মেয়েরা ছোট হোক বা বড় ওরা ,মানে আমরা বেশিরভাগ মেয়ে তথা মহিলারাই মায়ের জাত হই। তোমার মেয়ে আর একবার প্রমাণ করলো। বেঁচে থাক পৃথিবীর সমস্ত মেহা রূপে মায়েরা।
আমার মানিকের কথাগুলি এতো ভালো লাগে যে একজন আদর্শ বাবার সমস্ত গুন তার মধ্যে আছে । এতো মার্জিত এতো শান্ত খুব কম দেখা যায় । তোমরা সবাই খুব ভালো থেকো । এই আশীর্বাদ করি ।
এটা মা হিসেবে আপনার সার্থকতা দিদি যে মেয়ে এভাবে প্রয়োজনের সময় পাশে দাঁড়াতে পেরেছে এবং দায়িত্ব নিতে পেরেছে এবং সেটাকে সঠিকভাবে পালন ও করতে পেরেছে। মেহা কে আমার অনেক ভালোবাসা জানালাম। ❤
মেহার দায়িত্ব বোধ দেখে খুব ভালো লাগছে। যদিও মা বাবাকে একটু চিন্তায় ফেলে দিয়েছিল। কিন্তু এইটুকু মেহা খুব সুন্দর করে ম্যানেজ করেছে। রামাকে খুব সুন্দর সামলেছে। মহুয়া তুমি প্রাউড ফিল করতেই পার। ওর দায়িত্ব বোধ দেখে খুব ভালো লাগলো।❤❤
মেহা খুব ভালো মেয়ে, সোনা মেয়ে । ওর মতো মেয়ে যেনো সব ঘরে ঘরে হয় । ও অনেক পুন্যের ফলে তোমার মতো মা পেয়েছে, তুমি ও অনেক পুন্যের ফলে, এমন স্বামী, ছেলে মেয়ে পেয়েছো। ঈশ্বর তোমাদের সকলের মঙ্গল করুন ।
বাহ্ তোমার তো গর্ব হওয়া উচিত mahua your daughter has grown up মুখে বললেও ঘুম থেকে উঠে ঘরে ওদের দেখতে না পেলে মাথা ঠিক থাকার কথা নয় যাক তোমার training খুবই ভালো meha খুব ভালো কাজ করেছে তার মানে তুমি এতটাই ক্লান্ত ছিলে যে টের পাওনি আগামী তে কোনো কাজ করলে তোমায় যেন জানিয়ে দেয় but all we can say meha done a great job 👏👏👏
তিন piece ই ছিল, আমি খাবার সময় একটা ডিম ভেজে নেব। এটা শুধু মায়েরাই পারে। আর একটি জিনিস আবার মেহা প্র্মান দিল যে মায়ের পরে সবথেকে বেশি ভালোবাসতে পারে একমাত্র বোন
আজকে মেহা কে এত টা যত্নশীল এত কম বয়সে হতে দেখে কেমন একটা অদ্ভুত আনন্দ পাচ্ছিলাম।খুব ভালো দুটো মনের মানুষ মেহা আর রামাবুড়ি ❤❤❤ভালো থাকো সোনা তোমরা সবসময় ❤❤মা এর পাশে এরকম বটগাছ হয়ে সবসময় থেকো।মা অমূল্য সম্পদ। ভালো থেকো দিদি। সাবধানে থেকো।সুস্থতা দ্রুত কামনা করি ভগবান এর কাছে❤❤❤❤
সবচেয়ে রামার পটির ব্যাপারটা শুনে মেহের মুখ থেকে খুব হাসি পেয়েছিল আমার মেহুর কথাগুলো শুনতে দারুন দারুন লাগে আপনারা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন এই কামনাই করি ।
মেহা মায়ের কথা শুনে খুব ভালো লাগলো। মেহা আস্তে আস্তে জানান দিচ্ছে যে আমরা মা একধারে যেমন শক্ত হাতে শাসন করতে পারি আবার স্নেহের হাত বাড়িয়ে সন্তানের প্রতি মায়ের মতো স্নেহ করতে পারি। খুব ভালো হোকরে মা তোর। তবে সাবধান থাকাটাও জরুরী। আপনারা সবাই ভালো এবং সুস্থ থাকবেন।
সত্যিই প্রাউড ফিল করার মতো কাজ করেছে মেহা.........যদিও একটু ভয় লাগছে মনের ভিতর .....তবুও মায়ের অসুস্থতার জন্য মাকে না জাগিয়ে ভাই কে তৈরি করে নিয়ে স্কুলে যাওয়া......এতেই প্রমাণ হয়ে যায় মেহা কতটা দায়িত্বশীল এবং মায়ের প্রতি কতটা ভালোবাসা থাকলে এটা করতে পারে ......সেটা মেহা আজ প্রমাণ করে দিলো .....মেহা ভালো দিদি ও ভালো সন্তান।......খুব খুব ভালো থেকো মেহা.....অনেক বড়ো হয়ো.....অনেক ভালোবাসা অনেক আদর।❤❤❤❤সকলে ভালো থেকো ❤❤❤
সেই আমাদের ছোট্ট মেহা কত বড় হয়ে গেল নিজের ভাইকে রেডি করে স্কুল নিয়ে গেছে ভাবা যায়,,রামকৃষ্ণর পটি করানোর গল্পটা দারুন ছিল😂😂😂 খুব ভালো থাকো তোমরা সুস্থ থাকো আনন্দে থাকো❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
দিদিভাই, একেই বলে বাবা মায়ের মন। আর আপনার মেহা দেখতে দেখতে বড় হয়ে গেল। ওর কথাগুলো শুনতে খুব ভালো লাগছিলো। আপনারা আবার জীবনের স্বাভাবিক ছন্দে ফিরে এসেছেন দেখে খুব স্বস্তি পেলাম। ভালো থাকুন। সুস্থ থাকুন।
সত্যি তোমাদের দুজনের শরীর খারাপ হয়ে গেল বলে মেহা যেন কতো বড়ো হয়ে গেল, ভাইয়ের দেখাশোনা করা স্কুলে নিয়ে যাওয়া ভীষণ ভালো লাগলো। তাড়াতাড়ি ভালো হয়ে যাও দূরদেশে তোমাদের দেখাশোনা করার কেউ নেই সত্যি তখন বাচছা দের জন্য খুবই কষ্ট হয়।
এইভাবেই ছেলে মেয়ে রা ক্রমশ স্বাবলম্বী হয়ে ওঠে। মা, বাবা যে অসুস্থ সেটা উপলব্ধি করতে পারে। মেহা মায়ের বিরাট ভূমিকা পালন করেছে এবং দৃঢ়ভাবে। তোমাদের সন্তান পালন পদ্ধতি সঠিক পথে এগোচ্ছে। সকলে ভালো থেকো।
Aajker Video ta Sattyi Mone Dag kete dilo.ki sundor chinta vabna Mehu r .Or moddhe Tumi family members prati responsibility ta sekhate porecho. Hatts off Uu.sweet Girl.😊❤
মেহা যে ঠিক সময় মতো খাবার বানানো, টিফিন নেওয়া,ভাই কে রেডি করা,আর বাড়ি লক করে ঠিকঠাক ভাবে স্কুলে গেছে এটা খুবই দায়িত্বপূর্ণ একটা কাজ, এই সবটা ওই দিনের জন্য ওর আত্মনির্ভরতা আর যে কথা টা না বলেই পারছি না ,সেটা হলো প্রতিদিনের সময়ের ফাঁকে তোমাদের ওকে আত্মনির্ভর করে তোলার মিষ্টি উপসংহার, সবাই সুস্থ থেকো❤
মেহা বেশ স্বাবলম্বী হয়ে গেছে মহুয়া, কি সুন্দর করে নিজে তৈরী হয়ে ভাইকেও ঠিকঠাক তৈরী করে স্কুলে নিয়ে গেছে 👌👌❤️❤️❤️ যদিও সে নিজেই এখনো অনেক ছোটো। সত্যিই মেয়েরা ছোটো থেকেই কতো কিছুই তাড়াতাড়ি শিখে নেয়। অনেক আদর জানাই ওদের দুজনকে ❤❤ আর তোমরা দুজন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো ❤
বড়দিদি মায়ের মতন এ-কারণে বলে। মেহা রামা অনেক ভালবাসা আর আশীর্বাদ দিলাম। মেহার ভাইয়ের পটির কথা শুনে হাসছি আবার কেঁদেও মরছি যে কেমন নিজেদের অজান্তে ছেলেমেয়েরা বড় হয়ে যায়। খুব জলদি সেরে ওঠ তোমরা আবার হাসিখ্যশিতে ফিরে এস।
খুব ভালো লাগলো ভিডিও টা। লাষ্টে রামা কে নিয়ে মেহার কথা শুনে খুব হাসছিলাম একা একা। এইটা ও স্মৃতির খাতায় জমা হয়ে থাকবে দুই ভাই বোনের। অবিরাম ভালোবাসা।❤❤
যদিও মেহা ও রামার একা একা স্কুলে যাওয়ার ঘটনা টা খুব ভয়ের ছিল তবুও মেহার দায়িত্বশীলতা দেখে মনটা ভরে গেল🥰❤️।মেহার মুখে রামার পটির গল্প শুনে, হেসে পেট ব্যাথা হয়ে গেল 😆
সত্যি মেহা আজ যা করেছে তা লিখে বোঝাতে পারবো না। খুব ভালো লাগছে। সত্যি বড়ো দিদি ও আজ হয়ে গেলো।। ভাই যে কতটা আদরের একজন দিদির কাছে সেটা দিদি ই বোঝে।। মেহার মতো মেয়ে ঘরে ঘরে জন্মগ্রহণ করুক।। আর রামার কথাও লিখতেই হবে কারণ ও গুড বয় হয়ে দিদির সব কথা শুনেছে। ❤❤মেহা ও রামা।।
চোখে জল চলে এলো দি ভাই...... আমি সবসময়ই বলতাম মেহা খুব লক্ষ্মীমন্ত মেয়ে,, সোনা মেয়ে ❤❤❤❤ অনেক অনেক চুমু তোমায় মেহা। আমি সবার থেকে অনেক বেশি তোমায় ভালোবাসি ❤❤❤
মেহার কথা গুলো শুনে কি ভীষন ভালো লাগলো গো। সত্যিই তো বড়ো দিদি মায়ের মতোই হয়। আমাদের সন্তানেরা আমাদের অলক্ষ্যেই কখন যে এতো বড়ো হয়ে যায় বুঝতেই পারিনা। লক্ষী ছেলে মেয়ে দুটি তোমাদের।😘😘 খুব ভালো থাকুক ওরা ❤️❤️ তোমরাও সাবধানে থেকো ❤️❤️
খুব সুন্দর মেহা রানী। তুমি অনেক বড় হয়ে গেছো। কিন্তু এরপর বাড়ি থেকে একা বেরোলে মাকে অবশ্যই জানিয়ে যেও।মেহা রানী যে কাজটা করেছে সত্যিই প্রশংসার, খুব ভালো লাগলো মেহা।
কিছুদিন ধরে মন ভালো নেই মনের ভেতরে অনেক কিছু চলছে বলা চলে জীবনের একটা বিপর্যস্ত সময় চলছে হঠাৎ তোমার ভিডিও এলো তোমার আওয়াজ এতো মন ভালো করার মতো যে কি বলবো জানিনা আবার কবে স্বাভাবিক জীবনে ফিরব কিন্তু আজকের দিনটা একটু হলেও ভালো লাগছে তোমার জন্য। তোমার থেকে ছোটো বয়সে তাই প্রণাম নিও❤
রত্না মুখার্জী পূর্ব বর্ধমান।মহুয়া মা এবার তোমার ব্লগটি দেখে আমি খুব আনন্দ পেলাম।সেইসঙ্গে অবাক হলাম।মেহা দিদিভাই এখন তোমার মা হয়ে গেছে।! মনে মনে বড়ো হয়ে গ্যাছে।কতো দ্বায়িত্ব বোধ এসেছে। ওদের আমার অনেক আদর দিও।মেহা দিদিভাই এর কথা শুনে হেসে অস্থির।ভাইয়ের পটি পরিষ্কার করতে গিয়ে এতো দুর্গন্ধ !ওর কথাটা কি বাজে স্মেল রে ভাই!এটা যেন বারবার শুনতে ইচ্ছা করছে!মেহা দিদিভাই কে খুব আদর দিলাম!তোমরা তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো।এই শুভ কামনা রইলো।ব্লগটি খুব ভালো লাগলো।👌👌👌👌☘️🌷☘️🤔🤔😀😀🥰🥰❣️❣️
মেহু খুব দায়িত্বশীল, খুব ভালো লাগলো,আর ছোট্ট মেয়ে কতো সহানুভূতিশীল,কতো বুঝদার,মেহু সত্যিই খুব ভালো, মহুয়া দি তোমাকে অনেক দিন কমেন্ট করে বলেছি,মেহুর মতো বুদ্ধিমতী মেয়ে হয় না,ওর যা বয়স। ভালো থেকো তোমরা।
মেহা যে এতো টা দায়িত্ব শীল এত টা স্বাবলম্বী হয়েছে সেটা জেনে সত্যি খুব ভালো লাগলো।সত্যি একটা অসময় না হলে জন্য যায় না কর মধ্যে কত টা ক্ষমতা আছে।মেহা আজ বড়ো হয় গেলো।
বড়ো দিদিরা মা এর মতোই হয় মেহা প্রমান করে দিলো ❤ চোখে জল চলে এলো। আমিও ছোট বোন তো তাই জানি দিদিরা দরকারে সব ই করে দিতে পারে ভাইবোন দের ❤ অনেক বড়ো হও মেহু
বাহ , মেহা তাহলে দায়িত্ব নিতে শিখে গেল। খুব ভালো। এভাবেই ছেলে মেয়েরা যে বড় হয়েছে তা বোঝা যায় । আমার মেয়েকেও দেখেছিলাম। যখন ওর ১১বছর বয়স তখন আমার একটি অপারেশন হয়েছিল তখন ও যেন চারদিনেই অনেকটা বড় হয়ে গিয়েছিল । তোমরাও সাবধানে থেকো।
খুব ভালো লাগলো।মেহা এত ভালো কাজ করছে।। মা বাবাদের কাছে ভীষন গর্বের যখন এই ভাবে তারা সাবলম্বী হয়ে ওঠে।মেহু এই ভাবে তুমি অনেক অনেক বড়ো হবে বাবা মা ভাই সবার খেয়াল রাখবে।❤❤❤❤❤❤❤
মেহা খুব তাড়াতাড়ি বড়ো হয়ে গেল। এখন অনেক কিছু বুঝতে পারে। তাই মা বাবা অসুস্থ দেখে নিজেই ভাইকে তৈরি করে নিয়ে ভাইকে নিয়ে স্কুল চলে গিয়েছে।বড়ো দিদির দায়িত্ব পালন করেছে। অনেক বড়ো হোক মেহা। খুব ভালো থেকো তোমরা সবাই।❤❤❤❤
এতো এতো এতো ভালো আপনার ছেলে মেয়েদের দেখছি আর মনে মনে ভাবছি য়াদের বাবা, মা এতই ভালো তাদের ছেলে মেয়ে, কখনোই খারাপ হতেই পারে না।এই য়ে বাবা, মা এর প্রতি এতো টাই filings এটা দেখে আমি সত্যি সেলুট করছি।
Mahu khub bhalo ... caring ... tomader moto ... dakhe sikche. Bhalo to ... dujone ato supporting hole to khub bhalo ... ar eatai normal ... bhule jayona , tumi o koro. Na janye koro, mahu to mail koreche. Khub bhalo laglo Mahu r presence of mind dakhe 🥰 Tomra je sei diner thake better... dakhe bhalo Lago. Bhalo theako ... sabdhane e theako ..
Wonderful episode aajker ...poristhiti jamon tamon vabe je nijeke samlate pare sei to asol manus toiri hochhe...kopal valo tomar eto responsible tomar dui chhele meye..sabdhaner maar nei thiki dunia kharap kintu sei kharap poristhiti ke handel korte to sikhte hobe... well-done meha🎉 proud of u
আজ মেহু কে দেখে আমার ছেলের ছোটো বেলার কথা মনে পড়ছে ,5-6 বছর ছিলো আমার শরীর খারাপ এর সময় আমার ছোটো ছেলে এ রকম করেছিল,হাসবেন্ড অফিস এ ছিলো আমি ঘুমিয়ে ছিলাম ও কখন একা একা খাবার খেয়ে, প্লেট রেখে এসে শুয়ে ছিলো,ইভেন আমাদের মেড যখন এসে ছিলো,চেয়ার নিয়ে তাকে দরজা খুলে দেওয়া, confirm হয়ে এখনও ভাবলে অবাক লাগে। একা সংসার এ বাচ্চা অনেক বড় হয়ে যায় যখন দেখে পরিবার কোনো অসুবিধে দেখা দিলে। সত্যি মেহা ও রামা কে অনেক ভালোবাসা,, রামা কিন্তু কোনো জেদ না করে দিদির কথা মেনে সব কিছু চলার জন্য।
মেহা তুমি বয়েসে অনেক ছোট হলেও মানসিকতার দিক দিয়ে অনেক বড়ো মনের মানুষ। খুব ভালো থেকো সোনা। অনেক বড়ো হও। এই ভাবেই মা বাবা ভাই ও পরিবারের সবাইকে আগলে রেখো। অনেক অনেক ভালোবাসা থাকলো তোমার জন্য। ❤️❤️
মায়ের কাছে সন্তান সবসময় ছোট থাকে।। কিন্তু সত্যি এটা দেখে আমি ও অবাক মেহা সোনা ভাই কেও রেডি করিয়ে নিয়ে স্কুলে গিয়েছে।। দুজনেই কত সোনা ❤ এটা সত্যি খুব ভালো একটা ব্যাপার ❤
নিজের ছোটবেলার কথা মনে পড়ে গেল, সেদিন এর ব্লগ দেখে যতটা মন কেমন করছিলো আজ তার থেকেও অনেক বেশি ভালো লাগছে, কেমন একটা আনন্দ হচ্ছে সেদিন এর ছোট্ট মেহা কত বড় হয়ে গেছে, ভীষন ভালো থাকুন ❤❤
Eto bhalo shikhha tomader, chele meye ra silently sob kichu shikheche. Meha'r kotha sune bujhlam koto ta observant o. Tomar moto guchiye sob ta korte cheyeche. Tomake janan dilo responsibility newar khomota hoeche or 😊
বাহ great 👍। আমারও 1টা মেয়ে আছে আমিও মনে করি মেয়ে রা মার কষ্ট বোঝে সত্যিই আজকে দেখলাম আশা করি আমিও এমন ভাবে শিক্ষা দিব যাতে বোঝে মা বাবার খারাপ সময় পাশে দাঁড়াতে পারে। তোমার থেকে inspired প্রত্যেক দিন fb তে ভিডিও দেখতে পারি না তাই এখানে দেখি
মেয়েরা ছোট হোক বা বড় ওরা ,মানে আমরা বেশিরভাগ মেয়ে তথা মহিলারাই মায়ের জাত হই। তোমার মেয়ে আর একবার প্রমাণ করলো। বেঁচে থাক পৃথিবীর সমস্ত মেহা রূপে মায়েরা।
মেয়ে বড়ো হয়ে গেল মহুয়া আর চিন্তা নেই তোমার
এটা তোমাদের সুন্দর করে মানুষ করার ফল । খুব ভালো তৈরী হয়েছে ওরা।তোমরা দুজনে যে বড্ড ভালো।সবাই খুব আনন্দে থেকো, সুস্থ থেকো❤❤
আমার মানিকের কথাগুলি এতো ভালো লাগে যে একজন আদর্শ বাবার সমস্ত গুন তার মধ্যে আছে । এতো মার্জিত এতো শান্ত খুব কম দেখা যায় । তোমরা সবাই খুব ভালো থেকো । এই আশীর্বাদ করি ।
সাবাস মেহা এই ভাবে জীবনকে এগিয়ে নিয়ে চলো, খুব ভালো লাগলো, এই ভাবে জীবনে সকলের খেয়াল রেখো,
এটা মা হিসেবে আপনার সার্থকতা দিদি যে মেয়ে এভাবে প্রয়োজনের সময় পাশে দাঁড়াতে পেরেছে এবং দায়িত্ব নিতে পেরেছে এবং সেটাকে সঠিকভাবে পালন ও করতে পেরেছে। মেহা কে আমার অনেক ভালোবাসা জানালাম। ❤
মেহা দুর্দান্ত মেয়ে। সেদিন ও কি সুন্দর বললো unnecessary কেন চাইবো ঠাকুর এর কাছে। আর এখনও কি matured.
Great going girl ❤❤❤❤
মা বাবার কাছ থেকে কত টা ভালো শিক্ষা পেয়েছো মেহু রানী এটা তার প্রমাণ.. তুমি অনেক বড়ো হও মানুষ হও God bless you beta ❤❤❤❤❤
রামার পটি করার গল্পটা দারুন ছিল। হেসে হেসে আমার পেট ব্যাথা হয়ে গেছে।❤❤❤মেহা এই বয়সে কত দায়িত্ব নিতে গেছে।😊
মেহার দায়িত্ব বোধ দেখে খুব ভালো লাগছে। যদিও মা বাবাকে একটু চিন্তায় ফেলে দিয়েছিল। কিন্তু এইটুকু মেহা খুব সুন্দর করে ম্যানেজ করেছে। রামাকে খুব সুন্দর সামলেছে। মহুয়া তুমি প্রাউড ফিল করতেই পার। ওর দায়িত্ব বোধ দেখে খুব ভালো লাগলো।❤❤
মেহা খুব ভালো মেয়ে, সোনা মেয়ে । ওর মতো মেয়ে যেনো সব ঘরে ঘরে হয় । ও অনেক পুন্যের ফলে তোমার মতো মা পেয়েছে, তুমি ও অনেক পুন্যের ফলে, এমন স্বামী, ছেলে মেয়ে পেয়েছো। ঈশ্বর তোমাদের সকলের মঙ্গল করুন ।
কত বুদ্ধিমতী আমাদের মেহু বাহ্ এটা তোমার সুন্দর শিক্ষার পরিচয়। আশীর্বাদ কোরো যেনো তোমার মত মা হতে পারি 🙏
বাহ্ তোমার তো গর্ব হওয়া উচিত mahua your daughter has grown up মুখে বললেও ঘুম থেকে উঠে ঘরে ওদের দেখতে না পেলে মাথা ঠিক থাকার কথা নয় যাক তোমার training খুবই ভালো meha খুব ভালো কাজ করেছে তার মানে তুমি এতটাই ক্লান্ত ছিলে যে টের পাওনি আগামী তে কোনো কাজ করলে তোমায় যেন জানিয়ে দেয় but all we can say meha done a great job 👏👏👏
কি ভালো মেয়ে মেহু। এত ভালো শিক্ষাদীক্ষা পাচ্ছে মা বাবা র কাছ থেকে। ভালো মেয়ে তৈরি হয়েছে খুব
তিন piece ই ছিল, আমি খাবার সময় একটা ডিম ভেজে নেব।
এটা শুধু মায়েরাই পারে।
আর একটি জিনিস আবার মেহা প্র্মান দিল যে মায়ের পরে সবথেকে বেশি ভালোবাসতে পারে একমাত্র বোন
মেহা সত্যি খুব লক্ষী মেয়ে। মন থেকে আশীর্বাদ মেহার জন্য
আজকে মেহা কে এত টা যত্নশীল এত কম বয়সে হতে দেখে কেমন একটা অদ্ভুত আনন্দ পাচ্ছিলাম।খুব ভালো দুটো মনের মানুষ মেহা আর রামাবুড়ি ❤❤❤ভালো থাকো সোনা তোমরা সবসময় ❤❤মা এর পাশে এরকম বটগাছ হয়ে সবসময় থেকো।মা অমূল্য সম্পদ।
ভালো থেকো দিদি। সাবধানে থেকো।সুস্থতা দ্রুত কামনা করি ভগবান এর কাছে❤❤❤❤
সত্যিই এই ছোট্ট বয়সে মেহা কতো ম্যাচুয়ার্ড, ভীষণ বুদ্ধিমতী। অনেক বড়ো হোক, জীবনে সব সুখ পাক। মাসিমুনির তরফ থেকে অনেক শুভেচ্ছা রইলো।❤
মেহা মায়ের বড় হয়ে ওঠাটা খুব ভাল লাগছে,,, এইসব কিছুর মূলে একজন মা।। আরও বড় হোক দায়িত্ববান হোক এই আশা রাখি মেহা মায়ের কাছে। জয়গুরু ভাল থাক মেহা মা।
মেহা কে আমার চিরকাল ই ভালো লাগে, আজ ও মন টা ভরে গেলো ওর কাজ দেখে, অনেক অনেক আশীর্বাদ ওদের দুজন কে, ভালো থেকো মহুয়া
সবচেয়ে রামার পটির ব্যাপারটা শুনে মেহের মুখ থেকে খুব হাসি পেয়েছিল আমার মেহুর কথাগুলো শুনতে দারুন দারুন লাগে আপনারা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন এই কামনাই করি ।
মেহা মায়ের কথা শুনে খুব ভালো লাগলো। মেহা আস্তে আস্তে জানান দিচ্ছে যে আমরা মা একধারে যেমন শক্ত হাতে শাসন করতে পারি আবার স্নেহের হাত বাড়িয়ে সন্তানের প্রতি মায়ের মতো স্নেহ করতে পারি। খুব ভালো হোকরে মা তোর। তবে সাবধান থাকাটাও জরুরী। আপনারা সবাই ভালো এবং সুস্থ থাকবেন।
মেয়েরা কিভাবে যেনো এই মাতৃত্ব টা নিয়েই জন্মায়।। So proud of Meha. ❤️❤️❤️❤️
সত্যিই প্রাউড ফিল করার মতো কাজ করেছে মেহা.........যদিও একটু ভয় লাগছে মনের ভিতর .....তবুও মায়ের অসুস্থতার জন্য মাকে না জাগিয়ে ভাই কে তৈরি করে নিয়ে স্কুলে যাওয়া......এতেই প্রমাণ হয়ে যায় মেহা কতটা দায়িত্বশীল এবং মায়ের প্রতি কতটা ভালোবাসা থাকলে এটা করতে পারে ......সেটা মেহা আজ প্রমাণ করে দিলো .....মেহা ভালো দিদি ও ভালো সন্তান।......খুব খুব ভালো থেকো মেহা.....অনেক বড়ো হয়ো.....অনেক ভালোবাসা অনেক আদর।❤❤❤❤সকলে ভালো থেকো ❤❤❤
♥♥
♥♥♥♥
তোমরা দুইজন ই স্বার্থক অভিভাবক ❤ মেহা কে অনেক অনেক আদর, ভালোবাসা ও আশীর্বাদ।
সেই আমাদের ছোট্ট মেহা কত বড় হয়ে গেল নিজের ভাইকে রেডি করে স্কুল নিয়ে গেছে ভাবা যায়,,রামকৃষ্ণর পটি করানোর গল্পটা দারুন ছিল😂😂😂 খুব ভালো থাকো তোমরা সুস্থ থাকো আনন্দে থাকো❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
ঠিক বলেছো দিদি
দিদিভাই, একেই বলে বাবা মায়ের মন। আর আপনার মেহা দেখতে দেখতে বড় হয়ে গেল। ওর কথাগুলো শুনতে খুব ভালো লাগছিলো। আপনারা আবার জীবনের স্বাভাবিক ছন্দে ফিরে এসেছেন দেখে খুব স্বস্তি পেলাম। ভালো থাকুন। সুস্থ থাকুন।
মেহা খুব শান্ত, খুব innocent আর resilient ও হয়ে উঠেছে! Well done মেহা।
Ekta মেয়ে থাকলে মাএর সুখ দুঃখের সাতি হয়, তাই যার কন্যা সন্তান নেই, সে বড় দুর্ভাগ্য,
সত্যি তোমাদের দুজনের শরীর খারাপ হয়ে গেল বলে মেহা যেন কতো বড়ো হয়ে গেল, ভাইয়ের দেখাশোনা করা স্কুলে নিয়ে যাওয়া ভীষণ ভালো লাগলো। তাড়াতাড়ি ভালো হয়ে যাও দূরদেশে তোমাদের দেখাশোনা করার কেউ নেই সত্যি তখন বাচছা দের জন্য খুবই কষ্ট হয়।
চোখের নিমিষে ছেলে মেয়েরা কত বড় হয়ে যায় ।সত্যি মেহা কত বড় হয়ে গেছে ।অনেক ভালোবাসা মেহা আর রামা জন্য❤❤❤❤❤❤
এইভাবেই ছেলে মেয়ে রা ক্রমশ স্বাবলম্বী হয়ে ওঠে। মা, বাবা যে অসুস্থ সেটা উপলব্ধি করতে পারে। মেহা মায়ের বিরাট ভূমিকা পালন করেছে এবং দৃঢ়ভাবে। তোমাদের সন্তান পালন পদ্ধতি সঠিক পথে এগোচ্ছে। সকলে ভালো থেকো।
দিদিভাই তোমাদের ওখানে মুড়ি পাওযা আমেরিকাতে
Khub valo laglo..Meha koto boro hoye gelo didi😮😮❤❤
Palon ata ki vasha 🤢🤨
সবাই ভাল থেকো সুস্থ থেকো।
Aajker Video ta Sattyi Mone
Dag kete dilo.ki sundor chinta vabna Mehu r .Or moddhe Tumi family members prati responsibility ta sekhate porecho. Hatts off Uu.sweet Girl.😊❤
অসাধারণ, অসাধারণ ভাবা যায় না মেহাকে সেলুট জানাই, খুব বিচার করার ক্ষমতা,ওকে ঈশ্বর আরো শক্তি দেবেন
মেহা যে ঠিক সময় মতো খাবার বানানো, টিফিন নেওয়া,ভাই কে রেডি করা,আর বাড়ি লক করে ঠিকঠাক ভাবে স্কুলে গেছে এটা খুবই দায়িত্বপূর্ণ একটা কাজ, এই সবটা ওই দিনের জন্য ওর আত্মনির্ভরতা আর যে কথা টা না বলেই পারছি না ,সেটা হলো প্রতিদিনের সময়ের ফাঁকে তোমাদের ওকে আত্মনির্ভর করে তোলার মিষ্টি উপসংহার, সবাই সুস্থ থেকো❤
মেহা বেশ স্বাবলম্বী হয়ে গেছে মহুয়া, কি সুন্দর করে নিজে তৈরী হয়ে ভাইকেও ঠিকঠাক তৈরী করে স্কুলে নিয়ে গেছে 👌👌❤️❤️❤️ যদিও সে নিজেই এখনো অনেক ছোটো। সত্যিই মেয়েরা ছোটো থেকেই কতো কিছুই তাড়াতাড়ি শিখে নেয়। অনেক আদর জানাই ওদের দুজনকে ❤❤ আর তোমরা দুজন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো ❤
বড়দিদি মায়ের মতন এ-কারণে বলে। মেহা রামা অনেক ভালবাসা আর আশীর্বাদ দিলাম। মেহার ভাইয়ের পটির কথা শুনে হাসছি আবার কেঁদেও মরছি যে কেমন নিজেদের অজান্তে ছেলেমেয়েরা বড় হয়ে যায়। খুব জলদি সেরে ওঠ তোমরা আবার হাসিখ্যশিতে ফিরে এস।
খুব ভালো লাগলো ভিডিও টা। লাষ্টে রামা কে নিয়ে মেহার কথা শুনে খুব হাসছিলাম একা একা। এইটা ও স্মৃতির খাতায় জমা হয়ে থাকবে দুই ভাই বোনের। অবিরাম ভালোবাসা।❤❤
তোমাদের সন্তান মানুষ করার পদ্ধতি একদম সঠিক পথে এগোচ্ছে এটা তারই প্রমান। Proud of you মেহা ❤❤
না বলে যাওয়াটা সাপে বর হয়েছে, শিক্ষা ঠিকঠাক হচ্ছে কিনা তার একটা ছোট্ট পরীক্ষা হলো। মেহা তাতে একদম ফাটিয়ে দিয়েছে ❤
যদিও মেহা ও রামার একা একা স্কুলে যাওয়ার ঘটনা টা খুব ভয়ের ছিল তবুও মেহার দায়িত্বশীলতা দেখে মনটা ভরে গেল🥰❤️।মেহার মুখে রামার পটির গল্প শুনে, হেসে পেট ব্যাথা হয়ে গেল 😆
সত্যি মেহা আজ যা করেছে তা লিখে বোঝাতে পারবো না।
খুব ভালো লাগছে। সত্যি বড়ো দিদি ও আজ হয়ে গেলো।।
ভাই যে কতটা আদরের একজন দিদির কাছে সেটা দিদি ই বোঝে।।
মেহার মতো মেয়ে ঘরে ঘরে জন্মগ্রহণ করুক।।
আর রামার কথাও লিখতেই হবে কারণ ও গুড বয় হয়ে দিদির সব কথা শুনেছে।
❤❤মেহা ও রামা।।
মেহা যেন অনেক তাড়াতাড়ি অনেক টা বড় হয়ে গেল, কত দায়িত্ব নিয়ে আজ এতবড় একটা কাজ করে ফেলল,বেশ সাবলম্বী হয়ে উঠছে,অনেক ভালোবাসা
মেহার জন্য,❤❤ রামার পটি কান্ড
শুনতে শুনতে তো হাঁসতে হাঁসতে পেট ব্যাথা হয়ে গেছে, ভালো থেকো সবাই
শরীর টা সুস্থ হয়েছে তো তোমাদের ?
❤❤❤❤
চোখে জল চলে এলো দি ভাই...... আমি সবসময়ই বলতাম মেহা খুব লক্ষ্মীমন্ত মেয়ে,, সোনা মেয়ে ❤❤❤❤ অনেক অনেক চুমু তোমায় মেহা। আমি সবার থেকে অনেক বেশি তোমায় ভালোবাসি ❤❤❤
" ki gondho re bhai" uff Meha is such a sweet girl..😊..akhoni koto anek independent hoye gache..sotti apnara nijera jamon bhalo manush.. bachcha gulokeo temni sundor manush hisabe gore tulchen..anek bhalobasa apnader jonno..khub bhalo thakun.. sustho thakun..❤❤
মেহার কথা গুলো শুনে কি ভীষন ভালো লাগলো গো। সত্যিই তো বড়ো দিদি মায়ের মতোই হয়। আমাদের সন্তানেরা আমাদের অলক্ষ্যেই কখন যে এতো বড়ো হয়ে যায় বুঝতেই পারিনা। লক্ষী ছেলে মেয়ে দুটি তোমাদের।😘😘 খুব ভালো থাকুক ওরা ❤️❤️ তোমরাও সাবধানে থেকো ❤️❤️
মেহা খুবই স্নিগ্ধ, ওর শান্ত স্বভাব আমাদের সবার মন কেড়ে নিয়েছে ❤❤❤। ওদের আচরণ তোমাদের বিচক্ষণতাকে বর্ণনা করে দেয়।
Yes
খুব সুন্দর মেহা রানী। তুমি অনেক বড় হয়ে গেছো। কিন্তু এরপর বাড়ি থেকে একা বেরোলে মাকে অবশ্যই জানিয়ে যেও।মেহা রানী যে কাজটা করেছে সত্যিই প্রশংসার, খুব ভালো লাগলো মেহা।
Meha is growing up to be a very responsible n sincere girl.... proud of you dear Meha❤️
কিছুদিন ধরে মন ভালো নেই মনের ভেতরে অনেক কিছু চলছে বলা চলে জীবনের একটা বিপর্যস্ত সময় চলছে হঠাৎ তোমার ভিডিও এলো তোমার আওয়াজ এতো মন ভালো করার মতো যে কি বলবো জানিনা আবার কবে স্বাভাবিক জীবনে ফিরব কিন্তু আজকের দিনটা একটু হলেও ভালো লাগছে তোমার জন্য। তোমার থেকে ছোটো বয়সে তাই প্রণাম নিও❤
মেহা সত্যি অনেকটা বড়ো হয়ে গেছে, খুব দায়িত্বশীল হয়ে উঠেছে সবটাই তোমার শিক্ষা। তুমি আর দাদা আরো এক দু দিন বিশ্রাম করো আর সুস্থ হয়ে ওঠো।
মেহা অনেক বড়ো হয়ে গেলো, অনেক আদর রইলো।
মেলাকে আমার প্রচুর আদর করতে ইচ্ছা হচ্ছে।ঐ অবস্থায় তখন যা করা উচিত ও ঠিক তাই করেছে।তোমরা ভালো থেকো❤
খুব ভালো শিক্ষায় বড়ো হচ্ছে তোমাদের ছেলে মেয়ে। খুব ভালো লাগলো আমাদের লক্ষী মেয়ের কথা জেনে। দীর্ঘজীবী হোক।
Llploookp,9k@@seemamukherjee7199
মেহার কথা গুলো শুনতে কি ভালো লাগছে।ভাই কে কত ভালোবাসে ও।
খুব ভালো থাকুক দুজনে।
মেহা কতো বড়ো হয়ে গেছে কি সুন্দর ভাইকে তৈরী করে স্কুলে গেলো।মেহা তুমি অনেক বড়ো হয়ো। খুব ভালো থেকো ❤️❤️❤️
রত্না মুখার্জী পূর্ব বর্ধমান।মহুয়া মা এবার তোমার ব্লগটি দেখে আমি খুব আনন্দ পেলাম।সেইসঙ্গে অবাক হলাম।মেহা দিদিভাই এখন তোমার মা হয়ে গেছে।! মনে মনে বড়ো হয়ে গ্যাছে।কতো দ্বায়িত্ব বোধ এসেছে। ওদের আমার অনেক আদর দিও।মেহা দিদিভাই এর কথা শুনে হেসে অস্থির।ভাইয়ের পটি পরিষ্কার করতে গিয়ে এতো দুর্গন্ধ !ওর কথাটা কি বাজে স্মেল রে ভাই!এটা যেন বারবার শুনতে ইচ্ছা করছে!মেহা দিদিভাই কে খুব আদর দিলাম!তোমরা তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো।এই শুভ কামনা রইলো।ব্লগটি খুব ভালো লাগলো।👌👌👌👌☘️🌷☘️🤔🤔😀😀🥰🥰❣️❣️
মেহু খুব দায়িত্বশীল, খুব ভালো লাগলো,আর ছোট্ট মেয়ে কতো সহানুভূতিশীল,কতো বুঝদার,মেহু সত্যিই খুব ভালো, মহুয়া দি তোমাকে অনেক দিন কমেন্ট করে বলেছি,মেহুর মতো বুদ্ধিমতী মেয়ে হয় না,ওর যা বয়স। ভালো থেকো তোমরা।
খুব ভালো লাগলো মেহার কথাগুলো শুনে।অনেক গুণবতী মেয়ে , মায়ের যোগ্য মেয়ে।
বিচক্ষণ মা বাবার শিক্ষায় শিক্ষিত সন্তান তো এমনই তো হবে। ❤❤❤❤
মেহা যে এতো টা দায়িত্ব শীল এত টা স্বাবলম্বী হয়েছে সেটা জেনে সত্যি খুব ভালো লাগলো।সত্যি একটা অসময় না হলে জন্য যায় না কর মধ্যে কত টা ক্ষমতা আছে।মেহা আজ বড়ো হয় গেলো।
খুব ভালো লাগলো ব্লগটা।মেহা ভীষন দায়িত্বশীল ও ভালো মেয়ে। proud of you Meha 💞💞
Toma k dekhe o boro hoche! Ekhanei tomar sarthokota! Bt eka na jaoya tai bhalo! Household work ta parche eta anek boro bapar!
মেহার কথা গুলো শুনে চোখে জল চলে আসলো❤ u meha,god bless you.
বড়ো দিদিরা মা এর মতোই হয় মেহা প্রমান করে দিলো ❤ চোখে জল চলে এলো। আমিও ছোট বোন তো তাই জানি দিদিরা দরকারে সব ই করে দিতে পারে ভাইবোন দের ❤ অনেক বড়ো হও মেহু
বড়ো দিদি যে মায়ের মতো -- মেহা প্রমাণ করেছে ! অনেক অনেক আশীর্বাদ মেহা বেটা।।
মেহা বড়ো হয়ে গেছে। মায়ের কাজ করে দিল। খুব ভালো লাগলো আজ।
মেহা রামার মা হয়ে উঠেছিল এক দিনের জন্য। কি ভালো লাগলো আজকের ভিডিও টা 😊 so proud of you Meha ❤ তোমাদের সবার বন্ডিং এইরকম স্ট্রং থাকুক সব দিনের জন্য ❤️
বাহ , মেহা তাহলে দায়িত্ব নিতে শিখে গেল। খুব ভালো। এভাবেই ছেলে মেয়েরা যে বড় হয়েছে তা বোঝা যায় । আমার মেয়েকেও দেখেছিলাম। যখন ওর ১১বছর বয়স তখন আমার একটি অপারেশন হয়েছিল তখন ও যেন চারদিনেই অনেকটা বড় হয়ে গিয়েছিল । তোমরাও সাবধানে থেকো।
খুব ভালো লাগলো।মেহা এত ভালো কাজ করছে।। মা বাবাদের কাছে ভীষন গর্বের যখন এই ভাবে তারা সাবলম্বী হয়ে ওঠে।মেহু এই ভাবে তুমি অনেক অনেক বড়ো হবে বাবা মা ভাই সবার খেয়াল রাখবে।❤❤❤❤❤❤❤
মায়ের পরে তো দিদিরা , ভাই বা বোন দের মা হয় । খুব ভালো থেকো । অনেক বড়ো হও দুজনেই ❤ মা-বাবা কে এভাবে দেখে রেখো সারাজীবন ❤
ভাগ্যবতী মা। দেখেও ভাল লাগে, কি ভালো মেয়ে তোমার মেহা। অনেক বড় হবে, খুব ভালো মানুষ হবে। অনেক ভালবাসা রইলো তোমাদের পরিবারের জন্য।
Get well soon.
মেহা বড় হয়ে খুব বুদ্ধিমান মেয়ে হয়ে উঠছে। মেয়েটি ঠিক মায়ের মতো, খুব যত্নশীল। 💐
মেহা একজন ভালো দিদি একজন ভালো মেয়ে এবং একজন ভালো ছাত্রী ও ❤
এইভাবেই ভালো আদর্শ নিয়ে আরো বড়ো হও মেহা ❤️
Nehar kathagulo bhishan enjoy korlam.She is very sweet and caring.amaro tomar mato khub proud feel hochhe mehar janya.
মেহার কান্ড শুনে আমার নিজের ছোট বেলার কান্ড গুলো স্মৃতিচারণ হয়ে গেল ...😊😊
Khub bhalo laglo . Proud of her .The feelings she had not to disturb her sick parents and take such responsibilities hats off!
মহুয়া আজকের ব্লগে রামার পটির গল্পটা একবারে হিট।হাসতে হাসতে অস্থির।দিদি বড় হয়ে গেলো।
মেহা খুব তাড়াতাড়ি বড়ো হয়ে গেল। এখন অনেক কিছু বুঝতে পারে। তাই মা বাবা অসুস্থ দেখে নিজেই ভাইকে তৈরি করে নিয়ে ভাইকে নিয়ে স্কুল চলে গিয়েছে।বড়ো দিদির দায়িত্ব পালন করেছে। অনেক বড়ো হোক মেহা। খুব ভালো থেকো তোমরা সবাই।❤❤❤❤
সত্যি কথা গুলো খুব ভালো লাগলো ❤❤❤ সাবধানে থাকো সবাই কে নিয়ে ❤❤
আমার মেয়ে দুটি মেহা মায়ের মতো দায়িত্ব শীল মেহা কে ও রামা কে অনেক আদর ভাই মানিক ও তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। ❤❤❤❤❤
খুবই ভালো লাগলো। আর মা, বাবা অসুস্থ হলে বাচ্চারা সত্যিই খুবই স্বাবলম্বী হয়ে উঠে।❤❤
যাক তোমরা আগের থেকে অনেক ভালো আছো,মেহা অনেক দায়িত্ব নিয়ে নিলো এই কদিন
এতো এতো এতো ভালো আপনার ছেলে মেয়েদের দেখছি আর মনে মনে ভাবছি য়াদের বাবা, মা এতই ভালো তাদের ছেলে মেয়ে, কখনোই খারাপ হতেই পারে না।এই য়ে বাবা, মা এর প্রতি এতো টাই filings এটা দেখে আমি সত্যি সেলুট করছি।
Mahu khub bhalo ... caring ... tomader moto ... dakhe sikche. Bhalo to ... dujone ato supporting hole to khub bhalo ... ar eatai normal ... bhule jayona , tumi o koro. Na janye koro, mahu to mail koreche.
Khub bhalo laglo Mahu r presence of mind dakhe 🥰
Tomra je sei diner thake better... dakhe bhalo Lago.
Bhalo theako ... sabdhane e theako ..
খুব ভালো লাগলো মেহুর এই পদক্ষেপ একটু চিন্তায় পড়ার মতোই ব্যাপার যেহেতু বিদেশ বিভূই তবু বলবো মেহু তোমার ধীরে ধীরে সাবলম্বী হয়ে উঠছে,,, যায় হোক ভালো থেকো সুস্থ থেকো ❤❤❤❤❤❤
Wonderful episode aajker ...poristhiti jamon tamon vabe je nijeke samlate pare sei to asol manus toiri hochhe...kopal valo tomar eto responsible tomar dui chhele meye..sabdhaner maar nei thiki dunia kharap kintu sei kharap poristhiti ke handel korte to sikhte hobe... well-done meha🎉 proud of u
আজ মেহু কে দেখে আমার ছেলের ছোটো বেলার কথা মনে পড়ছে ,5-6 বছর ছিলো আমার শরীর খারাপ এর সময় আমার ছোটো ছেলে এ রকম করেছিল,হাসবেন্ড অফিস এ ছিলো আমি ঘুমিয়ে ছিলাম ও কখন একা একা খাবার খেয়ে, প্লেট রেখে এসে শুয়ে ছিলো,ইভেন আমাদের মেড যখন এসে ছিলো,চেয়ার নিয়ে তাকে দরজা খুলে দেওয়া, confirm হয়ে এখনও ভাবলে অবাক লাগে। একা সংসার এ বাচ্চা অনেক বড় হয়ে যায় যখন দেখে পরিবার কোনো অসুবিধে দেখা দিলে। সত্যি মেহা ও রামা কে অনেক ভালোবাসা,, রামা কিন্তু কোনো জেদ না করে দিদির কথা মেনে সব কিছু চলার জন্য।
Ekei bale mayer min. Maha koto caring. Khub valo.
মেহা তুমি বয়েসে অনেক ছোট হলেও মানসিকতার দিক দিয়ে অনেক বড়ো মনের মানুষ। খুব ভালো থেকো সোনা। অনেক বড়ো হও। এই ভাবেই মা বাবা ভাই ও পরিবারের সবাইকে আগলে রেখো। অনেক অনেক ভালোবাসা থাকলো তোমার জন্য। ❤️❤️
দিদি তোমরা এখন কেমন আছো।মেহা কথা গুলো শুনে মনটা ভরে গেল।মেহার মতো দিদি পাওয়া ভাগ্যের ব্যাপার।❤❤❤❤
আজ অব্দি দেখা বেষ্ট ভিডিও এটা! Meha just too good. Proud of You. এত ভালো লাগলো ওর কথা আর কাজ গুলো, এক কথায় অসাধারন। এইটুকু বয়সে ও অনেক mature!
যাক তোমরা আগের থেকে ভালো আছো একটু শান্তি ❤️❤️ মেহা বড়ো হয়ে গেছে 🥰🥰🥰 মায়ের পর দিদির জায়গা... মেহা অনেক দায়িত্ব পালন করতে শিখে গেছে 🥰🥰🥰🥰
মেহার কথাগুলো এত সুন্দর আমি তো হেসে হেসে কুপোকাত 😆😆😆😆
দিদি তুমি মেহা কে যেভাবে বোঝালে তার থেকে পেরেনটিং এর একটা খুব ভাল উদাহরন পেলাম। সত্যি খুব খুব ভাল লাগল 🙏🏻
মায়ের কাছে সন্তান সবসময় ছোট থাকে।। কিন্তু সত্যি এটা দেখে আমি ও অবাক মেহা সোনা ভাই কেও রেডি করিয়ে নিয়ে স্কুলে গিয়েছে।। দুজনেই কত সোনা ❤ এটা সত্যি খুব ভালো একটা ব্যাপার ❤
নিজের ছোটবেলার কথা মনে পড়ে গেল, সেদিন এর ব্লগ দেখে যতটা মন কেমন করছিলো আজ তার থেকেও অনেক বেশি ভালো লাগছে, কেমন একটা আনন্দ হচ্ছে সেদিন এর ছোট্ট মেহা কত বড় হয়ে গেছে, ভীষন ভালো থাকুন ❤❤
Eto bhalo shikhha tomader, chele meye ra silently sob kichu shikheche. Meha'r kotha sune bujhlam koto ta observant o. Tomar moto guchiye sob ta korte cheyeche. Tomake janan dilo responsibility newar khomota hoeche or 😊
মেহু খুব বুদ্ধিমতী কী সুন্দর করে ভাই কে সামলেছে মেহু আর রামাকে আমার অনেক ভালোবাসা
মেহা যেন খুব তাড়াতাড়ি বড় হয়ে গেল।ছোটো ভাই এর দায়িত্ব কত সুন্দর ভাবে পালন করছে।😘😘😘😘 মেহা আর রামা ❤
মেহার জন্য রইল অনেক শুভেচ্ছা।এই ভাবেই মেয়েরা একদিন মা হয়ে ওঠে,হয়ে ওঠে মানুষ গড়ে তোলার কারিগর।
We are proud of you Meha ..amader Meha Dheer dheer boro hoya jachia...tumi khub bhalo thako Meha ♥️♥️♥️♥️
বাহ great 👍। আমারও 1টা মেয়ে আছে আমিও মনে করি মেয়ে রা মার কষ্ট বোঝে সত্যিই আজকে দেখলাম আশা করি আমিও এমন ভাবে শিক্ষা দিব যাতে বোঝে মা বাবার খারাপ সময় পাশে দাঁড়াতে পারে। তোমার থেকে inspired প্রত্যেক দিন fb তে ভিডিও দেখতে পারি না তাই এখানে দেখি
Very caring and sweet Meha is ! So intelligent! Don't worry Mahua. I think she can take care of her & brother both. You should feel proud.
বাঃ মেহা র কথা জেনে খুবই ভালো লাগল ।এমন না হলে জানতে পারতে না তোমাদের সন্তান কতো বড়ো হয়ে গেছে ।❤❤❤
বড্ড তাড়াতাড়ি মেহুরানী বড় হয়ে গেল,,,খুব ভালো থাকুক মেহুরানী আর রামাবুড়িটা❤️❤️❤️❤️❤️😘😘😘😘😘
এতো সুন্দর দায়িত্ব নিতে শিখে গেছে এই বয়সে ভাবা যায় না।অনেক অনেক আদর রইলো মেহা আর রামার জন্য।