শবে মেরাজের সঠিক তথ্য জানুন কোরআন থেকে ভুল তথ্য পরিহারকরুনShab-e-Meraj.new tafsir Mow Mozammel Haque
HTML-код
- Опубликовано: 10 фев 2025
- মেরাজ ঘটেছিল মুহাম্মদ (সাঃ)-এর নবুয়্যত বা ঐশ্বিক বাণী প্রাপ্তির দশম বছরে। মেরাজের ঘটনায় দুটো অংশ ছিল:
আল-ইসরা বা জেরুজালেমে নৈশ-ভ্রমণ
মেরাজ বা ঊর্ধ্বারোহণ বা স্বর্গারোহণ।[৪]
একটি বর্ণনায় পাওয়া যায় : নবুয়্যতের দশম বছর, সাত মাস; ২৭ রজব তারিখে মুহাম্মাদ, আবু তালিবের মেয়ে হিন্দার(উন্মেহানী) বাড়িতে ছিলেন। আবার অন্য হাদিসে বর্ণিত হয়েছে, ঐ রাতে মুহাম্মদ কাবাতে ঘুমান, এবং তিনি কাবা'র ঐ অংশে ঘুমান, যেখানে কোনো ছাদ ছিল না (হাতিম)।[৪]
হিন্দার বিবরণ থেকে জানা যায়, ঐ রাতে, মুহাম্মদ(সা:), রাতের প্রার্থনা সেরে ঘুমাতে যান। খুব ভোরে মুহাম্মদ(সা:) উঠে সবাইকে জাগালেন এবং নামাজ আদায় করলেন। হিন্দাও তাঁর সাথে নামাজ আদায় করলেন। নামাজ শেষে মুহাম্মদ(সা.) জানালেন,
“ ও উম্মেহানি (হিন্দার ডাক নাম), এই ঘরে আমি তোমাদের সাথে প্রার্থণা করেছি। যেমন তোমরা দেখেছ। তারপর আমি পবিত্র স্থানে গিয়েছি এবং সেখানে প্রার্থণা সেরেছি। এবং তারপর তোমাদের সাথে ভোরের প্রার্থণা সারলাম, যেমন তোমরা দেখছো।[তথ্যসূত্র প্রয়োজন] ”
আনাছ (রা.) মালেক ইবনে সা’সাআ’হ (রা.) হতে বর্ণনা করেছেন, নবীকে ছাল্লাল্লাহু আলাইহি অসাল্লাম যেই রাত্রে আল্লাহ তাআলা পরিভ্রমণে নিয়ে গিয়েছিলেন সেই রাত্রের ঘটনা বর্ণনায় সাহাবীগণের সম্মুখে তিনি বলেছেন, যখন আমি কা’বা গৃহে উন্মুক্ত অংশ হাতীমে (উপনীত হলাম এবং তখনও আমি ভাঙ্গা ঘুমে ভারাক্রান্ত) ঊর্ধ্বমুখী শুয়ে ছিলাম, হঠাৎ এক আগন্তক ফেরেশতা জিবরাইল (আ.) আমার নিকট আসলেন (এবং আমাকে নিকটবর্তী/ জমজম কূপের সন্নিকটে নিয়ে আসলেন)। অতঃপর আমার বক্ষে ঊধর্ব সীমা থেকে পেটের নিম্ন সীমা পর্যন্ত চিরে ফেললেন এবং আমার হৃৎপিণ্ড বা কল্বটাকে বের করলেন। অতঃপর একটি স্বর্ণপাত্র উপস্থিত করা হল, যা পরিপক্ব সত্যিকার জ্ঞানবর্ধক বস্তুতে পরিপূর্ণ ছিল । আমার কল্বটাকে (জমজমের পানিতে) ধৌত করে তার ভিতরে ঐ বস্তু ভরে দেয়া হল এবং কল্বটাকে নির্ধারিত স্থানে রেখে আমার বক্ষকে ঠিকঠাক করে দেয়া হল। অতপর আমার জন্য খচ্চর হতে একটু ছোট, গাধা হতে একটু বড় শ্বেত বর্ণের একটি বাহন উপস্থিত করা হল তার নাম “বোরাক”, যার প্রতি পদক্ষেপ দৃষ্টির শেষ সীমায়। সেই বাহনের উপর আমাকে সওয়ার করা হল। ঘটনা প্রবাহের ভিতর দিয়ে জিবরাইল (আ.) আমাকে নিয়ে নিকটবর্তী তথা প্রথম আসমানের দ্বারে পৌঁছিলেন এবং দরজা খুলতে বললেন। ভিতর হতে পরিচয় জিজ্ঞাসা করা হল, জিবরাইল স্বীয় পরিচয় প্রদান করলেন। অতঃপর জিজ্ঞাসা করা হল, আপনার সঙ্গে কে আছেন? জিবরাইল বললেন, মুহাম্মদ (সা.) আছেন। বলা হল, (তাঁকে নিয়ে আসার জন্যই তো আপনাকে) তাঁর নিকট পাঠান হয়েছিল? জিবরাইল বললেন হাঁ। তারপর আমাদের প্রতি মোবারকবাদ জানিয়ে দরজা খোলা হল। গেটের ভিতরে প্রবেশ করে তথায় আদম (আ.)-কে দেখতে পেলাম । জিবরাইল আমাকে তাঁর পরিচয় করে বললেন, তিনি আপনার আদি পিতা আদম (আ.), তাঁকে সালাম করুন। আমি তাঁকে সালাম করলাম। আমার সালামের উত্তরদানে আমাকে “সুযোগ্য পুত্র ও সুযোগ্য নবী” আখ্যায়িত করলেন এবং খোশ আমদেদ জানালেন ।
অতপর জিবরাইল আমাকে নিয়ে দ্বিতীয় আসমানের দ্বারে পৌঁছিলেন এবং দরজা খুলতে বললেন। এখানেও পূর্বের ন্যায় কথোপকথন হল এবং শুভেচ্ছ মোবারকবাদ জানিয়ে দরজা খোলা হল। ভিতরে প্রবেশ করে তথায় ইয়াহইয়া (আ.) ও ঈসা (আ.)-এর সাক্ষাৎ পেলাম; তাঁদের উভয়ের নানী পরস্পর ভগ্নী ছিলেন। জিবরাইল আমাকে তাঁদের পরিচয় দানে সালাম করতে বললেন, আমি তাঁদেরকে সালাম করলাম। তাঁরা আমার সালামের উত্তর প্রদান করত “সুযোগ্য ভ্রাতা সুযোগ্য নবী” বলে আমাকে খোশ আমদেদ জানালেন।
অতঃপর জিবরাইল (আ.) আমাকে নিয়ে তৃতীয় আসমানের দ্বারে পৌঁছিলেন এবং দরজা খুলতে বললেন। তথায়ও পূর্বের ন্যায় কথোপকথনের পর শুভেচ্ছা স্বাগত জানিয়ে দরজা খোলা হল। ভিতরে প্রবেশ করে ইউসুফ (আ.)-এর সাক্ষাৎ পেলাম । জিবরাইল (আ.) আমাকে তাঁর সাথে পরিচয় করিয়ে সালাম করতে বললেন; আমি তাঁকে সালাম করলাম তিনি সালামের উত্তর দান করত আমাকে “সুযোগ্য ভ্রাতা ও সুযোগ্য নবী” বলে মোবারকবাদ জানালেন । অতঃপর আমাকে নিয়ে জিবরাইল চতুর্থ আসমানের নিকটে পৌঁছিলেন এবং দরজা খুলতে বললেন। সেখানেও পূর্বের ন্যায় প্রশ্নোত্তরের পর শুভেচ্ছা স্বাগত জানিয়ে দরজা খোলা হল । ভিতরে প্রবেশ করে আমরা তথায় ইদ্রিস (আ.)-এর সাক্ষাৎ পেলাম । জিবরাইল(আ:) আমাকে তাঁর পরিচয় করিয়ে সালাম করতে বললেন। আমি তাঁকে সালাম করলাম। তিনি সালামের উত্তর দিলেন এবং “সুযোগ্য ভ্রাতা ও সুযোগ্য নবী” বলে আমাকে মারহাবা জানালেন। অতঃপর জিবরাইল আমাকে নিয়ে পঞ্চম আসমানে পৌঁছিলেন এবং দরজা খুলতে বললেন। এই স্থানেও পূর্বের ন্যায় প্রশ্নোত্তর চলার পর শুভেচ্ছ ও মোবারকবাদ দানের সাথে দরজা খোলা হল। আমি ভিতরে পৌঁছিয়া হারুন (আ.)-এর সাক্ষাৎ পেলাম জিবরাইল আমাকে তাঁর পরিচয় দানে সালাম করতে বললেন। আমি সালাম করলাম। তিনি আমার সালামের উত্তর দিলেন এবং “সুযোগ্য ভ্রাতা ও সুযোগ্য নবী” বলে আমাকে খোশ আমদেদ জানালেন। তারপর জিবরাইল আমাকে নিয়ে ষষ্ঠ আসমানের দরজায় পৌঁছিলেন এবং দরজা খুলতে বললেন । এস্থানেও পরিচয় জিজ্ঞাসা করা হলে জিবরাইল স্বীয় পরিচয় দান করলেন, অতঃপর সঙ্গে কে আছে জিজ্ঞাস করা হল। তিনি বললেন, মুহাম্মদ (সা.); বলা হল, তাঁকে তো নিয়ে আসার জন্য আপনাকে পাঠান হয়েছিল? জিব্রাঈল বললেন, হাঁ। তৎক্ষণাৎ শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে দরজা খোলা হল। তথায় প্রবেশ করে মুসা (আ.)-এর সাক্ষাৎ পেলাম । জিবরাইল(আ:) আমাকে তাঁর পরিচয় জ্ঞাত করে সালাম করতে বললেন। আমি তাঁকে সালাম করলাম। তিনি সালামের উত্তর প্রদান করলেন এবং “সুযোগ্য ভ্রাতা ও সুযোগ্য নবী” বলে আমাকে মোবারকবাদ জানালেন। যখন আমি এই এলাকা ত্যাগ করে যাইতে লাগলাম তখন মুসা (আ.) কাঁদছিলেন । তাঁকে কাঁদিবার কারণ জিজ্ঞাসা করা হলে তিনি বললেন, আমি কাঁদতেছি এই কারণে যে, আমার উম্মতে বেহেশত লাভকারীর সংখ্যা এই নবীর উম্মতের বেহেশত লাভকারীর সংখ্যা অপেক্ষা কম হবে অথচ তিনি বয়সের দিক দিয়ে যুবক এবং দুনিয়াতে প্রেরিত হয়েছেন আমার পরে। তারপর জিবরাইল(আ:) আমাকে নিয়ে সপ্তম আসমানের প্রতি আরোহণ করলেন
মহান রাব্বুল আলামিন আপনাকে নেক হায়াত দান করুন, আমিন।
মহান আল্লাহ হুজুরকে সুস্থতার সাথে দীর্ঘ কল্যাণকর জীবন দান করুক। আর কোরআনের বাণী মানুষ কে শোনানোর আর আল কোরআনের সেবা করার সুযোগ দান করুক।
আসসালামুয়াইকুম, আপনার তাপসিরের প্রতিটা শব্দই কুরানের সাথে হুবুহুব সামন্জস পূর্ন, আপনি দীর্ঘজিবী হওন আমিন।
কোরানের কথা যতো শুনি ততোই ভালো লাগে।আলহামদুলিল্লাহ
হুজুরকে আললা অনেক দিন বাচিয়ে রাখুন
আল্লাহ আপনাকে নেক ও সুস্থ জীবন দান করুন। আমি একাদিক বার তাফসীর পড়েছি কিন্তু আপনার তাফসীর পড়ে ও শুনে ইসলাম সম্পর্কে অসেক কিছু জানতে পারছি। আপসার মত আলেম প্রতিটি গ্রামে আল্লাহ যেন তৈরি করে দেন।
অসেক কিছু জানতে পারছি!!
আপসার মত আলেম??
কি পড়েছেন তা বুঝায় যায়!!
অসেক কিছু,আপসার মতো এ কথা গুলোর অর্থ কি বুঝলামনা।
হে আল্লাহ,,আজ কে পবিত্র মেরাজের রজনী,, মুসলিম উম্মাহ কে হেফাজত করুন, ক্ষমা করে দেন,, আমিন
amin
আলহামদুলিল্লাহ, উনার তাফসীর শুনে নিজের ভুলভ্রান্তি থেকে শোধরানোর সুযোগ পেলাম ও আমলের ব্যাপারে আত্নবিশ্বাসী হলাম,
আলহামদুলিল্লাহ
May Allah reward you, sheikh. Ameen
আলহামদুলিল্লাহ্ মাশ আল্লাহ্ বাংলাদেশের সেরা ইসলামের ইতিহাস বিদ
আমি ইন্ডিয়া থেকে বলছি, যারা হুজুরকে বাজে কমেন্ট করছেন আমার মনে হয় আপনারাই ইসলামের বিভ্রান্তিকর মানুষ কারণ আমার বয়স ৬০ বছর হয়ে গেল। আপনার আপনাদের মত মানুষের অনেক কথা শুনেছি। কিন্তু এত সুন্দর কোরআন থেকে আলোচনা কোনদিনই শুনিনি তারপরও আপনারা খারাপ বলবেন আপনার আসন ইউটিউবে কথা বলুন কোরআন এবং হাদিসকে মিলিয়ে শুনবো ইনশাল্লাহ
❤
Allahuakbar .la ilha illallah Muhammadur rasulullah .jawto Suni tawtoi Valo lagey . alhamdulillah .
মন থেকে দোয়াই আসে হজুরের জন্ন
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ( সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)
মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ হাইয়া কাল্লাহ,
.
আল্লাহ র জন্য আপনাকে ভালবাসি হুজুর। আল্লাহ আপনার হায়াতে তায়েবা দান করুন।আবুল বাশার সাহেবকে সঠিক বুঝ দান করুন। আমিন।
❤
ইয়া রব আমাদের সঠিক পথ দেখান
আমিন
আমিন।
Dear Haq you're right
হুজুকে আল্লাহ পাক যেন আরো ১০০ শত বছর বাঁচিয়ে রাখেন ।। মালিকর নিকট এই প্রার্থনা করি । 😂😂
মাশায়াল্লা
May Allah grant this good man safety and good health for his future work in deen Allah you are all knowing.
আপনার বয়ান সব সময়ই শুনি।আপনার কাছে সবিনয়ে জানতে চাওয়া যে.ছিদরাতুল মুনতাহার পরে ফেরেশতা আর যেতে পারেন না।তাহলে আল্লাহর আরশ আটজন ফেরেশতা বহন করেন.।
Respected Allahma Mujjammil Haqq
Amin
হুজুর এর সাক্ষাত লাভের উপায় কি ? আমি তাঁর বক্তব্য শুনে অভিভূত। আমার জ্ঞান ও ঈমান শাণিত করতে চাই।
Subhanallah
Massalla
Right ...
আলহামদুলিল্লাহ...১০ খন্ডে ৩০ পারা সম্পূর্ণ কোরআন প্রকাশিত হয়েছে...!!।
অধ্যক্ষ মাওলানা মোজাম্মেল হক হুজুরের লিখিত বিখ্যাত তাফসীর "(তাফসীরুল ওয়াফী ) ১০ম খন্ড প্রকাশিত হয়েছে যারা নিতে ইচ্ছুক তারা আজই যোগাযোগ করুন এই নাম্বারে ০১৭৭৭৬৯৬১২২ ধন্যবাদ
এবং 'আলো-আঁধার' সিরিজের ৮ টি বই
১.ঈমান ও শিরক,
২.ঈমান ও আখিরাত,
৩.সত্য দলের পরিচয়,
৪.মানুষেরবর্তমান
৫.মানুষের অতীত,
৬.মানুষের ভবিষ্যত
৭.কুরআন-হাদিস-ফিকাহ এবং
৮ কুরআনের পরিচয়
বইগুলোর কিছু পেজ যদি পড়তে চান তাহলে এই লিঙ্কে পড়তে পারেন:
🔊 Follow us on Social Media :🌐 Facebook Page:- facebook.com/aloadhartv/posts/348936973655984
Ok🌹🌹🌹ok🏝️🏝️🏝️🏝️ok
ঈমাম সাহেব এশার নামায পড়লেন কিভাবে? নামায তো তখনও পুরোপুরি চালু হয় নি।। আপনার আলোচনা ভালো লাগে তারপরও ভুল হতে পারে। এগুলোও ভেবে দেখা উচিত।।
আমার একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হলো রাসুল (সাঃ) যখন মেরাজে যাত্রা করেছেন তিনি কি ব্ল্যাক হোলের ভিতর দিয়ে গিয়ে প্রথম আসমানে পৌছেছেন?
যোহরের চার রাকাত নামাজ ফরজ কোরআন শরীফ এর কোথায় ও আছে কি?
Tu bal.little learning danger. Great Muzamil sb, great tafsir of holly quaran.
Nawjubilla Amar NOBI Shopno Dakha Ni Shopna Maharaja Jaynai Amar NOBI Ka Amar ALLA Shosorela MAHARAJ Koreyasan Amar Alla BURAK Year Maddomay Sidratul MONTAHAR Tarpor Shakhan Thaka RAFRAFAR Maddoma ARSHA AZZIM Porjonto RAFRAF Poucha Day Tarpor Sudu AMAR ALLA AMAR NOBIR DIDAR LOVE HOY AMAR NOBI MOHAN ALLA KA SHO CHOKHA DAKASAN Jara BISSOWS Korba Sha EMANDAR Ar Na Hoy Sha Emandar Noy AMRA ALLA Ka DAKHENAI Tahola Amara ALLA Ja Assa Amara Kivabay Bissows Korbo Na Dakha Tho Bissows Kora Jabay Na Ta Hola Kivabay Bujbo Ja ALLA Assa AMAR NOBI ALLA Ka DAKHASAN BOLA E AMRA MANE JA ALLA ASSA AMIN Ar Tume Hojur Ja WAZ Koracho Ta Shotick Noy A Akida Holo Abdul Wahab Najdi Iban Thameya Nasir Uddin Albane Tawhadi Jamathi Islame Tablegi Salafe Ahala Hadis Kobish Ahala Kuran Kharaji Rafage Youhodi Nasara Sheyaa Kadianne La Majhabi Abu Lahabi Abu Jhale Abul Ala Modudi Ponti Lillahe Takbir Ponti Eagidi Ponti Nojdi Ponti Wahabi Ponti Nobi Beddashe Shahabi Beddashe Taba Taba in Beddashe Nobi Pori bar Beddashe Oli Alla Beddashe Majhabi Beddashe Hadis Beddashe E Mam Beddashe Ra MONAFACK RA JAHALRA JAHANNAME KAFAR KAFAR KAFAR KAFAR AMIN
عَنْ مَالِكِ بْنِ صَعْصَعَةَ -رَضِيَ اللَّهُ عَنْهُ- قَالَ: قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم : ... فذكر حديث المعراج وفيه: « ثُمَّ فُرِضَتْ عَلَيَّ خَمْسُونَ صَلَاةً فَأَقْبَلْتُ حَتَّى جِئْتُ مُوسَى، فَقَالَ: مَا صَنَعْتَ، قُلْتُ: فُرِضَتْ عَلَيَّ خَمْسُونَ صَلَاةً، قَالَ: أَنَا أَعْلَمُ بِالنَّاسِ مِنْكَ عَالَجْتُ بَنِي إِسْرَائِيلَ أَشَدَّ الْمُعَالَجَةِ، وَإِنَّ أُمَّتَكَ لَا تُطِيقُ فَارْجِعْ إِلَى رَبِّكَ فَسَلْهُ، فَرَجَعْتُ فَسَأَلْتُهُ فَجَعَلَهَا أَرْبَعِينَ ثُمَّ مِثْلَهُ، ثُمَّ ثَلَاثِينَ ثُمَّ مِثْلَهُ فَجَعَلَ عِشْرِينَ، ثُمَّ مِثْلَهُ فَجَعَلَ عَشْرًا، فَأَتَيْتُ مُوسَى فَقَالَ: مِثْلَهُ فَجَعَلَهَا خَمْسًا، فَأَتَيْتُ مُوسَى فَقَالَ: مَا صَنَعْتَ؟ قُلْتُ: جَعَلَهَا خَمْسًا، فَقَالَ: مِثْلَهُ قُلْتُ سَلَّمْتُ بِخَيْرٍ فَنُودِيَ: إِنِّي قَدْ أَمْضَيْتُ فَرِيضَتِي وَخَفَّفْتُ عَنْ عِبَادِي وَأَجْزِي الْحَسَنَةَ عَشْرًا» . ( خ, م ) صحيح
Is Kaiser and Heraclius the same emperor.
হুজুর একটা অনুরোধ করি এই মিরাজ নিয়ে অনেক নামধারী হুজুররা বলেন নামাজ নাকি পঞ্চাশ ওয়াক্ত ছিলো আরও অনেক কথা এটা কোনটা সঠিক সেটা আপনি তুলে ধরুন নামাজ আসলেই কি করে আসলো
আল্লার কিতাবে যাহা নাই তাহা নিয়ে কথা বলার যুক্তি নাই।
হা আল্লাহ প্রথিবি সকল কার্যকলাপ বন্দ করেছেন কিন্তু প্রথবি দিনের যে অর্ধেক দিন ছিল তারা কি করল ২৭ বৎসর মানুষ জাগ্রত ছিল ।
এটা প্রশ্ন করার বিষয় না। বিশ্বাস না করলে আপনি ইমান হারাবেন। এখন সিদ্ধান্ত নেন।
মেরাজ সপ্নে হয়েছে এ তথ্য কোন কিতাবে আছে? দয়া করে জানালে উপকৃত হতাম।
ইসরা ৬০
এইগুলি শুনার পর মনে হয় ইসলামের সব কথার মধ্যেই কিন্তু থেকে যায়! আবু তালিবের ঘর আর উম্মেহানির ঘর একই হয় কি করে? উম্মেহানির কি বিয়ে হয় নি? উম্মেহানি কি স্বামীর বাড়িতে থাকে নি?
আর কত কাল এইসব ভিততিহিন বানোআট মিথথা চলবে?
সাউন্ড ভালো না
Shob shothik ki apni ekai janen?
আপনার কাছে আল্লাহর সৃষ্টির রহস্য সম্পর্কে জানতে চাই।
কোরআনের এক আয়াত অন্য আয়াতের বিপক্ষে যায না। যখন একদল কাফের শর্ত দিয়ে বলেছিলেন হে আল্লাহর রাসুল সাঃ আঃ
যদি আপনি সত্যি রসুল হয়ে থাকেন তবে এই মূহুর্তে আমাদের সামনে আকাশে যান, এবং হাতে কিতাব নিয়ে নামেন, তা হলে আমরা ঈমান আনবো, উত্তর এ পরের আয়াতে আসলো
" আমি একজন মানুষ রসুল বৈ অন্য কিছু নই, আমার পক্ষে আকাশে যাওয়া সম্ভব না, আর আমার আল্লাহ এ গুলো পছন্দ করেন না ।
এ হিসাবে বোঝাযায় মেরাজ সপ্নে-ই হয়েছিল ।
সুরা ও আয়াত নং টা দিয়েন
আপনি যা বলছেন তা কিন্তুভাই আল্লাহর ক্ষমতার বরখেলাপ।আল্লার কি পারেননা স্বশরীরে হযরত মোহাম্মদ সাঃ তার সাথে সাক্ষাত করতে।ভুলে যাবেননা মানুষ উচুতে, জান্নাতে, আকাশেই ছিল ওখান থেকেই দুনিয়াতে এসেছে।
না ভাই, মেরাজ স্বশরীরে হয়েছে এবং এই পৃথিবীতেই হয়েছে, যাহা আল্লাহ বলেছেন, সুরা বনীঈস্রাইল এর ১৭:১ নং আয়াত দেখুন, এটাই সত্য, বাকীটা পেট বানানো।
Quran bujhey porun. Ami joto pap koreysi Quran na bujhey porar jonno.Quran bujhey porley karo fadey pa dibo na. Quran er protiti shobdo akdom khati abong shohoj vashaey shokol jibon babostha.Shompod er protijogita nishchito dojokh Sura takasur matro 5 line, dan proeyjoner bairey ja asey 2:219.
আসসালামু আলাইকুম কোরআন হতে মেরাজের বর্ণনা করলে খুশি হইতাম হুজুর আপনি তো হাদিস থেকে ফিরে এসেছে যাকে বলা হয় লাহু আল হাদিস আবার আপনি সে হাদিস থেকেই মেরাজের বর্ণনা করেছেন বিষয়টা একটু কেমন হয়ে গেল না
فصل لربك وانحر এখানে নামাজ এবং কুরবাণীর আদেশ করা হয়েছে।কিভাবে এবং কোন নিয়মে নামাজ, কুরবাণীর বিধান পালন করতে হবে তা যেমন কুরআনুল কারীমে বিস্তারিত আলোচনা করা হয়নি, তেমনি ভাবে সূরাতুল বনী ইসরাইলের শুরুতে মিরাজ নিয়ে ও বিস্তারিত আলোচনা করা হয়নি।কাজেই বিস্তারিত আলোচনা জানার জন্য আমাদেরকে অবশ্যই সহীহ হাদীস খুজতে হবে।
আপনার কথা ঠিক সুবিধা মতো জায়গায় হাদিস বসাব,আবার বলবো হাদিসের প্রয়োজন নাই।
কোরআনের বাইরে গালগল্প, ফায়সা যখন কোরআন আল্লাহ দাবি করেন, কোরআনে যা নাই তা নাই,জানার দরকার কি। তবে নামাজ?
নামাজকে স্বাধীন করা হয়েছে।
সুরা হজ আয়াত ৬৭ ও ৬৯ দেখুন
কাকে ভ্রমণ করিয়ে ছিলেন ওই আয়াতে নাম উল্লেখ নেই এরপরেই আসছে মুসা আলাই সালাম এর ঘটনা এতে কি বুঝা যায়, ভেবে দেখার বিষয় আছে, আল্লাহর কিতাবে আছে এক লাইন আর এই এক লাইনের লাহুয়াল হাদিসের ব্যাখ্যা আছে লক্ষ্য হাদিসের কিতাব।
আপনি কুরআনের আয়াত হাদিস দিয়ে ব্যাখ্য করছেন,তা কোনভাবেই গ্রহণযোগ্য নয়।
অন্যরা বলে একচোখ আপনি বলছেন দুইচোখ???
১৪০০ বছর আগে মানব সভ্যতার বিকাশ বলতে গেলে ভালই ছিল।মেরাজ কি শুধু ধর্মীয় কাহিনি নাকি তখনকার মানুষ ও সেটা জানত?
আল্লাহ কুথায়আছে
বিশ্বাসরাই সত্য বিশ্বাস করেন
সবে মেরাজের যে কথা গুলি আমরা আলেম ওলামাদের নিকট থেকে শুনি। এ কথাগুলির ভিত্তি কি? যাহার বর্ননা কোরানে নাই, তাহা যদি সত্যও হয় কোন ভ্যালু নাই।
নামাজ কিভাবে কয় রাকাত পড়তে হয় তা কি কোরআন এ আছে?!! এগুলো আমাদের নবী মোহাম্মদ (স:) শিক্ষা দিয়েছেন তাঁর সন্নাহ আর হাদিস দিয়ে।
কুরআনে রোযার কথা স্পষ্ট বলা আছে।আল্লাহ যদি চাইতেন প্রচলিত নামায সম্পর্কে বলতে তাহলে জোরে গেলে ১০ টা আয়াত এক্সট্রা লাগতো!অথচ অনেক আয়াত ১০/১৫ বারও আছে।নামায নিয়া কতজন মসজিদ ভাগাভাগি করবে এটা আল্লাহ জানতেন না!
রাসুল পাক সাহাবিদের নিয়ে জামায়াতে ৫ ওয়াক্ত সালাত পড়ত মানে কুরআন তেলাওয়াত করত,শিখত,প্রচার আর আয়ত্ত করত।আর এখন প্রচলিত সালাতে কি হয়,কি পড়েন কি বুজেন কি বুজায় আমাদের হুজুররা।
কিংবা আপ্নি সুন্নত নামাযে,তাহাজ্জুদ নামাযে কি পড়েন।আপনি কি আল্লাহর সাথে কন্টাক্ট করেন নাকি গতবাধা খালি সুরাগুলা মন্ত্রের মতো পড়েই যান!
KURAN KI HODIS NOY?
এইসব কথা কোথাকার দলিল কিছুই বললেন না কথা গুলা কি আপনার মনগড়া?
আপনি কি কোরআনের আক্ষরিক অর্থেই মেরাজ আলোচনা করছেন, না কি হাদিস যোগ করছেন।
অনুমান ধারা বলনেন না। যে টুকু কোরআনে বলা হয়েছে এবং জানিয়েছেন তার বাইরে মনগড়া জানা কি জরুরি।
জনাব হাদীস শরীফ হচ্ছে ওহি অর্থাৎ আল্লাহ্র পক্ষথেকে নবীকরিম সাঃ এর নিকট কোরআনের ব্যাখ্যা হিসাবে এসেছে তার প্রমাণ হচ্ছে সুরাঃ বাকারাঃ আয়াতঃ 151ঃ আল্লাহপাক বলেনঃ অর্থাৎ যেমন আমি পাঠিয়ে ছি তোমাদেরই মধ্য থেকে তোমাদের জন্য একজন রসুল ় যিনি তোমাদের নিকট আমার বানী সমুহ পাঠ করবেন এবং তোমাদের পবিত্র করবেনঃ আর তোমাদের শিক্ষা দিবেন কিতাব ও তাঁর তত্ত্বগ্যান এবং শিক্ষা দিবেন এমন বিষয় যা কখনো তোমরা জানতে না। এই আয়াত দ্বারা বুঝাযায় যে নবীকরিম সাঃ এর নিকট আল্লাহর পক্ষ থেকে কিতাবের পাশাপাশি এমন শিক্ষা আসতো যাহা আল্লাহর পখ্যথেকে সরাসরি যেমন হিকমাহ বা হিকমাতা যাকে বলা হয় এলমে লাদুনী এই বিষয়ে সুরাঃ কাহাফ ও সুরা লোকমানের আয়াতে আরও বর্ননা আছে। কাজেই মেহেরবানী করে হাদীস কে নিয়ে কথা বলার আগে চিন্তা করবেন। আল্লাহপাক আমাদের সবাইকে পরিপূর্ণ ঈমান ও হেদায়েত দান করুন । আমিন । ধন্যবাদ ।
@@masudulalam7307 কোরআনে কোথায় লেখা হাদিস ওহী?, আপনি হিকমাকে হাদিস বলছেন, নবীর কোরআনের জ্ঞান হলো হিকমা এর বাইরে নয়।
সুরা ইয়াসমিন আয়াত ২ হিকমত ময় কোরআনের শপথ। এখানে কোরআনকে হিকমত বলা হয়েছে।
হাদিস হলো মিথ্যা গল্প কাহিনি,
@@mdnazimuddin7912 আরে গাধা মিয়া সুরাঃ লোকমান পড়ে দেখবেন এবং সুরা কাহাফ হেকমত অর্থ হচ্ছে কৌশল আর হিকমাতা হচ্ছে এমন বিশেষ জ্ঞান যা নবী রসুল ও আল্লাহ্র ওলিদের দেওয়া হয় যাহা সাধারণ মানুষের বোধগম্যের বাহিরে। যা সুরাঃ বাকারার 151 নং আয়াতে আল্লাহপাক উল্লেখ করেছেন। সুরাঃ লোকমান ঃ লোকমান আঃকে আল্লাহপাক নবুওয়াত ও হিকমাহ এই দুইটির মধ্যে একটি নিতে বলেছেন তখন হযরত লোকমান আঃ হিকমাহ বা হিকমাতা নিয়েছেন অর্থাৎ ওলিত্ত্ব । আর সুরাঃ কাহাফ ঃ হযরত খাজা খিজির আঃ এর তিনি ছিলেন এলমে লাদুনী প্রাপ্ত আল্লাহর ওলি অথচ হযরত মুসা আঃ নবী ও রাসূল হওয়া সত্ত্বেও হিকমাহ বা হিকমাতা শিক্ষা করার জন্য আল্লাহর হুকুমে হযরত খাজা খিজির আঃ এর নিকট গমন করেন এবং ধৈর্য্য ধরে তাহার সোহবতে থাকেন। আল্লাহপাক আমাদের সবাইকে পরিপূর্ণ ঈমান ও হেদায়েত দান করুন এবং পবিত্র কোরআন সঠিকভাবে বুঝার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন । ধন্যবাদ ।
মেরাজে আল্লাহ ও রাসুলের মধ্যে কী কথোপথন হয়েছিল,, তা বর্ণনা করেন,, আপনি মেরাজে অন্য নবীদের সাথে রাসুলের সাক্ষাতের কথাগুলি কোন সুত্র থেকে বলছেন,,??
আজহার আলী ভাই, এই পৃথিবীতে একটি মাত্র ব্যক্তির সাথে আল্লাহ কথোপকথন করেছেন, সে হল সালামুন আলা মুসা, এছাড়া সমস্ত নবী ও রাসূলের সাথে ওহী হয়েছে। বিশ্বাস না হলে কুরআন পড়ুন এবং বুঝতে চেষ্টা করুন সত্য পেয়ে যাবেন। দেখুন, সুরা নিসা ৪:১৬৩+১৬৪ নং আয়াত এবং চোখ কান মাথা বিবেক বুদ্ধি খাটিয়ে সঠিক খুঁজতে চেষ্টা করুন, সত্য পেয়ে যাবেন।
আপনারা কেনও বাজে কমেন্ট করেন??আপনারাতো কোরআন রিচাস করেন নাই হুজুর করছে সে জেটা বুঝতে পারছে সেটাই বলছে
এক যুগ থেকে কুরআন পড়ছি এবং নোট রেখেছি, কুরআনের সুরা বনীঈস্রাইল ১৭ : ১ নং আয়াতে বলা হয়েছে, আল্লাহ রাতের বেলা মক্কা থেকে জেরুজালেম পর্যন্ত তার মহান নিদর্শন দেখার জন্য ঘুরিয়েছে, এটাই সত্য। বাকীটা পেট বানানো। সালামুন আলা মোহাম্মদ তায়েফ অভিযানের যাওয়ার সময় সিদরাতুল/ বরের (বরই)গাছ যেন দুই দিকে ফাক হয়ে যেন রাস্তা করে দিচ্ছে। এই সেই সিদরাতুল গাছ বিশাল বড় গাছ যাহা তায়েফে ছিল। নবীর জীবনী বই পড়লেই পাবেন, বরই / সিদরাতুল গাছের কথা। এরা এইসব কথা বলে আল্লাহর আয়াতকে অস্বীকার করছে। কুরআন মাজিদ পড়ুন এবং বুঝতে চেষ্টা করুন সত্য পেয়ে যাবেন। দেখুন ১১:১১৪, ১৭:৭৮,১৭:১১০, ৪:১০১-১০৩!!! চোখ,কান, মাথা বিবেক বুদ্ধি খাটিয়ে সঠিক পথ বেছে নিন । কারণ কুরআন পড়ুন, কুরআন পড়া ফরজ। আল্লাহ কুরআন সম্পর্কে সকলকে জিজ্ঞাসা করবেন,৪৩:৪৪ । আর কুরআন না পড়লে, সালামুন আলা মোহাম্মদ আল্লাহর কাছে অভিযোগ দিবে, ২৫:৩০ । সাবধান হোন এবং সময় থাকতে কুরআন পড়ুন এবং বুঝতে চেষ্টা করুন।
কোরআন শরীফে যা নাই তা সত্য হয় কি করে। ছিনা
চাক জমজম পানিতে Wash এই সব কি কোরআন এ আছে??
আপনার বুঝ আপনার কাছে রাখুন,কেন বিভ্রান্ত ছরাচ্ছেন?
The explanation of the happening of the Miraj was done by stopping the movement of earth is not correct. Rather it happened beyond earth time.
ইব্রাহীম (আঃ) এর পা আমাদের মত এইটা আপনার ভুল বয়ান 😡
জনাব আপনার মাথা খারাপ হয়েগেছে আপনার তাফসির ভুল। আপনি মানুষকে বিভ্রান্ত করছেন। আমি মহান আল্লাহর দরবারে প্রার্থনা করছি আল্লাহ পাক আপনাকে ও আমাদের সবাইকে পরিপূর্ণ ঈমান ও হেদায়েত দান করুন । আমিন । ধন্যবাদ ।
মাথা খারাপ মানুষ গুলোর মাথা খারাপ হয়ে যায় যখন কোন কথা তাদের বিপক্ষে চলে যায় । আর ভূলটা কি তা বলেনা। ভূল হয়েছে বলা যেতে পারে , মাথা খারাপ হয়ে গেছে কথাটা বলা মোটৈই উচিত হয় নাই , ক্ষমা চাওয়া উচিত।
@@mzmlhoqe6011 জনাব আপনি কে উত্তর দেওয়ার যাকে আমি বলেছি সে উত্তর দিবেন। আপনি দায়িত্ব নিতে পারবেন। উনি মেরাজের যে আলোচনা করেছেন তাহা অর্ধেক সঠিক আর বাকি অর্ধেক ভুল বলেছেন। এভাবেই শত শত বছর ধরে মুসলিম উম্মার মধ্যে ফিতনার সৃষ্টি হয়ে এক দল থেকে বহু দল উপদলের মধ্যে বিভক্ত হয়ে গেছে। আল্লাহপাক আমাদের সবাইকে পরিপূর্ণ ঈমান ও হেদায়েত দান করুন । আমিন । ধন্যবাদ ।
@@masudulalam7307 দয়া করে সঠিকটা জানিয়ে দেন।আমরা মতবিরোধ না করি।জানতে চাই।
Prophet took durationof time 27 years for meheraj so his age plus 63 total 90 years asthe movement of the earth was stopped. Please explain sir.
@@masudulalam7307 eto kotha janen ti sothik ta bole den jeno bitorko kortesen?
Tahola taoheed ar proman pai kamna ? Jode jibreel a e ete hoy maraaaja ? quraanoshshareef a jibreel ar pora a'rsh ar opor aaraj na howar kono ayat koe? Ofoq ar shtha supermative digree aa'laaa kano ? A'laa bollae cholto jara maraaj ar karon janana tarder khoppor a apne achan ar aga jannat a sroshtha ke dakha ashshekar korban kamna?
Tue Mojammal Haq Tue Monafack Jahan name KAFAR Tur EMAN Nai Tue Ahala Kuran Ponti Tudar Eman Nai Tura Hadish Beddashera Jahan name Ha dish Na manla Tura NAMAJ Poro Ki babay Kuranay Namaj ar Rakayat Lakha Nai Ti Tume Jahanname Namaj Poro Kivaba Tue Iblish Sayantan Tue Nasir Uddin Albanian O Ibnatayabe Tar Goo O Mut Kahayaso Tue Jahan name KAFAR Adar Thaka Subdan Takun Ar Na Hoy Apniyo Tar Moto Poth Vrosto Hoya Jaban Amin
এই গুরুত্বপূর্ণ বিষয়টি আল কুরআনে লিপিবদ্ধ হল না কেন??
ভাই ওনাদের হিসেবে আল্লাহর আল কুরআনে লিপিবদ্ধ করার মত আর জায়গা ছিল না
কোর' আনে থাকলে ও তোমাদের বিশ্বাস হতো কি? সুদ/ ঘুষ / ওজনে কম দেওয়ার কথা ত আছে, ক'জনের মেনে চলে?
@@chemonather7459 যাহারা প্রকৃত মুমিন তাহারাই মেনে চলে, আর যাহারা নামে মুমিন তাহারাই মানে না
فصل لربك وانحر এখানে নামাজ এবং কুরবাণীর আদেশ করা হয়েছে।কিভাবে এবং কোন নিয়মে নামাজ, কুরবাণীর বিধান পালন করতে হবে তা যেমন কুরআনুল কারীমে বিস্তারিত আলোচনা করা হয়নি, তেমনি ভাবে সূরাতুল বনী ইসরাইলের শুরুতে মিরাজ নিয়ে ও বিস্তারিত আলোচনা করা হয়নি।কাজেই বিস্তারিত আলোচনা জানার জন্য আমাদেরকে অবশ্যই সহীহ হাদীস খুজতে হবে।
হুজুরের মেরাজের হাদিসকে না মানা ঠিকহচ্ছেনা কারন মুহাদ্দিসিনমুফ।স্সেরিনকেহ হাদিস অস্সিকারকরেনাই
শহি হাদিস কি আল্লাহর পক্ষ থেকে ওহি,, পারলে আলচোনা করবেন, না হলে গোঁজামিল দিবেন না,, ১৭ রাকাত নামাজের দলিল কুরান থেকে দিবেন,, না পারলে গোঁজমিল দিবেন না,,
Sina chuk er bepare ar aage vinno kotha bolecen
It seems the sheikh is munkareen hadith. Hence his understanding of Islam is questionable. The uzoo water flowing chains of doors oscillation, how he knows these where as the described things on return is fabricated and false.
ভনড।আলেম
লোককে মিথ্যা হাদিস সুনার জন্য ধন্যবাদ
Koranato nai, eto etihas elokothathaka? Nabir nama chalano hoyachha, esab manahoy jaal hadish, jisur ma to rasul ka bato karat janta esab banano hoyachha, sura nisa 150,151,152 ayatta manarakha uchit
faltu---
You
আমিতো জানি ইনি কোরআনের একনিষ্ঠ অনুসারী। এই ঘটনাবলীর অনেক কিছুই কোরআনে নাই। একটি আয়াতের অর্থ বা অনুবাদ ভুল করেছেন। জিব্রিল(আঃ) নবীজী৯সাঃ)কে কোরআন শিক্ষা দিয়েছেন। এটি ভুল অনুবাদ। আল্লাহ শিক্ষা দিয়েছেন হবে। পর্দার আড়ালে কথা হয় নি হয়েছে সামন সামনি। নবীজী৯সাঃ) আল্লাহকে দেখেছেন।
নবীকরিম সাঃ আল্লাহকে নূর হিসাবে দেখেছেন । আর আল্লাহর সাথে নবীকরিম সাঃ এর ব্যবধান ছিল দুই ধনুকের পাশাপাশি উল্টা করে রাখলে যতটুকু ব্যবধান ততটুকু দূরত্বে। আর এটা হয়েছে আল্লাহর খাস দরবারে। আর জিবরাঈল আঃ সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়েছিলেন যার অবস্থান সপ্তম আসমানের শেষ হয়ে তারপরে এর অবস্থান শুরু। এরপরে জিবরাঈল আঃ এটা শিমা । এরথেকে আরো 70 হাজার নূরের পর্দার অন্তরালে আল্লাহর খাস দরবারের স্হান অর্থাৎ আরসে আজিঁম শুরু এরপরে কাবা কাওসানে এখান থেকে আর ত্রিশ হাজার বছরের রাস্তার পরে আল্লাহর খাস দরবার। এসব হাদীস দ্বারা জানতে হবে। যারা এজিদের ইসলাম অনুসরণ করে তারা ফেতনা ছরিয়ে হাদীস অশিকার করে। আল্লাহপাক আমাদের সবাইকে পরিপূর্ণ ঈমান ও হেদায়েত দান করুন । আমিন । ধন্যবাদ ।
হুজুর কোন দেশের ২৭ তারিখ???? কারন, পৃথিবীর সব দেশে একদিনে এক তারিখ হয় না। ধর্ম কে এরা দুলাল এর তালমিচরি বানিয়ে ফেলেছেন?
আদম আঃ এর যে করব দেখানো হয় তাও কি সঠিক না?
Mozammel shaheb coment pore waz korun