InfoTalkBD।। কোথায়, কীভাবে জন্ম হলো আওয়ামী লীগ। Bangladesh Awami League

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 июн 2020
  • চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, প্লিজ!
    উপমহাদেশের পুরনো আর বাংলাদেশের সবচেয়ে বড় ও ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ। একাত্তরের মহান মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী রাজনৈতিক দলও আওয়ামী লীগ।
    দলটির রাজনৈতিক গোড়াপত্তন হয়, ২৩ শে জুন ১৯৪৯ সালে। ঢাকার টিকাটুলির কেএম দাস লেনের রোজ গার্ডেনে প্রতিষ্ঠা পায় দলটি। শুরুতে এর নাম ছিল পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লিগ। কিন্তু ১৯৫৫ সালে অসাম্প্রদায়িক রাজনৈতিক আদর্শের প্রতিফলন ঘটাতে এর নাম রাখা হয়, আওয়ামী লীগ।
    হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও আবুল হাশেমের নেতৃত্বাধীন তৎকালীন বঙ্গীয় প্রাদেশিক মুসলিম লীগের একাংশের সম্মেলনের মধ্য দিয়ে গড়ে ওঠা রাজনৈতিক দলটির পেছনে আরো অনেকে ছিলেন। প্রতিষ্ঠাকালীন পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের সভাপতি হন মওলানা আব্দুল হামিদ খান ভাসানী, সহ-সভাপতি আতাউর রহমান খান, শাখাওয়াত হোসেন ও আলী আহমদ। সাধারণ সম্পাদক ছিলেন শামসুল হক। শেখ মুজিবুর রহমান, খন্দকার মোশতাক আহমদ ও এ কে রফিকুল হোসেনকে যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়। এসময় শেখ মুজিব কারাগারে ছিলেন।
    ধীরে ধীরে আওয়ামী লীগ হয়ে ওঠে বাঙালির মুক্তির আন্দোলনের কান্ডারি। তবে, আওয়ামী লীগ আরো বেশি জনপ্রিয় দল হয়ে ওঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সভাপতির দায়িত্ব নেয়ার পর। ১৯৬৬ সালে তিনি দলটির সভাপতি নির্বাচিত হন। একই বছর, বাঙালির মুক্তির সনদ ৬ দফা ঘোষণা করেন, শেখ মুজিবুর রহমান। তবে এর আগেও, ১৯৫৩ সাল থেকে ১৯৬৬ সাল পর্যন্ত দলের দ্বিতীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন, শেখ মুজিব। তখন, বাংলার ঘরে ঘরে আওয়ামী লীগকে পৌঁছে দিতে, সারাদেশ ঘুরে বেড়ান, শেখ মুজিবুর রহমান।
    ১৯৮১ সাল থেকে আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা। সবশেষ ২০১৯ সালের ডিসেম্বরে, দলের ২১ তম কাউন্সিলে সভাপতি নির্বাচিত হন, শেখ হাসিনা। তাঁর নেতৃত্বে ১৯৯৬ সালে প্রথম সরকার গঠন করে, বাংলাদেশ আওয়ামী লীগ। এরপর ২০০৮ সাল থেকে টানা তিনটি নির্বাচনে জয়ী হয়, বর্তমান ক্ষমতাশীল দল, আওয়ামী লীগ।
    বাঙালির বঞ্চনার বিরুদ্ধে, অধিকার রক্ষার আন্দোলনসহ যেকোনো প্রগতিশীল আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়ে এসেছে আওয়ামী লীগ।

Комментарии • 5

  • @InfoTalkBD
    @InfoTalkBD  4 года назад

    আপনার যেকোনো পরামর্শ, মতামত বা অভিযোগ জানাতে আমাদেরকে ই-মেইল করুন। যেহেতু InfoTalkBD একটি তথ্যভিত্তিক ইউটিউব চ্যানেল, তাই এখানে আপনার চারপাশে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার ছবি, ভিডিও ও তথ্য আমাদের পাঠাতে পারেন। আমরা তা যাচাই-বাছাই করে, এখানে প্রকাশ করব।আমাদেরকে ই-মেইল করার ঠিকানা: infotalk.bd@@t

  • @gardenfact7210
    @gardenfact7210 4 года назад

    এতো বড় একটা দলের এতো ছোট বিবরণ?
    আরো অনেক বিষয় ছিল।

    • @InfoTalkBD
      @InfoTalkBD  4 года назад

      অনেক ধন্যবাদ। আমরা চেষ্টা করবো, ঐতিহ্যবাহী এই রাজনৈতিক দলটিকে নিয়ে আরো একটি ভিডিও তৈরি করতে। সেক্ষেত্রে দলটির প্রতিষ্ঠাতাদের নিয়ে আরো বিস্তারিত তথ্য থাকবে। একইসাথে, দলটির বিভিন্ন সময়ের রাজনৈতিক ভূমিকার দিকটিও তুলে আনা হবে। সাথে থাকবেন, আশাকরি।

  • @mdtareq581
    @mdtareq581 4 месяца назад

    মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ❤❤❤

  • @mdtareq581
    @mdtareq581 4 месяца назад

    জয় বাংলা জয় বঙ্গবন্ধু ❤️❤️❤️