EP 3 । মাত্র দুই ঘন্টার মধ্যে তিরুপতি বালাজী দর্শন । Tirupati Balaji Darshan । Online Booking পদ্ধতি

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 дек 2024

Комментарии • 979

  • @vlogifysourav
    @vlogifysourav Год назад +3

    Apnar vlog gulo amar darun lage uncle ❤️❤️..chaliye jan...Amaro onek ichhe travel korar..apnader vlog dekhe dekhe ami o eivabe travel korbo

  • @chandranathdey6437
    @chandranathdey6437 Год назад +115

    আমি দুইবার তিরুমালায় ভগবান তিরুপতি দর্শন করেছি, যথাক্রমে ২০১৭ ও ২০২২ সালে। আপনি এই ভিডিওটিতে সমস্ত প্রয়োজনীয় তথ্য সুন্দর করে দিয়েছেন। আশাকরি আপনার এই ভিডিওটি দেখে গেলে কারোর কোনও অসুবিধা হবে না। ভগবান সকলের মঙ্গল করুন। 🙏🙏🙏

    • @AnindyasTravelogue
      @AnindyasTravelogue  Год назад +16

      অসংখ্য ধন্যবাদ 🙏

    • @ratansen6402
      @ratansen6402 Год назад

      .

    • @Srijanidancegroup123
      @Srijanidancegroup123 11 месяцев назад +4

      দাদা আমরা মার্চ এ মাঝামাঝি যাবো,সঙ্গে প্রতিবন্ধী একজন আছে,আমরা তিরু মালা তে থাকা যাবে ? ওখানে কোথায় থাকবো? একটু জানাবেন প্লিজ,,,,

    • @subhadradas3166
      @subhadradas3166 10 месяцев назад +1

      আমাদের ঠিক আপনারা যেভাবে যেখানে যেখানে গেছেন সেইভাবে সাউথ ইন্ডিয়া বেড়ানোর খরচ সম্পর্কে যদি বলেন খুব ভালো হয়।

    • @subhadeepdas9353
      @subhadeepdas9353 9 месяцев назад +1

      ​@@Srijanidancegroup123tirumala te accodation korte hbe

  • @Cookingwithlove6002
    @Cookingwithlove6002 Год назад +4

    Sir apni vdo gulo khub vlo banan❤

  • @somachakraborty887
    @somachakraborty887 Год назад +14

    জানি না কোনো দিন ওখানে যাওয়ার সৌভাগ্য হবে কি না তবে আপনাদের মাধ্যমে যতটুকু দেখলাম মনে ভোরে গেলো।

  • @chandankr.mukherjee.596
    @chandankr.mukherjee.596 Год назад +6

    অনেক অপেক্ষার পর অবশেষে তিরুপতি বালাজী দর্শনের ভিডিও পেলাম। খুব ভালো লাগলো। প্রচুর চেকিং দেখালাম, অপেক্ষাও অনেক করতে হবে। যাইহোক খুব ভালো লাগলো।

  • @swarnalimukherjee7556
    @swarnalimukherjee7556 Год назад +1

    Darun laglo video ta, thank you ato details a sob bolar jonno

  • @ashisdas5625
    @ashisdas5625 Год назад +7

    আপনার কথা এবং এত সুন্দর বোঝাতে পারেন এতে আমাদের খুব ভালোই লাগে ।আশাকরি কারোর বুঝতে অসুবিধা হবে না ।❤

  • @arundatta2423
    @arundatta2423 Год назад +10

    জয় বালাজী জয় ভেঙ্কটেশ্বর প্রভু,সকলের মঙ্গল কর প্রভু।🙏🙏🙏

  • @debatumpa
    @debatumpa Год назад +6

    বরাবরের মতো খুব ভালো লাগলো, pondichery পর্ব দেখার জন্য মুখিয়ে থাকলাম, ওটা আমার মেয়ের কর্ম স্থল সঙ্গে আমারও হাতের তালুর মতো পরিচিত স্থান।

  • @sangitajar6201
    @sangitajar6201 Год назад +1

    Khub bhalo laglo.. video ta... thank you 🙏🙏 dada... ato valo kore jananor jonno..🙏🙏

  • @anurupamanna1249
    @anurupamanna1249 Год назад +3

    মানসিক ভাবে প্রস্তুতি নিচ্ছি আগামী বছর তিরুপতি দর্শন করবো বলে ,প্রথমেই আপনার র ভি,ডি,ও পেলাম এবং দেখলাম ।ভালো লাগলো । আপনার দেওয়া সমস্ত তথ্য আমার কাজে লাগবে ।🙏

  • @sipraganguly1893
    @sipraganguly1893 Год назад +1

    Apñara khub bhalo share kolen .Mane holo çhokher samne sab dekhlam .Thank you.

  • @dfn924
    @dfn924 Год назад +3

    অসাধারণ!!! এতো সুন্দর informative video আমি আগে এরকম দেখিনি..... আপনার U.S.P এটাই।।

  • @anirbanpaul5752
    @anirbanpaul5752 Год назад +2

    মুগ্ধ হয়ে দেখলাম, উপলব্ধি করার চেষ্টা করলাম পুরোটা।
    অনবদ্য উপস্থাপনা একথা বলাই বাহুল্য।
    যেমন যথাযথ বিশ্লেষণ, তেমনই আবহ সঙ্গীতের নির্বাচন, সবটুকু যেন কিছুক্ষণের জন্য আমায় নিয়ে চলে গিয়েছিল তিরুমালায় বালাজীর পবিত্র সান্নিধ্যে।
    আর সর্বোপরি এই উপস্থাপনার মধ্য দিয়ে আপনার এক অভিজাত রুচিশীলতা যেন মূর্ত হয়ে উঠেছে।
    অসংখ্য ধন্যবাদ, সশ্রদ্ধ প্রণাম,
    সুস্থ থাকবেন, ভাল থাকবেন 🙏

    • @AnindyasTravelogue
      @AnindyasTravelogue  Год назад

      অনেক ধন্যবাদ আপনাকে 🙏 সঙ্গে থাকবেন, ভালো থাকবেন 🌹

  • @suklachatterjee9476
    @suklachatterjee9476 Год назад +7

    খুব সুন্দর দর্শন করালেন ভালো লাগলো অনেক ধন্যবাদ আপনাকে জানাই কারন আমার তিরুপতি যাওয়ার সৌভাগ্য হয়নি আবার অপেক্ষায় রইলাম পরের পর্ব কবে পাবো।

  • @suvrahaldar4761
    @suvrahaldar4761 8 месяцев назад +1

    জয় তিরুপতি বালাজি । আপনি এতো সুন্দর করে বিশ্লেষণ করলেন মনে হচ্ছে সব যেন ছবি হয়ে চোখের সামনে ফুটে উঠেছে । আর সাবলীল বাচনভঙ্গি মনোমুগ্ধকর ।আরো অনেক ভিডিও তৈরি করুন আমাদের জন্য । ভগবান আপনাদের এগিয়ে চলার শক্তি, সাহস আর আশীর্বাদ দেবেন । আমরাও প্রানভরে আপনাদের চোখ দিয়ে তীর্থ দর্শনের স্বাদ পাবো । অনেক ধন্যবাদ ।

    • @AnindyasTravelogue
      @AnindyasTravelogue  8 месяцев назад

      অনেক ধন্যবাদ 🙏 সঙ্গে থাকবেন 😍

  • @rajibchakraborty5020
    @rajibchakraborty5020 Год назад +6

    সত্যিই অদ্ভুত অতুলনীয় অনুভূতি জয় শ্রী ভেঙ্কটেশ্বর বালাজী কি জয় 🙏♥️🙏

  • @dr.samirroy8094
    @dr.samirroy8094 Год назад +2

    আপনার description খুব ভালো।

  • @sannitipathak4873
    @sannitipathak4873 Год назад +3

    অপূর্ব লাগলো দাদা। খুবই গুরুত্বপূর্ণ তথ্য দিলেন। সবাই উপকৃত হবে।

  • @subhrapaul9121
    @subhrapaul9121 11 месяцев назад +2

    Wonderful... Information... Long live.

  • @sayantanibasuroy580
    @sayantanibasuroy580 Год назад +3

    Darun laglo, and tomader chemistry ta just wow. love u both aunty and uncle.

  • @amitbanerjee1032
    @amitbanerjee1032 11 месяцев назад +1

    চমৎকার তথ্যসমৃদ্ধ উপস্থাপন

  • @nilaykumarbhattacharya4593
    @nilaykumarbhattacharya4593 Год назад +4

    জয় বালাজী।সহস্রকোটি প্রনাম জানাই ঠাকুর।
    খুব ভালো লাগলো।

  • @biplabchakraborty1205
    @biplabchakraborty1205 Год назад

    Khub sundor Tirupati Balaji darshan korlam apner ei osadharon videor maddhame🙏🙏🙏

  • @sourav2891
    @sourav2891 Год назад +3

    ভীষন তথ্য সমৃদ্ধ ভিডিও । Pondicheerry এর ব্লগ এর অপেক্ষায় থাকলাম ।

  • @debasispaul09
    @debasispaul09 Год назад +1

    Darun presentation & informative. Khub bhalo laglo. Age ami dui- teen bar giyechi.

  • @sonalibanerjee9060
    @sonalibanerjee9060 Год назад +3

    দারুণ দারুণ ভালো লাগলো দাদা আপনাদের দৌলতে বালাজি দর্শন করার সৌভাগ্য হোলো 🙏🙏

  • @tandraghosh9359
    @tandraghosh9359 5 месяцев назад +2

    অসাধারণ... কি সুন্দর দর্শন করালেন... তিরুপতি যাওয়ার খুব ইচ্ছে... মন দিয়ে দেখলাম... মন ভরে গেল।

  • @shibprasaddutta2658
    @shibprasaddutta2658 Год назад +3

    অনিন্দ্য দা ধন্যবাদ আপনাকে বাড়িতে বসে দর্শন করানোর জন্য ❤❤

  • @mylittleworldrimpa8201
    @mylittleworldrimpa8201 Год назад +1

    Eto sundor vhabai bojhalen vhison vhalo laglo , Mon chuye gelo .
    Jani na kokhono jete parbo kina .

  • @swarnadipdey4316
    @swarnadipdey4316 Год назад +5

    দীর্ঘ টুর, আশা করি আরও অনেক অচেনা জায়গার দর্শন পাব ।
    বালাজি দর্শন করানোর জন্য ধন্যবাদ সাথে ভৌগলিক বর্ননা

  • @samirankar4477
    @samirankar4477 Год назад +1

    আমি গত সেপ্টেম্বরের 13 তারিখ দর্শনকরে এসেছি। আপনার তথ্য গুলো সবার খুব কাজে লাগবে।

  • @sharmilabasak1548
    @sharmilabasak1548 Год назад +3

    Ato sundar upostapona. Ato bhalo bhabe Tirupati darsan karte pare khub bhalo laglo. Asankha danabad 🙏🙏

  • @dr.samirroy8094
    @dr.samirroy8094 Год назад +2

    খুব সুন্দর। ১৯৮০তে গেছিলাম।এত হ্যাপা ছিলনা। এদের লাইন সিস্টেম টা খুব ভালো

  • @sujataprasad409
    @sujataprasad409 Год назад +3

    Dada khub khub bhalo lagche
    . Apnar ai vlog ta..amar chok.e jol chole aseche.. bhagwan apnake.. khub bhalo rakhuk..❤❤❤❤❤❤❤❤

  • @subhrasarkar8008
    @subhrasarkar8008 Год назад +2

    Eto bhalo ar informative Tirupati darshan video You tube ar ditiyo nei.
    Thank you Aninda da

  • @subhasisray006
    @subhasisray006 Год назад +3

    এতো সুন্দর করে দর্শন করানোর জন্য ধন্যবাদ, জয় তিরুপতি বালাজি র জয় 🙏🙏

  • @asokechand3483
    @asokechand3483 Год назад +1

    তিরু পতি দর্শন খুব ভালো লাগলো অনিন্দ্য বাবু। খুব সুন্দর সঞ্চালন। ভিডিও গ্রা ফী ও বেশ সুন্দর। পরের এপিসোডের অপেক্ষায় থাকলাম

  • @durlovghosh9309
    @durlovghosh9309 Год назад +4

    Beautiful Tirupati darshan guide, Annidoda, many many thanks.

    • @biplabdeybiswas6541
      @biplabdeybiswas6541 10 месяцев назад

      খুব সুন্দর লাগলো। ইচ্ছা আছে cmc তে ডাক্তার দেখিয়ে ওখান থেকে ঘুরে আসার, জানিনা হবে কিনা। কারন অনলাইন টিকিট ডাক্তার না দেখিয়ে কাটতেও পারছি না।

  • @KRISHNAMITRA-bv5ui
    @KRISHNAMITRA-bv5ui Год назад +1

    অপূর্ব অপূর্ব খুব ভাল লাগল। এত খুটিয়ে খুটিয়ে আপনারা সবটা জানালেন তিরুপতি দর্শন যখন যাব খুবই উপকাব হবে।

  • @soumyakumar3790
    @soumyakumar3790 Год назад +3

    দাদা দারুন লাগলো । এবার আমিও যাবো । তোমার গাইড এ ❤❤❤

  • @kinkarmalakar2050
    @kinkarmalakar2050 Год назад +1

    খুব সুন্দর ভিডিও হয়েছে, দেখে ভালো লেগেছে

  • @trailokyamukherjee5799
    @trailokyamukherjee5799 Год назад +3

    অতুলনীয় লাগলো, আপনার দক্ষিণ ভারত বিজয় অব্যাহত থাকুক

  • @sudiptabhattacharjee1641
    @sudiptabhattacharjee1641 Год назад +1

    🙏Joy Tirupati Balaji🙏...Ato sundor kore apnara sob kichur bornona koren,nana info dan mone hoy sudhu sunei jai..boddo valo laglo..porer porber opekkhai roilam valo thakben..🥰🥰🙋🏻‍♂️

  • @som3450
    @som3450 Год назад +4

    এই ডিটেল টা খুবই উপকারে লাগবে সকলের, অনেক ধন্যবাদ। আর উপস্থাপনা র জবাব নেই। একটি কথা ,ঠাকুর ও কি বেশি পয়সা খরচ করলে তার/তাদের প্রতি বেশি ভালোবাসা দেন? মানুষের।মতোই আর কি 😀

    • @subhasissaha1630
      @subhasissaha1630 Год назад +1

      না ঠাকুরের কাছে ভক্তি আগে।
      খরচ নিজের মানসিক, শারীরিক আর অবশ্যই আর্থিক সামর্থ্য নির্ভর।

    • @subhadeepdas9353
      @subhadeepdas9353 9 месяцев назад +2

      Dekhun apni tirupati balaji r Hundi mane ja donation korben seta valo kajei jai TTD govt board tara oi taka ta die Swami venkataramana r seba r kaje lagai na oi taka die 2024 sale akta 350bed er sishu hospital toiri hocche aro anek valo kaj jemon school college institution vedic school college institution and others etc gulo toiri kore TTD sei donation er taka te r venkataramana r seva teou kaje lage tai doya kore eta bolben na thakur ki taka poisa chai are keou chai na kintu eta mathay rakhben sob somoy jib sevai shiv seva r tate ami ja takai donation den na keno oi taka te hospital hle akta sishur operation hbe taou free te apni ja takai den na keno apnaraou mongol i hbe 😊 bhogoban ke dile bhogoban tar double apnake firie debe karon bhogoban manusher moto oto selfish noi jay venkataramana Govinda Govinda ❤

  • @arnabmukherjee4270
    @arnabmukherjee4270 10 месяцев назад

    দারুণ দেখালি ভাই। সেই ছোট্টবেলায় মা-বাবার সাথে গিয়েছিলাম। হালকা হালকা মনে পড়লো। খুব সুন্দরভাবে পুরো গাইডেন্সটা পেলাম। 💖

  • @tanushreepal1312
    @tanushreepal1312 6 месяцев назад +12

    আমি 23শে মার্চ 2023 তিরুপতি দর্শন করে এসেছি, খুব খুব সুন্দর মনোরম পরিবেশে সুযোগ এলে আমি আবার যাব তিরুপতি বালাজি দর্শন করতে। 🙏🙏🚩🚩

    • @debashisbose2800
      @debashisbose2800 3 месяца назад

      Very nice ❤❤❤

    • @Drubo999
      @Drubo999 2 месяца назад

      Dada okhane Kolkata theke kivabe jabo 🌝

  • @sudipsamanta-b4o
    @sudipsamanta-b4o Год назад +1

    দাদা প্রথম মেই আমার তরফ থেকে ধন্যবাদ এত সুন্দর এত ডিটেলস পুঙ্খানুপুঙ্খভাবে ধরে ধরে সব খুটিনাটি বোঝানোর জন্য আরও নতুন নতুন। নতুন লোকেশনের ভিডিও দেখান

  • @tarunsarkar7542
    @tarunsarkar7542 Год назад +3

    দারুন লাগলো।👌👌

  • @ipsitachakraborty3754
    @ipsitachakraborty3754 11 месяцев назад

    খুব সুন্দর ভিডিও তি আপনার। খুব গুরুত্বপূর্ণ অনেক তথ্য আপনি জানিয়েছেন সহজ ভাষায়। আশাকরি আমরা যখন যাবো এই তথ্য গুলি আমাদের খুব কাজে লাগবে। আরো সুন্দর সুন্দর ট্রাভেল blog বানান এই অনুরোধ রইলো।

    • @AnindyasTravelogue
      @AnindyasTravelogue  11 месяцев назад

      অনেক ধন্যবাদ আপনাকে 🙏

  • @vmsrinivas6230
    @vmsrinivas6230 Год назад +4

    You have given such an accurate and flawless description of the procedures at Tirupati and Tirumala. I have been visiting Tirumala for the last 43 years and from the last three years every month. On 22nd November when I was at Tirumala I came across a gentleman from Bengal who was totally clueless about the place and had done no research although entire information is available on the internet. In his frustration he was blaming the temple administration. I hope such people see your video and educate themselves before coming to such a holy place. Excellent Video !👍👍👍

  • @anjanachakraborty8839
    @anjanachakraborty8839 Год назад +1

    Ajker episode jamon dristinandon tamon informative khub bhalo laglo.dujone bhalo thakben.

  • @parthasarathimukherjee2960
    @parthasarathimukherjee2960 Год назад +4

    Though I had the darshan of Lord Tirupati Balaji a few years ago, to me now it appeared to be extensively informative.

  • @chandranathlahiri7330
    @chandranathlahiri7330 Месяц назад +1

    Ami visit karechi 2007 , purano sab mane pare galo apnader vedio dekhe.

  • @shreyan8664
    @shreyan8664 Год назад +3

    Jai shree krishna namaste🙏

  • @10-anindyasundarghosal_7_h2
    @10-anindyasundarghosal_7_h2 Год назад

    Khub sundar laglo ,onek information pelam,Tilumalate sightseen gulo natun dekhlam bhlo laglo.

  • @ashimkumarghosal2549
    @ashimkumarghosal2549 Год назад +3

    দারুন লাগল আপনাদের এই প্রতিবেদন। পুরো ব্যাপারটা খুব সুন্দর বর্ণনা করেছেন। একটা complete information.

  • @ayanroy6036
    @ayanroy6036 11 месяцев назад +1

    অসাধারণ, আপনার বাচন ভঙ্গি, তথ্য অসাধারন। মনে হচ্ছে আপনি একজন পেশাদার রিপোর্টার। ধন্যবাদ।

  • @somachakrabarty1634
    @somachakrabarty1634 Год назад +3

    Thank you is too small a word for the elaborate explanation. Wishing to go there when He calls. Om Venkateshwar Balaji namo namaha 🙏🙏

  • @SubhmayGupta-ot8me
    @SubhmayGupta-ot8me Год назад +2

    দারুন ইনফরমেটিভ লাগলো, অনিন্দদা-বৌদির জবাব নেই, দর্শকদের বাড়িতে বসেই ঘুরিয়ে দিচ্ছে.

  • @asitbanerjee125
    @asitbanerjee125 Год назад +9

    আমরা দুইবার থিরুমালা দর্শন করি য়াছি,১৯৯৬তে ৪টাকা,পরে২০১২তে৫০টাকার টিকিটে দর্শন,প্রথমে ২ঘন্টায়,পরে ৩ ঘন্টায় দর্শন, আপনার ক্যামেরার চোখে, থিরুমালা সাইট সিন দর্শন সুন্দর করে পাওয়া,আপনারা সুস্থ থাকুন

    • @AnindyasTravelogue
      @AnindyasTravelogue  Год назад +1

      অনেক ধন্যবাদ আপনাকে 🙏 ভালো থাকবেন 😍

    • @PolyManna-qb4wl
      @PolyManna-qb4wl Год назад +1

      দারুণ লাগল,ধন্যবাদ।

    • @asitbanerjee125
      @asitbanerjee125 Год назад

      ধন্যবাদ ,আপনারা সুস্থ থাকুন,ভগবানের কাছে প্রার্থনা জানাই

  • @mallikamondal636
    @mallikamondal636 Год назад +2

    আপনার ভিডিও টি খুব সুন্দর । অনেক কিছু জানতে পারলাম । যেহেতু আমরা 10th December কলকাতা থেকে তিরুপতি উদ্দ্যেশ্যে রওনা দিচ্ছি ।আশা করি ভগবানের আশীবাদে আমাদের সব কিছু ভাল হবে ।

    • @AnindyasTravelogue
      @AnindyasTravelogue  Год назад +1

      অনেক ধন্যবাদ আপনাকে । আপনাদের যাত্রা শুভ হোক 🌹

  • @abhishekghoshal6053
    @abhishekghoshal6053 Год назад +1

    asadharon Tirupati Balaji Mandir, Joy Sri Sri Tirupati Balaji , apurbo prakritik poribesh

  • @shantaroychowdhury2034
    @shantaroychowdhury2034 11 месяцев назад +2

    ধন্যবাদ ভাই খুব ভালো লাগলো, সব শুনে, বুকিং নেই বলে ...বেঙ্গালোর থেকে যাওয়া হয়নি।

  • @KaberiKundu-p4w
    @KaberiKundu-p4w 10 месяцев назад +1

    এত সুন্দর বলেছেন সব জানাগেল

  • @tirthasankarghosal2834
    @tirthasankarghosal2834 Год назад +2

    Bhai thanks, eto details konodin paini ❤

  • @samarb9329
    @samarb9329 Год назад +2

    Darun.
    Khub punyyo holo, sathey valo trip.
    All the best...😊😊

  • @pueroy1771
    @pueroy1771 Год назад +1

    Khub sundor video ta ...khub bhalo information dan apni...thanks

  • @subhankarghosh6150
    @subhankarghosh6150 Год назад +1

    আপনি কি Def.Per. এতো সুন্দর ও স্পষ্ট করে বলেছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি তো ভাবতাম কালীঘাট ই যেন সবচেয়ে ....

  • @amitmajumder5451
    @amitmajumder5451 Год назад +1

    Om namah bhagabate basudebay...🌼🙏
    Khub e valo laglo hari k darshan kore...valo thakben.

  • @shampachakraborty7031
    @shampachakraborty7031 Год назад

    Khub valo laglo anek kichu jana gelo

  • @debashisghosh6506
    @debashisghosh6506 Год назад +1

    দাদা আপনাকে অনেক ধন্যবাদ
    অনেক কিছু জানতে পারলাম

  • @aindrilabasu8365
    @aindrilabasu8365 День назад

    আমিও 2022 এ অনলাইন টিকিট কেটে অপূর্ব দর্শন করতে পেরেছি। গোবিন্দ।

  • @mahuasinha7594
    @mahuasinha7594 Год назад +1

    Osadharon! Onobodyo! Daruuuun laglo!

  • @nihardas3575
    @nihardas3575 Год назад +2

    খুব ভালো লাগলো। জয় তিরুপতি l

  • @banasreebasu3542
    @banasreebasu3542 Год назад

    Apnar uposthapona khubi sundor Dada ❤

  • @sipradebnath2635
    @sipradebnath2635 6 месяцев назад

    খুব গুরুত্বপূর্ণ তথ্য আপনি এতো সুন্দর করে বলেছেন যা অন্য কোথাও পাওয়া যাবে না। খুব সুন্দর।

  • @jayasreedas952
    @jayasreedas952 Год назад +1

    অসম্ভব সুন্দর তিরুপতি বালাজী দর্শন করলাম আপনার সুন্দর ভিডিও টির মাধ্যমে আপনাকে অনেক ধন্যবাদ ।

  • @jogmayananda112
    @jogmayananda112 6 месяцев назад +1

    আমি বছর সাতেক আগে দর্শন করেছ। অপূর্ব স্মৃতি। তিরুপতি লজে ছিলাম। টুরিস্ট ‌বাসে গোটা দক্ষিন ভারত ভ্রমন। অনেক সময় লাগে।পরপর তিনটি ঘরে অপেক্ষা করে করে শেষে দর্শন। ভুলে গেছি এত উপরে আছি। লাড্ডু যেন অমৃত
    হরে হরে গোবিন্দ

  • @stephenbusinessschool5961
    @stephenbusinessschool5961 11 месяцев назад +1

    Ami kal jachhi. Onek help holo apnar video dekhe

    • @Drubo999
      @Drubo999 2 месяца назад

      Kolkata theke kivabe jete hoy ,,r koto time lage

  • @dey.bhaskar
    @dey.bhaskar Год назад +1

    সত্যিই অসাধারণ, আপনারা এতো সুন্দর করে narrate করলেন, তা প্রশংসার যোগ্য 🙏🙏

  • @biswajitgoswami1355
    @biswajitgoswami1355 Год назад +1

    তিরুপতিতে যে বালাজি ছাড়াও এতগুলো স্পষ্ট আছে তা আপনি প্রথম জানালেন সাথে পেলাম স্পষ্ট গুলোর সম্পুর্ন ইতিহাস মন ছুঁয়ে গেল

  • @tapasisanyal3350
    @tapasisanyal3350 Год назад

    Asadharan laglo dada, balaji darsan holo na bote kintu anek kichu dekha sona jana holo. Thank you🌹

  • @satyajitkundu5516
    @satyajitkundu5516 Год назад

    Khub sundor khub bhalo laglo

  • @sunitachaudhury5781
    @sunitachaudhury5781 Год назад +2

    দারুন লাগলো তিরুপতি দর্শন

  • @mousumibanerjee5637
    @mousumibanerjee5637 Год назад

    Etto sundar bhalo aapnar vlogs! Ami aar amar husband bheeshon bhalobasi apnar vlogs gulo dekhte, apnara dujonei bheeshon bhalo!
    Etto detail e apnara dujon dekhan je amra mugdho hoye dekhi. Tobe so cheye bhalo lage Rai er hashi! Kii mishti ore hashi ta! Tirupati gechhi kintu ekhon jeno abar notun kore dekhlam!
    GOVINDA GOVINDA 🙏🙏

    • @AnindyasTravelogue
      @AnindyasTravelogue  Год назад

      আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ 😍🌹

  • @ranjitbanerjee9205
    @ranjitbanerjee9205 Год назад

    Khub sundar laglo. Thanks.

  • @p0rtiapaul826
    @p0rtiapaul826 Год назад +1

    দারুন ভালো লাগলো। পন্ডিচারী দেখার অপেক্ষায় রইলাম। ভালো থাকবেন। 🙏

  • @shyamalbasu3017
    @shyamalbasu3017 6 месяцев назад +1

    Apnar Description khub Sundor .God bless you..Paribarer Sobbai ke nea bhalo thakben..🙏🙏

  • @sarmilamanna8380
    @sarmilamanna8380 Год назад

    Thank u Aninda da....darun vlog..very informative
    Tomader dekhe e mon bhore jaye..

  • @niveditaghosh1773
    @niveditaghosh1773 Год назад

    অসাধারণ লাগল এই দুটি ভিডিও। জানতে পারলাম বালাজী দর্শনের পূর্বে দেবী পদ্মাবতীর দর্শনের এই সুন্দর রীতির বিষয়ে। এবং আরো কিছু সুন্দর মন্দির ও দেখলাম । এই পর্বে বালাজী দর্শনের যে অভিজ্ঞতা এবং সমস্ত প্রয়োজনীয় তথ্য আপনাদের অসাধারণ উপস্থাপনার গুনে অনবদ্য। বোন বুবুর বয়োজ্যৈষ্ঠ ভ্রমণার্থীদের প্রতি যে স্নেহমিশ্রিত সাবধানবানী সত্যিই হৃদয় ছুঁয়ে যায়। ভারী আন্তরিক এই উৎকন্ঠা টুকু। অনেক ধন্যবাদ এই সুন্দর ভিডিওটির জন্য। ভাল থাকবেন । সুস্থ থাকবেন। অনেক শুভেচ্ছা রইল।

    • @AnindyasTravelogue
      @AnindyasTravelogue  Год назад

      এত সুন্দর মতামতের জন্য আপনাকে অনেক ধন্যবাদ 🙏 ভালো থাকবেন 🌹

  • @antalinasaha5370
    @antalinasaha5370 Год назад

    Uncle aunty Apnara dujonei khub Misti r vison valo moner manush...Apnader sathe dekha korar echa roilo❤ Valobasa neben....

  • @pubalighosal4548
    @pubalighosal4548 6 дней назад

    Apnader block dyakha suru korechi...durdanto lagche...besh tothyomulok...really mind blowing...aar apnara khub energetic 🌹🌺🙏

  • @harendranathghosh189
    @harendranathghosh189 Месяц назад +1

    khub khub sundor laglo.

  • @deepgaroi4189
    @deepgaroi4189 Месяц назад +1

    আমায় খুব খুব ভালো লেগেছে অনেক অনেক ধন্যবাদ আরো অনেক ভিডিও ছাড়বে
    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @anitabiswas5662
    @anitabiswas5662 Год назад +1

    Darun information pelam , valo thakben dada boudi 🙏🙏

  • @ratnasree737
    @ratnasree737 Год назад +1

    অসাধারণ লাগলো very informative blog 😊 thank you so much

  • @kayaljitesh
    @kayaljitesh Год назад +1

    অনিন্দ্য দা এবং বৌদিমনি, আপনাদের এতো সুন্দর পরিবেশনা যে মানস ভ্রমণ হয়ে যায় বার বার। আর এতো সুন্দর করে তথ্য গুলো কে সাজিয়ে দেন, যে কেও অতি সহজেই ভ্রমণ সূচি বানিয়ে ফেলতে পারে। আমি আপনার দেয়া তথ্য নিয়েই কাশী বারানসি ভ্রমণ পরিকল্পনা করেছিলাম গতবছর। আমার ৩ বছর থেকে ৭৫ বছর অব্দি সদস্যের এর লম্বা চওড়া (১৪ জনের ) পরিবার, তাই নিখুঁত পরিকল্পনা ছাড়া যেতে পারিনা । বাবা মা কে নিয়ে দক্ষিণ ভারত যাওয়ার পরিকল্পনা করছিলাম, আপনার ভিডিও গুলো ভীষণ ভাবে সময়োচিত হলো আমার জন্য। ভীষণ ভালো লাগছে, আগামী এপিসোড গুলোর অপেক্ষায় থাকলাম।

    • @AnindyasTravelogue
      @AnindyasTravelogue  Год назад

      অসংখ্য ধন্যবাদ আপনাকে 🙏

  • @bananitapadar6886
    @bananitapadar6886 6 месяцев назад

    দারুন লাগলো। এতো ভালো করে সমস্ত টা দেখানোর জন্য ধন্যবাদ। আমার তিরুপতি যাওয়ার ইচ্ছে আছে। জানিনা কবে হবে। জয় বালাজী। জয়। 🙏

  • @goutammajumdar5992
    @goutammajumdar5992 3 месяца назад

    অসাধারণ ভিডিওটা। এতো নিখুঁত করে বর্ণনা করেছেন যে কারুর কোনো অসুবিধা হবার কথা নয়। অসাধারণ। আরো তীর্থ ভ্রমণ কথা শোনার অপেক্ষায় রইলাম। আবার বলি অসাধারণ। নিখুঁত। ধন্যবাদ