ছেলেকে বিয়ে দেবার পর ছেলেরা বউ এর চোখ দিয়ে নানাভাবে মায়ের দোষত্রুটি খুঁজে পায়। তাই নিয়ে মাকে ইনিয়ে বিনিয়ে যা কিছু বলা যায়। অথবা মন থেকে না চাইলেও বলতে বাধ্য হয়। যা আগে কখন মনে হয়নি।এ গল্প সত্যি বাস্তব।
কিরকম ছেলে ! যে বউয়ের চাপে মায়ের সম্পর্কে কুকথা বলতে বাধ্য হয়? নিজের মাকে অসন্মান করে যারা তারা আসলে স্বার্থপর মেরুদন্ডহীন কুলাঙ্গার। অবশ্য এর জন্য ছেলেটির মা বাবাই দায়ী। কারণ সন্তানকে তারা লেখাপড়া শেখালেও যথার্থ মানুষ হিসেবে বড় করে তুলতে পারেন নি। ছেলের মনুষ্যত্বের বিকাশে যে শিক্ষা প্রয়োজন সেখানেই অনেক ফাঁক থেকে গেছে।
এরই নাম বোধহয় জীবন , অত্যন্ত বাস্তব কথা গল্পের মাধ্যমে সহজ ও সরল ভাষায় বুঝিয়ে বলা হয়েছে !! আমরা যদি মেনে নি ভালো , আর যদি মানাতে না পারি তবেই অসুবিধা ! ওই যে একটা কথা ভীষন সত্যি , " চোখে ঠুলি দেওয়া ঘোড়া ছুটে ছুটে চলেছে " .. খেয়ালী ম্যাম চরিত্রের ভেতর এমন ভাবে প্রবেশ করেন , মনের ভেতর নাড়া দিয়ে যায় !
বাস্তবতা মনে হয় এমনই।অন্য রকম কি হতে পারেনা?মা বাবা এত দূর করে এসে আজ বোঝা হয়েছেন।মা এর ভুমিকাটি দারুন হয়েছে।কস্ট পেয়েছেন এমন,চলে গেলেন,কোন পিছুটান রইলোনা।
হ্যাঁ, ঐ সিদ্ধান্তটা একদম ঠিক সুযোগ থাকলে ঐ রকম সমাজসেবা খুব দরকার আজকের ব্যস্ত সমাজ পূর্বতনদের সময় দিতে পারছে না এটা বাস্তব ,তার চেয়ে এই ভালো ধন্যবাদ |
একমাত্র সন্তান ও তার স্ত্রী র কাছে বাবা অথবা মা যখন বোঝা হয় , তখন এমন সিদ্ধান্ত নেওয়া ই যুক্তি যুক্ত । এই জন্য নিজের সম্পত্তি, নিজের কাছে রাখা জরুরি । 😊😊
খুব সুন্দর। ভালো লাগলো।বেশ নিজের মতো করে বাঁচা একে ই বলে আনন্দে থাকা। শুধু একটু সাহসের দরকার। একটু খা ওয়ার জন্য একটু ইচ্ছা মত চলার জন্য কেন আমরা পরিবর্তনশীল হব?
একেবারে বাস্তবধর্মী খুব সুম্দর একটা ছবি দেখলাম। সুরজিৎ তুমি আমার বাগবাজারের পুরোনো লোক, সর্বোপরি একদা কর্মক্ষেত্রে সহকর্মী, তোমার অনেক অভিনয় আমি দেখেছি। এই ছবিতেও তুমি যা অভিনয় করলে এককথায় অনবদ্য। তোমার শারীরিক কুশল ও অভিনয়ে আরও প্রসার এবং সাফল্য কামনা করি। 👍👍👍
খেয়ালির মতন একজন উৎকৃষ্ট অভিনেত্রী এরকম আড়ষ্ট অভিনয় করলেন দেখে অবাক লাগছে । একমাত্র সুরোজিতের অভিনয় ছাড়া বাকিরা এত আড়ষ্ট, loud, মোটা দাগের অভিনয় করলেন , মনে হল তোতাপাখি শেখানো বুলি আউড়ে যাচ্ছে । 😢
খুব ভালো লাগলো তবে ঐ ব ই গুলোর ওপর আমার ও লোভ আছে। জীবন অবশ্যই নিজের মতো কাটাতে পারলে ভালো হয় কিন্তু অনেকেই চাইলেও পারে না পরিস্থিতির জন্য। আজকের সমাজে সকলে ছুটছে। কেনো ছুটছে তা জানেনা।আর ভোগ সামগ্রী এতো বেড়ে গেছে মূল্যবোধ কমে গেছে। আমার নিজের বন্ধু আছে তার বড়ো দিদি ও দাদা বিয়েই করেন নি ভাইবোন যা যাতে মানুষ হয়। আমার নিজের আত্মীয় আছেন যিনি বিয়েই করলেন না কারণ ওনার দাদা অসময়ে মারা গেছেন তাঁর সঙসার দেখবেন বলে। এগুলো সব সত্যি ঘটনা। খুব কষ্ট পাই ব্যাভিচার দেখলে।
Bhalo laglo Ma hobey airakam adarshabadini.Amader bhaba uchit santan ja dekhchey tar mayer kachey shikchey sei tai shey parey karbey..Sab mayeder shekha uchit.Sab mayeder pranam.Nijeder helpless bhaben na.Are future ta maney rekhey mother in law kay abarjana bhabben na.Anek samai amader meley na takhan Akai baritey tar mata takey thaktey deben,Apnara apnader mata.
Caretaker n Bari niye aka ki old age home khola jai ??Tahole to sobbai se byabosta korto ...Neta Dada n so much pressure to appease them n start A venture by a One person..but Great that if one wishes to ,can start afresh ..but ..if there a strong will ..then nijer lok chere porer prochestai kora jete pare.. But the helping Hands needed ..Doctor ..at hand , etc By the way..acting e ektu Kheyali aro bhalo korte parten n Surajit was better in enacting...😊🎬
ভীষণ সুন্দর।। বর্তমানে কমবেশী পরিবারের পরিস্থিতি ভীষণ সুন্দর ভাবে ফুটিয়ে তোলা হয়েছে..❤
;*$@($@😊
ভীষণ ভীষণ সুন্দর। অসাধারণ। অনবদ্য। অতুলনীয় ।
ছেলেকে বিয়ে দেবার পর ছেলেরা বউ এর চোখ দিয়ে নানাভাবে মায়ের দোষত্রুটি খুঁজে পায়। তাই নিয়ে মাকে ইনিয়ে বিনিয়ে যা কিছু বলা যায়। অথবা মন থেকে না চাইলেও বলতে বাধ্য হয়। যা আগে কখন মনে হয়নি।এ গল্প সত্যি বাস্তব।
কিরকম ছেলে ! যে বউয়ের চাপে মায়ের সম্পর্কে কুকথা বলতে বাধ্য হয়? নিজের মাকে অসন্মান করে যারা তারা আসলে স্বার্থপর মেরুদন্ডহীন কুলাঙ্গার। অবশ্য এর জন্য ছেলেটির মা বাবাই দায়ী। কারণ সন্তানকে তারা লেখাপড়া শেখালেও যথার্থ মানুষ হিসেবে বড় করে তুলতে পারেন নি। ছেলের মনুষ্যত্বের বিকাশে যে শিক্ষা প্রয়োজন সেখানেই অনেক ফাঁক থেকে গেছে।
এরই নাম বোধহয় জীবন , অত্যন্ত বাস্তব কথা গল্পের মাধ্যমে সহজ ও সরল ভাষায় বুঝিয়ে বলা হয়েছে !!
আমরা যদি মেনে নি ভালো , আর যদি মানাতে না পারি তবেই অসুবিধা !
ওই যে একটা কথা ভীষন সত্যি , " চোখে ঠুলি দেওয়া ঘোড়া ছুটে ছুটে চলেছে " ..
খেয়ালী ম্যাম চরিত্রের ভেতর এমন ভাবে প্রবেশ করেন , মনের ভেতর নাড়া দিয়ে যায় !
ভালো লাগল। বৃদ্ধ বয়সে সন্তানদের কাছে বাবা মা বোঝা হয়ে দাঁড়ায়।
বাস্তবের সাথে বড়ো মিল। অসাধারণ উপস্থাপনা।।
ভীষণ সুন্দর উপস্থিপনা। তুলনা হবে না অভিনয়ের। বৃদ্ধ বয়সের শেষ সম্বল বৃদ্ধাবাস যদি হয় সুজন পাতায় নজন
কথাটা যদি হয় সুজন, তেঁতুল পাতায় নজন।
বাস্তবতা মনে হয় এমনই।অন্য রকম কি হতে পারেনা?মা বাবা এত দূর করে এসে আজ বোঝা হয়েছেন।মা এর ভুমিকাটি দারুন হয়েছে।কস্ট পেয়েছেন এমন,চলে গেলেন,কোন পিছুটান রইলোনা।
হ্যাঁ, ঐ সিদ্ধান্তটা একদম ঠিক সুযোগ থাকলে ঐ রকম সমাজসেবা খুব দরকার আজকের ব্যস্ত সমাজ পূর্বতনদের সময় দিতে পারছে না এটা বাস্তব ,তার চেয়ে এই ভালো ধন্যবাদ |
Ek dom thik sidhantoo❤❤❤❤
এই সিদ্ধান্তের জন্য অনেক ধন্যবাদ জানাই আন্তরিক ভাবে ।।
আজকের দিনের চরম বাস্তবতা। এভাবেই ভাবতে হবে নিজেদের অবস্থান সম্পর্কে। খুব ভালো লাগলো।
ভীষণ সুন্দর একেবারে সত্য ঘটনা তুলে ধরা হয়েছে।
একমাত্র সন্তান ও তার স্ত্রী র কাছে বাবা অথবা মা যখন বোঝা হয় , তখন এমন সিদ্ধান্ত নেওয়া ই যুক্তি যুক্ত । এই জন্য নিজের সম্পত্তি, নিজের কাছে রাখা জরুরি । 😊😊
খুব সুন্দর। ভালো লাগলো।বেশ নিজের মতো করে বাঁচা একে ই বলে আনন্দে থাকা। শুধু একটু সাহসের দরকার। একটু খা ওয়ার জন্য একটু ইচ্ছা মত চলার জন্য কেন আমরা পরিবর্তনশীল হব?
একেবারে বাস্তবধর্মী খুব সুম্দর একটা ছবি দেখলাম। সুরজিৎ তুমি আমার বাগবাজারের পুরোনো লোক, সর্বোপরি একদা কর্মক্ষেত্রে সহকর্মী, তোমার অনেক অভিনয় আমি দেখেছি। এই ছবিতেও তুমি যা অভিনয় করলে এককথায় অনবদ্য। তোমার শারীরিক কুশল ও অভিনয়ে আরও প্রসার এবং সাফল্য কামনা করি। 👍👍👍
Asadharon, kheyali di just awesome 👍👍👍👍👍👍👍👍👍👍👍,
Surojit sir khub Bhalo.
অসাধারণ বার্তাবহ👌
Thank you..
একদম বাস্তব এবং অবসর জীবনের পথের দিশারী
এই বাস্তব নাটকটা আমাদের শেষ জীবনের জন্য একটা বড় শিক্ষ।
সংক্ষিপ্ত ছবি, বুঝিয়ে দিল জীবনের পথ।
ভীষণ চমৎকার👍👍👍👍👍
দারুন একটা গল্প খুব খুব খুব ভাল অভিনয়
খুব সুন্দর লাগলো দারুন লাগলো ♥️💓
খুব ভালো লাগলো, অনেক ধন্যবাদ 💐😊🙏
আমি ফেসবুকে এটা শেয়ার করেছি।
Apurbo😢
Asadharon ❤❤
দারুন সুন্দর❤
Khub sundor Sidhant.
Khub khub bhalo laglo.
বেশ ভালো লাগলো বাংলাদেশ থেকে।
এটাই যদি সত্যি সমাজের প্রতিচ্ছবি হয় , তবে তীব্র প্রতিবাদ করতে হবে, সামাজিক ব্যাধি যখন , তখন প্রতিকার বা চিকিৎসা ও সামাজিক উপায় করতে হবে ।
যারা মা বাবাকে বোঝা মনে করে তাদের এইভাবে শিক্ষা দেওয়া উচিত ।খুব ভালো লাগল 👍👍
চমৎকার সিদ্ধান্ত।
দারুন হয়েছে
Paramita,I think,you are yet to reach at that stage,as such you are thinking alike.perfect acting.A very good presentation.thanx.
অসাধারণ, খুবই দুঃখজনক
অসাধারণ অভিনয় সুরজিৎ 13:59 বাবুর।
Khub sundor hoyeche
খানিকটা দেখেই রেখে দিলাম।
বাস্তব সহ্য করা খুব কঠিন।🙏
দারুণ দারুণ সুন্দর গল্প।
খেয়ালির মতন একজন উৎকৃষ্ট অভিনেত্রী এরকম আড়ষ্ট অভিনয় করলেন দেখে অবাক লাগছে । একমাত্র সুরোজিতের অভিনয় ছাড়া বাকিরা এত আড়ষ্ট, loud, মোটা দাগের অভিনয় করলেন , মনে হল তোতাপাখি শেখানো বুলি আউড়ে যাচ্ছে । 😢
👍
Khoob shundor golpo.
সুরজিত বাবুর অভিনয় অনেকটা উততম কুমারের মত লাগল।
Asadharon 🙏
খুব সুন্দর। আমাদের মতো বুড়োদের জন্য দিশা সঞ্চারী।
অসাধারণ সিদ্ধান্ত। গুনি ছেলে বৌমা ।
গুণী
ভালো লাগল!
হৃদয়কে স্পর্শ করে!❤
Darun darun
ভালো লাগলো ।
বাহ্ ❤
অপূর্ব ।❤
খুব ভালো লাগলো
খুব ভালো লাগলো তবে ঐ ব ই গুলোর ওপর আমার ও লোভ আছে। জীবন অবশ্যই নিজের মতো কাটাতে পারলে ভালো হয় কিন্তু অনেকেই চাইলেও পারে না পরিস্থিতির জন্য। আজকের সমাজে সকলে ছুটছে। কেনো ছুটছে তা জানেনা।আর ভোগ সামগ্রী এতো বেড়ে গেছে মূল্যবোধ কমে গেছে। আমার নিজের বন্ধু আছে তার বড়ো দিদি ও দাদা বিয়েই করেন নি ভাইবোন যা যাতে মানুষ হয়। আমার নিজের আত্মীয় আছেন যিনি বিয়েই করলেন না কারণ ওনার দাদা অসময়ে মারা গেছেন তাঁর সঙসার দেখবেন বলে। এগুলো সব সত্যি ঘটনা। খুব কষ্ট পাই ব্যাভিচার দেখলে।
অসাধারণ উপস্হাপনা।
খুব ভালো লাগলো।
সমাজের বাস্তব চিত্র, বড় ভয়ংকর
খুব খুব ভাল লাগল
Why 3 yr. Old video now showing ?
গৌতম বাবুর থেকে অলকা দেবী র সিদ্ধান্ত খুব ই বাস্তব সম্মত । অভিনয় বিশেষজ্ঞ ন্ই , কাহিনীর মাধ্যমে অভিজ্ঞতা ই আসল শিক্ষা বলে মনে করি ।
সঠিক সিদ্ধান্ত মায়ের।
Xcellent acting of lily chakrabarti. Old is gold it proves again.
সুন্দর ও শিক্ষণীয়
খুব সুন্দর
Khub khub bhalo laglo
দারুণ
কেন অভিনয় অভিনয় মনে হচ্ছে? খেয়ালী দস্তিদার, সুরজিৎ ব্যানার্জী র মতো ক'জন আছেন এদেশে ওদেশে?
Kheyali di darun onake manae.
অভিনয় অভিনয় লাগছে। বাংলাদেশের নাটক গুলো দেখে নিন।
There are no message in those dramas, pretty raw.
@@Bushgeorge-bn6on আমি খুব দুঃখিত। আপনাদের ভিডিও তে comment করার জন্য।মাফ চেয়ে নিলাম।
অসাধারণ
আজকের সময়ে বাস্তব জীবনের ছবি
Khub bhalo laglo
এমন পুত্রধন থাকলে বৃদ্ধ মা বাবাকে তে যেতেই হবে।
Jai Nitai Jai Gaur Jai Jai Shree Radheshyam 🙏
Bhalo laglo Ma hobey airakam adarshabadini.Amader bhaba uchit santan ja dekhchey tar mayer kachey shikchey sei tai shey parey karbey..Sab mayeder shekha uchit.Sab mayeder pranam.Nijeder helpless bhaben na.Are future ta maney rekhey mother in law kay abarjana bhabben na.Anek samai amader meley na takhan Akai baritey tar mata takey thaktey deben,Apnara apnader mata.
বড্ড বাস্তব ।
🙏👍👍
Surojit babu nikeo nijer tulona.
😭😭😭😭😭💔💔💔💔
Khub bhalo Golpo
Bhalo laglo
❤
প্লিজ আমাদের মেয়েদের এতটা ছোট করে দেখাবেন না
Darun
হয়ত এমন ববে।আমাৱ শেষ জীবন
Bartoman samajer charom satya ke tule dhorechhe. Ekhan etai satya. Khub valo hoechhe chhabi ta.
বাস্তব
Caretaker n Bari niye aka ki old age home khola jai ??Tahole to sobbai se byabosta korto ...Neta Dada n so much pressure to appease them n start A venture by a One person..but Great that if one wishes to ,can start afresh ..but ..if there a strong will ..then nijer lok chere porer prochestai kora jete pare..
But the helping Hands needed ..Doctor ..at hand , etc
By the way..acting e ektu Kheyali aro bhalo korte parten n Surajit was better in enacting...😊🎬
নমস্কার। আমি তনিমা। লেখালেখি করি। যদি ছবি তৈরির জন্য গল্পের প্রয়োজন হয় তাহলে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
নিজের সন্তান রা ও কিন্তু কম যায় না,
❤❤❤❤
অনেক গভীর বার্তা আছে এতে।
অনেকেরই হয়, আপনাদের কোনো ধারণাই নেই।
বউ এর মুখে এ রকম ডায়ালগ দেওয়াই ঠিক নয় ,বাস্তবে কেউ এমন ব্যবহার করে না।
Tai naki??.. nijer sathe mil khuje pachhen?
এখানে অনেক ভাল শব্দের চয়ন হোয়েছে কারণ এটা অভিনয়,বাস্তব টা আরো ভয়ঙ্কর।
Ekhon bsatobe 99 percent bou er thekeo very bad babohar kore. Ami roj dekhi apni dekhne ni tai bolchhen
Yes@@Nexus-o2k
Apoorba.This. is reality. Ma &Baba are.surplus. Property is most important.
বড় কাঁচা অভিনয়।
Maa ,ta thik decision niye he ,amar maa ke boli pare na cheleder jarno akono kore jaiche
❤️❤️