@@shaktipadaadhikary988 ভাইরে আপনারা আপনাদের পুর্বানুমান থেকে বের হয়ে আসেন। আল্লাহ্ নিরাকার এইটা আপনাকে কে বলছে? বা আকার সেটাই বা বলবেন কেমনে? আর নিরাকার বলতে কি বুঝেন? পবিত্র কোরআনে আল্লাহ্ তায়ালার হাত বা ইত্যাদির কথা বলা হয়েছে। কিন্তু উনি কেমন তা আমাদের সিমিত চিন্তায় কল্পণাও করতে পারিনা। পারবোও না। উনি সবকিছুর সৃষ্টিকর্তা এবং পালনকর্তা। He is just beyond our imagination.. সুরা ইখলাস :বাংলায় অনুবাদ "বলুন, তিনি আল্লাহ, এক, আল্লাহ অমুখাপেক্ষী, তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেয়নি এবং তার সমতুল্য কেউ নেই।" পৌত্তলিকরা যে ডিভাইনের চিন্তা করে বা মূর্তি বানায় তা আমাদের পরিচিত বা দেখা কোন না কোন বস্তু, প্রানী বা সৃষ্টির মতো হয়।
কবর বলতে মাটির মধ্যেই কবর হয় না মরার পরে যে জগত সেটাই কবর হ্যাঁ, স্বপ্নে তো মানুষ কিছুই দেখেন দুঃখ সুখ সবই বুঝা যায় কবর যে মাটির মধ্যে দিলেই কবর হবে তা না। পানিতে ডুবে মরলেও তার কবর হয় অর্থাৎ মরার পরে জীবনে কবর আছে পরবর্তী জীবনটাই খবর
ওনি বললেই যে সবাই বিশ্বাস করে ফেলবে সেটা তো না, তবে ওনি কি বলে সবটা শুনোন এবং আপনার এর বিপরীতে কোন গবেষণা থাকলে আপনিও বলে আমরা শুনে যাচাই করব সাধারণ মানুষেরা। তবে মনগড়া বললে হয়ত সাধারণ মানুষ বিশ্বাস করলেও শিক্ষিতজন সবসময় কোরআনের কথাই বিশ্বাস করবে। ওনি কোরআনের কথা বলছেন এবং কোরআন নিয়ে গবেষণার কথা বলছেন। ওনি তো মনগড়া বলছেন না কোরআনের কথাই বলছেন।
@learnarablang আল্লাহকে আমরা সবাই ভয় করি প্রকৃত ইসলাম মেনে চলি। আল্লাহর কুরআন ও রাসুল সাঃ এর সঠিক হাদিস গুলো মেনে চলি এর মাধ্যমে আমাদের মুক্তির পথ। জাযাকাল্লাহু খায়রান
এই ফিল্মি কাহিনী আপনি কোথায় পেলেন? কোরানের কোন আয়াতে এই বর্ননা আছে জানাবেন। এক কথায় বলা যায় আল্লাহ সবকিছু যেমন সৃষ্টি করতে পারেন তেমনি সবকিছু আবার ধংশ করতে পারেন।
ওনি বললেই যে সবাই বিশ্বাস করে ফেলবে সেটা তো না, তবে ওনি কি বলে সবটা শুনোন এবং আপনার এর বিপরীতে কোন গবেষণা থাকলে আপনিও বলে আমরা শুনে যাচাই করব সাধারণ মানুষেরা। তবে মনগড়া বললে হয়ত সাধারণ মানুষ বিশ্বাস করলেও শিক্ষিতজন সবসময় কোরআনের কথাই বিশ্বাস করবে। ওনি কোরআনের কথা বলছেন এবং কোরআন নিয়ে গবেষণার কথা বলছেন।
আল্লাহ যা চাইবে তা হইবো। প্রথম বার সৃষ্টি মানে মানুষ হিসেবে জন্ম। আল্লাহ সবাই কে বুঝার তৌফিক দিন। এমন এক সময় আসবে জ্ঞান না থাকলে সকালে ইমান থাকবে বিকেলে থাকবে না।😢
@@mutasimiqbal1276অবশ্যই আছে আপনি মানুষের কাছে ব্যাখ্যা চাচ্ছেন কেন??? আপনার কি আল্লাহতালা চক্ষু দেয় নাই?? আপনাকে কি আল্লাহতালা মস্তিষ্ক দেয় নাই?? আপনি কি লেখাপড়া জানেন না? যদি সব যোগ্যতা আপনার থাকে তাহলে লোকের কথায় কান না দিয়ে নিজে কুরআন খুলে দেখুন কুরআনের তাফসীর খুলে দেখুন হাদিস খুলে দেখুন উনি একজন প্রকৃত আলেম নন উনি এই সমস্ত বক্তব্য দিয়ে ঈমানদার ঈমান নষ্ট করছেন এবং সকল জাতিকে পথ ভ্রষ্ট করছেন
Taholey jibonvor ja sunsi ta vul?Amar mone hoy Allah sob paren.Kaborey engineta deher vitorey dhukaben na.Engineta vitorey dhukaleyto manush jibito hoye kabor vengey choley ashbey tai Allah engineta deher bairey fit korey Munkir Nakir sawaljabab marpit chalaben.
মানুষের শরীর পোড়ানো হোক ,বা সুমদ্রে ভাসিয়ে দেওয়া হোক তার প্রতিটি কনা বা উপাদান ভূপৃষ্ঠেই বর্তমান থাকে , কিয়ামতের দিন সেই অনু পরমানু মহান আল্লাহ তায়ালার কুদরতে একত্রিত হয়ে , আত্মা দেহের সঙ্গে জুড়ে গিয়ে হাসরের ময়দানের দিকে ছুটতে থাকবে।
@@AbdulMatin-sn6vuজি আপনি তো বুঝতে পেরেছেন আপনার মত তো হুজুরের বক্তব্য শুনে আমরা থেমে থাকি না বরং আমরা কোরআন এবং হাদিস নিয়ে লেখাপড়া করি এবং তা বোঝার চেষ্টা করি আমরা অবশ্য আপনার মত নির্বোধ নয় যে হুজুর যা বলেছে তা নিয়েই শুধু পড়ে থাকি আমার মনে হয় আপনি একটা জড় পদার্থ
আমি মাদ্রাসা শিক্ষার লোক নই,কিন্তু ছোটবেলায় হিন্দুদের লাশ পুড়ানো দেখে আমার তখনই মনে হতো হিন্দুদের কবরের আজাব কোথায় কি পদ্ধতিতে হবে।হুজুরের বয়ান শুনে আমি সমাধান পেয়ে গেলাম। ধন্যবাদ হুজুর, আপনাকে আল্লাহ পাক নেক হায়াত দান করুন।
আল্লাহ যাহা খুশি তাহাই করতে পারেন।কবর দিলেই কবর আর কবর না দিয়ে পুড়ে ফেললে বা পানিতে ফেলে দিলে তাও সেই মাটিতেই দেয়া হলো। আল্লাহ মৃত মানুষকে সে যেই ধর্মেরই হোকনা কেন তিনি ইচ্ছা করলে তাকে জীবিত করে তার ভালো মন্দের বিচার করতে পারবেন।
@@AsSalaamMedia বোখারীতে হাদীস মতে আল্লাহ কর্তৃক কোরআন সংরক্ষণের প্রতিশ্রুতি ভুল ও বর্তমান কোরআন অসম্পূর্ণ কেননা সেখানে আয়েশা রাঃ বর্ণিত হাদীসে বলা হয়েছে কোরআনে কয়েকটি আয়াত সম্বলিত ছহিফা ছাগলে খেয়ে ফেলেছে তাই বর্তমান কোরআনে তা আসে নাই। তাহলে বিষয়টি কি দাড়ালো। এবিষয়টিকে ছহি হিসাবে যিনি সংকলনে স্থান দেন তার বিবেচনাবোধ নিয়ে কি প্রশ্ন করা যায় না?
আল্লাহ্ তায়ালা আছেন আসমানে মহান আরশের উরধে সমুন্নত, সবকিছু তাঁরই ক্ষমতা, জ্ঞান, দৃষ্টি ও নিয়ন্ত্রণে কোথাও কিছু নেই আল্লাহ্র মতো। আমাদের প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা। আল্লাহ ছাড়া কোনো 'সত্য মাবুদ ' / 'সত্য ইলাহ' নেই। আল্লাহ তায়ালা আসমানে 'আরশের ঊর্ধ্বে সমুন্নত। কোরআন আল্লাহর বাণী। আল্লাহ এক ও অদ্বিতীয় একমাত্র উপাস্য। আল্লাহ ব্যতীত ইবাদত পাবার যোগ্য কেউ নেই । মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল । .♥♥♥ অ- অস্বীকার করি সকল তাগুত, আ - আল্লাহ একমাত্র সত্য মাবুদ ই- ইবাদত একমাত্র আল্লাহরই জন্য ঈ- ঈমান বিশুদ্ধ করে হবো ধন্য উ - উপকারী জ্ঞান চর্চা করে সত্যিকারের জ্ঞানী উ - ঊর্ধ্বলোকে আল্লাহ তায়ালা আছেন-তা জানি। ঋ - ঋজুতা রাখব আকীদায়-ঈমানে, ঋষিত্বের স্থান নেই ইসলামে। এ - এবাদত করি শুধু এক আল্লাহর, ঐ - ঐক্য গড়ে তুলি এসো মুসলিম উম্মাহর । ও - ওজন হবে পাপ-পুণ্যের শেষ বিচারের দিন, ঔ - ঔদ্ধত্য ধুলায় মেশাবেন আল্লাহ রব্বুল আলামীন। কোরআন আল্লাহর বাণী। মুমিনদের উপর কুরআনের অধিকার • বিশ্বাস করার মতো বিশ্বাস করা • যেভাবে পড়ার দাবি কোরআন রাখে, সেভাবে পড়া • যেভাবে বোঝা উচিত, সেভাবে বোঝা • এর উপর আমল করা • অপরকে শেখানো, এবং এর প্রচার ও প্রসার করা...////////////////////////
কারন মানুষ কবরে রাখার পর পুরাপুরি জিবিত করা হবেনা গূম এবং জাগ্ৰতঅবস্তায়।এর মধ্যে ভর্তি মানুষের যেগ্যান তাকে সেকেমন অবস্থায় আছে কোথায় আছে পুরাপুরি বুঝতে পারবেনা এই অবস্থায় তার জবাব নেয়া হবে পুরাজিবিত হলে দুনিয়ার শূনা কথা বলে জবাব দিয়ে পারহয়েযেত বা কবর থেকে বেরিয়ে আসার চেষ্টা করত সেখানে তার আমলের জবাব তার ভিতর থেকে বেরিয়ে অটো চলে আসবে যেমন দিনের বেলায় মানুষ যানিয়ে ব্যেস্তথাকে রাতের বেলা ঘুমের ঘরে তাবকাবকি করে
আল্লাহকে আমরা সবাই ভয় করি প্রকৃত ইসলাম মেনে চলি। আল্লাহর কুরআন ও রাসুল সাঃ এর সঠিক হাদিস গুলো মেনে চলি এর মাধ্যমে আমাদের মুক্তির পথ। জাযাকাল্লাহু খায়রান
আল্লাহ পাক ইচ্ছা করলে বারবার সৃষ্টি করতে পারেন। কিন্তু আল্লাহ পাক কোরআনে বলেন নি যে তিনি বারবার সৃষ্টি করবেন। বিষয়টি বুঝতে একটু সূক্ষ্ম চিন্তা করতে হবে। আল্লাহপাক যেটা বলেননি সেটাকে আল্লাহর ক্ষমতা বললে বিভ্রান্তি হবে
আরে ভাই না জেনে কথা বলেন কেন? আল্লাহ পাক বারবার সৃষ্টি করার ক্ষমতা রাখেন কথা ঠিক আছে। কিন্তু আল্লাহপাক কি বলেছেন আমি বারবার সৃষ্টি করব ? ভালোভাবে কোরআন পড়ে দেখেন জীবন মৃত্যু আল্লাহ পাক কয়বার সৃষ্টি করবেন।
পরিচ্ছেদঃ ৬. সুন্নাতের অনুসরণ আবশ্যক ৪৬০৫। উবাইদুল্লাহ ইবনু আবূ রাফি’ (রহঃ) থেকে তার পিতার সূত্রে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ অচিরেই তোমাদের মধ্যকার কোনো ব্যক্তি তার গদি আঁটা আসনে হেলান দিয়ে বসে থাকাবস্থায় তার নিকট আমার নির্দেশিত কোনো কর্তব্য বা নিষেধাজ্ঞা পৌঁছবে, তখন সে বলবে, আমি অবহিত নই। আমরা যা আল্লাহর কিতাবে পাবো শুধু তারই অনুসরণ করবো।[1] সহীহ। [1]. তিরমিযী, হাকিম। ইমাম তিরমিযী বলেনঃ এই হাদীসটি হাসান সহীহ। ইমাম হাকিম ও যাহাবী একে শাখইনের শর্তে সহীহ বলেছেন।
মাফ করবেন ভাইয়া আগে নিজের হেদায়েতের জন্য আল্লাহর কাছে ভিক্ষা চান,তারপর না হয় অন্যান্য মুসলিম ভাইয়ের জন্য মানুষের জন্য আল্লাহ পাকের কাছে হেদায়েত চাইলেন...
ওনি বললেই যে সবাই বিশ্বাস করে ফেলবে সেটা তো না, তবে ওনি কি বলে সবটা শুনোন এবং আপনার এর বিপরীতে কোন গবেষণা থাকলে আপনিও বলে আমরা শুনে যাচাই করব সাধারণ মানুষেরা। তবে মনগড়া বললে হয়ত সাধারণ মানুষ বিশ্বাস করলেও শিক্ষিতজন সবসময় কোরআনের কথাই বিশ্বাস করবে। ওনি কোরআনের কথা বলছেন এবং কোরআন নিয়ে গবেষণার কথা বলছেন। ওনি তো মনগড়া বলছেন না কোরআনের কথাই বলছেন।
@@learnarablangআপনি একজন অশিক্ষিত নির্বোধ এটাই মনে হলো আমার কাছে উনি কুরআন থেকে বলেছেন কিন্তু কুরআনের অপব্যাখ্যা করেছেন মুনকার নাকিরের কথা কুরআনুল কারীমে বলা আছে কবরের আজাবের কথা কুরআনুল কারীমে বলা আছে আমি বলবো সেটা শুনে আপনি যাচাই করবেন কেন??? আপনি কুরআন খুলে দেখলেই তো পারেন মানুষের কথা শুনে আপনি যাচাই করবেন কেন আপনার কি নিজের কোন ক্ষমতা নাই কুরআন পড়ার মতো আপনি কি জড় পদার্থ নাকি??
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি দীর্ঘদিন যাবত হুজুরের আলোচনা শুনতে ছি ওনার সমস্ত আলোচনা শোনার পরে আমার কাছে যেটা মনে হয়েছে যে ,হুজুর হাদিস থেকে কোরআনকে বেশি প্রাধান্য দেন ।আর এটা সাধারণত একটা দল যাদেরকে আহলে কোরআন বলা হয়, নবীজির সাঃ যুগেও ছিল, এবং অনেক সময় এদের আবির্ভাব হয়েছিল এবং বর্তমানেও কিছু আহলে কোরআন আমাদের সমাজে আছেন তাদের থিউরি হল অর্থাৎ যারা আহলে কোরআন তাদের থিউরি হল কোরআন নির্ভুল ,কোরআন থাকতে আমরা হাদিস মানতে যাব কেন, আর হাদিস ব্যক্তিবর্গের মাধ্যমে আমাদের পর্যন্ত এসেছে এবং এর ভিতরে অনেক জাল হাদিসও আছে এজন্য কোরআন মানাটাই বেটার এই কথাটা এটা একটা মারাত্মক সুন্দর একটি কথা যেটা শুনলে আমাদের সকলেরই মনে হবে যে না কথা তো সুন্দর আমরা কুরআন মানবো হাদিসে যেহেতু ঝামেলা আছে এজন্য হাদিসের দিকে আমরা যাব না যারা এরকম মনোভাব পোষণ করেন যে কোরআনে একমাত্র সহি কুরআন-ই একমাত্র বিশুদ্ধ এটা মানতে কোন সমস্যা নাই হাদিসের যেহেতু সমস্যা আছে ,এজন্য আমরা হাদিসকে কম প্রাধান্য দিব বা হাদিস তেমন একটা মানবো না । আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে, ইসলামের মৌলিক যে দুইটা জিনিস কোরআন এবং হাদিস এটা কিন্তু আমরা বর্তমান পৃথিবীতে যারা আছি এই সময় কিন্তু কোরআন অবতীর্ণ হয় নাই হাদিসও রসুলুল্লাহ সাঃ এর কাছ থেকে আমরা শুনি নাই, আমরা কুরআন এবং হাদিস দুটোই রাবিদের মাধ্যমে আমাদের নিকট পেয়েছি সে ক্ষেত্রে আমি যদি বলি যে রাবিদের মাধ্যমে হাদিস আসার কারণে হাদিসে ঝামেলা যেমন আছে, কোরআন ও আমাদের নিকটে রাবিদের মাধ্যমে কিন্তু পৌঁছেছে ,সে ক্ষেত্রে নাউজুবিল্লাহ কোরআনেও ঝামেলা আছে ,কোরআনকে সন্ধিহান করার জন্য ,যারা আহলে কোরআন দাবী করেন তারা এই মিষ্টি কথা দিয়ে হাদিসকে অস্বীকার করেন যেটা আমাদের এই হুজুর বারবার বলতেছেন যে, হাদিস সমস্যা কোরআনের সাথে বিরোধ ,এজন্য হাদিস কে ঠেলে রেখে কোরআন কে প্রাধান্য দিচ্ছেন। কবরের আজাব সম্পর্কে হাজার হাজার হাদিস আছে সহি হাদিস যেগুলোকে উনি ওনার মতো করে কোরআনের একটি আয়াতের কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসকে অস্বীকার করতেছেন । উনি যুক্তি দিলেন কি যে ,বডি অকেজো হওয়ার পরে ইঞ্জিন বের করে নেয়া হলো মৃত্যুর পরে সে অকেজ বডিতে আবার ইঞ্জিন দেওয়ার কোন মানেই হয় না। আমি হুজুরকে বিনয়ের সাথে প্রশ্ন রাখতে চাই আপনি কি তাহলে হাশরের মাঠ, বিচার, বিশ্বাস করেন কিনা আমার জানামতে অবশ্যই বিশ্বাস করবেন যদি বিশ্বাস করেন হাশরের ময়দানে মানুষকে উঠতে হবে তাহলে তো তার ভিতরে রুহ দিতে হবে একজন এখনই মারা যাওয়ার পরে তার কবরে রুহ দেওয়া যদি সম্ভব না হয় অকেজো হওয়ার কারণে তাহলে হাজার হাজার বছর পর যখন কেয়ামতের দিন তখন তার ভিতরে দেওয়া কেমনে সম্ভব হবে আমি হুজুরকে অনুরোধ করব যে তাফসীর করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য সহি হাদিস কে বাদ দিতে হয় সেই তাফসীর করে জনমনে কোন সংখ্যা তৈরি করবেন না এমন অর্থ করেন যে অর্থের মাধ্যমে কোরআন তার জায়গায় ঠিক থাকে এবং হাদিসগুলো যথাস্থানে মর্যাদা পায় তার কারণ আল্লাহর ঘোষণা হচ্ছে তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে অনুসরণ কর কিন্তু আপনি তো বাদ দিয়ে দিতেছেন।
Apni Mozzammel hok er kicu lecture sunecen tai ei dhoroner kotha boltacen , Hujur Hadis mane na k bollo apnake ? Hadis hocce Quran er bakkha . Quran j Manbe , Hadis ooo se Manbe etay savabik . Quran soyog Allah Hefajot er dayitto Niyecen . Tai Quran Nirvul .
ওনি বললেই যে সবাই বিশ্বাস করে ফেলবে সেটা তো না, তবে ওনি কি বলে সবটা শুনোন এবং আপনার এর বিপরীতে কোন গবেষণা থাকলে আপনিও বলে আমরা শুনে যাচাই করব সাধারণ মানুষেরা। তবে মনগড়া বললে হয়ত সাধারণ মানুষ বিশ্বাস করলেও শিক্ষিতজন সবসময় কোরআনের কথাই বিশ্বাস করবে। ওনি কোরআনের কথা বলছেন এবং কোরআন নিয়ে গবেষণার কথা বলছেন। ওনি তো মনগড়া বলছেন না কোরআনের কথাই বলছেন।
এইটা ডাহা মিথ্যা।রসুল সা: দুইটা বলেননি ,একটা বলেন।যে হাদীসে দুইটা উল্লেখ করা হয়েছে সেটা জাল হাদিস। হাদিস সংকলন হয়েছে রসুল সা: এর ওফাতের ২৫০ বছর পর।তাই বিদায় হজের সময় হাদিসের কথা বলা মিথ্যা। শুধু আল কুরআন এর কথা বলেছিলেন। আমরা উপমহাদেশের আধা মুসলিমরা আর ওয়াজ শুনাইয়া টাকা উপার্জন কারী আলেমরা এগুলো নিয়ে গুঁতাগুঁতি করি। কোরআন সঠিক ভাবে বুঝতে পারলাম কয়জনে? খালি ট্যাকা পয়সা আয় করার পিছনেই দৌড়াইতেছি সারাটা জীবন।
আমিও আপনার মতই জেনেছি এবং বুঝেছি, কারন অর্থ বুঝেবুঝে পবিত্র কুরআন পড়েছি। হাদিস নিয়ে গবেষণা করেছি - যা আমার পিএইচডি র গবেষণা। তাই আপনার সাথে আমিও একমত। ভালো লাগছে আপনার গবেষণা লব্ধ চমৎকার বক্তব্য।
লা ইলাহা ইল্লাললাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ॥(সঃ)
আল্লাহর পক্ষে সবকিছু করা সম্ভব
আল্লাহ যা কিছু করবেন তা কুরআনে বর্ণনা করেছেন। নতুন কোন ওহী আসবার সুযোগ নেই।
আল্লাহ তাহলে সাকার ও হতে পারেন।
@@shaktipadaadhikary988
ভাইরে আপনারা আপনাদের পুর্বানুমান থেকে বের হয়ে আসেন। আল্লাহ্ নিরাকার এইটা আপনাকে কে বলছে? বা আকার সেটাই বা বলবেন কেমনে? আর নিরাকার বলতে কি বুঝেন?
পবিত্র কোরআনে আল্লাহ্ তায়ালার হাত বা ইত্যাদির কথা বলা হয়েছে। কিন্তু উনি কেমন তা আমাদের সিমিত চিন্তায় কল্পণাও করতে পারিনা। পারবোও না।
উনি সবকিছুর সৃষ্টিকর্তা এবং পালনকর্তা।
He is just beyond our imagination..
সুরা ইখলাস :বাংলায় অনুবাদ
"বলুন, তিনি আল্লাহ, এক,
আল্লাহ অমুখাপেক্ষী,
তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেয়নি
এবং তার সমতুল্য কেউ নেই।"
পৌত্তলিকরা যে ডিভাইনের চিন্তা করে বা মূর্তি বানায় তা আমাদের পরিচিত বা দেখা কোন না কোন বস্তু, প্রানী বা সৃষ্টির মতো হয়।
আপনি হলেন অন্ধ বিশ্বাস
You are a scintist! Nice
আল্লাহ কুন বলে সব হয়ে যায়
কুন ফায়া কুন,
তিনি পবিত্র কুরআন থেকে বলেন। অন্যরা হাদিস থেকে বলেন।
সুতরাং এই মাওলানা সাহেব মহামহিম আল্লাহ দীর্ঘদিন বেঁচে রাখুন।
আল্লাহ ওদের ফিতনা থেকে আমাদের ঈমান আমলকে হেফাযত করেন।
আমিন
আমিন
amin
আমিন 😊
মহান সৃষ্টিকর্তা হ হাড়ের মধ্যেও জীবন দিতে পারেন।
কবর বলতে মাটির মধ্যেই কবর হয় না মরার পরে যে জগত সেটাই কবর হ্যাঁ, স্বপ্নে তো মানুষ কিছুই দেখেন দুঃখ সুখ সবই বুঝা যায় কবর যে মাটির মধ্যে দিলেই কবর হবে তা না। পানিতে ডুবে মরলেও তার কবর হয় অর্থাৎ মরার পরে জীবনে কবর আছে পরবর্তী জীবনটাই খবর
Tik
@@md.fariduddin5445 অন্ধ বিশ্বাস বাদ দেন আল্লাহ নিয়মের বাইরে জান না কুরআন এ আল্লাহ বলেছেন ২ টি জীবন ২ টি মরন
যা কিছু জানার এবং বোঝার ছিল তার অনেক কিছুই বুজলাম আজ। অনেককিছুই জানলাম আজ। আল্লাহ্ পাক আপনার মঙ্গল করুন।
😅
ইসলাম মন গড়া কথা বলে চলে না।আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারেন।আল্লাহ জীবত মানুষকে মৃত্যু দেন এবং মৃত কে জীবত করেন।
ঈসা (আঃ) কে লাগবে
ওনি বললেই যে সবাই বিশ্বাস করে ফেলবে সেটা তো না, তবে ওনি কি বলে সবটা শুনোন এবং আপনার এর বিপরীতে কোন গবেষণা থাকলে আপনিও বলে আমরা শুনে যাচাই করব সাধারণ মানুষেরা। তবে মনগড়া বললে হয়ত সাধারণ মানুষ বিশ্বাস করলেও শিক্ষিতজন সবসময় কোরআনের কথাই বিশ্বাস করবে। ওনি কোরআনের কথা বলছেন এবং কোরআন নিয়ে গবেষণার কথা বলছেন। ওনি তো মনগড়া বলছেন না কোরআনের কথাই বলছেন।
@learnarablang
আল্লাহকে আমরা সবাই ভয় করি প্রকৃত
ইসলাম মেনে চলি। আল্লাহর কুরআন ও রাসুল সাঃ এর সঠিক হাদিস গুলো মেনে চলি এর মাধ্যমে আমাদের মুক্তির পথ। জাযাকাল্লাহু খায়রান
এই ফিল্মি কাহিনী আপনি কোথায় পেলেন? কোরানের কোন আয়াতে এই বর্ননা আছে জানাবেন। এক কথায় বলা যায় আল্লাহ সবকিছু যেমন সৃষ্টি করতে পারেন তেমনি সবকিছু আবার ধংশ করতে পারেন।
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
যে আল্লাহ ৩০৯ বছর মানুষকে ঘুমিয়ে রেখে আবার জিন্দা করতে পারেন, সেই আল্লাহ সবকিছু পারেন
ওনি বললেই যে সবাই বিশ্বাস করে ফেলবে সেটা তো না, তবে ওনি কি বলে সবটা শুনোন এবং আপনার এর বিপরীতে কোন গবেষণা থাকলে আপনিও বলে আমরা শুনে যাচাই করব সাধারণ মানুষেরা। তবে মনগড়া বললে হয়ত সাধারণ মানুষ বিশ্বাস করলেও শিক্ষিতজন সবসময় কোরআনের কথাই বিশ্বাস করবে। ওনি কোরআনের কথা বলছেন এবং কোরআন নিয়ে গবেষণার কথা বলছেন।
Ek muslim se debet kor 😂
@@ChandanMaji-ik3gx apto maloan, ap kio ether. Ap kuch samachjayega?
ওনি একটু বাড়াবারি করে ওনিতো হাদিস বিশ্বাসই বলে না কেন
আল্লাহ তায়ালার কাছে সবই সম্ভব
আপনি বললেন কিভাবে আবারউঠাবে এটাকি আল্লাহতায়ালার অসমভব কিছু
93 awae2vtf8
আল্লাহ চাইলে হাজার বার জন্ম মৃত্যু ঘটাতে পারেন ।তবে আল্লাহ যদি কোরআনে বলে থাকেন 2বার করে এটাতো অস্বীকার করা যায়না।
না, সম্ভব না। তিনিও নিজের তৈরি করা নিয়ম কঠোরভাবে মেনে চলেন।
আল্লাহ তায়ালা উত্তম কুশলি।
মহান আল্লাহর কাছে সবিই সম্ভব।
কবরে মানুষের শাস্তি হোক আর পুরস্কার দেয়া হোক সেটা শারীরিক নয়,সেটা হবে আত্মার উপরে
আল্লাহ যা চাইবে তা হইবো। প্রথম বার সৃষ্টি মানে মানুষ হিসেবে জন্ম।
আল্লাহ সবাই কে বুঝার তৌফিক দিন।
এমন এক সময় আসবে জ্ঞান না থাকলে সকালে ইমান থাকবে বিকেলে থাকবে না।😢
আল্লাহ চাইলে সব কিছু সম্ভব। হুজুর আপনি কুরআন ভালো ভাবে গবেষণা করেন।
আপনি কে ভাই? আপনার কাছে কি
এর চাইতে উত্তম ব্যাখা আছে
@@mutasimiqbal1276অবশ্যই আছে আপনি মানুষের কাছে ব্যাখ্যা চাচ্ছেন কেন??? আপনার কি আল্লাহতালা চক্ষু দেয় নাই?? আপনাকে কি আল্লাহতালা মস্তিষ্ক দেয় নাই?? আপনি কি লেখাপড়া জানেন না? যদি সব যোগ্যতা আপনার থাকে তাহলে লোকের কথায় কান না দিয়ে নিজে কুরআন খুলে দেখুন কুরআনের তাফসীর খুলে দেখুন হাদিস খুলে দেখুন উনি একজন প্রকৃত আলেম নন উনি এই সমস্ত বক্তব্য দিয়ে ঈমানদার ঈমান নষ্ট করছেন এবং সকল জাতিকে পথ ভ্রষ্ট করছেন
ভাই ইনি তো কোরআন থেকেই বলছে কোরানের বাহিরে কিছু বলেনি।এর চেয়ে ভাল ব্যাখ্যা থাকলে বলেন।
নিশ্চয়ই আল্লাহ তায়ালা তিনি যে কথা কোরআনে বলেছেন তাই সঠিক
ও দিনের মুজাহিদ সালাম তোমায়
আআললাহ্ আপনাকে কোরানের মধ্যেমে মনুষকে বুঝান তৌফিক দান করুক।
আপনার মত আলেম পৃথিবীতে এরকম আসবে। একথা ১৪৫০ আগেই নবীজি জানিয়ে দিয়েছেন।
আল্লাহ আমাদের সকল এর ঈমানকে হেফাজত করুন
ভাই ঠিক বুঝলাম না। ভাল করে বলেন
বিস্তারিত বিবরণ দিলে ভাল হত।
কিন্তু ঐ নবী আরবের মাটির নিচে পেট্রল এর খাজানা র কথা বলতে পারেনি,, আসলে উনি ছিলেন নারী বিশেষজ্ঞ।
আল্লাহর কুরআন বাদ দিয়ে জাল হাদিস নিয়ে দৌড়াচ্ছেন।
আমরা সবাই বেশি বেশি কোরআন পড়ি অর্থ সহ
সব ই আল্লাহর আদেশ।
অনেকে কমেন্ট করেছেন আল্লাহ তায়ালা চাহিলে পারেন কথা ঠিক আছে, কিন্তু পবিত্র কুরআন শরীফে বলেছেন দুইটি মরন দুইটি জীবন।
আলহামদুলিল্লাহ, আপনার আলোচনা গুলো খুবই তাৎপর্যপূর্ণ। আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। আমিন
নিয়মিত কোরআন পড়ি এবং আমাদের নবী হযরত মোহাম্মদ (সাঃ) এর সুন্নাহ অনুসরন করে পরকালীন জীবন সুন্দর করি।। (আমিন)
দুনিয়াবি নিয়মের সঙ্গে আখেরাতের জীবনের কোন তুলনা চলে না।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ ❤❤❤❤❤❤
ruclips.net/video/H5VC7PnbyrI/видео.htmlsi=ZbeAXhFzIOq4O18L
উনি যুক্তিসংগত কথা বলছেন।
ধন্যবাদ ,,অনেক জানলাম।
আল্লাহ মুসলিম জাতিকে এই দাজ্জালী ফিতনা থেকে হেফাজত করুন। আমীন!
বয়স হয়েছে মাথা ঠিক নাই।তারা সচেতন তারা নতুন নতুন ফতোয়া বিশ্বাস করে বিভ্রান্ত হবেন না। কেননা আল্লাহ সব পারেন।
তোমরা মূর্খ। মূর্খ আলেমগন তোমাদের যা শিখিয়েছে, তাই ধরে রেখেছো। তোমরা বাস্তব বা যুক্তি মানতে চাও না। তোমাদের বিসষাস হিনদুদের মত।
নেক সুরতে শয়তানের ধোকা, তাও যেমন তেমন ধোকা নয়,যা বিশ্বাস করলে একদম কাফের হয়ে যাবে!!!
@@mostakali1919 আল্লাহ সব পারেন তাইলে মুসলিমদের জাহান্নামে দেবে আর খ্রীষ্টানদের জান্নাত দিবে
উনি আহলে কুরআন
মানে হাদিস অস্বীকার কারী
কান্নার সঙ্গে সঙ্গে শ্বাস প্রশ্বাসের কাজ শুরু হয়। হৃদপিণ্ড আগে থেকেই চালু থাকে।
Taholey jibonvor ja sunsi ta vul?Amar mone hoy Allah sob paren.Kaborey engineta deher vitorey dhukaben na.Engineta vitorey dhukaleyto manush jibito hoye kabor vengey choley ashbey tai Allah engineta deher bairey fit korey Munkir Nakir sawaljabab marpit chalaben.
কোরআন সকল যুক্তি তর্কের উপরে
আলহামদুলিল্লাহ কুরআনুল কারীমে যা বলা হয়েছে তাই সঠিক
আল্লাহ তায়ালা আপনাকে হেদায়েত দান করুক
মৃত্যুর পর যেহেতু কবরে কোন আযাব হবে না তাই হুজুর যেন ও সিয়ত করে যায় মৃত্যুর পরে তাকে পুড়িয়ে ফেলা হোক।
আপনিতো ভালোই বুঝেছেন ভাইজান
Faltu kotha bolen kano? Uni Quran theke kotha bolen.
Mitthur pore ei dheher kono mullo ni , Apner Ruhu r Nofs gula thakbe Enlin or Sijjin a
আপনার হেদায়েতের জন্য দোয়া করি, আল্লাহ আপনাকে হেদায়েত দান করেন, আপনার যথেষ্ট জ্ঞানের অভাব আছে, আগে জ্ঞান অর্জন করুন, তার পর কথা বলুন,
Huzur Moha pondith
আলহামদুলিল্লাহ, কুরআনের আলোকে জীবন মরনের গবেষণা মূলক সুন্দর আলোচনা করেছেন। আললাহ আমাদের সঠিক বুজ দান করুন।
Dolil vul ...
Dolil vul... sohi Bukhari shorif te koborer posno Hobe... Dolil ASE...
মানুষের শরীর পোড়ানো হোক ,বা সুমদ্রে ভাসিয়ে দেওয়া হোক তার প্রতিটি কনা বা উপাদান ভূপৃষ্ঠেই বর্তমান থাকে , কিয়ামতের দিন সেই অনু পরমানু মহান আল্লাহ তায়ালার কুদরতে একত্রিত হয়ে , আত্মা দেহের সঙ্গে জুড়ে গিয়ে হাসরের ময়দানের দিকে ছুটতে থাকবে।
রাইট
বালের গল্প কাহিনি দিয়ে সারা দুনিয়ায় মুসলমান মাইর খায় রে ।৷ কুন বাল আবিষ্কার করতে পারে না আবার কয় কোরান পরেই নাকি সবকিছু আবিষ্কার হয়
হুজুরকে ভুল বুঝবেন না। ঊনার সঠিক ব্যাখ্যা অনেকে বুঝতে পারে না।
@@AbdulMatin-sn6vuজি আপনি তো বুঝতে পেরেছেন আপনার মত তো হুজুরের বক্তব্য শুনে আমরা থেমে থাকি না বরং আমরা কোরআন এবং হাদিস নিয়ে লেখাপড়া করি এবং তা বোঝার চেষ্টা করি আমরা অবশ্য আপনার মত নির্বোধ নয় যে হুজুর যা বলেছে তা নিয়েই শুধু পড়ে থাকি আমার মনে হয় আপনি একটা জড় পদার্থ
কেয়ামতের দিন হাসরের ময়দানের দিকে ছুটবে!!!!!
আপুনি আমি পাৰবনা কিন্তু আল্লাহ পাক সবকিছু পাৰেন ।
খুব ভালো আলোচনা
যারা সুস্থ মস্তিষ্কের লোক
তারা এসব জিনিস বুঝতে পারবে নচেত বুঝতে পারবে না
তারা খাবে দাবে আর অন্য কিছু করবে
দারুন সুন্দর আলোচনা কিন্তু কি যে ভাবছি সত্য-মিথ্যা বোঝা আমার জন্য খুব কঠিন হয়ে যাচ্ছে আল্লাহ আমাকে সত্য বোঝার তৌফিক দান করুন
আমি মাদ্রাসা শিক্ষার লোক নই,কিন্তু ছোটবেলায় হিন্দুদের লাশ পুড়ানো দেখে আমার তখনই মনে হতো হিন্দুদের কবরের আজাব কোথায় কি পদ্ধতিতে হবে।হুজুরের বয়ান শুনে আমি সমাধান পেয়ে গেলাম। ধন্যবাদ হুজুর, আপনাকে আল্লাহ পাক নেক হায়াত দান করুন।
আল্লাহ যাহা খুশি তাহাই করতে পারেন।কবর দিলেই কবর আর কবর না দিয়ে পুড়ে ফেললে বা পানিতে ফেলে দিলে তাও সেই মাটিতেই দেয়া হলো। আল্লাহ মৃত মানুষকে সে যেই ধর্মেরই হোকনা কেন তিনি ইচ্ছা করলে তাকে জীবিত করে তার ভালো মন্দের বিচার করতে পারবেন।
আপনার মতি ভ্রষ্ট হয়েছে জনাব।
হায়রে পাগল উনার মতি ঠিক আছে, আপনার মতি ভ্রষ্ট হয়েছে। অহংকার পরিহার করে তাগুতকে হত্যা করে কোরআন নিয়ে গবেষণা করেন। আল্লাহর অনুগ্রহ পাবেন ইনশাআল্লাহ।
ফিতনা ফফফফফফফফ#
কোরানের তাফসির সঠিক ভাবে বলছেন।
এতো দিন জাল হাদিস শুনেছি
আপনার হয়েছে মতি ভ্রষ্ট।
সব কিছু আল্লাহ ভালো জানেন, আল্লাহ আপনাদের মাফ করে, অবশ্যই বেহেশত দিবেন, আমীন।
নাউযুবিল্লাহ। সরাসরি হাদীসকে অস্বীকার করছে। আল্লাহ পাক হেদায়াত দান করুন।
বর্তমান প্রচলিত হাদীস মানার নির্দেশনা কে দিয়েছেন? রসুলুল্লাহ সাঃ কি হাদীস মানতে বলেছেন? কোরআনে কি এসম্পর্কে কোন নির্দেশনা আছে?
@@millions1957 আপনি কি জানেন হাদীস কী?
@@AsSalaamMedia হাদীস কি? আমাকে এপ্রশ্ন করার আগে আমার প্রশ্নগুলির উত্তর দেয়া প্রয়োজন ছিল।
@@AsSalaamMedia বোখারীতে হাদীস মতে আল্লাহ কর্তৃক কোরআন সংরক্ষণের প্রতিশ্রুতি ভুল ও বর্তমান কোরআন অসম্পূর্ণ কেননা সেখানে আয়েশা রাঃ বর্ণিত হাদীসে বলা হয়েছে কোরআনে কয়েকটি আয়াত সম্বলিত ছহিফা ছাগলে খেয়ে ফেলেছে তাই বর্তমান কোরআনে তা আসে নাই। তাহলে বিষয়টি কি দাড়ালো। এবিষয়টিকে ছহি হিসাবে যিনি সংকলনে স্থান দেন তার বিবেচনাবোধ নিয়ে কি প্রশ্ন করা যায় না?
কথিত হাদিস গুলি অবশ্যই মহানবীর হাদিস নয়।কুরআন পড়ুন এবং বোঝার চেষ্টা করুন।
চমৎকার বিশ্লেষণ এবং উপস্থাপনা।
আল্লাহ্ তায়ালা আছেন আসমানে
মহান আরশের উরধে সমুন্নত,
সবকিছু তাঁরই ক্ষমতা, জ্ঞান, দৃষ্টি ও নিয়ন্ত্রণে
কোথাও কিছু নেই আল্লাহ্র মতো।
আমাদের প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা। আল্লাহ ছাড়া কোনো 'সত্য মাবুদ ' / 'সত্য ইলাহ' নেই। আল্লাহ তায়ালা আসমানে 'আরশের ঊর্ধ্বে সমুন্নত। কোরআন আল্লাহর বাণী। আল্লাহ এক ও অদ্বিতীয় একমাত্র উপাস্য। আল্লাহ ব্যতীত ইবাদত পাবার যোগ্য কেউ নেই । মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল । .♥♥♥
অ- অস্বীকার করি সকল তাগুত,
আ - আল্লাহ একমাত্র সত্য মাবুদ
ই- ইবাদত একমাত্র আল্লাহরই জন্য
ঈ- ঈমান বিশুদ্ধ করে হবো ধন্য
উ - উপকারী জ্ঞান চর্চা করে সত্যিকারের জ্ঞানী
উ - ঊর্ধ্বলোকে আল্লাহ তায়ালা আছেন-তা জানি।
ঋ - ঋজুতা রাখব আকীদায়-ঈমানে,
ঋষিত্বের স্থান নেই ইসলামে।
এ - এবাদত করি শুধু এক আল্লাহর,
ঐ - ঐক্য গড়ে তুলি এসো মুসলিম উম্মাহর ।
ও - ওজন হবে পাপ-পুণ্যের শেষ বিচারের দিন,
ঔ - ঔদ্ধত্য ধুলায় মেশাবেন আল্লাহ রব্বুল আলামীন।
কোরআন আল্লাহর বাণী। মুমিনদের উপর কুরআনের অধিকার • বিশ্বাস করার মতো বিশ্বাস করা • যেভাবে পড়ার দাবি কোরআন রাখে, সেভাবে পড়া • যেভাবে বোঝা উচিত, সেভাবে বোঝা • এর উপর আমল করা • অপরকে শেখানো, এবং এর প্রচার ও প্রসার করা...////////////////////////
আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আলচনা এবং এটাই সত্য এটাই সরল আলচনা
অসাধারণ বক্তব্য
রাসূল সা: যা বলেছেন। তা সত্য। আপনার উদ্ভট গবেষণার কোনো গ্রহণযোগ্যতা নাই।
সে রসুলের ভাইরে কথা বলে নাই
মোজাম্মেল হক স্যার দলিল ছাড়া কথা বলেন না। আপনার পছন্দ না হলে দলিল উপস্থাপন করুন।
আপনি আসলেই পথভ্রষ্ট।
আপনি কতটুকু সঠিক তার প্রমান কি? নিজেকে প্রশ্ন করেন
পবিত্র আল কোরআন যেহেতু আল্লাহর কথা আল্লাহ উনাকে বলাচ্ছেন
আল্লাহু আকবর। অসাধারণ আলোচনা। আলহামদুলিল্লাহ
Woooowwww.... !!! ❤❤❤❤❤❤
দারুন.... !!! ❤❤❤❤❤❤ দারুন.... !!!
মহান মুর্শিদের শাহী দরবারে লক্ষ কোটি শুকরিয়া ( আলহামদুলিল্লাহ্ ) ।
সত্য বানী বলার জন্য আপনাকে অসঙ্খ্য অসঙ্খ্য ধন্য বাদ ।। ❤❤❤❤❤❤❤
ভালো করে কোরআনের আয়াত পড়তে পারে না, সে আবার বিশেষজ্ঞ? বিশেষ অজ্ঞ।
বিশেষ অঙ্গ 🍌
Name er samne hafej likhsen keno? Kisu bujhen ?
ভাই গীবত বড় ভয়ংকর পাপ
কারো বক্তব্য ভালো না লাগলে আমরা এড়িয়ে যাবো, কিন্তু গীবত করবো না।
উচ্চারণ ভালো করে করে দেখানোর থেকে অর্থ জানা বেশি জরুরি l এই জন্য মুসলিম রা আজকে সন্ত্রাসী জাতি হয়েছে l
আপনি ভালো হয়ে যান আল্লাহর শাস্তিকে ভয় করুন।
ভালো বলেছেন। আপনাকে ধন্যবাদ।
উনার সঠিক গিয়াননেই
এরূপ কেন মনে হচ্ছে প্লিজ
Ektu bolten apni plz
কারন মানুষ কবরে রাখার পর পুরাপুরি জিবিত করা হবেনা গূম এবং জাগ্ৰতঅবস্তায়।এর মধ্যে ভর্তি মানুষের যেগ্যান তাকে সেকেমন অবস্থায় আছে কোথায় আছে পুরাপুরি বুঝতে পারবেনা এই অবস্থায় তার জবাব নেয়া হবে পুরাজিবিত হলে দুনিয়ার শূনা কথা বলে জবাব দিয়ে পারহয়েযেত বা কবর থেকে বেরিয়ে আসার চেষ্টা করত সেখানে তার আমলের জবাব তার ভিতর থেকে বেরিয়ে অটো চলে আসবে যেমন দিনের বেলায় মানুষ যানিয়ে ব্যেস্তথাকে রাতের বেলা ঘুমের ঘরে তাবকাবকি করে
বানান দেখেই বুঝা আপনার -----!!
আপনি জ্ঞানের ভারে জ্ঞান বানানটাই ভুল করে ফেলেছেন ভাইজান।
অনেক নতুন তথ্য যান লাম
আলহামদুলিল্লাহ, অনেক অজানা বিষয় আজকে জানতে পারলাম।
আমাদের কোন অস্তিত্বই ছিল না অথচ আমরা কি করব কি খাব কিভাবে চলবো তা অনেক আগেই ব্যবস্থা করে রেখেছেন মহান আল্লাহ রাব্বুল আলামীন
সুদ ঘুস এটাও
@@BahrainBd-mu2ubআল্লাহর কুরআনের সাথে বিবাদে জড়িও না। ধ্বংস হবেই
খুব যুক্তিসঙ্গত আলোচনা।
যুক্তি দিয়ে মুক্তি নাই। কারণ শয়তানের যুক্তি চিল।
আল্লাহকে আমরা সবাই ভয় করি প্রকৃত ইসলাম মেনে চলি। আল্লাহর কুরআন ও রাসুল সাঃ এর সঠিক হাদিস গুলো মেনে চলি এর মাধ্যমে আমাদের মুক্তির পথ। জাযাকাল্লাহু খায়রান
তিন বার মৃত ও তিন বার জিবীত
১ বারের কথা কুরআনে আছে
আলহামদুলিল্লাহ অসাধারণ আলোচনা
আল্লাহু আকবার। আপনার দেওয়া আজকের এই তথ্য শত ভাগ সত্য। ধন্যবাদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সঠিক দিকনির্দেশনা দান করার জন্য।
উনি হাদিস অস্বীকার করেন। হাদিস মানতেই হবে।
আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আপনাকে নেক হায়াত দান করুন আমিন
আল্লাহ অক্ষম নয় আল্লাহ সক্ষম। আল্লাহ সবই পারেন
যে আল্লাহ আমাদের প্রথমবার সৃষ্টি করেছে সে আল্লাহ আমাদের হাজারবার সৃষ্টি করতে পারে এতে কোন সন্দেহ নেই
আলহামদুলিল্লাহ
আল্লাহ পাক ইচ্ছা করলে বারবার সৃষ্টি করতে পারেন। কিন্তু আল্লাহ পাক কোরআনে বলেন নি যে তিনি বারবার সৃষ্টি করবেন। বিষয়টি বুঝতে একটু সূক্ষ্ম চিন্তা করতে হবে। আল্লাহপাক যেটা বলেননি সেটাকে আল্লাহর ক্ষমতা বললে বিভ্রান্তি হবে
আরে ভাই না জেনে কথা বলেন কেন? আল্লাহ পাক বারবার সৃষ্টি করার ক্ষমতা রাখেন কথা ঠিক আছে। কিন্তু আল্লাহপাক কি বলেছেন আমি বারবার সৃষ্টি করব ? ভালোভাবে কোরআন পড়ে দেখেন জীবন মৃত্যু আল্লাহ পাক কয়বার সৃষ্টি করবেন।
hajar bar সিষ্টি korte pare আল্লাহ্ এটা সবাই জানে
কিন্তু আল্লাহ্ কি কুরান সেটা লিখেছে??
৫ ওয়াক্ত নামাজ কোন ওয়াক্তে কত রাকাত পড়তে হবে তা কোরআনের কোথায় আছে? ঈদের নামাজের কথা কোথায় আছে? কোরআন ে না থাকলে পালন করেন কেন?
আল্লাহ চাহিলে মৃতকে একাধিক বার জীবিত করতে পারেন।
আমি বলিলাম, 'ইহার কোন অংশ দ্বারা উহাকে আঘাত কর।' এইভাবে আল্লাহ্ মৃতকে জীবিত করেন এবং তাঁহার নিদর্শন তোমাদেরকে দেখাইয়া থাকেন, যাহাতে তোমরা অনুধাবন করিতে পার।
فَقُلْنَا اضْرِبُوْهُ بِبَعْضِهَا ؕ كَذٰلِكَ يُحْىِ اللّٰهُ الْمَوْتٰى ۙ وَيُرِيْکُمْ اٰيٰتِهٖ لَعَلَّكُمْ تَعْقِلُوْنَ
সূরা নম্বরঃ ২, আয়াত নম্বরঃ ৭৩
Yes
কিন্তু একজনকে ও জিবীত করেননি
বোকারা শুধু তর্ক করে কিন্তু কুরআনের পথে আসে না
অনেক সুন্দর আলোচনা কোরআন শরীফ আমাদের সবাইকে পরতে হবে ইনশাআল্লাহ
পরিচ্ছেদঃ ৬. সুন্নাতের অনুসরণ আবশ্যক
৪৬০৫। উবাইদুল্লাহ ইবনু আবূ রাফি’ (রহঃ) থেকে তার পিতার সূত্রে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ অচিরেই তোমাদের মধ্যকার কোনো ব্যক্তি তার গদি আঁটা আসনে হেলান দিয়ে বসে থাকাবস্থায় তার নিকট আমার নির্দেশিত কোনো কর্তব্য বা নিষেধাজ্ঞা পৌঁছবে, তখন সে বলবে, আমি অবহিত নই। আমরা যা আল্লাহর কিতাবে পাবো শুধু তারই অনুসরণ করবো।[1]
সহীহ।
[1]. তিরমিযী, হাকিম। ইমাম তিরমিযী বলেনঃ এই হাদীসটি হাসান সহীহ। ইমাম হাকিম ও যাহাবী একে শাখইনের শর্তে সহীহ বলেছেন।
তার কথা যুক্তিসংগত এবং বিবেক সমর্থ করে।
যুক্তি দিয়ে বিবেক দিয়ে ইসলাম চলে না
@@hmadom9866আপনি কি জাল হাদিস দিয়ে চলেন নাকি কুরআন দিয়ে?
হুজুর খুবই মুল্যবান কথা বলছেন।
মাশাল্লাহ কথাগুলুর লজিক আছে সঠিক
গবেষণা মূলক কোরআনের আলোচনা
ধন্যবাদ আপনাকে
আপনার মত নির্বোধেরাই এই সমস্ত নাস্তিকদেরকে ধন্যবাদ দিয়ে থাকেন নির্বোধ হলে যা হয়
আমাদের রসুলুল্লাহ (সাঃ) কবরের পাশে দাড়িয়ে কবরের অবস্থা বুঝতে পারতেন। বিষয়টি বুঝিয়ে বলবেন কি?
Hadis mane nobijeer bani noy....
আল্লাহ, তুমি এ লোক টা কে হিদায়েত নসিব করুন ।
কেন সে কি হেদায়েতের পথে নেই বেশি বারাবাড়ি করবেন না
মাফ করবেন ভাইয়া -নাউজুবিল্লাহ ভাইয়া আপনি কি মুমিন মুসলিম মানুষ? নাকি অন্ধ ভাবে হাদিস ব্যক্তি পূজাকারী???
মাফ করবেন ভাইয়া আগে নিজের হেদায়েতের জন্য আল্লাহর কাছে ভিক্ষা চান,তারপর না হয় অন্যান্য মুসলিম ভাইয়ের জন্য মানুষের জন্য আল্লাহ পাকের কাছে হেদায়েত চাইলেন...
হেদায়েত আপনার দরকার সেটা আগে চেয়ে নিন
সত্য কথা বলেছেন হুজুর। জাল হাদিস বা জইফ হাদিস পড়ি আল্লাহ তায়ালার বাণী কোরআন পড়ি না।
আলেম ওলামারা এই জন্যই এটা বাড়তি চিন্তা করে না চিন্তা করলে ঈমান নষ্ট হয়ে যাবে এ আল্লাহ একবার জীবন দিয়েছে সে আল্লায় হাজারবার জীবন দিতে পারে
ওনি বললেই যে সবাই বিশ্বাস করে ফেলবে সেটা তো না, তবে ওনি কি বলে সবটা শুনোন এবং আপনার এর বিপরীতে কোন গবেষণা থাকলে আপনিও বলে আমরা শুনে যাচাই করব সাধারণ মানুষেরা। তবে মনগড়া বললে হয়ত সাধারণ মানুষ বিশ্বাস করলেও শিক্ষিতজন সবসময় কোরআনের কথাই বিশ্বাস করবে। ওনি কোরআনের কথা বলছেন এবং কোরআন নিয়ে গবেষণার কথা বলছেন। ওনি তো মনগড়া বলছেন না কোরআনের কথাই বলছেন।
@@learnarablangআপনি একজন অশিক্ষিত নির্বোধ এটাই মনে হলো আমার কাছে উনি কুরআন থেকে বলেছেন কিন্তু কুরআনের অপব্যাখ্যা করেছেন মুনকার নাকিরের কথা কুরআনুল কারীমে বলা আছে কবরের আজাবের কথা কুরআনুল কারীমে বলা আছে আমি বলবো সেটা শুনে আপনি যাচাই করবেন কেন??? আপনি কুরআন খুলে দেখলেই তো পারেন মানুষের কথা শুনে আপনি যাচাই করবেন কেন আপনার কি নিজের কোন ক্ষমতা নাই কুরআন পড়ার মতো আপনি কি জড় পদার্থ নাকি??
কুরআনের বাইরে কিছুই ঘটবে না।আর ওহী আসবেও না। সব আল্লাহ ভালো জানেন। এটাই বিশ্বাস করা ইমানের অংশ। কুরআন একটু পারফেক্ট দলিল।
Osadharon ❤❤❤❤
খুবই জ্ঞানগর্ভ তাৎপর্য কথা আজকে প্রথম শুনলাম
আল্লাহর কাছে সব সম্বব
আপনাকে সত্য বলার জন্য ধন্যবাদ আপনার মত আলেম লাগবে এই সমাজে
উনার মত সমাজে আলেম যদি আরো দশটা আসে তাহলে পৃথিবীর মানুষ নাস্তিক হতে আর বেশি সময় লাগবে না
Dolil vul...
@@mdakashkhan.1124কুরআন
আপনার কথাই আমি এক মত
একমত
সুবহানআল্লাহ।
আপনি আল্লাহর কুদরত অস্বীকার করছেন
কেম্নে/কী ভাবে অস্বীকার করলো?
অনেকগুলো অমীমাংসিত প্রশ্নের উত্তর পেলাম। মাশাআল্লাহ।
আলহামদুলিল্লাহ , সুন্দর বয়ান । ধন্যবাদ আপনাকে .
উনার আলোচনা শুনলে ঈমান চলেজাবে
আপনার ই ঈমান নাই।
সত্য বলার জন্য ধন্যবাদ,আল্লাহ আপনাকে মহা কল্যান দান করুন।
যে ঠিকই বলেছেন আল্লাহতালা আলেম-ওলামাদের কে বাদ দিয়ে উনার মতন নাস্তিককে কল্যাণ দান করবেন সমস্ত জাতিকে পথভ্রষ্ট করার জন্য তাই না??
দুনিয়ার সাথে আখেরাতের কোনো তুলনা চলেনা। আল্লাহ ইচ্ছা করলে হাজার বার জীবিত হওয়া সম্ভব। দুনিয়ার মত মৃত্যু আখেরাতের মৃত্যু হতে হবে এমন কোনো কারন নেই।
Murko
@@TRtassbi866 আখেরাতের বিষয়ে অবিশ্বাসী অপেক্ষা মুর্খ ইমানদার উত্তম।
সূবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, মারহাবা অনেক মূল্যবান আলোচনা করেছেন
তবে আল্লাহ সর্বশক্তিমান
Masha Allah, khub bhalo laglo. Allah aro bujhar Tasfiq daan koruk. Ameen. Lailaha illallahu muhammadur Rasul Ullah ( pubh)
You are an intelligent teacher of Quran who can see the right and wrong, Salamun alaikum.
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
আমি দীর্ঘদিন যাবত হুজুরের আলোচনা শুনতে ছি ওনার সমস্ত আলোচনা শোনার পরে আমার কাছে যেটা মনে হয়েছে যে ,হুজুর হাদিস থেকে কোরআনকে বেশি প্রাধান্য দেন ।আর এটা সাধারণত একটা দল যাদেরকে আহলে কোরআন বলা হয়, নবীজির সাঃ যুগেও ছিল, এবং অনেক সময় এদের আবির্ভাব হয়েছিল এবং বর্তমানেও কিছু আহলে কোরআন আমাদের সমাজে আছেন
তাদের থিউরি হল অর্থাৎ যারা আহলে কোরআন তাদের থিউরি হল কোরআন নির্ভুল ,কোরআন থাকতে আমরা হাদিস মানতে যাব কেন, আর হাদিস ব্যক্তিবর্গের মাধ্যমে আমাদের পর্যন্ত এসেছে এবং এর ভিতরে অনেক জাল হাদিসও আছে এজন্য কোরআন মানাটাই বেটার
এই কথাটা এটা একটা মারাত্মক সুন্দর একটি কথা যেটা শুনলে আমাদের সকলেরই মনে হবে যে না কথা তো সুন্দর আমরা কুরআন মানবো হাদিসে যেহেতু ঝামেলা আছে এজন্য হাদিসের দিকে আমরা যাব না
যারা এরকম মনোভাব পোষণ করেন যে কোরআনে একমাত্র সহি কুরআন-ই একমাত্র বিশুদ্ধ এটা মানতে কোন সমস্যা নাই হাদিসের যেহেতু সমস্যা আছে ,এজন্য আমরা হাদিসকে কম প্রাধান্য দিব বা হাদিস তেমন একটা মানবো না ।
আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে, ইসলামের মৌলিক যে দুইটা জিনিস কোরআন এবং হাদিস এটা কিন্তু আমরা বর্তমান পৃথিবীতে যারা আছি এই সময় কিন্তু কোরআন অবতীর্ণ হয় নাই হাদিসও রসুলুল্লাহ সাঃ এর কাছ থেকে আমরা শুনি নাই, আমরা কুরআন এবং হাদিস দুটোই রাবিদের মাধ্যমে আমাদের নিকট পেয়েছি সে ক্ষেত্রে আমি যদি বলি যে রাবিদের মাধ্যমে হাদিস আসার কারণে হাদিসে ঝামেলা যেমন আছে, কোরআন ও আমাদের নিকটে রাবিদের মাধ্যমে কিন্তু পৌঁছেছে ,সে ক্ষেত্রে নাউজুবিল্লাহ কোরআনেও ঝামেলা আছে ,কোরআনকে সন্ধিহান করার জন্য ,যারা আহলে কোরআন দাবী করেন তারা এই মিষ্টি কথা দিয়ে হাদিসকে অস্বীকার করেন
যেটা আমাদের এই হুজুর বারবার বলতেছেন যে, হাদিস সমস্যা কোরআনের সাথে বিরোধ ,এজন্য হাদিস কে ঠেলে রেখে কোরআন কে প্রাধান্য দিচ্ছেন।
কবরের আজাব সম্পর্কে হাজার হাজার হাদিস আছে সহি হাদিস যেগুলোকে উনি ওনার মতো করে কোরআনের একটি আয়াতের কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসকে অস্বীকার করতেছেন ।
উনি যুক্তি দিলেন কি যে ,বডি অকেজো হওয়ার পরে ইঞ্জিন বের করে নেয়া হলো মৃত্যুর পরে সে অকেজ বডিতে আবার ইঞ্জিন দেওয়ার কোন মানেই হয় না। আমি হুজুরকে বিনয়ের সাথে প্রশ্ন রাখতে চাই আপনি কি তাহলে হাশরের মাঠ, বিচার, বিশ্বাস করেন কিনা আমার জানামতে অবশ্যই বিশ্বাস করবেন যদি বিশ্বাস করেন হাশরের ময়দানে মানুষকে উঠতে হবে তাহলে তো তার ভিতরে রুহ দিতে হবে
একজন এখনই মারা যাওয়ার পরে তার কবরে রুহ দেওয়া যদি সম্ভব না হয় অকেজো হওয়ার কারণে তাহলে হাজার হাজার বছর পর যখন কেয়ামতের দিন তখন তার ভিতরে দেওয়া কেমনে সম্ভব হবে
আমি হুজুরকে অনুরোধ করব যে তাফসীর করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য সহি হাদিস কে বাদ দিতে হয় সেই তাফসীর করে জনমনে কোন সংখ্যা তৈরি করবেন না এমন অর্থ করেন যে অর্থের মাধ্যমে কোরআন তার জায়গায় ঠিক থাকে এবং হাদিসগুলো যথাস্থানে মর্যাদা পায় তার কারণ আল্লাহর ঘোষণা হচ্ছে তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে অনুসরণ কর কিন্তু আপনি তো বাদ দিয়ে দিতেছেন।
Apni Mozzammel hok er kicu lecture sunecen tai ei dhoroner kotha boltacen , Hujur Hadis mane na k bollo apnake ? Hadis hocce Quran er bakkha . Quran j Manbe , Hadis ooo se Manbe etay savabik . Quran soyog Allah Hefajot er dayitto Niyecen . Tai Quran Nirvul .
@@mahmudhasan3516 সহীহ হাদীস অস্বীকার করে এটা আবার কেমন হাদিস মানা ভাই।
@@MARAHMAN-y8xহাদিস সহি এ ব্যাপারে গ্যারান্টি দিলো কে আপনাকে,
আপনি যে প্রশ্ন হাদিস বিষয়ে করছেন
আমি একই প্রশ্ন কোরআন বিষয়ে আপনাকে করলাম
কোরআন বিশুদ্ধ এটা আপনি কোথায় পেয়েছেন।
@@TahjibCenter এ আয়াত কি আপনার উপর অবতীর্ণ হয়েছে?
না হাদীস যে ভাবে এসেছে সেভাবে পেয়েছন
মাওলানা যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে ওই আল্লাহ আবার জীবন দিবেন কবরে দয়া করে দুনিয়াতে ফিতনা সৃষ্টি করবেন না
ওনি বললেই যে সবাই বিশ্বাস করে ফেলবে সেটা তো না, তবে ওনি কি বলে সবটা শুনোন এবং আপনার এর বিপরীতে কোন গবেষণা থাকলে আপনিও বলে আমরা শুনে যাচাই করব সাধারণ মানুষেরা। তবে মনগড়া বললে হয়ত সাধারণ মানুষ বিশ্বাস করলেও শিক্ষিতজন সবসময় কোরআনের কথাই বিশ্বাস করবে। ওনি কোরআনের কথা বলছেন এবং কোরআন নিয়ে গবেষণার কথা বলছেন। ওনি তো মনগড়া বলছেন না কোরআনের কথাই বলছেন।
আল্লাহ যদি হাশরের ময়দানে ইঞ্জিন দিতেপারেন তিনি কবরেও ইঞ্জিন দিতে পারবেন
রাসূল সাল্লাল্লাহু আলাই সাল্লাম বিদায় হজ্যের ভাষনে,, কি বলে গেলেন,,? তোমারা দুটো জিনিসকে আঁকড়ে ধরবে,, একটি আল্লাহর কো'আন,, অপরটি আমার হাদিস বা সুন্নাহ,, এদুটোকে যতদিন আকড়ে ধরবে,, ততদিন তোমরা পথ ভস্ট হবেনা,,,
You are wrong
@@shohelsarker7226 সহিহ হাদিস না মানলে সে কি? অন্ধ অনুসারী না হয়ে লেখা পড়া করেন প্লিজ
এইটা ডাহা মিথ্যা।রসুল সা: দুইটা বলেননি ,একটা বলেন।যে হাদীসে দুইটা উল্লেখ করা হয়েছে সেটা জাল হাদিস। হাদিস সংকলন হয়েছে রসুল সা: এর ওফাতের ২৫০ বছর পর।তাই বিদায় হজের সময় হাদিসের কথা বলা মিথ্যা।
শুধু আল কুরআন এর কথা বলেছিলেন।
আমরা উপমহাদেশের আধা মুসলিমরা আর ওয়াজ শুনাইয়া টাকা উপার্জন কারী আলেমরা এগুলো নিয়ে গুঁতাগুঁতি করি।
কোরআন সঠিক ভাবে বুঝতে পারলাম কয়জনে?
খালি ট্যাকা পয়সা আয় করার পিছনেই দৌড়াইতেছি সারাটা জীবন।
You are wrong
Koran & ahlabaiat bolachan ,hadis bolannai
মহান আল্লাহ বলেন আমি তোমাদের মাটি থেকে সৃষ্টি করেছি এবং মাটিতেই ফিরিয়ে নেব এবং মাটি থেকে পুনরায় জীবিত করবো।
আমরা যেসব খাবার খাই,
সেগুলো মাটি থেকেই আসে।
মাছও@@truefaith1718
আল্লাহর অপূর্ব ঞাণের ভাণ্ডারে আমদের স্থির রাখতে সাহায্য করো। আমীন
তাহলে তো আপনি নবীর মেরাজ কে বিশ্বাস করবেন না তাতো আরো অসম্ভব
আমিও আপনার মতই জেনেছি এবং বুঝেছি, কারন অর্থ বুঝেবুঝে পবিত্র কুরআন পড়েছি। হাদিস নিয়ে গবেষণা করেছি - যা আমার পিএইচডি র গবেষণা। তাই আপনার সাথে আমিও একমত। ভালো লাগছে আপনার গবেষণা লব্ধ চমৎকার বক্তব্য।
kobore rakhar poreoto nora chora kore, sipahsalar nasiruddin sah,murarbon ,sunamgonj.
আপনি নিজেই দেখেছেন, নড়াচড়া করতে?যদি দেখেছেন,তবে কয়বার? না, সব বারেই?@@tabizguru8176