তন্ত্রচর্চা নিয়ে সাধারণ মানুষের মধ্যে যে ভয় এবং ধারণা রয়েছে, তাদের উৎপত্তির কারণ এবং ইতিহাস নিয়ে একটি পর্ব হলে ভালো হয়। তন্ত্র বিষয়টি মূলত কি, এবং কতটা তার পার্থক্য আমাদের পূজো আচ্ছা, যজ্ঞ থেকে এই নিয়ে জানার ইচ্ছে আছে। এবং সকল পর্বের মতো এই পর্বও দারুন হয়েছে, নতুন কিছু জানতে পারলাম, একটি নতুন দৃষ্টিভঙ্গি পেলাম। এগিয়ে যাবেন দাদা🙏
অনির্বান - বাংলার লোকসংস্কৃতি, লোকায়ত ধর্ম, লোকাচার, তাদের বিবর্তন এর উপর আপনার গবেষণালব্ধ, তথ্যসমৃদ্ধ, নিরপেক্ষ, বিশ্লেষণাত্মক সহজ ভাষায় আলোচনা অত্যন্ত প্রশংসনীয়।
আমি আপনার ভিডিওগুলো দেখি,আমি অন্য ধর্মের মানুষ হলেও আপনার ভিডিওগুলো দেখতে আমার ভালো লাগে,কারণ আমি ছোট থেকে খাঁটি বাঙালি পরিবেশেই বড় হয়েছি,অনেক ছোটবেলায় কালীপূজা এলে আমার বাবা আমাকে পূজা দেখতে নিয়ে যেতো প্যান্ডেল e ,Sekhane ei ডাকিনী যোগিনী এর মূর্তি দেখেছিলাম,দেখে প্রচন্ড ভয় নিয়ে ঘরে ফিরতাম,আমার তাদের সম্পর্কে জানার প্রবল ইচ্ছে ছিল,আপনার ভিডিও থেকে ডাকিনী যোগিনী দের সম্পর্কে জানতে পেরে ভালো লাগলো.😊
তন্ত্র সম্পর্কে অনেক নতুন অজানা তথ্য জেনে সমৃদ্ধ হলাম। সামনে কালীপূজা তার আগে তন্ত্র সম্পর্কে অনেক সুন্দর ধারণা তৈরি হলো। অসংখ্য ধন্যবাদ 🙏🏻 জয় মা কালী🌺
এসব জ্ঞান চর্চা, আলোচনা ক্রমশই অবলুপ্তির পথে। আপনার মতো মানুষদের জন্যই এখনো এই জ্ঞানধারা প্রবাহিত হচ্ছে। আপনাকে আন্তরিক ধন্যবাদ। আপনার সান্নিধ্যে আমরা সমৃদ্ধ হচ্ছি। ❤
এনার প্রতিটা পর্বই এতো তথ্য সমৃদ্ধ এবং অসাধারণ, যে কিছু বলার থাকে না। বাংলা জনপ্রিয় ইউটিউব চ্যানেল বলতে খুব বেশি কিছু নেই। ইনি অনেক আগে এহিও যান আমাদের সকলকে নিয়ে, তাই চাই
আলোচ্য বিষয়ের পরিধি অনেক ব্যাপক। আপনি সব বিষয়কেই সংক্ষেপে স্পর্শ করে গেছেন। অনেকেই অনেক ভুল ধারণা দূর করে সত্যজ্ঞান লাভ করতে পারবে, এই ভিডিওর মধ্য দিয়ে। এরপর, নন্দীভৃঙ্গী আর জয়াবিজয়াকে নিয়ে ভিডিও করার অনুরোধ রইল। 🥰🙏
বাহ্ ভারী সুন্দর ভিডিও ☺️ এসব কিছু জানতাম-ই না। আমিও তো ওনাদের এতদিন ভয় ই পেতাম। এরকম আরোও না জানা বিষয় নিয়ে ভিডিও তৈরি করুন please খুব ভালো লাগলো। ধন্যবাদ ভাই 🙏🙏 দারুন উপস্থাপনা 👏
সুন্দর তথ্য বহুল আলোচনা! সত্যিই কতো বিকৃত হয়ে যায় ধর্ম চর্চা সময়ের সাথে সাথে। আমি মনে করি সনাতনে কেও শেষ কথা বলেনা। কালী কে পূজা নয়, যোগ সাধনায় কালী হয়ে ওঠো, কিংবা তাঁর চেয়েও বেশী কিছু 🙏🏼
@@Anirban_das পারলে একটা এপিসোড করো, আমাদের নিয়ে, মানে নাথেদের নিয়ে। নাথ পন্থী, নাথা সম্প্রদায়া, নাথ যোগী, এদের নিয়ে জ্ঞ্যান বাংলার মানুষের খুবই কম। অথচ নাথ যোগীদের বড়ো বড়ো মঠ সারা ভারতবর্ষে ছড়িয়ে আছে। আমি ৩৩ বছর বাংলার বাইরে আছি। মাঝে মাঝে যাই, তোমার এই চ্যানেলটার মাধ্যমে অনেক কিছুই জানতে পারছি। চালিয়ে যাও। অনেক অনেক আশীর্বাদ রইলো।
আমারও প্রাচীন ইতিহাস নিয়ে ভীষণ আগ্রহী, আপনার সব ভিডিও দেখে ই ভীষণভাবে সমৃদ্ধ হই তার মধ্যে এটিও একটি। কখনো যদি আপনার সাথে ইতিহাস আলোচনার সুযোগ হয়, বড় আনন্দিত হব।
আমি আপনার ভিডিও প্রতিনিয়ত ফলো করি, বাংলার ইতিহাস নিয়ে আপনার উপস্থাপনা অসাধারণ। বাংলার তন্ত্র সাধনা ও হীনযান, মহাযান ও বজ্রযানের যোগ সূত্র নিয়ে কয়েকটা পর্বে ভিডিওর অনুরোধ রইলো দাদার কাছে। ধন্যবাদ।
Apni aro erokom banglar itihash niye ashun, You really are a master of Bengali history, read a huge number of books A library of long lost Bengali history
@@Anirban_das apnar channel songe achi Aaj prai 2 years hote chollo😊 Apnar channel e maa durgar history video ta die suru sei theke জুরে আছি in future o thakbo Chinta korben aaj o kichu manus ache jara sothik jinis ke value dite jane. I wish to see more of this informative videos and also wish to see this channel grow and to reach million subscribers. Thank you
দাদা তোমার প্রতিটা ভিডিওর মতোই এটাও খুব ভালো ছিল। অনেক নতুন কিছু জানতে পারলাম। সবচেয়ে ভালো লাগলো যখন আমাদের শান্তিপুরে মা আগমেশ্বরী ছবী দেখা গেলো। এটা মন ছুয়ে যাওয়া মূহুর্ত ছিল। 😌 কালি পূজার রাতে তোমাকে আমাদের শান্তিপুরে আমন্ত্রণ রইল। সম্ভব হলে এসো কথা দিচ্ছি এই একরাতে এইটুকু যারগাতে হাজার কালি মূর্তি তার ইতিহাস, প্রতিটি পূজার আলাদা আলাদা নিয়ম আর পর দিন মা মহিসখাগী কাধে করে বিসর্জন, সাদনা কালি, ঘর চাদুনি,বারচাদুনি,আর মশাল নিয়ে বামা কালির নাচ, সব মিলিয়ে প্রেমে পরে যাবে। ❤
আজকের এপিসোড খুব ভালো লাগলো,ওড়িশার প্রতিটি কালী মূর্তির সাথে ডাকিনী যোগিনী থাকে,এছাড়া ওড়িশা স্টেট মিউজিয়ামে দেবী চামুন্ডার যা বিকট রূপ দেখেছি তার সাথে আমাদের দেবী চামুণ্ডার অনেক পার্থক্য
Khub bhalo video hoichhe ❤. Subject ta broad, was going a little out of hand in the middle. But ei subject e tomar knowledge khoob deep. I have gotten clear indications of this many times!! I really want you to make some separate videos for documentation. Even if not as attractive for wide viewer interest. Else this history will be all lost! Following generations will never know anything! In these days not even 1 percent population knows that Tantra has something to do with Buddhism!
Onek din tomar video dekhte boslam. Bhalo laglo besh. Belated Happy Birthday. Bhalo thako r ei rokom video aro besi kore dao. Nijeke aro somridhho kori.
Khub bhalo. Asombhab bhalo. Tantra sadhana r opor oboshyoi aalocona chai and se ta ektu bistri hole bhalo hoy. Totro sadhona k ghire sadharon manusher je bhul dharona achhe ta dur hok.
যৌবন কালে কখনও পাত্তা দিই নি এই সব ব্যাপারে (ওই ডাকিনী-যোগিনী, আর কি) কিন্তু ঘটা করে কালী পুজো ইত্যাদি করে এসেছি | আজ এই জীবনের সায়াহ্নে এক বিদেশ-বিভূয়ে তোমার এই video দেখে, তা নতুন করে জানলাম | জানি, জানার শেষ নেই - তাই এই modern যুগের popular মাধ্যমের সহযোগীতায় জ্ঞানের আরও একটু বৃদ্ধিতে খুব খুশি ! ভালো থেকো আর আরও video নিয়ে এসো | দেখবো |
Exquisite presentation on a key topic. It might be more effective to adopt (a follow-up?) a broader regional coverage of this topic spanning from Nepal to Tibet to Assam via Bihar and Bengal. In addition to the great female teachers, male masters such as Matsyendranath and Gorakshanath may also be remembered in their 10-11th century CE contexts.
তন্ত্রচর্চা নিয়ে সাধারণ মানুষের মধ্যে যে ভয় এবং ধারণা রয়েছে, তাদের উৎপত্তির কারণ এবং ইতিহাস নিয়ে একটি পর্ব হলে ভালো হয়। তন্ত্র বিষয়টি মূলত কি, এবং কতটা তার পার্থক্য আমাদের পূজো আচ্ছা, যজ্ঞ থেকে এই নিয়ে জানার ইচ্ছে আছে। এবং সকল পর্বের মতো এই পর্বও দারুন হয়েছে, নতুন কিছু জানতে পারলাম, একটি নতুন দৃষ্টিভঙ্গি পেলাম। এগিয়ে যাবেন দাদা🙏
ধন্যবাদ ❤️🙏🏻
❤
শ্যামা মায়ের পুজোর আগে মায়ের কথা শুনতে ভালোই লাগলো। আরও এরকম তথ্য সমৃদ্ধ চিত্র দেখতে চাই। অনেক অভিনন্দন।❤
সঙ্গে থাকবেন, শেয়ার করবেন 🙏🏻
অনির্বান - বাংলার লোকসংস্কৃতি, লোকায়ত ধর্ম, লোকাচার, তাদের বিবর্তন এর উপর আপনার গবেষণালব্ধ, তথ্যসমৃদ্ধ, নিরপেক্ষ, বিশ্লেষণাত্মক সহজ ভাষায় আলোচনা অত্যন্ত প্রশংসনীয়।
🙏🏻❤️
আমি আপনার ভিডিওগুলো দেখি,আমি অন্য ধর্মের মানুষ হলেও আপনার ভিডিওগুলো দেখতে আমার ভালো লাগে,কারণ আমি ছোট থেকে খাঁটি বাঙালি পরিবেশেই বড় হয়েছি,অনেক ছোটবেলায় কালীপূজা এলে আমার বাবা আমাকে পূজা দেখতে নিয়ে যেতো প্যান্ডেল e ,Sekhane ei ডাকিনী যোগিনী এর মূর্তি দেখেছিলাম,দেখে প্রচন্ড ভয় নিয়ে ঘরে ফিরতাম,আমার তাদের সম্পর্কে জানার প্রবল ইচ্ছে ছিল,আপনার ভিডিও থেকে ডাকিনী যোগিনী দের সম্পর্কে জানতে পেরে ভালো লাগলো.😊
আপনার এই সংকীর্ণতামুক্ত মানসিকতাকে সাধুবাদ ❤️
@@Anirban_das ধন্যবাদ,🙏ভালো থাকবেন. 🌹
Thanks! learning new things every day
আপনারাই আমার প্রেরণা ❤️🙏🏻
অনির্বাণ দা আপনি নিজেই একজন রত্ন,,, আজ যা সূত্র গুলো বাকি রয়ে গেল সেগুলো ভবিষ্যতে শোনার অপেক্ষায় রইলাম। ধন্যবাদ
না না 😁 বেশ হবে
একদম ঠিক
Thanks!
wow! ❤️😊
তন্ত্র সম্পর্কে অনেক নতুন অজানা তথ্য জেনে সমৃদ্ধ হলাম। সামনে কালীপূজা তার আগে তন্ত্র সম্পর্কে অনেক সুন্দর ধারণা তৈরি হলো। অসংখ্য ধন্যবাদ 🙏🏻 জয় মা কালী🌺
❤️
সশ্রদ্ধ ভালবাসা
অনিন্দ্য সুন্দর উপস্থাপনা-
যুক্তিনির্ভর বিশ্লেষণ
Thanks for insightful information
My pleasure. সঙ্গে থাকবেন ❤️❤️
তুমি এত সুন্দর বলো না ! অসাধারণ বললেও কম হবে ♥️♥️ শুধু এগিয়ে চলো 😇😇
পাশে থাকবেন, শেয়ার করবেন 😊
ভাই অনির্বান আমি তোমার চ্যানেলের দর্শক থেকে ভক্ত হয়ে উঠেছি। আমি শিখি অনেক কিছু।
না স্যার এভাবে লজ্জা দেবেন না। কিছু বিষয় খুঁজি, পড়ি- যা বুঝি সেগুলোই শেয়ার করি। এর বেশি কিছু নয়। পাশে থাকবেন, শুভেচ্ছা-সমালোচনা সহ
খুব ভালো লাগলো, অনেক অনেক শুভেচ্ছা।
তোমার ভিডিওগুলো খুব ভালো হয়
খুব লম্বাও নয় খুব ছোটোও নয় কিন্তু পুরোটাই কোয়ালিটি কনটেন্ট একদম বোরিংনেস আসেনা ; খুব ভালো কাজ করছো দাদা চালিয়ে যাও ❤
খুব ভালোলাগলো ❤️
কথাটা boredom , বোরিংনেস বলে কোন ইংরেজি শব্দ নেই।
@@samratsarkar1257 সরি স্যার
দাদা আপনি কত সুন্দর করে বোঝান ,মুগ্ধ ভাবে শুনি আপনার কথাগুলো ❤
❤️
এসব জ্ঞান চর্চা, আলোচনা ক্রমশই অবলুপ্তির পথে। আপনার মতো মানুষদের জন্যই এখনো এই জ্ঞানধারা প্রবাহিত হচ্ছে। আপনাকে আন্তরিক ধন্যবাদ। আপনার সান্নিধ্যে আমরা সমৃদ্ধ হচ্ছি। ❤
🙏🏻❤️ সঙ্গে থাকবেন
অসাধারণ উপস্থাপনা দাদা খুব ভালো লাগলো মায়ের পূজোর ঠিক আগ মুহূর্তে এরকম একটা নতুন কিছু জানতে পারলাম।। ভালো থাকবেন ❤
🙏🏻😊
কিছু জানার মাঝে অনেক অজানা তথ্য সম্ভারে উপস্থাপনা যা অতি মনমুগ্ধকর। খুবই সুন্দর দাদা ❤❤
সঙ্গে থাকবেন ❤️
খুব খুব ভালো লাগলো। যদিও সব সময় ভালো লাগে আপনার ভিডিও গুলো। ছোট থেকেই এই ডাকিনি যোগিনী সম্পর্কে অজ্ঞাত ধারণা ছিল, যা জলের পরিস্কার হয়ে গেল। ধন্যবাদ 🙏
😊❤️
এনার প্রতিটা পর্বই এতো তথ্য সমৃদ্ধ এবং অসাধারণ, যে কিছু বলার থাকে না। বাংলা জনপ্রিয় ইউটিউব চ্যানেল বলতে খুব বেশি কিছু নেই। ইনি অনেক আগে এহিও যান আমাদের সকলকে নিয়ে, তাই চাই
সঙ্গে থাকবেন 🙏🏻 শেয়ার করবেন। আপনাদের পাশে চাই
ছিন্নমস্তা মন্ত্রে বলা হচ্ছে "ডাকিনিং বামপার্শথোঙ্ কল্পসূর্যোলোপোমাং বিদ্যুৎজটাং ত্রিনয়ননাং দংতোপংতি বলাকিনিং"
❤️
আলোচ্য বিষয়ের পরিধি অনেক ব্যাপক। আপনি সব বিষয়কেই সংক্ষেপে স্পর্শ করে গেছেন। অনেকেই অনেক ভুল ধারণা দূর করে সত্যজ্ঞান লাভ করতে পারবে, এই ভিডিওর মধ্য দিয়ে। এরপর, নন্দীভৃঙ্গী আর জয়াবিজয়াকে নিয়ে ভিডিও করার অনুরোধ রইল। 🥰🙏
বেশ, মনে রাখবো
@@Anirban_das অনেক ধন্যবাদ।
বাহ্ ভারী সুন্দর ভিডিও ☺️ এসব কিছু জানতাম-ই না। আমিও তো ওনাদের এতদিন ভয় ই পেতাম।
এরকম আরোও না জানা বিষয় নিয়ে ভিডিও তৈরি করুন please
খুব ভালো লাগলো।
ধন্যবাদ ভাই 🙏🙏 দারুন উপস্থাপনা 👏
সঙ্গে থাকবেন 🙏🏻
বাহ্! দারুণ। শুনে যেমন মজা হলো তেমনি অনেক ধারণাই পরিষ্কার হলো। 🎆
শেয়ার হবে নাকি?
খুব ভালো লাগল। আপনাকে অশেষ ধন্যবাদ এমন ভালো content এত সুন্দর করে উপস্থাপনা করার জন্য।
সঙ্গে থাকবেন ❤️
সুন্দর তথ্য বহুল আলোচনা! সত্যিই কতো বিকৃত হয়ে যায় ধর্ম চর্চা সময়ের সাথে সাথে। আমি মনে করি সনাতনে কেও শেষ কথা বলেনা। কালী কে পূজা নয়, যোগ সাধনায় কালী হয়ে ওঠো, কিংবা তাঁর চেয়েও বেশী কিছু 🙏🏼
সঙ্গে থাকবেন ❤️
অসম্ভব ভালো লাগলো নতুন কিছু জেনে ধন্যবাদ
🙏🏻❤️
❤❤❤❤❤❤
Osadharon kotha
🙏🏻
Dakini jogini niye amar o khub janar agroho chilo. Apnar video khub helpful bhai. Thanks 😊
❤️
কোথায় পান এমন তথ্যসমৃদ্ধ ও বিস্মৃতপ্রায় অজানা গল্প / ঘটনা আর এত অপরূপ বাচনভঙ্গি? ✨💕😌
❤️😊
শেষের কথাটা অসাধারণ লাগলো। রাশিয়া ইউক্রেনের কথাটা। একদম প্র্যাকটিকাল।
😊
@@Anirban_das পারলে একটা এপিসোড করো, আমাদের নিয়ে, মানে নাথেদের নিয়ে। নাথ পন্থী, নাথা সম্প্রদায়া, নাথ যোগী, এদের নিয়ে জ্ঞ্যান বাংলার মানুষের খুবই কম। অথচ নাথ যোগীদের বড়ো বড়ো মঠ সারা ভারতবর্ষে ছড়িয়ে আছে। আমি ৩৩ বছর বাংলার বাইরে আছি। মাঝে মাঝে যাই, তোমার এই চ্যানেলটার মাধ্যমে অনেক কিছুই জানতে পারছি। চালিয়ে যাও। অনেক অনেক আশীর্বাদ রইলো।
আমারও প্রাচীন ইতিহাস নিয়ে ভীষণ আগ্রহী, আপনার সব ভিডিও দেখে ই ভীষণভাবে সমৃদ্ধ হই তার মধ্যে এটিও একটি। কখনো যদি আপনার সাথে ইতিহাস আলোচনার সুযোগ হয়, বড় আনন্দিত হব।
❤️
কত কিছু অজানা আছে দাদা, যাক কিছু হলেও জানতে পারছি আপনার সৌজন্যে 😊
সঙ্গে থাকবেন 🙏🏻
দারুণ রিয়াকশন দ্বারা পরিচালিত হয়েছে অবিরাম অন্তহীন ভালো বাসা থেকে 🇧🇩🇧🇩🇧🇩💞💓💓💙💙💜💕💖💖💖💖💖💕💜💙💓💞💞💓💙💜💕💖💖💖💖💕💜💙💓💓💞💞💓💙💜💜💕💕💜💜💜💜💜💓💓
অনেক দিন পর
আমি আপনার ভিডিও প্রতিনিয়ত ফলো করি, বাংলার ইতিহাস নিয়ে আপনার উপস্থাপনা অসাধারণ। বাংলার তন্ত্র সাধনা ও হীনযান, মহাযান ও বজ্রযানের যোগ সূত্র নিয়ে কয়েকটা পর্বে ভিডিওর অনুরোধ রইলো দাদার কাছে। ধন্যবাদ।
ইচ্ছা আছে খুব ❤️ বিষয়গুলো গুরুতর, সময় নিয়ে করবো
খুব ভালো লাগলো এবং অনেক কিছু জানতে পারলাম। ভালো থাকবেন, নমস্কার।
🙏🏻
তথ্যগুলোর জন্য অসংখ্য ধন্যবাদ এরকম রিসার্চ আরো করুন এবং আমাদের কাছে আরো নতুন নতুন ইনফরমেশন নিয়ে আসুন
সঙ্গে থাকবেন 🙏🏻
অনেক অনেক জ্ঞান গর্ভ আলোচনা। খুব ই ভালো লেগেছে। তোমাকে শুভ দীপাবলি। ভালো থেকো।
🙏🏻
Ktokichu jante parlm..dhonnobad dada❤❤❤❤❤
Apni aro erokom banglar itihash niye ashun,
You really are a master of Bengali history, read a huge number of books
A library of long lost Bengali history
তেমন কিছু নয়। তবে পড়ছি, জানছি। শেয়ার করছি। আপনারাও শেয়ার করবেন
@@Anirban_das acha dada, egulo ki jekono library tei milte pare boi gulo
Koekta boiyer naam bolte paren ki??
@@pritangshudutta3819 আগামীকাল একটা লিঙ্ক দেবো
অনেক পরিষ্কারভাবে বুঝা গেল❤
ধন্যবাদ ❤️
Sunlam, bhalo laglo er sathe tumi r ekta lekha o diecho setao porlam, thank you.
সঙ্গে থাকবেন ❤️
Bhishon informative, anek bhul dharona bhanglo. Dhonyobad ❤🙏
সঙ্গে থাকবেন 🙏🏻
@@Anirban_das Ekdom 🙏
sesh line tar jnno janar utsaho ache, khub vlo laglo sompurnota sune
সঙ্গে থাকবেন ❤️
Darun lglo. Thank you, ato sundor notun topic tule anar jnno, amdr jananor jonno. R Budhhism er opor episode tar jonno wait korbo.
শেয়ার করার অনুরোধ রইল ❤️
Ek kothay oshadharon 👌🏻
সঙ্গে থাকবেন ❤️
@@Anirban_das apnar channel songe achi Aaj prai 2 years hote chollo😊
Apnar channel e maa durgar history video ta die suru sei theke জুরে আছি in future o thakbo
Chinta korben aaj o kichu manus ache jara sothik jinis ke value dite jane.
I wish to see more of this informative videos and also wish to see this channel grow and to reach million subscribers.
Thank you
দাদা খুব সুন্দর বলেন কিন্তু❤❤❤ শুনতে শুনতে কখন শেষ হয়ে যায় বুজতেই😊😊😊 পারিনা 🌹
😊
অবশ্যই খুব ভালো লাগলো শুনে।
❤️
❤খুব ভালো লাগলো। বিশেষ করে শেষ অংশ।
❤️
আপনি সত্যিই একটা সুন্দর video দিয়েছেন
সঙ্গে থাকবেন 🙏🏻
Anek kichu jante parlam video ta te
Thank you for the video.
🙏🏻
মায়ের পুজোর আগে আপনার এই উপস্থাপনা অনির্বচনীয়🙏
🙏🏻 আশীর্বাদ করবেন
@@Anirban_das এটা আপনার মহানুভবতা🙏
সর্ব শক্তিমান ঈশ্বর আপনার উপর তাঁর আশীর্বাদ বর্ষণ করুন🕉️🙏
@@souravmallick5384 😊❤️
Darun darun dada. Tantra er upor ekta episode er jonyo opekkhay roilam.❤
দেখি ❤️
দাদা তোমার প্রতিটা ভিডিওর মতোই এটাও খুব ভালো ছিল। অনেক নতুন কিছু জানতে পারলাম।
সবচেয়ে ভালো লাগলো যখন আমাদের শান্তিপুরে মা আগমেশ্বরী ছবী দেখা গেলো। এটা মন ছুয়ে যাওয়া মূহুর্ত ছিল। 😌
কালি পূজার রাতে তোমাকে আমাদের শান্তিপুরে আমন্ত্রণ রইল। সম্ভব হলে এসো কথা দিচ্ছি এই একরাতে এইটুকু যারগাতে হাজার কালি মূর্তি তার ইতিহাস, প্রতিটি পূজার আলাদা আলাদা নিয়ম আর পর দিন মা মহিসখাগী কাধে করে বিসর্জন, সাদনা কালি, ঘর চাদুনি,বারচাদুনি,আর মশাল নিয়ে বামা কালির নাচ, সব মিলিয়ে প্রেমে পরে যাবে। ❤
এবার হবে না হয়তো, তবে যাবার ইচ্ছা আছে
Apurba...❤
আজকের এপিসোড খুব ভালো লাগলো,ওড়িশার প্রতিটি কালী মূর্তির সাথে ডাকিনী যোগিনী থাকে,এছাড়া ওড়িশা স্টেট মিউজিয়ামে দেবী চামুন্ডার যা বিকট রূপ দেখেছি তার সাথে আমাদের দেবী চামুণ্ডার অনেক পার্থক্য
❤️
😊ভালো ,।
ধন্যবাদ আপনার রিপ্লায়ের জন্য।❤
❤️
Dada Sera hoiche
Ai video
Daruun daruun. Khub bhalo korchho. Tantra niye kichu bolo.
❤️
Darun Darun
Please start a barrage of sub series on Tantra and mainly based on Adya Shakti activities
I am a big fan of Shakta worship
👌👌👌🙏🙏
তন্ত্র নিয়ে এতো চর্চা হয় আর ভালোলাগে না। রগরগে উত্তেজনা তো দিতে পারবো না 😁
Oshadharon 👏
Thanks for unique information & beautiful presentation ❤
Most welcome 😊
খুব ভালো লাগল ভাই 🙏
Samney Maa Jagaddhatri r puja.. ei bisoye janar ichcha roilo
ruclips.net/video/n7f1IMdVgRA/видео.htmlsi=PfoBsfYynC8pUUDo
অতি প্রাঞ্জল, আগাম শুভ দীপাবলির শুভেচ্ছা জানালাম, ভালো থাকবেন।
আপনাকেও শুভেচ্ছা জানাই 🙏🏻
Apnar explanations gulo khub sundor ujwalnilmani grantho ta explain korben ?ager koekta video payechi r pai ni
এখানে সেটা যথাযথ হবে না। অন্যভাবে ভাবতে হবে
@@Anirban_das ki bhabe possible?
Osadharon laglo Sir ❤❤❤❤❤❤❤❤❤
❤️
ভূত চতুর্দশী নিয়ে অল্প করে হলেও কিছু বলবেন। সবাই মোটামুটি জানলেও কত রকম মত আছে ইতি বৃত্তান্ত জানতে পারলে ভালো লাগবে।
এই উপস্থাপনা খুব ভাল ছিল। ❤
দেখি
খুব ভালো লাগলো, অনেক কিছু জানতে পারলাম
সঙ্গে থাকবেন ❤️
Well explained 🙏🙏🙏
Thanks and welcome
Khub bhalo video hoichhe ❤. Subject ta broad, was going a little out of hand in the middle. But ei subject e tomar knowledge khoob deep. I have gotten clear indications of this many times!! I really want you to make some separate videos for documentation. Even if not as attractive for wide viewer interest. Else this history will be all lost! Following generations will never know anything! In these days not even 1 percent population knows that Tantra has something to do with Buddhism!
❤️
@Anirban_das এই হৃদয় দেখে কি বুঝবো? আরো ভিডিও কি হবে?
Vajrayana niye akta video banan...ei topic ta interesting besh❤❤❤
Onek din tomar video dekhte boslam. Bhalo laglo besh. Belated Happy Birthday. Bhalo thako r ei rokom video aro besi kore dao. Nijeke aro somridhho kori.
হ্যাঁ অনেক দিন পর। 😊 ভালো আছেন তো?
@@Anirban_das ha, bhalo achi. Tomader 2 jon kei invite korlam ekdin amader organisation visit korar jonnyo.
@@madhumitakarmakar5897 অর্গানাইজেশনের বিষয়ে একটু বলবেন
@@Anirban_das ekhane bolbo? Apnar mail address Pele bhalo hoy
Informative. Bhalo laglo
খুব ভালোলাগলো❤
❤️
Khub bhalo. Asombhab bhalo. Tantra sadhana r opor oboshyoi aalocona chai and se ta ektu bistri hole bhalo hoy. Totro sadhona k ghire sadharon manusher je bhul dharona achhe ta dur hok.
❤️
খুবই ভালো লাগলো আরো দেখতে চাই l
❤️
যৌবন কালে কখনও পাত্তা দিই নি এই সব ব্যাপারে (ওই ডাকিনী-যোগিনী, আর কি) কিন্তু ঘটা করে কালী পুজো ইত্যাদি করে এসেছি | আজ এই জীবনের সায়াহ্নে এক বিদেশ-বিভূয়ে তোমার এই video দেখে, তা নতুন করে জানলাম | জানি, জানার শেষ নেই - তাই এই modern যুগের popular মাধ্যমের সহযোগীতায় জ্ঞানের আরও একটু বৃদ্ধিতে খুব খুশি ! ভালো থেকো আর আরও video নিয়ে এসো | দেখবো |
সঙ্গে থাকবেন, আপনাদের শুভকামনাই পাথেয় 😊🙏🏻
বয়:সন্ধি মানে adolescent period কে বলে মানে ঐ কিশোর কিশোরী অবস্থা আর কি😅 আপনি মনে হয় জীবনের সায়াহ্নে বলে বোঝাতে চেয়েছিলেন 😊
Thank you; now corrected. বাংলার চর্চা কম হয় আজকাল - তাই বোধ হয় !
অসাধারণ উপস্থাপন করেন আপনি।🙏🙏🙏
মহাদেব শিব এবং বাংলা সংস্কৃতিতে বুড়ো শিব এর অবদান, হর-পার্বতী নিয়ে পূর্ণাঙ্গ ভিডিও করুন।
আমার অনুরোধ।
🙏🙏🙏
বুড়ো শিব প্রিয় বিষয়
Khub valo hyeche
ধন্যবাদ 🙏🏻
ভাল লাগল দাদাভাই ❤ 😂 😊 ❤
❤️
অনেক ভুল ধারণা ভেঙে দিলেন দাদা ধন্যবাদ 🙏
❤️
Asadharan hoyeche alochana ta
❤️
খুব ভালো লাগলো ধন্যবাদ 😊
শেয়ার করবেন ❤️
সুন্দর হয়েছে।
ধন্যবাদ 🙏🏻
অসাধারণ.. এরকম আরও ভিডিও আনুন.. 🙏
🙏🏻❤️
Dada, vedio ta darun hoeyche.kintu tumi bolechila je tomar website a gulo uploaded kore debo. Ta to kichu pelam e na. Ei rokom aro vedio dekhte Chai.
করে লিঙ্ক দেবো community post এ
আপনার কনটেন্ট ভীষণ ভালো। কালী পূজা র আগে যদি ধনতেরাস নিয়ে ছোট ভিডিও করেন তাহলে উপকৃত হব
দেখি.. শেয়ার করবেন ❤️
Dada সহজযান, বজ্রযান বিষয়ে detail video চাই❤❤
❤️
জয় মা কালী প্রণাম।
তন্ত্রের দক্ষিণাচার ও বামাচার নিয়ে একটা এপিসোড চাই....
❤️
Khub bhalo laglo shune..
ধন্যবাদ 🙏🏻
শুভ কালীপূজা 😌😌❤️❤️🙏🙇🎇🎆🧨
Exquisite presentation on a key topic. It might be more effective to adopt (a follow-up?) a broader regional coverage of this topic spanning from Nepal to Tibet to Assam via Bihar and Bengal. In addition to the great female teachers, male masters such as Matsyendranath and Gorakshanath may also be remembered in their 10-11th century CE contexts.
Well said!
খুব ভালো লাগলো
ধন্যবাদ 🙏🏻
Khub bhalo laglo
সঙ্গে থাকবেন 🙏🏻
দাদা আমাদের উত্তর বঙ্গের লোকো দেবতা মাসান ঠাকুর কে নিয়ে যদি একটা ভিডিও করেন তাহলে খুব ভালো হয় 🙏🏽🙏🏽
আপনার সাথে আড্ডা করে যেনো নতুন আরেক বাংলাকে খুজেপাই।আপনার সাথে এরকম আরও বহু আড্ডায় থাকতে চাই। ❤
😊❤️
Tantra chorcha niye bistarito episodic video chai... Specially bangalir kala jadur itihas .... 🙏🙏
❤️
Khub valo dada abardan vdo
সঙ্গে থাকবেন