অসংখ্য ধন্যবাদ জানাই আমার গোটা পরিবারকে😊❤️🙏দুটি মানুষের কাছাকাছি আসার এক অতিসাধারণ ঘটনাকে আপনারা যে পরিমাণ শুভেচ্ছা বার্তা জানিয়েছেন,আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরা আপ্লুত..আমার মনের অন্তস্থল থেকে আমি আপনাদের প্রতেকের সার্বিক উন্নতি ও সুস্বাস্থ কামনা করি🙏সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন😊❤️🙏
তোমাদের এই অতিসাধারণ ঘটনাই আমাদের কাছে অসাধারণ। তোমরা একে অপরের পরিপূরক, এটা আমার কাছে দৃষ্টান্ত। এভাবেই বাকি জীবনটা কাটিয়ে দাও। খুব খুব ভালো থেকো ❤️❤️❤️❤️
আজকের এই ব্লগটা যে কতটা সুন্দর হয়েছে , তা বোধহয় লিখে বোঝানো যাবে না..... শেষে শুধু একটা কথায় বলবো না আছে আপনাদের মধ্যে দেখনদারি, না আছে ন্যাকামি... আপনারা দুজনেই সাধারণ মানুষের মধ্যে সত্যি অসাধারন..... seriously both of you made for each other couple 🙌
মানিক দার মতো মনের মানুষ খুঁজে পাওয়া আজকের যুগে বড়ই দুষ্কর দিদি ❤❤❤ ওনার ব্যক্তিত্ব ওনার মত মানষিকতা....সত্যি Hats off দাদা ❤❤ ওনার মত আমরা সবাই যদি প্রতিটি মানুষকে একটু সম্মান করতে শিখতাম তবে পৃথিবীটা আরও সুন্দর হতে পারতো
অনেক জন্ম পুণ্য করলে হয়তো এমন একটি বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হওয়া যায়। বর্তমান সময়ের ঠুনকো সম্পর্ক গুলোর শিক্ষা নেয়া উচিত এ সম্পর্ক থেকে যে ভালোবাসা, সম্মান,বোঝাপড়া,দায়িত্ববোধ একটা সুস্থ সম্পর্কে এ সব ই প্রয়োজন। সবার জীবনে এমন সুস্থ,সুন্দর, নির্মল আর সম্মানজনক সম্পর্ক যদি থাকতো তাহলে আর এত তেঁতো হতো নাহ সংসার জীবন। ভালো থাকুন আপনারা, এভাবেই হেসে খেলে সুস্থ থাকুন, প্রাণবন্ত থাকুন আর এভাবেই একে অপরের পরম বন্ধু হয়ে থাকুন। ঈশ্বর আপনাদের এই সম্পর্ক অটুট রাখুন এই প্রার্থনা রইলো। 🌻
কি মিষ্টি এই মানুষদুটো। শ্রদ্ধায় মাথা এমনিতেই নুয়ে আসে। অনেক অনেক ভালো থেকো দিদিভাই/দাভাই মেহুবুড়ি রামাবুড়িকে নিয়ে। ❤️ তোমাদের কমেন্ট বক্স পড়লে আলাদা রকমের একটা শান্তি পাওয়া যায়। প্রতিটা মানুষ তোমাদের কত আপন করে নিয়েছে। তাদের আশীর্বাদ স্নেহ ভালোবাসা সবসময় তোমাদের সাথে থাকে। এমন পাওয়া সত্যিই ভাগ্য লাগে৷ আর তোমাদের মত এমন অমায়িক ব্যবহার 🥰❤️
আঠারো বছর পরেও এতসুন্দর পুঙ্খানুপুঙ্খ বর্ণনা একে অপরের জন্য সত্যি এই জেনারেশন এর শেখা উচিত। এটাই ভালোবাসা। প্রেমের বিয়ে হোক বা আয়োজন বিয়ে ভালোবাসাটা বাঁচিয়ে রাখা উচিত।
"এমন মানুষের সাথে গাছতলাতেও সংসার পাতা যাবে । মুখ তো একটা ,কান দুটো"- এমন দুটি মানুষের উপলব্ধি থাকলে আর কি চাই! সত্যিই " সতেরো" জন্ম তোমাদের হাসি অমলিন থাকুক।❤
আপনাদের দেখে বড়ই হিংসে হয় দিনের শেষে কি পেলাম কত নিলাম আর কত দিলাম এই ভেবেই কত মানুষ দিন কাটাচ্ছে এখনো কত মেয়ে পনের জন্য নির্যাতিত হচ্ছে কত মেয়েকে খোটা শুনতে হচ্ছে। তাই ভাবি তোমরাও সুখী ❤️ আর আমরাও সুখী😔 ভালো থেকো দুজনে। মানিক দার মত যদি সব ছেলে হত তাহলে মেয়ের বাবারা খুব স্বস্তি পেতো।।
Manik jamaibabu tomar ekta kotha amr aj khub bhalo laglo je tumi bolle je kono kichu suru kora khub easy seta maintain kore porichiti ta asol onk ta help holo tmr kotha te thank you manik jamaibabu...❤❤❤❤ Thank you mohuya didi❤❤❤
আপনাদের কাছে আসার গল্প অসাধারণ, একে অপরের প্রতি কত শ্রদ্ধা, ভক্তি আর ভালোবাসা থাকলে বিয়ের এতদিন পরেও বন্ধনটা এভাবে রয়ে যায়, আপনাদের এই ভালোবাসার বন্ধন যেন সমান তালে যুগ যুগ বইতে থাকে, খুব ভালো থাকবেন আর আমার প্রণাম নেবেন 🙏🙏 দক্ষিণ চব্বিশ পরগনা, কাকদ্বীপ থেকে চিন্ময় ।
পূর্ব জন্মের ভালো কর্মের ফল , এতো সুন্দর জীবন সঙ্গী সবাই পায়না । তোমারা দুজনেই খুব ই ভালো মানুষ , তোমাদের বিচার বিবেচনা,একে অপরের প্রতি সন্মান । তোমাদের দেখে ওনেক কিছু শেখার আছে । অনেক ভালো থেকো ❤❤❤❤❤❤❤❤
মহুয়া...... বোন, তুমি অনেক ছোট আমার কাছে...... কিন্তু তোমার এত সুন্দর ব্যবহার আর মানিক ভাই ও এত বুঝের ছেলে যা আজকালকার দিনে দেখা যায় না। আমরা বলি.... "সংসার সুখের হয় রমণীর গুণে"...... শুধু রমনীর গুন হলেই হয় না , পাশাপাশি রমনের (একজন স্বামী) গুন ও থাকতে হবে😊😊তবেই সংসার সুখের হয়...... ভগবানের কাছে প্রার্থনা করি তোমাদের জীবনে আরো সুখ ও শান্তি আসুক।মেহা -রামকৃষ্ণ অনেক বড় হোক...... তোমরা সবাই সুস্থ থেকো।😊😊😊😊 অনেক ভালবাসা রইল তোমাদের জন্য।❤❤❤😊😊😊😊😊😊😊😊❤
শুধুই মুগ্ধ হয়ে তাকিয়ে থাকলাম আর শুনে গেলাম তোমাদের প্রতিটা কথা।পুরোটা যেনো আমি চোখের সামনে দেখতে পেলাম।তোমরা ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত জুটি। সারা জীবন এই ভাবে ভালোবেসে একে অপরকে সম্মান করে পাশে থেকো।অনেক ভালোবাসা তোমাদের❤❤❤❤❤
Amar 22 bochor boyosh.. ekta chele er sathe somporke a achi.. pray jogra osanti hoye ashche.. oi manush ta khub bhalo.. matured..ami ektu bhul dosh beshi kori.. ekhon koyek week dhore khub e kharap poristhiti diye jachi.. prai sesh er dike dariye dujon.. kaku r tomar kotha shune ki darun ekta sokti pelam.. sob kemon clear hoye gelo.. sob negativity dure shore giye arekbar sundor kore guchiye tolar echa korlo.. nijer kichu bhul bujhlam... Koto koto dure tomra.. kache eto manush thekao eto ta anondo paini kichu diner modhey.. Thanks a lot to both of you.. ❤
"মুখ তো একটা কান তো দুটো, শুনতে হবে বেশি" দারুন লাগলো কথাটা। সত্যি আজকাল শোনার মানুষের বড় অভাব। কিছু শোনার আগেই সবাই জ্ঞান দিতে চলে আসে। আরে আমি জানি কোনটা ঠিক, কোনটা ভুল , কি করতে হবে , কি করলে ভালো হতো , তুই শুধু শোন। এমন একজন শোনার মানুষ জীবনে সত্যিই প্রয়োজন।
ইউটিউব এ অনেক love story শুনেছি। কিন্তু এই গল্প তার মজা তাই আলাদা। তোমরা যেমন বলতে বলতে হেসেছে ঠিক সেভাবেই আমরাও হেসেছি। অনেক ভালো লাগলো ❤ ।। ইতি প্রিয়াঙ্কা 😊❤
আপনারা দুজনেই খুব সহজ সরল মানুষ। খুব ভালো লাগলো জীবনের অনেক গল্প শুনে। আপনাদের কথা শুনে বোঝা যাচ্ছে আপনারা দুজনেই দুজনকে কতটা রেসপেক্ট করেন তাই জীবনের এতগুলো বছর একসাথে কাটিয়ে দিলেন। সপরিবারে খুব ভালো থাকবেন। অনেক শুভেচ্ছা রইল।
প্রবাসে ঘরকন্যার vlog গুলো দেখতে দেখতে অনেকবারই মনেহয়েছে life partner যদি মহুয়া aunty-র মতো হয় তাহলে বোধয় আর কিছু লাগবে না। সারাজীবন এমনি হেসে খেলে কেটে যাবে। তবে আজ মনে হলো মহুয়া আন্টির মতো লাইফ পার্টনার পেতে গেলে নিজেকেও মানিক হতে হবে। অনেক অনেক শুবেচ্ছা আর ভালোবাসা… ❤️
মানিক বাবু একজন খুব মনের মানুষ। আমার মেয়েকে মাঝে মাঝে তোমার ব্লগ দেখাই ।ও বলে আমি এই রকম মানসিকতার একজন মানুষ কে চাইছি ।আজ সাত বছর ধরে জামাই খুঁজছি ,ও একটার পর একটা পাত্র রিজেক্ট করে যাচ্ছে আর আমি দুশ্চিন্তায় ক্রমশ ডুবে যাচ্ছি ।অনেক সরকারি চাকুরে ছেলে এসেছে রাজি হয়নি ।বর্তমানে ওর বয়স 32 ,মাপ করবে অনেক কথা শেয়ার করে ফেললাম ।
কত দামী দামী কথা শুনলাম ওরা এতদিন সামলে রেখেছে ওদের কাছেই থাক আসল মানুষ তাই তো আমার কাছে খুব ভাল আর এরকম জুটি সত্তি মেলা ভার দুজনে দুজনের কথা শোনা বা বোঝা র এই ব্যাপার টা জাস্ট awesome. congratulation both of you stay well as you.
এত্ত কথার মাঝে আমার খুব ভালো লাগলো যখন বলল যে মা আর দাদাদের পছন্দ হলে আমি না করতে পারব না। নিজের মা আর দাদাদের এত্ত ভালোবাসেন আর শ্রদ্ধা করেন বলেই, বউ কে সে সম্মান দিতে জানেন।
দিদি বলেই সম্মোধন করছি (যদিও আপনি আমার থেকে অনেক ছোটো), আপনি এককথায় অসাধারণ এবং আপনাদের ছোট্টো পরিবারটিও আমার ও আমার পরিবারের খুবই প্রিয়। আপনার স্বামীও আপনারই মতন, দেখলেই মনে হয় "maid for each other". আপনার ছেলে মেয়েও খুব সুন্দর হয়েছে। বিদেশে থাকলেও আপনারা ওদের ভারতীয় কালচারে সুন্দরভাবে মানুষ করছেন। ঠাকুরের আশীর্বাদে আপনারা সপরিবারে খুব ভালো থাকুন।
দুজনেই যে দুজনের জন্যই তৈরী হয়েছিলেন সেটাই আবার প্রমাণ পেলাম, বিবাহ সত্যিই ঈশ্বরের তৈরী বন্ধন। খুব ভালো থাকবেন আপনারা ছেলে মেয়ে কে নিয়ে, ভালো মানুষের জন্য ভালো মানুষই থাকে। ❤❤❤❤❤❤❤❤
রত্না মুখার্জী পূর্ব বর্ধমান।মহুয়া মা আর মানিক বাবা তোমাদের এই ব্লগ টি আমার খুব ভালো লাগলো।এক কথায় আমি মুগ্ধ।তোমাদের ১৮বছর আগের স্মৃতির লাল খেরো খাতা টি কুলুঙ্গি থেকে পে রে এনে আমাদের সামনে স্বচ্ছ মনে বর্ণনা করে যে আনন্দ দিলে তার কোনো তুলনা নাই।!আমার মানিক বাবা ও দেখতে যথেষ্ট সুন্দর।গলার স্বর দারুন শ্রুতি মধুর ও আভিজাত্য পূর্ণ।ওর কথা শুনতে ইচ্ছা করে,!আর মহুয়ার গলায় তো মধু আছে! দারুন মিষ্টি।আর কাঁচ ভাঙ্গা আওয়াজের মতো হাসি।!মনকে বশ করে ফ্যালে।যাইহোক তোমরা সুখে থেকো।ঠিক লক্ষী নারায়ণ এর মতো।অনেক আদর আশীর্বাদ রইলো তোমাদের জন্য।👌👌👌👌☘️🌷☘️❣️❣️❣️❣️🥰🥰
বাহ্ মহুয়া, আমি নিজে একজন বাচিক শিল্পী কিন্ত তোমার কথকতা এতো সাবলীল, সহজ, এবং সুন্দর, আমি ও তোমার বাচিক শিল্পে মুগ্ধ একজন দর্শক ও শ্রোতা, ভালোবাসা রইলো তোমাদের পরিবারের প্রতি ❤️
এখন কার ছেড়ে চলে যাওয়া ডিভোর্স চিটিং এর যুগে তোমাদের সম্পর্কের কাহিনী টা সত্যি অসাধারণ মুগ্ধ হয়ে শুনছিলাম চোখে জল এসে গেল খুব ভালো লাগলো এভাবেই ভালো থেকো
খুব ভালো লাগলো। অনেকদিন ধরে চাইছিলাম গল্পটা শুনতে। India to USA এর journey টাও শেয়ার করবেন কখনো সময় হলে। অনেকেই inspired হবে,স্পেশালি যারা Tech background এর আছে।
দাদার life e successful হওয়ার journey ta দিদি একদিন share koro , as an engineering student career e কীভাবে এগিয়েছেন এবং full journey ta কেমন ছিল .... Please didi bolo ekdin
কোনো মানুষের ভাষার প্রয়োগ কতটা সুন্দর হলে অনায়াসে পঁয়ত্রিশ মিনিট তাঁদের জীবনের গল্প শোনা যাই একটুও বিরক্ত না হয়ে। বাহ্যিক সৌন্দর্যতার সাথে সাথে সত্যিই এটা বলা যাই আপনাদের মন সুন্দর। অনেক ভালোবাসা আর শ্রদ্ধা রইলো 🩷
ভদ্রভাবেও যে ব্লগ তৈরি করা যায়।মানুষকে ভালবাসা যায়। মানুষের ভালোবাসা পাওয়া যায় আপনিই তার প্রমাণ দিদি। সত্যি খুব ভালো লাগে আমাদের ভিডিও। আপনারা যথেষ্ট ভদ্র এবং শিক্ষিত। ছেলেমেয়েরা খুব ভালো
আপনাদের গল্পোগুলি শুনে নিজের প্রেমের গল্প এর সঙ্গে অনেক কিছু মিল পেলাম।।বিশেষ করে দিন রাত সারাক্ষণ দেখা করা, উল্টোদিকের মানুষ টার মানসিকতায় মুগ্ধ হওয়া, "এমন মানুষের সঙ্গে গাছতলাতেও সংসার করা যায়" ভেবে নিজেকে ভাগ্যবতী ভাবা, একে অন্যের কর্মস্থলের সহকর্মীদের চোখে না দেখেও তাদের গল্প শুনে শুনে তাদের সবটুকু জেনে যাওয়া,বিয়ের আগেই দায়িত্বের তাগিদে বহুদূরে কর্মক্ষেত্র থেকে ছুটে আসা ছেলেটা যখন নিজের কর্তব্য পালন করে আবার কর্মক্ষেত্রে ফিরে যায় তখন সেই ছেলেটার প্রতি ভালোবাসা বহুগুণ বেড়ে যাওয়া...কতকিছুর মিল পেলাম।।।আর সবথেকে বড় মিল যেটা ,সেটা হলো এই জনমে পাওয়া জীবন সঙ্গীর সঙ্গে আরও "সতেরো জন্ম" কাটানোর অমোঘ ইচ্ছে।।।।❤❤❤❤❤খুব থাকুন আপনারা।।খুব ভালো থাকি আমরা সবাই যারা একে অন্যকে ভালোবেসে ভালো আছি।।।
এই একই পরিস্থিতিতে, ব্যক্তিগত সাক্ষাতের সময়, একবার একটি ছেলে Pvt. IT সংস্থায় তার অনিশ্চিত পেশাগত জীবন সম্পর্কে মেয়েটির প্রতিক্রিয়া জিজ্ঞাসা করlয়, মেয়েটি (বর্তমানে একজন আন্তর্জাতিকভাবে প্রশংসিত IT পেশাদারের 30 বছরের স্ত্রী) কোনো দ্বিধা ছাড়াই উত্তর দিয়েছিলেন যে তিনিও যথেষ্ট শিক্ষিত এবং প্রয়োজনে পরিস্থিতি সামাল দিতে পেশাগতভাবে কিছু করবেন !!! কোনো অতিরঞ্জন ছাড়াই, এই স্বীকারোক্তির পর ছেলেটি ক্লিন বোল্ড হয় 😊 Life is truly beautiful 😍
খুব খুব ভালো লাগলো । তুমি তোমাদের কাহিনী বলতে গিয়ে ছোট ছোট ঘটনাও share করলে , দেখে খুব ভালো লাগলো । তোমরা আঠেরো বছর আগের ঘটনা বলতে গিয়ে সেই অতীতে চলে গিয়েছিলে , সেটা তোমাদের চোখ দেখে বোঝা যাচ্ছিল , দুজনের দৃষ্টিতেই দুজনের প্রতি ভালোবাসা শ্রদ্ধা ঝরে পড়ছিল । দেখে এত ভালো লাগছিল , বলবার নয় । খুব ভালো থেকো তোমরা চারজন । ভগবান তোমাদের মঙ্গল করুন ।
দিদি তোমার ভিডিও আমি অনেকদিন যাবৎ দেখি ফেসবুকে। তোমাকে অনেক ভালো লাগে। দাদাকে আমার মনে হয় ব্যক্তিগতসম্পন্ন মানুষ আর দিদি তোমাকে অনেক উদার,নরম মনের মানুষ মনে হয়।এইজন্যে তোমাদের জুটিটা ভালো লাগে,অনেক মানায় দুইজনকে।তোমরা দুইজন আসলেই দুইজনের জন্য।ভালো থেকো সবসময়❤❤
আমি একটা কথা আজ না বলে পারছিনা মানিক বাবু সত্যিই খুব ভালো একজন মানুষ।এত স্বচ্ছ স্পিরিচুয়াল মানুষ আজকাল কার দিনে খুব কম দেখতে পাওয়া যায়। প্রণাম নেবেন দুজনেই।
যদিও সবটা মুখেই বললে তবুও যেন ১৮ বছর আগের একটা কাল্পনিক চিত্র আমার চোখের সামনে ভেসে উঠলো___ অপূর্ব বিশ্লেষণ ❤ আমার 23 বছর পূর্ণ হবে এই 2024 আগস্ট মাসে। যদিও আমার এখনও বিয়ে হয়নি তবে বড়ো তো হয়েছি তাই, তোমাদের কথার মধ্যে মধ্যে নিজের যেন একটা সাজিয়ে রাখা গল্পের আভাস ভেসে উঠলো, অনুভব করতে পারলাম তোমাদের কাটিয়ে আসা অনুভূতি গুলোর। ..... ভালবাসা সত্যিই সুন্দর, স্নিগ্ধ❤🤍
আহা!মহুয়া বড়ো মনের মতো ব্লগ টা উপহার দিলে এবার। সত্যিই অপেক্ষায় ছিলাম তোমাদের পরিচয়ের কথা জানার জন্য। আমাদের দাদা তো তখনকার কথা মনে করে এত ব্লাশ করছেন, একদম নতুন বরের মতো।আর আমরা হলাম কনেপক্ষ। তাই বরের লজ্জা পাওয়াটা বেশ উপভোগ করছি।😊 Jঅkes apart, এবারের ব্লগ টা তোমার সব ব্লগের মধ্যে বেস্ট। কি যে ভালো লাগলো বলে বোঝাতে পারবোনা। পুরো ভিডিওটা মনপ্রাণ ভরে দেখলাম, তোমাদের দুজনের প্রত্যেকটি কথা শুনলাম।আর তোমাদের দুজনকে আজকে আরো কাছ থেকে জানবার চিনবার সুযোগ পেলাম।❤ তোমাদের দুজনের পরিচয়, বন্ধুত্ব, পরস্পরকে ভালো লাগা , সেই থেকে ধীরে ধীরে এক গভীর ভালোবাসা এবং একে অন্যের জীবনের একমেবাদ্বিতীয়ম মানুষটি হয়ে ওঠার প্রতিটি দিনের কথা শুনতে শুনতে মুগ্ধ হলাম। আর সবচেয়ে যেটা মনে গেঁথে রইলো তা তোমাদের পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ, দায়িত্বশীলতা আর সহমর্মিতা। জীবনের সব পর্যায়ে, সব পরিস্থিতিতে একে অন্যের পাশে থাজার অঙ্গীকার। এটাই তো আসল সপ্তপদী গমন।এবং সেই সাথে তোমাদের দুজনেরই পরিবারের বড়োদের প্রতি সম্মান, তাদের সিদ্ধান্ত কে সম্মান করা, তাদের পছন্দ কে স্বীকৃতি দেওয়ার কথা জেনে ভীষণ ভালো লাগলো। আজকের দিনে যেখানে বেশীরভাগ সময় মুহূর্তের মোহ বা ভালোলাগার ওপর ভিত্তি করে ছেলেমেয়েরা বিয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলে, যার ফলে বিয়ে ভাঙতেও সময় লাগেনা, এই রকম সময়ে দাঁড়িয়ে তোমাদের এই ভিডিওটা এখনকার নতুন প্রজন্মের কাছে অত্যন্ত শিক্ষনীয় এবং একটা সুন্দর গাইডলাইন। ❤ এই পারস্পরিক সম্মান বোধ টা যদি একে অন্যেরপ্রতি থাকে, তাহলে জীবনের সব পরিস্থিতিতে দুজন দুজনের পাশে থাকা যায়। সুখে শান্তিতে সংসার করা যায়। তোমরা তার প্রমাণ। দাদা ও ছেলেমেয়েদের নিয়ে ভালো থেকো খুব। তোমার পরের ব্লগের অপেক্ষায় রইলাম। আমার অনেক ভালোবাসা আর আদর নিও মহুয়া।❤
সম্পর্কে সবচেয়ে বড় জিনিস পারস্পরিক ভালোবাসা ও respect,যেটা পূর্ণ মাত্রায় উপস্থিত। পারস্পরিক সিদ্ধান্ত ও মতামতকে স্পেস দেওয়া এগুলো কোনো সম্পর্ককে সুদৃঢ় করে।বোঝাই যাচ্ছে সম্পর্কটা কতটা নিবিড়।অনেক শুভেচ্ছা অভিনন্দন আপনাদের চলার পথে। একটা জিনিষ মিস করলাম,মাঝে মাঝে মনিকবাবুর সাথে মহুয়াদি হিন্দিতে বেশ মজার বাতচিত করেন,সেটা অসাধারণ।কারণ মহুয়াদির পিতৃদেবের হিন্দির ব্যাপারে পারদর্শিতার কথা শুনলাম,তাই ব্যাপারটা বেশ রোমহর্ষক।
ওঃফ কি অপূর্ব জিনিস শুনলাম,দেখলাম। এতো খোলা-খুলি আলোচনা ,মন ভরে গেল। তোমাদের সুখী দাম্পত্য জীবনের আরও আরও শ্রীবৃদ্ধি হোক "ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের "কাছে এই প্রার্থনা করি। 🍁❤🎈❤🎈❤🎈❤🎈❤🎈👌👍
এতদিনের অপেক্ষার অবসান হল।আবার কখনও কোনো একদিন বাকি গল্পগুলো শুনব।মানিকদার প্রতি শ্রদ্ধা আজ আরও বেড়ে গেল।মহুয়াদির মতো মনের মানুষ পেলে জীবনটা কত সুন্দর হয়ে যায় আজ অনুভব করলাম।❤😊
আমি ষাটোর্ধ্ব। চায়ের সঙ্গে যেমন টা তেমনই আমার লাঞ্চের সঙ্গী তোমার ভ্লগ। যেদিন থাকে না খুব খালি লাগে। তবে কোনদিন কোনো মন্তব্য করিনি শুধু তোমাদের জন্য প্রার্থনা করেছি। আজকে তোমাদের দেখে মনটা একটা গভীর ভালোলাগায় ভরে গেল। সব দম্পতি যদি এমন হতো তাহলে পৃথিবীটা কতো সুন্দর হতো। বিদ্যা বিনয় দান করে এই সত্য আবার অনুভব করলাম। অনেক ভালোবাসা তোমার পরিবারের সদস্যদের জন্য।
মানিকদার প্রতিটি কথাই আমার মনের কথা,কিন্তু দুর্ভাগ্যবশত আমি মহুয়া দির মতো জীবনসঙ্গী পেলামনা😊 তবে তোমাদের একসাথে দেখে ভালো লাগে।ভালো থেকো একসাথে সবসময়।😊
এই ব্লগটায় একটা নতুনত্ব আছে এর আগে এইরকম নিজস্ব খোলামেলা আলোচনা শুনিনি ।আলোচনাটা সত্যিই খুব ভাল লাগল। আমার বয়স 62বছর আমি একজন অবসরপ্রাপ্ত সরকারি লোক। আমার বাড়ি হাওড়ার বালিতে।আপনাদের সঙ্গে আলাপ (দেখা করার খুব ইচ্ছা আছে জানি না হয়ে উঠবে কি না।)আপনারা মেড ফোর ইচ আদার।আপনা সকলে খুব ভাল ও সুস্থ্য থাকুন ঈশ্বরের কাছে এই প্রার্থনাই করি।❤
ভগবান তোমাদের দুজনের জোড়ি খুব ভালো মুডে ফুরসতে বানিয়েছেন। সব থেকে বড় কথা তোমাদের মধ্যে understanding আর bonding টা খুব মজবুত। ত্র ভাবেই আজীবন থেকো। ❤🎉
এক বছরের বেশি আপনার ব্লগ দেখছি, খুব ভালো লাগে। বিশেষ করে আপনার আদর মাখানো কণ্ঠস্বর আমার মুগ্ধ করে, মনে হয় খুব কাছের আত্মীয় বড় আপনজন, আজ আপনাদের কথা শুনতে শুনতে আমার ছেলের সাথে কিছুটা মিল খুজছিলাম আমি ও ব্যাঙ্গালোরে থাকে, আমাদের বাংলায় এক পাত্রীর সাথে দেখাশুনা চলছে ছেলেরও পছন্দ তার সাথে আপনাদের মতনই কথা বলে তারা , তবে বিয়ের সিদ্ধান্ত এখনো হয়নি , আপনাদের দাম্পত্য জীবন আরো আরো সুখের হোক আনন্দের হোক এই প্রার্থনা করি।
ভালোবাসলে উভয়ের কাজ কে গুরুত্ব দেওয়া উচিৎ, শোনা, appreciate করা, তার কাজকে সন্মান দেওয়া।। এত ভালো লাগলো এই বোঝাপড়া টা।। দাদার পার্সোনালিটি এতটাই ভালো মুগ্ধ করার মতো । আর দিদির একটা সাবলীল বোধ মন ছুঁয়ে গেলো।। খুব ভালো থেকো❤
অনেক দিন ধরে এই vlog টা চাইছিলাম । 😊 আপনার কথা বার্তা ব্যাবহার ভাষা গত ব্যাকরণ গত দিক থেকে বিচার করার যোগ্যতা হয়তো আমার নেই তবে বার বার বলব বড্ড ভালো লাগে আপনার মুখে যখন শুনি ' নমস্কার কেমন আছেন সবাই , প্রবাসে ঘর কন্যা একটি ব্লগ এ আপনাদের স্বাগত জানাই 😊 অসাধারণ। আজ আমার মনের ইছে পূর্ণ হলো । আপনাদের love story শুনতে পেলাম😊
সম্পর্কের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো একে অপরের প্রতি ভালোবাসা সহমর্মিতা সর্বদাই পাশে থেকে আগলে রাখা। যেটা আপনাদের মধ্যে আছে, এবং আশা করবো ভবিষ্যতেও থাকবে। দাদা দিদি আপনারা ভালো থাকবেন।দিদি আমি আপনার প্রত্যেকটি ব্লগ দেখি খুব ভালো লাগে।
Apnara sotti dujoney khubi lucky... R sob theke Boro kotha holo dujoney khub boro moner manush.. Ekta somporker moddhey ekey oporer proti respect, ekey oporer proti care, understanding, eguloi Ekta somoporko k khub sundor kore toley.. Apnader jiboner ey experience gulo ek Ekta priceless.. ey guloi theke jaye jibone.. Meha r Rama k dekhey seta khub clear boza jaye je apnara sey eki vab dhara gulo apnader next generation k dite perechen.. AAJ ker Dunia te jekhane sobayi Ekta race er moddhey simaboddho hoye poreche tar theke apnara ekdomi alada vabe nijeder k somohimaye ey jiboner asol value gulo k dhore rekheychen.. Hat's off to both of you. Manik da k ey 1st time eto gulo kotha bolte Sunlam, khub valo laglo. Jibone ey sundor muhurto gulor mullo boro oporiseem.. Video ta valo laglo. Apnarao khub valo thakben r sustho thakben. R erokom valo valo blog kore sokoler mone r onek besi jayega kore neben Asa kori.. Comment onek boro hoye gelo, bolar r o baki kintu aaj etukui thak..
অসংখ্য ধন্যবাদ জানাই আমার গোটা পরিবারকে😊❤️🙏দুটি মানুষের কাছাকাছি আসার এক অতিসাধারণ ঘটনাকে আপনারা যে পরিমাণ শুভেচ্ছা বার্তা জানিয়েছেন,আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরা আপ্লুত..আমার মনের অন্তস্থল থেকে আমি আপনাদের প্রতেকের সার্বিক উন্নতি ও সুস্বাস্থ কামনা করি🙏সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন😊❤️🙏
আমার তিন বছরের মেয়ে আপনার die hard fan. আপনার কোন না কোন ভ্লগ ওর প্রতিদিন দেখা ঢাই। আর মেহা আর রামা ওর দিদি দাদা।
Onek sundor laglo apnader jiboner golpo ❤
So beautiful and so sweet a story! Bhalo thakben apnarao, thank you for sharing!!
তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ্য থেকো আর সাবধানে থেকো।☺️☺️☺️ অনেক ভালো লাগা❤️❤️❤️
তোমাদের এই অতিসাধারণ ঘটনাই আমাদের কাছে অসাধারণ। তোমরা একে অপরের পরিপূরক, এটা আমার কাছে দৃষ্টান্ত। এভাবেই বাকি জীবনটা কাটিয়ে দাও। খুব খুব ভালো থেকো ❤️❤️❤️❤️
আজকের এই ব্লগটা যে কতটা সুন্দর হয়েছে , তা বোধহয় লিখে বোঝানো যাবে না..... শেষে শুধু একটা কথায় বলবো না আছে আপনাদের মধ্যে দেখনদারি, না আছে ন্যাকামি... আপনারা দুজনেই সাধারণ মানুষের মধ্যে সত্যি অসাধারন..... seriously both of you made for each other couple 🙌
অসংখ্য ধন্যবাদ😊❤️🙏
মানিক দার মতো মনের মানুষ খুঁজে পাওয়া আজকের যুগে বড়ই দুষ্কর দিদি ❤❤❤ ওনার ব্যক্তিত্ব ওনার মত মানষিকতা....সত্যি Hats off দাদা ❤❤ ওনার মত আমরা সবাই যদি প্রতিটি মানুষকে একটু সম্মান করতে শিখতাম তবে পৃথিবীটা আরও সুন্দর হতে পারতো
RUclips এ একটা ❤ reaction থাকা উচিত। শুধু like দিয়ে মন ভরলো না। খুব ভালো লাগলো। খুব কাছের মানুষ মনে হয় আপনাদের।
অনেক জন্ম পুণ্য করলে হয়তো এমন একটি বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হওয়া যায়। বর্তমান সময়ের ঠুনকো সম্পর্ক গুলোর শিক্ষা নেয়া উচিত এ সম্পর্ক থেকে যে ভালোবাসা, সম্মান,বোঝাপড়া,দায়িত্ববোধ একটা সুস্থ সম্পর্কে এ সব ই প্রয়োজন।
সবার জীবনে এমন সুস্থ,সুন্দর, নির্মল আর সম্মানজনক সম্পর্ক যদি থাকতো তাহলে আর এত তেঁতো হতো নাহ সংসার জীবন। ভালো থাকুন আপনারা, এভাবেই হেসে খেলে সুস্থ থাকুন, প্রাণবন্ত থাকুন আর এভাবেই একে অপরের পরম বন্ধু হয়ে থাকুন। ঈশ্বর আপনাদের এই সম্পর্ক অটুট রাখুন এই প্রার্থনা রইলো। 🌻
অসংখ্য ধন্যবাদ😊❤️🙏
কি মিষ্টি এই মানুষদুটো।
শ্রদ্ধায় মাথা এমনিতেই নুয়ে আসে। অনেক অনেক ভালো থেকো দিদিভাই/দাভাই
মেহুবুড়ি রামাবুড়িকে নিয়ে। ❤️ তোমাদের কমেন্ট বক্স পড়লে আলাদা রকমের একটা শান্তি পাওয়া যায়। প্রতিটা মানুষ তোমাদের কত আপন করে নিয়েছে। তাদের আশীর্বাদ স্নেহ ভালোবাসা সবসময় তোমাদের সাথে থাকে। এমন পাওয়া সত্যিই ভাগ্য লাগে৷
আর তোমাদের মত এমন অমায়িক ব্যবহার 🥰❤️
Made for eachother ❤❤❤
"এই ছেলেটির সাতে গাছের নিচেও সংসার পাতা যাবে" best line
Akdom
❤❤❤
অসংখ্য ধন্যবাদ😊❤️🙏
Ki darun laglo sune, bare bare sunechi ❤❤
Please support me
অনেক কিছু শেখার আছে তোমাদের এই story টা শুনে... ভালোবাসা সত্যিই সুন্দর যদি সঠিক আর সুন্দর মনের একজনের সাথে থাকা যায়...❤
তোমরা দুজনেই খুব স্বচ্ছ চিন্তাধারার মানুষ
পরস্পরের প্রতি শ্রদ্ধা, বিশ্বাস না থাকলে কখনোই সম্পর্ক মজবুত হয় না। এই বন্ধন যেন চির অটুট থাকে।❤❤
অসংখ্য ধন্যবাদ😊❤️🙏
আঠারো বছর পরেও এতসুন্দর পুঙ্খানুপুঙ্খ বর্ণনা একে অপরের জন্য সত্যি এই জেনারেশন এর শেখা উচিত। এটাই ভালোবাসা। প্রেমের বিয়ে হোক বা আয়োজন বিয়ে ভালোবাসাটা বাঁচিয়ে রাখা উচিত।
Please support me
তুমি ঈশ্বরের আশীর্বাদ ধন্যা, তাই সুযোগ্য স্বামী পেয়েছো, এমনি করেই ভালো বেসে সুখেদুখে একসাথে জীবন কাটা ও, ভালো থেকো মহুয়া
অসংখ্য ধন্যবাদ😊❤️🙏
'গাছের তলাতেও সংসার পাতা যায়'
-অসাধারণ কথা, সততার নিদর্শন।মহুয়া-মানিক জুটিতে খুব ভালো জীবন কাটান।
"এমন মানুষের সাথে গাছতলাতেও সংসার পাতা যাবে ।
মুখ তো একটা ,কান দুটো"- এমন দুটি মানুষের উপলব্ধি থাকলে আর কি চাই! সত্যিই " সতেরো" জন্ম তোমাদের হাসি অমলিন থাকুক।❤
অসংখ্য ধন্যবাদ😊❤️🙏
সতের বছর কাটল সতের জনম যেন পাই।কি অসম্ভব ভালবাসা।সঙগে সঙ্গে মাণিক দা বলল থ্যাঙ্ক ইউ। দুজনেই দুজনকে অসম্ভব।ভালবাস।উচ্ছাস হীন।আরম্বরহীন।তোমরা সারাজীবন একসঙ্গে কাটাতে পারবে।খুব ভাল থেকো আনন্দে থেকো।খুব ভালবাসি তোমাদের।
অপূর্ব। অসম্ভব ভালো understanding দুজনের। এই মানুষটার সাথে গাছের তলাতেও থাকা যায়.....,, একবারে মন ছুঁয়ে গেছে ।
আপনাদের দেখে বড়ই হিংসে হয় দিনের শেষে কি পেলাম কত নিলাম আর কত দিলাম এই ভেবেই কত মানুষ দিন কাটাচ্ছে এখনো কত মেয়ে পনের জন্য নির্যাতিত হচ্ছে কত মেয়েকে খোটা শুনতে হচ্ছে। তাই ভাবি তোমরাও সুখী ❤️ আর আমরাও সুখী😔 ভালো থেকো দুজনে। মানিক দার মত যদি সব ছেলে হত তাহলে মেয়ের বাবারা খুব স্বস্তি পেতো।।
Ekdom thik bolechen
Ekdam thik bolechhen
Ekdomthik made for each other
অনেকদিনের অপেক্ষের অবসান হলো আজ ।ভীষণ সুন্দর একটা গল্প ❤❤❤❤❤ এভাবেই অনেক ভালো থেকো সুস্থ থেকো তোমার সবাই ।।
Manik jamaibabu tomar ekta kotha amr aj khub bhalo laglo je tumi bolle je kono kichu suru kora khub easy seta maintain kore porichiti ta asol onk ta help holo tmr kotha te thank you manik jamaibabu...❤❤❤❤
Thank you mohuya didi❤❤❤
আপনাদের কাছে আসার গল্প অসাধারণ, একে অপরের প্রতি কত শ্রদ্ধা, ভক্তি আর ভালোবাসা থাকলে বিয়ের এতদিন পরেও বন্ধনটা এভাবে রয়ে যায়, আপনাদের এই ভালোবাসার বন্ধন যেন সমান তালে যুগ যুগ বইতে থাকে, খুব ভালো থাকবেন আর আমার প্রণাম নেবেন 🙏🙏
দক্ষিণ চব্বিশ পরগনা, কাকদ্বীপ থেকে চিন্ময় ।
পূর্ব জন্মের ভালো কর্মের ফল , এতো সুন্দর জীবন সঙ্গী সবাই পায়না । তোমারা দুজনেই খুব ই ভালো মানুষ , তোমাদের বিচার বিবেচনা,একে অপরের প্রতি সন্মান । তোমাদের দেখে ওনেক কিছু শেখার আছে । অনেক ভালো থেকো ❤❤❤❤❤❤❤❤
অসংখ্য ধন্যবাদ😊❤️🙏
"আমি পার্টনার খুঁজছিলাম".... What an honest confession from kaku !!❤
😊❤️🙏
সত্যিই মানিক দা খুব ভালো মানুষ আর একজন খুব ভালো জীবনসঙ্গী
❤️❤️❤️
মহুয়া...... বোন, তুমি অনেক ছোট আমার কাছে...... কিন্তু তোমার এত সুন্দর ব্যবহার আর মানিক ভাই ও এত বুঝের ছেলে যা আজকালকার দিনে দেখা যায় না। আমরা বলি.... "সংসার সুখের হয় রমণীর গুণে"...... শুধু রমনীর গুন হলেই হয় না , পাশাপাশি রমনের (একজন স্বামী) গুন ও থাকতে হবে😊😊তবেই সংসার সুখের হয়...... ভগবানের কাছে প্রার্থনা করি তোমাদের জীবনে আরো সুখ ও শান্তি আসুক।মেহা -রামকৃষ্ণ অনেক বড় হোক...... তোমরা সবাই সুস্থ থেকো।😊😊😊😊 অনেক ভালবাসা রইল তোমাদের জন্য।❤❤❤😊😊😊😊😊😊😊😊❤
অসংখ্য ধন্যবাদ😊❤️🙏
শুধুই মুগ্ধ হয়ে তাকিয়ে থাকলাম আর শুনে গেলাম তোমাদের প্রতিটা কথা।পুরোটা যেনো আমি চোখের সামনে দেখতে পেলাম।তোমরা ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত জুটি। সারা জীবন এই ভাবে ভালোবেসে একে অপরকে সম্মান করে পাশে থেকো।অনেক ভালোবাসা তোমাদের❤❤❤❤❤
Amar 22 bochor boyosh.. ekta chele er sathe somporke a achi.. pray jogra osanti hoye ashche.. oi manush ta khub bhalo.. matured..ami ektu bhul dosh beshi kori.. ekhon koyek week dhore khub e kharap poristhiti diye jachi.. prai sesh er dike dariye dujon.. kaku r tomar kotha shune ki darun ekta sokti pelam.. sob kemon clear hoye gelo.. sob negativity dure shore giye arekbar sundor kore guchiye tolar echa korlo.. nijer kichu bhul bujhlam...
Koto koto dure tomra.. kache eto manush thekao eto ta anondo paini kichu diner modhey..
Thanks a lot to both of you.. ❤
chinta korona nijer moddhe thik kore nao sob thik thakbe
অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল তোমার জন্য😊❤
ভীষণ ভালো লাগলো। তোমরা এই যুগে exceptional ভদ্র আর সত্যিকার শিক্ষিত পরিবার। শুভেচ্ছা রইলো।
অসংখ্য ধন্যবাদ😊❤️🙏
কি যে ভালো লাগলো - ভালো মেয়ে, ভালো ছেলে, ভালো জুটি, ভালো স্মৃতি।
ভগবানের কৃপায় যেন সারাজীবন ভালো থাকতে পারেন।
Thank you 😊
😊
জানো aunty আমার মা ও বলে মানিক আংকেল খুব ভালো মানুষ । খুব উন্নত চিন্তাধারা। এরম লাইফ পার্টনার পাওয়া সত্যি খুব ভাগ্যের ব্যাপার।
মা কে আমাদের প্রণাম জানিও😊❤️🙏
"মুখ তো একটা কান তো দুটো, শুনতে হবে বেশি"
দারুন লাগলো কথাটা।
সত্যি আজকাল শোনার মানুষের বড় অভাব। কিছু শোনার আগেই সবাই জ্ঞান দিতে চলে আসে।
আরে আমি জানি কোনটা ঠিক, কোনটা ভুল , কি করতে হবে , কি করলে ভালো হতো , তুই শুধু শোন।
এমন একজন শোনার মানুষ জীবনে সত্যিই প্রয়োজন।
👍
অসংখ্য ধন্যবাদ😊❤️🙏
@@probaseghorkonna2712 Thank you so much "Mimi" eto sundor vlog amader upohar debar jonne.
Sottie kathata kintu khub dami
তোমাদের arrange marriage এর গল্প love marriage এর গল্পকেও হার মানায়। এভাবেই ভালোবাসায় থেকো সারাজীবন। অনেক শুভেচ্ছা রইলো তোমাদের ❤😊।।
Eita niye cinema banao tumi ekta
অসংখ্য ধন্যবাদ😊❤️🙏
Darun laglo vlogta.ashirbad kori baki jibontao jano eibhabei.kate.
দিদি আমার এত ভালো লাগলো আপনাদের গল্পটা শুনতে আমার মনে হচ্ছে বারবার শুনি
Didi amio tomr sathe ak mot sarkari chakri chara biye korbo na❤❤❤
আমি ও আমার স্ত্রী তোমাদের প্রতেকটা ব্লগ দেখি । এই ব্লগটা দেখে এটুকু বলতে পারি , পাত্র ও পাত্রী হিসাবে এবং মানুষ হিসাবে তোমরা দুজনেই সেরা ।
অসংখ্য ধন্যবাদ😊❤️🙏
Best line 12:57 "এই ছেলেটার সঙ্গে তো গাছের তলাতেও সংসার পাতা যায়" ❤
ইউটিউব এ অনেক love story শুনেছি। কিন্তু এই গল্প তার মজা তাই আলাদা। তোমরা যেমন বলতে বলতে হেসেছে ঠিক সেভাবেই আমরাও হেসেছি। অনেক ভালো লাগলো ❤ ।। ইতি প্রিয়াঙ্কা 😊❤
অসংখ্য ধন্যবাদ😊❤️🙏
সত্যি তাই পুরোটা দেখার পর আমার মনে হলো একটা নির্ভেজাল ভালোবাসার গল্প পড়লাম বা দেখলাম।
দুবার করে ভিডিও টা পুরো দেখলাম তাও মন ভরছে না,, আপনাদের একে অপরের প্রতি এই সম্মানটা দেখে চোখ জুড়িয়ে গেল,,,❤❤❤
আপনারা দুজনেই খুব সহজ সরল মানুষ। খুব ভালো লাগলো জীবনের অনেক গল্প শুনে। আপনাদের কথা শুনে বোঝা যাচ্ছে আপনারা দুজনেই দুজনকে কতটা রেসপেক্ট করেন তাই জীবনের এতগুলো বছর একসাথে কাটিয়ে দিলেন। সপরিবারে খুব ভালো থাকবেন। অনেক শুভেচ্ছা রইল।
অসংখ্য ধন্যবাদ😊❤️🙏
প্রবাসে ঘরকন্যার vlog গুলো দেখতে দেখতে অনেকবারই মনেহয়েছে life partner যদি মহুয়া aunty-র মতো হয় তাহলে বোধয় আর কিছু লাগবে না। সারাজীবন এমনি হেসে খেলে কেটে যাবে। তবে আজ মনে হলো মহুয়া আন্টির মতো লাইফ পার্টনার পেতে গেলে নিজেকেও মানিক হতে হবে। অনেক অনেক শুবেচ্ছা আর ভালোবাসা… ❤️
Bah khub sundor upolobdhi. Khub bhalo laglo
Darun comment
অসংখ্য ধন্যবাদ😊❤️🙏
মানিক বাবু একজন খুব মনের মানুষ। আমার মেয়েকে মাঝে মাঝে তোমার ব্লগ দেখাই ।ও বলে আমি এই রকম মানসিকতার একজন মানুষ কে চাইছি ।আজ সাত বছর ধরে জামাই খুঁজছি ,ও একটার পর একটা পাত্র রিজেক্ট করে যাচ্ছে আর আমি দুশ্চিন্তায় ক্রমশ ডুবে যাচ্ছি ।অনেক সরকারি চাকুরে ছেলে এসেছে রাজি হয়নি ।বর্তমানে ওর বয়স 32 ,মাপ করবে অনেক কথা শেয়ার করে ফেললাম ।
কত দামী দামী কথা শুনলাম ওরা এতদিন সামলে রেখেছে ওদের কাছেই থাক আসল মানুষ তাই তো আমার কাছে খুব ভাল আর এরকম জুটি সত্তি মেলা ভার দুজনে দুজনের কথা শোনা বা বোঝা র এই ব্যাপার টা জাস্ট awesome. congratulation both of you stay well as you.
অসংখ্য ধন্যবাদ😊❤️🙏
আসলে সুখী হওয়া বা সুখী সংসার তখনই গড়ে তোলা যায় যদি একে অপরের প্রতি শ্রদ্ধা , বিশ্বাস এবং ভালোবাসা থাকে ।
Right
একমত😊 অসংখ্য ধন্যবাদ😊❤️🙏
@@probaseghorkonna2712 ঈশ্বরের কৃপায় খুব ভাল থাকুন ও সুস্থ থাকুন আপনি ও আপনার পরিবারের সবাই। ❤️❤️
ঈশ্বরের কৃপায় খুব ভাল থাকুন ও সুস্থ থাকুন আপনাদের পরিবারের সবাই। ❤❤
এই ভল্গ টা দেখে আমার জানি না কেন চোখে (আনন্দে ভালোলাগায়) জল আসে। এই নিয়ে ভল্গ টা অনেক বার দেখলাম❤
তোমাদের জন্য❤❤অনেক ভালোবাসা
এত্ত কথার মাঝে আমার খুব ভালো লাগলো যখন বলল যে মা আর দাদাদের পছন্দ হলে আমি না করতে পারব না। নিজের মা আর দাদাদের এত্ত ভালোবাসেন আর শ্রদ্ধা করেন বলেই, বউ কে সে সম্মান দিতে জানেন।
Please support me
মানিক দা কে দেখলেই বোঝা যায় উনি খুব ই নরম মানুষ আর তোমাদের দুজনকেই খুব ভালো লাগে সারাজীবন এই ভাবে থেকো ❤❤❤😊😊😊
অসংখ্য ধন্যবাদ😊❤️🙏
তোমাদের দুজনের মধ্যেভীষন সততা আছে।এটাই কিন্তু সম্পর্কের ভিত।খুব ভালো থেকো তোমরা।
তোমাদের নম্র ভদ্রতা, মিষ্টি ব্যবহার, নিজেদের মধ্যে কথোপকথন এই বোঝা যায় সত্যিই তোমরা কত সুন্দর জুটি। দিদিভাই আজকের যুগে মানসিক অশান্তি, অভদ্র পরিবার, নেশাখোর স্বামী দের অভদ্রতার মধ্যেও তোমরা বিরাট বড়ো ইনস্পিরেশন দিদিভাই এভাবেই দুজন দুজনের পাশে থেকো 💐। ভীষণ ভালোবাসি তোমাদের কে দেখতে ভালোবাসা নিও বেহালা থেকে ❤️ তোমরা খুব ভালো ভীষণ মিষ্টি
অসংখ্য ধন্যবাদ😊❤️🙏
তোমাদের ভাষাচয়ন অসাধারণ , আমি মুগ্ধ হয়ে শুধু শুনছিলাম, অনেক ভালোবাসা , খুব ভালো থাক ❤️❤️❤️❤️
দিদি বলেই সম্মোধন করছি (যদিও আপনি আমার থেকে অনেক ছোটো), আপনি এককথায় অসাধারণ এবং আপনাদের ছোট্টো পরিবারটিও আমার ও আমার পরিবারের খুবই প্রিয়। আপনার স্বামীও আপনারই মতন, দেখলেই মনে হয় "maid for each other". আপনার ছেলে মেয়েও খুব সুন্দর হয়েছে। বিদেশে থাকলেও আপনারা ওদের ভারতীয় কালচারে সুন্দরভাবে মানুষ করছেন।
ঠাকুরের আশীর্বাদে আপনারা সপরিবারে খুব ভালো থাকুন।
অসংখ্য ধন্যবাদ😊❤️🙏
Manik babu sotti i vishon bhalo manush... ami aaj porjonoto ( brahmon)kaoke bolte shunini j jonmo sutre ja peyechhi seta te amader kono krititto nei, asol porichoy kormo. Sotti etai, manush sob aak, kintu keu shikar korena. Apni akopote korlen,Sotti i apni batikrom. Anek bhalobasa roilo apnader jonno. ❤❤❤❤
Khub bhalo laglo golpo shune.
দুজনেই যে দুজনের জন্যই তৈরী হয়েছিলেন সেটাই আবার প্রমাণ পেলাম, বিবাহ সত্যিই ঈশ্বরের তৈরী বন্ধন। খুব ভালো থাকবেন আপনারা ছেলে মেয়ে কে নিয়ে, ভালো মানুষের জন্য ভালো মানুষই থাকে। ❤❤❤❤❤❤❤❤
রত্না মুখার্জী পূর্ব বর্ধমান।মহুয়া মা আর মানিক বাবা তোমাদের এই ব্লগ টি আমার খুব ভালো লাগলো।এক কথায় আমি মুগ্ধ।তোমাদের ১৮বছর আগের স্মৃতির লাল খেরো খাতা টি কুলুঙ্গি থেকে পে রে এনে আমাদের সামনে স্বচ্ছ মনে বর্ণনা করে যে আনন্দ দিলে তার কোনো তুলনা নাই।!আমার মানিক বাবা ও দেখতে যথেষ্ট সুন্দর।গলার স্বর দারুন শ্রুতি মধুর ও আভিজাত্য পূর্ণ।ওর কথা শুনতে ইচ্ছা করে,!আর মহুয়ার গলায় তো মধু আছে! দারুন মিষ্টি।আর কাঁচ ভাঙ্গা আওয়াজের মতো হাসি।!মনকে বশ করে ফ্যালে।যাইহোক তোমরা সুখে থেকো।ঠিক লক্ষী নারায়ণ এর মতো।অনেক আদর আশীর্বাদ রইলো তোমাদের জন্য।👌👌👌👌☘️🌷☘️❣️❣️❣️❣️🥰🥰
অনবদ্য ব্লগ। এক কথায় অসাধারণ। সপরিবারে ভবিষ্যৎ জীবন আনন্দের সুখের হোক।
Darun lagloo. Khub bhalo thakben..
California there tomader marriage related story remind me our story of arranged marriage a long yrs ago.With love Srimati from Kolkata.
Just like Rab ne Bana Di Jodi 😊.
কতটা সুন্দর, কতটা পবিত্র ব্যক্তিত্বের অধিকারী হলে এমন পরিপূর্ণ জুটি হয়।
যতই দেখি তোমাদের ততই মুগ্ধ হয়েযাই, তুমি,মেহু,রামা তোমরা তো আমাদের খুবিই আদরের, কিন্তু আজ মানিকদা কে নিয়ে সত্যিই বলতে ইচ্ছে করছে _ এত শোভ্য,এতো ভদ্র,এত সুন্দর চিন্তাভাবনার অধিকারী দাদা যে যত দেখি ততই মুগ্ধ হয়েযাই , তোমায় 🙏🏻 দাদা
ভগবান তোমাদের ভালো রাখুক, তোমরা খুব ভালো থাকো আর অনেক ভালোবাসা নিও দিদি❤
Thank you for all your kind words 😊❤️
Tomra khub bhalo theko ❤❤
তোমাদের সহজ সরলতা এবং সাবলীলতা সত্যিই ভীষণ ভালো লাগলো। আমার শ্ব শুর বাড়ি নৈহাটির গরুরফাড়ী অন্চলে। সেই অর্থে তোমরা আমার প্রতিবেশী।
একদম একদম😊❤
বাহ্ মহুয়া,
আমি নিজে একজন বাচিক শিল্পী
কিন্ত তোমার কথকতা এতো সাবলীল, সহজ, এবং সুন্দর, আমি ও তোমার বাচিক শিল্পে মুগ্ধ একজন দর্শক ও শ্রোতা, ভালোবাসা রইলো তোমাদের পরিবারের প্রতি ❤️
অসংখ্য ধন্যবাদ😊❤️🙏
এখন কার ছেড়ে চলে যাওয়া ডিভোর্স চিটিং এর যুগে তোমাদের সম্পর্কের কাহিনী টা সত্যি অসাধারণ মুগ্ধ হয়ে শুনছিলাম চোখে জল এসে গেল খুব ভালো লাগলো এভাবেই ভালো থেকো
অসংখ্য ধন্যবাদ😊❤️🙏
অসাধারণ!
চমৎকার মনের মানুষ দুজন,সাধারণত এমন জুটি হয়না।সৃষ্টি কর্তার অপুর্ব দুই সৃষ্টির একত্রে জীবন কাটানোসৃষ্টি কর্তারও ভালো লাগার কথা।
Thank you 😊❤️🙏
খুব ভালো লাগলো।
অনেকদিন ধরে চাইছিলাম গল্পটা শুনতে।
India to USA এর journey টাও শেয়ার করবেন কখনো সময় হলে।
অনেকেই inspired হবে,স্পেশালি যারা Tech background এর আছে।
দাদার life e successful হওয়ার journey ta দিদি একদিন share koro , as an engineering student career e কীভাবে এগিয়েছেন এবং full journey ta কেমন ছিল .... Please didi bolo ekdin
ঠিক আছে😊❤️
Ekdm ETA dio
কোনো মানুষের ভাষার প্রয়োগ কতটা সুন্দর হলে অনায়াসে পঁয়ত্রিশ মিনিট তাঁদের জীবনের গল্প শোনা যাই একটুও বিরক্ত না হয়ে। বাহ্যিক সৌন্দর্যতার সাথে সাথে সত্যিই এটা বলা যাই আপনাদের মন সুন্দর। অনেক ভালোবাসা আর শ্রদ্ধা রইলো 🩷
আপনাদের দুজনের ১৮ বছরের আগের কথা গুলো শুনতে শুনতে নিজের ২৫ বছর আগের কথা মনে পড়ে যাচ্ছিল ..... খুব ভালো লাগলো। এই ভাবেই ভালো থাকবেন আর ভালো রাখবেন 😊😊
একদমই আমারও 20 বছর আগের সব কথা মনে পড়ছে ,দিদির মত (ভ্যালেন্টাইন ডে তে আমার উনিও কার্ড এনেও দিতে পারে নি ।) দেখা করেছিল 😊
এক ঘণ্টার একটা ব্লগ হলেও কোনো বোরিং লাগতো না,কি অপূর্ব লাগলো গল্পটা শুনতে। ❤😊
Khub sundor...
Ak dom... Mone hoccha. Aro suni... Sas na hok ❤☺💞
অসংখ্য ধন্যবাদ😊❤️🙏
Darun laglo didi❤ from Assam.tobe tumar babar hate dhora porar kotha ta darun laglo 😅
ভদ্রভাবেও যে ব্লগ তৈরি করা যায়।মানুষকে ভালবাসা যায়। মানুষের ভালোবাসা পাওয়া যায় আপনিই তার প্রমাণ দিদি। সত্যি খুব ভালো লাগে আমাদের ভিডিও। আপনারা যথেষ্ট ভদ্র এবং শিক্ষিত। ছেলেমেয়েরা খুব ভালো
Thank you 😊❤️
আপনাদের গল্পোগুলি শুনে নিজের প্রেমের গল্প এর সঙ্গে অনেক কিছু মিল পেলাম।।বিশেষ করে দিন রাত সারাক্ষণ দেখা করা, উল্টোদিকের মানুষ টার মানসিকতায় মুগ্ধ হওয়া, "এমন মানুষের সঙ্গে গাছতলাতেও সংসার করা যায়" ভেবে নিজেকে ভাগ্যবতী ভাবা, একে অন্যের কর্মস্থলের সহকর্মীদের চোখে না দেখেও তাদের গল্প শুনে শুনে তাদের সবটুকু জেনে যাওয়া,বিয়ের আগেই দায়িত্বের তাগিদে বহুদূরে কর্মক্ষেত্র থেকে ছুটে আসা ছেলেটা যখন নিজের কর্তব্য পালন করে আবার কর্মক্ষেত্রে ফিরে যায় তখন সেই ছেলেটার প্রতি ভালোবাসা বহুগুণ বেড়ে যাওয়া...কতকিছুর মিল পেলাম।।।আর সবথেকে বড় মিল যেটা ,সেটা হলো এই জনমে পাওয়া জীবন সঙ্গীর সঙ্গে আরও "সতেরো জন্ম" কাটানোর অমোঘ ইচ্ছে।।।।❤❤❤❤❤খুব থাকুন আপনারা।।খুব ভালো থাকি আমরা সবাই যারা একে অন্যকে ভালোবেসে ভালো আছি।।।
অসংখ্য ধন্যবাদ😊❤️🙏
মানিক দাদা বাবু আর, মহুয়া দি তোমাদের সিনেমার গল্প সুপার ডুপার হিট,,, ভালো থেকো সারা জীবন, শুভ কামনা রইলো ❤❤❤❤❤
অসংখ্য ধন্যবাদ😊❤️🙏
Khub sundor 1ta golpo khub misti ja sune ২০২৪ e dareao bhalobashte icche kore ❤️
তোমাদের ভালবাসার গল্প সিনেমা কেও হার মানায়। এক বার এই ব্লগ দেখে মন ভরল না। তাই আরও দুবার দেখলাম ।
খুব ভালো থেকো তোমরা। অনেক অনেক ভালোবাসা দিদি।
এই একই পরিস্থিতিতে, ব্যক্তিগত সাক্ষাতের সময়, একবার একটি ছেলে Pvt. IT সংস্থায় তার অনিশ্চিত পেশাগত জীবন সম্পর্কে মেয়েটির প্রতিক্রিয়া জিজ্ঞাসা করlয়, মেয়েটি (বর্তমানে একজন আন্তর্জাতিকভাবে প্রশংসিত IT পেশাদারের 30 বছরের স্ত্রী) কোনো দ্বিধা ছাড়াই উত্তর দিয়েছিলেন যে তিনিও যথেষ্ট শিক্ষিত এবং প্রয়োজনে পরিস্থিতি সামাল দিতে পেশাগতভাবে কিছু করবেন !!! কোনো অতিরঞ্জন ছাড়াই, এই স্বীকারোক্তির পর ছেলেটি ক্লিন বোল্ড হয় 😊
Life is truly beautiful 😍
অনবদ্য😊 অসংখ্য ধন্যবাদ😊❤️🙏
খুব খুব ভালো লাগলো । তুমি তোমাদের কাহিনী বলতে গিয়ে ছোট ছোট ঘটনাও share করলে , দেখে খুব ভালো লাগলো । তোমরা আঠেরো বছর আগের ঘটনা বলতে গিয়ে সেই অতীতে চলে গিয়েছিলে , সেটা তোমাদের চোখ দেখে বোঝা যাচ্ছিল , দুজনের দৃষ্টিতেই দুজনের প্রতি ভালোবাসা শ্রদ্ধা ঝরে পড়ছিল । দেখে এত ভালো লাগছিল , বলবার নয় । খুব ভালো থেকো তোমরা চারজন । ভগবান তোমাদের মঙ্গল করুন ।
শুক-সারি❤❤
এক সুখী দম্পতির কাহিনী শুনলাম। খুব ভালো লাগলো 😊
🙏 Thank you 😊❤️
তোমার আর কোন vlog বোধ হয় এত মন দিয়ে শুনিনি, যেরকম ভাবে আজ শুনলাম। ভিডিওটা শেষ হল আর আমার চোখে জল এল... ভালোলাগায়। ❤❤❤
দারুন লাগলো, একদম লক্ষ্মী নারায়ণ জুড়ি। খুব ভালো থাকবেন সারাজীবন ।😊
কথা বলতে বলতে দুজনের মুখের অভিব্যাক্তিই বলে দিচ্ছে নিপাট শিক্ষিত বাঙালির রোমান্টিক প্রেমের জুটি ❤❤ এমনই থেকো তোমরা।
অসংখ্য ধন্যবাদ😊❤️🙏
দিদি তোমার ভিডিও আমি অনেকদিন যাবৎ দেখি ফেসবুকে। তোমাকে অনেক ভালো লাগে।
দাদাকে আমার মনে হয় ব্যক্তিগতসম্পন্ন মানুষ আর দিদি তোমাকে অনেক উদার,নরম মনের মানুষ মনে হয়।এইজন্যে তোমাদের জুটিটা ভালো লাগে,অনেক মানায় দুইজনকে।তোমরা দুইজন আসলেই দুইজনের জন্য।ভালো থেকো সবসময়❤❤
আমি একটা কথা আজ না বলে পারছিনা মানিক বাবু সত্যিই খুব ভালো একজন মানুষ।এত স্বচ্ছ স্পিরিচুয়াল মানুষ আজকাল কার দিনে খুব কম দেখতে পাওয়া যায়। প্রণাম নেবেন দুজনেই।
অসংখ্য ধন্যবাদ😊❤️🙏
যদিও সবটা মুখেই বললে তবুও যেন ১৮ বছর আগের একটা কাল্পনিক চিত্র আমার চোখের সামনে ভেসে উঠলো___ অপূর্ব বিশ্লেষণ ❤
আমার 23 বছর পূর্ণ হবে এই 2024 আগস্ট মাসে। যদিও আমার এখনও বিয়ে হয়নি তবে বড়ো তো হয়েছি তাই, তোমাদের কথার মধ্যে মধ্যে নিজের যেন একটা সাজিয়ে রাখা গল্পের আভাস ভেসে উঠলো, অনুভব করতে পারলাম তোমাদের কাটিয়ে আসা অনুভূতি গুলোর।
..... ভালবাসা সত্যিই সুন্দর, স্নিগ্ধ❤🤍
আজকের ব্লগ টা দেখে বলবো না শুনে মুগ্ধ হয়ে গেলাম❤❤ তোমরা দুজন খুব ভালো থেকো 🥰🥰
তোমাদের মুখে গোটা কথোপকথন শুনতে শুনতে যেন সেই দিনগুলো চোখের সামনে প্রত্যক্ষ করলাম, একটা অমর প্রেমকাহিনী ,ভীষন ভালো লাগলো, খুব ভালো থেকো ❤️❤️❤️❤️
অসংখ্য ধন্যবাদ😊❤️🙏
আহা!মহুয়া বড়ো মনের মতো ব্লগ টা উপহার দিলে এবার। সত্যিই অপেক্ষায় ছিলাম তোমাদের পরিচয়ের কথা জানার জন্য। আমাদের দাদা তো তখনকার কথা মনে করে এত ব্লাশ করছেন, একদম নতুন বরের মতো।আর আমরা হলাম কনেপক্ষ। তাই বরের লজ্জা পাওয়াটা বেশ উপভোগ করছি।😊
Jঅkes apart, এবারের ব্লগ টা তোমার সব ব্লগের মধ্যে বেস্ট। কি যে ভালো লাগলো বলে বোঝাতে পারবোনা। পুরো ভিডিওটা মনপ্রাণ ভরে দেখলাম, তোমাদের দুজনের প্রত্যেকটি কথা শুনলাম।আর তোমাদের দুজনকে আজকে আরো কাছ থেকে জানবার চিনবার সুযোগ পেলাম।❤
তোমাদের দুজনের পরিচয়, বন্ধুত্ব, পরস্পরকে ভালো লাগা , সেই থেকে ধীরে ধীরে এক গভীর ভালোবাসা এবং একে অন্যের জীবনের একমেবাদ্বিতীয়ম মানুষটি হয়ে ওঠার প্রতিটি দিনের কথা শুনতে শুনতে মুগ্ধ হলাম। আর সবচেয়ে যেটা মনে গেঁথে রইলো তা তোমাদের পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ, দায়িত্বশীলতা আর সহমর্মিতা। জীবনের সব পর্যায়ে, সব পরিস্থিতিতে একে অন্যের পাশে থাজার অঙ্গীকার। এটাই তো আসল সপ্তপদী গমন।এবং সেই সাথে তোমাদের দুজনেরই পরিবারের বড়োদের প্রতি সম্মান, তাদের সিদ্ধান্ত কে সম্মান করা, তাদের পছন্দ কে স্বীকৃতি দেওয়ার কথা জেনে ভীষণ ভালো লাগলো। আজকের দিনে যেখানে বেশীরভাগ সময় মুহূর্তের মোহ বা ভালোলাগার ওপর ভিত্তি করে ছেলেমেয়েরা বিয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলে, যার ফলে বিয়ে ভাঙতেও সময় লাগেনা, এই রকম সময়ে দাঁড়িয়ে তোমাদের এই ভিডিওটা এখনকার নতুন প্রজন্মের কাছে অত্যন্ত শিক্ষনীয় এবং একটা সুন্দর গাইডলাইন। ❤
এই পারস্পরিক সম্মান বোধ টা যদি একে অন্যেরপ্রতি থাকে, তাহলে জীবনের সব পরিস্থিতিতে দুজন দুজনের পাশে থাকা যায়। সুখে শান্তিতে সংসার করা যায়। তোমরা তার প্রমাণ। দাদা ও ছেলেমেয়েদের নিয়ে ভালো থেকো খুব। তোমার পরের ব্লগের অপেক্ষায় রইলাম।
আমার অনেক ভালোবাসা আর আদর নিও মহুয়া।❤
Akdom❤❤❤
Sundor bolechen didivai.
অসংখ্য ধন্যবাদ😊❤️🙏
❤❤❤❤
সম্পর্কে সবচেয়ে বড় জিনিস পারস্পরিক ভালোবাসা ও respect,যেটা পূর্ণ মাত্রায় উপস্থিত।
পারস্পরিক সিদ্ধান্ত ও মতামতকে স্পেস দেওয়া এগুলো কোনো সম্পর্ককে সুদৃঢ় করে।বোঝাই যাচ্ছে সম্পর্কটা কতটা নিবিড়।অনেক শুভেচ্ছা অভিনন্দন আপনাদের চলার পথে।
একটা জিনিষ মিস করলাম,মাঝে মাঝে মনিকবাবুর সাথে মহুয়াদি হিন্দিতে বেশ মজার বাতচিত করেন,সেটা অসাধারণ।কারণ মহুয়াদির পিতৃদেবের হিন্দির ব্যাপারে পারদর্শিতার কথা শুনলাম,তাই ব্যাপারটা বেশ রোমহর্ষক।
😃❤️🙏
আমি কারো vlog দেখিনা,কিন্তু দিদির vlog skip করতেই পারি না। এতো বড় হয়েও এতো down to earth থাকা দাদার কাছে শেখা যায়। মানিকদা inspriration ❤
রাজারানীর ভালোবাসার গল্প ❤❤❤❤ আর তাদের এক রাজকন্যা ও রাজপুত্র মেহা মৈনাক ।বুকভরা ভালোবাসা ও শুভেচ্ছা রইলো।
অসংখ্য ধন্যবাদ😊❤️🙏
ওঃফ কি অপূর্ব জিনিস শুনলাম,দেখলাম। এতো খোলা-খুলি আলোচনা ,মন ভরে গেল। তোমাদের সুখী দাম্পত্য জীবনের আরও আরও শ্রীবৃদ্ধি হোক "ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের "কাছে এই প্রার্থনা করি। 🍁❤🎈❤🎈❤🎈❤🎈❤🎈👌👍
অসংখ্য ধন্যবাদ😊❤️🙏
মানিক দা সত্যিই একদম হিরের টুকরো ছেলে, নামখানা স্বার্থক একদম। যতক্ষণ তোমার ব্লগ চলল আমি সমানে blush করেই গেলাম ❤❤❤
অসংখ্য ধন্যবাদ😊❤️🙏
খুব সুন্দর লাগলো, জীবনের কিছু সুন্দর মুহূর্তের কথা শুনে, নিজের জীবনের কিছু মুহূর্তে র কথা মনে পড়ে গেল।
দাদার চিন্তাধারা সত্যিই অনেকের থেকে আলাদা। খুব ভালো লাগলো তোমাদের ভালবাসার গল্প শুনে। মন টা আলাদা ভালো লাগায় ভরে গেলো। তোমাদের জুটি টা সত্যিই অসাধারণ। খুব ভালো থেকো তোমরা ।
Thank you for all your best wishes😊
একটা নিখাদ ভালোবাসার গল্পো শুনে মনটা ভরে গেলো। খুব ভালো মানুষ তোমরা,খুব ভালো থেকো এইভাবেই সারাটাজীবন ❤❤❤❤
Manik sir is really a humble and gentleman person
I really admire and respect him a lot
এতো সুন্দর মানসিকতার মানুষ থাকে তোমাদের দুজনকে না দেখলে বিশ্বাস হতো না দিদি।।।দোয়া রইলো তোমাদের জন্য আল্লাহ তোমাদের মঙ্গল করুক❤।।
এতদিনের অপেক্ষার অবসান হল।আবার কখনও কোনো একদিন বাকি গল্পগুলো শুনব।মানিকদার প্রতি শ্রদ্ধা আজ আরও বেড়ে গেল।মহুয়াদির মতো মনের মানুষ পেলে জীবনটা কত সুন্দর হয়ে যায় আজ অনুভব করলাম।❤😊
অসংখ্য ধন্যবাদ😊❤️🙏
Last 2 bochor moddha
a skip na kora Apnadar video ta daklam duty thaka farar potha.
Sotti onk kichu siklam . অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে।
😊❤️🙏
Khub sundor pure chemistry... Manik babur misti romantic byabohar khub mon chuye gelo ..
আমার দেখা পৃথিবীর সুন্দর মানুষ তোমাদের মত মন মানসিকতা সবার মধ্যেই ছড়িয়ে পড়ুক। ভাল থাকবেন।
খুব ভালো লাগলো ।মানিক বাবু খুব ভালো মানুষ ।তুমি খুব লাকি।আজকালকার দিনে এই রকম মানুষ বিরল।আশীর্ব্বাদ করি এইভাবে দুজনে থাকো একসঙ্গে ।
খুব ভালো লাগলো। প্রথম প্রেম সবার জীবনে স্মৃতি হয়ে থাকে। খুবই রোমান্টিক কাহিনী । দিদি দাদা তোমরা খুব ভালো থেকো । প্রচুর ভালোবাসা তোমাদের জন্য।
"প্রথম শুরু যেখানে সেখানেই শেষ করতে চাই"- কি অপূর্ব কথাটা😌❤️
😊❤️🙏
Relationship e eto clarity r respect dekhe... mon ta vore galo...❤❤❤❤
Ei vabe sarajibon kushi r healthy thako..❤❤❤
আমি ষাটোর্ধ্ব। চায়ের সঙ্গে যেমন টা তেমনই আমার লাঞ্চের সঙ্গী তোমার ভ্লগ। যেদিন থাকে না খুব খালি লাগে। তবে কোনদিন কোনো মন্তব্য করিনি শুধু তোমাদের জন্য প্রার্থনা করেছি। আজকে তোমাদের দেখে মনটা একটা গভীর ভালোলাগায় ভরে গেল। সব দম্পতি যদি এমন হতো তাহলে পৃথিবীটা কতো সুন্দর হতো। বিদ্যা বিনয় দান করে এই সত্য আবার অনুভব করলাম। অনেক ভালোবাসা তোমার পরিবারের সদস্যদের জন্য।
অসংখ্য ধন্যবাদ😊❤️🙏
মানিকদার প্রতিটি কথাই আমার মনের কথা,কিন্তু দুর্ভাগ্যবশত আমি মহুয়া দির মতো জীবনসঙ্গী পেলামনা😊
তবে তোমাদের একসাথে দেখে ভালো লাগে।ভালো থেকো একসাথে সবসময়।😊
এই ব্লগটায় একটা নতুনত্ব আছে এর আগে এইরকম নিজস্ব খোলামেলা আলোচনা শুনিনি ।আলোচনাটা সত্যিই খুব ভাল লাগল। আমার বয়স 62বছর আমি একজন অবসরপ্রাপ্ত সরকারি লোক। আমার বাড়ি হাওড়ার বালিতে।আপনাদের সঙ্গে আলাপ (দেখা করার খুব ইচ্ছা আছে জানি না হয়ে উঠবে কি না।)আপনারা মেড ফোর ইচ আদার।আপনা সকলে খুব ভাল ও সুস্থ্য থাকুন ঈশ্বরের কাছে এই প্রার্থনাই করি।❤
খুব মজা পেলাম এরকম একটা অভিনব বিষয়ে ব্লগ টার জন্য। সবথেকে হাসলাম আলুর গল্প শুনে।
খুব ভালো থেকো তোমরা।
Thank you 😊
" এভাবেই গল্পঃ হয় আমাদের রূপকথায়"--- আপনাদের রূপকথার গল্পঃ মন ছুঁয়ে গেলো,দিনের শেষে সৌন্দর্য নয়,মানসিকতায় খাপ খাইয়ে নিতে পারাই জরুরী, আপনি প্রাণখোলা,উনি সফট
স্পোকেন, মানুষ হিসেবে দুজনেই ভালো, এভাবেই সপরিবারে ভালো থাকুন... শুভ কামনা ❤❤❤
❤
ভগবান তোমাদের দুজনের জোড়ি খুব ভালো মুডে ফুরসতে বানিয়েছেন।
সব থেকে বড় কথা তোমাদের মধ্যে understanding আর bonding টা খুব মজবুত।
ত্র ভাবেই আজীবন থেকো।
❤🎉
অসংখ্য ধন্যবাদ😊❤️🙏
এক বছরের বেশি আপনার ব্লগ দেখছি, খুব ভালো লাগে। বিশেষ করে আপনার আদর মাখানো কণ্ঠস্বর আমার মুগ্ধ করে, মনে হয় খুব কাছের আত্মীয় বড় আপনজন, আজ আপনাদের কথা শুনতে শুনতে আমার ছেলের সাথে কিছুটা মিল খুজছিলাম আমি ও ব্যাঙ্গালোরে থাকে, আমাদের বাংলায় এক পাত্রীর সাথে দেখাশুনা চলছে ছেলেরও পছন্দ তার সাথে আপনাদের মতনই কথা বলে তারা , তবে বিয়ের সিদ্ধান্ত এখনো হয়নি ,
আপনাদের দাম্পত্য জীবন আরো আরো সুখের হোক আনন্দের হোক এই প্রার্থনা করি।
অসংখ্য ধন্যবাদ😊❤️🙏অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল আপনাদের জন্য😊
ভালোবাসলে উভয়ের কাজ কে গুরুত্ব দেওয়া উচিৎ, শোনা, appreciate করা, তার কাজকে সন্মান দেওয়া।। এত ভালো লাগলো এই বোঝাপড়া টা।। দাদার পার্সোনালিটি এতটাই ভালো মুগ্ধ করার মতো । আর দিদির একটা সাবলীল বোধ মন ছুঁয়ে গেলো।। খুব ভালো থেকো❤
এই দুটি মানুষের personality টা যে কি ভালো লাগে কি বলবো ❤️ খুবই মিষ্টি
অসংখ্য ধন্যবাদ😊❤️🙏
অনেক দিন ধরে এই vlog টা চাইছিলাম । 😊
আপনার কথা বার্তা ব্যাবহার ভাষা গত ব্যাকরণ গত দিক থেকে বিচার করার যোগ্যতা হয়তো আমার নেই তবে বার বার বলব বড্ড ভালো লাগে আপনার মুখে যখন শুনি ' নমস্কার কেমন আছেন সবাই , প্রবাসে ঘর কন্যা একটি ব্লগ এ আপনাদের স্বাগত জানাই 😊
অসাধারণ।
আজ আমার মনের ইছে পূর্ণ হলো । আপনাদের love story শুনতে পেলাম😊
সম্পর্কের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো একে অপরের প্রতি ভালোবাসা সহমর্মিতা সর্বদাই পাশে থেকে আগলে রাখা।
যেটা আপনাদের মধ্যে আছে, এবং আশা করবো ভবিষ্যতেও থাকবে। দাদা দিদি আপনারা ভালো থাকবেন।দিদি আমি আপনার প্রত্যেকটি ব্লগ দেখি খুব ভালো লাগে।
Apnara sotti dujoney khubi lucky... R sob theke Boro kotha holo dujoney khub boro moner manush.. Ekta somporker moddhey ekey oporer proti respect, ekey oporer proti care, understanding, eguloi Ekta somoporko k khub sundor kore toley.. Apnader jiboner ey experience gulo ek Ekta priceless.. ey guloi theke jaye jibone.. Meha r Rama k dekhey seta khub clear boza jaye je apnara sey eki vab dhara gulo apnader next generation k dite perechen.. AAJ ker Dunia te jekhane sobayi Ekta race er moddhey simaboddho hoye poreche tar theke apnara ekdomi alada vabe nijeder k somohimaye ey jiboner asol value gulo k dhore rekheychen.. Hat's off to both of you. Manik da k ey 1st time eto gulo kotha bolte Sunlam, khub valo laglo. Jibone ey sundor muhurto gulor mullo boro oporiseem.. Video ta valo laglo. Apnarao khub valo thakben r sustho thakben. R erokom valo valo blog kore sokoler mone r onek besi jayega kore neben Asa kori.. Comment onek boro hoye gelo, bolar r o baki kintu aaj etukui thak..