আপনার উপস্থাপনা বরাবরই প্রশংসার দাবি রাখে। আপনার বেশির ভাগ ডকুমেন্টারি আমার কাছে অসাধারণ লাগে।বিশেষ করে ইতিহাসের সাক্ষী হয়ে আছে এমন স্থান গুলোকে আপনার সঞ্চালনার মাধ্যমে এমনভাবে ফুটিয়ে তোলেন যেন ইতিহাস নয়,বরং ইতিহাস হয়ে রয়ে যাওয়া সেই সময়ের দৃশ্যগুলোকে স্বচক্ষে দর্শন করছি।আজ থেকে ১৪বছর আগে এই উত্তরা গণভবনে এবং রানী ভবানীর রাজপ্রাসাদে যাওয়ার সৌভাগ্য হয়েছিল।তখন স্বচক্ষে দেখেছিলাম বটে,তবে নিজের বয়সের অপরিপক্কতার কারণে প্রাসাদের পরদে পরদে সুখ- দুঃখের সাথে জড়ানো যে বেদনাদায়ক ইতিহাস রয়েছে সেটি সম্পর্কে জানতে পারিনি।আহা!সেই সময়ে নিশ্চয়ই, কতো জৌলুশ আর দাম্ভিকতা ছিল তার সকলই আজ ইতিহাসের পাতায় সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে।নেই শুধু সেই সময়ের মানুষগুলো।এভাবেই যুগের পর যুগ যাবে কত প্রজন্ম এমন ইতিহাস হয়ে থাকবে।অথচ আমরা এই ক্ষণিকের সময়টাতে কত মানুষের কষ্টের কারণ হই।নিজের মতবাদকে অন্যের উপর চাপিয়ে তা বাস্তবায়ন করার চেষ্টা করি।আমরা আসলে ইতিহাস মনে রাখিনা যার কারণে বারংবারই শুধু নিজের ভালোলাগা মন্দলাগার বিষয়কে বেশি প্রাধান্য দেই।আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর ডকুমেন্টোরী আমাদের উপহার দেয়ার জন্য।
বাহ্! তথ্যপূর্ণ একটি ডকুমেন্টারী দেখলাম। যে মুহুর্তেই বিভিন্ন প্রশ্ন মনে হয়েছে তার প্রত্যেকটির রেফারেন্স দিয়ে যুক্ত করেছেন। ঐতিহাসিক ডকুমেন্টারি তৈরির পুর্বশর্ত হল তথ্য সংযোজন। রাজকুমারীর ডায়েরী থেকে যে রেফারেন্সগুলো দিলেন আর শেষটা যেভাবে শেষ করলেন সত্যিই অসাধারণ। আমার ধারনা এই ডকুমেন্টারী দেখার পর অনেকেই স্থানটিতে যাবার ইচ্ছে প্রকাশ করবেন। ইতিহাসের প্রতি সত্যিকারের নেশা, পিপাসা থাকলেই কেবল এমন পুঙ্খানুপুঙ্খ তথ্য দিয়ে ডকুমেন্টারী নির্মাণ করা যায়। অনেক শুভকামনা।
আমাদের নাটোর। কত স্মৃতি আছে এই রাজ বাড়িতে।কত বার যে গিয়েছি তার হিসেব নেই। প্রধান প্যালেসের ভিতর বহু ঢুকেছি।আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের নাটোরের রাজবাড়ী কে উপস্থাপন করার জন্য। যদি ঘড়ি ঘরে যেতেন আরো অবাক হতেন।আর অনুমতি নিয়ে যদি প্যালেসের ভিতর ও বাহির দেখাতেন আরো আকর্ষনীয় হত।
আমার বাড়ি নাটোরে,, একটা সময় অনেক বার গিয়েছি উত্তরা গণভবনে।কিন্তুু প্রবাসে থাকায় ওই দিনগুলি যেমন অনেক মিস করি,তেমন আমার প্রানের শহর টাকেও। আবারও অনেক দিন পারে আপনার ভিডিও র মাধ্যমে আজকে আবারও দেখলাম। আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় ভাই জান ❤ ইনশাআল্লাহ দেশে আসলে আবারও দেখা হবে,,, ভবন,,, গুলোর সাথে।
ধন্যবাদ জুবায়ের ভাই ❤ আপনার উপস্থাপনা প্রসংসার দাবিদার❤ আমি নাটোর সদরে থাকি। আমার বাসা থেকে উত্তরা গণভবনের দুরুত্ব মাত্র ৬ কিলোমিটার।। আপনার জন্য শুভকামনা রইলো ❤❤❤
নবাব সিরাজুদ্দৌলা কলেজ থেকে এইচএসসি পড়ার সুবাদে ২ বছর নাটোর থেকেছি। বেশ কয়েকবার গণভবনে গিয়েছি। বহুদিন পর চেনা জায়গার এমম সুন্দর উপস্থাপনা দেখে ভালো লাগলো। ধন্যবাদ।
আপনার উপস্থাপনা গুলো অনেক অনেক ভালো লাগে ভাই এবং অনেক অজানা ইতিহাস জানতে পারি খুব ভালো লাগে ধন্যবাদ আপনাকে আমাদেরকে এত সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য।
Awesome Dear brother ❤ Great Observations Bhai 👊 I feel for the History of Shiekh Mujibur Rahman He Gave us Independence Even though people Dont Have Respect. If you damage Things that will be Our Loss of our Countrys History ❤
@@bengaldiscovery ধন্যবাদ। আপনি ++!! নিদারুণ!! ++ শব্দটি যে অর্থে বহু ভিডিওতে ব্যবহার করছেন, তা সম্ভবত ত্রুটি পুর্ন।। কেননা নিদারুণ শব্দটি বেদনা প্রকাশ অর্থে ব্যবহত হয়। আপনি জ্ঞ্যানি বিদ্যান। আমার ভুল হলে ক্ষমা করবেন প্লিজ।
What a bumeautiful place thank you for th7 video this should promote as part of Bangladesh Bromon there can be lot of tourist native and foreign and should be good transport link
Assalam Assalam Mubarakbad Mubarakbad Jonab Zubair Al Mahmoud for your very interactive and informative and heart touching rare video and am very impressed to see all the amazing descriptions you gave us to know the golden age history of our beloved Bangladesh May the Almighty Allah bless you and your family in continued due Iman peace and happiness. Amin. Ahsan Florida USA
ভাইয়া আমার আম্মু আপনার অনেক বড় ফ্যান আপনার সব ভিডিও দেখে আম্মু আপনার ভিডিও দেখে ভারতের তাজমহল এবং জামা মসজিদের ঘুরতে গেছিলো আপনার অনেক বড় ফ্যান প্লিজ রিপ্লাই দিবেন আমার আম্মু জন্য ❤
@bengaldiscovery আমার আম্মুর খুব শখ আপনার সাথে একটু ইন্ডিয়ায় ঘুরে দেখবে কিংবা একটু দেখা করবে আপনি ইন্ডিয়া কোথায় থাকেন একটু বলবেন ভাই আপনার কি ফেসবুক পেজ আছে
আপনার উপস্থাপনা বরাবরই প্রশংসার দাবি রাখে। আপনার বেশির ভাগ ডকুমেন্টারি আমার কাছে অসাধারণ লাগে।বিশেষ করে ইতিহাসের সাক্ষী হয়ে আছে এমন স্থান গুলোকে আপনার সঞ্চালনার মাধ্যমে এমনভাবে ফুটিয়ে তোলেন যেন ইতিহাস নয়,বরং ইতিহাস হয়ে রয়ে যাওয়া সেই সময়ের দৃশ্যগুলোকে স্বচক্ষে দর্শন করছি।আজ থেকে ১৪বছর আগে এই উত্তরা গণভবনে এবং রানী ভবানীর রাজপ্রাসাদে যাওয়ার সৌভাগ্য হয়েছিল।তখন স্বচক্ষে দেখেছিলাম বটে,তবে নিজের বয়সের অপরিপক্কতার কারণে প্রাসাদের পরদে পরদে সুখ- দুঃখের সাথে জড়ানো যে বেদনাদায়ক ইতিহাস রয়েছে সেটি সম্পর্কে জানতে পারিনি।আহা!সেই সময়ে নিশ্চয়ই, কতো জৌলুশ আর দাম্ভিকতা ছিল তার সকলই আজ ইতিহাসের পাতায় সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে।নেই শুধু সেই সময়ের মানুষগুলো।এভাবেই যুগের পর যুগ যাবে কত প্রজন্ম এমন ইতিহাস হয়ে থাকবে।অথচ আমরা এই ক্ষণিকের সময়টাতে কত মানুষের কষ্টের কারণ হই।নিজের মতবাদকে অন্যের উপর চাপিয়ে তা বাস্তবায়ন করার চেষ্টা করি।আমরা আসলে ইতিহাস মনে রাখিনা যার কারণে বারংবারই শুধু নিজের ভালোলাগা মন্দলাগার বিষয়কে বেশি প্রাধান্য দেই।আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর ডকুমেন্টোরী আমাদের উপহার দেয়ার জন্য।
শুভেচ্ছা নেবেন। অনেক ধন্যবাদ আপনাকে।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
Love you vai
।মউ😅ঙ তম৷ । ভ জং
34:21 34:22 34:23 34:25 34:26 34:31 34:33 34:34 34:34 34:35 34:35 34:36 34:38 34:38
আমার প্রাণের জেলা নাটোরের উত্তরা গণভবনকে নিয়ে এমন সুন্দর তথ্যবহুল উপস্থাপনা সত্যিই অভিভূত হয়েছি জুবায়ের ভাই। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
শুভেচ্ছা নেবেন
এখানে যেতে হলে কিভাবে যাবো পাবনা থেকে। জানাবেন প্লিজ।
বাহ্! তথ্যপূর্ণ একটি ডকুমেন্টারী দেখলাম। যে মুহুর্তেই বিভিন্ন প্রশ্ন মনে হয়েছে তার প্রত্যেকটির রেফারেন্স দিয়ে যুক্ত করেছেন। ঐতিহাসিক ডকুমেন্টারি তৈরির পুর্বশর্ত হল তথ্য সংযোজন। রাজকুমারীর ডায়েরী থেকে যে রেফারেন্সগুলো দিলেন আর শেষটা যেভাবে শেষ করলেন সত্যিই অসাধারণ। আমার ধারনা এই ডকুমেন্টারী দেখার পর অনেকেই স্থানটিতে যাবার ইচ্ছে প্রকাশ করবেন। ইতিহাসের প্রতি সত্যিকারের নেশা, পিপাসা থাকলেই কেবল এমন পুঙ্খানুপুঙ্খ তথ্য দিয়ে ডকুমেন্টারী নির্মাণ করা যায়। অনেক শুভকামনা।
অনেক ধন্যবাদ আপনাকে। আমার জন্য দোয়া করবেন।
প্রাচীন বাংলার অন্যতম একটি শহর রাজশাহী ও নাটোর । অনেক ধন্যবাদ জুবায়ের ভাই উত্তরবঙ্গো কে তুলে ধরার জন্য। রাজশাহী সিটি থেকে দেখছি আপনার ভিডিও।
শুভেচ্ছা নেবেন ভাই
বাংলাদেশের সকল জমিদার বাড়ি সংরক্ষণ করা উচিত
প্রতিটির বাড়ির মধ্যে এক অন্যরকম আভিজাত্য বহন করে দেশের ঐতিহ্য কে
অনেক ধন্যবাদ
ভাই আপনাকে অনেক ধন্যবাদ, আপনি পুরানো স্মৃতিগুলো তুলে ধরার জন্য অনেক কিছু জানতে পারলাম শিখতে পারলাম দেখতে পারলাম আগের রাজারা কেমন ভালো মানুষ ছিল
অনেক ধন্যবাদ
নাটোরের পুরো রাজকীয়তার কাহিনীটা মন মুগ্ধকর খুব সুন্দর লাগলো অনেক ধন্যবাদ দাদাভাই🙏👍👌👌👌
শুভেচ্ছা নেবেন
আজকের এপিসোড দারুণ সুন্দর। খুবই চমৎকার। মঙ্গল কামনা তোমার জন্য জুবায়ের।
শুভেচ্ছা নেবেন। অনেক ধন্যবাদ আপনাকে
আপনার উপস্থাপনা আমার অনেক ভালো লাগে। মাশাআল্লাহ। আপনার মাধ্যমে অনেক দুর্লব স্থান ঘরে বসেই উপভোগ করতে পাড়ি।
শুভেচ্ছা নেবেন
অসাধারণ উপস্থাপনা। খুবই ভালো লাগলো। অশেষ ধন্যবাদ আপনাকে।
শুভেচ্ছা নেবেন
আমাদের নাটোর। কত স্মৃতি আছে এই রাজ বাড়িতে।কত বার যে গিয়েছি তার হিসেব নেই। প্রধান প্যালেসের ভিতর বহু ঢুকেছি।আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের নাটোরের রাজবাড়ী কে উপস্থাপন করার জন্য। যদি ঘড়ি ঘরে যেতেন আরো অবাক হতেন।আর অনুমতি নিয়ে যদি প্যালেসের ভিতর ও বাহির দেখাতেন আরো আকর্ষনীয় হত।
অনেক ধন্যবাদ ভাই
আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর সুন্দর ভিডিও করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ❤। আপনার করা প্রত্যেকটি ব্লগ অসাধারণ 🌹
অনেক ধন্যবাদ আপনাকে
আমার বাড়ি নাটোরে,, একটা সময় অনেক বার গিয়েছি উত্তরা গণভবনে।কিন্তুু প্রবাসে থাকায় ওই দিনগুলি যেমন অনেক মিস করি,তেমন আমার প্রানের শহর টাকেও। আবারও অনেক দিন পারে আপনার ভিডিও র মাধ্যমে আজকে আবারও দেখলাম। আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় ভাই জান ❤ ইনশাআল্লাহ দেশে আসলে আবারও দেখা হবে,,, ভবন,,, গুলোর সাথে।
অনেক ধন্যবাদ ভাই। ভালো থাকবেন। দোয়া রইল আপনার জন্য
ধন্যবাদ জুবায়ের ভাই ❤
আপনার উপস্থাপনা প্রসংসার দাবিদার❤
আমি নাটোর সদরে থাকি। আমার বাসা থেকে উত্তরা গণভবনের দুরুত্ব মাত্র ৬ কিলোমিটার।।
আপনার জন্য শুভকামনা রইলো ❤❤❤
অনেক ধন্যবাদ
অনেক ধন্যবাদ। সুন্দর উপস্থাপনা। কতবার দেখেছি, দেখার সাধ মিটেনা।
অনেক ধন্যবাদ আপু
আপনার কণ্ঠস্বর এবং উপস্থাপনা অনেক সুন্দর।
অনেক ধন্যবাদ
আপনার উপস্থাপনা গুলো অনেক ভালো লাগে ভাই চালিয়ে যান সামনে এগিয়ে যান দোয়া রইল
অনেক ধন্যবাদ ভাই
অনেক ধন্যবাদ ভাইয়া আমাদের জন্য ভালো কিছু ভিডিও ফুটেজ ছড়িয়ে আছে অনেক কিছু ❤❤❤
অনেক ধন্যবাদ
জীবন হয়তো বা কোনদিন দেখা হবে না এই জিনিসগুলো তমা আপনার জন্য দেখলাম ইউটিউবে ধন্যবাদ ভাই আপনাকে
শুভেচ্ছা নেবেন
খুবই ভালো লাগলো এত সুন্দর ধারাভাষ্য আর ঐতিহাসিক ঘটনা তুলে ধরার জন্য অনেক ধন্যবাদ আপনাকে 🎉 আর এত সুন্দর জমিদার বাড়ি আজ ও তার সৌন্দর্য ধরে রেখেছে 🎉
অনেক ধন্যবাদ
আপনার নতুন এক ভিডিও অনেকদিন পর পাইলাম এত দেরি হওয়ার কারণ কি ভাই আমি সব সময় নতুন ভিডিওর আশায় থাকি কখন যে পাবো আপনার এক ভিডিও
আমি নিয়মিতই ভিডিও আপলোড করি। চেক করে দেখুন
@@bengaldiscovery আমিও আপনার সব ভিডিও নিয়মিত ভাবে দেখি আমি আপনার বেঙ্গল ডিসকভারির এক ফ্যান
আলহামদুলিল্লাহ আপনার উপস্থাপনা বরাবরই অনেক সুন্দর হয়, আপনার উপস্থাপনায় আমাকে সব সময় মুগ্ধ করে।
অনেক ধন্যবাদ
আমার অনেক প্রিয় একটি চ্যানেল। ভালোবাসা অবিরাম প্রিয় ভাই ❤️
শুভেচ্ছা নেবেন
আমি নাটোর থেকে বলছি ভিডিওটি খুব সুন্দর হয়েছে আপনাকে অনেক ধন্যবাদ দোয়া রইল
অনেক ধন্যবাদ
নবাব সিরাজুদ্দৌলা কলেজ থেকে এইচএসসি পড়ার সুবাদে ২ বছর নাটোর থেকেছি। বেশ কয়েকবার গণভবনে গিয়েছি। বহুদিন পর চেনা জায়গার এমম সুন্দর উপস্থাপনা দেখে ভালো লাগলো। ধন্যবাদ।
শুভেচ্ছা নেবেন
এই রকম ইতিহাসের ভিডিও গুলো অনেক ভালো লাগে
অনেক ধন্যবাদ
আমাদের নাটের উত্তরা গণভবন কে পুনরায় সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য অসংখ্য ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকে
আপনার ভিডিও গুলো যতই দেখি ততই মুগ্ধ হয়ে যাই কি সুন্দর করে উপস্থাপন করেন অতীত এর এই ইতিহাস গুলো মন ছুয়ে যায়❤❤
অনেক ধন্যবাদ
আমার বাসা সাতক্ষীরাতে আমরা এবার শীতকালীন ভ্রমণে নাটোর যাওয়া সিদ্ধান্ত নিয়েছি । এই রাজবাড়ি টা ঘুরে আসার চেষ্টা করব।
অনেক ধন্যবাদ আপনাকে। নাটোর শহরে দুটি রাজবাড়ী আছে। একটি নাটোর রাজবাড়ী অন্যটি উত্তরা গণভবন
আমার খুব ভালো লাগে এইসমস্ত ঐতিহ্যবাহী ঐতিহাসিক ঘটনা গুলো দেখতে এবং পড়তে ।
অনেক ধন্যবাদ। শুভেচ্ছা নেবেন
আপনার কথা গুলো খুবই ভালো লাগে। অনেক সুন্দর দেখতে, ২০২৩ সালে ঘুরে আসছি নাটোরের গণভবন থেকে। 🎉🎉
অনেক ধন্যবাদ
Alhamdulillah apnar video khob balo laga thank you
অনেক ধন্যবাদ
ইতিহাস ঐতিহ্য জানার এবং বুঝার আমার খুব বেশি আগ্রহ আপনার মাধ্যমেও আমি অনেক কিছু জানতে পারি
অনেক ধন্যবাদ আপনাকে
আপনার উপস্থাপনা গুলো অনেক অনেক ভালো লাগে ভাই এবং অনেক অজানা ইতিহাস জানতে পারি খুব ভালো লাগে ধন্যবাদ আপনাকে আমাদেরকে এত সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য।
অনেক ধন্যবাদ
রাজশাহী জেলা এর সদর ছিল 😢। আজ অবহেলিত।তবে এর সমৃদ্ধতা এখন ও আছে ❤।
অনেক ধন্যবাদ
MashaAllah upostapona kub sundor
অনেক ধন্যবাদ আপনাকে
নাটোরের রাজবাড়ি যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু এখন দেখে নিলাম খুব ভালো লাগলো। আবার কোন রাজবাড়ী দেখব
শুভকামনা
Maya mugdha kantha maddhame aporup paribeshna amake satyai mugdha koreche. Natorer maharani Bhabani er Rajbari ekhan khub sambhab bhagna hoye geleo tar adhinasta Raja Dayaram er uttarpurusher Rajbari Bangladesh sarkarer soujonney khub bhalo bhave songrakhita ache dekhe bhalo laglo. Purani diner purakirti dekhte sabar bhalo lage. Upasthapak uposthapanai Rajbarir kahi ni ek onyamatra peeche jaha khub chittakarsak.
Thank you. From WB.
শুভেচ্ছা নেবেন
ভাল লাগলো। ধন্যবাদ জুবায়ের ভাই আপনার এই প্রচেষ্টার কারনে অনেক ইতিহাস ও তথ্য জানা হলো!
অনেক ধন্যবাদ আপনাকে
ভাইয়া আপনার কথা বলার স্টাইলটা অনেকটা হানিফ সংকেত এর মতো অনেক সুন্দর মাশাআল্লাহ
আমার কন্ঠই এমন।
মাশা আল্লাহ অনেক সুন্দর একটা ভিডিও,
অনেক ধন্যবাদ
ভাইয়া আমি ইন্ডিয়া থেকে দেখছি। নাটোর রাজবাড়ি অনেক ভিডিওতে দেখেছি। কিন্তু আপনার মত এত সুন্দরভাবে লুকিয়ে থাকা ইতিহাস কেউ বুঝিয়ে বলতে পারেনি
শুভেচ্ছা নেবেন। দোয়া করবেন আমার জন্য
Congratulations very beautiful picture and messages great nature uttara ganobhabon I have to visit several times wonderful.
Thank you so much
এক কথায় অসাধারণ উপস্থাপনা।
অনেক ধন্যবাদ
ইতিহাস ঐতিহ্য বরাবরই আমাকে বেশ টানে,চালিয়ে যান;সাথেই আছি।
শুভেচ্ছা নেবেন
ভাই যেমনি কনঠ তেমন চেহারা খুবই ভালো উপসথাপনা
শুভেচ্ছা নেবেন। দোয়া করবেন
ai rajbari geiyechilam , tokhon history ta jantam na, ajke valo vabe e jante parlam ,, asongkho donnobad apnake.
শুভেচ্ছা নেবেন
ভাইয়াকে অনেক অনেক অনেক ধন্যবাদ তার অসাধারন ভিডিও গুলোর জন্য।
শুভেচ্ছা নেবেন
খুব ভালো লাগলো আপনার উপস্থাপনা।
অনেক ধন্যবাদ
আপনার ভিডিও গুলো দেখে অনেক অজানা বিষয় ও ইতিহাস জানতে পারি। আপনাকে অনেক ধন্যবাদ।
শুভেচ্ছা নেবেন
অসাধারণ লাগলো ভাই,,,,নওটিকা থেকে ❤
অনেক অনেক শুভকামনা
আপনার কন্ঠটা অনেক সুন্দর
অনেক ধন্যবাদ
আপনার সকল ভিডিও দেখি ভাইয়া।আপনি আমাদের উত্তরবঙ্গে আসছেন জেনে খুশি হইলাম।আমি বগুড়া থেকে।❤️
শুভেচ্ছা নেবেন ভাই
Thank you so much dear brother love that your beautiful job, USA 🇺🇸
My pleasure
ভাই, অসাধারণ অসাধারণ অসাধারণ হয়েছে। দেশের ইতিহাস জানতে পেরে খুব ভালো লাগলো। ভাই, প্লিজ এবার দেশেরই কিছু ইতিহাস জানতে চাই, বাইরের দেশের নয়।
ধন্যবাদ আপনাকে
আমাদের নাটোর ❤❤❤
congratulations
Awesome
Dear brother ❤
Great Observations
Bhai 👊
I feel for the History of
Shiekh Mujibur Rahman
He Gave us Independence
Even though people Dont
Have Respect. If you damage
Things that will be Our
Loss of our Countrys
History ❤
Thank you
আপনার কন্ঠ এবং বলার দরুনটাও সুন্দর খুব ভালো লাগে আপনার ভিডিও গুলো দেখে
অনেক ধন্যবাদ আপনাকে
আপনি নাটোরে আসছিলেন... ভেবেই অবাক লাগছে
শুভেচ্ছা নেবেন। আবারও যাবো ইনশাল্লাহ
ভাই আমি নাটোরের সিংড়া থেকে আপনার ভিডিও দেখছি খুব ভালো লাগলো , ভাই আপনি আমাদের সিংড়াতে এসে কিছু ভলগ ভিডিও বানান
সিংড়া যেতে চাই
Apni akdin boro youtuber hoben apnar sab video dekhi ami indiar Assam theke.
শুভেচ্ছা নেবেন ভাই
❤ অসাধারন!❤
অনেক ধন্যবাদ
Very much nice presentaion
Thanks a lot
আপনার ভিডিওগুলো ভাই গুলাই দেখি ভালই লাগলো
অনেক ধন্যবাদ
ভাইয়া আপনার উপস্থাপনা অনেক ভালো লাগে? নওগাঁ জেলায় পাহার পুর কবে আসবেন আপনার সাথে দেখা করতে চাই।
আসবো ইনশাল্লাহ
অসাধারণ
অনেক ধন্যবাদ
আমি নাটোর রাজবাড়ী থেকে দেখছি।
অনেক ধন্যবাদ
সবার আগে ভিডিওটি দেখে নিলাম
শুভকামনা
উওরা গণভবন এর সামনে বসে থেকে আপনার ভিডিও দেখছি
শুভেচ্ছা নেবেন। সংগ্রহশালাটি ভালো করে দেখবেন। হাতে সময় নিয়ে
ভাই ৪০ বছর পড়ে জমিদার বেড় হয়েছে, গাইবান্ধা জেলা সাদুল্যাপুর,
বাড়িতে অভিযোগ করছি রাজশাহী
শুভকামনা
অনেক আগে গিয়েছিলাম ভালো।
শুভেচ্ছা নেবেন
আমাদের প্রিয় জেলা নাটোর আপনার সব ভিডিও আমি দেখি ভাইয়া অনেক ভালো লাগে
অনেক ধন্যবাদ
একটা ভিডিও এত দীর্ঘ না করে খন্ড খন্ড করে করলে ভালো হতো। ❤❤
বেশ কয়েকবার গেছি আমি ওখানে সত্যিই চমৎকার দেখার মত।
আমি সাধারণ খুঁটিনাটি সব তথ্য বিস্তারিতভাবে তুলে ধরি।
@@bengaldiscovery ধন্যবাদ। আপনি ++!! নিদারুণ!! ++ শব্দটি যে অর্থে বহু ভিডিওতে ব্যবহার করছেন, তা সম্ভবত ত্রুটি পুর্ন।। কেননা নিদারুণ শব্দটি বেদনা প্রকাশ অর্থে ব্যবহত হয়। আপনি জ্ঞ্যানি বিদ্যান। আমার ভুল হলে ক্ষমা করবেন প্লিজ।
দুই বার গিয়েছিলাম দেখতে,,আমার বাসা নাটোর জেলা ❤,
শুভকামনা
What a bumeautiful place thank you for th7 video this should promote as part of Bangladesh Bromon there can be lot of tourist native and foreign and should be good transport link
thank you so much
ধন্যবাদ 👍
শুভকামনা
আপনার উপস্থাপনা ও ডুকোমেন্টরি প্রশংসার দাবিদার ❤
অনেক ধন্যবাদ আপনাকে
অনেক ভালো লাগে মনে হয় সেই সময় ঘটনা সামনা সামনি মনে হয় দেখতেইছি
অনেক ধন্যবাদ আপনাকে
ইতিহাস বরাবরই ভালো লাগে ❤❤❤
অনেক ধন্যবাদ
যুবায়র আল মাহমুদ ভাইর ভিডিও গুলো খুবই ভালো লাগে।
অনেক ধন্যবাদ ভাই
২০১৮ সালে একবার গেছিলাম ❤
congratulations
Assalam Assalam Mubarakbad Mubarakbad Jonab Zubair Al Mahmoud for your very interactive and informative and heart touching rare video and am very impressed to see all the amazing descriptions you gave us to know the golden age history of our beloved Bangladesh May the Almighty Allah bless you and your family in continued due Iman peace and happiness. Amin. Ahsan Florida USA
অনেক ধন্যবাদ আপনাকে। দোয়া রাখবেন
প্রতি ১০০ বছরে একটা বড় ভূমিকম্প আসে। সেই হিসেবে ১৯৯৭ সালে সেই সীমা পার হয়ে গেছে। যেকোন সময় সেই বড় ভূমিকম্প আবার আসবে।
অনেক ধন্যবাদ
ভাইয়া আমার আম্মু আপনার অনেক বড় ফ্যান আপনার সব ভিডিও দেখে আম্মু আপনার ভিডিও দেখে ভারতের তাজমহল এবং জামা মসজিদের ঘুরতে গেছিলো আপনার অনেক বড় ফ্যান প্লিজ রিপ্লাই দিবেন আমার আম্মু জন্য ❤
শুভেচ্ছা নেবেন। আপনার আম্মুকে আমার সালাম পৌঁছে দেবেন। আর আমার জন্য দোয়া করতে বলবেন।
@bengaldiscovery ইনশাআল্লাহ ভাইয়া সব সময় করি
@bengaldiscovery আমার আম্মুর খুব শখ আপনার সাথে একটু ইন্ডিয়ায় ঘুরে দেখবে কিংবা একটু দেখা করবে আপনি ইন্ডিয়া কোথায় থাকেন একটু বলবেন ভাই আপনার কি ফেসবুক পেজ আছে
@@BTSLoverMunira
☺
আপনার বর্ননা নিঃসন্দেহে খুব সুন্দর।
একটু সংশোধন ধরে দিচ্ছি Adjust Fan নয়, হবে Exhaust Fan আর দ্বিতীয়ত Sun set নয়, হবে Sun Shade.
ধন্যবাদ।
অনেক ধন্যবাদ আপনাকে। আমি স্থানীয় ভাষায় বলেছি। যদিও প্রকৃত শব্দ এবং শুদ্ধ উচ্চারণ কর উচিত ছিল আমার
@bengaldiscovery দুটোই ইংরেজি শব্দ এটার কোন স্হানীয় বলে কথা নেই তবে বলতে পারেন ভুল ভাল কথ্য ভাষায় যা বলে।
Thank you for responding me.
দেখছি, সিলেটের জৈন্তাপুর উপজেলার, ৫ নং ফতেহপুর ইউনিয়নের, উপরশ্যামপুর কান্দিবাড়ীর, মনির উদ্দিন।
শুভকামনা
আমি এখানে গিয়েছিলাম 🎉❤
শুভেচ্ছা নেবেন
অপরূপ সৌন্দর্য দেখতে
অনেক ধন্যবাদ
দেখে এসেছি গিয়ে
শুভেচ্ছা নেবেন
সবাই দোয়া করবেন আল্লাহ তায়ালা যেন আমাকে নেককার ও সুস্থ ছেলে সন্তান দান করেন।আমিন🤲🤲🤲😭😭😭আমি মা হতে চলেছি ২ মেয়ে আছে আলহামদুলিল্লাহ ❤❤
আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আল্লাহ যেন আপনার মনের আশা পূরণ করেন
Nice video vai
অনেক ধন্যবাদ
Music ta onk sundor basir akta felling kaz kore vhai jode bolten name ta tune er,❤❤❤
own music
ভাইয়া গাজীপুরের জয়দেবপুর রাজবাড়ীতে একদিন আসেন!!
ইনশাল্লাহ
Beautiful
Thank you
Vai valo asen
আলহামদুলিল্লাহ ভাই
আমার শহর। আমার জেলা ❤️
অনেক ধন্যবাদ
অনেক সুন্দর
অনেক ধন্যবাদ
Thank you
You're welcome
আমাদের নাটোর❤
অনেক ধন্যবাদ
ভাই গোপাল ভাঁড় আর রাজা কৃষ্ণ ওদের এলাকা নিয়ে একটা পর্ব করেন ।
ধন্যবাদ আপনাকে