শবে মেরাজ সম্পর্কে প্রচলিত ভুল ধারণা Shab-e-Meraj || Maulana Mozammel Haque
HTML-код
- Опубликовано: 5 фев 2025
- মেরাজ ঘটেছিল মুহাম্মদ (সাঃ)-এর নবুয়্যত বা ঐশ্বিক বাণী প্রাপ্তির দশম বছরে। মেরাজের ঘটনায় দুটো অংশ ছিল:
আল-ইসরা বা জেরুজালেমে নৈশ-ভ্রমণ
মেরাজ বা ঊর্ধ্বারোহণ বা স্বর্গারোহণ।[৪]
একটি বর্ণনায় পাওয়া যায় : নবুয়্যতের দশম বছর, সাত মাস; ২৭ রজব তারিখে মুহাম্মাদ, আবু তালিবের মেয়ে হিন্দার(উন্মেহানী) বাড়িতে ছিলেন। আবার অন্য হাদিসে বর্ণিত হয়েছে, ঐ রাতে মুহাম্মদ কাবাতে ঘুমান, এবং তিনি কাবা'র ঐ অংশে ঘুমান, যেখানে কোনো ছাদ ছিল না (হাতিম)।[৪]
হিন্দার বিবরণ থেকে জানা যায়, ঐ রাতে, মুহাম্মদ(সা:), রাতের প্রার্থনা সেরে ঘুমাতে যান। খুব ভোরে মুহাম্মদ(সা:) উঠে সবাইকে জাগালেন এবং নামাজ আদায় করলেন। হিন্দাও তাঁর সাথে নামাজ আদায় করলেন। নামাজ শেষে মুহাম্মদ(সা.) জানালেন,
“ ও উম্মেহানি (হিন্দার ডাক নাম), এই ঘরে আমি তোমাদের সাথে প্রার্থণা করেছি। যেমন তোমরা দেখেছ। তারপর আমি পবিত্র স্থানে গিয়েছি এবং সেখানে প্রার্থণা সেরেছি। এবং তারপর তোমাদের সাথে ভোরের প্রার্থণা সারলাম, যেমন তোমরা দেখছো।[তথ্যসূত্র প্রয়োজন] ”
আনাছ (রা.) মালেক ইবনে সা’সাআ’হ (রা.) হতে বর্ণনা করেছেন, নবীকে ছাল্লাল্লাহু আলাইহি অসাল্লাম যেই রাত্রে আল্লাহ তাআলা পরিভ্রমণে নিয়ে গিয়েছিলেন সেই রাত্রের ঘটনা বর্ণনায় সাহাবীগণের সম্মুখে তিনি বলেছেন, যখন আমি কা’বা গৃহে উন্মুক্ত অংশ হাতীমে (উপনীত হলাম এবং তখনও আমি ভাঙ্গা ঘুমে ভারাক্রান্ত) ঊর্ধ্বমুখী শুয়ে ছিলাম, হঠাৎ এক আগন্তক ফেরেশতা জিবরাইল (আ.) আমার নিকট আসলেন (এবং আমাকে নিকটবর্তী/ জমজম কূপের সন্নিকটে নিয়ে আসলেন)। অতঃপর আমার বক্ষে ঊধর্ব সীমা থেকে পেটের নিম্ন সীমা পর্যন্ত চিরে ফেললেন এবং আমার হৃৎপিণ্ড বা কল্বটাকে বের করলেন। অতঃপর একটি স্বর্ণপাত্র উপস্থিত করা হল, যা পরিপক্ব সত্যিকার জ্ঞানবর্ধক বস্তুতে পরিপূর্ণ ছিল । আমার কল্বটাকে (জমজমের পানিতে) ধৌত করে তার ভিতরে ঐ বস্তু ভরে দেয়া হল এবং কল্বটাকে নির্ধারিত স্থানে রেখে আমার বক্ষকে ঠিকঠাক করে দেয়া হল। অতপর আমার জন্য খচ্চর হতে একটু ছোট, গাধা হতে একটু বড় শ্বেত বর্ণের একটি বাহন উপস্থিত করা হল তার নাম “বোরাক”, যার প্রতি পদক্ষেপ দৃষ্টির শেষ সীমায়। সেই বাহনের উপর আমাকে সওয়ার করা হল। ঘটনা প্রবাহের ভিতর দিয়ে জিবরাইল (আ.) আমাকে নিয়ে নিকটবর্তী তথা প্রথম আসমানের দ্বারে পৌঁছিলেন এবং দরজা খুলতে বললেন। ভিতর হতে পরিচয় জিজ্ঞাসা করা হল, জিবরাইল স্বীয় পরিচয় প্রদান করলেন। অতঃপর জিজ্ঞাসা করা হল, আপনার সঙ্গে কে আছেন? জিবরাইল বললেন, মুহাম্মদ (সা.) আছেন। বলা হল, (তাঁকে নিয়ে আসার জন্যই তো আপনাকে) তাঁর নিকট পাঠান হয়েছিল? জিবরাইল বললেন হাঁ। তারপর আমাদের প্রতি মোবারকবাদ জানিয়ে দরজা খোলা হল। গেটের ভিতরে প্রবেশ করে তথায় আদম (আ.)-কে দেখতে পেলাম । জিবরাইল আমাকে তাঁর পরিচয় করে বললেন, তিনি আপনার আদি পিতা আদম (আ.), তাঁকে সালাম করুন। আমি তাঁকে সালাম করলাম। আমার সালামের উত্তরদানে আমাকে “সুযোগ্য পুত্র ও সুযোগ্য নবী” আখ্যায়িত করলেন এবং খোশ আমদেদ জানালেন ।
অতপর জিবরাইল আমাকে নিয়ে দ্বিতীয় আসমানের দ্বারে পৌঁছিলেন এবং দরজা খুলতে বললেন। এখানেও পূর্বের ন্যায় কথোপকথন হল এবং শুভেচ্ছ মোবারকবাদ জানিয়ে দরজা খোলা হল। ভিতরে প্রবেশ করে তথায় ইয়াহইয়া (আ.) ও ঈসা (আ.)-এর সাক্ষাৎ পেলাম; তাঁদের উভয়ের নানী পরস্পর ভগ্নী ছিলেন। জিবরাইল আমাকে তাঁদের পরিচয় দানে সালাম করতে বললেন, আমি তাঁদেরকে সালাম করলাম। তাঁরা আমার সালামের উত্তর প্রদান করত “সুযোগ্য ভ্রাতা সুযোগ্য নবী” বলে আমাকে খোশ আমদেদ জানালেন।
অতঃপর জিবরাইল (আ.) আমাকে নিয়ে তৃতীয় আসমানের দ্বারে পৌঁছিলেন এবং দরজা খুলতে বললেন। তথায়ও পূর্বের ন্যায় কথোপকথনের পর শুভেচ্ছা স্বাগত জানিয়ে দরজা খোলা হল। ভিতরে প্রবেশ করে ইউসুফ (আ.)-এর সাক্ষাৎ পেলাম । জিবরাইল (আ.) আমাকে তাঁর সাথে পরিচয় করিয়ে সালাম করতে বললেন; আমি তাঁকে সালাম করলাম তিনি সালামের উত্তর দান করত আমাকে “সুযোগ্য ভ্রাতা ও সুযোগ্য নবী” বলে মোবারকবাদ জানালেন । অতঃপর আমাকে নিয়ে জিবরাইল চতুর্থ আসমানের নিকটে পৌঁছিলেন এবং দরজা খুলতে বললেন। সেখানেও পূর্বের ন্যায় প্রশ্নোত্তরের পর শুভেচ্ছা স্বাগত জানিয়ে দরজা খোলা হল । ভিতরে প্রবেশ করে আমরা তথায় ইদ্রিস (আ.)-এর সাক্ষাৎ পেলাম । জিবরাইল(আ:) আমাকে তাঁর পরিচয় করিয়ে সালাম করতে বললেন। আমি তাঁকে সালাম করলাম। তিনি সালামের উত্তর দিলেন এবং “সুযোগ্য ভ্রাতা ও সুযোগ্য নবী” বলে আমাকে মারহাবা জানালেন। অতঃপর জিবরাইল আমাকে নিয়ে পঞ্চম আসমানে পৌঁছিলেন এবং দরজা খুলতে বললেন। এই স্থানেও পূর্বের ন্যায় প্রশ্নোত্তর চলার পর শুভেচ্ছ ও মোবারকবাদ দানের সাথে দরজা খোলা হল। আমি ভিতরে পৌঁছিয়া হারুন (আ.)-এর সাক্ষাৎ পেলাম জিবরাইল আমাকে তাঁর পরিচয় দানে সালাম করতে বললেন। আমি সালাম করলাম।
অধ্যক্ষ মাওলানা মোজাম্মেল হক সাহেবের
লিখিত তাফসীর ও বই পেতে যোগাযোগ করুন
মোবাইল:- WhatsApp/Imo-- 01777696122
"তাফসীরুল ওয়াফী( ০১ম থেকে ১০ম খন্ড) এবং 'আলো-আঁধার'
সিরিজের বইসমূহ
১.ঈমান ও শিরক,
২.ঈমান ও আখিরাত,
৩.সত্য দলের পরিচয়,
৪.মানুষেরবর্তমান
৫.মানুষের অতীত,
৬.মানুষের ভবিষ্যত
৭.কুরআন-হাদিস-ফিকাহ
৮.কুরআনের পরিচয় এবং
৯. বই ‘স্বামী-স্ত্রী একে অপরের পোশাক’
১০. পঞ্চাশ হাজার বছরের সময় একদিন
১১. সংস্কার-১
This Product © all the Copyright reserved by “aloadharbd”. Any unauthorized reproduction, redistribution, or re-upload is strictly prohibited of this material. Legal action will be taken against those who violate the copyright of the following material presented!
🆂🆄🅱🆂🅲🆁🅸🅱🅴 🅲🅾🅼🅼🅴🅽🆃 🆂🅷🅰🆁🅴
#Shab-e-Meraj #mau_mozammel_haquer #bangla_waz
লিখিত তাফসীর ও বই পেতে যোগাযোগ করুন মোবাইল:- WhatsApp/Imo-- 01777696122
একদম সত্যি কথা বলেছেন । হুজুরের আলোচনা সমর্থন যোগ্য।
আমার পক্ষথেকে হুজুরে অশংখ্য ছালাম ও দোয়া। সাইদী হুজুরের পরে মোজাম্মেল হক হুজুরকেই আমি ভালোবাসি একমাত্র আল্লাহর জন্য
ওনার চেহারায় কেনজানি খুব পবিত্র মনে হয়। আল্লাহ আপনি উনার হায়াত বৃদ্ধি করুন
মা-শা আল্লাহ আলাইকুম প্রিয় উস্তাদ জি ❤❤
অসাধারণ!!
উনি নাকি হাদীস মানেন না 😢😢😢
একদম ঠিক মনে হচ্ছে আলোচনা
আলহামদুলিল্লাহ! সত্য জানতে পারলাম।
Alhamdulillah.Allah bless you. ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
আলহামদুলিল্লাহ হুজুরের নেকহায়াত দানকরেন
সঠিক কথা বলেছেন তিনি অন্যান্য আলেম অবান্তর কথা বলে।
জাযাকাল্লাহু খাইর
মাশাআল্লাহ
চমৎকার বিশ্লেষণ
আলহামদুলিল্লাহ
আমি ইতিপূর্বে ওনার বক্তব্য শুনি নি, লক্ষ্য করে দেখেছি ওনার বক্তব্য যুক্তিপূর্ণ। অন্তত এই ভিডিওটি দেখে আমার তাই মনে হয়েছে। অবান্তর গল্প-গুজব করেন না।
একই রাতে উনি বিভিন্ন জায়গায় ভ্রমণ করার বিষয়টি সম্ভবত অনুমান সর্বস্ব।
জাযাকাল্লাহ
Alhamdulla good ❤❤❤❤❤❤
thank you for your good transaletion
ওনার ব্যাপার হলো, কোরআন মানি কিন্তু হাদিস মানি না😂😂
May Allah Bless You
আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ
হাদীসের গল্প না বলে না শুনে কোরআনে আল্লাহ্ পাক যা বলেছেন আমাদের সেই টি বলা এবং শোনা উচিৎ।
Hadis ki golpo?
@ic8001 নবী করিম সঃ মৃত্যুর 250 বছর পর হাদীস সংকলন হয়েছে। ওনারা কোথায় এতো সব পেয়েছেন?
হাদীস অমান্য কারিরা কাফের। সবধান তাদের থেকে। ইমান বাচান।@@zakiabegum2068
@@ic8001 ha, quran er bayre jesob bornona hadis diyeche segulo golpo.
সূরা বাকার ১৮৮ নং আয়াতের আলোচনা করুন যাতে মানুষ অন্যের সম্পদ আত্মসাৎ করতে ভয় পেতে পারে ।
Mashallah
Right
হুজুর মেরাজে যাওয়ার সময় রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাই সাল্লাম ফজরের নামাজ শেষ করে মেরাজে যান কিন্তু রসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম তিনি পাঁচ ওয়াক্ত নামাজ নিলেন শবে মেরাজে গিয়ে তার আগে কিভাবে ফজরের সালাত আদায় করলেন এটুকু ব্যাখ্যা করে বলে দিবেন।
Alhamdulliah/subhanallah/amin.
হাদিসের গ্রহণযোগ্যতার ব্যাপারে আপনার মতামত সঠিক মনে হচ্ছে❤❤❤ ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
হাদিস যাচাই করতে হবে কোরআন দিয়ে ।কারণ কোরআন ১০০% সহীহ। কোরআনের ব্যাপারে আল্লাহ স্বয়ং গ্যারান্টি দিয়েছেন।
যাচাই করার কি আছে কোরআন মানলেই তো হয়
Thanks for your lecture
বারাকাল্লাহু ফি হাইয়াতিহি
সবচেয়ে বড় বিষয় হচ্ছে রাসূলে পাক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম আল্লাহর বন্ধু পৃথিবীর সৃষ্টির পর থেকে কেয়ামত পর্যন্ত যত মানুষ আসবে যত কিছুই আসবে সবচেয়ে জ্ঞানী হচ্ছেন রাসূলে পাক সাল্লাল্লাহু আলাই সালাম, অতএব নামাজ নিয়ে 50 থেকে 5 এ যে গল্প সেটা শুধু গল্প ইহুদীদেরই গল্প, মুসা আলাই সালাম কে রাসুলে পাকের উপর স্থান দেওয়ার প্রচেষ্টা,
আলহামদুলিল্লাহ - জনাব শুনলাম যখন নবুয়ত পেলেন তখন জিবরাঈল আ: কে প্রথম দেখলেন ।
আসল সুরতে দুইবার দেখেছেন, হুযুর সেটাই বললেন, আর বাকী বার মানুষের সুরতে দেখেছেন।।
ما شاء الله
বিভক্তি বৈষম্য তৈরি করা উচিৎ নয়
হতে পারে এর জন্য হাশরের মাঠে আপনাকে কঠিন বিচারের মুখামুখি হবে ইনশাআল্লাহ!
😊
❤❤❤
Alhamdullah.
বেশ কিছুদিন আগে দেখেছিলাম
❤❤❤❤❤❤❤❤❤
হুজুর, তাহলে নামাজ কখন ও কয় ওয়াক্ত আদায় করতে হবে?
কোরআন হাদিসের হুকুম গুলোর ওয়াজ করেন টিপস আকারে কিতাব লিখুন যাতে পাবলিক উপকার পাইবেন
হুজুর নবী (সা) মিরাজ থেকে ফিরে দেখেন অজুর পানি গড়িয়ে যাচ্ছে, এই কথাটা কি সহি ? এইটা কোথায় আছে আমার জানা খুব প্রয়োজন। যদি দয়া করে বলেন।
The way this gentleman critics, it indirectly serves the purpose of the enemies of Islam.
কোরান কি বলে।সেটাই আমাদের দেখা উচিত। আললাহ আকবর
আপনার সাথে আমি একমত আছি অনেক কথায়,,, হাদীস বলতে কোরআন করীম,,
আপনার বোঝার ভুল আছে হাদিস বলতে কুরআন কারীম নয়, কোরআনের সাথে হাদিসের সাদৃশ্য থাকতে হবে সেটা বলেছেন উনি।
❤❤❤❤❤❤❤❤❤❤❤ you
যারা হাদিস মানেন না, তারা অমুসলিম। পবিত্র কুরআন এবং হাদিসের আলোকে ইসলাম। এসব বিভক্তি তৈরি করা উচিত হচ্ছে না আপনার।
আমি কুরআন থেকে বুঝছি হাদিস দুই প্রকার উত্তম হাদিস ও বানোয়াট হাদিস ৩৯:২৩,৩১:৫
আপনার আলোচনা সঠিক ।
কোরআনের আয়াত বললে, তার নাম্বার সহ বলার অনুরোধ রইলো।।
ভালো কথা
তাহলে বুঝা যায় মুসা নবী বুদ্ধিমান বেশী।
প্রথম বারের দেখাটা কি কোরআনে উল্লেখ আছে?
আসসালামু আলাইকুম। পূর্ণ সময় আল্লাহ্ তায়ালাকে দেওয়ার ওয়াদা মানুষ করেছিলেন কি?
কোরআনের ২/৩ টা আয়াত বাদে বকি তথ্য গুলো কোথায় পেলেন??
Assalamualaikum hujur alhamdulillah ❤
জানাব তাফসির পরে আগে কোরআন সহীহ করে পড়া শিখেন
হুজুর ছিদ্দিক অর্থ বিশ্বাসী নাকি সত্যবাদি।
কোর আন সত্য কিন্তু সব হাদিস সত্য নাও হতে পারে।
কোরআনের সাথে সামঞ্জস্যতাপূর্ন হাদিসই সহি হাদিস।
Hujur beginning was okay while u were inside Quran. But if the salat in masjidul aksha so important then Allah must hv mentioned through Quran, which didn’t. Moreover if Allah has declared ibrahim nobi is father of Muslim Jahan, then how come Mohammed has perform as imam of all nobi and ibrahim nobi has perform regular Musolli. Make no sense. Moreover the story of salat for 5 times I/o 50 make no sense as all nobi must follow the instructions from Allah rather than negotiate with number of salat. It’s unfortunate.
Ai lokti hadis asikarkari musalman. Sabdhan.
হুজুর আপনি যে কথাটা বললেন যে সে তাকে আরেকবার দেখেছে সিদ-রাতুল মুনতাহার কাছে, আসলে শব্দটা আরেকবার নয, অনেকবার হবে। কথাটা হবে সে তাকে অনেকবার দেখেছে সিদরাতুল মুনতাহার কাছে। আশা করি আপনি এটা ভালো করে যাচায় করে দেবেনেন ধৈন্যবাদ।
কিন্তু মেরাজ নিয়ে বিতর্ক কেন? কেউ কেউ বলে ওই রাতে উম্মে হানীর ঘরে ছিলেন নবীজি। আপনার মতামত হানতে পারি কি
কোরআনে আছে আল্লাহর রাসুলে কিছু নির্দশন দেখান।
কি নিদর্শন দেখানো হয়েছে তা বলে নাই।
হাদিস নামের বিষয় গুলো অবান্তর হতেও পারে বা ঐচ্ছিক।
আগেও নামাজ ছিল, নতুন করে নামাজ আনবে কেন?
মুসা আঃ ভালো জানে আল্লাহ জানে না ৫০ ওয়াক্ত নামাজ পারবে কি না, অথচ মুসা আঃ জানেন।
মুসা কি আল্লাহ থেকে বেশি জানে?
সাত আসমানে দেখা হয়েছেএক এক করে কোরআনের কোথায় আছে?
ভাই সঠিক কথা বলেছেন।
শবে মেরাজের বিষয়টি একটি কাল্পনিক ঘটনা। এধরণের কাল্পনিক ঘটনা প্রতিটি ধর্মেই আছে। এসবের কোন অস্তিত্ব নাই। ইসলামের ২৫০ বছর আগে আরদা ভিরাজ নামক এক ধর্ম যাজক একই কাহিনী প্রচার করেছিল। যার পুরাঘটনার সংগে শবে মেরাজের গল্পের মিল পাওয়া যায়। এসব হলো হাদীসের মাধ্যমে পাওয়া। আসলে একটা সত্য এসব অন্ধবিশ্বাসের বিষয়। সমস্যা বাধল ৫০ ওয়াক্ত নামাজের কাহিনীটি। যে নামাজ কাফের মুসলিমকে পৃথক করে সে বিষয়ে কোরআনে পাচ ওয়াক্তের বিষয়ে কিছু নাই, এটা প্রতিষ্ঠিত করতেই এই শবে মেরাজের কাহিনীর সূত্রপাত।
সঠিক প্রশ্ন। ওরা ইসলামকে কলঙ্কিত করে ফেলছে। একমাত্র কোরআন ছাড়া মুসলিমদের অন্য কোনো গ্রন্থ পড়ার আবশ্যক নেই। একথা কোরআনেই আছে। হাদীসে হয়তো অনেক কথা সত্য আছে, কিন্তু আমি জানবো কিভাবে?
bakra 285 Hyatt Meetha /
Er kotha moto namaj 3oatkh,
দুইটা মরন কিভাবে?
দুই রাকাত করে বলতে কি বোঝালেন আশাকরি জানাবেন
এই হলো প্রকৃত আলেম সুন্দর করে কথা বললেন কোনো হাক ডাক চিল্লাচিল্লি ছারা
Tomar ki matt,
মক্কা মদনা ৬৪০ মাইল কিভাবে হবে।
শুধু ফেতনাবাজিতে ব্যাস্ত।
Masjidul aksa holo urdho jogote baitul mamur.
হুজুর এই মেরাজ কুরআনের লেখা আছে স্বপ্নযোগে ।
কোথাও স্বপ্ন লেখা নাই
ভাই কুরআনের কোন সূরায় কত নাম্বার পাড়ায় লেখা আছে জানান
এমনি মানুষ কোন রকম নামাজী ,(কম লোক)নাই কোনো ঐক্য,,উপরন্ত এমন বিষয় আলোচনা করছেন .. কি চান আরো বিভক্তি..?আব্দুল্লা বিন আ:রাজ্জাকের বক্তব্য,কাজী ইব্রাহিমের মতো শিক্ষক কে ফলো করুন...
কাজী ইব্রাহীম এর মাথাই ঠিক নাই
কাজী ইব্রাহিমকে ফলো করা বন্ধ করুন।আব্দুর রাজ্জাক সাহেবের বক্তব্য সাবধানে শুনতে পারেন।
A. Razzak Ohabir Dalal
সালাম......আমি এই পর্যন্ত মোজাম্মেল হক সাহেবের আলোচনা এবং পবিত্র কুরআনের অর্থ/বিশ্লেষণ শুনে যাই বুঝতে পেড়েছি....তিনি দল সৃষ্টি করতে নিষেধ করেন...তিনি বলেন আল্লাহ পাক বলেছেন দুটি দল.....কাফের এবং মোমেন.....
আপনাদের দায়িত্ব হলো সমাজে সঠিক ভাবে পবিত্র কোরআনের অর্থ , বিশ্লেষণ /ব্যাখ্যা প্রচার করুন
রাসুল মোহাম্মদ ((সঃ )) ওনার জীবনের সঠিক তথ্য প্রচার করুন
সুদ থেকে আ.আমাদের দেশের মানুষদের কি ভাবে মুক্ত করার জন্য ইসলামী ব্যাংকের জন্য সঠিক কাজ করেন.......ধন্যবাদ
কাজী ইব্রাহিম থেকে মোজাম্মেল হুজুর অনেক উপরে। উনি গালগপ্পো করেন না। আমি প্রতিনিয়ত মোজাম্মেল হুজুরের তাফসির শুনি। উনি তো কোরআনের বাইরে কিছু বলেন না।
আল্লাহ তাঁর বান্দাকে নিয়ে গেলন। তাঁর বান্দার নাম উল্লেখ করলে কি ক্ষতি হতো? আবার অন্য সূরায় বলে দিলেন তিনি সেদরাতুল মুনতাহায় জিবরাঈলকে দেখেছেন। আল্লাহ নবী মোহাম্মদকে উর্ধলোকে নিবেন দেখাবেন, এ সম্পর্কে দুই একটা আয়াতে বলে দিলেই তো মানুষ এ নিয়ে মতভেদে লিপ্ত হতো না।
কোরআনে যখন নেই তখন বিশ্বাস করার দরকার নেই ভাই।
শবে মেয়রাজের তারিখে বাইতুল মুকাদ্দাসের অস্তিত্বই ছিলোন। বাইতুল আকসা অর্থ দুরোত্তম গৃহ বা বাইতুল মামুর।
উনি নাকি তার হাদিস মানেন না 😢😢😢
জাল হাদীস কি ভাবে বিশ্বাস করবে যেই হাদিস কোরআনের সঙ্গে কোনো মিল নাই
Apnar bujhar vul.. Valo alem er kase jan. Duniar Boro boro alem ki vul?
হাদীস অস্বীকার বিভ্রান্ত সৃষ্টি করবেন না
ছয়শত পাখার খবর কি করে জানতে পারলেন হজূর
নবী সাহেব তো তখন বেহুশ
আল্লাহ কে ভয় করেন, আপনি সৎ্য মিত্র্যা মিশরন পরিহার করুন
আমরা খুবই বিভ্রান্ত। বিভিন্ন তাফসিরের ভিত্তিতে, সূরা নাজম (৫৩) এবং বনী ইসরাঈল (১৭) নাযিলের মধ্যে প্রায় ছয় বছরের ব্যবধান রয়েছে। তাহলে আপনি কীভাবে বলতে পারেন যে উভয় যাত্রা একই সময়ে হয়েছিল?
ভাই,একই ঘটনার উপর একাধিক আয়াত নাজিল হইলেও সেগুলি আল্লাহ রব্বুল আল আমিন ভিন্ন ভিন্ন সুরায় ভিন্ন সময়ে নাযিল করেছেন।
মুসা আ এর ঘটনা,আদম আঃ কে সৃষ্টির একই ঘটনা ভিন্ন ভিন্ন সুরায়, ভিন্ন ভিন্ন সময়ে নাযিল করেননি?
@@mmrahman6486yes, that makes sense. Thanks a lot.
হ্যাঁ, এটা যুক্তিসঙ্গত। এই সুন্দর ব্যাখ্যার জন্য অনেক ধন্যবাদ।
যুক্তি দিয়ে ব্যাখ্যা নয়। আলেমদের ভিতর থেকে আসবে। প্রথম তিন জেনারেশন এরপর যুগে যুগে আলেমসমাজ আছেন!
এখানে মূল কথা হচ্ছে ৫ ওয়াক্ত নামাজ ফরজ। মিরাজ সত্য ১০০% আগে কত ওয়াক্ত দেয়া হয়েছিলো না হয়েছিলো তার তো কোন দরকার নেই। আল্লাহ পাক তো সে সম্পর্কে জিজ্ঞেসও করবেন না।
Dui Dui tin tin char char
এই মাওলানা ও মেরাজের পরিপূর্ণ তথ্য জানেন না
কে জানে? আপনি জানলে বলুন।
আগে নামাজ তিন ওয়াক্ত ছিলো। হুজুর বললেন। তাহলে আমাদের নামাজ দুই ওয়াক্ত হওয়ার কথা। কারণ আল্লাহ পাক এরশাদ করেন, দ্বিনকে আমি তোমাদের জন্য সহজ করে দিয়েছি। অর্থাৎ পূর্ববর্তীদের চেয়ে আমাদের দ্বিনকে আরো সহজ করা হয়েছে। আর পাঁচ ওয়াক্তের হাদিস মিথ্যা প্রমাণিত হয়েছে।
আবুজেহেলের এই কাহিনী কোথা থেকে জানা গেল?
সব নাবী আ:যদি নামাজ পড়েন তাহলে উপরে আকাশে আবার দেখা হয় কিভাবে?
Hujur sallelahu alaihis salam..matha hote paa porjonto noor. R hujur zibrail amin k dekhe matha ghure pore gelen. Gaza khawa ki kom hocce. Aj kal.
ruclips.net/video/LzSQ-xXasqI/видео.htmlsi=3d4CBUV7SBQH3Ews
একের জিহাদী একেক ভাবে বলে ও বিশ্বাস করে। আর ওনারা যা বলেন আমরা তাই গলাধঃকরণ করি!!
এ একটা ফালতু লোক জার দারা দিন ও আমলের শুধু খতি ই হয়
আলহামদুলিল্লাহ