বেগুণের বাম্পার ফলনের জন্য আমরা যা যা করি Mid Stage Care for Eggplant Plants

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 янв 2025

Комментарии • 80

  • @mahmudachowdhury2519
    @mahmudachowdhury2519 5 месяцев назад +3

    সালাম নিবেন। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিও থেকে অনেক কিছু জানতে পারলাম। দোয়া করি আল্লাহ সর্বদা সুস্থ রাখেন।

  • @Bangladeshicanadianmom78
    @Bangladeshicanadianmom78 4 месяца назад

    মাশাআললাহ খুব সুনদর বেগুন ধরেছে বাগানে ❤

    • @bgreenfamily
      @bgreenfamily  4 месяца назад

      জাযাকাল্লাহু খায়রান 😍😍😍

  • @mdalireza2989
    @mdalireza2989 4 месяца назад

    যাহারা সখের বা ছাদ বাগানে অভ্যস্ত তাদের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাকে অজস্র ধন্যবাদ জানাচ্ছি।

    • @bgreenfamily
      @bgreenfamily  4 месяца назад

      অসংখ্য ধন্যবাদ আপনাকে 🤲💚

  • @gloriousfooduk3696
    @gloriousfooduk3696 5 месяцев назад

    Masha Allah very informative video ❤️👍

    • @bgreenfamily
      @bgreenfamily  5 месяцев назад

      JAZAKALLAH KHAYRAN 😍😍😍❤️❤️❤️

  • @sikhadas8300
    @sikhadas8300 5 месяцев назад +1

    ভিডিও দেখে খুবই উপকৃত হলাম। প্রথমে চোঁখের শান্তি, পরে এতো ছোট ছোট বেপার জানলাম। দেখে শুনে হুশ উড়ে গেছে ভাই। বেগুন তো লাউ এর সাথে পাল্লা দেবে। শফিক ভাই কেমন আছেন সবাই, ভালো থাকবেন 🙏🙏🙏❤️

    • @bgreenfamily
      @bgreenfamily  5 месяцев назад

      প্রিয় শিখাদি আপনার সবাই কেমন আছেন? আপনার বোন আমাকে বাসায় একা রেখে বাচ্চাদের নিয়ে ইতির বাসায় বেড়াতে গিয়েছে। এবার নানাবিধ কারণে বাগানের প্রতি অবিচার হয়ে গেছে বলতে পারেন, আর এখন তো সিজন শেষের পথে। এবার যে বড় জাতের বেগুনটা লাগিয়েছি ওটাকে বলে বারি বেগুন -১২; এটা নাকি দু কেজি সাইজের হয়। তবে আমি খুঁজছি আপনাদের ওখানকার মালদার নবাবগঞ্জের বেগুনের বীজ। এই জাতের চারা ও বেগুন সম্পূর্ণ সবুজ বর্ণের হয়। বাংলাদেশের বারি জাতটার উপরে একটু পার্পল আভা থাকে। ভালো থাকবেন শুভ কামনা রইলো। 😍😍😍

    • @sikhadas8300
      @sikhadas8300 5 месяцев назад

      @@bgreenfamily আশা করি ঐ বীজ পেয়ে যাবেন। আমার এখানে একটা বেগুন পাওয়া যায় শীত কালে। বেগুন টা গোল আর গাঢ় বেগুনী রঙের হয়। পাঁচ শো তো হবেই এক একটা। খুব সুস্বাদু, বিশেষ করে পোড়া করে খেতে খুব ভালো লাগে। নাম টা আমি যেটা জানতাম, এখন শুনি সেটা ভূল। তবে জেনে আপনাকে জানাবো। এটা কোলকাতা তে ও দেখি না। তানজিনা ইতির কাছে গেছে শুনে ভালো লাগলো। আপনাদের উপর এতো ঝামেলা চললো, বোন এ বোনে দেখা হলে একটু ভালো লাগবে। ভালো থাকবেন ভাই, সব সময় আশা রাখবেন, দোয়া করবেন সব যেনো ঠিক হয়ে যায়। দেশের মানুষ ঠিক না থাকলে, মন কি ভালো থাকে?🙏🙏🙏। আমরা ভালো আছি 🙏

  • @newworld223
    @newworld223 4 месяца назад

    উপকারী video. ধন্যবাদ

    • @bgreenfamily
      @bgreenfamily  4 месяца назад

      ধন্যবাদ 🙏🙏🙏

  • @mariyahmomfamilyvlogsuk2668
    @mariyahmomfamilyvlogsuk2668 4 месяца назад

    অনেক সুন্দর ভিডিও। ❤

  • @Ukgardeningvlogs..
    @Ukgardeningvlogs.. 5 месяцев назад

    Mashaallah very nice eggplants apu❤

  • @rongilabangladeshcookingbl5118
    @rongilabangladeshcookingbl5118 5 месяцев назад

    মাশাআল্লাহ্ খুব সুন্দর লাগের বেগুন ধরছে🤲

    • @bgreenfamily
      @bgreenfamily  5 месяцев назад

      জাযাকাল্লাহু খায়রান 😍😍😍

  • @MinasKitchenn
    @MinasKitchenn 5 месяцев назад +1

    Masha Allah ❤❤

  • @footsteps_travelling
    @footsteps_travelling 4 месяца назад

    MashAllah ❤ best wishes for your garden 🌿

    • @bgreenfamily
      @bgreenfamily  4 месяца назад

      Jazāk Allāhu Khayran 🙏🙏🙏

  • @AmranGreenHouse
    @AmranGreenHouse 4 месяца назад

    nice❤❤❤❤

  • @১৫মিনিটবাংলাশেখারআসর

    খুব ভালো লাগলো।
    ১৫মিনিট বাংলা শেখার আসর ।
    সিঙ্গাপুর থেকে দেখছি।

  • @luckykazivlog8782
    @luckykazivlog8782 4 месяца назад

    Great job! 😍❤️🤲

    • @bgreenfamily
      @bgreenfamily  4 месяца назад

      Thank you so much ☺️🙏🙏🙏

  • @mahamudamita6073
    @mahamudamita6073 5 месяцев назад

    Asamulaikum onk helpful video.❤plz begun ta kothai thake kinsen r jat ta jodi boltan?Onk sondor Masaallah.next time gach ar jat r kotha thake kinsen plz video ta boillan.tahola amra jara uk ta asi .amra o purchase korta parbo .thank u ❤

  • @nabilaislam4320
    @nabilaislam4320 4 месяца назад

    Assalamualaikum apu. I messaged you previously as well and had no response. I am from London and a doctor by profession. I am retiring next year. So, wanted to visit you both and ur garden to learn good gardening tips. I don't anything else. Just a little bit of ur precious time and valuable advice

  • @sayanbyabartta-o3c
    @sayanbyabartta-o3c 4 месяца назад

    sir bagunare daga sukia jache ki korbo buje pachi na please help.

  • @MyUKLife2009
    @MyUKLife2009 5 месяцев назад

    thanks for the information

  • @khairunnesa380
    @khairunnesa380 5 месяцев назад

    Amer jonno😊

    • @bgreenfamily
      @bgreenfamily  5 месяцев назад

      আপনার জন্য 😍😍😍

  • @dilrubaakhter2608
    @dilrubaakhter2608 3 месяца назад

    Assalamualaikum vai, deshe eshesi 14 bosor por alhamdulillah. Kintu corc shite kore mas near process kivabe korbo? Please janaben.

    • @bgreenfamily
      @bgreenfamily  3 месяца назад

      ওয়া আলাইকুম সালাম আপু। ruclips.net/video/_8ph6K9an5E/видео.htmlsi=IytPjDkT7ZtFiMWu এই ভিডিওটা একটু ভালো করে দেখবেন। তাহলে বিস্তারিত জানতে পারবেন। খেয়াল রাখবেন যাতে বরফ করা মাছ দিয়ে জিপলক প্যাক যেন ফুটো হয়ে না যায়। দুই তিনটা করে পলিথিনের ব্যাগে ভরবেন। আল্লাহ যেন না করেন তারপরও কোন কারণে দেরী হয়ে গেলে যদি গলে যায় তাহলে যেন পানি লিক নাকরে। অন্যের লাগেজ ভিজে গেলে দেখা যাবে এই সুযোগ চিরতর বন্ধ করে দিতে পারে। আরো কিছু জানতে চাইলে কমেন্টে জানাবেন।

  • @farzanashahnaz3804
    @farzanashahnaz3804 5 месяцев назад +1

    অনেক ধন্যবাদ ভিডি ও টির জন্য, সবুজ বেগুন গুলো কি জাতের এবং বীজ কোথা থেকে এনেছেন?

    • @bgreenfamily
      @bgreenfamily  5 месяцев назад

      আপনাকেও ধন্যবাদ আপু। সবুজ স্লিম জাতের বীজ আমাজন থেকে কিনেছিলাম আর বাকী দুইটা বগুড়া থেকে আনা।

    • @farzanashahnaz3804
      @farzanashahnaz3804 5 месяцев назад

      @@bgreenfamily ধন্যবাদ

    • @saimafaisal7939
      @saimafaisal7939 5 месяцев назад

      As-salamu alaykum brother nd sis
      How r u ..? I hope u no ur family doing well inshAllah
      Ma’shaa’Allah sis ur green long eggplant r very nice..❤
      I really like the..r u sale the green long eggplant seeds please
      Please can u send me some thanks..may Allah bless u nd ur family..❤

  • @abidasultana2819
    @abidasultana2819 4 месяца назад

    Assalalualikum vaia. Ami Cardiff thaki. Eibar amar begun dhorar pore o amar 4 ta begun gach more geche. Ki karone morlo jodi apni janen tahole amake janaben please.

    • @bgreenfamily
      @bgreenfamily  4 месяца назад

      ওয়া আলাইকুম সালাম বোন। এই রোগকে বেগুন গাছের ঢলে পড়া রোগ (wilting) সাধারণত ছত্রাক বা ব্যাকটেরিয়ার সংক্রমণের কারণে হয়, যা মাটিতে থাকে এবং গাছের শিকড়ের মাধ্যমে প্রবেশ করে। এর ফলে গাছের পাতা ধীরে ধীরে হলুদ হয়ে যায় এবং গাছ ঢলে পড়ে। পর্যাপ্ত পানি সরবরাহ, সুস্থ মাটি এবং প্রতিরোধক জাতের চারা ব্যবহার করে এ রোগ প্রতিরোধ করা যায়। আক্রান্ত গাছগুলো দ্রুত সরিয়ে ফেলা উচিত যাতে রোগটি ছড়িয়ে না পড়ে। গত বছর Allotment এ আমাদের এই সমস্যা হয়ে একটিও বেগুন তুলতে পারি নাই। এবার নতুন মাটি টব সব আলাদা করে করেছি।

    • @abidasultana2819
      @abidasultana2819 4 месяца назад

      @@bgreenfamily oshongkho dhonnobad apnake. Ami ekta tobe 3ta kore gach lagiye chilam shekhan theke 1ta kore jibito ache tahole ki oi tobe gulo dure shoriye felte hobe?

  • @Rohit-m1y
    @Rohit-m1y 5 месяцев назад

    ভিডিও টি অনেক সুন্দর হইছে

    • @bgreenfamily
      @bgreenfamily  5 месяцев назад

      সুন্দর লেগেছে জেনে খুশী হলাম 😍😍😍

  • @nabilhasan6962
    @nabilhasan6962 4 месяца назад

    ধন্যবাদ

  • @AniIslam-ir7ki
    @AniIslam-ir7ki 5 месяцев назад +1

    মাশাল্লাহ। ভাইয়া টব কত ইঞ্চি বলবেন প্লিজ

    • @bgreenfamily
      @bgreenfamily  5 месяцев назад

      জাযাকাল্লাহু খায়রান! টবের ডায়ামিটার ১৬ ইঞ্চি আর আয়তন ৫০ লিটার।

    • @AniIslam-ir7ki
      @AniIslam-ir7ki 5 месяцев назад

      @@bgreenfamily ধন্যবাদ

  • @aliviasarkar7174
    @aliviasarkar7174 2 месяца назад

    Which fertiliser do you give and when? Thanks

    • @bgreenfamily
      @bgreenfamily  2 месяца назад

      Thank you for your question! 😊 We don't always stick to a specific fertiliser for our Aubergine plants, as proper care, temperature control, and water management play equally important roles in their growth. Honestly, it's hard to explain everything in just a few sentences. However, I’m planning to make a detailed video before the next planting season starts, covering fertilisers, care tips, and a complete guidance for thriving plants. Stay tuned-it’ll answer all your questions and more! ❤️💚🧡💜💙💛🤍❣️

    • @aliviasarkar7174
      @aliviasarkar7174 2 месяца назад

      @ yes, please make another video on fertilizer. I live in Canada and tried to grow eggplants few times but they don’t do well. I think mainly because of the temperature here. Thanks.

  • @mosammatafrozacooking
    @mosammatafrozacooking 5 месяцев назад

    Mashallah

    • @bgreenfamily
      @bgreenfamily  5 месяцев назад

      জাযাকাল্লাহু খায়রান!

  • @KonaToha
    @KonaToha 5 месяцев назад +1

    ভাই বীচ রাখবেন

  • @RajTarek07
    @RajTarek07 4 месяца назад

    MashaAllah

  • @mdshamimreja4782
    @mdshamimreja4782 4 месяца назад

    কিসের টবে লাগানো হয়েছে

  • @beautifulworld5839
    @beautifulworld5839 4 месяца назад

    Akono ki agula korle notun folon asa kora jabe

    • @beautifulworld5839
      @beautifulworld5839 4 месяца назад

      Plz aktu janaben

    • @bgreenfamily
      @bgreenfamily  4 месяца назад

      ফুললথাকলে চেষ্টা করে দেখতে পারেন 😊

  • @village_life_with_rubi
    @village_life_with_rubi 5 месяцев назад

    মাটির তৈরি করলে এভাবে হবে কি

  • @yahmed4274
    @yahmed4274 4 месяца назад

    ভাইয়া, আপু, একেকটা টবে ৫/৬ টা করে গাছ লাগিয়েছেন, টব গুলোর সাইজ কত?

    • @bgreenfamily
      @bgreenfamily  4 месяца назад

      ৬০ লিটার আয়তনের বোন।

    • @yahmed4274
      @yahmed4274 4 месяца назад

      @@bgreenfamily ❤️❤️❤️

  • @dilrubaakhter2608
    @dilrubaakhter2608 5 месяцев назад

    Assalamualaikum vai, amar lau gase prochur kora ashe kintu ful fotar agei holud hoe jasse. Ekhon gaser gorae notun mati diesi. Ebosor lau temon hossena😭😭😭

    • @bgreenfamily
      @bgreenfamily  5 месяцев назад

      ওয়া আলাইকুম সালাম আপু আশাকরি সবাই ভালো আছেন।
      মাটিতে যদি প্রয়োজনীয় পুষ্টি উপাদানের অভাব থাকে, বিশেষ করে নাইট্রোজেন, পটাশিয়াম, এবং ফসফরাসের অভাব, তবে ফুলগুলো দুর্বল হয়ে হলুদ হয়ে যেতে পারে। খুব বেশি বা খুব কম পানি দিলে গাছের শিকড়ে সমস্যা দেখা দিতে পারে, যার ফলে ফুল ফোটার আগেই হলুদ হয়ে ঝরে যায়। আর সবার উপরে আছে বার্মিংহামের সুন্দর আবহাওয়া

    • @dilrubaakhter2608
      @dilrubaakhter2608 5 месяцев назад

      @@bgreenfamily গোবর পেলেট দিয়েছিলাম, তাও কিছুই হয়নি

    • @bgreenfamily
      @bgreenfamily  5 месяцев назад

      আপা এবার মিরাকল গ্রোর যে কম্পোস্ট ব্যাগ wickes পাওয়া যাচ্ছে ওগুলো খুবই বাজে কোয়ালিলিটির ছিলো, কোন nutrient নাই। চারা লাগানোর বেশ কিছু দিন পর বুঝতে পেরেছি।

    • @dilrubaakhter2608
      @dilrubaakhter2608 5 месяцев назад

      @@bgreenfamily আমি asda থেকে মাটি এনে দেখি ঘাস। অনেক কষ্টে চারা করেছি। অনেক গাছ মরেছে। কিছু চারা হয়নি। গতবছ রের মাটি দিয়ে পরে চারা করলাম। কিছু মাটি ব্যাগ এর বাইরে স্যাম্পল রাখলে বুঝে কিনা যেত। অনলাইন থেকে এক ব্যাগ ₹১০ দিয়ে কিনেছি গতবছর, ওতে চারা হয় কিন্তু কিছুদিন পর মরে যায়। মার্চ এর শেষের চারাগুলি টিকেছে।

    • @dilrubaakhter2608
      @dilrubaakhter2608 5 месяцев назад

      @@bgreenfamily miracle গ্রো দেখে কিনবেন, এগুলিতে আরসেনিক থাকে যা আমাদের দেহে সবজি হয়ে ঢুকবে কিন্তু বের হবেনা। আমি আগে ব্যবহার করতাম। পরে দেখি এতে অনেক মেটাল রয়েছে। আর কিছু বছর এই মাটি গার্ডেনে use করলে মাটি উর্বররতা হারায়।

  • @rozinakhatun7746
    @rozinakhatun7746 3 месяца назад

    স্যার, বেগুনের টব গুলো কত ইঞ্চি

    • @bgreenfamily
      @bgreenfamily  2 месяца назад

      ৬০ সেমি ও ৬০ লিটার মাটি ধরে 🙏🙏🙏

  • @limascookingandlifestyle1
    @limascookingandlifestyle1 3 месяца назад

    আমার বারান্দায় যথেষ্ট আলো বাতাস আছে কিন্তু সারাদিনে দুই ঘন্টার মত রোদ থাকে।আমি কি বারান্দায় বেগুন চাষ করতে পারব? প্লিজ রিপ্লাই

    • @bgreenfamily
      @bgreenfamily  3 месяца назад

      বেগুনের ভাল ফলনের জন্য সাধারণত প্রতিদিন ৬-৮ ঘণ্টা সরাসরি সূর্যালোক প্রয়োজন। সূর্যালোকের অভাবে গাছ দুর্বল হয়ে পড়তে পারে এবং ফলন কমে যেতে পারে।

  • @dilrubaakhter2608
    @dilrubaakhter2608 5 месяцев назад

    Amar gardene rod kom tai begun hoena😭

    • @bgreenfamily
      @bgreenfamily  5 месяцев назад

      রোদ না থাকলে মনটাই খারাপ হয়ে যায় আর তো বেগুন বেচারার ৬ -৮ ঘন্টা রোদ লাগবেই

    • @dilrubaakhter2608
      @dilrubaakhter2608 5 месяцев назад

      @@bgreenfamily রোদ আসে একটা থেকে ৫ টার পর বিদায়।এজন্য লাউ, টমেটো, খিরা গাছ বড় করতে অনেক কষ্ট হয়। অনেক যত্ন নিতে হয়।মরিচ গাছ গ্রীন হাউস ছাড়া হয় না।

  • @nargissultanamary9087
    @nargissultanamary9087 5 месяцев назад

    আমার বেগুন গাছের একটা দুইটা ডাল টোলে যাচ্ছে... ডাল শুকিয়ে ঐ ডালটা মারা যাচ্ছে.. এটা কেনো হচ্ছে দোয়া করে বলে দিন।

    • @bgreenfamily
      @bgreenfamily  5 месяцев назад

      এটাকে বেগুন গাছের ঢলে পড়া রোগ (wilting) বলে। সাধারণত ছত্রাক বা ব্যাকটেরিয়ার সংক্রমণের কারণে হয়, যা মাটিতে থাকে এবং গাছের শিকড়ের মাধ্যমে প্রবেশ করে। এর ফলে গাছের পাতা ধীরে ধীরে হলুদ হয়ে যায় এবং গাছ ঢলে পড়ে। পর্যাপ্ত পানি সরবরাহ, সুস্থ মাটি এবং প্রতিরোধক জাতের চারা ব্যবহার করে এ রোগ প্রতিরোধ করা যায়। আক্রান্ত গাছগুলো দ্রুত সরিয়ে ফেলা উচিত যাতে রোগটি ছড়িয়ে না পড়ে। গত বছর আমাদের এ্যালোটমেন্টে এই রোগ দেখা দেয়ায় কোন বেগুন হয়নাই, খুবই দুঃখ পেয়েছিলাম, একেবারে মন ভেঙ্গে গিয়েছিলো। তাই এ বছর বাসায় সম্পূর্ণ নতুন টব ও নতুন মাটিতে রোপন করেছি।

  • @shajedachoudhury5329
    @shajedachoudhury5329 4 месяца назад

    Mashallah