিনাটি বিষয় চাষী বেশী উৎসাহিত হবেন শুধু লাভের কথায় তেমন কিছুই হয় না আনন্দ পাওয়া ছাড়া।কৃষিবিদ সাহাদৎ স্যার যেমন ছাদ কৃষি বিষয় সম্পর্কে বিস্তারিত প্রকাশ করেন ঠিক তেমনি আপনি ও ভিডিও দেন তাহলেই আমারা সবাই উপকৃত হব ইনশাআল্লাহ।
1 piece of advice from London as I am Chittagonian would like to see our country grow more. I am a consumer myself. There are 4 colours of Capsicum/Pepper we see here in London Red,Orange,yellow,Green and green taste bit bitter than others. They sell here 3 pepper for £1 / 100 taka. Hopefully we can export it sooner or later. Let me know if I can help you in any other way. Best of luck.
@@KrishiBioscope আপনার ভিডিওতে বলা আছে বাজারে অনেক ধরনের বিজ আছে কিন্তু কোন বিজ ভালো বলেন না। অনেক সমস্যার কথা বলেন কিন্তু সমাধান নাই। তাহলে কি সুধু উচ্চ শিক্ষিত লোকের জন্য কাজ করেন। সাধারণ মানুষের জন্য না।
আমি ক্যাপসিকাম চাষ করেছি এক বিঘা চাষ করেছি, এক একটা ক্যাপসিকাম এর উজন ২০০ থেকে ৩০০ গ্রাম হয়েছে। কোন ধরণের রোগ বালাই হয়নি। বলতে গেলে আমি চাষে সফল হয়েছি। কিন্তু দুঃখের বিষয় আমি ক্যাপসিকাম ২০ টাকাও সেইল দিছি সেই ক্ষেত্রে আমি কষ্টের টাকাটাও উঠে আসেনি। সেইল দিতে না পেরে অনেক ক্যাপসিকাম নষ্টও হয়ে গেছে। আর ঢাকা কারওয়ান বাজার গত এক মাস যাবত ৫০/৪৫টাকা কেজী। তাই আমি বলব আমাদের দেশের বেশিরভাগ কৃষকরা নিতান্ত গরিব সরকারিভাবে কোন ধরণের সহযোগিতাও করেনা, সুতরাং আপনাদের ভিডিও গুলোতে সঠিক তথ্য দিবেন প্লীজ।
@@dhossain8501 আমি জানুয়ারি থেকে হার্বেস্ট করা শুরু করেছিলাম। কক্সবাজারের রামুতে। প্রত্যেকটা গাছে দেড় থেকে দুই কেজি ফলন হয়ছে এবং ফলের সাইজ ও সর্বোচ্চ হয়েছিল। এখনো জমিতে ২০০০ কেজীর উপরে হয়ছে। আমার কথার কি বলব আমাদের চকরিয়াতেও ক্যাপসিকামের ভাল চাষ হয়ছে ওরাও ৩০ থেকে ৫০ টাকার ভিতরে দাম পায়ছে।
আসসালামু আলাইকুম, স্যার কেমন আছেন অনেকদিন পরে আবার আপনার চ্যানেলের সাথে সংযুক্ত হলাম,,,, যাহোক স্যার আমি Egypt থেকে green. red. And yellow colour capsicum বিজ সংগ্রহ করেছি, কিন্তু্ কথা হল স্যার আমার বাড়ি সুদূর নড়াইলে সেখানে চাষ করলে আমি বাজার জাত করার কোনোই মাধ্যম দেখতেছি না, আপনার কাছে যদি কোন সৎ পরামর্শ থাকে তাহলে একটু কষ্ট করে জানাবেন ।
@@mahfuzsattar2805 ভাই, একমত আপনার সাথে। খায়রুল কিন্তু কোনো তথ্য দিয়ে সহায়তা করতে চাইছে না। হয়তোবা ভবিষ্যতে এটার চাষ পদ্ধতি নিয়ে ট্রেনিং ইনস্টিটিউটে খোলার চান্সে আছে...!
@@romareju1447 vai aponader shathe amio akmot.onar video dekhe somoy nosto chara r kicui shikha jay na.r oni fosoler j mullo bolen tar theke khuchra bajare kom mulle powa jay.
আমি পরীক্ষামুলকভাবে ৩ বিঘা জমিতে অফ সিজনের তরমুজ ( মার্চ,এপ্রিল,মে )এবং ৩ বিঘা জমিতে ক্যাপসিকাম ( অক্টোবর - নভেম্বর) চাষ করতে ইচ্ছুক । এক্ষেত্রে চুয়াডাংা কশি অফিসে যোগাযোগ করলে কি উন্নত জাতের বীজ বা চারা পাওয়া সম্ভব?
ভাই কেমন আছেন আমি আপনার সব ভিডিও দেখি কিনতু আমি কিষি করতে পারি আমি আপনার সাতে দেখা করম কিবাবে আমার দশ বিগা জমি আছে কিনতু ভয় পাও আপনা ভিডিও দেখে মনে অনেক সাহস পায়ই আপনার কাছে একটি অনোরোধ পাকারি বাজারে সবজি দামে উপর এখন কত দাম দেখা ভাই আমি খারুল ভাই এখানে এক মাস কাজ করতে ফি টাকা লাগবে না জানা জন্য ধন্যবাদ আপনাকে
আসসালামু আলাইকুম,
কৃষি বায়োস্কোপ কে অসংখ্য ধন্যযোগ। আমি ক্যাপসিকামের পর্ব গুলো ছাড়াও অন্যান্য প্রায় সকল প্রতিবেদন মনযোগ দিয়ে দেখি। আপনার প্রতিবেদন গুলোতে একটা কথা আপনাকে প্রায়ই বলতে শুনি। সেটা হলো-"জেনে বুঝে চাষ করা"।
আমি একজন নতুন কৃষক হিসাবে, কোনো একটি ফসল চাষ করতে চাইলে কোন বিষয় গুলো "জানবো" বা কোন বিষয় গুলো "বুঝবো"?
আশা করি "কৃষি বায়োস্কোপ" এর কাছ থেকে "সঠিক দিকনির্দেশনা" পাবো। যা আমাকে বেকারতত্বের অভিশাপ থেকে মুক্তি দেবে।
অসংখ্য ধন্যযোগ।
অনেক ভালো লাগলো ভাই,আপনি খুটি নাটি বিষয় গুলো তুলে ধরেন যা নতুন চাষিদেরকে অনুপানিত করবে
শুধু লাভ? কিভাবে, কখন, কোথায়, কেন ওসব কিছুই নেই। স্বপ্ন দেখানো সহজ কিন্তু বাস্তব টা বড্ড কঠিন ভাই।
Well said
দেখতে খুব সহজ এই সব কাজ অনেক কস্টের এখন তা বুঝতাছি ছাদ বাগান করে।😭
Aigula toh fake naaa..apni ja janar ta search kore nen.
বোকা আর কুড়েদের জন্য সবই কঠিন।
ঠিক বলেছেন ভাবছিলাম, এক বিঘা জমি পড়েছিল চাষ করব, আপনার কথা শুনে আশা করা বন্ধ করে দিলাম, এই কমেন্ট পড়ার পর এই জীবনে আর কোনদিন কোন কাজে উদ্যোগ নিবো না। বাসায় বসে থাকবো তবু চেষ্টা করব না
Right person in the right place.....
আসলে যার যে বিষয়ে আগ্রহ সে যদি সেই ক্ষেত্রে নিয়োগপ্রাপ্ত হয় তা পুরো জাতির জন্য লাভজনক......
ধন্যবাদ আপনাকে...
আমাদের দেশে উদ্যোগী কৃষি-উদ্যোক্তা প্রয়োজন - এই ভাইয়ের মতো !
খাইরুল ভাইয়ের মৃত্যুতে খুবই শোকাহত, আল্লাহ জান্নাত দান করুন
আমাদের দেশে এখনও অনেক ভালো মানুষ আছে বিধায় আমরা কিছু শিক্ষা অর্জন করতে পারি ।ধন্যবাদ আপনাকে।
সিলেটে ১কেজি ক্যাপসিক্যাম কিনলাম ১ সপ্তাহ আগে ৪০০ টাকা আর ৮০ টাকা শুনে মনে হচ্ছে বাংলাদেশের মানুষ কত খারাপ বিদেশি সবজি বলে সুপার সপ গুলোতে একদাম লিখে রাখে,আর আমরা সাধারণ মানুষ ঠকে যাই,দেশের মাটিতে এতো সুন্দর একটা চাষ পদ্ধতি দেখে মনটা ভরে গেল
আপনি পাইকারি কিনলে কম দামে পাবেন কিন্তুু খুচরা কিনলে সব জায়গাই দাম ৪০০ / ৫০০ টাকা
খাইরুল ভাই কে অনেক ধন্যবাদ এবং দোয়া রইলো। স্যার আপনাকে ও ছালাম।।
আমাদের দেশে উদ্যোগী কৃষি-উদ্যোক্তা প্রয়োজন - এই ভাইয়ের মতো !
স্যার... সুন্দর একটা কথা বলেছেন । সঠিক নিয়ম জেনে করা। কিন্তু সমস্যাটা সেখানেই , সঠিক নিয়ম টা কিভাবে জানবো ? আপনি খাইরুল সাহেবের কথা বলবেন ? আসলে খাইরুল সাহেব ভিডিওতে এক মোডে কথা বলেন , আবার ফোন করলে অন্য মোডে কথা বলেন। তখন আর উনার সাথে যোগাযোগ করার ইচ্ছাটা থাকে না। আর কৃষি বিভাগ তো দেশ চালানোর দায়িত্ব পালন করেন । কৃষি নিয়ে কাজ করার সময় তাদের নেই। আমি বেশ কয়েকবার কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করেছি। কিন্তু উনার কৃষকের কথা শোনার সময় নেই। আপনার ভিডিওগুলো সবসময়ই অনুপ্রেরণা মূলক। স্যার একটা রিকোয়েস্ট করতে চাই। ডিসক্রিপশন বক্সে যদি টোটাল বিষয়টি উল্লেখ করেন তাহলেই আমরা উপকৃত হই । সার ব্যবস্থাপনা, সঠিক সময়, ভালো জাত, মালচিং পেপারে সার ব্যবস্থাপনা ও গাছের রোগ সম্পর্কিত বিস্তারিত বিষয়গুলো। এই ভিডিওটিতে খাইরুল সাহেবকে ভদ্রলোক জিজ্ঞাসা করলেন , কোন জাতটা সবচেয়ে ভালো , সেই প্রশ্নটা কিন্তু খাইরুল সাহেব এড়িয়ে গেছেন। জাতের নামটা বললেন না। যদিও উনি হয়তো তার ব্যবসায়িক কৌশল হিসেবে প্রশ্নটা এড়িয়ে গেছেন। বিষয়টি দুঃখজনক।
ভাই আসসালামু আলাইকুম...আপনার কমেন্ট গুলো পড়ে আমার ভালো লাগলো এইজন্য যে আপনি মূল কথাটাই বলছেন আর বাংলাদেশের মানুষের একটাই স্বভাব নিজে করবে কিন্তু অন্যকে করতে দিবে না...ভাই আমিও ক্যাপসিকাম চাষের জন্য কিছু দিকনির্দেশনা দরকার কিন্তু কোথায় গেলে পাব সঠিক দিক নির্দেশনা..আমাকে যদি কেউ সাহায্য করত এবং দিকনির্দেশনা দিত তাহলে আমি করতাম...
ঠিক বলেছেন। আমিও জাত টা শুনার অপেক্ষায় ছিলাম,কিন্তু কোন জাতের সব থেকে ভালো এইটা না বলে উনি অন্য কথার ছলে প্রশ্নটি এড়িয়ে গেলেন।
Great comment. True
নাটোরের রাজীব হোসাইনের ভিডিও দেখুন সব নিয়মাবলি দেওয়া আছে ।
@@rabjessore1373 লিংক দিন
আপনার মূল্যবান তথ্য সমৃদ্ধ অনুষ্ঠানগুলো সত্যিই প্রশংসনীয়।
thanx hasan vai
জোবায়ের ভাই সত্যি কথা বলেছেন। যে কোনো বিষয়ে আগে জানতে হবে তার পরে করতে হবে। তাহলেই সফল হবে।।
Thanx lukman vai
Krishi Bioscope you never mentioned whats the best time and discussion about cultivate process . Expecting better analysis thanks ...really appreciate
@@KrishiBioscope thanks batpar chanal
ধন্যবাদ আপনাকে! আপনার এই অনুপ্রেরণামুলক ভিডিও গুলো দেখে অনেকেই কৃষিতে আগ্রহী হচ্ছে। আমার ছোটবেলাথেকেই সপ্ন একজন কৃষক হওয়া
আমাদের দেশে উদ্যোগী কৃষি-উদ্যোক্তা প্রয়োজন - এই ভাইয়ের মতো !
স্যার আপনার মতন মানুষ কাছে পেলে অনেক কিছুই করা সম্ভব।
Talha jubayer sir you are a greatest man.i will meet you later.
"চুয়াডাঙ্গার মাটিতে" এই কথাটা শোনা মানে আমি চুয়াডাঙ্গার ছেলে হিসেবে গর্ববোধ করতে পারি।আমি চুয়াডাঙ্গার ছেলে, আপনার প্রতিটি ভিডিও দেখি খুব ভালো লাগে তার মূল কারণ আমি একজন প্রবাসী ছেলে। আপনাকে অনেক ধন্যবাদ ভাই ভিডিওগুলো তুলে ধরার জন্য। দোয়া ভালোবাসা ও শুভকামনা রইল 💟💓💞💕💖
পরিবারের সকলকে নিয়ে ভালো থাকবেন ভাইজান 💓
nahid vai....stay safe and blessed....CORONA
আমাদের দেশে উদ্যোগী কৃষি-উদ্যোক্তা প্রয়োজন - এই ভাইয়ের মতো !
@@KrishiBioscope 4
@@KrishiBioscope
Dear Sir
Ami India theke likhchi apnar sathe amar darkar chilo jodi apnar contact no diten
Apnar ei video guli ami dekhi .
Amio capcicum chash korechi motamuti valou hoyeche .
Apnar ektu help chai
So please send your WhatsApp no. My email add
Manojdas0022@gmal.com
Thank you all the best....
Very good inspiring documentary video. I hope it will help them who think technology based agriculture. Thank you brother for doing good job.
আপনার আগামী দিন গুলো আরও আরো সফল হোক।
স্যার আমার বাসা চুয়াডাঙ্গায় সদর পাছমাইল বাজার আমি নতুন কৃষি উদ্যোক্তা । আমি প্রতিনিয়ত আপনার ভিডিও দেখি,! আমি খাটো জাতের রববটি ও খাটো জাতের ছিম চাষ করছি আলহামদুলিল্লাহ আমার খাটো জাতের বরবটি খুবি ভালো হয়ছে,,, স্যার আমি গ্রীষ্মকালিন স্ট্রাবেরি মালচিং দিয়ে চাষ করতে চাই,,, সাথে আপনার পরামর্শ চাই স্যার
ভিডিও টি ভালো লাগলো।
Very good table ,sob mangso dia kawa jay ,very tasty
সঠিকভাবে পরিশ্রম করলে সফলতা অর্জন হবেই।
উন্নত দেশের কৃষি পদ্ধতিগুলো আয়ত্ব করে কাজে খাটানো দরকার।
অসাধারন,, খুবই সুন্দর প্রতিবেদন,,,
Masha Allah bahi
Aponaky anyak thanks
খুব ভালো লাগলো। আমি খায়রুলের বাগানে গিয়েছিলাম।
Thanks good video
আপনি লাইভে এসে প্রশ্ন উওর পর্ব চালু করলে অনেক কৃষক উপকৃত হইত।
কোন জাত ভালো ? কোন মাসে চারা রোপণ করতে হবে ? এ বিষয়ে কিছুই বললেন না।
Love u boss
love u too
Nice discus
মনের সুখে ছিড়ছে মালিকের মনে আগুন জ্বলছে।
করোনা শেষ হলে আগুন নিভাতে আসুন প্লিজ। ক্যপ্সিকাম কি গাছ ধরে বিক্রি করে? নাকি ছিড়ে বেচে?
আমাদের দেশে উদ্যোগী কৃষি-উদ্যোক্তা প্রয়োজন - এই ভাইয়ের মতো !
একই কৃষক!
Nice video sir
#Habib babu
Sir, I'm from India (west Bengal) I'm looking forward haw to mint (pudina) cultivation ... So I request you to make a video over mint cultivation.
আপনার ভিডিওর সাথেই আছি,করেছি
Nice
স্যার খুব সুন্দর ভিডিও, মালচিং ফিল্ম কোথায় পাওয়া যাবে, ভাল বীজ কোনটা, লাগানোর উপযুক্ত সময় কোনটা।
নবাবপুরে বা তার আশেপাশেই পাওয়া যাবে (ঢাকার পুরান ঢাকার নবাবপুর) ।
এতকিছু বললেন চাষ করার পদ্ধতি টা তো বললেন না। রোগ হবে বললেন কিন্তু কিভাবে রোগ প্রতিরোধ করা যায় সেটা বললেন না।
Tor natok dekhte dekhte matga gorom oya gelo
আমি অভিভূত হয়ে গেলাম 🙏🙏
উন্নত বীজ,পোকামাকড় দমন,সেচ ইত্যাদি খুটিনাটি বিষয় চাষী বেশী উৎসাহিত হবেন শুধু লাভের কথায় তেমন কিছুই হয় না আনন্দ পাওয়া ছাড়া।কৃষিবিদ সাহাদৎ স্যার যেমন ছাদ কৃষি বিষয় সম্পর্কে বিস্তারিত প্রকাশ করেন ঠিক তেমনি আপনি ও ভিডিও দেন তাহলেই আমারা সবাই উপকৃত হব ইনশাআল্লাহ।
খুবই সুন্দর , ভাই এটা কোন জাতের বীজ এবং কোন সময় চারা রপন করে ভাল হয়।
???
Sir Amar khub asa ei folta chas korar
ক্যাপসিকাম চাষের উপযুক্ত সময় কোনটি অর্থাৎ বীজ বপন করার মাস,, কোন মাসে বীজ বপন করলে ভালো ফল পাওয়া যাবে
অসাধারণ ভাই
1 piece of advice from London as I am Chittagonian would like to see our country grow more. I am a consumer myself. There are 4 colours of Capsicum/Pepper we see here in London Red,Orange,yellow,Green and green taste bit bitter than others. They sell here 3 pepper for £1 / 100 taka. Hopefully we can export it sooner or later. Let me know if I can help you in any other way. Best of luck.
Thats great.....pls give me your email address
@@KrishiBioscope sarwar_pu@yahoo.com
Talha sir apnar no. Ta khoob proyojon.
Apnar moto prottekti upozillay Jodi ekjthekeon officer thakto!
Ami mahbub Alam cumilla theke
আপনার সব ভিডিও আমি দেখি শুধু লাভ হিসাব করেন। শিক্ষার মতো কোন কথা নাই শুধু নিজের জন্য মানুষের জন্য না।
সহমত
শিক্ষার মতো কিছু নেই জেনেও যে দেখেন.... এটা ভেবেই ভাল লাগলো....
@@KrishiBioscope 🤣🤣🤣🤣👏👏👏👏
@@KrishiBioscope আপনার ভিডিওতে বলা আছে বাজারে অনেক ধরনের বিজ আছে কিন্তু কোন বিজ ভালো বলেন না। অনেক সমস্যার কথা বলেন কিন্তু সমাধান নাই। তাহলে কি সুধু উচ্চ শিক্ষিত লোকের জন্য কাজ করেন। সাধারণ মানুষের জন্য না।
অনেক কস্টে থাকা চাকরিজীবি এবং প্রবাসী কাজ ছেড়ে দিয়ে আপনার ভিডিও দেখে লাভ দেখার পর কৃষি কাজ শুরু করল সে কি সফল হতে পারবে।
কোন সময় চাষ করলে ভালো ফলন হবে??
ভাই মাংসের সঙ্গে খুব টেস্ট
আমি ক্যাপসিকাম চাষ করেছি এক বিঘা চাষ করেছি, এক একটা ক্যাপসিকাম এর উজন ২০০ থেকে ৩০০ গ্রাম হয়েছে। কোন ধরণের রোগ বালাই হয়নি। বলতে গেলে আমি চাষে সফল হয়েছি। কিন্তু দুঃখের বিষয় আমি ক্যাপসিকাম ২০ টাকাও সেইল দিছি সেই ক্ষেত্রে আমি কষ্টের টাকাটাও উঠে আসেনি। সেইল দিতে না পেরে অনেক ক্যাপসিকাম নষ্টও হয়ে গেছে। আর ঢাকা কারওয়ান বাজার গত এক মাস যাবত ৫০/৪৫টাকা কেজী। তাই আমি বলব আমাদের দেশের বেশিরভাগ কৃষকরা নিতান্ত গরিব সরকারিভাবে কোন ধরণের সহযোগিতাও করেনা, সুতরাং আপনাদের ভিডিও গুলোতে সঠিক তথ্য দিবেন প্লীজ।
apni kon time e chash korsen r kon area e korsen?
ক্যাপ্সিকাম এর দাম নিয়ে সমস্যা হওয়ার কথা না। সঠিক তথ্য ই দেয়া হয়...সময় বুঝে করতে হবে কারন কাচামালের দাম সময় সময় কম বেশি হয়।
@@dhossain8501 আমি জানুয়ারি থেকে হার্বেস্ট করা শুরু করেছিলাম। কক্সবাজারের রামুতে। প্রত্যেকটা গাছে দেড় থেকে দুই কেজি ফলন হয়ছে এবং ফলের সাইজ ও সর্বোচ্চ হয়েছিল। এখনো জমিতে ২০০০ কেজীর উপরে হয়ছে। আমার কথার কি বলব আমাদের চকরিয়াতেও ক্যাপসিকামের ভাল চাষ হয়ছে ওরাও ৩০ থেকে ৫০ টাকার ভিতরে দাম পায়ছে।
ক্ষুদ্র মাকড় সবচেয়ে বড় সমস্যা। যার ফলে পাতা কুকড়িয়ে যায়। এছাড়া ফ্রুট বোরারও অনেক ফল ছিদ্র করে ক্ষতি করে। প্রুনিং করে দিলে ভালো ফলন পাওয়া যায়।
nice
I want to see a details VDO of curry leaf
ভাই কঁাঠাল গাছের চারা রোপন নিয়ে একটা ভিডিও বানালে খুশি হতাম।যে ভাবে ভিয়েতনামী নারিকেলের চারা রোপনের ভিডিও করেছেন মাটি ও মানুষ অনুষ্ঠানে।
আসসালামু আলাইকুম,
স্যার কেমন আছেন অনেকদিন পরে আবার আপনার চ্যানেলের সাথে সংযুক্ত হলাম,,,, যাহোক স্যার আমি Egypt থেকে green. red. And yellow colour capsicum বিজ সংগ্রহ করেছি,
কিন্তু্ কথা হল স্যার আমার বাড়ি সুদূর নড়াইলে সেখানে চাষ করলে আমি বাজার জাত করার কোনোই মাধ্যম দেখতেছি না, আপনার কাছে যদি কোন সৎ পরামর্শ থাকে তাহলে একটু কষ্ট করে জানাবেন ।
পাগল
Indian Farmer channel ta ghure asun... puro details dewa ache....
সম্পূর্ন চাষ পদ্বতি+ বীজের প্রাপ্তিস্থান জানালে উপকৃত হতাম।অন্যথায় এই ভিড়িও আগ্রহী চাষীদের কোনও কাজে আসবেনা ধন্যবাদ।
গুরুত্বপূর্ণ কথা বলেছেন।
@@bappyhassan2585 a batpar chanal kono information dey na, chasi o batpar, bolle jodi manus sike nei, sob dhanda bujlen vai
@@mahfuzsattar2805 ভাই, একমত আপনার সাথে। খায়রুল কিন্তু কোনো তথ্য দিয়ে সহায়তা করতে চাইছে না। হয়তোবা ভবিষ্যতে এটার চাষ পদ্ধতি নিয়ে ট্রেনিং ইনস্টিটিউটে খোলার চান্সে আছে...!
@@romareju1447 vai aponader shathe amio akmot.onar video dekhe somoy nosto chara r kicui shikha jay na.r oni fosoler j mullo bolen tar theke khuchra bajare kom mulle powa jay.
ইস আপনার মত কৃষি অফিসার যদি আমার এলাকায় থাকতো
সার ব্যবস্থাপনা, সঠিক সময়, ভালো জাত, মালচিং পেপারে সার ব্যবস্থাপনা ও গাছের রোগ সম্পর্কিত বিস্তারিত বিষয়গুলো bolla amader jonna ba sbr jonna opokar hoi......
Sir, egula motmot kore vangtasen j? Oi chashir loss hobe na?
শুধু লাভ লাভ আর লাভ।।সব কিছু ঠিক থাকলে আল্লাহর রহমতে আগামী দুই বছরের মধ্যে ১০ টাকা কেজি ক্যাপ্সিকাম খাওয়াবো ইনশা আল্লাহ।।
গাজা মনে হয় তোরে খাইছে
ভাই আপনার কাছে কি ক্যবছিকাম আছে থাকলে যোগোযোগ করবেন
Chara gulo naogaon e pathano jabe?
চুয়াডাংগা কোথায় এটা?
এভাকডো নিয়ে আর একটি ভিডিও চাই।
দাদা জঙ্গলমহলে লাল মাটিতে চাষ করা যাবে
কোন মাসে ক্যাপসিকাম লাগাতে হয়
love u sir
লাগানোর উপযুক্ত সময় কখন??
কোন মাসে চারা বসাতে হয়
wow
Jat ta ki kon beraity blben plz
Capcicum gacher ful jhore jachhe ki korbo?
মাস আল্লাহ
আমাদের দেশে উদ্যোগী কৃষি-উদ্যোক্তা প্রয়োজন - এই ভাইয়ের মতো !
ভাই কোন মাসে চারা রুপন করা লাগে জানাবেন
আমি পরীক্ষামুলকভাবে ৩ বিঘা জমিতে অফ সিজনের তরমুজ ( মার্চ,এপ্রিল,মে )এবং ৩ বিঘা জমিতে ক্যাপসিকাম ( অক্টোবর - নভেম্বর) চাষ করতে ইচ্ছুক । এক্ষেত্রে চুয়াডাংা কশি অফিসে যোগাযোগ করলে কি উন্নত জাতের বীজ বা চারা পাওয়া সম্ভব?
hmmm.....this is the right time for off season watermelon
কি জাত বা বীজের নাম জানালে ভাল হয়।
কৃষি বায়োস্কপের নামে একটা অ্যাপস তৈরি করা যেতে পারে বিষয়টি বিবেচনার জন্য স্যারকে অনুরোধ করছি।
Kmne gaser ful ailo eita ko
চুয়া ডাংগা থেকে বলছি, যে পলি দেখাছেন এর নাম কি কয় পাব
bai ami o korchi. fol koto gram hole, fol tola uchit.
স্যার,যে ফসলের জন্য ভিডিও দিবেন তার জন্য তার চাষাবাদ পদ্ধতিটা যেমন,মাটিনির্বাচন, সময় উন্নত বীজ
ata chas somorke janbo kothay sir
ভদ্রলোকের ফার্মের ঠিকানাটা পেলে প্রজেক্টটা দেখে আসতাম।
আমাদের দেশে উদ্যোগী কৃষি-উদ্যোক্তা প্রয়োজন - এই ভাইয়ের মতো !
ভালো বীজের উৎস জানালে অনেক উপকৃত হবো,
জানাবে না....এটা তাদের ব্যবসায়িক কৌশল।
Sir mone kicu korben na.... Ai rokom vuwa mofis sarthopor man niya vidio diben na please... A akjon matari
মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে ভাই
Sir 33 sotok jomita poly house korta koto tk laga
স্যার আপনার সাথে খুবই জরুরি প্রয়োজন ছিল... আপনার সাথে যোগাযোগ করব কি করে...
ভাই কেমন আছেন আমি আপনার সব ভিডিও দেখি কিনতু আমি কিষি করতে পারি আমি আপনার সাতে দেখা করম কিবাবে আমার দশ বিগা জমি আছে কিনতু ভয় পাও আপনা ভিডিও দেখে মনে অনেক সাহস পায়ই আপনার কাছে একটি অনোরোধ পাকারি বাজারে সবজি দামে উপর এখন কত দাম দেখা ভাই আমি খারুল ভাই এখানে এক মাস কাজ করতে ফি টাকা লাগবে না জানা জন্য ধন্যবাদ আপনাকে
মালচিং কোথায় পাইয়া যায় এবং মালচিং কিভাবে করতে হয় ভিডিও চাই।
লাগানোর সময় কখন
মালচিং পেপার কোথায় পাওয়া যাবে!!!
স্যার আমি যদি মৌলভীবাজারে চাষ করি তে কোতায় বিক্রয় করবো
Cara kothay pawa jai vai
dada kepsikam cara gac payo jabe kothay 🌹🌹🌹🌹🌹❤❤❤😍😍😍😍😍🌹🌹🌹🌹
ক্যাপসিকাম টি কোন জাতের।আপনাকে অনেক ধন্যবাদ।
এ প্রশ্ন তো খায়রুল সাহেব(!) এড়িয়ে গেলেন, যদি তার বিজনেসের লস হয় .... অথবা কঠিন রাষ্ট্রীয় গোপনীয় বিষয় বলে মনে করছে সে...!
ভাই এই ক্যাপসিকাম চারা কখন লাগতে হবে ভাই
এটা কোন জাতের ক্যাপসিকাম? জানালে সবায় উপকৃত হবে। ধন্যবাদ।
Malching paper kothay paoya jay
উনি কি বীজ বপন করেছেন?
খাটো নারকেলের চারা কোথায় পাওয়া যাবে জানালে উপকৃত হব (কুমিল্লা)
কৃষি অফিসে খবর করেন