অর্ধেকটা নাটক দেখেই কমেন্ট করতে চলে এলাম, কিছুতেই আটকাতে পারলাম না নিজেকে.... বর্তমানে যে ধরনের নাটক বাংলাদেশে হচ্ছে, এই নাটকটা তার থেকে একদম আলাদা... কেমন যেন হুমায়ুনস্যার, হুমায়ুনস্যার গন্ধ.... সেই সব অমূল্য নাটকের ফ্লেভার পাচ্ছি যেন.... এইরকম চোখের সুখ, মনের সুখ অনেক দিন পাইনি... ধন্যবাদ এই নাটকের সম্বধিত সকলকে.... ভবিষ্যতেও এ'রকম নাটক আশা করবো, নমস্কারান্তে ভারত থেকে.....
সত্যিই হুমায়ুন আহমেদ স্যারের নাটক দেখলাম মনে হলো ডায়লগ ডেলিভারি, অভিনয়, ব্যকগ্রাউন্ড মিউজিক সবকিছু এত সাবলীল ছিল দেখে মনে হয়নি এটা হুমায়ুন আহমেদ স্যারের সৃষ্টি না। ❤অনেকদিন পর এমন একটা নাটক দেখলাম ধন্যবাদ লেখককে।
হুমায়ুন আহমেদের নাটক অনুসরণ করা হয়েছে।তাই হুমায়ুন আহমেদের নাটকের মত মনে হয়,সাদিয়া আয়মানের আরো কিছু নাটক দেখলাম যে নাটকের কিছু কিছু কান্ড কারখানা হুমায়ুন আহমেদের নাটকে কমন ছিল।এখন কিছু কিছু নাটকে এমন দেখা যায়।খুব ভালো লাগে
অসম্ভব সুন্দর একটি নাটক।এই বর্তমান সময়ে এসে এমন মনোমুগ্ধকর একটা নাটক দেখতে পাবো এটা যেনো ভাবাই যায় না।এতো সুন্দর একটা নাটক উপহার দেয়ার জন্যে নাট্যকার ও অভিনয় শিল্পী খাইরুল বাসার ও সাদিয়া আয়মান কে অনেক অনেক ধন্যবাদ।
ইস্ এই নাটকের মতো যদি বাস্তবে আমার সাথে হতো😔 যাক অনেক দিন পর নাটকের প্রকৃত স্বাদটা পেলাম। একদম পরিতৃপ্ত বলা যায়। এরকম গল্পই সব সময় প্রত্যাশা রইল। ভালোবাসা অবিরাম।❤️
অসাধরণ গল্প ও পাত্র পাত্রী। লেখক ও পরিচালক কে জানাই কুর্নিশ। এই জন্যেই আমি পশ্চিম বাংলার লোক হয়েও বাংলাদেশের নাটক দেখি। অনবদ্য খায়রুল আর সাদিয়ার জুটি।😂❤
সেরা নাটক। শুরু থেকেই আমি হুমায়ুন আহমেদের এর একটা গন্ধ পাচ্ছি। এখন দেখছি অনেকেই সেটা নোটিশ করেছেন। আমাদের নাটক গুলো বেঁচে থাকুক ভালো গল্পে। অশ্লীলতায় হারিয়ে না যাক।
সাধারনের মাঝে অসাধারণ অভিনয়।পুরো নাটক মুগ্ধ হয়ে দেখলাম। জীবনকে সহজভাবে দেখলে জীবন সত্যিই অনেক সুন্দর। প্রত্যাশার লেভেল যার যত কম,সে তত বেশী সুখী এই এক জীবনে।
সাদিয়ার মিষ্টি কন্ঠ ,,এবং কথা বলার সময়, স্থির ও গম্ভীর অনুভূতির জন্য সবার থেকে আলাদা মনে হয় ,,ত্রখন বেশ কিছু দিন ধরে ,সাদিয়া ও খায়রুল বাসারের নাটক দেখতাছি ?আপনাদের অনৈক বড় ফ্রেন হয়ে গেলাম ???
পরিচালনা এবং স্ক্রিপ্টে হুমায়ূন আহমেদ স্যার এর চিরচেনা টেস্ট পাওয়া যাচ্ছিল, চমৎকার লেগেছে 👌 নোংড়া জলের স্রোতে গা না ভাসিয়ে পরিচ্ছন্ন,রূচিশীল নাটক উপহার দেওয়ায় পরিচালক এবং কলাকৌশলী সবাইকে অসংখ্য ধন্যবাদ ❤
ছোট ছোট চরিত্র গুলোও কি সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। যেমন চা দোকানদার, কাজের মেয়ে,কেয়ারটেকার।।।। হুমায়ুন আহমেদের নাটকে এগুলো দেখা যেতো।। সবাই বলছেও তাই।। সত্যিই খুবই ভালো লাগলো।।❤❤❤❤❤
সাদিয়া আয়মান ম্যাম কে বলছি শালীনতার সাথে কখনো আপোষ করবেন না। আপনাকে দেখলে বাঙালি একজন সুন্দর নারীর কথা মনে হয়। পৃথিবীর সব সুন্দর আপনার ঐ মায়াবী চেহারার মধ্যে আছে।
বর্তমান নাটক গুলোর সংলাপ এত বাজে ,, গালি ছাড়া কোন কথাই বলতে পারে না,,,, সেইসব নাটকের মাঝে কত সুন্দর বাংলা ভাষা ব্যবহার করা হয়েছে,,, সত্যি অনেক ভালো লাগছে,,, নাটকের সাথে জড়িত সবার জন্য শুভকামনা রইলো ❤❤❤
পরিচালক মারুফ হোসেন সজীব ভাইকে অসম্ভব ধন্যবাদ, বহুবছর পর মনে হলো হুমায়ুন আহমেদ স্যার মনে হয় আবার সেই নাটকে কাজ করছেন। এধরনের রচনা ও পরিচালনা আমাদের বাংলাদেশের ইতিহাসে একমাত্র হুমায়ুন আহমেদ স্যারই করে গিয়েছেন। আগামীতে এরকম আরও নাটক দেখতে উদগ্রীব হয়ে থাকবো।।
বর্তমান সময়ের নাটক গুলো নায়ক/নায়িকা নির্ভর। যেখানে অন্য চরিত্র গুলোকে গুরুত্ব দেয়া হয়না। তবে এই নাটকে সব গুলো চরিত্রকেই সমান গুরুত্ব দেয়া হয়েছে। এককথায় বললে অসাধারণ নাটক।❤❤
আহ! ২০০০ সালের শুরুর মানুষেদের কাছে এই নাটকের ফ্লেভার খুব পরিচিত, ঈদের সময় আমরা হূমায়ুন আহমেদের নাটকের জন্যে অপেক্ষা করতাম। সেই দিনগুলার স্মৃতি ফিরিয়ে আনলো নাটকটি। দ্যাট হূমায়ুন টাচ ইজ হেভেনলি।
হুমায়ূন আহমেদ স্যারের নাটক ছাড়া এই একটা মাত্র নাটক দেখে ভালো লাগলো 😀 কারণ নাটকটিতে হুমায়ূন স্যারের কয়েকটি নাটককে অনুসরণ করা হয়েছে যার প্রত্যেকটিই আমার দেখা। এই যুগে এইরকম নাটক পাওয়া অসম্ভব 😪
নাটকটি দেখে মুগ্ধ হয়ে গেলাম । আমি কোলকাতায় থাকি ।যদি কখনো বাংলাদেশ সরকার সেদেশ থেকে দুটি জিনিস নিয়ে আসার অনুমতি দিতেন , তাহলে আমি খায়রুল বাশার ও সাদিয়া আয়মান জুটি কে নিয়ে আসতাম । আমার অট্টালিকার বিস্তীর্ণ এলাকায় তাদের ছোটাছুটি , খুনসুটি শুধু দেখতাম চেয়ে চেয়ে ।
28:20 - 28:48 "কিন্তু আমার বউ তো আমাকে ছাড়া থাকতে পারবে না জিজ্ঞেস করে দেখেন" ...তারপর বউ উঠে চলে যেতে লাগল বলল "অবশ্যই পারবো দুলাভাই" 😂😂😂 এই জায়গাটা অনেক সুন্দর ছিল নায়কের চেহারা দেখার মতন ছিল 😂😂😂😂
সুন্দর সাবলীল কথা আর গল্পের আর্বিভাব খাইরুল বাশার এর নাটকেই পাওয়া যায়। অশ্লীলতা আর বাজে ভাষা,,অশালীন পোশাক ছাড়াও যে এত সুন্দর সুন্দর নাটক পাওয়া যায় তা আমাদের মতো দর্শকদের জন্য বড় পাওয়া🥰
আমি সাধারন ভাবে বাংলা নাটক কম দেখি,যাও দেখছি সব হুমায়ূন সারের লিখা নাটক।এই নাটকটার একটু ফেইসবুকে দেখেই মনে হচ্ছিলো যে এটা অসাধারন নাটক হবে।সেইম সেটাই হলো পুরো নাটকে হুমায়ূন সারের একটা গন্ধ পেয়েছি।ধন্যবাদ নাটকের সবাইকে।চেষ্টা চালিয়ে গেলে একদিন অনেক সুন্দর নাটক উপহার দিতে পারবেন।।।
কি সুন্দর নিখুঁত অভিনয়, কি আর বলবো কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছি,, খুব খুব খুব খুবই সুন্দর ১টা নাটক,, অসাধারণ অসাধারণ অভিনয়, নাটকের ব্যাকগ্রাউন্ড এর মিউজিক গুলো এক কথায় পুরাই ফিদা,,
এককথায় অসাধারণ একটা নাটক ❤ যারা হুমায়ুন আহমেদ এর নাটকের ভক্ত তারা নাটকটি দেখতে পারেন,একবারও মনে হবেনা এটা অন্য কারো লেখা,, সাথে খায়রুল বাসারের মতো অসাধারণ একজন অভিনেতা। নাটকের মোকলেস চরিত্র অসম্ভব সুন্দর 🙂 যেটা হুমায়ুন আহমেদের নাটক ছাড়া মূলত দেখা যায় না,, হুমায়ুন ভক্তরা লাইক দিয়ে সারা দিন 🙂🙂
খায়রুল বাসার এত্ত মিষ্টি করে হাসে কি করে🖤🖤🖤🖤🖤🖤 এমন হাসি দেখতে দেখতে একটা জীবন পার করে দেওয়া খুব সহজ🖤🖤 কোথায় যেনো হুমায়ূন আহমেদের ছোঁয়া লাগছিল কিছু ডায়ালগে🖤🖤
ভালো জিনিস কেই খায় না।আপনি টিচিং নিয়ে একটা ভিডিও বানান স্কিপ হবে আবার গ্রামের আবল তাপল অর্থহীন পারিবারিক ভিডিও বানান দেখবেন ভিউ হবে, আবার লোক দেখানো এক ভেলার মানবতার ফেরিওয়ালা হন, দেখবেন ভিউ কাকে বলে সাথে দোয়া-দরুদ ফ্রি।
বাহ্! অন্যরকম একটা গল্প! বেশ আরাম লাগলো অনেকদিন পর এরকম কাজ দেখে। খায়রুল বাসারের অভিনয় - চাহনি বরাবরের মতোই অসাধারণ ❤ সাদিয়া আয়মানের অভিনয়ও খুব সুন্দর। পরিচালনা খুব ভালো হয়েছে ❤
নাটকটা এক কথায় অসাধারণ! এত কম সময়ে এত সুন্দর করে সাজানো হয়েছে, বাংলা নাটকে প্রথম দেখলাম পুশুররাত🤣 আমাদের সুনামগঞ্জ এর হাসন রাজার গানটা নাটকটাকে আরও অনেকগুন সুন্দর করে দিয়েছে🥰🥰
এই ধরনের নাটক সত্যিই মন ভালো করে দেয়ার জন্য যথেষ্ট। বাংলা ভাষা যে কত সুন্দর করে বলা যায় এই নাটকে তা দেখলাম। অথেন্টিক রোমান্টিকতা দেখে ছোট ছোট হাসি আটকে রাখতে পারি নাই।😊
যারা নাটকটি দেখতে আসছে, তাদের রুচির বাহবা করে গেলাম, এমন নাটক মানুষ কম ই দেখে এখন।
কোন গালি নেই, অশ্লীল কিছু নেই😊
আমি দেখলে এখন এই খায়রুন বাসার আর সাদিয়া আয়মান এর নাটক দেখি ❤❤
Thik vai😂
নাটক তো অনেক ভালো লেগেছে যদি কখনো ১টা লাইক পড়ে তখন আবার নাটকটা দেখতে আসবো
Natok dhkete asis
👍🌹
খায়রুল বাশার কতো বড় মাপের একজন অভিনেতা বলে বুঝানো যাবে না উনার যত নাটক দেখেছি সব কটিই আমার ভালো লাগছে
কথা কম??
নষ্টামি ছাড়াও যে রোমান্টিকতা ফুটিয়ে তোলা যায় এ-ই নাটকটি তারই প্রমাণ....ভাল্লাগছে💗
Right
ধন্যবাদ 🎉❤
এই জুটির কাজের অপেক্ষায় থাকি
অত্যান্ত সাবলীলভাবে খায়রুল বাশার ও সাদিয়া আয়মান অভিনীত নাটকগুলা ভালো লাগে। 💝💝
ধন্যবাদ, শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিবেন
এই জুটির কারনে আবার মনে হয় বাংলা নাটকের প্রেমে পড়তেই হবে। খাইরুল বাসায় ও সাদিয়া আইমান এর জন্য দায়ী থাকবে 😢😅😅
অর্ধেকটা নাটক দেখেই কমেন্ট করতে চলে এলাম, কিছুতেই আটকাতে পারলাম না নিজেকে.... বর্তমানে যে ধরনের নাটক বাংলাদেশে হচ্ছে, এই নাটকটা তার থেকে একদম আলাদা... কেমন যেন হুমায়ুনস্যার, হুমায়ুনস্যার গন্ধ.... সেই সব অমূল্য নাটকের ফ্লেভার পাচ্ছি যেন.... এইরকম চোখের সুখ, মনের সুখ অনেক দিন পাইনি... ধন্যবাদ এই নাটকের সম্বধিত সকলকে.... ভবিষ্যতেও এ'রকম নাটক আশা করবো, নমস্কারান্তে ভারত থেকে.....
হুমায়ুন তো সুগার ডেডি
সত্যিই হুমায়ুন আহমেদ স্যারের নাটক দেখলাম মনে হলো ডায়লগ ডেলিভারি, অভিনয়, ব্যকগ্রাউন্ড মিউজিক সবকিছু এত সাবলীল ছিল দেখে মনে হয়নি এটা হুমায়ুন আহমেদ স্যারের সৃষ্টি না। ❤অনেকদিন পর এমন একটা নাটক দেখলাম ধন্যবাদ লেখককে।
হুমায়ুন আহমেদের নাটক অনুসরণ করা হয়েছে।তাই হুমায়ুন আহমেদের নাটকের মত মনে হয়,সাদিয়া আয়মানের আরো কিছু নাটক দেখলাম যে নাটকের কিছু কিছু কান্ড কারখানা হুমায়ুন আহমেদের নাটকে কমন ছিল।এখন কিছু কিছু নাটকে এমন দেখা যায়।খুব ভালো লাগে
অসাধারণ লাগছে নাটকটা,,,, এই সময়ে এসে এতো চমৎকার নাটক ভাবাই যায় না,,,, উপস্থাপনা, সংলাপ, অভিনয় এক কথায় অসাধারণ ছিলো,,,,
পুরো ২০২৩ এর সব থেকে সুন্দর নাটক
সেই ৯০দশক এর মত❤❤❤
হুমায়ূন আহমেদ স্যারের নাটকের মত ফিল পেলাম
@@jonkobir8929কোন নাটক হুমায়ুন স্যারের
@@jonkobir8929amio ei comment korar jonnoi comment section a aslam
@@jonkobir8929Akdom thik bolchen..khub bhallagtese❤
@@jonkobir8929same
সাদিয়া আয়মান এর অভিনয় দেখে একদম শাওন এর কথা মনে পড়ে গেলো! আহা! ❤️ এই সময়ে হুমায়ূন আহমেদ এর নাটকের মত একটা আনন্দ পেলাম। এমন সাবলীল নাটক আরও চাই। 🤍🤍
মানুষকে ভালোবাসলে জীবন নষ্ট হয়, ধোঁকা খায় কিন্তু আল্লাহ কে ভালোবাসলে জীবন সুন্দর এবং শান্তিপূর্ণ হয়❤❤❤
আলহামদুলিল্লাহ 🎉
হুমায়ুন আহমেদ স্যার এখনো জীবিত তাহলে❤ !! সেই লিজেন্ড-এর নাটকের একটা ফিল পেলাম। স্পষ্ট কথা আর কথার মাঝেই বিনোদন। ❤
Same vai ei comment tai korte ascilam
এটাই বলতে এসেছিলাম।❤
ঠিক তাই আমিও এটাই বলতে এসেছিলাম❤ একদম হুমায়ূন আহমেদ স্যারের নাটকের Feel পাচ্ছি❤❤❤,🥰🥰
100% true...sohomot posun korci...
আমিও এটাই বলতে চাইছিলাম।😮😮😊
এই নাটকটি দেখার পর,,,
হুমায়ুন আহমেদের আজ রবিবার নাটকের কথা মনে পরে গেলো❤️অনেক সুন্দর একটি নাটক👌
অশ্লীল ভাষা বা ড্রেস ছাড়াও কত সুন্দর নাটক ❤
'যেখানে কথা মজা না,সেখানে মোখলেস থাকে না' এটা এই নাটকের সেরা ডায়লগ।❤❤
এই চরিত্রটা একমাত্র ফারুখ আহমেদকেই মানায় সবচেয়ে বেশি।❤
Boss Faruk ahmed থাকলে বেস্ট হইত
ফারুক আহমেদ টাইপড অভিনেতা। একই টাইপ অভিনয় করেন। শাহেদ আলী অনেক ডাইমেনশনাল। দারুন করেছেন।
অসম্ভব সুন্দর একটি নাটক।এই বর্তমান সময়ে এসে এমন মনোমুগ্ধকর একটা নাটক দেখতে পাবো এটা যেনো ভাবাই যায় না।এতো সুন্দর একটা নাটক উপহার দেয়ার জন্যে নাট্যকার ও অভিনয় শিল্পী খাইরুল বাসার ও সাদিয়া আয়মান কে অনেক অনেক ধন্যবাদ।
ছাদিয়া আয়মান মানি অন্য রকম অনুভূতি, যা ভিতর থেকে আসে,, অসাধারণ একটি নাটক
হুমায়ূন আহমেদের নাটকের রেশ আছে প্রচুর। কথাবার্তা, চরিত্র গুলো আজ রবিবার নাটকের মত। অসাধারণ!!
u just stolen my words
বাহ
আসলেই তাই
ইস্ এই নাটকের মতো যদি বাস্তবে আমার সাথে হতো😔 যাক অনেক দিন পর নাটকের প্রকৃত স্বাদটা পেলাম। একদম পরিতৃপ্ত বলা যায়। এরকম গল্পই সব সময় প্রত্যাশা রইল। ভালোবাসা অবিরাম।❤️
ভালো লাগলো
বাংলাদেশের নাটক নেশা ধরিয়ে দিয়েছে। খায়রুল বাশার সাদিয়া আয়মানকে অনেক অভিনন্দন।
অনেকদিন পর হুমায়ূন আহমেদ স্যারকে মিস করলাম।
৯০ দশক যেন ফিরে এলো❤️
অসাধরণ গল্প ও পাত্র পাত্রী। লেখক ও পরিচালক কে জানাই কুর্নিশ। এই জন্যেই আমি পশ্চিম বাংলার লোক হয়েও বাংলাদেশের নাটক দেখি। অনবদ্য খায়রুল আর সাদিয়ার জুটি।😂❤
একজন বাংলাভাষী হিসেবে নাটকের ভাষার মাধুর্য এবং উপস্থাপনা আমাকে মুগ্ধ করেছে ❤
যাদের রুচি সুন্দর তারাই এই নাটক দেখবে🖤😇
সেরা নাটক। শুরু থেকেই আমি হুমায়ুন আহমেদের এর একটা গন্ধ পাচ্ছি। এখন দেখছি অনেকেই সেটা নোটিশ করেছেন। আমাদের নাটক গুলো বেঁচে থাকুক ভালো গল্পে। অশ্লীলতায় হারিয়ে না যাক।
Hmm
Hmm you are right
সাদিয়া আয়মানের হাসি 🥰 আর খায়রুল বাসার এর স্নিগ্ধ অভিনয় অনেক -অনেক ভালো লাগে।
সাধারনের মাঝে অসাধারণ অভিনয়।পুরো নাটক মুগ্ধ হয়ে দেখলাম।
জীবনকে সহজভাবে দেখলে জীবন সত্যিই অনেক সুন্দর। প্রত্যাশার লেভেল যার যত কম,সে তত বেশী সুখী এই এক জীবনে।
এই রকম নাটক আরও চাই।। বিশেষ করে খাইরুল বাশার ও সাদিয়া আইমান অনেক সুন্দর জুটি
সাদিয়ার মিষ্টি কন্ঠ ,,এবং কথা বলার সময়, স্থির ও গম্ভীর অনুভূতির জন্য সবার থেকে আলাদা মনে হয় ,,ত্রখন বেশ কিছু দিন ধরে ,সাদিয়া ও খায়রুল বাসারের নাটক দেখতাছি ?আপনাদের অনৈক বড় ফ্রেন হয়ে গেলাম ???
কিছুটা হুমায়ুন আহমেদের নাটকের ঘ্রাণ পেলাম। এইভাবে চেষ্টা করতে থাকলে ধীরে ধীরে আরও সুন্দর নাটক আমরা পাবো। নাটকটি উপভোগ করেছি।
কিছুটা না পুরাই। নাটক দেখছি আর মনে হচ্ছে হুমায়ুন স্যারের কোন উপন্যাস পড়ছি😍
একদম সেম ফিল করছি আমিও। একদম হুমায়ুন ঘ্রান ❤
ekdom thik bolchen
Hmm
@@salman-os7eq ককঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁফেক
পরিচালনা এবং স্ক্রিপ্টে হুমায়ূন আহমেদ স্যার এর চিরচেনা টেস্ট পাওয়া যাচ্ছিল, চমৎকার লেগেছে 👌
নোংড়া জলের স্রোতে গা না ভাসিয়ে পরিচ্ছন্ন,রূচিশীল নাটক উপহার দেওয়ায় পরিচালক এবং কলাকৌশলী সবাইকে অসংখ্য ধন্যবাদ ❤
খায়রুল বাসার আর সাদিয়া আপুকে অনেক অনেক ভালো লাগে।খায়রুল বাসারের অভিনয় অতুলনীয়। আর সাদিয়া সায়মন কে দেখে ঈষিতার কথা মনে পড়ে গেলো। ❤❤
অনেক দিন পর মন ভালো করা একটা নাটক দেখলাম।হুমায়ুন আহমেদ স্যার কে মিস্ করছি।
Thank you Brother ❤
চমৎকার 🥰
এযুগে এমন ডিরেকশন! এমন প্রাণবন্ত অভিনয়।
অনবদ্য ❤
বাশার ভাই, সাদিয়া আইমান, আপনাদের আমরা অনেক সম্মান করি,
প্লিজ সারাজীবন এই সম্মান যেন আমরা রাখতে পারি আপনাদের উপর, 🖤
খাইরুল বাশারের নাটক হলে আর দেরি করি না।তারপরে আবার আছে সাদিয়া আয়মান❤️❤️❤️
ধন্যবাদ শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন
ছোট ছোট চরিত্র গুলোও কি সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। যেমন চা দোকানদার, কাজের মেয়ে,কেয়ারটেকার।।।। হুমায়ুন আহমেদের নাটকে এগুলো দেখা যেতো।। সবাই বলছেও তাই।। সত্যিই খুবই ভালো লাগলো।।❤❤❤❤❤
চমৎকার গান😊 ধরেছেন ধন্যবাদ খাইরুল বাশার
খাইরুল বাশার আর সাদিয়া আইমানের সবগুলা নাটকই সেরা। একটার চেয়ে একটা সুন্দর ❤❤❤
সত্যি কথা বলতে পরিবার নিয়ে নাটক দেখতে ভালো লাগে - এবং সম্মান ও শেখা যা ❤
হুমায়ুন আহম্মেদের অনুসরন কারি মনে হচ্ছে 👌
সাধারণত আমি নাটক তেমন একটা দেখি না,কিন্তু এইসব নাটক দেখে মনে হচ্ছে, বাংলা নাটকের প্রেমে পড়ে গেলাম। ❤❤❤
সাদিয়া আয়মান ম্যাম কে বলছি শালীনতার সাথে কখনো আপোষ করবেন না। আপনাকে দেখলে বাঙালি একজন সুন্দর নারীর কথা মনে হয়। পৃথিবীর সব সুন্দর আপনার ঐ মায়াবী চেহারার মধ্যে আছে।
দুইদিন পর খুলবে, কাপ,,,,,,,,
Right
Onek valu lage my. Seneur crush
❤
ঠিক বলেছেন
বর্তমান নাটক গুলোর সংলাপ এত বাজে ,, গালি ছাড়া কোন কথাই বলতে পারে না,,,, সেইসব নাটকের মাঝে কত সুন্দর বাংলা ভাষা ব্যবহার করা হয়েছে,,, সত্যি অনেক ভালো লাগছে,,, নাটকের সাথে জড়িত সবার জন্য শুভকামনা রইলো ❤❤❤
❤ অসাধারণ সাধারণের মাঝে
আহ্ কোন মিউট শব্দ ব্যবহার নেই অসামাজিক অঙ্গবঙ্গী নেই, অশ্লীল পোশাক নেই কত সুন্দর গুছানো একটা নাটক উপহার ❤
অসাধারণ
নাটক টা অসম্ভব সুন্দর ❤❤বেস্ট একটা জুটি। যেমন বাশার ভাইয়ার মন ভোলানো হাসি তেমনি সাদিয়া আপুর সরলতা। আহ্🤍🤍
এইরকম নাটকে ভিউস কম আসাটাই স্বাভাবিক কারণ এখানেতো কোন অশ্লীল বাচনভঙ্গি, ভাষা ব্যবহৃত হয়নি !
খুবই ভালো লেগেছে খুব খুব , এইরকম নাটক আরো চাই !✨❤
শুধু সাদিয়া আয়মানের জন্য নাটক দেখি।
এত সুন্দর গল্প, জাস্ট ওয়াও
ফিরে আসুক বাংলা নাটকের সুস্থতা ❤️❤️
এত ছোট একটা কাহিনীর মধ্যে এত সুন্দর নাটক, এত সাবলীল অভিনয়। এক কথায় অসাধারণ!
পরিচালক মারুফ হোসেন সজীব ভাইকে অসম্ভব ধন্যবাদ, বহুবছর পর মনে হলো হুমায়ুন আহমেদ স্যার মনে হয় আবার সেই নাটকে কাজ করছেন। এধরনের রচনা ও পরিচালনা আমাদের বাংলাদেশের ইতিহাসে একমাত্র হুমায়ুন আহমেদ স্যারই করে গিয়েছেন। আগামীতে এরকম আরও নাটক দেখতে উদগ্রীব হয়ে থাকবো।।
মারুফ হোসেন সজিব ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর একটি নাটক।
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
"আমার বাবার কুমিরের ফার্ম আছে,আর শশুরের আছে বন্ধুক" কি ডায়ালগ রে ভাই কি নাটক বানাইলিরে মারুফ ভাই জাস্ট মনটা ভালো করে দিলি ❤️❤️
😂😂😂
"মোজ-দাড়ি গজাই নাই পোলাপাইন, বিয়া কইরা মহিলা বউ নিয়ে আকাশের নিচে বইসা তাঁরা গুনে" এই লাইনটা বেষ্ট ছিল।😂😂😂😂
Same🤣
Hmm 😂😂 puchur😊
😂😂😂😂😂
😂😂
আমারও এলাইন টা অনেক ভালো লাগলো ছোট বেলা থেকে আমারও বিয়ে করা অনেক শখ কিন্তু আমার ইচ্ছা টা ফুরন হবে কিনা জানি না সবারই কাছে দোয়া চাই
বর্তমান সময়ের নাটক গুলো নায়ক/নায়িকা নির্ভর। যেখানে অন্য চরিত্র গুলোকে গুরুত্ব দেয়া হয়না। তবে এই নাটকে সব গুলো চরিত্রকেই সমান গুরুত্ব দেয়া হয়েছে। এককথায় বললে অসাধারণ নাটক।❤❤
ধন্যবাদ
রাইট
Right ✅️
আহ! ২০০০ সালের শুরুর মানুষেদের কাছে এই নাটকের ফ্লেভার খুব পরিচিত, ঈদের সময় আমরা হূমায়ুন আহমেদের নাটকের জন্যে অপেক্ষা করতাম। সেই দিনগুলার স্মৃতি ফিরিয়ে আনলো নাটকটি। দ্যাট হূমায়ুন টাচ ইজ হেভেনলি।
এই সাদামাটা জীবনে এরকম একজন সাদামাটা জীবনসঙ্গিনীর খুব প্রয়োজন❤
নাটকটি দেখে হুমায়ুন স্যারের কথা মনে পরে গেলো❤❤
এটাকেই বলে সুস্থ বিনোদন 💖
খাইরুল বাশার ভাইয়ার নাটকগুলো সত্যিই খুব অসাধারণ হয়।
হুমায়ূন আহমেদ স্যারের নাটক ছাড়া এই একটা মাত্র নাটক দেখে ভালো লাগলো 😀
কারণ নাটকটিতে হুমায়ূন স্যারের কয়েকটি নাটককে অনুসরণ করা হয়েছে যার প্রত্যেকটিই আমার দেখা।
এই যুগে এইরকম নাটক পাওয়া অসম্ভব 😪
আমার সবচেয়ে প্রিয় দুটি মুখ সাদিয়া এবং খায়রুল বাশার
নাটকটি দেখে মুগ্ধ হয়ে গেলাম । আমি কোলকাতায় থাকি ।যদি কখনো বাংলাদেশ সরকার সেদেশ থেকে দুটি জিনিস নিয়ে আসার অনুমতি দিতেন , তাহলে আমি খায়রুল বাশার ও সাদিয়া আয়মান জুটি কে নিয়ে আসতাম । আমার অট্টালিকার বিস্তীর্ণ এলাকায় তাদের ছোটাছুটি , খুনসুটি শুধু দেখতাম চেয়ে চেয়ে ।
Thanks good comment,
অনেক দিন পরে খুবই সহজ, সরল, সাবলীল একটা নাটক দেখলাম। পুরা ফ্যামিলি সহ দেখার মতো অসম্ভব সুন্দর একটা নাটক❤🥰😍
অনেক ভালো লাগলো,,
নাটকে অশ্লীল কোনো কথা নাই,, 😊
এই ভাবে অশ্লীল তা থেকে বাংলা নাটক
বাঁচিয়ে রাখেন,, ❤❤
সাধারণ ভালো মানের নাটক তৈরি করতে খুব বেশি বাজেটের প্রয়োজন হয় না...
রূচিশীল কাহিনি আর অল্প কিছু সুন্দর সংলাপ-ই যথেষ্ট....
এবার সত্যি ই বলছি,,,এই ঈদের সেরা জুটি সাদিয়া আর খায়রুল,,এত সুন্দর সাবলীল এবং শালীন,,,সত্যিই অসাধারণ,,একেবারে যাকে বলে মন ছুঁয়ে যাওয়া❤❤❤
যার চোখে মায়া আছে, তার মনের ❤❤❤ও থাকে। খুব সুন্দর নাটক।
সংলাপ গুলো এমনই হওয়া উচিত ❤
২০২৩ এর সেরা নাটকটা দেখা হয়ে গেল
❤
28:20 - 28:48 "কিন্তু আমার বউ তো আমাকে ছাড়া থাকতে পারবে না জিজ্ঞেস করে দেখেন" ...তারপর বউ উঠে চলে যেতে লাগল বলল "অবশ্যই পারবো দুলাভাই" 😂😂😂 এই জায়গাটা অনেক সুন্দর ছিল নায়কের চেহারা দেখার মতন ছিল 😂😂😂😂
😂😂😂
বউ গিয়ে তো জামাইকে বাসায় ঢুকানোর কাজ শেষ করলো
বউ বুদ্ধিমতি।। নিজে আগে জায়গা পাকা করেছে।।। 😂 দেন পরে বউয়ের চরিত্র দেখে বাবা মা বিয়েটা মেনে নিয়েছে
@@nasiriqbal4170 Ha
😂😂😂😂right😂😂😂😂
অসাধারণ একটি নাটক দেখলাম মন জুড়িয়ে গেল ধন্যবাদ সবাইকে যারা নাটকের সাথে সংশ্লিষ্ট আছেন
অশ্লীল ভাষা ছাড়া যেও কত সুন্দর বাংলা ভাষা ব্যবহার করা যায় নাটক তৈরি করা যায় 😲❤️
জীবন টা এমন হইলে ভালোই হইতো
@@kanijjunik1665 হুম
সুন্দর সাবলীল কথা আর গল্পের আর্বিভাব খাইরুল বাশার এর নাটকেই পাওয়া যায়। অশ্লীলতা আর বাজে ভাষা,,অশালীন পোশাক ছাড়াও যে এত সুন্দর সুন্দর নাটক পাওয়া যায় তা আমাদের মতো দর্শকদের জন্য বড় পাওয়া🥰
❤️❤️❤️
অস্থির জুটির অসাধারণ নাটক মনোমুগ্ধকর অভিনয়❤❤❤❤
আমি সাধারন ভাবে বাংলা নাটক কম দেখি,যাও দেখছি সব হুমায়ূন সারের লিখা নাটক।এই নাটকটার একটু ফেইসবুকে দেখেই মনে হচ্ছিলো যে এটা অসাধারন নাটক হবে।সেইম সেটাই হলো পুরো নাটকে হুমায়ূন সারের একটা গন্ধ পেয়েছি।ধন্যবাদ নাটকের সবাইকে।চেষ্টা চালিয়ে গেলে একদিন অনেক সুন্দর নাটক উপহার দিতে পারবেন।।।
আচ্ছা একটা নাটক এত সুন্দর হয় কিভাবে? তার উপর খাইরুল বাসার আর সাদিয়া আয়মান তো বেস্ট জুটি ছিল। এক কথায় সব মিলে জোমে খীর😍😍
Thank you Brother ❤
বাসার সাদিয়া দুজনের মধ্যে অনেক মিল দুজনকে দেখে মনে হয় ওতি সাধারণ ভালো লাগে এমন কিছু দেখতে
নাটকটি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন, ধন্যবাদ
মনে হচ্ছে বহু বছর পর হুমায়ন আহমেদ এর নাটক দেখছি । মনের মধ্যে আনন্দের কবুতর ফরফর করে উড়ছে
চমৎকার
হুমায়ূন আহমেদ নাটকের যেরকম ডায়ালগ। এই নাটকেও এ নাটকে সেরকম ফিল পাওয়া
Ekdom
বাংলা ভাষা কতো সুন্দর করে বলা যায়, সেটার প্রমাণ এই নাটক।
কি সুন্দর নিখুঁত অভিনয়,
কি আর বলবো কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছি,, খুব খুব খুব খুবই সুন্দর ১টা নাটক,, অসাধারণ অসাধারণ অভিনয়, নাটকের ব্যাকগ্রাউন্ড এর মিউজিক গুলো এক কথায় পুরাই ফিদা,,
অসম্ভব সুন্দর একটা নাটক।এই সময়ে এতো সুন্দর নাটক দেখায় যায় নাই। ধন্যবাদ পরিচালক কে এতো সুন্দর একটা নাটক উপহার দেয়ার জন্য ❤
এইeid এ সবচেয়ে সেরা এবং সবচেয়ে বেশি underated নাটক।।এর ভিউ ৪ দিনে কমপক্ষে 2M+ hoya lagto bole ami mone kori
কত সুন্দর সাবলিল সংলাপ ❤❤❤। নাটকের সংলাপ এমন ই হওয়া উচিৎ😊😊।
এককথায় অসাধারণ একটা নাটক ❤ যারা হুমায়ুন আহমেদ এর নাটকের ভক্ত তারা নাটকটি দেখতে পারেন,একবারও মনে হবেনা এটা অন্য কারো লেখা,, সাথে খায়রুল বাসারের মতো অসাধারণ একজন অভিনেতা। নাটকের মোকলেস চরিত্র অসম্ভব সুন্দর 🙂 যেটা হুমায়ুন আহমেদের নাটক ছাড়া মূলত দেখা যায় না,,
হুমায়ুন ভক্তরা লাইক দিয়ে সারা দিন 🙂🙂
শেয়ার করবেন প্লিজ
মাখের ভাষায় বলে বুঝাতে পারবো না এতো সুন্দর হয়েছে,, এক কথাই অসাধারণ হয়েছে,,,আর এমন নাটক চাই প্লিজ
*অশ্লীলতার যোগে এত চমৎকার নাটক দেখবো কখনো আশা করি নি।বাংলা নাটক দেখি না প্রায় ৩ বছর হবে।একবার হলেও নাটকটি দেখা উচিত সবার*
Apnader duijoner juti khub oshadharon, I'm from Assam India
সত্যি অসাধারণ। এই সময়ে এসে এতো সুন্দর নাটক দেখতে পাবো ভাবিনি।ধন্যবাদ পরিচালক সহ সকল অভিনেতা, অভিনেত্রী দের।
জীবনের প্রথম খায়রুল বাসারের নাটক দেখলাম। আর তার ফ্যান হয়ে গিলাম❤
পুরাই হুমায়ুন আহমেদ স্যারের নাটকের ফিল পাইলাম। প্রতিটা ইনগ্রেডিয়েন্ট হুমায়ুন আহমেদ স্যারের নাটকের। দারুন!
খায়রুল ভাই এর সাথে সাদিয়া আপুর জুটিটা অনেক সুন্দর মানিয়েছে,,আরো চাই এই জুটির নাটক,, ("ধন্যবাদ সবাইকে,,)
আসবে
আরো বেশি বেশি চাই
খায়রুল বাসার এত্ত মিষ্টি করে হাসে কি করে🖤🖤🖤🖤🖤🖤
এমন হাসি দেখতে দেখতে একটা জীবন পার করে দেওয়া খুব সহজ🖤🖤
কোথায় যেনো হুমায়ূন আহমেদের ছোঁয়া লাগছিল কিছু ডায়ালগে🖤🖤
হুম।
কে বলে ভদ্র নাটক নেই এই জুটির নাটক খুবই ভালো লাগে এই জটির নাটক সব সময় দেখতে চাই এবং গ্রাম্য পরিবেশে গ্রাম্য পোশাকে অশালীন পোশাকে নয়
কি সুন্দর সবার ই নাটক টা দেখে মনে হইতেছে হুমায়ূন আহমেদের নাটকের স্বাদ 💜💜সত্যি অসাধারণ💙💜
এতো চমৎকার একটা নাটক ৭ দিন হয়ে গেলো, কিন্তু ভিউ এতো কম?? তাহলে কি সত্যিই দেশে রূচির দূর্ভিক্ষ্ চলছে?
রাইট ভাই ❤
ভালো জিনিস কেই খায় না।আপনি টিচিং নিয়ে একটা ভিডিও বানান স্কিপ হবে আবার গ্রামের আবল তাপল অর্থহীন পারিবারিক ভিডিও বানান দেখবেন ভিউ হবে, আবার লোক দেখানো এক ভেলার মানবতার ফেরিওয়ালা হন, দেখবেন ভিউ কাকে বলে সাথে দোয়া-দরুদ ফ্রি।
খাইরুল বাশার ভাইয়ের সাথে সাদিয়া আয়মানের নাটক বেশি বেশি চাই
নাটকের লেখককে আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন 💐
বাহ্! অন্যরকম একটা গল্প!
বেশ আরাম লাগলো অনেকদিন পর এরকম কাজ দেখে।
খায়রুল বাসারের অভিনয় - চাহনি বরাবরের মতোই অসাধারণ ❤ সাদিয়া আয়মানের অভিনয়ও খুব সুন্দর।
পরিচালনা খুব ভালো হয়েছে ❤
❤❤❤
নাটকের পরিচালক কে অনেক ধন্যবাদ এমন একটি সুন্দর নাটক উপহার দেওয়ার জন্য
নাটকটা এক কথায় অসাধারণ! এত কম সময়ে এত সুন্দর করে সাজানো হয়েছে, বাংলা নাটকে প্রথম দেখলাম পুশুররাত🤣 আমাদের সুনামগঞ্জ এর হাসন রাজার গানটা নাটকটাকে আরও অনেকগুন সুন্দর করে দিয়েছে🥰🥰
ধন্যবাদ!
শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন এবং আমাদের পাশে থেকে ভালো কাজ নিয়ে আসার জন্য হাজির হওয়ার সুযোগ করে দিন
দেখছি আর অভিভূত হচ্ছি❤ ধন্যবাদ পরিচালক ও সমস্ত টিম কে।এত সুন্দর একটা কাজ ঈদের উপহারের মত দেওয়ার জন্য! 🎉
আমি একটা দেখে আমার ভালো লাগছে তাই আর একটা দেখি খুব ভালো নাটক ❤❤❤❤❤❤❤❤❤
এই ধরনের নাটক সত্যিই মন ভালো করে দেয়ার জন্য যথেষ্ট। বাংলা ভাষা যে কত সুন্দর করে বলা যায় এই নাটকে তা দেখলাম। অথেন্টিক রোমান্টিকতা দেখে ছোট ছোট হাসি আটকে রাখতে পারি নাই।😊
খাইরুবাসার ছআদইয়আআয়মআনএর নাটক দেখি