মাশাল্লাহ খুব ভালো লেগেছে এই ভিডিওটা দেখে ! আমিও একবার গিয়েছিলাম ভালো লেগেছিল অনেক কিছু দেখেছি আবার অনেক কিছু সময়ের অভাবে দেখা হয়নি আল্লাহপাক হায়াতে বাঁচিয়ে রাখলে হয়তো আবার আসতে পারি । না দেখার যে একটা অপূর্ণতা ছিল সেটা আজ আপনার এই ভিডিওটা দেখেই পূর্ণ হয়ে গেছে আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা দেখানোর জন্য।
বগুড়ায় অনেক ভিউয়ার আছে আপনার, আপনি যদি আগে ঘোষণা দিতেন যে মহাস্থান যাবেন, তাহলে অবশ্যই আমাদের মাঝ থেকে কাউকে না কাউকে পেতেন, এতে আপনার তথ্য ভান্ডার সমৃদ্ধ হতো মহাস্থান সম্পর্কে।
স্যার আমি আপনার ভিডিও গুলো দেখি খুব ভালো লাগে।স্যার আপনি একজন গাইড নিয়ে গেলে মহাস্থান গড়ের দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখতে পারতেন।এখানে ঐতিহাসিক কুয়া, পাথর এবং ঘাট আছে যেটা আপনি মিছ করেছেন।আর যাদুঘর না দেখলে তো মহাস্থান যাওয়ার সব কস্টই বৃথা।প্লিজ স্যার সময় পেলে অবশ্যই জাদুঘর ঘুরে আসবেন। শুভকামনা রইল।
@@আমারভালোলাগা-ড৮ফ ঠিক বলেছেন। ভুল জায়গা দেখিয়েছে ওনি। আমার নিজের নানুর বাড়িও বগুড়া, ছোট বেলায় বছরে কমপক্ষে ১০ বার যেতাম আম্মুর সাথে। মহাস্থানগড়তো এখনো প্রায় মুখস্থ। অমর কূপে অনেক সাপ থাকতো সে সময়। এখন কি অবস্থা কে জানে! আর বেহুলা বাসর ঘর তো মহাস্থান ছেড়ে আরও অনেক দূরে। আমি আপনার সাথে একমত।অনেক কিছু দেখার আছে ওসব বাদেও। সারিয়াকান্দির যমুনার ঘাট, আদমদিঘীর রক্তদহ বিল, পোড়াদহ মেলা, শেরপুরের দই, আকবরিয়ার বিরিয়ানি আর রাতের সাতমাথা। লোকাল গাইড ছাড়া বগুড়ায় যাওয়াই বৃথা।
আসসালামুআলাইকুম স্যার,আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার জেলা ভ্রমন করার জন্য। আমি আপনার সেই সাইলেন্ট ফ্যান যে আপনার ভিডিও বিগত চার বছর ধরে নিয়মিত দেখে কিন্তু কমেন্ট করেনা কিন্তু এবার আর নিজেকে আটকাতে পারলামনা।বাংলাদেশের দুইজন মানুষের কথা আমি মন্ত্রমুগ্ধের মতো শুনি একজন চ্যানেল আইয়ের তৃতীয় মাত্রা অনুষ্ঠানের সাংবাদিক হোসেন জিল্লুর স্যার আর অপরজন আপনি। অন্যান্য ইউটিউবারদের সঙ্গে আপনার পার্থক্য হলো তারা একটি বিষয় উপস্থাপন করতে গিয়ে অতিরিক্ত প্রশংসা করে নিজের ব্যক্তিত্ব হারিয়ে ফেলে কিন্তু সেখানে আপনি ব্যতিক্রম আপনি সাদাকে সাদা এবং কালোকে কালো বলেন যেটা আমার সবচেয়ে পছন্দ। যেমন গত ভিডিওতে আপনি মমোইন হোটেলের সেবার মান নিয়ে সমালোচনা করেছেন যেটা অনেকেই করেনা।আমি আরেকটা বিষয় আপনার মধ্যে খেয়াল করেছি আপনি মানুষের প্রোফাইল দেখে ট্রিট করেননা আপনার চোখে সবাই সমান।আপনি পিএইচপি এটো মেলার প্রথম দিনে প্রচন্ড ব্যস্ত ছিলেন তারপরও আমার মতো নগন্য মানুষকে যেভাবে হোটেলের ভিতরে নিয়ে গিয়ে কথা বলেছেন সেটা আমার জীবনে ছিল একটা স্বরণীয় মুহুর্ত। এরপরে ইনশাআল্লাহ আমি আপনাকে বগুড়ায় নিয়ে যাবো আমাদের গ্রামের বাড়িতে যেহেতু আপনি গ্রাম এবং প্রকৃতি অনেক ভালোবাসেন।ক্ষমা করবেন কমেন্টটা অনেক বড়ো হয়ে গেলো, আমি আপনার ঘুমন্ত ফ্যান।যে যাই বলুক আপনি পিছিয়ে আসবেননা দেশে অনেক পজেটিভ কাজ হচ্ছে যেটা আমরা আপনার মাধ্যমে জানতে পাচ্ছি। আপনার এবং আপনার পরিবারের জন্য দোয়া থাকবে আল্লাহ হাফেজ।
@@AdventureTube21 আপনার আরেকটা বিষয় ভালো লাগে আপনি সবসময় পজিটিভ মাইন্ড নিয়ে থাকেন এবং পজেটিভ চিন্তা ভাবনা করেন। আমাদের দেশের অধিকাংশ শিক্ষিত বুদ্ধিজীবীরা শুধু সমালোচনা নিয়ে থাকে তাদের কাছে সব সময় নাই নাই খাই খাই অবস্থা যেগুলো শুনে তরুণ সমাজ হতাশ হয়ে পড়ে। কর্মের স্পৃহা হারিয়ে ফেলে।আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ দেশের পজেটিভ দিকগুলো তুলে ধরার জন্য।
ইশ্। আমি আফসোস করছি কতো সুন্দর রাস্তা ছিলো।আপনাকে নিয়ে ঘুরতে পারতাম। সামনে অনেক সুন্দর ছিলো।তার পর যাদুঘর,লখিন্দর এর ঘর।সত্যি একজন ভালো গাইড দরকার ছিলো।
একসময় মিল্কভিটা ছিল এক মাত্র দুগ্ধ উৎপাদনকারী প্রতিষ্ঠান। এখনো তাই? দাওয়াতের জন্য ধন্যবাদ। চাইলে ইমেইলে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। adventureTube21@gmail.com
আমার ছোট বেলায় কটকটি, দেলবাহার,তুলাভাজা (ক্যান্ডীফ্লস) গজা, সন্দেশগুড়, চিনির আম ও লিচু খেয়েছি কিন্তু মহাস্হানের কটকটি খাইনি। হয়তো খুলনায় পাওয়া যেত না। ধন্যবাদ ভাই। ভাল থাকবেন।
এই কটকটি খাওয়ার মত তেমন কিছু না ভাই। যেখানে আর কিছু নাই সেখানে মানুষ হয়তো খাবে। কিন্তু আমরা ঢাকায় যারা বিভিন্ন ধরনের খাবার খেয়ে অভ্যস্ত তাদের কাছে ভাল লাগবে না। ধন্যবাদ।
বোঝা যায যে বাংলাদেশের পুরাতাত্তিক বিভাগ ও বাংলাদেশের সরকার মহাস্থানগডের ঐতিহাসিক গুরুত্ব সম্পর্কে ওযাকিবহাল নয। প্রতিটি দেশেরই নিজেদের ঐতিহ্য তুলে ধরা উচিত ভবিষ্যত প্রজন্মের সামনে।
@@AdventureTube21 @ মানে একদম সোজা, আপনি বগুড়া আসলেন। আসার আগে আমরা কেউ জানতে পারলাম না। জানলে তো আর শুধু মহাস্থানের ঐ বটগাছ টা দেখা লাগতো না। আরো সুন্দর কিছু দেখতে পারতাম আমরা সবাই। সুতরাং বেডলাক আমাদের।
ভাইজান, আমার মতো একই ভুল আপনিও করেছেন, মহাস্থানগড়ের ঐতিহাসিক বড় Castle টাই দেখেননি যেটা টিভিতে বা Google এ দেখি, ওখানে আমি অনেককে জিজ্ঞেসও করেছিলাম যে বড় দুর্গটি কোথায়, সবাই বলে আমরাও নতুন এসেছি চিনিনা, এজন্য আবার গেলে অভিজ্ঞ কাউকে নিয়ে যাব ইনশাআল্লাহ
মহাস্থান অনেক বড় জায়গা আপনি যে জায়গায় গেছেন সেটা ও মহাস্থান কিন্তু মহাস্থান সব জায়গা দেখতে হলে ১ দিন সম্পন্ন লাগবে আর আপনি যে জায়গা গুলো গেয়েছেন তার থেকে আর ও সুন্দর আছে কিন্তু কোনো গাইড ছাড়া সব জায়গা দেখা সম্ভব না
আঙ্কেল মহাস্থানগড় এলাকা আসলে প্রায় ৩ কিলোমিটার বাই ২.৫ কিলোমিটার এরিয়ার একটা দুর্গ নগরী। এর বিভিন্ন স্থাপনা গুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। একজন লোকাল গাইড থাকলে ভালো হতো , কেননা আপনি আসলে যেদিক প্রবেশ করেছেন ওদিকে দেখার মতন তেমন কিছু নেই মাজার ছাড়া। আপ্নারা যদি মিঊজিয়ামের ঐদিক প্রবেশ করতেন তাহলে অনেক কিছুই দেখতে পারতেন। যেমন জিয়ত কুন্দু, গোভিন্দ ভিটা, খুল্লনার ধাপ, বৈরাগীর ভিটা, মঙ্গলকোটের ভাস্কর্য, ভাসু বিহার, সিমানা প্রাচীর, মিউজিয়াম সহ আরো অনেক কিছু। যাক ইনশাআল্লাহ পরবর্তীতে আবার আসবেন এবং মিস করা স্থানগুলো দেখাবেন এবং অবশ্যই শীতকালে আসার চেষ্টা করবেন। আপনার কল্যাণ হোক । শুভকামনা রইলো।
Went there last month. Total cost 220 BDT. Share taxi from Dattapara. This so called archeological site os one of the biggest disappointment in BD. Garbage everywhere. Behular ghar is used as shameless dating site. Bare minimum description on site.
রাজশাহি র বগুড়া থেকে ৩২৮ কি: মি: দক্ষিণে ভারতের পশ্চিমবঙ্গের ২৪ পরগনা জেলায় বেড়াচাঁপা একটা মফস্ল আছে । সেখানে আছে প্রত্ন্যতাত্ত্বিক নিদর্শন " চন্দ্রকেতুগড় "। wikipedia জানায় এই স্থানটাও ২৫০০ বছরের ইতিহাস। এই ইতিহাস সম্বন্ধে আপনি সালিমুল্লাহ খান কে যোগাযোগ করলে অনেক জানতে পারবেন। যতদূর জানি উনি ঢাকা বিশ্যবিদ্যালয় তে যুক্ত।
Apni Bogura shommondhy kisu nah jeny keno Vul information provide korsen .... one more thing Mohasthan Gar ar kisui toh dekhn ni apni .... this is very bad uncle.. and one more thing don't judge very fast any things
Uncle khub afsos lagse amr nijer sohorer shundorjo gulo apni thik vabe dekhte parlen na mohosthan er j side ta onk shundor sekhane jete paren ni ektu vul hoise uncle
3rd Century B.C. is 300 years before Christ, not 3,000. So Mahasthangarh dates back to around 2, 500 B.C., not 5000. Maybe pay more attention to your history next time.
মাশাল্লাহ খুব ভালো লেগেছে এই ভিডিওটা দেখে ! আমিও একবার গিয়েছিলাম ভালো লেগেছিল অনেক কিছু দেখেছি আবার অনেক কিছু সময়ের অভাবে দেখা হয়নি আল্লাহপাক হায়াতে বাঁচিয়ে রাখলে হয়তো আবার আসতে পারি । না দেখার যে একটা অপূর্ণতা ছিল সেটা আজ আপনার এই ভিডিওটা দেখেই পূর্ণ হয়ে গেছে আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা দেখানোর জন্য।
My pleasure 💕
বগুড়ায় অনেক ভিউয়ার আছে আপনার, আপনি যদি আগে ঘোষণা দিতেন যে মহাস্থান যাবেন, তাহলে অবশ্যই আমাদের মাঝ থেকে কাউকে না কাউকে পেতেন, এতে আপনার তথ্য ভান্ডার সমৃদ্ধ হতো মহাস্থান সম্পর্কে।
Thank you 😊
আরো একটি অসাধারণ সুন্দর সফর ছিল এটি ............
Thank you
স্যার আমি আপনার ভিডিও গুলো দেখি খুব ভালো লাগে।স্যার আপনি একজন গাইড নিয়ে গেলে মহাস্থান গড়ের দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখতে পারতেন।এখানে ঐতিহাসিক কুয়া, পাথর এবং ঘাট আছে যেটা আপনি মিছ করেছেন।আর যাদুঘর না দেখলে তো মহাস্থান যাওয়ার সব কস্টই বৃথা।প্লিজ স্যার সময় পেলে অবশ্যই জাদুঘর ঘুরে আসবেন। শুভকামনা রইল।
Inshallah dear. Thank you.
Beautiful ❤️❤️
Thank you
Assalamualaikum ফারুক ভাই। কটকটি খেয়েছিলাম সেই ছোটবেলায়।অনেক বছর পরে আপনার মধ্যেমে আবারও কটকটি দেখলাম। খুব ভাল লাগল ধন্যবাদ ভাই ❤❤
Walaikum assalam. My pleasure dear.
গ্রামের মেলা বাউল গানের আসর বহুদিন পর দেখলাম। ধন্যবাদ।
Welcome
ভাইয়া ভুল যায়গায় গিয়েছেন ভাইয়া। যে অনেক সুন্দর জায়গা ছিলো। আমি তো আফসোসে শেষ। আমার এতো প্রিয় ভাইয়াকে নিজ জেলার সত্যি সুন্দরর্য গুলো দেখাতে পারলাম না।
পরশুরামের প্রাসাদ এর চেয়ে ভালো অবস্থায় আরও ভালো অবস্থায় অন্য কোথাও আরও আছে?
হায়রে মূর্খতা বাঙালি মুসলিমের,মাজার পূজারী।
আমিও একবার গিয়েছিলাম কিন্তু আসল দুর্গটি দেখতে পারি নাই, আফসোস
@@sharifulislam1982 ভাই লোকাল গাইড দরকার ছিলো
@@আমারভালোলাগা-ড৮ফ ঠিক বলেছেন। ভুল জায়গা দেখিয়েছে ওনি। আমার নিজের নানুর বাড়িও বগুড়া, ছোট বেলায় বছরে কমপক্ষে ১০ বার যেতাম আম্মুর সাথে। মহাস্থানগড়তো এখনো প্রায় মুখস্থ। অমর কূপে অনেক সাপ থাকতো সে সময়। এখন কি অবস্থা কে জানে! আর বেহুলা বাসর ঘর তো মহাস্থান ছেড়ে আরও অনেক দূরে। আমি আপনার সাথে একমত।অনেক কিছু দেখার আছে ওসব বাদেও। সারিয়াকান্দির যমুনার ঘাট, আদমদিঘীর রক্তদহ বিল, পোড়াদহ মেলা, শেরপুরের দই, আকবরিয়ার বিরিয়ানি আর রাতের সাতমাথা। লোকাল গাইড ছাড়া বগুড়ায় যাওয়াই বৃথা।
Inshallah next time. Thank you.
Dada... kolkata theke bolchi.....bhalo lage erokom banglar pothe pothe ghure berate....apnar sathe amrao apnar bhromoner anondo payi....bhalo thakben dada 🥰🥰🙏🙏
ধন্যবাদ বোন। দোয়া করি ভাল থাক সবাই।
@@AdventureTube21 🥰🥰🙏🙏
কটকটি 😊
🥰
আসসালামুআলাইকুম স্যার,আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার জেলা ভ্রমন করার জন্য। আমি আপনার সেই সাইলেন্ট ফ্যান যে আপনার ভিডিও বিগত চার বছর ধরে নিয়মিত দেখে কিন্তু কমেন্ট করেনা কিন্তু এবার আর নিজেকে আটকাতে পারলামনা।বাংলাদেশের দুইজন মানুষের কথা আমি মন্ত্রমুগ্ধের মতো শুনি একজন চ্যানেল আইয়ের তৃতীয় মাত্রা অনুষ্ঠানের সাংবাদিক হোসেন জিল্লুর স্যার আর অপরজন আপনি। অন্যান্য ইউটিউবারদের সঙ্গে আপনার পার্থক্য হলো তারা একটি বিষয় উপস্থাপন করতে গিয়ে অতিরিক্ত প্রশংসা করে নিজের ব্যক্তিত্ব হারিয়ে ফেলে কিন্তু সেখানে আপনি ব্যতিক্রম আপনি সাদাকে সাদা এবং কালোকে কালো বলেন যেটা আমার সবচেয়ে পছন্দ। যেমন গত ভিডিওতে আপনি মমোইন হোটেলের সেবার মান নিয়ে সমালোচনা করেছেন যেটা অনেকেই করেনা।আমি আরেকটা বিষয় আপনার মধ্যে খেয়াল করেছি আপনি মানুষের প্রোফাইল দেখে ট্রিট করেননা আপনার চোখে সবাই সমান।আপনি পিএইচপি এটো মেলার প্রথম দিনে প্রচন্ড ব্যস্ত ছিলেন তারপরও আমার মতো নগন্য মানুষকে যেভাবে হোটেলের ভিতরে নিয়ে গিয়ে কথা বলেছেন সেটা আমার জীবনে ছিল একটা স্বরণীয় মুহুর্ত। এরপরে ইনশাআল্লাহ আমি আপনাকে বগুড়ায় নিয়ে যাবো আমাদের গ্রামের বাড়িতে যেহেতু আপনি গ্রাম এবং প্রকৃতি অনেক ভালোবাসেন।ক্ষমা করবেন কমেন্টটা অনেক বড়ো হয়ে গেলো, আমি আপনার ঘুমন্ত ফ্যান।যে যাই বলুক আপনি পিছিয়ে আসবেননা দেশে অনেক পজেটিভ কাজ হচ্ছে যেটা আমরা আপনার মাধ্যমে জানতে পাচ্ছি। আপনার এবং আপনার পরিবারের জন্য দোয়া থাকবে আল্লাহ হাফেজ।
Walaikum assalam. It was my pleasure meeting you. Thank you 🥰
@@AdventureTube21 আপনার আরেকটা বিষয় ভালো লাগে আপনি সবসময় পজিটিভ মাইন্ড নিয়ে থাকেন এবং পজেটিভ চিন্তা ভাবনা করেন। আমাদের দেশের অধিকাংশ শিক্ষিত বুদ্ধিজীবীরা শুধু সমালোচনা নিয়ে থাকে তাদের কাছে সব সময় নাই নাই খাই খাই অবস্থা যেগুলো শুনে তরুণ সমাজ হতাশ হয়ে পড়ে। কর্মের স্পৃহা হারিয়ে ফেলে।আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ দেশের পজেটিভ দিকগুলো তুলে ধরার জন্য।
@@nayemhasan7234 thank you.
আমি আপনার ভিডিও গুলো সব সময় দেখা চেষ্টা করি।আজ আমার শহর বগুড়াতে আপনাকে দেখে খুব ভালো লাগলো।বগুড়া থাকলে হয়তো দেখা করতাম
Thank you
মহাস্থানগড় প্রায় আড়াই হাজার বছর আগের নিদর্শন। আর যিশুর জন্মের হিসেবে প্রায় পাঁচশত বছর পূর্বের। ধন্যবাদ।
Thank you.
জানালা ভেঙ্গে কটকটি খেয়েছেন খুবই ভালো লাগলো।
😜💕
Anek valo laglo 👌
Thank you
মিস করলাম সার।।।আমি ও বগুড়ার
💕
ইশ্। আমি আফসোস করছি
কতো সুন্দর রাস্তা ছিলো।আপনাকে নিয়ে ঘুরতে পারতাম। সামনে অনেক সুন্দর ছিলো।তার পর যাদুঘর,লখিন্দর এর ঘর।সত্যি একজন ভালো গাইড দরকার ছিলো।
Thank you 😊
@@AdventureTube21 dear vhaiya
Assalamo alykum faroq bhai, ami apnar satha aktu kotha bolta sai . So apnar satha kibaba joghajogh korbo?
Walaikum assalam. You can email me whatever you have to say. Thank you. adventureTube21@gmail.com
Beautiful uncle ❤️❤️❤️❤️
Thank you
😍😍😍
🥰
কেমন আছেনঃ আশা করি ভালো আছেন। আমি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ীঘাটে অবস্থিত বাংলাদেশের একমাএ দুগ্ধ উৎপাদনকারী প্রতিষ্ঠান মিল্ক ভিটার বাঘাবাড়ীঘাট দুগ্ধ কারখানায় কর্মরত আছি। আশা করি আপনার পদধুলি পড়বে আমার এখানে।ভালো থাকবেন সবসময় এই কামনা করি।
একসময় মিল্কভিটা ছিল এক মাত্র দুগ্ধ উৎপাদনকারী প্রতিষ্ঠান। এখনো তাই? দাওয়াতের জন্য ধন্যবাদ। চাইলে ইমেইলে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। adventureTube21@gmail.com
uncle আপনি বগুড়া আসছেন জানলে আপনারে নিয়ে ঘুড়াইতাম
🥰
প্রাসাদের দেয়ালের বাইরের ইটের স্তরটি পরে লাগানো হয়েছে। মূল দেয়ালটি সুরক্ষার জন্য।
Thank you
স্যার আমাদের বগুড়ায় আসছেন।দেখে খুব ভালো লাগলো।যাদুঘর দেখলেন না যে।
Next time inshallah. Thank you.
দই কোনটা নিয়েছিলেন আঙ্কেল এশিয়া /চিনিপাতা?
মনে করতে পারছি না।
ধন্যবাদ আপনাকে আমাদের শহরে আসার জন্য ❤️
Welcome
11:30 Sottie Obak
Amrao Avabei Ariye Jacci Sob Kichu Theke
😞
ভাইয়া এতো সুন্দর একটা জায়গায় গিয়ে পরিচিত গাইড ছাড়া শুধু কটকটির দোকানের আশেপাশে ঘুরাঘুরি করেই ফিরে আসলেন! আফসোস!!
😞
Apnake age Mohasthan museum e giye park kora lagto.bristi nahole aro ghurte parten,ar ekjon local guide er dorkar silo.tarpor o vlo legese.
Next time inshallah. Thank you.
Assalamualaikum uncle..Amader kushtia kobe asben..??
Walaikum assalam. Not sure yet dear. Thank you.
মহাস্থানগড় আমাদের এলাকায় বন্ধু।
💕
❤❤❤❤❤❤❤ I will
💕
Nice video
Thank you
আপনার ইউটিউব চ্যানেলে আমাদের বগুড়াকে এতো সুন্দর করে উপস্থাপন করার জন্য বগুড়াবাসির পক্ষ থেকে অশেষ ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।
Thank you
আজ আমি ১ম
🥰💕
আমার ছোট বেলায় কটকটি, দেলবাহার,তুলাভাজা (ক্যান্ডীফ্লস) গজা, সন্দেশগুড়, চিনির আম ও লিচু খেয়েছি কিন্তু মহাস্হানের কটকটি খাইনি। হয়তো খুলনায় পাওয়া যেত না। ধন্যবাদ ভাই। ভাল থাকবেন।
এই কটকটি খাওয়ার মত তেমন কিছু না ভাই। যেখানে আর কিছু নাই সেখানে মানুষ হয়তো খাবে। কিন্তু আমরা ঢাকায় যারা বিভিন্ন ধরনের খাবার খেয়ে অভ্যস্ত তাদের কাছে ভাল লাগবে না। ধন্যবাদ।
প্রিয় আঙ্কেল, 60fps ভিডিও আপলোড করার অনুরোধ থাকলো। গাড়ি থেকে ভিউ গুলো স্মুথলি বোঝা যাবে
Thank you
নওগাঁতে আসেন।
Inshallah
আপনি কেমন আছেন ? বগুড়া গিয়েছেন । অন্য কোনো দর্শনীয় স্থানগুলো দেখাবেন ? ভালো থাকুন সুস্থ থাকুন ।
Alhamdulillah dear. Thank you.
আমার বাসা বগুড়া,খুব ইচ্ছা ছিলো আপনাকে সামনে থেকে দেখার,আপনার বগুড়া আসা সম্পর্ক একটা ভিডিও বানিয়ে আমাদের জানাইতে পারতেন😌
Community post এ জানিয়েছিলাম। ধন্যবাদ।
❤nice
🥰
আস্সালাম আলাইকুম, আপনি শুধু সামনের দিকটা দেখেছেন। পিছদিকে যাদুঘর সহ অনেক কিছু ছিল সম।ভব হলে দেখবেন।
Walaikum assalam. Inshallah next time. Thank you 😊
ভাই ডেলি ভিডিও দেন না কেন? কখন আপনার ভিডিও আসবে শুধু ইউটিউব ছেক করতে থাকি
💕🥰
সব মিলিয়ে ভালোই লাগলো, তবে আপনাকে কিছুটা আশাহত দেখে একটু খারাপ ও লাগছিল। যাইহোক ভাল থাকবেন।
Thank you dear.
আপনি মূল জায়গায় যাননি।।। অন্য পাশটা অনেক অনেক ভালো।
Next time inshallah.
@@AdventureTube21
Inshaallah
I love you baba
🥰
Thanks
Welcome
এইরকম ভিডিও কেমন জানি লাগে
🫢🧐
Assalamoalaikom uncle ❤️
Walaikum assalam
বোঝা যায যে বাংলাদেশের পুরাতাত্তিক বিভাগ ও বাংলাদেশের সরকার মহাস্থানগডের ঐতিহাসিক গুরুত্ব সম্পর্কে ওযাকিবহাল নয। প্রতিটি দেশেরই নিজেদের ঐতিহ্য তুলে ধরা উচিত ভবিষ্যত প্রজন্মের সামনে।
Thank you.
আংকেল কী একটা ডছ যে দিয়ে দিলেন আমি সহ আমার বগুড়া বাসীকে। যা কোন দিন ও ভুলবার মতো নয়।
মানে কি?
@@AdventureTube21 @ মানে একদম সোজা, আপনি বগুড়া আসলেন। আসার আগে আমরা কেউ জানতে পারলাম না। জানলে তো আর শুধু মহাস্থানের ঐ বটগাছ টা দেখা লাগতো না। আরো সুন্দর কিছু দেখতে পারতাম আমরা সবাই। সুতরাং বেডলাক আমাদের।
@@masumdollar4235 Community posting এ জানিয়েছিলাম। ধন্যবাদ।
দেখলাম বন্ধু মানিকগঞ্জ সদর থেকে
💕
ভাইজান, আমার মতো একই ভুল আপনিও করেছেন, মহাস্থানগড়ের ঐতিহাসিক বড় Castle টাই দেখেননি যেটা টিভিতে বা Google এ দেখি, ওখানে আমি অনেককে জিজ্ঞেসও করেছিলাম যে বড় দুর্গটি কোথায়, সবাই বলে আমরাও নতুন এসেছি চিনিনা, এজন্য আবার গেলে অভিজ্ঞ কাউকে নিয়ে যাব ইনশাআল্লাহ
Inshallah. Thank you dear
মহাস্থান অনেক বড় জায়গা আপনি যে জায়গায় গেছেন সেটা ও মহাস্থান কিন্তু মহাস্থান সব জায়গা দেখতে হলে ১ দিন সম্পন্ন লাগবে আর আপনি যে জায়গা গুলো গেয়েছেন তার থেকে আর ও সুন্দর আছে কিন্তু কোনো গাইড ছাড়া সব জায়গা দেখা সম্ভব না
Thank you
Bogura ke Bangladesh er 2nd rajdani bola hoy
Thank you
🎉
😊
ভাই নাটোরের উত্তরা গণভবন এসে ঘুরে যান।
😊
উনি আছেন University of Liberal Arts Bangladesh
Thank you
assalamoalaykum. mahastan gadh baguda bangladesher ekti prosiddho jayga besh kayekti katkoti dokan o majar samne. atite bagudar doi er khyati shona jeto amrao jantam man kalir kundo dekha galo nutan dhan khet kichhu chara gachhodekha galo ekta prachin dwanso stup dekhagalo seta manosa mangoler bahula lokhindarer galpo amra shunechhi sei behular basor gharer kono chihno dekha galo prakritik biparjayer prekkhapate aar dekha holo na tabe kichhu gan bajna kichhu khelnar becha kena o saper khela manuser vid sristi korechhe
Walaikum assalam. Thank you dear.
আঙ্কেল মহাস্থানগড় এলাকা আসলে প্রায় ৩ কিলোমিটার বাই ২.৫ কিলোমিটার এরিয়ার একটা দুর্গ নগরী। এর বিভিন্ন স্থাপনা গুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। একজন লোকাল গাইড থাকলে ভালো হতো , কেননা আপনি আসলে যেদিক প্রবেশ করেছেন ওদিকে দেখার মতন তেমন কিছু নেই মাজার ছাড়া। আপ্নারা যদি মিঊজিয়ামের ঐদিক প্রবেশ করতেন তাহলে অনেক কিছুই দেখতে পারতেন। যেমন জিয়ত কুন্দু, গোভিন্দ ভিটা, খুল্লনার ধাপ, বৈরাগীর ভিটা, মঙ্গলকোটের ভাস্কর্য, ভাসু বিহার, সিমানা প্রাচীর, মিউজিয়াম সহ আরো অনেক কিছু। যাক ইনশাআল্লাহ পরবর্তীতে আবার আসবেন এবং মিস করা স্থানগুলো দেখাবেন এবং অবশ্যই শীতকালে আসার চেষ্টা করবেন। আপনার কল্যাণ হোক । শুভকামনা রইলো।
Inshallah next time uncle. Thank you for the advice 🥰
300 B.C naki 3000 B.C? CONFUSED
I think 3000 BC. Thank you.
ফারুক ভাই আপনি কেমন আছেন এখনেতো সব পাগলের খেলা
Alhamdulillah 🥰
Malasiya Bangladeshi bogura
💕
Went there last month. Total cost 220 BDT. Share taxi from Dattapara. This so called archeological site os one of the biggest disappointment in BD. Garbage everywhere. Behular ghar is used as shameless dating site. Bare minimum description on site.
Very sad indeed. Thank you.
রাজশাহি র বগুড়া থেকে ৩২৮ কি: মি: দক্ষিণে ভারতের পশ্চিমবঙ্গের ২৪ পরগনা জেলায় বেড়াচাঁপা একটা মফস্ল আছে । সেখানে আছে প্রত্ন্যতাত্ত্বিক নিদর্শন " চন্দ্রকেতুগড় "। wikipedia জানায় এই স্থানটাও ২৫০০ বছরের ইতিহাস। এই ইতিহাস সম্বন্ধে আপনি সালিমুল্লাহ খান কে যোগাযোগ করলে অনেক জানতে পারবেন। যতদূর জানি উনি ঢাকা বিশ্যবিদ্যালয় তে যুক্ত।
জনাব সালিমুল্লাহ খান। নমস্য ব্যক্তি। লেখার ত্রুটির জন্য মার্জনা করবেন।
Thank you dear.
প্রাসাদের রক্ষনার তেমন কারো নজর নেই বললেই চলে ।
😞
আমার জন্মভূমি
😊
যা দেখলাম সব বাটপারি ইতিহাসের কিছুই দেখলাম না
😞
Sad story
😞
এখনো মানুষ এসব মাজারে বিশ্বাস করে
Very sad indeed. Thank you 😊
Apni Bogura shommondhy kisu nah jeny keno Vul information provide korsen .... one more thing Mohasthan Gar ar kisui toh dekhn ni apni .... this is very bad uncle.. and one more thing don't judge very fast any things
You are correct dear. Shouldn’t be so judgmental.
Uncle khub afsos lagse amr nijer sohorer shundorjo gulo apni thik vabe dekhte parlen na mohosthan er j side ta onk shundor sekhane jete paren ni ektu vul hoise uncle
একজন ভাল গাইড দরকার ছিল। Inshallah next time. Thank you.
আসলে এখানে দেখার মতো কিছু নেই।
😞
কটকটি 😆
🤪😊
গড়ে র তো নাম ও নিশানা নাই!
😞
3rd Century B.C. is 300 years before Christ, not 3,000. So Mahasthangarh dates back to around 2, 500 B.C., not 5000. Maybe pay more attention to your history next time.
Thank you