ভিডিওটা নিয়ে ১৫দিন রিসার্চ করে অনেক ইনফরমেশন বের করেছি। শেষ পর্যন্ত দেখো সবাই। ভালো লাগবে। আর আমাদের এই হয়াটস্যাপ চ্যানেলে জয়েন করো - whatsapp.com/channel/0029Va9ZOca11ulYTpYLtQ0H
আপনার 'রিচার্জ' বানান দেখে আমি হতবাক, যাই হোক। সুন্দরবনে ঘুরে আসুন। তাহলে জানতে পাবেন যে বনবিবি কে। কেন সবাই পুজা করে। আর আমি আরেকটা জিনিস দেখে অবাক যে এত বড় একটা ভিডিও থেকে এই কথাটার উপরেই আপনার বেশি নজর গেল। 🙄
সুন্দরবন এলাকার মানুষ হয়ে আমি গর্বিত, সুন্দরবন হল (ভারতের) একটি শীতের ভ্রমণের আদর্শের জায়গা, thank you Dada সুন্দরবনকে সুন্দরভাবে ব্যাখ্যা করার জন্য❤❤❤
সুন্দরবন বাংলাদেশের। ভারতের অংশে তো মাত্র ৩০১৭ বর্গকিলোমিটার। বাংলাদেশ অংশে ৬০৮৩ বর্গকিলোমিটার। আর তবুও তো পশ্চিমবঙ্গ বাংলাদেশের অংশ ছিলো। গান্ধী নয় চিটিং করে পশ্চিমবঙ্গ কে ভারতের অংশ বানিয়ে ছিলো।
অনেক অজানা কিছু জানতে পারলাম আপনার মাধ্যমে ধন্যবাদ আপনাকে সুন্দরবন নিয়ে অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও আমাদের উপহার দেওয়ার জন্য বাংলাদেশ থেকে দেখছি এগিয়ে জান।
বাহ.. আমরা সুন্দরবন এর এত কাছে থাকলেও সুন্দরবন সম্পর্কে এত বিস্তারিত তথ্য জানতাম না... খুব ভালো তথ্য সমৃদ্ধ ভিডিও... খুব ভালো লাগলো.... অনেক পরিশ্রম করতে হয় এরকম একটা informative ভিডিও বানানোর জন্য.... অনেক অনেক শুভেচ্ছা তোমার শ্রম আর কাজ কে.... এতো মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য... অনেক অনেক ভালোবাসা ভাই ❤️❤️
@@Daddy789 রিসার্চ করে দেখ।। বাংলাদেশের বাঙালিরা একটা সময় পুরো ভারতবর্ষ শাসন করেছিল।। বাংলা সুলতানি 🇦🇹 আমলে বাংলার সুলতান দিল্লির সুলতানের বিপক্ষে যুদ্ধ করে জিতেছিল এবং দিল্লিকে শাসন করেছিল।।পাল শাসনামলে পুরো ভারতবর্ষই বাঙালিরা শাসন করেছিল।।আমরা বাংলাদেশের বাঙালিরা ইতিহাস ভুলে যাই না।। তোরা তো দিল্লির পা চাটা কুকুর।। দিল্লির পা চাটতে চাটতে এখন নিজেদের পূর্বপুরুষদের ইতিহাস ভুলে গিয়েছিস ।। তোরা দিল্লির পা চাটতে পারিস,,সেটা তোদের ব্যাপার।। কিন্তু আমরা বাংলাদেশের বাঙালিরা স্বাধীনচেতা।।প্রয়োজনে অন্যকে নিজেদের অধীনস্থ করে নেবো।।আমরা অন্যের অধীন থেকে জীবন উপভোগ করি না,, করবো না,,অন্যের পা চাটি না কখনও চাটবো না,,ইন শা আল্লাহ।। যুগে যুগে আমরা তার প্রমাণ দিয়েছি।। প্রয়োজনে দিয়ে যাব।।.. বাংলাদেশ জিন্দাবাদ।।।।🇧🇩🐯✊
ভাই ঠ্যাঙ তোলে কি ভাবে নাচতে পারে আপনে কি পারেন তাহলে একটু দেখান বাংলাদেশ হলো বেশি অসাধারণ বাংলাদেশ জাগায় অনেক লোক বসা বাস করেন সানতিতে আরো রোহিঙ্গা বসাবাস করেন কত জে গর্ব হয় এই সোনার বাংলাদেশের জন্য জয় বাংলাদেশ
আমার বাড়িও সুন্দরবনে কিন্তু এই প্রথমবার সুন্দরবনকে এত সুন্দর ভাবে এক্সপ্লেন করার জন্য ধন্যবাদ আজ পর্যন্ত এত সুন্দর ভাবে সুন্দরবনের সুন্দর প্রকৃতিকে এত ভালোভাবে কেউ দেখাতে বা বোঝাতে পারিনি ধন্যবাদ মিঠুনদা তোমাকে
আমার বাড়ি বাংলাদেশের সুন্দরবনের পাশে খুলনা জেলার , কয়রা উপজেলাই। সুন্দরবনের অনেক তথ্য সুন্দর ভাবে তুলে ধরার জন্য ধন্যবাদ❤। কিন্ত, অনেক তথ্য বাদ পড়ে গেছে বা আংশিক। যেমন , সুন্দরবন ছোট হয়ে যাওয়া এবং সুন্দরবন ও আশেপাশের এলাকার পানিতে লবনাক্ততা বেড়ে যাওয়ার প্রধান কারণ ভারতের "ফারাক্কা " বাঁধে পানি প্রবাহের নিয়ন্ত্র করা । এই সমস্যা সুন্দরবনের পাশের মানুষ হিসাবে ভালোভাবে বুঝি । তাই ভারত সরকার এই পানি উপর নিয়ন্ত্র না উঠালে এক সময় পুর সুন্দরবন আর থাকবে না । তখন আশেপাশের পরিবেশ ধংস হয়ে যাবে ।
@@soumadipbera6997ভাইয়া , কিন্তু এটা জানার কথা যে, বাংলাদেশের অধিকাংশ নদীর উৎপত্তিস্থল ভারত। কিন্তু ভারত যেভাবে বাঁধ দিয়ে নদী শাসন করছে, তাতে এখানে একসময়ের ভরা যৌবনা নদীগুলো আজ শুকিয়ে যাচ্ছে। নদীগুলো নাব্যতা হারিয়ে এখন যেন মৃত্যু পথযাত্রী। তাছাড়া অনেকেই নদীর পানির ওপর নির্ভরশীল। নদী শুকিয়ে যাওয়ায় তারা ,,,ফসল উৎপাদন তো দূরের কথা, খাবার পানি নিয়ে চিন্তিত থাকে।।। এরা শুষ্ক মৌসুমে পানির জন্য হাহাকার করে, আর বর্ষাকালে, যখন ভারতে বন্যা হয়, তখন তারা বাঁধ উন্মুক্ত করে দেয় ,ফলশ্রুতিতে মরার ওপর খাঁড়ার ঘা পড়ে। কারণ তখন প্রকৃতির অমোঘ নিয়মে, পানির অভাব হয় না। আপনারা ও কি মহান, তখন দুই হাত দিয়ে উপুড় করে দেন। সত্যি কথা বলতে, পানি বন্টন সঠিক হলে আর এমন হতো না। শুষ্ক মৌসুমে যদি ঠিকমতো পানির প্রবাহ বজায় থাকত তাহলে, আমাদের নদীগুলোর গভীরতাও বজায় থাকত , আর অধিক পানি বহন করে সাগরে ফেলতে পারতো ।তখন ভারতের অতিরিক্ত পানিও সাগরে পড়তে পারত বাংলাদেশের এতোটা ক্ষতি না করে,,, যতটা ক্ষতি এখন হয় । কিছু হোক বা না হোক অন্তত, আমাদের মানুষগুলো একটু সান্ত্বনা পেত এজন্য যে, শুষ্ক মৌসুমে তো পানি পাওয়া যায়। আপনি তো শুধু আপনারটা চিন্তা করলেন। যাইহোক, ভালো থাকবেন।😊😊😊
@@soumadipbera6997😅বাংলাদেশ এর মানুষ বর্ষায় বন্যায় ক্ষতিগ্রস্ত হবে, বর্ষা বাদেও আমাদের নদী পানির অভাবে মরবে কেন, প্রাকৃতিক স্বভাব এটা আমাদের। এটা স্বাভাবিক! কিন্তু আপনারা উজানে বসে হাতির মতো সব পানি গিলে ফেলেন, বন্যায় গিলতে না পেরে ছেড়ে দেন😅। ভন্ডামি বাদ দেন, পানির ন্যায্য হিস্যা দেন। প্রকৃতিকে কন্ট্রোল করতে গেলে বাংলাদেশ যেমন মারা খাচ্ছে আপনারাও খাচ্ছেন😅🤣
অসাধারণ প্রতিবেদন। আপনার বলা প্রতিটি বাক্য ই তথ্য পূর্ন। আমি বন্যপ্রাণী সংরক্ষণ ও পরিবেশ সংরক্ষণ নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছি। সেই সূত্রে বলছি আপনার দেয়া তথ্যগুলো সঠিক। কোনো ভুল নেই। আরেক টি পর্ব করুন, দর্শক শ্রোতারা উপকৃত ও সচেতন হবে এই বন টি নিয়ে। এই সচেতনতা খুবই জরুরি উভয় দেশ নিয়ে বিদ্যমান রহস্যময় এই বনটি রক্ষার স্বার্থে।
বাংলাদেশের খুলনায় সুন্দরবনের কাছে কপিলমুনি নামের একটা উপজেলা আছে। সেখানে হাজার বছরের অধিক পুরাতন কপিলমুনির ঢিবি আছে। এবং পাশের উপজেলায় একই প্রায় সময়ের প্রাচীন ভরত রাজার দেউল রয়েছে।
দাদা সুন্দরবনের অনেক ভিডিও দেখেছি। আমিও recent সুন্দরবন ঘুরে এসেছি। কিন্তু আপনার চোখে সুন্দরবন কে নুতন নুতন করে দেখলাম। দারুন। আমার দেখা সুন্দরবন নিয়ে সেরা ভিডিও। ধন্যবাদ।আরো নতুন কিছুর আসায় থাকলাম।
@@romanchopediamithun Thank you❤ dada amader okhane r ooo Onk tourist spot ache gele ghure asben valo lagbe..... Apnar video ghulo onk informative hoy ami history niye porchi amer kub helpful hoy apnar video gulo❤😊🙂
আমার দাদামশাই ঘুটিয়ারীশরীফে একজন বড়ো জমিদার ছিলেন। উনি স্বাধীনতার আগে বহুবার শিকারে গেছেন সুন্দর বনে, ওনার কাছে ওই মন্দিরের কথা শুনেছি। উনি ওখানে গিয়ে কিছু ফলের গাছও লাগিয়ে ছিলেন। সে অবশ্য অতীতের কথা, আমিই এখন বৃদ্ধ, ভিডিওটি দেখে স্মৃতিতে ভেসে এলো।
অনেক ধন্যবাদ ভাই মিঠুন তোমাকে,সুন্দরবনের এই ভিডিওটি তোমার খুবই সুন্দর হয়েছে,সময় পেলে আমি তোমার বিভিন্ন ভিডিও দেখার চেষ্টা করি,আমি মালয়েশিয়া প্রবাসী একজন বাংলাদেশী,ভালো থেকো তোমার জন্য শুভকামনা রইল,আশা করি পরবর্তীতে আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবে।
Mithun da apner video roj dakhi....very knowledgeable and you are very good human being ..ami history vision valobasi...ti ja vedeo gulo apni historical place neya korachen....just amazing....thanku.
আমার বাড়ি বাংলাদেশের খুলনা জেলার , কয়রা উপজেলায় । এই উপজেলাটি ১৫০ আগেও প্রায় পুরোটাই সুন্দরবনের ভিতরে ছিল। এমনকি মাটির নিচে এখনো গাছের অংশ পাওয়া যায়। আমাদের বাড়ির পাশে সুন্দরবনের আদি বসবাসকারী মানুষ মুন্ডা আদিবাসীদের কিছু পরিবার আছে । তাদের নিজস্ব ভাষা ও সংস্কৃতির আছে । কিন্ত তারা ধিরে ধিরে বাঙালি হিন্দুদের সাথে মিসে যাচ্ছে ।
দাদা, আমার বাড়ি পূর্ব মেদিনীপুর। আপনি তাম্রলিপ্ত ( বর্তমান তমলুক) ওখানে প্রাচীন রাজবাড়ীর ভিডিও করুন। আর খেজুরী ( ভারতের প্রথম ডাকঘর) , হিজলি এইসব নিয়ে ভিডিও বানালে খুব ভালো হয়।
ফারাক্কা বাদ দিয়ে পদ্মার পানি দিয়ে হুগলি নদীর নাব্যতা ধরে রাখা হয়েছে এবং আগের চেয়ে বেশি পানি হুগলি নদী দিয়ে সুন্দরবনে যায় যার ফলে ভারত-বাংলাদেশ সুন্দরবনের বিশাল পার্থক্য তৈরী হয়েছে।
ভিডিওটা নিয়ে ১৫দিন রিসার্চ করে অনেক ইনফরমেশন বের করেছি। শেষ পর্যন্ত দেখো সবাই। ভালো লাগবে। আর আমাদের এই হয়াটস্যাপ চ্যানেলে জয়েন করো - whatsapp.com/channel/0029Va9ZOca11ulYTpYLtQ0H
রিচার্জ করে এই পেলেন, যে মুসলমান পূজা করে এটা কি আদৌ সম্ভব????????????????? 😂
আপনার 'রিচার্জ' বানান দেখে আমি হতবাক, যাই হোক। সুন্দরবনে ঘুরে আসুন। তাহলে জানতে পাবেন যে বনবিবি কে। কেন সবাই পুজা করে। আর আমি আরেকটা জিনিস দেখে অবাক যে এত বড় একটা ভিডিও থেকে এই কথাটার উপরেই আপনার বেশি নজর গেল। 🙄
Ami sundor bon thaky bolche Thank you dadavai🎉🎉🎉🎉
@@redsebo9101বনবিবি একজন মুসলমান মেয়ে তাই মুসলমানরাও বনবিবিকে পূজা করে।আর বনবিবি নামে বিবি আছে সেটা নজর পরেনি আপনার।
ভীষণ ভাল লাগল আজকের ভিডিও। সুন্দরবন আমাদের দুই দেশের গর্ব।
ভালবাসা, বাংলাদেশ থেকে।
খুব খুব সুন্দর লাগলো বাঘের গল্প ,আর আপনার বর্ননা এতো সুন্দর যে কিছু বলার আর অপেক্ষা রাখে না । ভালো থাকবেন
আমি বাংলাদেশ থেকে দেখছি। আমার খুব ভালো লাগে সুন্দরবন। আমার চার বছরের অভিজ্ঞতা আছে, সুন্দরবন যুরার।যতবারই যাইনা কেন! ততই বেশী প্রেমে পড়ে যাই।
খুব সুন্দর বলার ধরন 👍🏼এমনিতেও আমি তোমার ভিডিওগুলো পারলে সবকটাই দেখি ❤Love you from London British 🇬🇧 🇧🇩 Bangladeshi .
মুগ্ধ হয়ে শুনলাম। খুব সুন্দর ভাবে বুঝিয়ে বললেন।
Thank You 😊❤️
বাংলাদেশে বসে অসাধারণ এই ভিডিওটি মুগ্ধ হয়ে দেখলাম দাদা। অনেক অনেক ভাল লেগেছে।❤❤❤
অবসাধারণ বর্ণনা করার জন্য দোয়া ও শুভ কামনা রইলো। দাদা।❤ আমার ৫০ বছর হলো। আজ আপনার কাছে অনেক তথ্য পেলাম। বাংলাদেশ থেকে হাজী সেলিম। ঢাকা৷ ❤❤❤
আমি ও গেছিলাম কিছু মাস আগে, এতো অসাধারণ প্রকৃতির ছোঁয়া, নির্মল দূষণ মুক্ত পরিবেশে খুব শীঘ্রই আবার যাবো
হায় মিথুন ভাই, আমি বাংলাদেশ থেকে আপনার গবেষণাধর্মি ভিডিও আমাকে খুব ভালো লাগে
Thank You...please share
সুন্দরবন এলাকার মানুষ হয়ে আমি গর্বিত, সুন্দরবন হল (ভারতের) একটি শীতের ভ্রমণের আদর্শের জায়গা, thank you Dada সুন্দরবনকে সুন্দরভাবে ব্যাখ্যা করার জন্য❤❤❤
❤️❤️
Amio sundor bone thaki
সুন্দরবন বাংলাদেশের। ভারতের অংশে তো মাত্র ৩০১৭ বর্গকিলোমিটার। বাংলাদেশ অংশে ৬০৮৩ বর্গকিলোমিটার। আর তবুও তো পশ্চিমবঙ্গ বাংলাদেশের অংশ ছিলো। গান্ধী নয় চিটিং করে পশ্চিমবঙ্গ কে ভারতের অংশ বানিয়ে ছিলো।
@@MostafizurRahmanShikder-nh9dk আর বাংলাদেশ ভারতের অংশ ছিল।😅
ভিডিওটা খুব তথ্যবহুল ছিল।খুবই ভাল লাগল ভিডিও টা দেখে।অসংখ্য ধন্যবাদ দাদা❤❤❤❤
আমাদের ভারত-বাংলাদেশের গর্ব সুন্দরবন এবং রয়েল বেঙ্গল টাইগার
শুধু ভারতের বাংলাদেশ এর না। বাংলাদেশ Royal Bengal Tiger 🐯কে বাঁচাতে পারে না।
Oii bangala deser name dhorbe na bara
Keno bara😁@@AbhijitManna-Abhi-07
Love from Bangladesh 🇧🇩 ❤
@@rejuan_ahmmedrizvi6547 vai or jole😂 love from Bangladesh❤️❤️❤️
সুন্দরবন বাংলাদেশের গর্ব
অনেক সুন্দরবনের ভিডিও দেখেছি কিন্তু আপনারটা সর্বোত্তম। আমি নিজেও সুন্দরবন গেছি বার পাঁচেক কিন্তু এত ভালোভাবে সুন্দরবনকে দেখিনি।❤❤
Thank You ❤️
অনেক অজানা কিছু জানতে পারলাম আপনার মাধ্যমে
ধন্যবাদ আপনাকে সুন্দরবন নিয়ে অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও আমাদের উপহার দেওয়ার জন্য
বাংলাদেশ থেকে দেখছি
এগিয়ে জান।
Love from Bangladesh ❤❤
❤️
Love From Bangladesh 🇧🇩🇧🇩🇧🇩
অসম্ভব সুন্দর উপস্থাপনা 🥰🥰🥰
Hi
@@sabirsekh7125 hello
@@sabirsekh7125 hmmm vai jan
বাহ.. আমরা সুন্দরবন এর এত কাছে থাকলেও সুন্দরবন সম্পর্কে এত বিস্তারিত তথ্য জানতাম না... খুব ভালো তথ্য সমৃদ্ধ ভিডিও... খুব ভালো লাগলো.... অনেক পরিশ্রম করতে হয় এরকম একটা informative ভিডিও বানানোর জন্য.... অনেক অনেক শুভেচ্ছা তোমার শ্রম আর কাজ কে.... এতো মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য... অনেক অনেক ভালোবাসা ভাই ❤️❤️
Thank You. ❤
সোনার বাংলাদেশ সোনার সুন্দরবন❤❤❤❤🙋♀️🙋♀️
🇮🇳 ভিন্ন ভিন্ন সংস্কৃতিতে আমার ভারত সেরা 🇮🇳🇮🇳🎉😊
Bangladesh ❌
East Pakistan ✅🤣🤣🤣
@@Daddy789india No
Hagusthan hobe😂
@@Daddy789 রিসার্চ করে দেখ।। বাংলাদেশের বাঙালিরা একটা সময় পুরো ভারতবর্ষ শাসন করেছিল।। বাংলা সুলতানি 🇦🇹 আমলে বাংলার সুলতান দিল্লির সুলতানের বিপক্ষে যুদ্ধ করে জিতেছিল এবং দিল্লিকে শাসন করেছিল।।পাল শাসনামলে পুরো ভারতবর্ষই বাঙালিরা শাসন করেছিল।।আমরা বাংলাদেশের বাঙালিরা ইতিহাস ভুলে যাই না।।
তোরা তো দিল্লির পা চাটা কুকুর।।
দিল্লির পা চাটতে চাটতে এখন নিজেদের পূর্বপুরুষদের ইতিহাস ভুলে গিয়েছিস ।।
তোরা দিল্লির পা চাটতে পারিস,,সেটা তোদের ব্যাপার।। কিন্তু আমরা বাংলাদেশের বাঙালিরা স্বাধীনচেতা।।প্রয়োজনে অন্যকে নিজেদের অধীনস্থ করে নেবো।।আমরা অন্যের অধীন থেকে জীবন উপভোগ করি না,, করবো না,,অন্যের পা চাটি না কখনও চাটবো না,,ইন শা আল্লাহ।।
যুগে যুগে আমরা তার প্রমাণ দিয়েছি।। প্রয়োজনে দিয়ে যাব।।..
বাংলাদেশ জিন্দাবাদ।।।।🇧🇩🐯✊
সুন্দরবনের মোট আয়তন ১০০০০ বর্গ কিলোমিটার। ভারতের অংশে ৩৯৮৩ বর্গ কিলোমিটার। আর বাংলাদেশ অংশে ৬০১৭ বর্গ কিলোমিটার।
তাহলে একটু ঠ্যাঙ তুলে নেঁচে নাও😂😂😂
ভাই ঠ্যাঙ তোলে কি ভাবে নাচতে পারে
আপনে কি পারেন
তাহলে একটু দেখান
বাংলাদেশ হলো বেশি অসাধারণ
বাংলাদেশ জাগায় অনেক লোক বসা বাস করেন সানতিতে আরো রোহিঙ্গা বসাবাস করেন
কত জে গর্ব হয় এই সোনার বাংলাদেশের জন্য
জয় বাংলাদেশ
@@MohammedAnows-rz2myhmm vi jan
@@Suvankar-9851 😂😂😂😂
Didi e chara r kicu paro?@@Suvankar-9851
সুন্দরবনের বাংলাদেশের অংশে খালি পায়ে হাঁটা সম্ভব না হলেও কক্সবাজার এ বিচ্ছিন্ন ভাবে গড়ে ওঠা ম্যানগ্রোভ এর জঙ্গলে হাঁটার অসাধারণ অভিজ্ঞতা হয়েছিল
খুব ভালো লাগলো সুন্দর বন জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।
আমার বাড়িও সুন্দরবনে কিন্তু এই প্রথমবার সুন্দরবনকে এত সুন্দর ভাবে এক্সপ্লেন করার জন্য ধন্যবাদ আজ পর্যন্ত এত সুন্দর ভাবে সুন্দরবনের সুন্দর প্রকৃতিকে এত ভালোভাবে কেউ দেখাতে বা বোঝাতে পারিনি ধন্যবাদ মিঠুনদা তোমাকে
আমার বাড়ি বাংলাদেশের সুন্দরবনের পাশে খুলনা জেলার , কয়রা উপজেলাই। সুন্দরবনের অনেক তথ্য সুন্দর ভাবে তুলে ধরার জন্য ধন্যবাদ❤। কিন্ত, অনেক তথ্য বাদ পড়ে গেছে বা আংশিক। যেমন , সুন্দরবন ছোট হয়ে যাওয়া এবং সুন্দরবন ও আশেপাশের এলাকার পানিতে লবনাক্ততা বেড়ে যাওয়ার প্রধান কারণ ভারতের "ফারাক্কা " বাঁধে পানি প্রবাহের নিয়ন্ত্র করা । এই সমস্যা সুন্দরবনের পাশের মানুষ হিসাবে ভালোভাবে বুঝি । তাই ভারত সরকার এই পানি উপর নিয়ন্ত্র না উঠালে এক সময় পুর সুন্দরবন আর থাকবে না । তখন আশেপাশের পরিবেশ ধংস হয়ে যাবে ।
Farakka na thakle aj hoyto medinipur district thakto na per year flood hoto kintu ekhon ar hoy na.
@@soumadipbera6997ভাইয়া ,
কিন্তু এটা জানার কথা যে, বাংলাদেশের অধিকাংশ নদীর উৎপত্তিস্থল ভারত। কিন্তু ভারত যেভাবে বাঁধ দিয়ে নদী শাসন করছে, তাতে এখানে একসময়ের ভরা যৌবনা নদীগুলো আজ শুকিয়ে যাচ্ছে। নদীগুলো নাব্যতা হারিয়ে এখন যেন মৃত্যু পথযাত্রী। তাছাড়া অনেকেই নদীর পানির ওপর নির্ভরশীল। নদী শুকিয়ে যাওয়ায় তারা ,,,ফসল উৎপাদন তো দূরের কথা, খাবার পানি নিয়ে চিন্তিত থাকে।।।
এরা শুষ্ক মৌসুমে পানির জন্য হাহাকার করে, আর বর্ষাকালে, যখন ভারতে বন্যা হয়, তখন তারা বাঁধ উন্মুক্ত করে দেয় ,ফলশ্রুতিতে মরার ওপর খাঁড়ার ঘা পড়ে। কারণ তখন প্রকৃতির অমোঘ নিয়মে, পানির অভাব হয় না। আপনারা ও কি মহান, তখন দুই হাত দিয়ে উপুড় করে দেন। সত্যি কথা বলতে, পানি বন্টন সঠিক হলে আর এমন হতো না। শুষ্ক মৌসুমে যদি ঠিকমতো পানির প্রবাহ বজায় থাকত তাহলে, আমাদের নদীগুলোর গভীরতাও বজায় থাকত , আর অধিক পানি বহন করে সাগরে ফেলতে পারতো ।তখন ভারতের অতিরিক্ত পানিও সাগরে পড়তে পারত বাংলাদেশের এতোটা ক্ষতি না করে,,, যতটা ক্ষতি এখন হয় । কিছু হোক বা না হোক অন্তত, আমাদের মানুষগুলো একটু সান্ত্বনা পেত এজন্য যে, শুষ্ক মৌসুমে তো পানি পাওয়া যায়।
আপনি তো শুধু আপনারটা চিন্তা করলেন।
যাইহোক,
ভালো থাকবেন।😊😊😊
@@soumadipbera6997😅বাংলাদেশ এর মানুষ বর্ষায় বন্যায় ক্ষতিগ্রস্ত হবে, বর্ষা বাদেও আমাদের নদী পানির অভাবে মরবে কেন, প্রাকৃতিক স্বভাব এটা আমাদের। এটা স্বাভাবিক! কিন্তু আপনারা উজানে বসে হাতির মতো সব পানি গিলে ফেলেন, বন্যায় গিলতে না পেরে ছেড়ে দেন😅।
ভন্ডামি বাদ দেন, পানির ন্যায্য হিস্যা দেন। প্রকৃতিকে কন্ট্রোল করতে গেলে বাংলাদেশ যেমন মারা খাচ্ছে আপনারাও খাচ্ছেন😅🤣
ভালোই লাগল,
আমিও যাচ্ছি সুন্দরবনে,
তবে আমাদের বাংলাদেশের অংশে।😊
হ্যাঁ মিঠুন ভাই সত্যি কথা বলবো কি আপনার ডকুমেন্টারি টা খুব ভালো লাগছে। আপনার সবগুলো ভিডিও আমি দেখি আমার কাছে খুবই ভালো লাগে আপনি যেভাবে উপস্থাপন করেন।
আমাদের বাংলাদেশ ও ইন্ডিয়ার গর্ব সুন্দরবন। এই বনের আমার সবচেয়ে প্রিয় প্রাণী রয়েল বেঙ্গল টাইগার ❤❤
তাহলে আপনার প্রিয় প্রাণী বাঘ মামার একদিন দেখা করেন, এবং দেখে করে বলেন বাঘ মামা আপনি আমার প্রিয় প্রাণী।
@@sohailahmednayan8222 vai,ota korar sahosh nai.tobe bagh pochondho karon tara without any karon hamla kore na.
@@farzanayeasmin7182 Muslim ra allha ke Sara kaou ke voi pai na😊
Bagh ki jinis
@@BOT........
@@BOT........Sei Madrashachap Bala relation niea kotha bolli
ভিডিও টা দেখে খুব ভালো লাগলো😊😊❤❤❤
ভালবাসা অবিরাম দাদা,বাংলাদেশ থেকে💓🇧🇩
অসাধারণ প্রতিবেদন। আপনার বলা প্রতিটি বাক্য ই তথ্য পূর্ন। আমি বন্যপ্রাণী সংরক্ষণ ও পরিবেশ সংরক্ষণ নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছি। সেই সূত্রে বলছি আপনার দেয়া তথ্যগুলো সঠিক। কোনো ভুল নেই। আরেক টি পর্ব করুন, দর্শক শ্রোতারা উপকৃত ও সচেতন হবে এই বন টি নিয়ে। এই সচেতনতা খুবই জরুরি উভয় দেশ নিয়ে বিদ্যমান রহস্যময় এই বনটি রক্ষার স্বার্থে।
বাংলাদেশের খুলনায় সুন্দরবনের কাছে কপিলমুনি নামের একটা উপজেলা আছে। সেখানে হাজার বছরের অধিক পুরাতন কপিলমুনির ঢিবি আছে। এবং পাশের উপজেলায় একই প্রায় সময়ের প্রাচীন ভরত রাজার দেউল রয়েছে।
কারণ এই এলাকায় কপিল মুনি ধ্যান করেছিলেন। সুন্দরবনের পাশে কপিল মুনির আশ্রম আছে যেখানে প্রতি বছর গঙ্গা সাগর মেলা হয়।
কপিলমুনি উপজেলা নয় , এটি খুলনা জেলার , পাইকগাছা উপজেলার , একটি ইউনিয়ন।
ভরত রাজার দেউল, ভরত ভয়না, শাহপুর
Amar bari kopilmuni koyra
খুবই গুরুত্বপূর্ণ সুন্দর তথ্যসমৃদ্ধ একটা ভিডিও খুব ভালো লাগল এরকম ডিটেইড আরও অন্য টপিক এর ওপর ভিডিও চাই
Love from Bangladesh 🇧🇩❤
আমি গর্বিত আমার বাড়ি গোশাবা বালি,আপনাকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইলো আমাদের এই সুন্দরবন নিয়ে ভিডিও করার জন্য।
Love from Bangladesh 🇧🇩❤️🇮🇳
🇮🇳🤝🇧🇩
খুব ভালো লাগলো আমার দেশের সুন্দর ভিডিও দেখালে _like
Realy this episode is ultimate. Sundarban jabar experience akhono hoyni, tai tomar chokh die Sundarban k upobhog korlam. Thaks a lot. ❤👌
Thank You 😊
Khub khub sundor.. Nature k feel korlam... Bhai, Tomar Video dara... Many many many Thanks 👍👍🎉🎉❤❤
সৌভাগ্য হয়ে ছিল একবার সুন্দরবন যাবার ❤
Sunderban sotti e sundor❤. Jara jan ni tara obossoi ekbar ghure asun. Vlog ta khub bhalo laglo❤.
Thank You ❤️
খুবই ভালো ভিডিও। তবে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ দুই সুন্দরবনে ই পর্যটন বন্ধ বা অন্তত নিয়ন্ত্রণ করা উচিত। It is ecologically sensitive area.
দাদা সুন্দরবনের অনেক ভিডিও দেখেছি। আমিও recent সুন্দরবন ঘুরে এসেছি। কিন্তু আপনার চোখে সুন্দরবন কে নুতন নুতন করে দেখলাম। দারুন। আমার দেখা সুন্দরবন নিয়ে সেরা ভিডিও। ধন্যবাদ।আরো নতুন কিছুর আসায় থাকলাম।
Thank You...❤️ eto sundor ekta comment er jonno ❤️❤️
Thank dada
সুন্দরবন আমার বাংলাদেশের অহংকার 🇧🇩
ঠিক
❤❤❤❤❤
Khub sundor explain Sundarbon samarke. Onek tathya janlam. Voice o khub sundar. Sab miliye sundarmoy. Thank you
Informative video. 👏
Love from Bangladesh 🇧🇩.
এই রকম ইউটিউবার দের পাশে থাকুন যারা অনেক informative contents বানায়। যারা পোঁদ নাচায় তাদের বর্জন করুন।
Amader bari ooo sundor bon er gosaba tee
Sundor bon e bari hoyar sotteo ami onk information jantam na
Thanks❤ for informative video 🙂.....
Thank You..❤️...Gosaba khub sundor jaiga, okhane ghure khub valo legeche
@@romanchopediamithun Thank you❤ dada amader okhane r ooo Onk tourist spot ache gele ghure asben valo lagbe.....
Apnar video ghulo onk informative hoy ami history niye porchi amer kub helpful hoy apnar video gulo❤😊🙂
অত্যন্ত ভালো ভিডিও হয়েছে। বিভিন্ন রকমের ইনফর্মেশন পাওয়া গেল। তোমার কষ্টের সার্থক রূপায়ণ হয়েছে।
১৮ তারিখ আইন ডিপার্টমেন্ট থেকে ১ম ট্যুরে গিয়েছিলাম দারুণ সুন্দর জায়গা।
অপূর্ব ভিডিও খুব ভালো লেগেছে। রয়েল বেঙ্গল টাইগার সুন্দরবন আমাদের গর্ব। 2005 সালে গিয়েছিলাম। একফোঁটা ভুলিনি সেই সব মুহূর্ত।
Bangladesh theke dekhchi dada. ❤❤❤❤
আমার দাদামশাই ঘুটিয়ারীশরীফে একজন বড়ো জমিদার ছিলেন। উনি স্বাধীনতার আগে বহুবার শিকারে গেছেন সুন্দর বনে, ওনার কাছে ওই মন্দিরের কথা শুনেছি। উনি ওখানে গিয়ে কিছু ফলের গাছও লাগিয়ে ছিলেন। সে অবশ্য অতীতের কথা, আমিই এখন বৃদ্ধ, ভিডিওটি দেখে স্মৃতিতে ভেসে এলো।
একটু কলে আসবেন কাকা? কথা ছিল
খুব সুন্দর একটা ভিডিও দেখতে পেলাম দাদা 💚❤🇧🇩 কুমিল্লা থেকে 🙏
অসাধারণ উপস্থাপন।
Sundarban Elakar manus ami , khub valo laglo apnr video .
very informative.
Dada take love from Bangladesh ...
I am proud of because I am Bangladeshi 😊😊😊
অনেক অজানা বিষয় গুলি আপনার ভিডিওর মাধ্যমে জানতে পারি, পৌরাণিক ইতিহাস রহস্যময় বিষয়গুলি 👍👌....!
অনেক সুন্দর নির্ভুল তথ্য অসাধারণ দাদা। ধন্যবাদ
Thank You ❤️
Bah,anek kichu information pelam video ta dekhe.Darun presentation,khub valo laglo.
দাদা, সুন্দরবন নিয়ে এরপরের ভিডিওটা বাংলাদেশ এসে করুন।বাংলাদেশে আসার আমন্ত্রন রইলো দাদা❤❤
খুবই ভালো লাগলো আজকের ভিডিওটি ❤
Love you brother
From Bangladesh ❤❤
অনেক ধন্যবাদ ভাই মিঠুন তোমাকে,সুন্দরবনের এই ভিডিওটি তোমার খুবই সুন্দর হয়েছে,সময় পেলে আমি তোমার বিভিন্ন ভিডিও দেখার চেষ্টা করি,আমি মালয়েশিয়া প্রবাসী একজন বাংলাদেশী,ভালো থেকো তোমার জন্য শুভকামনা রইল,আশা করি পরবর্তীতে আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবে।
Darun bollen
বর্তমানে তোমার ভিডিওগুলো দেখে খুব ভালো লাগছে. ইউটিউবারদের প্রতি আমাদের একটা সত্যি খুব বাজে ধারণা ছিল কিন্তু তোমার গুলো দেখে সত্যি খুব ভালো লাগছে
আমাদের বাড়ি গসবা ❤❤❤
আচ্ছা।। আমরা গেছিলাম ওখানে। দারুন জায়গা।
এড্রেস দেও
খুব ভালো লাগলো ভিডিও টা আমি বাসন্তী থাকি সুন্দরবন ♥️♥️
Very informative video for us !🎉
Thank you 😊
Thank You ❤️😊
২৫ মিনিট এই বিডি ও টি করেছেন সত্যি খুব সুন্দর হয়েছে
The most view in sundarvan❤ 😊
Darun bhabe explain kora hoyeche, sotti informative video blog eta . Onek kichu jana chilona seta jaante parlam dhanyabad 👍🏻👍🏻👌👌
দাদা সাগরদ্বীপ নিয়ে কিছু তথ্য বলো❤❤❤
Mithun da apner video roj dakhi....very knowledgeable and you are very good human being ..ami history vision valobasi...ti ja vedeo gulo apni historical place neya korachen....just amazing....thanku.
Bangladesh থেকে❤❤ 6:02
Very informative documentary...darun❤❤
❤❤❤❤ধন্যবাদ আপনাদেরকে ❤❤❤❤
বাংলাদেশ থেকে দেখছি। খুব সুন্দর উপস্থাপনা আর তথ্য বহুল ভিডিও। তবে, আয়তন আর বাঘের সংখ্যা নিয়ে আরও অনুসন্ধান প্রয়োজন আছে বলে মনে করি। ধন্যবাদ।
love from Bangladesh
❤️
Excellent videography and fantastic description ❤❤❤ also highly informative.❤❤❤
বাংলাদেশের বিখ্যাত বেলায়েত সর্দারের সুন্দরবন (মহসিনুল হাকিমের সঙ্গী)
😢❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😢❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😢❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😢❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
সুন্দর বন খুব ভালো জায়গা পারে দেখে আসবে আমি গিয়েছিলাম মন ভালো করার মতো জায়গা
আমার বাড়ি বাংলাদেশের খুলনা জেলার , কয়রা উপজেলায় । এই উপজেলাটি ১৫০ আগেও প্রায় পুরোটাই সুন্দরবনের ভিতরে ছিল। এমনকি মাটির নিচে এখনো গাছের অংশ পাওয়া যায়। আমাদের বাড়ির পাশে সুন্দরবনের আদি বসবাসকারী মানুষ মুন্ডা আদিবাসীদের কিছু পরিবার আছে । তাদের নিজস্ব ভাষা ও সংস্কৃতির আছে । কিন্ত তারা ধিরে ধিরে বাঙালি হিন্দুদের সাথে মিসে যাচ্ছে ।
Tumago 14 gusti hindu a chilo mughal a talwar duara Islam kubul kore chilo
আমিও ও আপনার এলাকায় কই এর বার গিয়েছিলাম
সুন্দর ভিডিও ধন্যবাদ জানাই আপনাকে বাংলাদেশ থেকে 🇧🇩🇧🇩🇧🇩
হুগলি নদীর পানি কেন কমে যাচ্ছে পশ্চিম বাংলার মানুষ রা একটু গুগল করুক
বাংলাদেশে kno বাঘ কমে যাচ্ছে পূর্ব বঙ্গের মানুষরা একটু google করুক।
বাংলাদেশ থেকে দেখছি। খুবই ভালো লাগছে এমন একটা ভিডিও করেছেন বলে। ধন্যবাদ
Take love brother 💝
Watching from Bangladesh 🇧🇩
❤️
Darun hoyeche❤❤
দাদা আশা করি সুন্দরবন নিয়ে পরবর্তী ভিডিও বাংলাদেশি অংশ নিয়ে করবেন ধন্যবাদ
amar vison icche jaoar....apnara ghure dekhaben sob kichu
ভাই বাংলাদেশ এ বাঘ বাঁচায় না কেনো
@@romanchopediamithunApni ahasan ami apnaka guray dhakabo
Love you dada ❤ From Bangladesh
দাদা ,,,,,বেহুলা লক্ষীণদৱ চাঁদসদাগৱ এৱ কাহিনী নিয়ে একটি ভিডিও কৱুন
আমি সুন্দরবন কৈখালী এর বাসিন্দা, আপনার ভিডিও আমার খুব ভালো লাগলো।
পদ্মা হিমালয় পর্বত থেকে নির্গত আলাদা কোনও নদী নয়; গঙ্গার ধারার শেষ অংশের একটি হল পদ্মা, অন্যটি ভাগীরথী।
রাজার নাম 'সাগর' নয়, "সগর"।
Ekdom thik bolechen
একদম ঠিক। ইনি অনেক ভুলভাল বলেন আর একপেশে
দাদ খুব সুন্দর উপস্থাপনা করেছেন!!! ❤️🌹❤️আমি ঢাকা থেকে আপনার ভিডিও দেখলাম। খুব সুন্দর হয়েছে।
Love you brother
I'm from Bangladesh ❤
❤️
Khub sundor video thank you sob information debar jonno
দাদা, আমার বাড়ি পূর্ব মেদিনীপুর। আপনি তাম্রলিপ্ত ( বর্তমান তমলুক) ওখানে প্রাচীন রাজবাড়ীর ভিডিও করুন।
আর খেজুরী ( ভারতের প্রথম ডাকঘর) , হিজলি এইসব নিয়ে ভিডিও বানালে খুব ভালো হয়।
tomluk rajbari niye ekta video to ache amar channel e....
দাদা আপনার ভিডিওগুলো আমাদের জন্যে অত্যন্ত তথ্যবহুল এবং অতীব গুরুত্বপূর্ণ। আপনার জন্যে অনেক অনেক আশীর্বাদ দাদা।❤❤❤❤❤
Thank You 😊
For sure west Bengal.
I love your chanel ♥️♥️♥️
ফারাক্কা বাদ দিয়ে পদ্মার পানি দিয়ে হুগলি নদীর নাব্যতা ধরে রাখা হয়েছে এবং আগের চেয়ে বেশি পানি হুগলি নদী দিয়ে সুন্দরবনে যায় যার ফলে ভারত-বাংলাদেশ সুন্দরবনের বিশাল পার্থক্য তৈরী হয়েছে।