রাজশাহীর এই ভ্রমণ চিরদিন আমার স্মৃতির মণিকোঠায় স্থান করে নিয়েছে। মধুর আর অসাধারন সব স্মৃতির পাশে উজ্জ্বল হয়ে থাকবে আমার এবং আমাদের এই রাজশাহী ভ্রমণের ভিডিওটি। একদিকে অনেকদিন পর যেমন আমরা তিন স্কুলের বন্ধু একসাথে কোথাও ঘুরতে গেলাম অন্যদিকে ফারুক ভাইয়ের মত অসাধারন একজন মানুষকে আমরা কাছে পেয়ে ভুলেই গিয়েছিলাম আমাদের বয়সের পার্থক্য। আসলে মানুষের জীবন বড়ই বিচিত্র , চল্লিশ পেরুলেই যেন সবার বয়স একটা বেশ বড় ফ্রেমে বন্দী হয়ে যায় যেখানে আসলে অনেক কিছু শেয়ার করা যায় অনায়াসে । রাজশাহী আর পুঠিয়া ভ্রমণের সময় অনেক কাছ থেকে ফারুক ভাইকে দেখার সৌভাগ্য আমার হয়েছে , প্রতিটি বিষয়কে একজন ইউটিউবার হিসেবে তাঁর ফ্যানেদের কাছে তুলে ধরার জন্য যে sincerity, honesty, dedication তাঁর চরিত্রের মাঝে দেখেছি তা আসলেই অনুসরণযোগ্য এবং বিশেষ করে তার ফ্যানদের প্রতি তার committed থাকাটা আমাকে মুগ্ধ করেছে। শুধুমাত্র আমাদের মত ফ্যানদেরকে একটা সুন্দর ভোরের আলো অথবা গভীর রাতের চাঁদের আলো দেখাবার জন্য তার শত ক্লান্তি স্বত্তেও তিনি হাসিমুখে ভিডিও করেছেন। এই ছোট ছোট ঘটনাগুলো আমাকে নাড়া দিয়েছে। শুধু এটুকু বলব এই মেকি আর নেগেটিভ জগতে ফারুক ভাইদের মত পজেটিভ ইউটিউবারদের ফ্যান হতে পারাটা সৌভাগ্যর বিষয় ।
আসসালামু আলাইকুম ভাই। দুষ্ট যুবকের সাথে, আরও তিন যুবক মিলে পথে পথে এতো দুষ্টমি এখনও রাজশাহী পৌঁছাতে পারেননি।সত্যি অসাধারণ। মুরগির রান আপনার পছন্দ জানি খুব বেশি পছন্দ আজ বুঝতে পেরেছি। বনোলতা সেন যদি বেঁচে থাকতোও আপনাকে দেখে আজ পাগল হয়ে যেতো।ঘোড়ার গাড়ি তে আপনার গাওয়া গান মন ছুঁয়ে গেলো। আপনি আজও অনেক কে মামা বানিয়েছেন, কেউ বিশ্বাস কেরেছে কিনা জানিনা, প্রথম আমি ও বিশ্বাস করেছি রাজা রানির কফি এবং বার্গার খাওয়ার কথা। আমার ভূমিকম্প আতংক আছে। রাজবাড়ীর মাটির নিচে ডেবে যাওয়া বাড়ি গুলো দেখে আমার বার বার মনে হচ্ছে ভূমিকম্প হলো ছাদে যাওয়া উচিৎ। display ছবি টা সুন্দর কিন্তু আমার মনে হয় ছোট ফারুক আর অনেক বেশি sweet ছিলেন। অনেক ভালো থেকেন। Fiamanillah
আসসালামু আলাইকুম ভাই। সব মানুষ কিন্তু সবাই কে মামা বানাতে পারেনা, আপনাকে এতো বেশি পছন্দ করি যে, মাঝে মাঝে আপনি মজা করার জন্য বা দুষ্টমি করে কিছু বললেই সেটা আমার সত্যি মনে হয়। পরে বুঝতে পারি যে মজা করেছেন । আপনি একজন তরুণে চাইতে ও তরুণ। কারন একজন ২৫ বছরের ছেলে ও আপনার মতো এতো সুন্দর করে মজা করতে পারেনা।আশিক সাহেব বলছিলেন গাছের ছোট ছেলেটা ফারুক ভাই এর ছোট বেলা। আমি বলবো আমাদের ফারুক ভাই আর অনেক বেশি Sweet ছিলেন। আপনার রস খাওয়ার মগ টা অনেক সুন্দর। আপনার সাথে বাংলাদেশ দেখা হয়নি তো কি হয়েছে। ভালো বাসা আপনাকে যে প্রথম কমেন্টস করেছিলাম সেই রকমই আছে। অনেক ভালো থাকবেন দোয়া করি।
আমি বর্তমানে সত্তর বৎসর বয়স্ক ব্যাংগালোর নিবাসী বাংগালী।উত্তর বংগ আমার পূর্বপুরুষের দেশ এবং মাতৃভূমি।আমার কোনোদিন ঐদেশে যাওয়া বা দেখা হয় নাই।আমার জন্মের পাঁচ বছর আগে আমার বাবা উদ্বাস্তু হয়ে চলে আসতে বাধ্য হন,কিন্তু এই নাটোরের রাজবাড়ির বর্ননা বাবার কাছে শুনেছি আর আজ চোখে দেখলাম।অশ্রু সংবরণ করতে পারলাম না।ফারুক ভাই শত সহস্র ধন্যবাদ।
ভিডিওটি সমপূর্ন এখনো দেখা হয়নি কেবল শুরু করেছি , যা দেখছি , ফারুক ভাই সেই ছোট বেলাই ফিরে গ্যছেন .....মনে হচছে আমাদের জন্য সামনে অনেক আনন্দদায়ক কিছু অপেক্ষা করছে ...আপনার এতো রুপ ....কখনো ভোলায় পানি ভেংগে জীবনের ঝুকি নিয়ে মহীষের বাথান দেখতে যাওয়া , কখনো সিলেটের বিখ্যাত জায়গায় যেয়ে , দী্র্ঘ দিনের কুসংস্কারের বিরুধ্দে প্রতিবাদ করা , এখানে আপন মানুষ গনের সাথে ছোট বেলায় ফিরে যাওয়া , আসলে আমরা যা পারছিনা বয়সের কারনে হোক লোক লজজা বা সামাজিকতার কারনে , আপনি তা করে দেখাচ্ছেন . আপনার ভিতর দিয়ে যেন আমরা নিজেকে দেখছি , দোয়া করি মহান আল্লাহপাক আপনাকে অনেক অনেক হায়াত দান করুন , এই রকমই তরুন রাখুন এবং সুস্থ্য রাখুন ......
সালাম।আমার আপু যখন কলেজে পড়তেন তখন তার মুখে বনলতা সেন কবিতা শুনতে শুনতে আমারও মুখস্থ হয়ে গিয়েছিলো। এখনো কিছু মনে আছে। ধন্যবাদ আপনাকে স্মৃতি মনে করিয়ে দেওয়ার জন্য।
অসংখ্য ধন্যবাদ নাটোরের ঐতিহাসিক নিদর্শন সুন্দরভাবে পরিবেশনের জন্য। বনলতা সেন তো বটেই, রানী ভবানীও ছিলেন একজন মহিয়সী নারী। তিনি অর্ধবঙ্গেশ্বরী নামে পরিচিত। ঐতিহাসিক শহর নাটোরের পরতে পরতে রয়েছে নানা ঐতিহ্য। রয়েছে প্রাচীন ইতিহাস সম্বলিত জিনিস। যা ভ্রমণপ্রেমী মানুষকে মুগ্ধ করবেই। নাটোরের কাঁচাগোল্লাও বিখ্যাত। তবে কাঁচাগোল্লার স্বাদ আর আগের মত নেই। 🌹🌹
Such architectures are becoming increasingly difficult to find...হাজার বছর আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে( এই হচ্ছে বনলতা সেন ) সুন্দর ভিডিও দিলেন আঙ্কেল ❤❤
My mother Born there and I can feel the beauty of Bangladesh 🇧🇩 through your videos ..really such a beautiful place..I wish I could go there once .thanks a lot for making such beautiful videos..lots of love sir ..see you in newyork someday
আমার দেশের বাড়ি নাটোর, ছোটোবেলায় রানী ভবানীর বাড়ির কাছে ছিলো আমাদের বাসা, আপনার ভিডিওর মাধ্যমে আমার প্রিয় জায়গা গুলি দেখতে খুবই ভালো লাগে। এর আগে আল আইন থেকে ঘুরে গেলেন, এখন আবার নাটোর 🥰 আমার আপন জায়গাগুলি আপনার চোখ দিয়ে আবার নতুন করে দেখছি আর খুব খুব ভালো লাগছে 😊
Vhaia apna k onek thanks Rajshahi hawer jonno,bc apner vidio te nijer praner shohor ta k Singapore theke dekhte pabo,3years deshe jayna coroner jonno,apnara ato moja koreche khub vhalo laglo,apner rosh r boroi khawa dekhe khub miss kolam kobe khabo janina,apnak abao thanks,Rajshahi city dekher opekkhai thaklam,apner jonno doa r salam roilo.
Hello my dear dada/nomoskar. Only you can and your explain is very nice,awesome. I feel also lam with your journey. You have so Manny talent,you can talk,Sing and realy realy good bloggar. God bless you. 🙏🇧🇩❤️❤️❤️❤️
অনন্য অপূর্ব!শেষ হয়ে হইলো না শেষ ।রেশ তো রয়েই গেল।ইংরেজির অধ্যাপক জীবনানন্দ বেঁচে থাকলে বাংলা কবিতার ভান্ডারকে আরো সমৃদ্ধ করতে পারতেন।কবি অবশ্যই জানতেন বনলতা বাইজি ছিলেন।যার কাছে প্রশ্রয় পেত নাবিক সদৃশ্য মন,যে বা যারা বিগলিত হত বনলতার বিস্মিত দৃষ্টির কাছে।
Assalamualaikum ❤️ Faruk Bhai anak Bhalo laglo apnar madhamea natora rajbari dekhta palam anak Bhalo laglo apnader sabai kea Shanna bad Amader nababgong a anak jamider Bari asa jadi samoi karta Paran asben ?
Sorry probably I am getting more emotional and just trying to express what actually I am feeling now ..your videos are magical and instantly elevate our mood and put smile on face and help to recover from depression..
Salam dear Farook bhai & everyone else ! Hope you all are well! Loving this beautiful Vlog dear Farook bhai! You just passed our homeland, district Sirajgonj ! Couldn’t wait till the end! So good to see you all enjoying urselves! Pls be careful & safe dear bhai & everyone else!!!
Truly impressive .,love your work,involvement and dedication for your videos ..your narration,presentation,execution and videography is really impressive and mostly your videos are full of resources and we can get so much of information.we just not only enjoy or get peace of mind rather we can genuinely feel each every thing you try to illustrate through your video ..sometime feel like to get the same essence the way you show the places,people and cultures and nature ..it is true a good human being can reach anyone heart and won the love from everyone I think this is your biggest achievement and you truly deserve love and appreciation ..always best wishes for your health and for your channel
ফারুক ভাই আমি আপনার একজন ভক্ত। আপনি নাটোরের রাজ বাড়িতে গিয়ে ঘোড়ার গাড়ি ব্যাবহার করছেন।আপনারা তিন থেকে চারজন লোক ঘোড়ার গাড়িতে উঠলেন। একবারও ভেবে ছিলেন একটা নিরহ ঘোড়া মাটির রাস্তা দিয়ে কিভাবে কষ্ট করে গাড়ি টেনে নিয়েছে?ফারুক ভাই, আপনার কাছে আমাদের আকুল আবেদন, ঘোড়ার গাড়ি ও গরুর গাড়ি বন্ধে আপনি একটি ইউটিউব বানাবেন। ফারুক ভাই, আপনি অনেক মানুষের উপকার করেছেন ইউটিউবের মাধ্যমে।আশা করি, পশুর প্রতি দয়া ও মায়া জাগানো একটা ইউটিউব বানাবেন। সাথে এটাও দেখাবেন যারা ঘোড়ার গাড়ি ও গরুর গাড়ি চালায় তারা সারাজীবন গরীব থাকেন।
আঙ্কেল আপনি আমাদের এলাকায় এসেছিলেন তাও দেখা হলো না... আমার বাসা natore এ.. এখন পড়াশোনার জন্য রাজশাহী তে আছি... আগে জানলে একবার যেয়ে দেখা করে আসতাম....সামনে আমার মেডিকেল ভর্তি পরীক্ষা আঙ্কেল.. দোয়া করবেন যেন আব্বু আম্মুর স্বপ্নটা পূরণ করতে পারি.. এত কাছে এসেও দেখা করতে পারলাম না আঙ্কেল..পরীক্ষার জন্য এখন প্রতিদিন ভিডিও গুলো দেখতে পারি না.. আমার আর আমার আব্বুর আপনার সাথে দেখা করার খুব ইচ্ছা 😓
আসসালামু আলাইকুম স্যার। আল্লাহ ভালো রাখুন আপনাকে। স্যার বাংলাদেশের অনেক জায়গায় আপনি যান । যদি এমন করে ভাবতেন যে, মাঝে মধ্যে আপনার অগনিত ভক্তের মাঝে কাউকে বাছাই করে ব্লগ করার উদ্দেশ্য ঘুরতে নিলে খুবি ভালো লাগতো। স্যার একটু ভেবে দেখবেন ।
Walaikum assalam. That is an excellent idea. I have done it in the past. But not always possible. Specially when you don’t know that person. Thank you.
আলহামদুলিল্লাহ। স্যার, সত্যিই আমার আইডিয়াটা আপনার ভালো লাগছে? ওহ, আমি খুবি খুশি। এখন অপেক্ষা~~ কবে আইবে আমার পালারে♡♡♡♡♡♡♡♡♡ স্যার, দোয়া করবেন আমার জন্য।
Sir ajker vlog ta toh puro shei college days fun chhilo🤣🤣 Right from the khejur rosh khawa till the jhalmuri🤣🤣daruun daruun❤️❤️❤️ detailed comment korle ekta essay hoy jabey so I kept it short😆 Shobai ke many many thanks and please shobai khub bhalo thakben ❤️💕💕
রোজ ই তো বলি খুব ভালো লাগলো, খুব সুন্দর হয়েছে কিন্তু আজ বলছি আপনি এতো অপূর্ব vlog কি করে এবং কেন তৈরী করেন যে 40/45 minutes একেবারে television এর screen থেকে চোখ সরাতেই পারি না ? 😀
রাজশাহীর এই ভ্রমণ চিরদিন আমার স্মৃতির মণিকোঠায় স্থান করে নিয়েছে। মধুর আর অসাধারন সব স্মৃতির পাশে উজ্জ্বল হয়ে থাকবে আমার এবং আমাদের এই রাজশাহী ভ্রমণের ভিডিওটি। একদিকে অনেকদিন পর যেমন আমরা তিন স্কুলের বন্ধু একসাথে কোথাও ঘুরতে গেলাম অন্যদিকে ফারুক ভাইয়ের মত অসাধারন একজন মানুষকে আমরা কাছে পেয়ে ভুলেই গিয়েছিলাম আমাদের বয়সের পার্থক্য। আসলে মানুষের জীবন বড়ই বিচিত্র , চল্লিশ পেরুলেই যেন সবার বয়স একটা বেশ বড় ফ্রেমে বন্দী হয়ে যায় যেখানে আসলে অনেক কিছু শেয়ার করা যায় অনায়াসে । রাজশাহী আর পুঠিয়া ভ্রমণের সময় অনেক কাছ থেকে ফারুক ভাইকে দেখার সৌভাগ্য আমার হয়েছে , প্রতিটি বিষয়কে একজন ইউটিউবার হিসেবে তাঁর ফ্যানেদের কাছে তুলে ধরার জন্য যে sincerity, honesty, dedication তাঁর চরিত্রের মাঝে দেখেছি তা আসলেই অনুসরণযোগ্য এবং বিশেষ করে তার ফ্যানদের প্রতি তার committed থাকাটা আমাকে মুগ্ধ করেছে। শুধুমাত্র আমাদের মত ফ্যানদেরকে একটা সুন্দর ভোরের আলো অথবা গভীর রাতের চাঁদের আলো দেখাবার জন্য তার শত ক্লান্তি স্বত্তেও তিনি হাসিমুখে ভিডিও করেছেন। এই ছোট ছোট ঘটনাগুলো আমাকে নাড়া দিয়েছে। শুধু এটুকু বলব এই মেকি আর নেগেটিভ জগতে ফারুক ভাইদের মত পজেটিভ ইউটিউবারদের ফ্যান হতে পারাটা সৌভাগ্যর বিষয় ।
আমি কিন্তু তোমাকে ফ্যান হিসেবে দেখি না। আমার ভাই ও বন্ধু 💕🥰
@@AdventureTube21 আমি নিজেকে ভাগ্যবান এবং প্রাউড ফিল করছি। আলহামদুলিল্লাহ।
@@ashiquerup 💕💕🥰
ফারুক ভাই এর ভিডিও গুলো অসাধরণ।
আপনি অনেক ভালো মানুষ আসিক আংকেল,,,, শুভকামনা রইল
দেখিয়াও হয়নাই দেখা আমার বাংলাদেশের অপরুপ সৌন্দর্য । আপনি যেখানে যাচ্ছেন আৃমরাও উপভোগ করছি।অসাধারণ সুন্দর দৃশ্য। ধন্যবাদ।
Thank you
অনেক সুন্দর জমিদার বাড়ী। নাটোরের বনলতা সেন এর নাচ মহল দেখলাম সাথে ফাসির মন্চ। অসম।
🥰
খুব ভাল লাগল ব্লক টা।এত ঐতিহাসিক না জানা তথ্য জানতে পারলাম। ধন্যবাদ আপনাকে।
Welcome
এখানে আমিও গিয়েছিলাম....... খুব সুন্দর
রানী গ্রাম? ধন্যবাদ।
আসসালামু আলাইকুম ভাই। দুষ্ট যুবকের সাথে, আরও তিন যুবক মিলে পথে পথে এতো দুষ্টমি এখনও রাজশাহী পৌঁছাতে পারেননি।সত্যি অসাধারণ। মুরগির রান আপনার পছন্দ জানি খুব বেশি পছন্দ আজ বুঝতে পেরেছি। বনোলতা সেন যদি বেঁচে থাকতোও আপনাকে দেখে আজ পাগল হয়ে যেতো।ঘোড়ার গাড়ি তে আপনার গাওয়া গান মন ছুঁয়ে গেলো। আপনি আজও অনেক কে মামা বানিয়েছেন, কেউ বিশ্বাস কেরেছে কিনা জানিনা, প্রথম আমি ও বিশ্বাস করেছি রাজা রানির কফি এবং বার্গার খাওয়ার কথা। আমার ভূমিকম্প আতংক আছে। রাজবাড়ীর মাটির নিচে ডেবে যাওয়া বাড়ি গুলো দেখে আমার বার বার মনে হচ্ছে ভূমিকম্প হলো ছাদে যাওয়া উচিৎ। display ছবি টা সুন্দর কিন্তু আমার মনে হয় ছোট ফারুক আর অনেক বেশি sweet ছিলেন। অনেক ভালো থেকেন। Fiamanillah
Walaikum assalam. প্রথমে মামা বানিয়েছি মানে বুঝতে পারি নাই। পরে বুঝেছি 🤣🥰
অনেক ধন্যবাদ ভাই। Jajakallah Khairan.
আসসালামু আলাইকুম ভাই। সব মানুষ কিন্তু সবাই কে মামা বানাতে পারেনা, আপনাকে এতো বেশি পছন্দ করি যে, মাঝে মাঝে আপনি মজা করার জন্য বা দুষ্টমি করে কিছু বললেই সেটা আমার সত্যি মনে হয়। পরে বুঝতে পারি যে মজা করেছেন । আপনি একজন তরুণে চাইতে ও তরুণ। কারন একজন ২৫ বছরের ছেলে ও আপনার মতো এতো সুন্দর করে মজা করতে পারেনা।আশিক সাহেব বলছিলেন গাছের ছোট ছেলেটা ফারুক ভাই এর ছোট বেলা। আমি বলবো আমাদের ফারুক ভাই আর অনেক বেশি Sweet ছিলেন। আপনার রস খাওয়ার মগ টা অনেক সুন্দর। আপনার সাথে বাংলাদেশ দেখা হয়নি তো কি হয়েছে। ভালো বাসা আপনাকে যে প্রথম কমেন্টস করেছিলাম সেই রকমই আছে। অনেক ভালো থাকবেন দোয়া করি।
@@yesminamin9654 Walaikum assalam. Inshallah দেখা হবে একদিন। অনেক ধন্যবাদ ভাই। Jajakallah Khairan.
আমারও তাই মনে হয় ওখান থেকে রাজবাড়ীর মহিলারা নাচগান দেখতেন। ভালো লাগল আপনার সাথে এই প্রত্নতাত্ত্বিক স্থানে ঘুরতে ।ধন্যবাদ দাদা ।🙏💕
Thank you 😊
দারুন উপভোগ্য একটি ভিডিও ছিল।সবার আচরণ ছিল কিশোর দের মত।আপনারাও মজা করেছেন আমরাও অনেক মজা পেয়েছি।
Thank you 🥰
Uncle আপনি অসাধারণ একজন মজার মানুষ আপনাকে অসংখ্য ধণ্যবাদ এইরকম একটি ঐতিহাসিক রাজবাড়ির ভিডিও শেয়ার করার জন্য💖💖💖💖
Welcome dear
"আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন,আমারে দুদণ্ড শান্তি দিয়েছিলো নাটোরের বনলতা সেন"
Good Luck😊
Nice to see.
💕
আমি বর্তমানে সত্তর বৎসর বয়স্ক ব্যাংগালোর নিবাসী বাংগালী।উত্তর বংগ আমার পূর্বপুরুষের দেশ এবং মাতৃভূমি।আমার কোনোদিন ঐদেশে যাওয়া বা দেখা হয় নাই।আমার জন্মের পাঁচ বছর আগে আমার বাবা উদ্বাস্তু হয়ে চলে আসতে বাধ্য হন,কিন্তু এই নাটোরের রাজবাড়ির বর্ননা বাবার কাছে শুনেছি আর আজ চোখে দেখলাম।অশ্রু সংবরণ করতে পারলাম না।ফারুক ভাই শত সহস্র ধন্যবাদ।
My pleasure dear. Really glad to hear that you have enjoyed it 💕🥰
আপনার ভ্লগ ভালো লাগে। বান্দরবান নিয়ে আপনার কিছু ভ্লগ দেখতে চাই। আশা করি, পাহাড়ী জনপদ, খাবার এবং ঐতিহ্য নিয়ে বিস্তারিত কিছু জানতে পারবো আপনার ভ্লগের মাধ্যমে। ভালো এবং, সুস্থ থাকবেন।
I will try inshallah. Thank you dear
নাটোর রাজবাড়ীর কাছেই আমার বাড়ি। আমি এখন জেদ্দায় । অনেকদিন পরে নিজের এলাকা দেখে খুবই ভাল লাগলো।
Thank you
আমার মা যশোরে ছিলেন, ওনার কাছে নাটোরের কথা অনেক শুনেছি। আপনার দৌলতে নাটোরের রাজবাড়ী দেখতে পেয়ে খুব ভাল লাগল।
🥰
ভিডিওটি সমপূর্ন এখনো দেখা হয়নি কেবল শুরু করেছি , যা দেখছি , ফারুক ভাই সেই ছোট বেলাই ফিরে গ্যছেন .....মনে হচছে আমাদের জন্য সামনে অনেক আনন্দদায়ক কিছু অপেক্ষা করছে ...আপনার এতো রুপ ....কখনো ভোলায় পানি ভেংগে জীবনের ঝুকি নিয়ে মহীষের বাথান দেখতে যাওয়া , কখনো সিলেটের বিখ্যাত জায়গায় যেয়ে , দী্র্ঘ দিনের কুসংস্কারের বিরুধ্দে প্রতিবাদ করা , এখানে আপন মানুষ গনের সাথে ছোট বেলায় ফিরে যাওয়া , আসলে আমরা যা পারছিনা বয়সের কারনে হোক লোক লজজা বা সামাজিকতার কারনে , আপনি তা করে দেখাচ্ছেন . আপনার ভিতর দিয়ে যেন আমরা নিজেকে দেখছি , দোয়া করি মহান আল্লাহপাক আপনাকে অনেক অনেক হায়াত দান করুন , এই রকমই তরুন রাখুন এবং সুস্থ্য রাখুন ......
অনেক ধন্যবাদ ভাই। দোয়া করি ভাল থাকুন। 💕🥰
আসসালামু আলাইকুম ভাই। নাটোরের বনলতা সেন শুধু গানে আর কবিতায় শুনছিলাম আজ আপনার মাধ্যমে উপভোগ করলাম যেন স্বচক্ষে দেখলাম। হাজারো স্মৃতির নাটোরের রাজবাড়ী। খুব ভালো লাগলো। ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
Walaikum assalam. অনেক ধন্যবাদ ভাই। ভাল থাকুন সবাই। 🥰💕
সালাম।আমার আপু যখন কলেজে পড়তেন তখন তার মুখে বনলতা সেন কবিতা শুনতে শুনতে আমারও মুখস্থ হয়ে গিয়েছিলো। এখনো কিছু মনে আছে। ধন্যবাদ আপনাকে স্মৃতি মনে করিয়ে দেওয়ার জন্য।
Walaikum assalam. Thank you dear
Darun natorer bonolota sen rajbari,,,khejur ros ,,,boroy ,,,darun ,,chumki cholese ganti darun,,,sobay k ovinondon janay
Thank you 😊
Onek valo laglo...apnar sathe amio enjoy korlam.
🥰
অসংখ্য ধন্যবাদ নাটোরের ঐতিহাসিক নিদর্শন সুন্দরভাবে পরিবেশনের জন্য। বনলতা সেন তো বটেই, রানী ভবানীও ছিলেন একজন মহিয়সী নারী। তিনি অর্ধবঙ্গেশ্বরী নামে পরিচিত। ঐতিহাসিক শহর নাটোরের পরতে পরতে রয়েছে নানা ঐতিহ্য। রয়েছে প্রাচীন ইতিহাস সম্বলিত জিনিস। যা ভ্রমণপ্রেমী মানুষকে মুগ্ধ করবেই। নাটোরের কাঁচাগোল্লাও বিখ্যাত। তবে কাঁচাগোল্লার স্বাদ আর আগের মত নেই। 🌹🌹
Welcome dear
অনেক ভালো লাগলো ভিডিওটি। এতো দিন শুধু পড়েছি " বনলতা সেন" আজ আপনার মাধ্যমে দেখতে পেলাম সেই বনলতা সেন কে। খুব এনজয় করলাম ভাই। ধন্যবাদ।
Welcome dear brother 🥰
Such architectures are becoming increasingly difficult to find...হাজার বছর আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে( এই হচ্ছে বনলতা সেন ) সুন্দর ভিডিও দিলেন আঙ্কেল ❤❤
Thank you
আমার মা যশোরে ছিলেন,মায়ের কাছে নাটোরের কথা অনেক শুনেছি।আপনার দৌলতে নাটোরের রাজবাড়ী দেখে খুব আনন্দ পেলাম।
💕🥰
আমার মা যশোরে ছিলন,ওনার কাছে নাটোরের অনেক কথা শুনেছি।আজ আপনার দৌলতে নাটোরের রাজবাড়ী দেখতে পেয়ে খুব ভাল লাগল।
💕
My mother Born there and I can feel the beauty of Bangladesh 🇧🇩 through your videos ..really such a beautiful place..I wish I could go there once .thanks a lot for making such beautiful videos..lots of love sir ..see you in newyork someday
You are welcome to visit Bangladesh anytime dear. I am sure you will enjoy it 💕
খুব ভালো লাগলো। অনেক নতুন তথ্য জানতে পারলাম। পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম।
Thank you
Assalamoalikum, lots of thanks for কাঠ বেলী ফুল। এই ফুল টা আমার অনেক পছন্দের।
💕
I like the way you enjoy every seconds of life that It reminds us of childhood memories. Mind blowing.
Thank you
আংকেল আমার শহরে আপনাকে দেখে অনেক ভালো লাগলো। নাটোর ❤️
Thank you
অভিনন্দন রইল ভাই, আমাদের প্রাণের শহর নাটোরে কেমন লাগলো জানাবেন। ভাই উত্তরা গণভবনে আবশ্যাই যাবেন।
Thank you dear
দেখা হয় নাই চক্ষু মেলিয়,ঘর হতে শুধু দুই পা ফেলিয়া…....আসসালামু আলাইকুম ভাইয়া,অনেক ভালো লাগল আপনাদের enjoy,journey. দোয়া করি ভালো থাকবেন।
Thank you dear
আমার দেশের বাড়ি নাটোর, ছোটোবেলায় রানী ভবানীর বাড়ির কাছে ছিলো আমাদের বাসা, আপনার ভিডিওর মাধ্যমে আমার প্রিয় জায়গা গুলি দেখতে খুবই ভালো লাগে। এর আগে আল আইন থেকে ঘুরে গেলেন, এখন আবার নাটোর 🥰 আমার আপন জায়গাগুলি আপনার চোখ দিয়ে আবার নতুন করে দেখছি আর খুব খুব ভালো লাগছে 😊
আপনার সাথে কি আল আইনে দেখা হয়েছিল? অনেক ধন্যবাদ ভাই। দোয়া করি ভাল থাকুন। 💕
ওয়ালাইকুম আস সালাম।
ভালো লাগার মতো একটি ভ্লগ। 👌👍💐
💕
আঙ্কেল আপনি আজ অনেক মজা করলেন খুব ভালো লাগলো❤️
Thank you
Anek ajana jinis dekhlam khub valo laglo
Thank you
নাটোরের রাজবাড়ী শুধু আপনারা ৪জন দেখছেননা, মনে হচ্ছে আমি ও আমার আম্মাও ঘুরে বেড়াচ্ছি, খুবই ভালো লাগছে, আপনা ক্যামেরার কাজ খুব সুন্দর
Thank you dear 🥰💕
Very nice vlog Faruk Bhai. May I please request you to make a vlog about Pabna Mental hospital? I am sure many audiences will enjoy it. Thanks again.
Welcome dear
কি অসাধারণ অপূর্ব আমাদের দেশ!
Alhamdulillah
কেমন আছেন আংকেল আশা করি ভালো। বেশ ভালোই ভ্রমণ করেছেন।প্লিজ আংকেল নাটোরের কাচাঁগোল্লা ট্রাই করবেন।
Alhamdulillah dear. Next video you will see kacha gulla. Thank you.
Vhaia apna k onek thanks Rajshahi hawer jonno,bc apner vidio te nijer praner shohor ta k Singapore theke dekhte pabo,3years deshe jayna coroner jonno,apnara ato moja koreche khub vhalo laglo,apner rosh r boroi khawa dekhe khub miss kolam kobe khabo janina,apnak abao thanks,Rajshahi city dekher opekkhai thaklam,apner jonno doa r salam roilo.
Walaikum assalam. Many thanks dear. 💕
Salam brother thank you for the wonderful adventure. We appreciate for your time. Be safe
Thank you
উত্তরবঙ্গ নাটোর আমাদের বনলতা সেন, খুবই ভালো লেগেছে আপনি যে আমাদের নাটোর শহরে গেছেন খুব ভালো লেগেছে আমার বাড়ি নাটোর কানাইখালি তে ।
🥰
Nice onek onek dua roylo.valo teko allah hafez.
Jajakallah Khairan
Bangladesh
Miss u 💖
Thanks uncle 🙂
Love from South Africa 🇿🇦
Welcome dear
Assalamualikum vai. Khub valo laglo. Apnader anando deke.
Walaikum assalam. Thank you dear
Hello my dear dada/nomoskar. Only you can and your explain is very nice,awesome. I feel also lam with your journey. You have so Manny talent,you can talk,Sing and realy realy good bloggar. God bless you. 🙏🇧🇩❤️❤️❤️❤️
Thank you dear 💕
It's Just Amazing ....
🥰
অনন্য অপূর্ব!শেষ হয়ে হইলো না শেষ ।রেশ তো রয়েই গেল।ইংরেজির অধ্যাপক জীবনানন্দ বেঁচে থাকলে বাংলা কবিতার ভান্ডারকে আরো সমৃদ্ধ করতে পারতেন।কবি অবশ্যই জানতেন বনলতা বাইজি ছিলেন।যার কাছে প্রশ্রয় পেত নাবিক সদৃশ্য মন,যে বা যারা বিগলিত হত বনলতার বিস্মিত দৃষ্টির কাছে।
🥰💕
নাটোরে ভ্রমণের জন্য ধন্যবাদ। নাটোর থেকে বলছি, দেখা করার ইচ্ছে ছিলো অনেক কিন্তু দেখা হলো না
💕
ভ্লগগুলি বড় হয় বলেই দেখতে ভাল লাগে 🕶️
💕
Anek dhannyabad.
Asab jaiga ki kono din jete parbo ?
Dekhekhushi holam.
Welcome dear
Sottei dada aisob palace e gele kirokom sihoron hoy koto kichu ojana kotha lukiye acche ke jane? Ganta osadharon chilo. Sobsomoyer moto bhison enjoy korlam
অনেক ধন্যবাদ বোন। 💕
Assalamualaikum ❤️
Faruk Bhai anak Bhalo laglo apnar madhamea natora rajbari dekhta palam anak Bhalo laglo apnader sabai kea Shanna bad
Amader nababgong a anak jamider Bari asa jadi samoi karta Paran asben ?
Walaikum assalam. Inshallah we will. Thank you dear
Thanks for sharing Love from Mumbai
🥰
ভিডিও টি দেখতে শোরো করলাম ,
Enjoy
ছোট বেলার ফারুখ ভাই এর রস খাওয়া অনেক ভালো লাগলো ইস রাস্তার পাশে বড়ই ঝালমুড়ি নাটোরে বনলতা সেন ঘোড়ার গাড়ি সবইতো ভালো লাগার কোনটা রেখে কোনটা বলব
🥰💕
Boraborer moto i nice blog 😊 ☺ enjoyable.
Thank you
অসাধারণ ফারুক ভাই।
Thank you
Sorry probably I am getting more emotional and just trying to express what actually I am feeling now ..your videos are magical and instantly elevate our mood and put smile on face and help to recover from depression..
No problem dear. Thank you 💕
Mr.MAF you r lucky to be a Bangladeshi.Amazing great country.
Alhamdulillah
আনকেল আপনার ভিডিওগুলা দেখে মনে অনেক প্রশান্তি আসে।
🥰
অনেক ভালো লাগলো ভিডিও টা সার আমি বাড়ি নাটোরে
Thank you 🥰
Salam dear Farook bhai & everyone else ! Hope you all are well! Loving this beautiful Vlog dear Farook bhai! You just passed our homeland, district Sirajgonj ! Couldn’t wait till the end!
So good to see you all enjoying urselves! Pls be careful & safe dear bhai & everyone else!!!
I'm
Walaikum assalam. Inshallah next tour we will go to Shirajgonj. I think you will like it. Thank you dear.
@@AdventureTube21 Pleasure dear Farook bhai! Shahzadpur, Sirajganj is my homeland/birthplace!
ভাই আপনার মজা দেখে আমার আবার দেশে যেতে ইচ্ছে করছে
🥰💕
Salam and thanks brother it’s our Bangladesh very nice video made more video please
Walaikum assalam. Inshallah dear. Thank you.
Apnar sathe ekta trip dewar onek eccha.enjoy your trip
কোথায় যেতে চান?
আপনার ভিডিও দেখে বাংলাদেশ ঘুরতে যাওয়ার ইচ্ছে হচ্ছে । জানিনা কতটুকু সফল হব ।
💕
ভাইয়া সালাম নিবেন। নাটোরের বনলতা সেন আপনাকে খেজুরের রস খাওয়ালো। সেই ই আপনার প্রেমে পড়লো।
Walaikum assalam. 🥰💕
@ ..wow .. nice .. so nice.. enjoy ..
💕
Truly impressive .,love your work,involvement and dedication for your videos ..your narration,presentation,execution and videography is really impressive and mostly your videos are full of resources and we can get so much of information.we just not only enjoy or get peace of mind rather we can genuinely feel each every thing you try to illustrate through your video ..sometime feel like to get the same essence the way you show the places,people and cultures and nature ..it is true a good human being can reach anyone heart and won the love from everyone I think this is your biggest achievement and you truly deserve love and appreciation ..always best wishes for your health and for your channel
You are correct 💯 dear. My biggest achievement in life is earning love of you and many of my followers. Thank you 🥰
আপনার ভিডিওগুলো দেখলে মনে হয় না যে মোবাইলে দেখছি। মনে হয় আমিও সেখানে চলে গিয়েছি।
💕
mashallah awesome video thanks.
Welcome
Assalamu Alaikum dear uncle. Oshadharon, onek dekhar iccha cilo natorer Rajbari aj apnar vlog er maddhome dekhe nilam 🌈😍💫😘🌟. Amar mone akta question ase "Bonolota Sen" name asolei keu cilo naki ata kalponik???? Valo thakben ❤️💚❤️💚
Walaikum assalam. বনলতা সেনের ব্যাপারটা আমি নিশ্চিত না। ধন্যবাদ।
ফারুক ভাই
আমি আপনার একজন ভক্ত। আপনি নাটোরের রাজ বাড়িতে গিয়ে ঘোড়ার গাড়ি ব্যাবহার করছেন।আপনারা তিন থেকে চারজন লোক ঘোড়ার গাড়িতে উঠলেন। একবারও ভেবে ছিলেন একটা নিরহ ঘোড়া মাটির রাস্তা দিয়ে কিভাবে কষ্ট করে গাড়ি টেনে নিয়েছে?ফারুক ভাই, আপনার কাছে আমাদের আকুল আবেদন, ঘোড়ার গাড়ি ও গরুর গাড়ি বন্ধে আপনি একটি ইউটিউব বানাবেন। ফারুক ভাই, আপনি অনেক মানুষের উপকার করেছেন ইউটিউবের মাধ্যমে।আশা করি, পশুর প্রতি দয়া ও মায়া জাগানো একটা ইউটিউব বানাবেন। সাথে এটাও দেখাবেন যারা ঘোড়ার গাড়ি ও গরুর গাড়ি চালায় তারা সারাজীবন গরীব থাকেন।
নিরিহ ৬০ বছর বয়সের বৃদ্ধ রিক্সা টানে, ইট ভাংগে পেটের তাগিদে তাদের জন্য কিছু করেছেন কখনো? ধন্যবাদ।
Hi sir.. i have been seen all ur episode. Nice 👍 interesting 🤩
Thank you dear
অসাধারণ লেগেছে
🥰
আঙ্কেল আপনি আমাদের এলাকায় এসেছিলেন তাও দেখা হলো না... আমার বাসা natore এ.. এখন পড়াশোনার জন্য রাজশাহী তে আছি... আগে জানলে একবার যেয়ে দেখা করে আসতাম....সামনে আমার মেডিকেল ভর্তি পরীক্ষা আঙ্কেল.. দোয়া করবেন যেন আব্বু আম্মুর স্বপ্নটা পূরণ করতে পারি.. এত কাছে এসেও দেখা করতে পারলাম না আঙ্কেল..পরীক্ষার জন্য এখন প্রতিদিন ভিডিও গুলো দেখতে পারি না.. আমার আর আমার আব্বুর আপনার সাথে দেখা করার খুব ইচ্ছা 😓
অনেক দোয়া রইল আংকেল। Please convey my Salam to your parents. 💕
Just watched from a bunker, love from Ukraine. Pray for us pls🙏🙏
Be safe dear. 🥰💕
আসসালামু আলাইকুম স্যার। আল্লাহ ভালো রাখুন আপনাকে। স্যার বাংলাদেশের অনেক জায়গায় আপনি যান । যদি এমন করে ভাবতেন যে, মাঝে মধ্যে আপনার অগনিত ভক্তের মাঝে কাউকে বাছাই করে ব্লগ করার উদ্দেশ্য ঘুরতে নিলে খুবি ভালো লাগতো। স্যার একটু ভেবে দেখবেন ।
Walaikum assalam. That is an excellent idea. I have done it in the past. But not always possible. Specially when you don’t know that person. Thank you.
আলহামদুলিল্লাহ। স্যার, সত্যিই আমার আইডিয়াটা আপনার ভালো লাগছে? ওহ, আমি খুবি খুশি। এখন অপেক্ষা~~ কবে আইবে আমার পালারে♡♡♡♡♡♡♡♡♡ স্যার, দোয়া করবেন আমার জন্য।
@@আসময়7524 🥰💕
awesome video uncle
Thank you
Sir ajker vlog ta toh puro shei college days fun chhilo🤣🤣 Right from the khejur rosh khawa till the jhalmuri🤣🤣daruun daruun❤️❤️❤️ detailed comment korle ekta essay hoy jabey so I kept it short😆
Shobai ke many many thanks and please shobai khub bhalo thakben ❤️💕💕
My pleasure dear. Thank you 💕
Welcome Sir,my pleasure ❤️💕💕
My city Natore. Thanks for visiting.
Welcome
MP from Nator two, his family live here in same neighbourhood that we are.
💕
দেখলাম বন্ধু মানিকগঞ্জ সদর থেকে
🥰
Yes you are correct about King and Queens Entertanment. that chember blongs to the queen
Thank you 💕
Dada.... kolkata theke bolchi....apnar anondo dekhe mone hochche apni ekhono college ei achen...bhison enjoy korchi apnar ei bhromon... 😃..bhalo thakben 🙏🙏
Glad to hear that dear. Thank you.
Nice ❤️❤️❤️❤️❤️ Dibrugarh, Assam, India
💕
খুব সুন্দর
🥰
আংকেল কোন ক্যামেরা দিয়ে ভিডিও করেন জানাবেন পিলিজ
Sony a7c & iPhone 13 pro. Thank you.
Onek enjoy korlam
Thank you 😊
Enjoy korchi ❤️❤️
🥰
আংকেল আমেরিকা যাওয়ার আগে আমাদের রাংগামাটি আসবেন।।।
Next time inshallah dear. Thank you
Thank you bhi onk sundor
Welcome
vlo laglo vhi
🥰
Khub miss korci Bangladesh k
💕
Benukhalir akta vlog koiren plz..from Narayananj. Apnr gram benukhalite amader relative ache.amr choto fupor bari.benukhalite er agy jokhon geachilen tokhon dekhechilam..onk porano vdo oita.amr jaben aibr asa kori
Next time inshallah. Thank you.
রোজ ই তো বলি খুব ভালো লাগলো, খুব সুন্দর হয়েছে কিন্তু আজ বলছি আপনি এতো অপূর্ব vlog কি করে এবং কেন তৈরী করেন যে 40/45 minutes একেবারে television এর screen থেকে চোখ সরাতেই পারি না ? 😀
এত ভাল লেগেছে যেনে খুউব খুশী হয়েছি। ধন্যবাদ 🥰💕
Nice vloge.
Thank you
Excellent.
🥰
বনলতা সেন আসলে কবির কল্পনা। কিন্তু নাটোরে বনলতা সেন এবং কবি জীবনানন্দ দাশকে নিয়ে তিনটি কাহিনী প্রচোলিত আছে।
🥰