বাঙালির ইতিহাসে বিস্মৃতপ্রায় সম্রাট শশাঙ্ক I The Untold Story of Shashanka: Bengal’s Forgotten King

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 дек 2024

Комментарии • 1 тыс.

  • @dipu...
    @dipu... 2 месяца назад +152

    আমাদের বাড়ি কোদলা, মুর্শিদাবাদ। তবে গ্রামের অবস্থানটা বোঝাতে কর্ণসুবর্ণ নামটা উল্লেখ করতে হয়, খুব কাছে কিনা! যদুপুরের রক্ত মৃত্তিকা বৌদ্ধ বিহারের ধ্বংসাবশেষ এখনো রয়েছে। মধুপুর রাজা শশাঙ্ক বিদ্যাপীঠ নামে একটি স্কুলও রয়েছে(আমি সেখানে না পড়লেও আমার দাদার দিদিরা সেখানে পড়েছে)। বাকি বাংলার মানুষদের কথা জানি না তবে আমরা রাজা শশাঙ্ক কে ভুলিনি।
    প্রথমে মুর্শিদাবাদ, তারপর কর্ণসুবর্ণ এর কাছে বাড়ি ,তাই ছোট থেকেই চারিপাশে ইতিহাস দেখতে পাই... সত্যি! হাজারদুয়ারি প্যালেস, কাটরা মসজিদ, নসিপুর রাজবাড়ী,জগন্নাথ মন্দির, কাঠগোলা বাগানবাড়ি, জগৎশেঠের বাড়ি দেখে ভারী আশ্চর্য লাগে। এগুলোতে নবাব থাকতেন ।কতইনা তাদের বিলাসিতা। কিন্তু সময় পরিস্থিতি সব বদলে দিয়েছে।
    আমি সব ভিডিওতে কমেন্ট করি না,তবে আপনার সব ভিডিওই আমি দেখি, আমার বেশ ভালো লাগে। রাজা শশাঙ্ক কে নিয়ে ভিডিও বানানোর জন্য আপনাকে ধন্যবাদ। আপনার কাজকে শ্রদ্ধা জানাই।

    • @Anirban_das
      @Anirban_das  2 месяца назад +11

      সঙ্গে থাকবেন, কমেন্ট করবেন । ভালোলাগে

    • @darshaan_bharat
      @darshaan_bharat 2 месяца назад +1

      Amr bari o Murshidabad, karna subarna er kache

    • @dipa.m2885
      @dipa.m2885 2 месяца назад +1

      Amar bari murshidabad er berhampore e ❤

    • @arvindswami7250
      @arvindswami7250 Месяц назад

      শশাঙ্ক কি বাংলায় কথা বলতেন?

    • @New-approach
      @New-approach Месяц назад

      @@arvindswami7250 na, takhon bangla chilo na

  • @AsifIqbal-ww7hs
    @AsifIqbal-ww7hs 2 месяца назад +135

    শশাংকের হাত ধরেই বাংলার উত্থান। চমৎকার একটা পর্ব।

    • @Anirban_das
      @Anirban_das  2 месяца назад +6

      🙏🏻

    • @masterk4258
      @masterk4258 2 месяца назад +2

      তাহলে গোপাল রাজা কি আমেরিকান ছিল?

    • @ArunSingh-ry2pt
      @ArunSingh-ry2pt 2 месяца назад +11

      ভাগ যবন😂🕋

    • @Tonynch_783_49
      @Tonynch_783_49 2 месяца назад +1

      @@masterk4258 madarchod,, gopal aro 450 years por e esechilo
      tar age ontoto 30 jon raja bangla kono na bhabe sashan kreche and ALL ARE SURELY SANATAN OR BUDDHA PATHABOLOMBI

    • @shahriarshahi5095
      @shahriarshahi5095 2 месяца назад

      @@ArunSingh-ry2pt বাঙালীরা কেন এখনো দুর্বল। কারন নিজের জাতের লোককে তারা ধর্ম, জাত, পাত আর অঞ্চলের নামে ভাগ করে।

  • @ari-roy94
    @ari-roy94 27 дней назад +4

    Class 4 or 5 এ পড়েছিলাম কিছু গল্প কিন্তু এভাবে মাথায় ঢোকেনি। একজন মহাবীর বাঙ্গালী রাজার গল্পঃ শুনে ভালো লাগলো।❤

  • @NusratKhan-ld4fm
    @NusratKhan-ld4fm 2 месяца назад +36

    আপনার বলা শেষ কথাগুলো সব বাঙালির মাথায় ঢোকানো উচিত। আমরা আমাদের গৌরবের ইতিহাস ভুলে যাওয়া এক জাতি।

  • @Dassatrajit
    @Dassatrajit 2 месяца назад +33

    অসাধারণ ।। নরেন্দ্রাদিত্য শশাঙ্কের আমি দারুণ ভক্ত ।। তাঁর প্রভাব এতটাই বেশি ছিল যে তাঁর মৃত্যুর পর বাংলাকে মাৎস্যন্যায় দেখতে হয়েছিল ।। এর আগে মধুসূদন মজুমদারের ' অমর বীর কাহিনী ' তে কিছু ঝলক পেয়েছিলাম ।। আজ বড় ভালো লাগলো ভাই ।। শরদিন্দু বন্দ্যোপাধ্যায় এর ' গৌড়মল্লার ' এ রক্তমৃত্তিকা বৌদ্ধবিহারের কথা পাই ।। তোমার জবাব নেই গো !!

  • @jagatpatimajhi3188
    @jagatpatimajhi3188 2 месяца назад +28

    শশাঙ্ক এর ইতিহাস খুব অল্প পরিমাণে পড়েছি❤❤❤❤
    ধন্যবাদ এ বিষয়ে বিস্তর ভাবে জানানোর জন্য ❤❤❤

  • @Bangaputra
    @Bangaputra 2 месяца назад +121

    বঙ্গের সর্বপ্রথম, সার্বভৌম শাষক হর্ষদলল , পরমভট্টারক, পরমহেশ্বর গৌড়েশ্বর শশাঙ্ক দেব ❤🚩🧡
    জয় বঙ্গ 🚩 জয় শশাঙ্ক ⚔️

    • @Anirban_das
      @Anirban_das  2 месяца назад +8

      ❤️

    • @osmanthebirdlover4135
      @osmanthebirdlover4135 2 месяца назад +2

      বাংলার রাজা বাদসা সিরাজ উদ-দৌলা 😊

    • @Daddy-f9b
      @Daddy-f9b 2 месяца назад +8

      ​​​@@osmanthebirdlover4135 🤣🤣 nice joke

    • @Bangaputra
      @Bangaputra 2 месяца назад

      @@osmanthebirdlover4135 সিরাজ!!!! সিরাজ আদেও বাংলা ভাষা জানতো??? ওর শরীরে তো তুর্কি/ মোঘলদের রক্ত বয়ছিল।।। তার উপর লম্পট, সেকথা সমসাময়িক সিরাজ বিরোধী ব্রিটিশ ও সিরাজ প্রেমী পর্তুগিজরা তাদের চিঠিপত্রে উল্লেখ করেছে।
      ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় তাঁর বাংলার ইতিহাস বইয়ে লিখেছেন:--- "সিরাজউদ্দৌলা, সিংহাসনে আরূঢ় হইয়া, মাতামহের পুরাণ কর্মকারক ও সেনাপতিদিগকে পদচ্যুত করিলেন। কুপ্রবৃত্তির উত্তেজক কতিপয় অল্পবয়স্ক দুষ্ক্রিয়াসক্ত ব্যক্তি তাঁহার প্রিয়পাত্র ও বিশ্বাসভাজন হইয়া উঠিল। তাহারা প্রতিদিন তাঁহাকে অন্যায্য ও নিষ্ঠুর ব্যাপারের অনুষ্ঠানে পরামর্শ দিতে লাগিল। সেই পরামর্শের এই, ফল দর্শিয়াছিল যে তৎকালে প্রায় কোন ব্যক্তির সম্পত্তি বা কোন স্ত্রীলোকের সতীত্ব রক্ষা পায় নাই।"""

    • @adityanarayandas9680
      @adityanarayandas9680 2 месяца назад +4

      হর হর মহাদেব ❤

  • @swastik.chakraborty
    @swastik.chakraborty 2 месяца назад +10

    ইতিহাসপ্রেমী বাঙালিদের জন্য একটা অসাধারণ পর্ব। বাংলার আর্থসামাজিক এবং রাজনৈতিক ইতিহাস নিয়ে এরকম আরও অনেক ভিডিও করলে খুব ভালো লাগবে।

  • @hasibulhasanshanto2509
    @hasibulhasanshanto2509 Месяц назад +16

    বাঙালি জাতীয়তাবাদের আদিস্রষ্টা সম্রাট শশাঙ্ক। বাংলাদেশ থেকে ভালোবাসা ❤

  • @arghamahalanabish6763
    @arghamahalanabish6763 Месяц назад +11

    অপূর্ব সুন্দর বিশ্লেষণ। মুগ্ধ হলাম শুনে। আত্মবিস্মৃত সনাতন ধর্মাবলম্বী হিন্দু বাঙালি জাতির অতীতের গৌরবময় ইতিহাস এইভাবেই উঠে আসুক।

    • @arkamukhopadhyay9111
      @arkamukhopadhyay9111 Месяц назад

      হিন্দি সাম্রাজ্যবাদী গুজরাটি উত্তরপ্রদেশি হিন্দুত্ববাদের পশ্চাৎলেহনকারি বাঙালির অণ্ডকোষে সজোরে পদাঘাত।

  • @rahuldevmajumder7301
    @rahuldevmajumder7301 2 месяца назад +52

    চমৎকার! বিষ্ণুপুরের মল্লরাজাদের নিয়ে আলোচনা হোক।

    • @Anirban_das
      @Anirban_das  2 месяца назад +2

      ❤️

    • @adbhuturekhahini1887
      @adbhuturekhahini1887 2 месяца назад +2

      ​@@Anirban_dasekdom dada koro mollorajader 1000 bochoreer itihasah dada

    • @Onlybong0411
      @Onlybong0411 2 месяца назад

      একদম একদম

    • @ramakant3362
      @ramakant3362 Месяц назад

      বিশ্ববিদ্যালয় ধ্বংস কারী অত্যাচারী।

  • @Shaayarzaada07
    @Shaayarzaada07 Месяц назад +9

    বঙ্গাধিপতি পরাক্রমী সম্রাট শশাঙ্ক ❤️🙏

    • @Anirban_das
      @Anirban_das  Месяц назад

      ❤️

    • @saibalbetal6563
      @saibalbetal6563 3 часа назад

      এতেই প্রমাণিত বাংলা বাঙালি বাংভাষা এবং ধর্ম হিন্দু বা সনাতন।
      আজো হিন্দু রাই সেই সংস্কৃতি বয়ে চলেছে শত অত্যাচারেও।

  • @Ami_Krishna_108
    @Ami_Krishna_108 Месяц назад +5

    আজ পর্যন্ত শুধু জানতাম শশাঙ্ক বাংলার মহান শাসক ছিলেন। এখন এই ভিডিওটা দেখার পর তার সম্বন্ধে না জানা অনেক তথ্য জানতে পারলাম। তার শাসনতন্ত্র দেখে সত্যিই অভিভূত হয়ে গেলাম।🫡❤❤❤
    ধন্যবাদ অনির্বাণ দা এরকম একটা ভিডিওর জন্য। 😇

    • @Anirban_das
      @Anirban_das  Месяц назад +1

      শেয়ার হোক ❤️

  • @mdsohelrana1729
    @mdsohelrana1729 Месяц назад +3

    এই নিয়ে মোট পাঁচ বার ভিডিও টা দেখা হলো । অসংখ্য ধন্যবাদ ❤

  • @SUMANDAS-hq1bd
    @SUMANDAS-hq1bd 2 месяца назад +21

    অভিভূত হলাম, শশাঙ্কের নাম জানতাম,কিন্তু এতকিছু জানতাম না ওনার বিষয়ে,বাঙালি সম্রাটদের নিয়ে একটা সিরিজ হোক।

    • @Anirban_das
      @Anirban_das  2 месяца назад +1

      শেয়ার করবেন 🙏🏻

  • @manasmondal7159
    @manasmondal7159 25 дней назад

    খুব ভালো কাজ,,,,বাংলায় সঠিক ইতিহাস বলা খুব দরকার ,,,নিজের গৌরব না জানা বাঙালির যদি কিছুটা আত্ম সম্মান ফিরে পায় ।।

  • @sumitrabera8411
    @sumitrabera8411 2 месяца назад +6

    ছোটো বেলায় যখন ইতিহাস পড়তাম তখন তো এত বিচার করার ক্ষমতা ছিল না ,তখন মনে হত শশাঙ্ক খুব খারাপ ক্রুর সম্রাট ছিলেন আর হর্ষবর্ধন ছিলেন মহান এবং রাজ্যবর্ধন ছিলেন অমায়িক ভালো মানুষ। কিন্তু এখন মনে হয় সবাই মহান ছিলেন, নিজ নিজ মাতৃভূমির প্রতি এবং প্রজাকল্যানে যা ঠিক তাঁর বিচারে মনে হয়েছিল তাই করেছিলেন। আমাদের ইতিহাস ব‌ইগুলোতে শশাঙ্কের মহানুভবতার কিছু যদি একটু বিস্তৃত ব্যাখ্যা করা থাকত তাহলে তাঁর প্রতি ছোটো মনে বিরূপ প্রতিক্রিয়া হতো না।তিনিতো এই বাংলার ই একজন মহান শক্তিশালী সম্রাট ছিলেন। ধন্যবাদ স্যার তাঁকে স্মরণ করানোর জন্য।

    • @suparnaghosh4373
      @suparnaghosh4373 8 дней назад +1

      ঠিক... সেই রকমই পড়ছিলাম ... হর্ষবর্ধন কে ভীষণ ভাবে glorify করা হয়েছিল ইতিহাস বইতে ..

    • @sundormon68
      @sundormon68 8 дней назад

      আপনার মনে হয়ে হয়েছিলো, শকাব্দ সৃষ্টি কারি মহান হিন্দু বাঙালি রাজা কে সবাই জানে, বৌদ্দরা হিন্দু দের উপর প্রচন্ড অত্যাচার করতো, শশাঙ্ক না থাকলে আজ হিন্দুদের খুজে পাওয়া যেতো না।

  • @prithwishmukhopadhyay4861
    @prithwishmukhopadhyay4861 28 дней назад

    খুব ভালো পোস্ট। মন দিয়ে শুনলাম ও তাঁর সম্পর্কে বাংলা বা মুর্শিদাবাদের ইতিহাসের অনেক অবগত হলাম। ধন্যবাদ।

  • @sudeshnabhattacharya1285
    @sudeshnabhattacharya1285 2 месяца назад +4

    অসাধারণ 👍🙏🏻 বাংলার গৌরবোজ্জ্বল ইতিহাস, যার অন্যতম স্থপতি শশাঙ্ক,তার অবদান সম্পর্কে আমরা খুব কমই জানি । আপনার এই গবেষণায় সমৃদ্ধ হলাম। বাংলার প্রাচীন গৌরবের অন্যতম প্রমাণ পূর্ব বঙ্গের উয়ারীবটেশ্বর যা ছিল সে সময়ের পৃথিবী বিখ্যাত।

    • @Anirban_das
      @Anirban_das  2 месяца назад

      ❤️

    • @save-lr5lq
      @save-lr5lq Месяц назад +1

      Amar bari wari boteshwar e 😮

    • @sudeshnabhattacharya1285
      @sudeshnabhattacharya1285 Месяц назад

      @@save-lr5lq আপনি ইতিহাসের সাথেই বাস করেন 🙏🏻 পাঠান স্যারকে আমার প্রণাম জানাবেন 🙏🏻

    • @save-lr5lq
      @save-lr5lq Месяц назад

      @@sudeshnabhattacharya1285 😯obossoi amr kaka hon,, onar onk book ase boteshwar niye,, ar 7 crore tk khoroche ekta museum kora hocche,,, jekhane pawa jinisgolo rakha hobe,,, apnake amontron roilo ghore jaben😊

  • @ashok755
    @ashok755 2 месяца назад +12

    বৌদ্ধ বিদ্বেষী হিসাবেই বর্ণিত হতেন শশাঙ্ক। বিকল্প একটি আখ্যান উপস্থাপনের জন্য ধন্যবাদ

    • @baibhabmazumdar007
      @baibhabmazumdar007 2 месяца назад

      @@ashok755 That's mostly leftist propaganda

    • @NativeVsColonial
      @NativeVsColonial 2 месяца назад +5

      Gautama Buddha was an Hindu prince, how can Hindus be against the 9th Obotar of Vishnu?

    • @rangerover863
      @rangerover863 Месяц назад

      ​@@NativeVsColonial শুঙ্গ সাম্রাজ্য কি করেছে? আর গৌতম বুদ্ধের মতো একজন ঐতিহাসিক ফিলোসফার চীনের কনফুসিয়াস আর সক্রেটিসের মতো উনাকে ব্রাহ্মণরাই ৯ম অবতারের প্রোপাগান্ডা ছড়িয়েছে

    • @subratakumarmajee8175
      @subratakumarmajee8175 Месяц назад

      @@NativeVsColonial Please read Kalki Puran and follow Pushymitra Sughna, Who live in India/Bharat all those people are Hindu.

    • @BongNishan_23
      @BongNishan_23 Месяц назад

      😂😂😂 budhdha hindu???😂😂😂 hindus killed Buddhism ​@@NativeVsColonial

  • @colorbyanusree
    @colorbyanusree 2 месяца назад +4

    অসাধারণ এই পর্বটি, শশাঙ্ক নাম শুনলেই যে গর্ব হয় তা আরও বৃদ্ধির জন্য ধন্যবাদ দাদা❤❤

  • @ranajoyduttaroy2827
    @ranajoyduttaroy2827 2 месяца назад +3

    আপনার কাছে অনুরোধ রইলো অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান কে নিয়ে ভিডিও বানানোর জন্য 🙏🙏

  • @SanatanVedicRashtraBharat
    @SanatanVedicRashtraBharat Месяц назад +2

    জয় বঙ্গ জয় শশাঙ্ক 🙏🏻⚔️🔱🚩

  • @ranjitsingha9161
    @ranjitsingha9161 Месяц назад +5

    Informative video darun
    হষবধন এবং দ্বিতীয় পুলকেশির যুদ্ধ নিয়ে ভিডিও করুন।

  • @kalyanmitra4419
    @kalyanmitra4419 27 дней назад

    খুব সুন্দর ইতিহাস জানলাম। সম্রাট শশাঙ্ক সম্বন্ধে অনেক কিছু জানার ইচ্ছা ছিল, আজ সেটা সার্থক হোল। অনেক ধন্যবাদ।

  • @statuscorner9470
    @statuscorner9470 Месяц назад +4

    দাদা, মল্ল রাজাদের সম্পর্কে কিছু আলোচনা করো সময় পেলে।।
    বাঙালী র প্রাচীন তথ্য জানার ইচ্ছা হলে তোমার কাছে আবদার জানাতে পারি নির্দ্বিধায়,, পর্ব গুলো দারুন বানাও যে 🥰

  • @Rammm-e3s
    @Rammm-e3s Месяц назад +1

    বর্তমান শশাঙ্কের মতো মানুষের দরকার, আমরা বিদেশী লেখকদের বই পড়তে ভালো বাসে, শশাঙ্ক একজন মহান বীর পুরুষ ছিলেন।

    • @Anirban_das
      @Anirban_das  Месяц назад

      শেয়ার করবেন ❤️

  • @monojdev475
    @monojdev475 2 месяца назад +5

    আপনাকে কুর্ণিশ। এতো প্রাঞ্জল ভাষায় বুঝিয়ে দিলেন! চাতক প্রতীক্ষায় রইলাম পরের পোস্টের জন্য।

    • @Anirban_das
      @Anirban_das  2 месяца назад

      সঙ্গে থাকবেন ❤️

  • @baromaserterokahon
    @baromaserterokahon 2 месяца назад +1

    রাজা শশাঙ্ককে নিয়ে আলোচনা করার জন্য ধন্যবাদ 🙏
    বহুদিন ধরে ইচ্ছে ছিল রাজা শশাঙ্কের বিষয়ে বেশি কিছু জানবো। পাঠ্যবইয়ে যেটুকু পড়েছি সেটুকু কখনোই যথেষ্ট নয়। তাই এই পর্বটা আমার ভীষণই ভালো লাগলো 👏👏👏👏

    • @Anirban_das
      @Anirban_das  2 месяца назад

      সঙ্গে থাকবেন 🙏🏻

  • @santusadhukhan8232
    @santusadhukhan8232 2 месяца назад +6

    খুব ভালো লাগলো 'শশাঙ্কদেব'-এর ওপর এই ভিডিওটি বানানোর জন্য।
    গৌড়মল্লার উপন্যাসটি পড়ার জন্য সবাইকে অনুরোধ জানাবো।

    • @adhirajmaity8959
      @adhirajmaity8959 2 месяца назад

      ওটা শশাঙ্ক এর পুত্র মানবদেবের প্রেম কাহিনী ওখান থেকে শশাঙ্ক সম্পর্কে তেমন বিস্তারিত কিছুই নেই

  • @joydebsaha2544
    @joydebsaha2544 2 месяца назад +6

    অনির্বাণ দা, খুব ভালো কাজ করছো তুমি।

  • @rubbyatnawaz5994
    @rubbyatnawaz5994 2 месяца назад +10

    এই উপমহাদেশের সবচেয়ে আত্মবিস্মৃত জাতী সম্ভবত আমরা, বাংগালীরা। রাজা শশাংকের এই পর্বটা খুব ভালো লাগলো। বাংগালীর ইতিহাসের প্রধান ছয় পুরুষ, রাজা শশাংক, রাজা ধর্মপাল, রাজা মহীপাল, সুলতান ইলিয়াস শাহ, সুভাষ বসু, শেখ মুজিবুর রহমান।

    • @user-yx1ul
      @user-yx1ul 2 месяца назад +2

      Bengali ar bengal er upor diye asole onek jhor boye gache dada...onk age thekei boiche....tarpore to borbor islamic rule tarpor elo pasobik British rule...sob ekebare ses kore dilo
      Roye gelam apnar amar moto kichu byproduct

    • @আদিঅনন্ত
      @আদিঅনন্ত 2 месяца назад

      ইলিয়াস শাহ বাংলার ভূমিপুত্র ছিল না। সুতরাং তাকে বা তার রাজত্ব কে বাঙালির গৌরবময় অধ্যায় হিসেবে গণ্য করা সমীচীন হবে না।

    • @bangladeshsports1971
      @bangladeshsports1971 2 месяца назад +2

      @@rubbyatnawaz5994 দেবপাল, সুলতান হোসেন শাহ akso

    • @quantaphysics4383
      @quantaphysics4383 2 месяца назад +4

      ইলিয়াস শাহ কবে থেকে বাঙালি হলো? বাং আলী হতে পারে হয়তো

    • @Anirban_das
      @Anirban_das  2 месяца назад

      ❤️

  • @Khanajmal593
    @Khanajmal593 2 месяца назад +7

    Besh valo laglo.
    Share korlam 😊

    • @Anirban_das
      @Anirban_das  2 месяца назад

      অনেক ধন্যবাদ 🙏🏻

  • @Bengalinationalist
    @Bengalinationalist 2 месяца назад +222

    রাজা শশাঙ্ক হলেন স্বাধীন বাঙালি রাষ্ট্রের জাতির পিতা🇧🇩🇧🇩🇧🇩🇧🇩❤️❤️❤️❤️

    • @hossainahmed2191
      @hossainahmed2191 2 месяца назад +44

      তাহলে বঙ্গবন্ধু কী দোষ করলো। 😂😂😂😂

    • @Anirban_das
      @Anirban_das  2 месяца назад +18

      ❤️

    • @JitGol-gl5xp
      @JitGol-gl5xp 2 месяца назад +13

      ​@@hossainahmed2191 ekdom jobab chai

    • @AhsanHasan-p1b
      @AhsanHasan-p1b 2 месяца назад

      দুর্বল রাজা শশাঙ্ক কোন যোগ্যতা নাই বাঙালি জাতির পিতা হওয়ার

    • @baibhabmazumdar007
      @baibhabmazumdar007 2 месяца назад

      Sobai toder kanglu jatir pita 😂

  • @bsd8239
    @bsd8239 23 часа назад

    Khub sundor uposthapona dada..raja sasankar itihas atoe sonkhipto j janar kono upaye nae..kintu tomar ae video sottie abar mone koriye dilo raja sasanker kotha..❤

  • @arupmondal1296
    @arupmondal1296 2 месяца назад +5

    জয় বঙ্গ, জয় শশাঙ্ক 🚩🇮🇳

  • @swapanpaul5911
    @swapanpaul5911 2 месяца назад

    আমার অত দূর পর্যন্ত পড়াশুনো করা হয়নি তাই এই বিষয়টি আমার জানা ছিলো না তবে তুমি ছিলে বলে আমার একটু জ্ঞান বাড়লো অনেক ধন্যবাদ তোমাকে 🙏🏼🙏🏼

  • @supriyosamanta6906
    @supriyosamanta6906 Месяц назад +9

    01:05 ঠিক যেমন করে বার বার "গিলিয়ে" দেওয়া হয় যে "আকবর বঙ্গাব্দের সূচনা করেছিল" বা "ঈদ হলো বাঙালির শ্রেষ্ঠ উৎসব" ।

    • @Anirban_das
      @Anirban_das  Месяц назад

      ❤️

    • @MdEmonkhan-t1n
      @MdEmonkhan-t1n Месяц назад +1

      বর্তমানে ঈদই বাঙালির শ্রেষ্ঠ উৎসব
      বেশিরভাগ বাঙালিই বর্তমানে মুসলমান।

    • @RawfunIslamFahim
      @RawfunIslamFahim Месяц назад

      বাঙালি একটা জাতি। তাই বাঙালির সাথে কোন ধর্মের কোনো সম্পর্ক নেই। বেশি ভাগ বাঙালি যে ধর্ম পালন করে সেটাই বাঙালির ধর্ম।

    • @debrajdas5467
      @debrajdas5467 Месяц назад

      ​@@MdEmonkhan-t1ncorrection converted musalman just like you

    • @Krishnendu1804
      @Krishnendu1804 Месяц назад

      ​​@@MdEmonkhan-t1n চোর চিটিংবাজদের, সন্ত্রাসবাদীদের উৎসব ঈদ

  • @sahabazrounak6419
    @sahabazrounak6419 2 месяца назад +1

    Dhonyobad enake niye video bananor jonno , Murshidaabad er bhumiputro ami .... Amar Gorbo bhora itihas er shrishti hoyeche Goureshwar Maharaja Shasank er hat dhore .... Uni amader Hero 🙏

  • @DarkHorse817
    @DarkHorse817 2 месяца назад +7

    Ebar chai Raja Protapaditya....🙏🙏🙏🙏

  • @biswaruppal6683
    @biswaruppal6683 Месяц назад +1

    অনেক অজানা তথ্য পেলাম।
    বলাটাও খুব সুন্দর ❤

    • @Anirban_das
      @Anirban_das  Месяц назад +2

      সঙ্গে থাকবেন 🙏🏻

  • @nikBEST88
    @nikBEST88 2 месяца назад +35

    জয় মহারাজ শশাঙ্ক জয় পশ্চিমবঙ্গ জয় বাঙালি বন্দেমাতরম 🌹🙏🇮🇳

    • @Hvfghfryi-ot6cj
      @Hvfghfryi-ot6cj Месяц назад

      🇧🇩এটা শশাঙ্ক এর সঠিক পতাকা।

    • @mirajulmollik7412
      @mirajulmollik7412 Месяц назад

      জয় বাঙালি হলে। বাঙালি কারো অধীনস্থতা শোভা পায় না।

  • @rittickchatterjee3835
    @rittickchatterjee3835 2 месяца назад +3

    তোমার অবদান ভোলা যাবে না দাদা।।❤❤

  • @02P9j
    @02P9j Месяц назад +2

    Sobai sir ke jomiye support korbo,aamader banglar itihaser shikkhok ❤

  • @dhruba5
    @dhruba5 2 месяца назад +4

    Karnasubarna near Berhampore. Approx 10 km.

  • @kalyankumarbhanja1846
    @kalyankumarbhanja1846 9 дней назад

    Khub sundor vdo. Iswar apnake aro unnoto toro chetona o sikkhar pothe egie nie jan

  • @UtshabKumer
    @UtshabKumer 2 месяца назад +8

    গঙ্গারিডাই দের সম্পর্কে একটি ভিডিও বানাবেন 🙏🙏🙏🙏🥺

    • @Anirban_das
      @Anirban_das  2 месяца назад +2

      করবো

    • @AG-et6jp
      @AG-et6jp Месяц назад

      ​@@Anirban_das অপেক্ষায় রইলাম ❤

  • @mitalisamanta6883
    @mitalisamanta6883 2 месяца назад

    Apni khub bhalo kaaj korchen. Ai bhabei chaliye jaan. Besh bhalo laglo. I've always liked history. And Shashanka always fascinates me. The way he beat Harshavardhan it was just so cunning.

  • @Mahinique
    @Mahinique 2 месяца назад +4

    সুন্দর বিশ্লেষণধর্মী ভিডিও।

    • @Anirban_das
      @Anirban_das  2 месяца назад

      ধন্যবাদ 🙏🏻

  • @ajoychakraborty5284
    @ajoychakraborty5284 День назад

    Depth of Analysis proved that it was an outstanding works.

  • @subashnath1850
    @subashnath1850 2 месяца назад +3

    bangalir ithihas evabe manusher samne tule dhorar apnar procesta sotti osadharon

    • @Anirban_das
      @Anirban_das  2 месяца назад +1

      শেয়ার করবেন ❤️

  • @jp-st8vn
    @jp-st8vn Месяц назад +1

    বাংলাদেশ থেকে বলছি। আমার যে ভিডিওটি দেখে কি পরিমানে ভালো লেগেছে আপনাকে বলে বোঝাতে পারবো না। এরকম রিসার্চ ভিডিও ইংরেজি কিংবা হিন্দিতে দেখা যায়, কিন্তু বাংলায় যা পাওয়া যায় সবই খানিকটা biased. কিন্তু আপনার ভিডিওটা খুবই ভালো।
    শশাঙ্ক নিয়ে আমার জানার আগ্রহ আগাগোড়াই আছে। ছোটবেলা থেকে পাঠ্য বইতে পড়লেও এভাবে তার political tactics সম্পর্কে কখনো গভীরে ভাবি নি। কিন্তু বিতর্কের বিষয় গুলো নিয়ে কথা বলতে গেলে আমার মতে শশাঙ্ক বৌদ্ধধর্ম বিদ্বেষী ছিলেন। এর প্রমাণ বানভট্ট এবং হিউয়েন সাং উভয়ের লেখাতেই পাওয়া যায়, অবসর নালন্দা বিশ্ববিদ্যালয়ে তিনি কোন ক্ষতিসাধন করেছিলেন কিনা তার কোন শক্ত প্রমাণ পাওয়া যায়নি। কিন্তু যাই হোক তিনি তার নিজের রাজ্যের মঙ্গলে অনেক করেছেন তার প্রমাণ অনেক আছে। তাই একজন শাসক হিসেবে তিনি নিঃসন্দেহে দক্ষ ছিলেন।
    বিনীত অনুরোধ রইল পাল সাম্রাজ্য নিয়ে কিছু ভিডিও বানানোর।

    • @Anirban_das
      @Anirban_das  Месяц назад

      সঙ্গে থাকবেন। কয়েকটা নির্দিষ্ট ক্যাটাগরিতে ঘুরে ফিরে ভিডিয়ো আসে

    • @subh510
      @subh510 Месяц назад

      Amder nijeder ei vhabei daitto nite hobe nijer jaati nije kei bachate hobe Hindi Urdu dasotto na kore...

  • @banpan661
    @banpan661 2 месяца назад +3

    মাননীয়, ঐ একটা কথা বললেন - 'কি হবে জেনে' ❗ আমার ক্ষুদ্র চিন্তায় - আপনার এই প্রতিবেদন (এবং, আগের সবই), ঐ 'কি হবে জেনে' সবজান্তা বাঙালি @ কাঙালী 'দের জন্য নয়❗যে জাত নিজ জন্মভূমির ঐতিহাসিক ও ভৌগলিক - আনুষঙ্গিক রাজনৈতিক উত্থান - পতন সম্পর্কে সঠিক ধারণা রাখতে ইচ্ছুক নয় > তারা নিজেদেরকে 'বাং-গালি' বলে পরিচিতি দিলেও, কখনোই সনাতনী ভারতীয় নয়..পরবর্তী প্রজন্মের প্রতি 'সংস্কৃতির ধারা' ধরে রাখার জন্যেও তারা দায়িত্বহীন..এই দেশের প্রতিটি ধূলিকণা সাক্ষী > বিশ্বের একমাত্র সর্বঐতিহ্যপূর্ণ হিন্দু - রাজকাহিনীর দেশ..ধন্যবাদ 🙏

  • @photon2101
    @photon2101 2 месяца назад +1

    Ending er kotha gulo just fatafati... On point

  • @debasishbhattacharya2803
    @debasishbhattacharya2803 2 месяца назад +4

    Yes Emperor Sasanka was the most powerful ruler of Bengal. British Historian credited him as for most powerful ruler . V.A Smith British indologist accredited him . Emperor Sasanka also in the School history book of Britain when it comes Indian history.

  • @sekharsarkar5736
    @sekharsarkar5736 Месяц назад

    Personally being a History Teacher I do support you from core of my heart to uphold narrative of this sort as it is high time we show what we really were rather than falling prey to foreign description of heroes meant for our existential sanctity.

    • @Anirban_das
      @Anirban_das  Месяц назад

      সঙ্গে থাকবেন, নির্দ্বিধায় সমালোচনা করবেন ❤️

  • @subhamdas5726
    @subhamdas5726 2 месяца назад +4

    জয় বঙ্গ জয় শশাঙ্ক

  • @debashisdatta1604
    @debashisdatta1604 2 месяца назад +1

    অনেক অজানা ঐতিহাসিক তথ্য জানতে পারলাম ভিডিওটির মাধ্যমে। অসাধারণ লাগলো। ধন্যবাদ🙏🏻

    • @Anirban_das
      @Anirban_das  2 месяца назад +1

      সঙ্গে থাকবেন, শেয়ার করবেন

  • @bdboy2871
    @bdboy2871 2 месяца назад +4

    Proud of our Emperor Shashanka.

  • @pradipdey3043
    @pradipdey3043 Месяц назад +2

    মহান রাজা শশাঙ্ক ❤️

  • @md.rajibbabu7097
    @md.rajibbabu7097 2 месяца назад +12

    বাংলা ও বাঙ্গালী দুইটাকেই ভাগ করা হয়েছে তারপর থেকেই আমাদের কপাল পুরেছে।

    • @ArunSingh-ry2pt
      @ArunSingh-ry2pt 2 месяца назад

      তোকে যবাই করা হবে যবন।

    • @kidszone7169
      @kidszone7169 2 месяца назад

      Islam except korar por bengal r kopal pureche.

    • @tamoghnasen5158
      @tamoghnasen5158 2 месяца назад

      কপাল actually পুড়েছে ১০০০ খ্রিস্টাব্দের পরে মুসলমান invasion যখন হল।

    • @thewayofnazat
      @thewayofnazat Месяц назад

      We are happy

    • @AG-et6jp
      @AG-et6jp Месяц назад

      ​@@thewayofnazatআপনি আরো বেশি খুশি হতেন এবং সুখে থাকতেন।

  • @92Deepmr
    @92Deepmr Месяц назад

    এত সুন্দর তথ্য এমন ভাবে জানানোর জন্য অনেক ধন্যবাদ।।।

  • @anish_creative_canvas
    @anish_creative_canvas 2 месяца назад +3

    বিষ্ণুপুর আমার মামাবাড়ি 😊 বিষ্ণুপুরের মল্লরাজাদের নিয়ে একটা ভিডিও দেখতে পেলে ভালো লাগতো😊❤

  • @sovonsanyal2240
    @sovonsanyal2240 2 месяца назад +1

    Thanks for the enlightening and fact-oriented presentation...

  • @SunandanDas-w7i
    @SunandanDas-w7i 2 месяца назад +3

    আপনি শেষে বাঙালিকে নিয়ে যে কথাটা বললেন। সেটা প্রত্যেক বাঙালির মাথায় ঢুকিয়ে নেয়া দরকার আছে। বাঙালি আর কবে জাগবে 😔

    • @Anirban_das
      @Anirban_das  2 месяца назад

      দেখুন না চ্যানেলে দর্শকের অবস্থা 😄

  • @jahidmasud1099
    @jahidmasud1099 Месяц назад +1

    শেষের কথাগুলো অসাধারণ

    • @Anirban_das
      @Anirban_das  Месяц назад

      ধন্যবাদ 🙏🏻

  • @Chinuchoronkhosnobis
    @Chinuchoronkhosnobis 2 месяца назад +3

    শশাঙ্ক যে সময় বর্তমান ছিলেন তখন বাঙালির মুখের ভাষা কেমন ছিল, জানার আগ্রহ রাখি

    • @sauron2000000
      @sauron2000000 2 месяца назад

      Asrabbo.😂

    • @spaceagegeocon4880
      @spaceagegeocon4880 2 месяца назад

      @@sauron2000000 You are really witty

    • @Anirban_das
      @Anirban_das  2 месяца назад +2

      তখন বাংলা আজকের রূপ পায়নি। বাংলা অসমিয়া ওড়িয়া এগুলো আলাদা হয়নি

    • @Chinuchoronkhosnobis
      @Chinuchoronkhosnobis 2 месяца назад

      @@Anirban_das তখন তাহলে মাগধী অপভ্রংশ চলছিল বলা যায়?

    • @spaceagegeocon4880
      @spaceagegeocon4880 2 месяца назад

      @@Anirban_das একদম সত্য । ঠিক তাই । তাই অশ্রাব্য শব্দটা আমার মনে লেগেছে -- কারণ এটা একটা pun যাকে বাংলায় শ্লেষালঙ্কার বলা যেতে পারে ।

  • @mahuachanda2994
    @mahuachanda2994 20 дней назад

    Darun topic ....

  • @ekamsat429
    @ekamsat429 2 месяца назад +3

    The Shashanka Redemption!

    • @tamoghnasen5158
      @tamoghnasen5158 2 месяца назад

      এটা তো ১৯৯৫ এ best picture এর nomination পাওয়া একটা হলিউডি সিনেমা, যদিও সেই বছর ১৯৯৫ তে braveheart best picture এর অস্কার পেয়েছিল।

    • @ekamsat429
      @ekamsat429 2 месяца назад

      This post redeems Shashanka's historical image.

    • @AkashPal-mq4tx
      @AkashPal-mq4tx 7 дней назад

      Best comment

  • @subhadas9930
    @subhadas9930 2 месяца назад

    ধন্যবাদ দাদা। 💙
    নদীয়ার ইতিহাস নিয়ে একটা আলোচনা হোক ***

  • @maintainer-451
    @maintainer-451 2 месяца назад +12

    Nalanda University destroy by raja Shashank ✖️
    Nalanda University destroy by khilji ✅

  • @prasenjitroy9514
    @prasenjitroy9514 2 месяца назад +1

    Very Good explanation with excellent language, THANKYOU

  • @ayandas363
    @ayandas363 2 месяца назад +3

    জয় বাঙালি ।

  • @Kokushibu-x-deb
    @Kokushibu-x-deb 2 месяца назад

    Thankyou than you onek din dhore etar wait korchilam

  • @ujjallaha
    @ujjallaha 2 месяца назад +15

    কি করে জানবো?
    আমাদের সিলেবাসে বাংলার ইতিহাস নাম মাএ পড়ানো হয়েছে।
    প্রাচীন বাংলার ইতিহাস নিয়ে আমাদের কোন ভাল সিনেমা তৈরি হয়েছে কি?
    এ ব্যাপারে দক্ষিণ ভারতে অনেক সিনেমা তৈরি হয়েছে।
    আপনারা সিনেমা তৈরী করুন
    প্রাচীন বাংলা নিয়ে

    • @Anirban_das
      @Anirban_das  2 месяца назад +9

      আমি সাধ্যমত চেষ্টা করছি । আপনাদের পাশে চাই

    • @ujjallaha
      @ujjallaha 2 месяца назад

      @@Anirban_das অবশ্যই

  • @NiladriSanyal-kv6hj
    @NiladriSanyal-kv6hj 2 месяца назад

    Need more channels like this ....pls depict only authentic and provable facts .

  • @BapiPatra-e5s
    @BapiPatra-e5s 2 месяца назад

    এই জ্ঞানমুলোক কথা গুলো আমাদের জানানোর জন্যে, ধন্যবাদ দাদা।❤❤❤❤

  • @AhsanHasan-p1b
    @AhsanHasan-p1b 2 месяца назад +7

    *আলাউদ্দিন হোসেন শাহ শাসনামল নিয়ে ভিডিও চাই যেখানে সুফিবাদ এবং ভক্তিবাদ এর সর্বোচ্চ উৎকর্ষতা সাধন হয়েছিল একই সাথে সমান্তরালে |যেটা ভারতের ইতিহাসে কোন কালেই ছিল না*

    • @bangladeshsports1971
      @bangladeshsports1971 2 месяца назад +1

      True

    • @baibhabmazumdar007
      @baibhabmazumdar007 2 месяца назад +3

      Eta kono Bangladeshi channel noi vai

    • @bangladeshsports1971
      @bangladeshsports1971 2 месяца назад +6

      @@baibhabmazumdar007 so? it is a bengali chanel. Sultan Hussain shah was a ruler of Bengal

    • @AhsanHasan-p1b
      @AhsanHasan-p1b 2 месяца назад +3

      @@baibhabmazumdar007 আপনার যে পড়াশোনা কম সেটা আপনার কথার দ্বারা প্রমাণ দিলেন

    • @baibhabmazumdar007
      @baibhabmazumdar007 2 месяца назад +1

      ​@@AhsanHasan-p1bMadrasachap toder porasona kotodur amader jana a6e

  • @Chhotan-u4d
    @Chhotan-u4d Месяц назад

    Amr mone hoiiii ..... Amdr class er History subject te jeta drkr seta .......kono mohan purus samporke tika likhteee jeta Drkr bole proyojon seta holo.....sei mohan purus er basicta clear Kora Mane tini kiii krte chaichen seiiita bhojhano.......abastha poristhiti te sobaiiii chilen hoito selfish.....kintu tar poreo kiii krteee chaichilen....eta janano drkr.......amiiii apner kach theke aro onk janteee chaiiii.......amra really bolte netajiii chara hoito kauke janina karon non Bengali amdr jante den na.......onk janr ache eiii history teee.....thank you apnake..... Apni onk kichu janachen amdrke ...... Chaibo onk aro basiiii details.......

  • @MR_raj_wold
    @MR_raj_wold 2 месяца назад

    স্যার আমি টিউটোপিয়া থেকে আপনার সব ভিডিও দেখেছি। আপনার পরানো আমার খুব ভালো লাগে।

  • @moumita-k1d
    @moumita-k1d Месяц назад +1

    Bah ei rokom aro sotti ghotonar itihas sunte chai❤

    • @Anirban_das
      @Anirban_das  Месяц назад

      সঙ্গে থাকবেন

  • @ahanabose2271
    @ahanabose2271 2 месяца назад +1

    অপেক্ষা করি কখন আপনার ভিডিও আসবে, আপনি আমার কাছে একজন গুরু মতো, যে তার জ্ঞানের ভান্ডার উন্মুক্ত করে দেয় ❤ আপনার ভিডিও না দেখলে হয়তো এতো অজানা ইতিহাস জানতেই পারতাম না। প্রণাম নেবেন 🙏

  • @SatadruChique
    @SatadruChique 2 месяца назад

    Onek kichu jante parlam amra sobai. Khub bhalo laglo.

  • @Ovibaidya2003
    @Ovibaidya2003 2 месяца назад +1

    চমৎকার দাদা! আপনি একটা বই প্রকাশ করুন🥰🙏

    • @Anirban_das
      @Anirban_das  2 месяца назад +2

      অনেক বই আছে, কজন পড়েন । এখানেই চেষ্টা করি

  • @Abdullah-mw5gk
    @Abdullah-mw5gk 2 месяца назад +2

    আমার সঠিক মনে থাকলে আমি আপনাকে প্রায় ৬ থেকে আট মাস আগে তার এবং পাল রাজবংশের কথা বলতে বলেছিলাম। অবশেষে তার একটি সম্পর্কে ভিডিও তৈরি করার জন্য ধন্যবাদ

    • @sandipdutta-y1s
      @sandipdutta-y1s 2 месяца назад

      Eta PAL bongso noy

    • @Abdullah-mw5gk
      @Abdullah-mw5gk 2 месяца назад +1

      @@sandipdutta-y1s seta amio jani bhai. Ami dutor abdar korsi akter hoyese seta bolesi

    • @Anirban_das
      @Anirban_das  2 месяца назад +1

      হবে নিশ্চয়ই

  • @anirban_bangali_123
    @anirban_bangali_123 Месяц назад +2

    দাদা!
    তোমার অনেক পুরোনো ফলোয়ার।
    অনেক দিন ধরে ভিডিও দেখি।
    একটা অনুরোধ করব রাখবে?

    • @Anirban_das
      @Anirban_das  Месяц назад

      কী

    • @anirban_bangali_123
      @anirban_bangali_123 Месяц назад

      @@Anirban_das এরকমটা শোনা যায় যে বর্তমান ভারতের যে ত্রিপুরা রাজ্য আছে সেটা নাকি পূর্বে শ্রীভূমি নামে কোন রাজ্য ছিল!
      বর্তমান মায়ানমার, মঙ্গোলিয়া থেকে উপজাতিরা এসে এই রাজ্য দখল করে তার নাম পরিবর্তন করে ফেলে!
      500 বছর আগেও নাকি এই রাজ্যে বাঙালি রাজা রাজত্ব করতো!
      এটা নিয়ে কিছু বলতে পারবে যে বর্তমান ত্রিপুরা কি বাংলার অংশ ছিল কিনা বা এখানে কোন বাঙালি রাজা শাসন করেছিল কিনা।

    • @anirban_bangali_123
      @anirban_bangali_123 Месяц назад

      ​@@Anirban_dasদাদা এরকমটা শোনা যায় যে বর্তমান ভারতে যে ত্রিপুরা রাজ্য আছে সেই রাজ্যের আদি নাম নাকি শ্রীভূমি!
      500 বছর আগেও নাকি এই জায়গায় বাঙালি রাজার রাজত্ব করতো। 500 বছর পূর্বে নাকি বর্তমান মায়ানমার এবং মঙ্গোলিয়া থেকে আগত উপজাতিরা এর রাজ্য দখল করে তার নাম পরিবর্তন করে ফেলে!
      দাদা এটা নিয়ে একটু গবেষণা করো যে ত্রিপুরা কি কখনো বৃহৎ ভঙ্গের অঙ্গ ছিল?
      খুব সাহায্য হবে।

  • @nirmalyabagh7142
    @nirmalyabagh7142 2 месяца назад

    খুব ভালো লাগলো ❤
    তোমাকে শুভ বিজয়া অনির্বাণ ❤💐

  • @kamalgain3403
    @kamalgain3403 6 дней назад

    অসাধারন একটি পর্ব।

  • @samantaghosh921
    @samantaghosh921 Месяц назад

    রাজা শশাঙ্ক আমার অনেক অনেক প্রিয় একজন রাজা 🙏🙏🙏🙏বাংলার উজ্জ্বল নক্ষত্র ❤

  • @AsifIqbal-ww7hs
    @AsifIqbal-ww7hs 2 месяца назад +2

    এবারের পর্বটায় Animation নেই। থাকলে খুব ভালো হতো। আগের কিছু পর্বে দারুণ কিছু Animation দেখেছি।

    • @Anirban_das
      @Anirban_das  2 месяца назад +4

      সম্ভব হচ্ছে না। মোবাইলে অনেক সময়সাপেক্ষ। সেক্ষেত্রে আজও ভিডিয়ো দেওয়া হতো না। আশাকরি মূল গল্পটা শ্রোতারা শুনবেন। ভবিষ্যতে আপনাদের পাশে পেলে উন্নত করার চেষ্টা করব। অন্যকে দিয়ে করানো খরচ সাপেক্ষ। সেটা আমার চ্যানেল পারমিট করে না। এসব ভিডিয়ো খুব বেশি মানুষ তো দেখেন না

  • @thegoodwordproject
    @thegoodwordproject 2 месяца назад +1

    Osadharon video. Thank you 😊

    • @Anirban_das
      @Anirban_das  2 месяца назад +1

      সঙ্গে থাকবেন 🙏🏻

  • @02P9j
    @02P9j Месяц назад +1

    Aami,itohas ,bhugol bhalobashi tobe poristhiti aamake science diyeche ,aami baddho cheler moto ta grohon o korechi ,,taar modhye aapnar chanel aamar shokher bishoyta khubi sundor bhabe tule dhoreche .Thanks a lot ❤.
    Request:Please make a video about our Berachampa "Chandraketu Gadh" , please sir ❤❤❤❤

  • @arpitameyur3790
    @arpitameyur3790 2 месяца назад

    আপনার উপস্থাপনা খুব ভালো লাগে. Keep going ahead..❤❤

    • @Anirban_das
      @Anirban_das  2 месяца назад

      সঙ্গে থাকবেন ❤️

  • @SunjidSohan
    @SunjidSohan 2 месяца назад

    Onek kisu jante parlam. Love from Bangladesh

    • @Anirban_das
      @Anirban_das  2 месяца назад

      সঙ্গে থাকবেন 🙏🏻

  • @debashistaran6854
    @debashistaran6854 2 месяца назад

    খুব সুন্দর উপস্থাপন করেছেন ❤

    • @Anirban_das
      @Anirban_das  2 месяца назад

      ধন্যবাদ ❤️

  • @binayakmallik6365
    @binayakmallik6365 Месяц назад +1

    Ami tomr channel subscribe korlam dekhe khub vlo laglo je tumi atleast chesta korcho amader culture k agonor nahle onk bangali akhn nijeder culture er baparei onk kichu janena.....ekta apdar rakhchi parle Baghajatin ar Aurobindo Ghosh k niye ekta video koro kichu ojana bangali tader bepare jante prbe

  • @manabendrakaran2353
    @manabendrakaran2353 28 дней назад

    Beautiful. Thanks a lot.

  • @tamalsaha3625
    @tamalsaha3625 2 месяца назад +1

    Osadharon Information sir ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @Anirban_das
      @Anirban_das  2 месяца назад

      শেয়ার হোক 😊

  • @kingshukbhunia8111
    @kingshukbhunia8111 8 дней назад

    Darun❤

  • @rathibratabanerjee9896
    @rathibratabanerjee9896 Месяц назад

    Very Informative