বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়: বিচারক জীবনের অনবদ্য গল্প / Bankimchandra Chattapadhyay : Life story

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 ноя 2024
  • This video tells you a true life story of Bankimchandra Chattapadhyay when he was a Deputy Magistrate of Barasat Subdivision ( বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়: বিচারক জীবনের অনবদ্য গল্প ).
    ১৮৭৪ সালে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বারাসাত মহাকুমার ভারপ্রাপ্ত ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন। সে সময় বিচারক হিসেবে তিনি উল্লেখযোগ্য কয়েকটি মোকদ্দমার কাজ করেছিলেন। সেই মোকদ্দমাগুলির মধ্যে একটি মোকদ্দমার বিচার বারাসাত থেকে আলিপুর পর্যন্ত সকলের দৃষ্টি আকর্ষণ করেছিল। এই মোকদ্দমার ফয়সালায় বিচারক বঙ্কিমচন্দ্রের অপূর্ব বুদ্ধিমত্তা এবং তাঁর উদ্ভাবনী গুণের অভূতপূর্ব বিকাশ লক্ষ্য করা যায়। বলাবাহুল্য, সেই মোকদ্দমার ঘটনা নিয়েই এই ভিডিও।
    ভিডিওতে আমি সেই গল্পটি বলার চেষ্টা করেছি মাত্র। জানিনা, গল্পটি আপনাদের কাছে কতখানি উপস্থাপন করতে পারলাম!
    For making this video, I am grateful to:
    তথ্যঋণ:
    ১) বঙ্কিমচন্দ্রজীবনী
    By অমিত্রসূদন ভট্টাচার্য
    Now please watch the video and express your views in the comment section below.
    Thanking you.
    yours faithfully
    The Galposalpo

Комментарии • 230

  • @jibeshchandrachoudhuri2708
    @jibeshchandrachoudhuri2708 Год назад +39

    সাহিত্য সম্রাটের অসাধারণ বিচার পদ্ধতি।এখনকার দিনে এরকম সূুক্ষ্ম বিচার করার ক্ষমতা এবং উপস্থিত বুদ্ধি-সম্পন্ন বিচাকর এই সমাজে বিশেষ প্রয়োজন। Excellent Sir! আর আপনার বলার ধরন আমাদের আরো মোহিত করে তোলে। আপনাকে অজস্র ধন‍্যবাদ। খুব ভালো থাকুন Sir.

  • @uchchoisroba
    @uchchoisroba Год назад +15

    ❤ বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায় শুধু সাহিত্য সম্রাট ই নন একজন বিচারক সম্রাট ও .... তাঁর এই সূক্ষ বিচারের গল্প শুনে মনটা আনন্দে ভরে গেল,তার জন্য আপনাকে অজস্র ধন্যবাদ...

  • @shubhajitray8227
    @shubhajitray8227 Год назад +31

    বঙ্কিমচন্দ্র চট্টপাধ্যায় কে আমি এতদিন সাহিত্যসম্রাট বলে জানতেন ।কিন্তু আজ তাঁর চরিত্রের আরেকটি দিক(বিচারপতি) তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে 😊❤🙏

  • @kuhelidebnath9399
    @kuhelidebnath9399 Год назад +20

    আপনার প্রতিটি উপস্থাপনা আমি মন্ত্রমুগ্ধের মত শুনি। সুন্দর এই উপস্থাপনা গুল আপনার মুখ থেকে আরো অনেক শুনতে চাই। ভাল থাকবেন! 🙏

  • @mr.sharma.1028
    @mr.sharma.1028 Год назад +11

    অনেক ধন্যবাদ স্যার আপনাকে, এই গল্পটা একদম ছোটবেলায় কোনো একটা বইয়ে পড়েছিলাম। কিন্তু এরপর গল্পটা একদমই ভুলে গিয়েছি। অনেক চেষ্টা করেও গল্পের কাহিনীটা মনে করতে পারিনি । আপনার জন্য আবার গল্পটা মনে করার আর শোনার সুযোগ হয়ে গেল। 🙏🏻

  • @prodoshbandyopadhyay4916
    @prodoshbandyopadhyay4916 8 месяцев назад +4

    দারুন । এযেন বঙ্কিমচন্দ্রর অপুর্ব সাহিত্যের একটি গল্প । সত্যিই কত বুদ্ধি ধরতেন‌।

  • @barnalibera3619
    @barnalibera3619 Год назад +9

    অনেক দিন পরে আপনার কথা শুনে মন টা তৃপ্ত হলো। আপনি ভালো থাকুন সবসময়। আজকের গল্প টা অসাধারণ।

  • @manojkdutto7368
    @manojkdutto7368 Год назад +5

    অনবদ্য বিচার পদ্ধতিটি এতদিন পরে সামনে এনে আমাদেরকে শুধু তৃপ্তই করলেন না ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অসাধারণ মনীষার প্রমান সামনে এনে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদনের একটি সুযোগ করে দিলেন।
    ধন্যবাদ। ❤

  • @rafiqulislam3439
    @rafiqulislam3439 8 месяцев назад

    আপনার উপস্থাপনা এত সুন্দর যে মন্ত্রমুগ্দ্বের মত শুধু শুনতেই ইচ্ছে করে। বলার ভংগী অভিব্যক্তি অপূর্ব। শিক্ষকতা পেশায় আপনি অনেক দূর এগোতে পারবেন বলে আমি বিশ্বাস করি। সকল ছাত্রদের মন জয় করতে পারবেন আপনি। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

  • @sawvikdipto3087
    @sawvikdipto3087 Год назад +3

    অসাধারণ লাগল। সুন্দর এই গল্পের জন্য ধন্যবাদ

  • @arunkumarnag1656
    @arunkumarnag1656 8 месяцев назад +2

    Apurva excellent presentation khub bhalo laglo . Thank you sir .

  • @syedabegum5955
    @syedabegum5955 Год назад +47

    এত দিন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে সাহিত্য সম্রাট বলে জানতাম। কিন্তু তিনি যে এত সুক্ষ বিচারক ছিলেন সেটা জানা ছিল না। ধন্যবাদ আপনাকে এই অজানা ঘটনাটি জানানোর জন্য।

  • @M.a.Mannan903
    @M.a.Mannan903 Год назад +3

    শ্রী বঙ্কিমচন্দ্র মহোদয়ের গল্পটি শুনে খুবই ভালো লাগলো আগেকার দিনের বিচার আর এখনকার বিচার অনেক ব্যবধান মূল কথা হচ্ছে সত্যের মৃত্যু নেই আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি সুন্দর গল্পটি উপহার দেওয়ার জন্য আমি এম এ মান্নান বাংলাদেশ থেকে লিখছি

    • @mdtiton1072
      @mdtiton1072 8 месяцев назад

      সকল নামই যখন কাল্পনিক, তাহলে চোরের নামটিই মুসলিম নিলো কেন?? এই প্রশ্ন কে করবে??
      পাছা চাটার অভ্যাস ছাড়ুন।

  • @jaydevjalui8227
    @jaydevjalui8227 3 месяца назад

    ন্যায় বিচারের জন্য বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কে ধন্যবাদ ❤ প্রনাম

  • @techguidehousingandconstru6934
    @techguidehousingandconstru6934 Год назад +1

    Khub bhalo laglo....না জানা অনেক ঘটনা জেনে ভালো লাগলো।

  • @nimaikhata6552
    @nimaikhata6552 Год назад +4

    অসাধারন, আপনার উপস্থাপনা আমি মুকধ, ধন্যবাদ,,,,

  • @Jibon_o_jibika758
    @Jibon_o_jibika758 Год назад +1

    বাংলা সাহিত্যের সম্রাট কে সিলট জানাই। তার আত্মার শান্তি কামনা করি।তিনি অমর হোক। তার সাহিত্য কর্ম ও কর্মজীবন আমাদের সমমৃদ্ধ করেছেন তার আদর্শ ও অবদান অনস্বীকার্য।

  • @rameshdas2450
    @rameshdas2450 Год назад +4

    গল্পটি একাধিকবার পড়েছি। তবে বলার গুণে আবার নতুন করে ভালো লাগলো।অনেক ধন্যবাদ।

  • @ashokekumardas6347
    @ashokekumardas6347 Год назад

    আমি আপনার প্রোগ্রামের এক দর্শক। খুব ভালো লাগে আপনার গল্পের সংগ্রহ, বাচন ভঙ্গি ও কন্ঠস্বর। উত্তম কুমারের জীবনের নানা ঘটনার কথা শুনতে ইচ্ছে করে। যদিও মাত্র দুটি পর্ব দেখেছি। আশাকরি আগামী দিনে মহানায়কের ঘটনা দেখতে পাবো। ধন্যবাদ। শুভ রাত্রি।

  • @diptendranathghoshhazra3311
    @diptendranathghoshhazra3311 Год назад +1

    আপনার উপস্থাপনা ও বিশ্লেষণ খুবই উপভোগ্য। এইরকমই নানা ধরনের প্রতিবেদন চলতে থাকুক। আমরাও উপভোগ করি। ভালো থাকবেন, নমস্কার।

  • @jhulandas1451
    @jhulandas1451 Год назад +1

    নৈহাটির মেয়ে আমি প্রণাম সাহিত্য সম্রাট মহাশয় ও শু বিচারক কে,,, তাঁর নাম অনুসারে বঙ্কিমচন্দ্র কলেজ বিনম্র শ্রদ্ধা জানাই,,, আনন্দ মঠ তাঁর বিল্পবের ও বিপ্লবীদের উদ্দেশ্য এ লেখা 🙏🙏

  • @ahsanullahhasan6864
    @ahsanullahhasan6864 Год назад +8

    বর্তমানে যদি এমন বিচারক থাকতো সমাজ সংসারে কতইনা শান্তি আসতো

  • @kuntalacharya5889
    @kuntalacharya5889 Год назад +5

    ভগবান সকলের মঙ্গল করুন। ❤️

  • @rekhapathak79
    @rekhapathak79 Год назад +1

    অসাধারণ উপস্থাপন। ধন্যবাদ।

  • @JayantiDutt-r9r
    @JayantiDutt-r9r 8 месяцев назад +2

    Like each and every one of your presentation . So much you can learn from them . Thank you very much .

  • @arupkar9423
    @arupkar9423 Год назад +1

    অসাধারণ। দুর্দান্ত। প্রণাম দাদা। আরও চাই।

  • @SandipBoral-vk3nx
    @SandipBoral-vk3nx Год назад +1

    তথ্যগুলো জেনে ভালো লাগলো। তবুও কটা অস্বাভাবিকতা লক্ষ্য করা গেলো।
    1) অতো রাত্রে একজনকে চুপি চুপি বাড়িতে ঢুকতে দেখেও এবং তাকে চোর বুঝেও কেন হরনাথ "কে ওখানে" বলে চেঁচিয়ে উঠলো না বা যেহেতু একদম পাশেই ছিলেন তবে কেন সঙ্গে সঙ্গে গিয়ে বাড়ির লোকেদের সাবধান করলেন না, সেটাই কি স্বাভাবিক প্রতিক্রিয়া হতো না? যখন দেখা যাচ্ছে চোর ঢুকেই মুহুর্তের মধ্যেই বাক্সকে খুঁজে সেটাকে নিয়ে বেড়িয়ে আসেনি বেশ কিছুক্ষন সময় নিয়েছিল!
    2) হরনাথ যদি চুরি করে পালাত তবে সে তো চটি জামা পরে সঙ্গের ব্যাগ-পত্তর নিয়ে পাকাপাকিভাবে পালানোর উপক্রম করতো। সেগুলো কি আদালত লক্ষ্য করেছিল?
    3) "পুলিশের কাছে অস্ত্র হিসাবে লাঠি থাকে, সে কেন তার ব্যবহার করলো না চোরকে জব্দ করার জন্যে, তার জায়গায় কেন হরনাথকে জড়িয়ে ধরলো?" এটা তো আদালত জিজ্ঞাসা করলো না?
    ধন্যবাদ

  • @mohitoshmazumder2132
    @mohitoshmazumder2132 8 месяцев назад +1

    Durdanto apnar uposthapona, bhalo thakun ei kamona kori.

  • @sannayasiniatmasthananda3842
    @sannayasiniatmasthananda3842 8 месяцев назад +1

    অসাধারণ! এটা প্রচার করা দরকার।

  • @krishnabasu6158
    @krishnabasu6158 Год назад +1

    সত্যিই অসাধারন সব অভিজ্ঞতা

  • @sumitbanerjee2619
    @sumitbanerjee2619 Год назад +1

    ভীষন ভালো লাগলো আপনার উপস্থাপনা খুব সুন্দর

  • @akmayuburrahman6879
    @akmayuburrahman6879 7 месяцев назад

    খুব খুব সুন্দর লাগলো। আপনাকে ধন্যবাদ।

  • @manjusutradhar2366
    @manjusutradhar2366 Год назад +3

    Excellent presentation and interpretation

  • @arunimahore9570
    @arunimahore9570 Год назад +2

    অসাধারণ👏✊👍

  • @mahfuzurrahman3690
    @mahfuzurrahman3690 Год назад +1

    অসাধারণ দাদা। চমৎকার চমৎকার।

  • @SUBHRAMAJUMDAR-d8w
    @SUBHRAMAJUMDAR-d8w 8 месяцев назад +1

    Very nice. Thanks 😊

  • @PurabiSen2506
    @PurabiSen2506 7 месяцев назад

    Darun 3!!! Ai na hole Bankim Chandra!!!

  • @SanjoyMojundar
    @SanjoyMojundar 3 месяца назад

    মাননীয় সাহিত্যসম্রাট‌ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নিজেই যেন এক ধুরন্ধর গোয়েন্দা ও রহস্যভেদী ছিলেন।

  • @sumanaadhikary9893
    @sumanaadhikary9893 Год назад +1

    খুব ভালো লাগলো। ধন্যবাদ।

  • @Harish90909
    @Harish90909 6 месяцев назад

    খুব ভাল লাগল।

  • @ramaprasadchakraborty764
    @ramaprasadchakraborty764 Год назад

    অনেক ধন‍্যবাদ আপনাকে । 💐💐

  • @SUDHAKARGHOSH-gx8ts
    @SUDHAKARGHOSH-gx8ts Год назад

    খুব মনোমুগ্ধকর কথা ❤❤❤❤

  • @manikrana1872
    @manikrana1872 8 месяцев назад

    Khub sundor lagche.

  • @muhammadmahbuburrahmanrati6323

    চমৎকার! চমৎকার!! চমৎকার!!!❤❤❤

  • @amitkumarmanna6988
    @amitkumarmanna6988 6 месяцев назад

    Sir, I am pleased for your melodious voice. 🙏🙏🙏🙏🙏

  • @ahnafsajid001
    @ahnafsajid001 6 месяцев назад

    অসাধারণ ♥️

  • @swapanroy693
    @swapanroy693 19 дней назад

    Thank you for your information

  • @suneetadutta1590
    @suneetadutta1590 Год назад

    Darun .

  • @prodyutchatterjee9219
    @prodyutchatterjee9219 Год назад

    খুব ভাল লাগলো।চন্দ্রবিন্দুর উচ্চারণ ঠিক করতে হবে।

  • @sikdarmainuddin3035
    @sikdarmainuddin3035 Год назад

    Your presentation is very interesting and excellent ! Many a thanks.

  • @snehamoyroy7559
    @snehamoyroy7559 Год назад

    Ashadharan judgment by Sahitta Samrat Bankim Canada Chattopadhya.

  • @kamalkusum1717
    @kamalkusum1717 Год назад

    দারুন লাগলো ।

  • @sukumarbiswas3965
    @sukumarbiswas3965 Год назад

    অসাধারণ ঘটনা...

  • @swapankumarbarik2918
    @swapankumarbarik2918 4 месяца назад

    এ ঘটনা অমূল্য সাহিত্য।

  • @paulpurification1665
    @paulpurification1665 2 месяца назад

    Very interesting

  • @bholanathdolui3619
    @bholanathdolui3619 Год назад

    ধন্যবাদ।

  • @sujoydas908
    @sujoydas908 Год назад

    Thank you so much Sir🙏

  • @debasishchakraborty3453
    @debasishchakraborty3453 Год назад

    অসাধারণ গল্পো।🎉

  • @dakshinaranjanbhattacharje1346
    @dakshinaranjanbhattacharje1346 7 месяцев назад

    Asadharan

  • @brajamadhabchakraborty.1640
    @brajamadhabchakraborty.1640 Год назад

    Darun Darun . 😮

  • @sankorkumardas7187
    @sankorkumardas7187 Год назад

    মহান ঈশ্বর আপনার মঙ্গল করুন

  • @pratapbanerjee5490
    @pratapbanerjee5490 8 месяцев назад

    আমার মনে হয় , উনি ছিলেন প্রকৃত শিক্ষিত ,বিবেকসম্পন্ন এবং অসৎ পথ অবলম্বন না করিয়া যোগ্য বিচারক ।ঘুষের চরম পরিপন্থী ।এইরূপ বিচারক ভগবান এর চেয়ে কোনোরূপ কম নয় ।উনি চিরস্মরণীয় ও প্রাতস্মরণীয়।

  • @shamsunnahar9249
    @shamsunnahar9249 Год назад +1

    Very interesting ! My dear ♥ Bonking chandra is ( was ) a great honorable justice ⚖. & respects for him.

    • @srimanm1373
      @srimanm1373 Год назад

      Bankim Chandra Chattapadhyay
      Not Bonking Chandra....

    • @shamsunnahar9249
      @shamsunnahar9249 Год назад

      Thank you so much. I know that. But it's my spelling mistake.

  • @banglakobitaprovonjon2555
    @banglakobitaprovonjon2555 Год назад

    মাশাল্লাহ, Looks so great, Very unique video,

  • @shefalisingharoy7906
    @shefalisingharoy7906 Год назад +1

    অসাধারণ 🙏🙏

  • @saharuddinhossain830
    @saharuddinhossain830 8 месяцев назад

    খুব সুন্দর ও বাসতোব

  • @kartickchakraborty2584
    @kartickchakraborty2584 Год назад +2

    গল্প টা সত্য গল্প এ ভেবে খুব ভালো লাগছে তবে ব্রাহ্মণের ছেলের অবস্হাটা কি হলো অন্তত গল্পের ছলে জানতে পারলে আরো শান্তি পেতাম।

  • @AshokKundu-jo4fc
    @AshokKundu-jo4fc Год назад

    Darun

  • @hironroy7987
    @hironroy7987 8 месяцев назад

    EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT

  • @GanganarayanmaityGanga
    @GanganarayanmaityGanga 8 месяцев назад

    bankimchandra has a lot of idea about judgement, but i still belive that he has confidence for anything what he did that. his deputi magistreat 's timing was very very hard, when he was his duty he still to hard his duty. we can proud for bankimchandra.

  • @biswanathbhattacharjee609
    @biswanathbhattacharjee609 8 месяцев назад

    Asadharan poribesona

  • @tapaskumarchakroborty6933
    @tapaskumarchakroborty6933 Год назад +1

    Hats off to him a versatile genius

  • @bimalpandey5360
    @bimalpandey5360 8 месяцев назад

    Good

  • @nazmulhaquebarbhuiya423
    @nazmulhaquebarbhuiya423 5 месяцев назад

    বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায় সাহিত্য সম্রাট এটা জানতাম কিন্ত বিচারক ছিলেন আজ জানলাম।

  • @bimalpaul4596
    @bimalpaul4596 Год назад +3

    আজকের ব্যাপার হলে গোপন ডিভাইসে প্রমাণ হিসেবে পুরো কথোপকথন রেকর্ড করা যেত।

  • @SalmaSultana-rb7kg
    @SalmaSultana-rb7kg 8 месяцев назад

    সাহিত্য সম্রাটের বিচার সত্যিই অবাক হওয়ার মতো।

  • @joynalshah8005
    @joynalshah8005 Год назад +1

    গল্পটা চমৎকার। তবে,....... সুকৌশলে.......

  • @chinmaykarmakar3766
    @chinmaykarmakar3766 Год назад

    Tou are great

  • @MDAlAmin-fm3zb
    @MDAlAmin-fm3zb День назад

    ❤❤❤❤

  • @chance2526
    @chance2526 8 месяцев назад

    Renowned historian Sir. Jadunath Sircar said that what Bankim wrote, truly reflected the social condition of repression of hindus in those days. How then Bankim was communal.

    • @ArijitDey-k1m
      @ArijitDey-k1m 8 месяцев назад

      Never he was. It is nothing but a peculiar complex, which always plays in the back of the mind.

    • @ArijitDey-k1m
      @ArijitDey-k1m 8 месяцев назад

      Oh yes, I forgot to say that Leftists & Muslims branded him so. Though they should also have dragged the names of Robi Thakur & Sarat Babu. Which they couldn't do, nor did they dared to do.

  • @Sankalpa-rv9iv
    @Sankalpa-rv9iv Год назад +1

    ❤❤❤❤❤

  • @QuaziFatama
    @QuaziFatama 8 месяцев назад

    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উত্তরসুরি ভাবতে ভালো ই লাগে। তবে বিচার বিভাগ
    আলাদা হবার আগেই হাজার বারশ জ্রেল
    জরিমানায় ইতি
    টেনেছি।

  • @bonggojbihonggo991
    @bonggojbihonggo991 Год назад

    👌👌 🇧🇩

  • @syedmojaheed154
    @syedmojaheed154 8 месяцев назад +1

    সাম্প্রদায়িক মন মানসিকতায় ভরপুর বঙ্কিম চন্দ্র

  • @yoursicdrdo229
    @yoursicdrdo229 Год назад

    প্রীতিলতা ওয়াদ্দেদার সম্পর্কে একটি ভিডিও তৈরি করলে। খুব আনন্দিত হবো

  • @tapanprakashsen3873
    @tapanprakashsen3873 8 месяцев назад +1

    ঘটনাটি বিশ্বাসযোগ্য নয়। মানুষটি যে মৃত নন,জীবিত তাহা বহন কারী দুই জন সহজেই বুঝতে পারবেন।।
    তা ছাড়া, এই ধরনের আচরণ
    আইনগত স্বীকৃত নয়।।।।

    • @thegalposalpo
      @thegalposalpo  8 месяцев назад +2

      ওটা তো গল্প। 'ঘটনা' বলতে বাস্তবের কোন ঘটনা নয়।

  • @short9581.
    @short9581. Год назад

    Oh my God ❤❤

  • @sarojray6068
    @sarojray6068 6 месяцев назад

    বঙ্কিম চট্টোপাধ্যায় ও মাইকেলকে একবার দেখান।

  • @bimalpaul4596
    @bimalpaul4596 Год назад +4

    এখানে, শুধুমাত্র আইনের স্বার্থে তাদের ধর্মীয় পরিচয় অক্ষুণ্ণ রেখে দুই অভিযুক্তের নাম পরিবর্তন করা হয়েছে। আজকের ইস্যু হলে তথাকথিত সেক্যুলাররা সেটা পাল্টে দিত।

    • @debashisray4204
      @debashisray4204 Год назад

      নাম পরিবর্তন করা হয় নি ।

  • @reetadev7639
    @reetadev7639 8 месяцев назад

    এমনই বিচারক আমাদের জীবন এ দুর্লভ. তবে justice abhijit ganguli আছেন.

  • @SUN-007
    @SUN-007 Год назад

    Ei golpo amar thakur da bolechilo amader.....

  • @AshokDas-fs5eb
    @AshokDas-fs5eb Год назад

    ❤❤❤❤❤❤

  • @sujoyjengcham2897
    @sujoyjengcham2897 Год назад

    বিখ্যাত পন্ডিত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।

  • @SGhosh1967
    @SGhosh1967 Год назад

    শুনেছি বঙ্কিম চটটপাধযাযয় আরামবাগ মহকুমারও Deputy Magistrate ছিলেন ।

  • @TamimGaming-p6y
    @TamimGaming-p6y Год назад +1

    চোর চরিত্রটি মুসলিমকে দিতে হবে? এইটা আবার কেমন বিচার।

    • @arifkhan-fv7pq
      @arifkhan-fv7pq Год назад

      বঙ্কিম মুসলিম বিদ্বেষী ছিলেন। এটা সত‍্যি ঘটনা না। এটা তার রচিত গল্প।

  • @reetadev7639
    @reetadev7639 8 месяцев назад

    সে যুগ সকল কবি সাহিত্যিক জজ মেজিসটরেট ব্যারিস্টার ছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর ও barristers পড়তে London ছিলেন.

  • @SubrataDas-sw4qv
    @SubrataDas-sw4qv Год назад

    কমলাকান্তের দপ্তর গল্পটি শোনাবেন

  • @ckbanerjee5872
    @ckbanerjee5872 Год назад

    Apoorba ghatana Arokam aro ghatana sonar apeksha korchi

  • @rameshchandramandal1923
    @rameshchandramandal1923 8 месяцев назад

    এই comments সাম্প্রদায়িক।

  • @ShorifaBagum
    @ShorifaBagum Год назад +1

    আপনার সমনের বইটির নাম কি? Plz বলবেন।

    • @thegalposalpo
      @thegalposalpo  Год назад

      বইটির নাম: "নির্বাচিত সেরা বাঙ্গালি" ।