পাহাড় ডিঙিয়ে নদীর ওপারে বসে আছি একা অবেলায়, জানি আসবে কাছে, রিদয়ের মাঝে, নিয়ে যাবে তোমায়, তোমার ঠিকানায়। যদি নদী শুকিয়ে যায়, হিমালয়ের ইশারায় , জেগে রবো আমি অপেক্ষায়,,,। তোমার জন্য মায়া হয়, তুমি ছাড়া পৃথিবী মরুময়, যে যায় বলুক, তুমি আমার ,,,,, জীবন হোক যতোই কঠিন, ভালোবাসবো তোমায় আমি প্রতিদিন ,,কমবে না আদর আমার ,প্রিয়তমা___ওওওওওওওওওওওওওও😢💔🖤💔
তোমার জন্য মায়া হয়❤
😢😢
আরশ খানের অভিনয় দেখলে আসলেই মনে হয়,,,,সে সত্যি সত্যি অভিনয় সাথে প্রেম করে।
ওনার নাটক দেখে সত্যি আমি চোখের পানি আটকে রাখতে পারি নি
অসাধারন নাটক
AROSH KHAN ❤❤🥰🌿🌿🌿
AROSH KHAN best ❤❤
পাহাড় ডিঙিয়ে নদীর ওপারে বসে আছি একা অবেলায়,
জানি আসবে কাছে, রিদয়ের মাঝে, নিয়ে যাবে তোমায়, তোমার ঠিকানায়।
যদি নদী শুকিয়ে যায়, হিমালয়ের ইশারায় , জেগে রবো আমি অপেক্ষায়,,,। তোমার জন্য মায়া হয়, তুমি ছাড়া পৃথিবী মরুময়, যে যায় বলুক, তুমি আমার ,,,,,
জীবন হোক যতোই কঠিন, ভালোবাসবো তোমায় আমি প্রতিদিন ,,কমবে না আদর আমার ,প্রিয়তমা___ওওওওওওওওওওওওওও😢💔🖤💔
দ্বিতীয় শিরিষটা চাই
২০২৪ সালে কমেন্ট টা রেখে গেলাম।
আগামি ১০ বছর পর এসেও কেওনা কেও গানটি দেখবে❤
0:53