চমৎকার একটা নাটক। ডিভোর্স লইয়ারের চরিত্রটা অসাধারন !! সব ডিভোর্স লইয়ারের এই অসামান্য সুস্থ্য কাউন্সেলিং দক্ষতা থাকা এবং কাজে লাগানো উচিত। সবার অভিনয়ও সুন্দর ছিল!!
গতকাল রাতে আমার প্রিয় অভিনেতা খাইরুল বাসার এর সাথে দেখা হয়। তার কাছ থেকেই যানতে পেরেছি এই নাটক টা ইউটিউবে আসছে। বেশ কিছুক্ষণ তার সাথে আলাপচারিতা হলো। খুব ভালো একজন মানুষ।
সবাই শুধু সাদিয়া আর খায়রুল এর প্রসংসা করছে,, কিন্তু এই নাটকের সাদা পায়রাটা কে সেটা কেউ বুঝতে পারে নি,, এবং কেন সে সাদা পায়রা সেটাও বুঝতে পারে নি কেউ৷ সাদা পায়রাটা হলো উকিল। শান্তির পায়রা❤
শিক্ষামূলক এবং খুবই সুন্দর বিনোদন নাটক টা, বাস্তবে যদি এমন বিচ্ছেদের হাত থেকে রক্ষা পেত তাহলে হাজারো সংসার টিকে থাকতো🎉 কিন্তু আমাদের দেশে তো দিনদিন ডিভোর্স, সংসার ভেঙে দিচ্ছে 😢
সাদিয়া আয়মান ও খারুল বাসার অনেক সুন্দর একটা জুটি দুজনের অভিনয় অনেক সুন্দর, আমি চাই বাস্তব জীবনে ও তার জুটি বেধে থাকুক, আর এখানে এডভোকেট ও অনেক সুন্দর তার অভিনয় ও সুন্দর হয়েছে,
নাটকটা পুরো আমার সাথে মিলে গেছে । নাটকটার দেখছি আর বরাবরের মতো ভাবছি। এটাও সম্ভব মিলে গেলো। নাটকটা দেখে কিছুটা হলেও উপকৃত হলাম। ধন্যবাদ এত সুন্দর নাটক টা উপহার দেওয়ার জন্য।
দোস্ত! একের পর এক ভালো কাজ করে যাচ্ছিস।খুনসুটে ভালোবাসার সাথে জানার এবং শেখার বিষয় গুলো চমৎকার ভাবে ফুটে উঠেছে।তোদের জুটির উত্তরোত্তর সাফল্য কামনা করি। ভালোবাসি।
@@alovera5771 বর্তমান সমাজের কিছু সংখ্যক মেয়েদের মাথা ভারতীয় টিভি চ্যানেল শেষ করে দেব। তাই তাদের মেজাজ অলটাইম গরম থাকে। সারাখন টাক টাক আর কিছু হলেই বাপের বাড়ি চলে যাবো। আর যদি পাশের রুমের কেউ ধনী পরিবার থাকে তাহলে ও কথাই নেই সারাক্ষণ তুলনায় করে বলবে সে এটা কিনছে ওটা কিনছে কিন্তু আমি কিছুই পেলাম না ।
গল্পের মধ্যে অনেক কিছুর শিক্ষা নেওয়ার আছে, আমাদের সমাজের এই সমস্যা গুলো কেউ খুজে দেখে না, আর ইদানীং বাবা মা ইচ্ছে মতো সন্তানকে বিয়ে দিচ্ছে, সন্তান যার।সাথে সংসার করবে তার মনে মনের মিল হবে কি না তা দেখে না, যখন সংসার শেষ হতে যাবে তখন ওই বাবা মা সন্তানকে বলবে তোমার ভাগ্যে ছিলো তাই হয়েছে, আসলেই কি তা হওয়ার ছিলো, এমন বিষয় গুলো আমাদের প্রতিটি মা বাবা বুঝা দরকার, ধন্যবাদ এতো সুন্দর বাস্তবতা তুলে দরার জন্য।
অসাধারন চিত্রনাট্য আর সাথে খাইরুল বাশার এবং সাদিয়া আয়মানের দূর্দান্ত অভিনয়।খাইরুল বাশার তো নিজেকে অভিনয় জগতে প্রতিষ্ঠিত করেই ফেলেছেন আর সাদিয়া আয়মানেরও আর বেশি দিন দেরি নেই প্রথম সারির অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠা পাওয়ার কারন যে কটি নাটক দেখেছি তাতেই বুঝেছি যে খুবই সাবলীল অভিনয় করেন।খাইরুল বাশারের সাথে ওনার জুটিটা সত্যিই খুব ভালো।
ভাইরে ভাই কাহিনিটা সম্পূর্ণ আমার জীবনের লগে মিলে গেছেরে ভাই শুধু শেষের টুকো বাদে যে এই নাটকটা লেখছে তারে তো চুম্মা দিব। সব শেষে একটা কথাই বলবো নাটকটা আমার মনের মতো হইছে। ধন্যবাদ ভাই এতো সুন্দর নাটক উপহার দেওয়ার জন্য।
আমাদের দেশের এডভোকেট গুলো যদি শুধুমাত্র টাকার চিন্তা না করে, একটু মানুষ' গুলোর চিন্তা করতো। তাহলে হয়তো অসংখ্য দম্পতি ডিভোর্সের হাত থেকে বেঁচে যেতে পারতো। যাইহোক, ভাল্লাগছে।।☺️👌🏼
অনেক সুন্দর হয়েছে নাটকটা । বাস্তবতার অনেক কিছুই তুলে ধরা হয়েছে। এজন্য নাটকের অভিনেতা,অভিনেত্রী, পরিচালক ও এন টিভিকে জানাই অসংখ্য ধন্যবাদ। আশা করছি ভবিষ্যতেও তারা এমন সুন্দর নাটক প্রচার করবে
সাদিয়া আপুকে,,, আমার বান্ধবী লতিফার মতো লাগে,,,সাদিয়া আপুর প্রতিটা নাটক দেখার সময় একবার হলেও আমার বান্ধবীর ছবির দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকি,,,এতো মিল কিভাবে সম্ভব,,, যাই হোক বেঁচে থাকুক পৃথিবীর সকল বন্ধুত্ব ❤❤❤
খায়রুল বশার, সাদিয়া আরমান অভিনয় অসম্ভব সুন্দর হইছে, ফাস্ট দেখলাম দুই জনের ঝগড়া দুস্ট মিস্টি ভালোবাসা , শেষ টা সেই ছিলো ডিভোর্স কোনদিন সুখ আনে না , সাদা পায়রা উকিল সাহেবা কে খুব ভালো লাগছে, বরিশাল থেকে ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
খুব ভালো একটা গল্প তুলে ধরা হয়েছে নাটকে!সাদা পায়রা হলো সুখের প্রতীক আর নাটকের সাদা পায়রা হলো উকিল।বাশার ভাই আর সাদিয়া আপুর অভিনয় একদম সাবলীল ছিল।একটা কাগজের টুকরো কখনও সম্পর্ক নির্ণয় করতে পারেনা।মানুষের মন মানসিকতা বদলে দিতে পারে মানুষের জীবন আর সুন্দর সম্পর্ক।
বর্তমান সময়ের বাস্তব প্রেক্ষাপট খুবই সুন্দর করে তুলে ধরেছে।এখানে আইনজীবী ও অবিভাবক খুবই বন্ধুত্বপূর্ণ ভূমিকা পারলন করেছে।এমন আইনজীবী ও অবিভাবক হলে এতো ডিভোর্সের সংখ্যা কমে যেত ।। ধন্যবাদ পরিচালকে এমন সুন্দর নাটক উপহার দেওয়া জন্য ❤❤❤😢
সত্যি নাটক এমন গল্পের মতো হতে হয় মনে হয় বাস্তব কোন পরিবারের কাহিনী দেখতেছি বিশেষ ধন্যবাদ ইমরাউল রাফাত ভাইকে সাথে ধন্যবাদ প্রডাকশন, এনটিভি সর্বশেষ সকল শিল্পী গোষ্টিকে❤❤
নাটক টা পুরো আমার সাথে মিলে গেছে নাটক টা দেখছি আর বারবার মনে হচ্ছে এইটাও সম্ভব মিলে গেলো যাই হোক এখন আলহামদুলিল্লাহ আমাদের একটা ছেলে বাবু হয়েছে আর সব কিছু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমার সেও তার ভুল গুলো বুঝতে পেরেছে।
গল্পের মধ্যে অনেক কিছুর শিক্ষা নেওয়ার আছে, আমাদের সমাজের এই সমস্যা গুলো কেউ খুজে দেখে না, আর ইদানীং বাবা মা ইচ্ছে মতো সন্তানকে বিয়ে দিচ্ছে, সন্তান যার।সাথে সংসার করবে তার মনে মনের মিল হবে কি না তা দেখে না, যখন সংসার শেষ হতে যাবে তখন ওই বাবা মা সন্তানকে বলবে তোমার ভাগ্যে ছিলো তাই হয়েছে, আসলেই কি তা হওয়ার ছিলো, এমন বিষয় গুলো আমাদের প্রতিটি মা বাবা বুঝা দরকার, আমাদের দেশের এডভোকেট গুলো যদি শুধুমাত্র টাকার চিন্তা না করে, একটু মানুষ' গুলোর চিন্তা করতো। তাহলে হয়তো অসংখ্য দম্পতি ডিভোর্সের হাত থেকে বেঁচে যেতে পারতো। যাইহোক, ভাল্লাগছে।।☺👌🏼
অসম্ভব ভালো একটা নাটক দেখলাম।যেরকম কাহিনী সেইরকম সমস্ত কলাকুশলীদের অসাধারণ অভিনয় নাটকটিকে প্রানবন্ত করে তুলেছে। বাংলা নাট্য জগতের নবতম আবিষ্কার সাদিয়া আয়মান। প্রতিটি নাটকেই ওর প্রতিভার বিচ্ছুরণ অনুভব করছি। পরিচালক মহাশয় কে এতসুন্দর একটি নাটক উপস্থাপনার জন্য ধন্যবাদ জানাই। অসীম দত্ত, কলকাতা, ইন্ডিয়া।
শিক্ষা মুলক বটেই গল্পটা কিন্তু আমরাই অনেকেই বুঝতে চাই না গল্পটা আমাদের কি শিক্ষা দিচ্চে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় যা অনেকেই বুঝি না বুঝতে চাইও না বিষয়টা কিন্তু এমন টা নয় সংসারজীবন যেমন কঠিন তেমনি অনেক সহজ উবয়ে মাজে সেক্রিফাইজ থাকতে হবে আর এই সেক্রিফাইজের মাধ্যমে সংসারজীবনকে সুন্দর করে তুলতে হবে। মনে রাখতে হবে যে কানে সমস্যা আছে সে কানে সমাধান আছে ❤ ধন্যবাদ সবাইকে
অনেক সুন্দর একটি নাটক ছিল।গল্পটা ও ভিশন সুন্দর এবং গুচালো ছিল। আর নাটকের প্রত্যেকটা চরিত্রের অভিনয় অনেক ভালো লেগেছে। বিশেষ করে খায়রুল বাশার ভাইয়া ও সাদিয়া আয়মান আপুর এবং এডভোকেট সাহেবার অভিনয় খুবই স্বাভাবিক এবং সুন্দর ছিল। আর পরিচালক সাহেবকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা নাটক সুন্দরভাবে পরিচালনা করার জন্য।
কারা কারা প্রিয় নবী হযরত মোহাম্মদ সাঃ কে ভালবাসেন? ❤❤
জি আমি আলহামদুলিল্লাহ
তুই শয়তানের বাচ্চা! কিসের মধ্যে কি বলোচ???
আলহামদুলিল্লাহ ❤❤❤
আমি 🖐️
এখানে এই প্রশ্ন করে কি প্রমাণ করতে চাইলেন?
সাদা পায়রা (উকিল) কে অনেক অনেক ভালোবাসা ও শ্রদ্ধা! ❤️
চমৎকার একটা নাটক। ডিভোর্স লইয়ারের চরিত্রটা অসাধারন !! সব ডিভোর্স লইয়ারের এই অসামান্য সুস্থ্য কাউন্সেলিং দক্ষতা থাকা এবং কাজে লাগানো উচিত। সবার অভিনয়ও সুন্দর ছিল!!
এই সময়ের সেরা জুটি,, ভদ্র শালীন প্রশান্তি দায়ক এবং মন ছুঁয়ে যাওয়া মানে সাদিয়া আয়মান আর খাইরুল বাশার
@@jrrajfilms eder ektu pore kothao ekta diye diyen..bepar na..cholbe😌🥱🙂🤧( asha kori sense of humor ase apnar..bujhechen ki bolte cheyechi😌🙂)
Asolei
Sadiar web series akhono dekhenni mone hoi tai ei kotha bollen😅
Sottyi tai
একদম ঠিক বলেছেন
গতকাল রাতে আমার প্রিয় অভিনেতা খাইরুল বাসার এর সাথে দেখা হয়। তার কাছ থেকেই যানতে পেরেছি এই নাটক টা ইউটিউবে আসছে। বেশ কিছুক্ষণ তার সাথে আলাপচারিতা হলো। খুব ভালো একজন মানুষ।
এখানে সাদা পায়রা হলো জনাবা উকিল সাহেবা। আমার সাথে কে কে একমত...??
😂😂😂😂
Hm
খাইরুল বাসার আমি কয়েক দিন আগেও আপনাকে চিনতাম না কিন্তু আপনার নাটক গুলো দেখার পর আমি আপনার একজন ফ্যান।
Sam
Same
খাইরুল ভাই , নাটকের স্ক্রিপ্টের ব্যাপারে খুব খুঁতখুঁতে , ওনার নাটক দেখে আমার তাই মনে হলো ,
Same
Sm
সবাই শুধু সাদিয়া আর খায়রুল এর প্রসংসা করছে,, কিন্তু এই নাটকের সাদা পায়রাটা কে সেটা কেউ বুঝতে পারে নি,, এবং কেন সে সাদা পায়রা সেটাও বুঝতে পারে নি কেউ৷ সাদা পায়রাটা হলো উকিল। শান্তির পায়রা❤
ঠিক বলছেন আপনি 🥰🥰
Seta sobai e buja cha
কি করে বুঝা যায়?
Right
হুম সঠিক,,
এ রকম উকিল থাকলে বাংলার কোন মেয়ের আর ঘর ভাঙ্গেনা উকিলের প্রতিশ্রদ্ধাশীল ❤❤❤❤❤❤❤❤❤❤
নাটক চালিয়ে কমেন্ট পরতে আসা মানুষ গুলো কই দেখতে চাই ❤❤❤
এই তো আছি
এই যে আমি
@@mdnuraalom4534 আমি
@@mdnuraalom4534 আমি দাদা ভাই
খায়রুল বাশারের ভয়েস টা এত সুন্দর কেন ❤❤❤❤❤
সাদা পায়রা র সাথে তাহলে অ্যাডভোকেট ম্যাডাম এর তুলনা করা হলো।
অসাধারন একটা স্টোরি,বেঁচে থাকুক এভাবেই সমস্ত ভালোবাসা।
এই বাশুকে আমার কেনো যে এতো ভালো লাগে🫶❤️ এই দুইজনের জুটি অনেক বেশিই সুন্দর সব নাটকেই😩❤️
শিক্ষামূলক এবং খুবই সুন্দর বিনোদন নাটক টা, বাস্তবে যদি এমন বিচ্ছেদের হাত থেকে রক্ষা পেত তাহলে হাজারো সংসার টিকে থাকতো🎉 কিন্তু আমাদের দেশে তো দিনদিন ডিভোর্স, সংসার ভেঙে দিচ্ছে 😢
সাদিয়া আয়মান ও খারুল বাসার অনেক সুন্দর একটা জুটি দুজনের অভিনয় অনেক সুন্দর, আমি চাই বাস্তব জীবনে ও তার জুটি বেধে থাকুক, আর এখানে এডভোকেট ও অনেক সুন্দর তার অভিনয় ও সুন্দর হয়েছে,
নাটক টা আমাদের বর্তমান যুগের ছেলে মেয়ে , কাপল দের জন্য খুব ই শিক্ষনীয় ❤
নাটকটা পুরো আমার সাথে মিলে গেছে । নাটকটার দেখছি আর বরাবরের মতো ভাবছি। এটাও সম্ভব মিলে গেলো। নাটকটা দেখে কিছুটা হলেও উপকৃত হলাম। ধন্যবাদ এত সুন্দর নাটক টা উপহার দেওয়ার জন্য।
same to me, brother,, i am suffering this problem with my wife.
নাটকটা বলার কিছুই নাই,, লইয়ার এর চরিত্রে অভিনয়টাও দারুন হয়েছে,,, তিনি বুঝিয়ে দিয়েছেন সংসার টিকিয়ে রাখা কতটা গুরুত্বপূর্ণ
খায়রুল বাশার মানেই সুন্দর, সাবলীল, সামাজিক এবং শিক্ষনীয় বিষয় ❤❤❤
দোস্ত! একের পর এক ভালো কাজ করে যাচ্ছিস।খুনসুটে ভালোবাসার সাথে জানার এবং শেখার বিষয় গুলো চমৎকার ভাবে ফুটে উঠেছে।তোদের জুটির উত্তরোত্তর সাফল্য কামনা করি। ভালোবাসি।
@sharifulislam4451 😂🤣😅
খায়রুল + সাদিয়া অসাধারণ জুটি।
হাসতে হাসতে আমি শেষ এই নাটকটা দেখে 😂😂😂😂😂
ছাদিয়া আপুকে আমার কাছে দেখতে ঈশিতা আপুর মতো কে কে আমার সাথে সহমত
Ami o atai vabteci
বিবাহ বিচ্ছেদ, সমস্যার সমাধান না । বরং কী কারণে বিচ্ছেদ হচ্ছে সেইটা সমাধান করা উচিত 😊😊
Ar setar nam hoche Sada paira
সত্যিই অসাধারণ। বাস্তবসম্মত ও খুবই উপকারী একটি উপস্থাপনা। আর এ ব্যাপারে উকিল ম্যাডামের মতো সাদা পায়রা একান্ত প্রয়োজন❤❤❤❤
বর্তমান সময়ের মেজর প্রব্লেম এই
" ডিভোর্স " আমাদের অনেক কিছুই শিক্ষা দিয়েছে এই কাহিনী থেকে।
@@alovera5771 বর্তমান সমাজের কিছু সংখ্যক মেয়েদের মাথা ভারতীয় টিভি চ্যানেল শেষ করে দেব। তাই তাদের মেজাজ অলটাইম গরম থাকে। সারাখন টাক টাক আর কিছু হলেই বাপের বাড়ি চলে যাবো। আর যদি পাশের রুমের কেউ ধনী পরিবার থাকে তাহলে ও কথাই নেই
সারাক্ষণ তুলনায় করে বলবে সে এটা কিনছে ওটা কিনছে কিন্তু আমি কিছুই পেলাম না ।
গল্পের মধ্যে অনেক কিছুর শিক্ষা নেওয়ার আছে, আমাদের সমাজের এই সমস্যা গুলো কেউ খুজে দেখে না, আর ইদানীং বাবা মা ইচ্ছে মতো সন্তানকে বিয়ে দিচ্ছে, সন্তান যার।সাথে সংসার করবে তার মনে মনের মিল হবে কি না তা দেখে না, যখন সংসার শেষ হতে যাবে তখন ওই বাবা মা সন্তানকে বলবে তোমার ভাগ্যে ছিলো তাই হয়েছে, আসলেই কি তা হওয়ার ছিলো, এমন বিষয় গুলো আমাদের প্রতিটি মা বাবা বুঝা দরকার, ধন্যবাদ এতো সুন্দর বাস্তবতা তুলে দরার জন্য।
খাইরুল বাসার ও সাদিয়া আমান বেস্ট জুটি
খায়রুল বাশার মানেই কাব্যিক ❤
সাদিয়া আয়মান মানেই একরাশ মায়াবী ❣️🍂
অসাধারন চিত্রনাট্য আর সাথে খাইরুল বাশার এবং সাদিয়া আয়মানের দূর্দান্ত অভিনয়।খাইরুল বাশার তো নিজেকে অভিনয় জগতে প্রতিষ্ঠিত করেই ফেলেছেন আর সাদিয়া আয়মানেরও আর বেশি দিন দেরি নেই প্রথম সারির অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠা পাওয়ার কারন যে কটি নাটক দেখেছি তাতেই বুঝেছি যে খুবই সাবলীল অভিনয় করেন।খাইরুল বাশারের সাথে ওনার জুটিটা সত্যিই খুব ভালো।
খায়রুল বাশার এর নাটকের প্রেমে পরে গেলাম, কি অসাধারণ অভিনয় 😲❤️
ভাইরে ভাই কাহিনিটা সম্পূর্ণ আমার জীবনের লগে মিলে গেছেরে ভাই শুধু শেষের টুকো বাদে যে এই নাটকটা লেখছে তারে তো চুম্মা দিব। সব শেষে একটা কথাই বলবো নাটকটা আমার মনের মতো হইছে। ধন্যবাদ ভাই এতো সুন্দর নাটক উপহার দেওয়ার জন্য।
খায়রুল বাশার এবং সাদিয়া আয়মান সেরা জুটি।
বাস্তবধর্মী শিক্ষনীয় অসাধারণ একটি নাটক । নাটকটা দেখে সবাই নিশ্চিৎ উপকৃত হবেন ।
খায়রুল বাসার আসলেই একজন বড় মাপের অভিনেতা। আর সাদিয়া ও অনেক ভালো অভিনয় করে।দুজনের জন্য রইলো অনেক অনেক শুভ কামনা ❤
আমাদের দেশের এডভোকেট গুলো যদি শুধুমাত্র টাকার চিন্তা না করে, একটু মানুষ' গুলোর চিন্তা করতো। তাহলে হয়তো অসংখ্য দম্পতি ডিভোর্সের হাত থেকে বেঁচে যেতে পারতো।
যাইহোক, ভাল্লাগছে।।☺️👌🏼
এই নাটকের সাদা পায়রা হলো সেই উকিল। সবাই সেটা বুঝতে পারেনি। ধন্যবাদ আমি সবগুলা কমেন্ট পড়ে শুধু আপনাকে পেয়েছি, যিনি নাটকের মর্মকথা বুঝতপ পারছেন ❤
শুধু উকিল সাহেবকে ভাল হলেই হবে না, ভাল হতে হইবে শাশুড়িকে, উনিই সব নাটের গুড়ু৷
অনেক সুন্দর হয়েছে নাটকটা । বাস্তবতার অনেক কিছুই তুলে ধরা হয়েছে। এজন্য নাটকের অভিনেতা,অভিনেত্রী, পরিচালক ও এন টিভিকে জানাই অসংখ্য ধন্যবাদ। আশা করছি ভবিষ্যতেও তারা এমন সুন্দর নাটক প্রচার করবে
খাইরুল ভাইয়ের নাটকের জন্য অপেক্ষায় ছিলাম। চোখ যাকে চায় সে কালো হলেও তাকে সুন্দর দেখায় 👉🔔♥️💏
❤❤❤❤❤❤❤❤
অসাধারণ বাস্তব কাহিনী।
ধন্যবাদ সাদিয়া আর খাইরুল কে ওনাদের অভিনয়ের জন্য❤❤❤❤
বুধবার 20-3-2024, 10:15 pm... Ekhon dekhchi নেত্রকোনা 🇧🇩
আবুধাবি 🇦🇪
দুইজন কে আামার অনেক ভালো লাগে👌👌👌অসাধারন একটা নাটক😂😂সাদা পায়রা ২ চায়। সাথে একটা মেয়ে বাবু ও চায় প্লিজ
খায়রুল ভাইয়ার আগের সব নাটক দেখা শেষ অথচ যাকে কিনা কয়েকদিন আগে ও চিনতাম না। এখন খায়রুল ভাইয়ার ফ্যান হয়ে গেলাম।❤
Amio
Me tooo
প্রিয় অভিনেতা খায়রুল স্যার,
শুরুতেই আমার ভালোবাসা নিবেন। আশাকরি ভালো আছেন। আপনার অভিনয়ে আমি বরাবরই মুগ্ধ। আপনার জন্য শুভকামনা রইল।
ইতি
আপনার ছোট্ট ফ্যান
সাদা পায়রা (উকিল) কে অনেক অনেক ভালোবাসা ও শ্রদ্ধা! ❤
এ রকম উকিল থাকলে বাংলার কোন মেয়ের আর ঘর ভাঙ্গেনা উকিলের প্রতিশ্রদ্ধাশীল ❤❤
নাটকের কাহিনী টা আসলেই অনেক সুন্দর এবং অনেক শিক্ষণীয়। এই নাটকটি বেস্ট নাটক হিসেবে এওয়ার্ড পাওয়া উচিত।
Thiki bolecen
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাঃ
জুটিটা খুব সুন্দর মানানসই হয়েছে
তাদের অভিনিত কয়েকটা নাটক উপভোগ করছি খুব সুন্দর নিখুঁত অভিনয় করে৷ best of luck
আমি দেখেছি
সহমত
সাদিয়া আপুকে,,, আমার বান্ধবী লতিফার মতো লাগে,,,সাদিয়া আপুর প্রতিটা নাটক দেখার সময় একবার হলেও আমার বান্ধবীর ছবির দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকি,,,এতো মিল কিভাবে সম্ভব,,, যাই হোক বেঁচে থাকুক পৃথিবীর সকল বন্ধুত্ব ❤❤❤
সবটার শেষ এমন হয় না, কিছু শেষ একেবারেই শেষ করে দেয়। বিলীন হয়ে যায়, অদৃশ্য হয়ে যায়, নিভে যায়। তবুও ধন্যবাদ।
এদের দুই জনের জন্য আবার বাংলা নাটক দেখা শুরু করছি❤️
বুঝলাম না এরা দুজনকে এত ভাল লাগে কেন। একদম পারফেক্ট।
খায়রুল বাসার সেরা অভিনেতা
উকিলের অভিনয় খুব সুন্দর হয়েছে
খায়রুল বশার, সাদিয়া আরমান অভিনয় অসম্ভব সুন্দর হইছে, ফাস্ট দেখলাম দুই জনের ঝগড়া দুস্ট মিস্টি ভালোবাসা , শেষ টা সেই ছিলো ডিভোর্স কোনদিন সুখ আনে না , সাদা পায়রা উকিল সাহেবা কে খুব ভালো লাগছে, বরিশাল থেকে ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
আজ এ নাটকটা থেকে অনেক কিছু শিখতে পারলাম,, যার বিশেষ অংশ গুলি আমার সাথে সাদৃশ্যপূর্ণ😪
খুব ভালো একটা গল্প তুলে ধরা হয়েছে নাটকে!সাদা পায়রা হলো সুখের প্রতীক আর নাটকের সাদা পায়রা হলো উকিল।বাশার ভাই আর সাদিয়া আপুর অভিনয় একদম সাবলীল ছিল।একটা কাগজের টুকরো কখনও সম্পর্ক নির্ণয় করতে পারেনা।মানুষের মন মানসিকতা বদলে দিতে পারে মানুষের জীবন আর সুন্দর সম্পর্ক।
খায়রুল বাশার ও সাদিয়া জুটির মানেই অসাধারণ ❤
কে কে খাইরুল বাশার ভাইয়ের পোস্ট দেখে দেখতে এসেছেন,আর কারা এই জুটি টা ভালোবাসেন💓✨
ঈদে খায়রুল বাশার এর নাটকটি পেয়ে খুবই খুশি হলাম
লুতুপুতু মার্কা প্রেমের নাটকের চেয়ে এইরকম শিক্ষামূলক নাটক অনেক ভালো।
সত্যিই নাটকটা heart touching নাটক হয়সে।নাটকটা দেখে মনের অজান্তেই চোখে পানি চলে আসলো।😢😢
খায়রুল বাসারের অভিনয় খুবই সাবলীল।আমার অনেক ভাল লাগে
তুমি শুখ না হয়ে দু:খ হও তবুও
অন্য কারো না হয়ে আমার হও 🥰
বর্তমান সময়ের বাস্তব প্রেক্ষাপট খুবই সুন্দর করে তুলে ধরেছে।এখানে আইনজীবী ও অবিভাবক খুবই বন্ধুত্বপূর্ণ ভূমিকা পারলন করেছে।এমন আইনজীবী ও অবিভাবক হলে এতো ডিভোর্সের সংখ্যা কমে যেত ।। ধন্যবাদ পরিচালকে এমন সুন্দর নাটক উপহার দেওয়া জন্য ❤❤❤😢
খাইরুল বাসারের নাটক অনেক সুন্দর।।।
ওদের জুটিটা সেরা জুটি
ভালো লাগছে গল্পটা
খায়রুল বাসার🖤🖤🖤🖤🖤
আমি WB থেকে। এই জুটির বেশ কিছু নাটক দেখে ফেললাম আর সবগুলোই আমার কাছে স্পেশাল মনে হয়েছে। বাসার এবং সাদিয়া এরা সত্যিই খুব ভালো অভিনয় করে।
এদের ২ জনের নাটকগুলো আমার খুব ভালো লাগে ❤️❤️❤️
সত্যি নাটক এমন গল্পের মতো হতে হয় মনে হয় বাস্তব কোন পরিবারের কাহিনী দেখতেছি
বিশেষ ধন্যবাদ ইমরাউল রাফাত ভাইকে সাথে ধন্যবাদ প্রডাকশন, এনটিভি সর্বশেষ সকল শিল্পী গোষ্টিকে❤❤
অসাধারণ নাটকটি, আর এমনেতে খায়রুল ভাই কে ভালো লাগে
সাদিয়া আয়মানের ঘুমন্ত পাখি এবং সাদা পায়রা ঈদের বেস্ট গিফট।।
নাটক টা পুরো আমার সাথে মিলে গেছে
নাটক টা দেখছি আর বারবার মনে হচ্ছে
এইটাও সম্ভব মিলে গেলো
যাই হোক এখন আলহামদুলিল্লাহ আমাদের একটা ছেলে বাবু হয়েছে আর সব কিছু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমার সেও তার ভুল গুলো বুঝতে পেরেছে।
ভাই আপনার এই সমস্যা কি ভাবে সমাধান করলেন আমাকে একটু বলবেন তাহলে ওনেক উপকার হতো
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ.
আল্লাহ্ ব্যতীত কোন ইলাহ্ নেই & মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর রাসূল
খাইরুল বাসার খুব ভালো অভিনয় করে,, ওনার হাসিটাও খুব সুন্দর,,, সাদিয়া আয়মান ও খুব ভালো অভিনয় করে,, সুন্দর, সাবলীল খুব ই ন্যাচারাল
খায়রুল বাসার ভাই, আর সাদিয়া আয়মান আমার পছন্দের জুটি, ❤️❤️🥰🥰❤️❤️
খাইরুল বাশারের সাবলীল অভিনয় সবসময় মুগ্ধ করে।
বাংলা নাটকের পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালোবাসা অবিরাম প্রিয় বন্ধুরা 💖💖💖
বাশার ভালো অভিনেতা।
আসলেই একটা মানুষ এতটা সুন্দর হয় কিভাবে 🤔🤔❤️❤️
সত্যিই অনন্য জুটি, এমন জুটি নাট্য জগতে আর দেখিনি, খায়রুল বাসার এবং সাদিয়া আয়মান তোমাদের জন্য শুভ কামনা রইল, তোমরা দীর্ঘ জীবি হও।
আমার প্রিয় দুজন মানুষ। খায়রুল ভাই+সাদিয়া আয়মান আপু❤️❤️
শুভ্রতা ছড়াচ্ছে 🌸
গল্পের মধ্যে অনেক কিছুর শিক্ষা নেওয়ার আছে, আমাদের সমাজের এই সমস্যা গুলো কেউ খুজে দেখে না, আর ইদানীং বাবা মা ইচ্ছে মতো সন্তানকে বিয়ে দিচ্ছে, সন্তান যার।সাথে সংসার করবে তার মনে মনের মিল হবে কি না তা দেখে না, যখন সংসার শেষ হতে যাবে তখন ওই বাবা মা সন্তানকে বলবে তোমার ভাগ্যে ছিলো তাই হয়েছে, আসলেই কি তা হওয়ার ছিলো, এমন বিষয় গুলো আমাদের প্রতিটি মা বাবা বুঝা দরকার, আমাদের দেশের এডভোকেট গুলো যদি শুধুমাত্র টাকার চিন্তা না করে, একটু মানুষ' গুলোর চিন্তা করতো। তাহলে হয়তো অসংখ্য দম্পতি ডিভোর্সের হাত থেকে বেঁচে যেতে পারতো।
যাইহোক, ভাল্লাগছে।।☺👌🏼
ভালো লাগলো। অন্যরকম একটা ইস্যু তুলে ধরছে নাটকটাতে। এই বিষয়ে সবার জানা আর বোঝার দরকার আছে।
Hm
বাহ্হ নাটকটি দারুণ ছিল! অনেকের জীবনের সাথেই হয়তো মিলে যাবে! 😊
সময়ের সেরা জুটি, পরিবার নিয়ে এসব নাটক নিরদ্বিধায় দেখা যায়। সুন্দর
আমার কাছে এই জুটির one of the best natok ...... (হাসি).... যারা দেখেন নাই দেখবেন আশা করি ভালো লাগবে।
খাইরুল সাহেব, ভিউর পিছে না ছুটে গল্প বুঝে নাটক করেন। পরিচালককে ধন্যবাদ। সুন্দর ছিলো
ভালো মনের ভালো মানুষ উকিলদের প্রচেষ্টার জন্য এরকম কিছু সংসার টিকে যাচ্ছে। খুবই ভালো লাগলো।
বাংলা চলচ্চিত্র থেকে বাংলা নাটকের ফ্যান সেই ছোট থেকে।
নতুন হিসেবে বাসার, সাদিয়া ভালো করছে বেশ।।
অসাধারণ।।
অসম্ভব ভালো একটা নাটক দেখলাম।যেরকম কাহিনী সেইরকম সমস্ত কলাকুশলীদের অসাধারণ অভিনয় নাটকটিকে প্রানবন্ত করে তুলেছে। বাংলা নাট্য জগতের নবতম আবিষ্কার সাদিয়া আয়মান। প্রতিটি নাটকেই ওর প্রতিভার বিচ্ছুরণ অনুভব করছি। পরিচালক মহাশয় কে এতসুন্দর একটি নাটক উপস্থাপনার জন্য ধন্যবাদ জানাই।
অসীম দত্ত, কলকাতা, ইন্ডিয়া।
বাংলা নাটকে অসম্ভব সুন্দর এবং ভালো নাটক উপহার দেওয়ার মতো ভালো মানানসই একটি জুটি।
ধন্যবাদ নাটকের সাথে সম্পৃক্ত সকলকে।
Osadharon akta natok....
খায়রুল বাশার ভাইয়ের অভিনয় অনেক ভালো লাগে তার সাথে সাদিয়া আয়মান দুজনের জুটি আমার অনেক ভালো লাগে নাটকটি অনেক সুন্দর হয়েছে ❤❤❤❤
শিক্ষা মুলক বটেই গল্পটা
কিন্তু আমরাই অনেকেই বুঝতে চাই না গল্পটা আমাদের কি শিক্ষা দিচ্চে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় যা অনেকেই বুঝি না বুঝতে চাইও না বিষয়টা কিন্তু এমন টা নয় সংসারজীবন যেমন কঠিন তেমনি অনেক সহজ উবয়ে মাজে সেক্রিফাইজ থাকতে হবে আর এই সেক্রিফাইজের মাধ্যমে সংসারজীবনকে সুন্দর করে তুলতে হবে। মনে রাখতে হবে যে কানে সমস্যা আছে সে কানে সমাধান আছে ❤ ধন্যবাদ সবাইকে
এই জুটি এত তারাতারি জনপ্রিয় হয়ে উঠব
নিশো-মেহজাবিন
অপুর্ব-ফারিন
বাসার-সাদিয়া
শামিম-সাবাহ
ফারহান-কেয়া
এই জুটি গুলা ১০০ তে ৫০০ ❤
অনেক সুন্দর একটি নাটক ছিল।গল্পটা ও ভিশন সুন্দর এবং গুচালো ছিল। আর নাটকের প্রত্যেকটা চরিত্রের অভিনয় অনেক ভালো লেগেছে। বিশেষ করে খায়রুল বাশার ভাইয়া ও সাদিয়া আয়মান আপুর এবং এডভোকেট সাহেবার অভিনয় খুবই স্বাভাবিক এবং সুন্দর ছিল। আর পরিচালক সাহেবকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা নাটক সুন্দরভাবে পরিচালনা করার জন্য।
Ending দেখে বুঝেছি , কে সাদা পায়েরা ..very good story and nice to see Sushama as a attorney !!!❤❤❤❤
জোটি টা ভাললাগছে❤