বৃষ্টির অপেক্ষায় | Sadia Ayman | Khairul Basar | LR Sohel |Brishtir Opekkhai |New Bangla Natok 2023

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 янв 2025

Комментарии • 1 тыс.

  • @siddikur_ru
    @siddikur_ru Год назад +13

    রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতিহার হল থেকে দেখছি নাটকটি। জানালা খুলে পাশেই মাথা রেখে শুয়ে আছি। বাইরে বৃষ্টি পরছে, জানালা দিয়ে মৃদু বাতাস এসে গায়ে লাগছে। কি অসাধারণ একটি মুহূর্ত।
    আর খাইরুল ভাই ও সাদিয়া আয়মান আপুর অভিনয় নিয়ে বলার কিছু নেই। এক কথায় অনবদ্য!🌸❤

  • @sanowarislam5976
    @sanowarislam5976 Год назад +81

    নাটকের এই কথাটা একেবারেই সত্যি যে মোবাইল একটা সময় নষ্ট করার মেশিন কে কে একমত জানাবেন?

    • @msmusichub730
      @msmusichub730 Год назад +1

      🖐️🤚

    • @MdarfatRaja
      @MdarfatRaja Год назад +1

      মোবাইল না থাকলে নাটক দেখতে পারতাম

    • @kairulbashar4835
      @kairulbashar4835 Год назад

      একদম। 😊

    • @MdarfatRaja
      @MdarfatRaja Год назад

      @@kairulbashar4835 পরিচয় দিলে খুশি হতাম❤️❤️

  • @hemantamalik5139
    @hemantamalik5139 Год назад +18

    খায়রুল বাসার ও সাদিয়া অভিনীত অনেক গুলো নাটক কয়েকদিন ধরে দেখলাম। যত দেখছি ততই মুগ্ধতা। নিশো, অপূর্ব -র মাঝেও খায়রুল তাঁর স্বকীয়তায় আলাদা করে উজ্জ্বল হয়ে থাকবেন।সাদিয়াও হয়ে উঠেছেন অন্যতম প্রিয় অভিনেত্রী।

  • @MohsinAli-fz7wk
    @MohsinAli-fz7wk Год назад +18

    নিশু ভাই এর পর যদি কারোর অভিনয় ভালো লগে সেটা হলো খায়রুল বাসার তার প্রতিটা অভিনয় অনেক ভালো বেস্ট ❤❤❤❤❤❤ you bashar vai

    • @rifat115
      @rifat115 9 месяцев назад

      Thik bolsen bhai❤️

    • @rnhridoy1614
      @rnhridoy1614 3 месяца назад

      সহমত

  • @MyChoice-fe8jm
    @MyChoice-fe8jm Год назад +12

    এই হঠাৎ বৃষ্টির মতোই যেন হঠাৎ আমাদের সব ইচ্ছা, আশা পূর্নতা পায়!😇

  • @jncmedia6104
    @jncmedia6104 Год назад +824

    যদি ভুল ট্রেনে উঠে পড়ো, তাহলে পরের স্টেশনেই নেমে যেও, কারণ দূরত্ব যতই বাড়বে- তোমার ফেরার কষ্টটা ততো বেশি হবে।

    • @SB.12122
      @SB.12122 Год назад +28

      এই কমেন্ট পড়তে পড়তে মেজাজ খারাপ হয়ে যায় মনটা চায় সামনে পাইলে তোদের কে জুতাপেটা করতাম

    • @NadiraAkter-b2p
      @NadiraAkter-b2p Год назад +19

      কমেন্টে তো সত্যি সত্যি বলেছে জুতা মারার কি আছে😢

    • @debikamukherjee5994
      @debikamukherjee5994 Год назад +9

      Khub sundor vabna nie comment ta lekha hoechhe.

    • @AzamInMotion
      @AzamInMotion Год назад +6

      Train ta vul naki sothik ta khub sohojei nirdharon kora jay, kintu jibonsongi nirdharon er belay.......

    • @fatemakhanampoly9729
      @fatemakhanampoly9729 Год назад +6

      Darun akta comment

  • @s-mahmood1559
    @s-mahmood1559 Год назад +8

    অসাধারণ এক জুটি কার কার ভসলো লাগে এক-দুজনের নাটক,,??

    • @armanmia9018
      @armanmia9018 Год назад +1

      আমার হৃদয়ে জায়গা করে নিয়েছে এই জুটি ❤

  • @alaminriponsopno2010
    @alaminriponsopno2010 Год назад +9

    ভাইরে ভাই কি বলবো ,
    এই অশ্লীলতার সময়ে এমন গল্প সত্যিই প্রশংসনীয়,
    সাদিয়া ও খায়রুল ভাই এর অভিনয় তো ভাষায় প্রকাশ করার বাহিরে।

    • @frozenhaney-kf4ey
      @frozenhaney-kf4ey Год назад

      আমার প্রিয় জুটি আমি চাই তারা বাস্তব জীবনে ও জুটি বেঁধে থাকুক

  • @mddeloarhossannayon9834
    @mddeloarhossannayon9834 Год назад +6

    বৃষ্টির জন্য অপেক্ষা অবশেষে বৃষ্টি হলো। নাটকটা মন ছুঁয়ে যায়। ❤️❤️❤️❤️❤️ইতি নাটক প্রেমিক ❤️

  • @ThomasBeen-q2q
    @ThomasBeen-q2q 8 месяцев назад +6

    সাদিয়া আয়মান এর এই নাটকের জন্ম সাল আমার নিজের জন্ম সালের সাথে এক,
    আমি ও একজনের জন্য হাজার অপেক্ষার প্রহর গুনতেছি,
    জানি না এই নাটকের মতো,
    শেষমেষ আমার গুনা প্রহর এর অবসান হবে কি না,
    আমি অপেক্ষা করে যাবো,
    অপেক্ষা তে কোনো ছাড় দিবো না ❤❤❤

  • @MdImranHossen-gl7pk
    @MdImranHossen-gl7pk 9 месяцев назад +7

    সত্যিই এই দুইজনা নাটক যত দেখি ততই ভালো লাগে বাংলাদেশের ভিতরে যত নাটক দেখেছি এদের মত অভিনয় কেউ করতে পারে না সত্যি নাটক দেখলে চোখে জল আসে

  • @richmiraz
    @richmiraz Год назад +6

    ending টা এক কথায় জোস ছিলো 💜।
    আগামীকাল ৩১ ডিসেম্বর আমিও অপেক্ষায় রইলাম বৃষ্টির 💜

  • @I_1_2_3_4_s
    @I_1_2_3_4_s 3 месяца назад +6

    লা ই লাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আল্লাহ সব উম্মতকে পরিপূর্ণ নিয়ামত ও হেদায়েত দেন জাহান্নাম থেকে বাঁচান আমিন সুম্মা আমীন

  • @nazmulnirala787
    @nazmulnirala787 Год назад +12

    অনেকেই কমেন্ট করেছেন নাটকের আগা-মাথা কিছুই বুঝতে পারেন নাই।
    এখানে না বুঝার তো কিছুই দেখলাম না।
    অনেক বেশি সুন্দর এবং ব্যতিক্রমী চিন্তার অসাধারণ গল্পের নাটক ছিল। ❤❤❤

  • @afshinbutterfly
    @afshinbutterfly 11 месяцев назад +6

    খায়রুল বাসার ভাইয়ের নাটক আমার ভীষণ ভালো লাগে ❤❤❤

  • @armanmia9018
    @armanmia9018 Год назад +6

    আমার হৃদয়ে জায়গা করে নিয়েছে এই জুটি ❤

  • @ayshaalvira14
    @ayshaalvira14 7 месяцев назад +5

    খায়রুল বাশার এর ভয়েস টুন অসাধারণ অভিনেতা হিসেবে ওয়াও আর সাদিয়া আয়মানের সাথে সবচেয়ে বেশি মানায় দুজনেই অসম্ভব সুন্দর জুটি❤❤

  • @sarbanipandit4712
    @sarbanipandit4712 Год назад +4

    সাদিয়ার স্নিগ্ধতা মন ছুঁয়ে যায়।.. ☘️☘️

  • @shawontaluqder1999
    @shawontaluqder1999 Год назад +6

    বাসার মানে এক ফালি মুগ্ধতা। যার অভিনয় কথা বলে। খুব অল্প সময়ে পছন্দের অভিনেতা হয়ে উঠেছে। 🤍🍁

  • @Itskayum100.1k
    @Itskayum100.1k 8 месяцев назад +6

    “ছেড়ে দিলেই যদি ছাড় পাওয়া যেতো, তবে উপন্যাসের শেষ পাতায় সবাই সুখ খুঁজে পেতো😊

  • @MdJihadHasun-bi5vq
    @MdJihadHasun-bi5vq Год назад +6

    প্রিয় অভিনেতা খাইরুল বাসার ভাই আর প্রিয় আয়মান সাদিয়া দুজনের জুটি নাটক গুলো অনেক ভালো হয় 🥰🥰

  • @ItsmeHamza441
    @ItsmeHamza441 9 месяцев назад +4

    আসলে ভালবাসা নামক বস্তু টা অদ্ভুত হয়।এটা না কাউকে বলে বুঝানো যায় না।এটা ভয়ংকর রকমের সুন্দর। আর ভালবেসে তাকে পাবার অপেক্ষা আরও বেশি যন্ত্রণাদায়ক।

  • @priyatoshbaishnab-j3f
    @priyatoshbaishnab-j3f Год назад +6

    অল্প সময়ে মন জয় করা জুটি❤️❤️

  • @abdullahalamin579
    @abdullahalamin579 Год назад +6

    নাটকটা ভালো ছিল। স্টোরিটা অসাধারণ। সচরাচর এধরনের নাটক দেখা যায় না। খাইরুল বাশার ভাই এর নাটক এর কাহিনী অন্যদের চেয়ে ইউনিক মনে হয়। ❤

  • @AliHossain-yz6di
    @AliHossain-yz6di 8 месяцев назад +5

    প্রিয় অভিনেতা নিশু ভাইকে ১ম ভালোবাসি, তার পরে কেউ যদি থাকে তাহলে এই খায়রুল বাসারের অভিনয়❤️

  • @আপডেটব্যাচেলর-খ২য

    আমার সব থেকে পছন্দের সেরা জুটি,,, এদের দুজনের প্রতি টা নাটক আমার ভালো লাগে,, সব থেকে বেশি বলতে গেলে,, খায়রুল বাশার ভাইকে আমার অসাধারণ লাগে,, বলতে পারেন ভাই, আমি আপনার বিশাল ভক্ত,,আপনার কথা আপনার অভীনয় সব কিছু আমার ভালো লাগে, প্রতি টা নাটকের মাঝে আপনি, কবিতা আবৃত্তি করেন, সেটা আমার ভীষণ ভালো লাগে,,,

  • @SmanamulHaque-y2v
    @SmanamulHaque-y2v 11 месяцев назад +3

    খায়রুল বাসার,
    সাদিয়া আয়মান দুজনেই অসাধারণ অভিনয় করে থাকে।
    নতুনদের মধ্যে এই জুটি সেরা আমি মনে করি।
    শুভ কামনা রইলো এই জুটির জন্য।
    ৫/২/২৪

  • @ZubayerkhanZsam74
    @ZubayerkhanZsam74 Год назад +5

    সবার জীবনে বৃষ্টি নামুক আর এই বৃষ্টি নামার কারণে সবার প্রিয় মানুষকে এভাবেই কাছে পেয়ে যায়❤❤

  • @fahadrony2065
    @fahadrony2065 Год назад +5

    ভালো জিনিস তাদের কাছে আসে , যারা অপেক্ষা করে। কিন্তু সেরাটা তারাই পাই যারা লক্ষ্য ধরে নিয়ে দৌড়াতে থাকে ।

  • @abidhasan7555
    @abidhasan7555 Год назад +3

    এই দুজনের জুটির নাটক যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি বার বার।অসাধারণ অসাধারণ

  • @armanali9739
    @armanali9739 Год назад +4

    খাইরুল বাশার ও সাদিয়া আয়মান কে,কারা যাদের চিনতামি না😊,এখন তাদের নাটকে মুগ্ধ😘 অপেক্ষা করি কখন তাদের নাটক আসবে আপলোড হবে❤😍🥰

  • @ashrafulsikdar5422
    @ashrafulsikdar5422 Год назад +5

    নাটকটি দেখে ভীষণ মনে পড়ছে ওই গানটা
    আহা কি করিলে বলো পাইবো তোমারে..😢

  • @natalier.9969
    @natalier.9969 Год назад +3

    Uff....... darun ekta Natok, eto silent & cool. Sadia & Bashar ! Tomader 2 jon ke onek kichu likhte icche kore, kintu ekbar jodi aromvo kori ami jani je ami choto kore likhte parbo na, tomader positiv & pran diey ovinoy hajar - hajar dorshok der mughdho korcho. Jara Natok ta banieychen + Cameraman der jonno roilo onek doa. Shobai tomra valo theko.

  • @biswajitkundu8777
    @biswajitkundu8777 9 месяцев назад +2

    আমি শুধু তোমাকেই ভালোবাসি শিমু ❤।তুমি শুধু আমার পৃথিবী ❤ শিমু।

  • @EmergingBangladesh
    @EmergingBangladesh 7 месяцев назад +6

    আমি ৯০দশকের মানুষ।
    ইদানিং বেশ কিছু নাটকে ৯০দশকের ফিল পাচ্ছি, বিশেষ করে বাশারের নাটকগুলোতে।
    বেশ ভালো লাগে এসব নাটক, হঠাৎ করে অশ্লীলতার ভিড়ে আলোর মতো।

  • @farhanajerin7986
    @farhanajerin7986 Год назад +1

    আহা কি দারুণ একটা মুহূর্ত উপহার দিলেন,খাইরুল বাশার,সাদিয়া আইমান।খুব ভালো লাগলো দেখে......

  • @shuvobaroi380
    @shuvobaroi380 Год назад +4

    বৃষ্টির দিনে শুয়ে শুয়ে নাটকটি দেখছি, সত্যি খুব অসাধারণ নাটকটি ❤

  • @AR_1018
    @AR_1018 Год назад +7

    একটু থাক না গানটা কোথাই পেতে পারি। কি চমৎকার একটা মায়া গানটার মধ্যে

  • @Mrsougata-mr12
    @Mrsougata-mr12 3 месяца назад +4

    মানুষের সারাজীবনের ঘটে যাওয়া ঘটনা গুলি নাটকে সংক্ষিপ্ত আকারে প্রকাশ পায়,_
    এই নাটক গুলি দেখার পর ক্ষণিকের জন্য নিস্তব্দ হয়ে যাই, আর মনের মধ্যে দিয়ে একটা ঝড় বয়ে যায়,, 😢😢
    যারা নাটক গুলি তৈরি করে তাদের কে আমার মন থেকে স্যালুট

  • @AnantasarderAnantasarder
    @AnantasarderAnantasarder 8 месяцев назад +4

    খুবই সুন্দর নাটক বাসার ও সাদিয়ার বেস্ট জুটি

  • @sumiaferdouse2395
    @sumiaferdouse2395 11 месяцев назад +5

    শেষ টুকুর জন্য প্রস্তুত ছিলাম না,,, অসম্ভব সুন্দর করে তুলেছে শেষ টুকু😇

  • @MdHossain-mizi
    @MdHossain-mizi 7 месяцев назад +2

    ১৩/৬/২৪/ যত সহজে পাওয়া যায় তা ভিতরে বাহিরেচলে কঠিন একটা লীলাখেলা ❤কেপটাউন থেকে❤

  • @sarlaranidas9440
    @sarlaranidas9440 Год назад +5

    অপেক্ষা অনেক সুন্দর যদি পাশের মানুষ টা সুন্দর হয় ❤😇

  • @shampachakraborty1720
    @shampachakraborty1720 Год назад +2

    অসাধারণ গল্প। চমৎকার উপস্থাপনা। সাদিয়া -বাসার জুটির জয় হোক।❤️❤️❤️

  • @arfathasanabir4087
    @arfathasanabir4087 Год назад +3

    নাটক টা যারা অর্ধেক দেখে বাঝে কমেন্ট করতেছেন তাদের উচিত পুরো নাটক টা দেখার সত্যি খুবই ভালো হয়েছে নাটক টা ❤

  • @MYSTERYBOY-o3f
    @MYSTERYBOY-o3f 8 месяцев назад +4

    আমিও আছি বৃষ্টির অপেক্ষায়... 💙🌧️🖤☁🌸🌧️

  • @roksanaaktar7384
    @roksanaaktar7384 Год назад +4

    " ভালোবাসার জয় " অসময়ে ও বৃষ্টি হয়,,,,,,,,,💭💭। এতেই তো আত্মতৃপ্তি পাওয়া যায়!!!!
    আমার কাছে বৃষ্টি অনেক প্রিয়,,,❤
    অনেক সুন্দর করে সাজিয়েছে,অসাধারণ হয়েছে।

  • @sanjidaakther6408
    @sanjidaakther6408 Год назад +4

    খায়রুল বাসার আমার পছন্দের একজন ❤
    যাকে দেখলে খুব ভালো লাগে
    আর অভিনয়ে মন ভরে যায়🥰🥰

  • @Nasfikkhan2002
    @Nasfikkhan2002 Год назад +2

    খায়রুল বাসার আপাদের অভিনয় গুলা খুবই সুন্দর হয়।
    এই জুটি অভিনয় খুব সুন্দর হয়।
    কার কার ভালো লাগে Comment এ বলবেন!?

  • @RashidulIslamAjim
    @RashidulIslamAjim 9 месяцев назад +5

    নাটকের যে বাজনার সুর,,, ওই গান টা খুব ভালো লেগেছে

  • @sadiahasan2552
    @sadiahasan2552 Год назад +5

    অসম্ভব সাহিত্য বিজারিত নাটক। আমাকে মুগ্ধ করেছে শতোবার।

  • @DhakaKing-rw8rz
    @DhakaKing-rw8rz Год назад +3

    সেই দিনগুলো সত্যিই অসাধারণ ছিল,,
    এখন মানুষ গুলো কেমন জানি যান্ত্রিক। ‌

  • @mohammadsaimon2525
    @mohammadsaimon2525 Год назад +3

    খাইরুল বাসার আর সাদিয়া আয়মান এর অভিনয় আমার চোখের সেরা❤❤

  • @sornashova
    @sornashova Год назад +4

    Uff,,! Gan ta joosss,,,onk vlo lege gaan jdi gaaner xtra vdo thakto taile vlo hoto download kore nitam,,,🥰

  • @AKader28
    @AKader28 6 месяцев назад +2

    খাইরুল বাশারের কবিতা বলার ধরণ সত্যি অসাধারণ ❤

  • @MdMahabub-oh7ti
    @MdMahabub-oh7ti 7 месяцев назад +3

    অসাধারণ একটি নাটক ধন্যবাদ খায়রুল বাশার

  • @munnanirk-hossain9168
    @munnanirk-hossain9168 Год назад +4

    প্রেম ভালবাসা শুধু নাটক আর কল্পনাতেই সুন্দর।

    • @nasimalam1646
      @nasimalam1646 Год назад

      তা ঠিক তবে সেটা উপলব্ধি করার মত মনমানসিকতা ঠিকঠাক থাকে তাহলে আরেকটা মানুষের মিশে যেতে সময় লাগে না। যখন কেউ ভালোবাসার মধ্যে অর্থনৈতিক সার্থকতা খুজতে থাকে তখনি তার ভালোবাসা মিলিয়ে যায় যা সে টেরউ পায়না।

  • @omorahmmed1986
    @omorahmmed1986 Год назад +3

    ভালবাসা খুব সুন্দর যদি সাথের মানুষটা সঠিক মানুষ হয়😊

  • @mohammadshakil2451
    @mohammadshakil2451 Год назад +4

    সত্যি বলতে এই নাটকটা দেখার পরে ছোটবেলার কথা মনে পড়ে গেছে 😔ক্লাস 4 এ থাকাকালীন স্যারের সেই অংকের কথা স্কুল লাইফটা আসলেই অনেক আনন্দের যা চাইলেও কখনো ভুলতে পারব না 😢

    • @CrazyBoy-uf4mm
      @CrazyBoy-uf4mm Год назад +1

      To Natok dekhte ase eisob comment er mne ki vai 🥲
      Jaw school theika ghuira asoooo 💁‍♂️💁‍♂️

  • @SaifulIslam-tp1tr
    @SaifulIslam-tp1tr Год назад +3

    ভালোবাসার গল্প গুলো সত্যি অদ্ভুত সুন্দর হয়।শুনতে বোকা বোকা লাগে। ভালোবাসার মানুষ ছাড়া সবার কাছে এগুলো হাস্যকর মনে হয়🤩

  • @Alamin-lz8bl
    @Alamin-lz8bl Год назад +7

    তোমাকে পেয়ে গেলে এত সুন্দর গানটা শোনা হতো না প্রিয় স্মৃতি রেখে গেলাম যুগ যুগ ধরে মানুষ যখন এই গান শুনতে আসবে একটা লাইক দিবে ওই নোটিফিকেশনে আবারো গানটা শুনতে আসবো ❤❤

  • @Muhammad-c2s
    @Muhammad-c2s Год назад +3

    নাটক টা আমার অনেক ভালো লেগেছে। কারন এটা আমার জীবনের সাথে লেগে থাকা কাছের মানুষের কথা মনে করে দিয়েছে।

  • @babuishere
    @babuishere Год назад +5

    আগে ভাবতাম নাটক সিনেমার মতো এত প্রেম বাস্তব জীবনে থাকে না। তারে দেখার পর এখন মনে হয়, ভালোবাসা বাস্তবে বেশি সুন্দর।

    • @mhhridoy4259
      @mhhridoy4259 Год назад

      ha bhai vlobasha onkk besi sndr..
      Haraite diyen na haraya gele nijere ar kknoi khuje pbn na🙂

  • @bangladesh-ut2sh
    @bangladesh-ut2sh Год назад +3

    এমন প্রবাসীদের মতন
    আসবে আসবে বলে
    দিন গেল মাস গেল বছর গেল
    এলোনা না আমার সুখ 💔,,
    নাটকগুলি দেখার মতন
    মন ভরে যায়

  • @AlMamun-b5x
    @AlMamun-b5x 11 месяцев назад +4

    আয়মান সাদিয়া,আর খায়রুল বাসারের জুটিটা আমার অনেক ভালো লাগে।

    • @PrinceRakhi-th9tr
      @PrinceRakhi-th9tr 11 месяцев назад

      আয়মান সাদিয়া আর খাইরুল বাসারের নাটকগুলো খুবই সুন্দর।❤️😍

  • @_hemel_
    @_hemel_ Год назад +4

    Bah purai joss natok ..Basar vai onno kisu🥰🥰🥰

  • @SKOBYDULLAH-d9g
    @SKOBYDULLAH-d9g 10 месяцев назад +4

    আমার সব থেকে প্রিয় দুইজন অভিনেতা প্রথম নাম্বার ফজলুর রহমান বাবু
    দ্বিতীয় খাইরুল বাশার

  • @jibonergolpo325
    @jibonergolpo325 5 месяцев назад +6

    ভালোবাসা অনেক সুন্দর, যুদি মানুষ-টা সঠিক হয়। জীবন অনেক সুখের, যুদি সঙ্গী দায়িত্ব ও যত্নশীল হয়। কল্পনা আর বাস্তবতা এক না, এমন গল্প কাহিনী সিনেমার শুটিং মানায় বাস্তবে না।
    সত্যি কথা বলতে মেয়ে মানুষ কখনও পুরুষ কে ভালোবাসতে জানেনা।
    পুরুষের জীবনে সুখ আর শান্তি, মিথ্যা শব্দের ভালোবাসা নামক মায়া সেটা আছে টাকার মধ্যে।
    আমার এমন কমেন্ট দেখে অনেকের প্রশ্ন জাগতে পারে কেমন জানি একটা ক্ষোভ ছুড়ে দিয়েছি।
    আমার প্রশ্ন।
    ০১/ ভালোবাসা কী, ভালোবাসা কাকে বলে, ভালোবাসা বলতে কী বোঝায়।
    ০২/ ভালোবাসা দেখতে কেমন, ভালোবাসার রঙ কী।
    ০৩/ ভালোবাসা ঠান্ডা নাকি গরম, শক্ত নাকি নরম।
    প্রশ্ন ছাড়া উত্তর হয় না। মিথ্যা আবেগে ডুবে না থেকে ক্যারিয়ারে সময় দেও ভাই টাকা থাকলে এই জগতে শুধু ভালোবাসা না, কোন কিছুরই অভাব হয় না বর্তমানে জীবনে।

  • @MsSanti-zq4uc
    @MsSanti-zq4uc 8 месяцев назад +4

    Khairul basar & Sadiya aiman is the best juti☺️🥰

  • @prasantabhattacharya4653
    @prasantabhattacharya4653 Год назад +3

    সারাদিন অন্তত একটা বাংলাদেশের নাটক না দেখলে কি যেনো একটা অপূর্ণ থেকে যায়। এই জুটি ক্রমশঃ হৃদয়ে জায়গা করে নিয়েছে। আরো ভালো নায়কের অপেক্ষায় রইলাম।

    • @prasantabhattacharya4653
      @prasantabhattacharya4653 Год назад

      নাটক এর জায়গায় নায়ক হয়ে গেছে দুঃখিত।

  • @md.armanahmmad1893
    @md.armanahmmad1893 Год назад +4

    হে সেদিন আমাদের সময় ও বৃষ্টি হয়ে ছিলো বিজেছি দুইজনে ছিলো না ছাতা 😔 সে আমাকে বিজতে দেখে দিয়ে ছিলো তার গায়ের জড়িয়ে থাকা উড়না যেন আমি না বিজি। তারপর দুজনেই জড়িয়ে ছিলাম তার উড়নার ভিতরে। যেন আমরা না বিজি বৃষ্টিতে 💗 কিন্তু এখনো বৃষ্টি হয় কিন্তু আর বেজা হয় না দুজনার একসঙ্গে 😔 🖤

  • @farahjannat6956
    @farahjannat6956 Год назад +2

    চিঠির মাধ্যমে নিজের মনের মানুষের কাছে মনের কথাগুলো বলা এক অন্যরকম অনুভূতি🌸🤍

  • @mdrejon4266
    @mdrejon4266 Год назад +4

    খাইরুল বাসার মানেই বেতিক্রম গল্প

  • @MizanurRahman-j2f
    @MizanurRahman-j2f Год назад +5

    বৃষ্টি কি অসাধারণ না অপ্রয়জনে এসে ভিজিয়ে দেয় আর প্রয়জনে অপেক্ষায় থাকি

  • @shahiekram895
    @shahiekram895 Год назад +4

    খায়রুল বাসারের নাটক দেখলে প্রেম জেগে ওঠে ❤

    • @CrazyBoy-uf4mm
      @CrazyBoy-uf4mm Год назад +1

      Chiiiiih chi chi chi chele chele prem 🫢

  • @shaikhsumon8500
    @shaikhsumon8500 Год назад +3

    এটাই বাংলাদেশের নাটক। মানুষ হয়তো এই কারণেই বাংলাদেশের নাটক এত পছন্দ করে। আমার ভিতরের অনুভূতি টা বুঝাতে পারলে খুব ভালো লাগতো।

  • @বিদেশিKFC.4609
    @বিদেশিKFC.4609 Год назад +5

    মধ্য রাতে তোমার জন্য কান্না পায়,😢
    ভালোবাসার মানুষ টা আর আমার নাই..❤🌹😌

  • @mdjaedhd5273
    @mdjaedhd5273 Год назад +6

    সাদিয়া আয়মানের নাটক ভালো লাগে কারণ সে রুচিশীল কাপড় পড়ে নাটক করে

  • @bipulpatwary8460
    @bipulpatwary8460 Год назад +3

    খাইরুল বাশার মানে অস্তির নাটক, আর সাদিয়া আইমান তো পছন্দের নায়িকা, সব মিলিয়ে ব্রিলিয়ান্ট নাটক

  • @mdsarowar6632
    @mdsarowar6632 Год назад +4

    কিছু কিছু সময় দূরত্বের মাঝেও অনেক আনন্দ আছে আর কিছু কিছু সময় কারো জন্য অপেক্ষা করা এটাও একটা আনন্দের বিষয় আছে শুধু মাত্র প্রিয় মানুষটার জন্য আবার কিছু সময় কারো জন্য অযথা সময় নষ্ট কারা অপেক্ষা করে এটা কিন্তু একদরনের বোকামি এই জন্য বলা হয়েছে আমি যাকে পাবনা তার জন্য অপেক্ষা করা এটার নাম হলো বোকামি
    কথায় আছে কাছে না পেওউ যদি ভালোবাসা যায় তবে ভালোবেসেছি ❤
    অনুভবে যদি এতো কাছে পাওয়া যায় তবে প্রেমে পড়েছি ❤❤❤।।
    নতুন প্রজন্মের সেরা জুটি বাশার এবং আয়মান

  • @symonshadi4596
    @symonshadi4596 Год назад +8

    আমার মতো কেউ কি আছে মুভি না দেখে নাটক দেখেন

  • @tuhinali-g7v
    @tuhinali-g7v 11 месяцев назад +3

    এইডার নাটক যেইডাই দেখি হেইডাই ভালালাগে,মজা করলাম।আপনার সবগুলা নাটকিই ভালোলাগছে।ধন্যবাদ এতো সুন্দর মাধুর্য পূর্ণ নাটক উপহার দিবার জন্য ❤

  • @md.masumulhasan5216
    @md.masumulhasan5216 Год назад +2

    নাটকটি ভালো লেগেছে, আবারও পুরনো দিনে ফিরতে ইচ্ছে করে, কিন্তু সময়তো আর সেই সুযোগ দেয় না। ভালোবাসা গুলো ভালো থাকুক, আর বৃষ্টি নামুক অসময়ে।♥️♥️

  • @AkashAhmedNivrit
    @AkashAhmedNivrit Год назад +4

    ইদানীং নাটকের জন্য অপেক্ষা করার ব্যাপারটা একদমই কাজ করেনা, তবে আমি সার্চ করে করে খাইরুল বাসার এর নাটক দেখছি, তার কথা ভয়েস অভিনয় সব কিছু অসাধারন। আর এই নাটকএর জন্য ও অপেক্ষা করেছি, মনে হয় নাটক গুলো এক একটা কাব্য গ্রন্থ

  • @Mohammedwahed-rv4sg
    @Mohammedwahed-rv4sg 2 месяца назад +2

    খাইরুল বাশার খুব প্রিয় একজন মানুষ ✅

  • @rumachakraborty33
    @rumachakraborty33 Год назад +2

    খুবই সুন্দর নাটকটি। সাদিয়া আয়মান ও খাইরুল বাশার জুটির সব নাটকই দারুণ।
    কলকাতা থেকে বাংলাদেশ নাটকের নিয়মিত দর্শক

  • @Mirajvai-j6o
    @Mirajvai-j6o Год назад +3

    kairul basar ar natok mani মানসিক শান্তি 🖤🌿🤍

  • @mobarakdewansunny
    @mobarakdewansunny Год назад +2

    এত সুন্দর এবং অসাধারণ লাস্ট ফিনিশিং হবে আমি কখনোই কল্পনা করতে পারিনি।
    আসলে নাটকটা দেখে নিজেকে ইমোশনাল এর এত পর্যায়ে চলে গেছে চোখের পানি ধরে রাখতে পারলাম না।
    অসাধারণ লেগেছে নাটকটি। এই জুটি দুটির প্রিয় ফ্যান হয়ে গেলাম আমি।
    আমি তাদের অনেক নাটক দেখেছি ভালই লাগে। নাটক দেখে জীবনের বহু স্মৃতি মনে পড়ে গেল। অসাধারণ ছিল নাটকটি।

  • @srbabu931
    @srbabu931 Год назад +3

    বৃষ্টি আমার খুব পছন্দ ❤
    আমিও বৃষ্টির অপেক্ষায় রইলাম 😊

  • @nayanmodak471
    @nayanmodak471 Год назад +2

    অবশেষে তাহলে বৃষ্টি হলো আর তাদেরও দুটি মনের পরস্পর মিলিত হল🥰

  • @khandakertaher8283
    @khandakertaher8283 Год назад +3

    অনেক বৃষ্টি ঝড়ে তুমি এলে
    যেন এক মুঠো রুদ্রর
    আমার দো চোখ ভরে তুমি এলে
    অনেক বৃষ্টি ঝড়ে তুমি এলে
    যেন এক মুঠো রুদ্রর
    আমার দো চোখ ভরে তুমি এলে। অনেক বৃষ্টি ঝড়ে তুমি এলে
    কত বেদনার বিষন্ন মেঘে ভেসে ভেসে
    এলে তুমি অবশেষে ।
    কত বেদনার বিষন্ন মেঘে ভেসে ভেসে
    এলে তুমি অবশেষে ।
    তাই বাতায়নে ময়ূর এলো

  • @mahbubrahaman4802
    @mahbubrahaman4802 Год назад +1

    ইউটিউব এ আমি অনেক অনেক নাটক দেখি, বলতে পারেন নাটক পাগল, বেশিরভাগ টেনে টেনে দেখি...... কিন্তু এই নাটকটা সত্যি বেতিক্রম, টেনে দেখতে পারছি না, মনে হয় কি যেনো বাকি রয়ে গেলো !!!! অদ্ভুত ভালো লাগা নাটক।

  • @tanvirtech.
    @tanvirtech. Год назад +3

    মন ছুয়ে যাওয়ার মতো নাটক টা। আমার খুব পছন্দের অভিনয় শিল্পিরা ❤️

  • @Redoy767bithi
    @Redoy767bithi Год назад +1

    অন্যকে বোঝানোর থেকে, নিজেকে বুঝিয়ে নেওয়া অনেক সহজ!🤗
    - একটু বুঝতে শিখুন, জীবন সুন্দর.!🖤🥀

  • @Anisha-s2k
    @Anisha-s2k Год назад +3

    যারা ভালোবাসা বুজতে জানে তারা এই নাটকের মর্ম বুজবে আশা করি

  • @ayshasiddika4327
    @ayshasiddika4327 Год назад +1

    অবশেষে বৃষ্টি হলো,, এবং দুই মনের মিলন হল🥰

  • @noornobihossainrifat317
    @noornobihossainrifat317 Год назад +5

    নাটকটা এত সুন্দর যে বলার মত ভাষা আমার জানা নেই। তাছাড়া, প্রিয় দুজনের নাটক বলে কথা❤❤ এক কথায় অসাধারণ 💖💖

  • @Chotoporda
    @Chotoporda Год назад +2

    বাহ দারুন গল্প.................. খুব ভালো লেগেছে

  • @MissAsma-mz6mh
    @MissAsma-mz6mh Год назад +4

    সব মিলিয়ে অসাধারণ একটা নাটক

  • @sar8319
    @sar8319 Год назад +1

    অসম্ভব সুন্দর লাগে এই জুটিকে ❤