Indian Reaction on Bangladeshi Food | Old Dhaka Iftar Market | পুরান ঢাকার ঐতিহ্যবাহী ইফতার মার্কেট

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 янв 2025

Комментарии • 705

  • @rabiulislam4388
    @rabiulislam4388 4 года назад +135

    "বড় বাপের পোলায় খায়" এটা একটা ঐতিহ্যবাহি একটা পুরান ঢাকার ডায়ালগ।
    অর্থ হচ্ছে বড় বাবার ছেলে খায়।
    তৎকালীন খান্দানী (নামি-দামি) ধনী লোকেরা এসব খাবার খেতো।
    আর চকবাজার মোগল আমল থেকেই এই জায়গায় টা খুব জনপ্রিয়, অর্থাৎ আজ থেকে ৪০০ বছর আগে ১৬০০ শতাব্দীর দিকে ঐ আমল থেকেই এখনকার খাবার গুলো খুব জনপ্রিয় ছিলো।
    এছাড়াও বিরানি, বোরহানি, কাবাব, শরবত আরো বেশ কিছু পোরান ঢাকার জনপ্রিয় খাবার রয়েছে।

    • @amitshaha9515
      @amitshaha9515 4 года назад +5

      দুই বাংলার ভালোবাসার দুই শহর । Dhaka and Kolkata - two cities of love.
      ruclips.net/video/z56JZtxPDZ8/видео.html

    • @imrosehasan8836
      @imrosehasan8836 4 года назад +7

      ভাই বড় বাপের পোলা এটা একটা খবার এর নাম এটা কোন ডায়লোগ না। নে জানা থাকলে জেনে নিবেন দয়া করে।

    • @pokamakor1114
      @pokamakor1114 4 года назад +4

      @@imrosehasan8836 uni thikee boleche, Apni janen na.
      Amra jara puran Dhaka thaki, tara jani, eta ekta dialogue.

    • @imrosehasan8836
      @imrosehasan8836 4 года назад

      @@pokamakor1114 কে ঠিক বলছে ভাই।

    • @-_aangeruegir_-7265
      @-_aangeruegir_-7265 3 года назад +1

      Absolutely right 👍👍

  • @abullahalfahimOfficial
    @abullahalfahimOfficial 4 года назад +99

    রমজান মাসের এক মাস সিয়াম পালন করতে হয়। আর এতে প্রত্যেক দিন ফজরের নামাজের আগে বা শেষ রাতে কিছু খেয়ে সারাদিন রোজা রেখে মাগরিবের আজানের সময় বা সূর্যাস্তের সময় ওই দিনের রোজা শেষে যা খাওয়া হয় সেটাই ইফতার।

    • @amitshaha9515
      @amitshaha9515 4 года назад +6

      দুই বাংলার ভালোবাসার দুই শহর । Dhaka and Kolkata - two cities of love.
      ruclips.net/video/z56JZtxPDZ8/видео.html

    • @olichowdhury4523
      @olichowdhury4523 4 года назад +4

      শিলাজ্বিৎ এখন কি ভুজতে পারছো ইফতার কি??

  • @farukbhuiyan1129
    @farukbhuiyan1129 4 года назад +134

    ইফতার মানে ঈদের খাবার নয়, দিনে রোজা রাখা হয়, সন্ধ্যায় রোজা শেষ তখন ইফতার করতে বসে, ঐ খাবাটাকে ইফতার বলে

  • @sahaneayjkhan5438
    @sahaneayjkhan5438 4 года назад +10

    আপনাদের অসংখ্য ধন্যবাদ বাংলাদেশের সংস্কৃতি তুলে দরবার জন্য❤️

  • @razo263
    @razo263 4 года назад +170

    এগুলা ঢেকে রাখার প্রয়োজন হয়না কারণ এক ঘন্টার ভিতরে বিক্রি হয়ে যাই

  • @alifmohammadshanto5768
    @alifmohammadshanto5768 4 года назад +59

    ওইটা মাথা নয়,
    ওইটাকে বলে মাঠা।
    আর ওটা কবুতরের বাচ্চা😄

  • @মোঃজানুমোঃজানু-জ৪গ

    বাংলাদেশ এমন একটি জায়গা যেখানে ঈদের আনন্দ এবং কেনা কাঁটায় হিন্দু মুসলিম,,সমান সমান।

  • @toughtalk4998
    @toughtalk4998 4 года назад +27

    মাঠা, লাবাং এসবই লাচ্ছি জাতীয় কিন্তু স্বাদে একটু আলাদা।।

    • @imran_Dhaka
      @imran_Dhaka 4 года назад +3

      ধুর ভাই কী যে কন 🙄🙄🙄

    • @Aaraj-co1mp
      @Aaraj-co1mp 3 года назад

      মাঠা বা লাবাং হল, আপনাদের ভাষায় ঘোল।

  • @shakawoat_hb984
    @shakawoat_hb984 4 года назад +28

    ঈদের খাবার না, এইটা পুরো একমাস রমাদান থাকে তার জন্য ইফতার করা হয় ৩০ দিন।

  • @akash3546
    @akash3546 4 года назад +4

    অনেক ভালো লাগে যখন দেখি আপনারা বাংলাদেশ কে নিয়ে রিএকশন দেন😍😍😍

  • @mrmrsgoogly4808
    @mrmrsgoogly4808 4 года назад +3

    Love from Bangladesh ❤️❤️❤️👍👍👍🇧🇩🇧🇩🇧🇩🇧🇩

  • @ImranKhan-em6wz
    @ImranKhan-em6wz 4 года назад +4

    ৮০-৯০ টা আইটেম যেমন মুড়ি, পিয়াজু,বেগুনি, কাবাব এরকম জিনিস একসাথে মিলিয়ে বিক্রি হয়।
    সুতা কাবাব হচ্ছে কিমা করা মাংস কে সুতা দিয়ে একটা শেপ দেওয়া হয়। এতে শিকের ব্যাবহার হয় না।

  • @sakuraharuno4667
    @sakuraharuno4667 2 года назад +1

    Falooda ekta Persian dessert.. eta Sabudana, Clear noodles (which is used to make desserts I mean not the noodles we eat at home) Condensed milk ba Ice cream, sathe sweet yogurt(white one), ar fruits including Pomegranate, also Jelly Egulo diye banano hoy..
    Sabudana milk diye boil kore chini o dey hoyto Payesh bananor moto kore banay,, tarpor plate e sabudana deoa hoy,, ota doi ba Condensed milk ba ice cream er sathe mix kora hoy.. erpor fruits deoa hoy, apple, Grapes ar Pomegranate must.. sathe Jelly deoa hoy ektu ar oi boiled rice noodles or Clear noodles ota kheteo sabu Dana er motoi lage.. upor diye decoration kore serve kore..

  • @raduansporsho3354
    @raduansporsho3354 4 года назад +8

    প্রতিদিন রোজা রেখে সন্ধ্যায় ইফতার হয়। ঈদ আলাদা। ঈদ রোজা ৩০ টা শেষ হওয়ার পরে হয়।

  • @SabbirKhan-hs3wf
    @SabbirKhan-hs3wf 4 года назад +28

    বড় বাপের পোলায় খায় এটা পুরান ঢাকার একটা বিখ্যাত ডাইলগ🤣🤣🤣

  • @md.harezbinhannan277
    @md.harezbinhannan277 3 года назад +1

    যদি কনোদিন ইন্ডিয়া জাই, তাহলে আপনাদের সাথে দেখা করব ইনসাআল্লাহ

  • @NasirsInside
    @NasirsInside 3 года назад +8

    এগুলা ১-২ ঘন্টার বিক্রি হয় মাত্র,ইফতার এর ১-২ ঘন্টা আগে থেকে ইফতার টাইমের মধ্যে বিক্রি শেষ হইয়ে যায়..আপনার দেখে বুঝা যায় মুসলিম না হলেও মুসলিমদের প্রতি সম্মান আপনাদের আছে😊
    Bangladesh❤️❤️❤️

  • @borhanuddin8900
    @borhanuddin8900 4 года назад +9

    আরে ওল্ড ঢাকার ভাষা বড় বাপের পোলা।রমজান মাসের প্রতিদিনের খাবার,, রাস্তায় বসে,, হোস্টেল রেস্টুরেন্টে আলাদা,,

  • @SiamSiam-wt6qy
    @SiamSiam-wt6qy 3 года назад

    onno sob reackson bedeo thake thomader ta khob khob valo lage.lov.u

  • @hasibulhasan9187
    @hasibulhasan9187 3 года назад

    ইফতারি মানে সারাদিন রোজা রাখার পরে এগুলা ইফতারের একটু আগে সাজানো হয় এবং খুব দ্রুতই বিক্রি হয় তাই ঢেকে রাখতে হয়না। এগুলো অনেক সুস্বাদু হয় এবং ঐতিহ্যগত।

  • @forhadhossain7231
    @forhadhossain7231 4 года назад +6

    রমজান মাসে শেষ রাত থেকে সন্ধ্যা পযর্ন্ত অনাহারে থাকার পর আমরা যে খাবারটা খাই তাকে ইফতার বলে। আর এটা পুরো রমজান মাস অর্থাত ১ মাস পর্যন্ত চলতে থাকে।

  • @SabbirKhan-hs3wf
    @SabbirKhan-hs3wf 4 года назад +18

    এটা রেডিমেট বানানো থাকে নাহ।।। এখানে বানানো হয় আর বিক্রি করা হয়।আর এই মারকেট টা একমাত্র রমজান আসেই বসে।

  • @rajmanzil1994
    @rajmanzil1994 4 года назад +15

    শুধু মাত্র রমজান মাসে খোলা রাস্তার পাশে এই ভাবে ইফতারির দোকান বসে, রমজান মাসের পর এই খোলা রাস্তার দোকান থাকে না।

  • @asifrahman4283
    @asifrahman4283 4 года назад

    সূতিকাবাব:- খাসির মাংস অনেক কুচি করে কাটে যা সুতার মতো হয়ে যায়, পরে মসলা Add করে কাবাব বানায়।
    বড় বাপের পোলা খায়ঃ- এটা একটা পুরান ঢাকার ডায়লগ, এবং এটা একটা নির্দিষ্ট "মুড়ি মাখানো"-কে বোঝায়, যেখানে ঐ ইফতার মার্কেটের সবচেয়ে দামি এবং সুস্বাদু খাবার মিক্স করে বানানো হয়। যেমন- সূতিকাবাব, সামিকাবাব, বটিকাবাব, different chicken,beef, goat items অারো ওনেক কিছু & মসলা তো অাছেই।
    ফালুদা- ঘন দুধে different fruits & dry fruits, ice cream, sometime steam noodles, condense milk/Honey
    লাবাংঃ এটা একটা ড্রিংস। দুধ ঘন করে একটা salty-sweet taste add করে।
    " মাঠা" same (দুধ, salt, sugar) but totally different taste.
    ঐ ইফতার Market কেবল রোজার ৩০/২৯ কে কেন্দ্র করে বসে। তাই, এতো এতো non-veg spacial item. (Veg তো বাসায় অনেক খাওয়া হয়।)

  • @alaminornob2892
    @alaminornob2892 4 года назад

    বড় বাপের পোলায় খায় ঠোঙ্গায় ভরে নিয়া যায় এর অর্থ হলো খাবার গুলো এত এত চেষ্ট যে আপনি বাড়িতে কিনে নিয়ে যেতে বাধ্য হবেন আর একটা কথা এগুলো ঢাকার প্রয়োজন পরেনা কেননা ঘন্টা ২ এর ব্যাপার🥰🥰🥰🥰

  • @animalslife5495
    @animalslife5495 3 года назад +3

    আবার রমজান আসছে।আর একমাস পর।ইনশাআল্লাহ সবাই এবারেও রোজা থাকবো

  • @s.m.shahmiajtanjil126
    @s.m.shahmiajtanjil126 4 года назад

    এটা আমাদের পুরান ঢাকার ঐতিহ্যবাহী চকবাজারের ইফতারের মার্কেট। ইফতার হচ্ছে রোজা ভাঙ্গার যে খাবার সেটাই। পুরো রমজান মাসেই সন্ধ্যার সময় ইফতার করে রোজা ভাঙ্গা হয়। "বড় বাপের পোলায় খায়" এটা একটা খাবারের নাম।প্রায় ৭০ বছর আগে থেকে চকবাজারের স্থানিয় এক লোক এই খাবারের রেসেপি বের করেন আর নাম দেন বড় বাপের পোলায় খায়।

  • @smileplease.2023
    @smileplease.2023 3 года назад +2

    Faluda bivinno frouts,,ice cream,,milk,, sabu dana diye toiri hoi...khubi moja hoi khete

  • @aponslife2286
    @aponslife2286 3 года назад +1

    ইফতার এ আমরা এই ধরনের খাবার খাই কারন সারা দিন রোজা রাখার পর ভাত খাওয়ার রুচি হই না তাই সুস্বাদু খাবার খাই শুধু বাংলাদেশ না পুরো মুসলিম বিশ্ব, এক এক দেশ এর এক এক রকম ইফতার, বাহারি সব খাবার😋

  • @mamunsheikh2636
    @mamunsheikh2636 2 года назад

    কেমন আছেন আপনারা দুজন, অনেক ধন্যবাদ আপনাদের, ভিডিও গুলো অনেক পরে পেলাম তো তাই এখন কমেন্ট করলাম,ওটা ছিল কবুতর এর বাচ্চা।

  • @dokkhinbanglatelevision2915
    @dokkhinbanglatelevision2915 4 года назад +1

    ফালুদা বাংলাদেশের বিভিন্ন পাওয়া যায়। এটিও একটি মুখরোচক খাবার।
    এটি রান্নার রেসিপি ব্লক গুলোতে খুজলে পাওয়া যাবে।
    (ফালুদা কিভাবে বানাতে হয়)

  • @saziayeaqub8174
    @saziayeaqub8174 4 года назад +4

    Boro baper polay khay- is a mixture of ghugni, chola boot,all types of meats. Matha- is ghol, faluda- is a sweet dish , labang- is kind of butter milk, suti kabob- is a kabob tied with thick threads on the making process.We are nationally non vegiterion so our stuffed parathas are also stuffed with minced chicken ,beef,mutton .Hope I solved all of your queries, take care.

  • @nojrulkaji535
    @nojrulkaji535 Год назад

    আপনারা হয়তো আমাদের বাংলাদেশের খবারের নাম অনেক কিছুই জানেন না, কিন্তু এই সব ইফতার খাবার অতুলনীয়

  • @mehedimahmudul8696
    @mehedimahmudul8696 4 года назад +2

    Love you Dada & Didi from Chittagong, Bangladesh.

  • @ebrahim3670
    @ebrahim3670 4 года назад +1

    Black color ta hochche সুতা কাবাব।
    সুতা কাবাব গরুর মাংস দিয়ে তৈরী।
    Love From Bangladesh ❤

  • @soyaifhasan299
    @soyaifhasan299 4 года назад +1

    Onk valobasa apnader jonno Narayanganj, Bangladesh theke 🇧🇩🇧🇩🥰🥰

  • @rsrayhan1346
    @rsrayhan1346 4 года назад

    𝐛𝐨𝐫𝐨 𝐛𝐚𝐩 𝐞𝐫 𝐩𝐨𝐥𝐚 𝐤𝐡𝐚𝐢 𝐦𝐚𝐧𝐞 𝐡𝐨𝐢𝐭𝐚𝐬𝐞 𝐣....𝐛𝐨𝐫𝐨𝐥𝐨𝐤 𝐞𝐫 𝐜𝐡𝐞𝐥𝐞 𝐫𝐚 𝐤𝐡𝐚𝐢😎🖤💞🥀

  • @md.rakibulislamrakib5469
    @md.rakibulislamrakib5469 4 года назад +4

    বড় বাপের পোলা খায়। এটা জাস্ট একটা ইউনিক খাবারের নাম দেওয়া হয়েছে। পুরান ঢাকায় এই ডায়লগ টা খুব বিখ্যাত ......।।।।

  • @Mr.Valentine_14
    @Mr.Valentine_14 3 года назад +2

    ইফতার মানে বিশাল খাবারের আয়োজন নারে,ইফতার মানে সারা দিন রোজা রেখে আল্লাহ তায়ালা কে স্মরণ করে দিন শেষে যা হালাল খাবার পায় তা সন্তুষ্টির সাথে
    আহার করাকে বোঝায়.....!!

  • @syedoli9154
    @syedoli9154 2 года назад +1

    বড় বাপের পোলায় খায় মানে এটা খাবার ওখানে হাসের মাংস,মুরগির মাংস, মুড়ি সহ আরো কিছু কাবাব পাকোড়া বেগুনি যা বেগুন দিয়ে হয় সব মিশানো থাকে অনেক মজাদার

  • @missionbegin3908
    @missionbegin3908 4 года назад

    বড় বাপের পোলাও হল রমজান মাসে পুরান ঢাকার একটি ঐতিহ্যবাহি খাওয়ার.....এটি এক ধরনের পোলাও

  • @khanjannat8330
    @khanjannat8330 4 года назад +3

    Love from Bangladesh ❤

  • @newgoogleaccount3526
    @newgoogleaccount3526 3 года назад

    ডিম, আলু, ঘি, কাঁচা ও শুকনো মরিচ, গরুর মগজ, গরুর কলিজা, মুরগির গিলা কলিজা, মুরগি-কবুতর-কোয়েল ও খাসির মাংস, মাংসের কিমা, সুতি কাবাব, চিড়া, ডাবলি, বুটের ডাল ও মিষ্টি কুমড়াসহ ১৫ পদের খাবার পদের সঙ্গে ১৬ পদের মশলা মিশিয়ে তৈরি হয় 'বড় বাপের পোলায় খায়, ঠোঙা ভইরা লইয়া যায়'। প্রায় ৭৫ থেকে ৮০ বছর আগে পুরান ঢাকার মোহাম্মদ কামাল মাহমুদ ওরফে কামেল মিয়া প্রথম এই খাবারটি তৈরি করেন বলে জানালেন চক বাজারের বিক্রেতারা।

  • @sabbirkhan2516
    @sabbirkhan2516 3 года назад

    মিজানুর রহমান আজহারীর "সবশেষে জান্নাতে যে প্রবেশ করবে " রিয়েক্শন ভিডিও চাই। প্লিজ প্লিজ। ❤️❤️

  • @TheSilvanus9
    @TheSilvanus9 3 года назад

    রোজা হল উপবাস তবে মুসলিম ধর্মানুযায়ী রোজার সময় ভোর রাতের ফজরের আজান (৪/৪.১৫ টার ভিতর স্থান ভেদে সময় কম বেশি হয়) এর আগে খেয়ে থাকে যাকে সাহরি বলে। এরপর সারা দিন পানাহার থেকে বিরত থাকার পর সন্ধ্যার সময় মাগরিবের আজান (৬/৬.১৫ টার মধ্যে হয়ে থাকে) এর পর রোজা বা উপবাস ভাংগে। চান্দ্রমাস হিসাবে রোজা বছরের বিভিন্ন মাসে ঘুরতে ঘুরতে আসে। এই বছর ২০২১ এ যেমন ১৪ ই এপ্রিল থেকে রোজা শুরু হয়েছে। আগামী বছর আরো ১৫ দিন চান্দ্রমাস এগিয়ে যাবে তখন রোজা শুরু হবে এপ্রিল এর ১ বা মার্চের ৩০/৩১ তারিখ (আমি যেমন খ্রিষ্টিয়ান, আমাদের উপবাস ও একটানা ৪০ দিন, আমাদের ভিতর রাত দ্বিপ্রহর অর্থাৎ ১২ টার আগে তিন ভাগের এক ভাগ খাবার খেয়ে সারাদিন পানাহার থেকে বিরত থেকে দুপুর ৩ টায় ভাংগা হয়। তবে এই ৪০ দিন আমাদের পুরোটাই নিরামিষ খেতে হয়। শেষ রোজা বা উপবাসের দিন হয় গুড ফ্রাইডে আর তারপরের রবিবার হয় ইস্টার) বাংলাদেশে রোজার সময় সাধারণত যে সব নরমাল ইফতার থাকে তা হল-
    ** পেঁয়াজু, বেগুনি, আলু চপ, ডিম চপ, শাকের পাকোড়া, মিক্সড সবজি পাকোড়া, ঘুংনি, ছোলা বুট, শামি কাবাব, সুতি কাবাব, বটি কাবাব, শিক কাবাব, দই বড়া, লাচ্ছি, মাঠা, লাবাং, ঘোল, দই, ফিরনি, ফালুদা, নরমাল জিলাপি, শাহী জিলাপি, বড় জিলাপি, মুরগী /খাসি/কবুতর/কোয়েলের রোস্ট, খাসি /গরুর চাপ, মুরগী গ্রিল, নান, নরমাল পরটা, গরু/খাসি/মুরগী মাংসের পুর দিয়ে পরটা, সবজি পরটা, বুরিন্দা, পাটিশাপটা পিঠা, ঝাল মালপোয়া, গরু/খাসি /মুরগীর হালিম, মুর্গ মুসাল্লাম, কড়াই গোশত, মুঘলাই পরটা, বড় বাপের পোলায় খায়, চিকেন ললি, ফিশ কাটলেট ইত্যাদি ইত্যাদি...
    রোজার সময় এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান (মাংসের ক্ষেত্রে ধর্মীয় বিধিনিষেধ মেনে) সবাই সব কিছু কিনে খায়। ইফতারে মুড়ি দিয়ে এই সব অনেক সময় মেখে (বিশেষ করে মুড়ি, ছোলা, পেঁয়াজু, বেগুনি, পাকোড়া, ঘুংনি দিয়ে ভেংগে মেখে খাওয়া হয়)
    * চলে আসো বাংলাদেশে সব খাওয়াবো। আমাদের আদি পুরুষ ক্যালকেশিয়ান। ঠাকুরপুকুর মামা বাড়ি, কোলকাতা জাকির হোসেন রোডে বাবার পৈতৃক ভিটা। আমার মেয়ে হয়েছে বেহালার বানী কুমারের আন্ডারে। ২০১৭,১৮,১৯ এর শুরুর দিকে বেহালার সাঁতগ্রামে থেকেছি।
    ** আর হ্যা ঢাকার বিরানির কাছে কোলকাতার আরসালানের বিরানি বা দিল্লির বিরানি কিছুই না! যারা একবার ঢাকার হাজি,নান্নু, ফকরুদ্দিন কিংবা নরমাল হোটেলের বিরানি খেয়েছে তারা আর ফিরেও দিল্লির বা আরসালানের বিরানির কথা বলবে না। এখানকার বিরানি এত স্বাদ।। চলে আসো করোনা ভালো হলে। ঘুরে মজা পাবে। আমরা এই তিন বছরে কলকাতা চষে বেড়িয়েছি আসলে বাংলাদেশিরা খুবেই খানেওয়ালা, কেনাকাটায় ওস্তাদ আর ঘুরন্টিস! 🤣😂 কোলকাতার নিউমার্কেট গেলেই বোঝা যায় বাংলাদেশিরা কি করতে পারে! খাওয়া আর শপিং 😂🤣

  • @rudro3958
    @rudro3958 4 года назад

    এগুলো খাবার ঢাকার প্রয়োজন নেই, কয়েক মিনিটের মধ্যে শেষ হয়ে যায়।🇧🇩🇧🇩🇧🇩

  • @sumaiyasaaedah9946
    @sumaiyasaaedah9946 4 года назад +4

    Love From Bangladesh ❤️
    Dure Dure by emran and puja song tar reaction chai

  • @sakuraharuno4667
    @sakuraharuno4667 2 года назад

    6:54 ei point e suti kebab dekhano hoyeche jeta "Boro baper polay khay, Bati bhoira loiya jay" eta ora bole sell korar somoy.. ota ashole Suti kebab,, suta diye bedhe banano hoy.. ote onek rokom mangsher keema thake, sathe Liver o thake.. ota khete onek moja hoy.. ar ota onek expensive o.. eta ekta heritage, 100 bochor ageo chilo maybe shei nawab er somoy theke ei bazar e sell hoto onno naam diye

  • @kazimehedi8594
    @kazimehedi8594 4 года назад +6

    Btw eta typical street food noy, eta just romjan mash er iftar er jonnoi ek mash thake. Eta k Iftarer bazar bola hoy. Street food bolle bhul hobe.

  • @Entertainment-j3h
    @Entertainment-j3h 4 года назад +5

    ইফতার মানে সারাদিন না খেয়ে রোযা রাখার পর প্রতিদিন মাগরিবের আজানের পরে খাওয়া হয়, সেটাকে ইফতার বলে। আর এটা ৩০ দিন খাওয়া হয়।

  • @raselsikder3157
    @raselsikder3157 4 года назад

    Apnara Bangladeshea romadan masea aslea bikel thek shodu khabar r khabar dektea parben r chok bazar holo 100 years storyrical market thanks reaction this video love from Bangladeshi

  • @kam-rul8988
    @kam-rul8988 4 года назад +1

    এতো খাবার ইফতারে ১০ মিনিট আগে কিছুই আর পাওয়া যায় না 😁😁😋😋😋😋😋😋😋😋

  • @fayezahmed1429
    @fayezahmed1429 4 года назад +2

    হালিম, শাহী হালিম, কোথায়। টিভিতে খুব সুন্দর করে দেখায়। এ তো সাধারণ ভিডিও ।

  • @SHAKIB8055
    @SHAKIB8055 3 года назад +2

    বোরহানির সাথে আর কিছুইরি তুলনা হয়না🤤😋

  • @rudro3958
    @rudro3958 4 года назад

    ফালুদা হলো বিভিন্ন রং এর ফল, ক্রিম, বরফ, ভ্যানিলা, চকলেট, দুধ দিয়ে তৈরি ঠাণ্ডা dessert. 🇧🇩🇧🇩🇧🇩

  • @ahammedmohsin2762
    @ahammedmohsin2762 3 года назад +1

    বড় বাপের পোলায় খায়, ঠোংগায় ভইরা লইয়া যায়। একটি বিখ্যাত খাবার +ডায়লগ। এই খাবারটি মোটামুটি 32-52 পদ দিয়ে তৈরি হয়।

  • @wakilahmad9770
    @wakilahmad9770 3 года назад +1

    1 of Da best deserts in world is faloda ..dats amusing . I had bare in my life while I grown up in bd ..
    Also" boro baper polai " is a mixture of all items put together ..damm cool. Make sure u try once go BD

  • @mdshakibulhassan3646
    @mdshakibulhassan3646 4 года назад

    বড় বাপের পোলায় খায় এই খাবার মুলত মুড়ির সাথে মুরগির কাবাব, বিভিন্ন ধরনের মিষ্টি, মাখানো বড়া জিলাপি এসব মিশানো এক ধরনের খাবার। সব উপকরণ অালাদা দেওয়া হয় খাওয়ার সময় মিশিয়ে খাওয়া হয়

  • @islamrasel5180
    @islamrasel5180 4 года назад +2

    মাশা আল্লাহ আল্লাহ্ পাকের রহমত

  • @kholilurrahman5139
    @kholilurrahman5139 3 года назад

    রোজা রাখা কত মজা একমাত্র মুসলিমরা জানে আমি রোজার জন্য অপেক্ষা করে সব সময়

  • @ছুয়েদিলেমন-ত৯চ

    লাবাং ও মাঠা ও লাচ্ছি প্রায় একেই রকম যা দই দিয়ে তৈরি,,, শুধু এক একটা ভিন্ন টেস্ট

  • @ছুয়েদিলেমন-ত৯চ

    বাপের বড় পোলা খায়,,, এটা হচ্ছে ঐতিহ্যগত একটা খাবার যা খাসির মাংস দিয়ে তৈরি করা হয়,,, আর এই খাবারটা ২০০ থেকে ২৫০ বছর ধরে পুরান ঢাকার ঐতিহ্য হিসেবে পরিবারের বড় ছেলেরা খায় বা ক্রয় করে। এজন্যই দোকানদার বলছে বাপের বড় পোলায় খায়।

  • @জীবনটাবেদনার-গ৫র

    এইটা পুরান ঢাকার ঐতিহ্যবাহী একটা ইফতারি হাট প্রতিটা দোকানইএকটা একটা রেস্টুরেন্টের আন্ডারে আছে বাট এখানে একটা হার্ট হিসাবে সবাই ওপেনলি বসে শুধু রমজান মাসে 30 দিন ছাড়া অন্য কোন দিন পাবেন না অন্য কোন দিন খেতে চাইলে যে কোন রেস্টুরেন্টে গিয়ে খেতে হবে আজ জানা মতে এই হাতটা ব্রিটিশ আমল থেকে প্রচলিত পুরান ঢাকার ইফতারি হাট আরেকটা কথা আমরা সারা বছর ভাজাপোড়া খেলে পেটের সমস্যা হয় ইফতারি যেকোনো রকম ভাজাপোড়া যেকোনো রকম ইয়ে খেলেও কখনো পেটে সমস্যা হয়না এটা আল্লাপাকের একটা রহমত কথা ইফতারের উদ্দেশ্যে যেকোনো জিনিস আপনি কিনলে ওটাকে ইফতারি বলা হয়

  • @erambeats956
    @erambeats956 3 года назад

    Love you guys 😍 from Bangladesh

  • @mohammedfaruque8172
    @mohammedfaruque8172 4 года назад +1

    Ramadan is a Lunar month. In this month muslims all over the world fast from dawn to dusk for (29/30)days depending on the sighting of the moon. Bara baper pola khai means the son of rich parents eat it. Thanks for your reaction.

  • @rajibsujon7604
    @rajibsujon7604 3 года назад

    ফালুদা হলো অনেকটা পায়েশের মতো তবে ফালুদার মধ্যে আপেল,কলা ছাড়াও অন্যান্য ফল থাকে।এটি খুবই সুস্বাদু।
    আর লাবান অনেকটা ঘোলের মতো কিন্তু টক বেশি।

  • @mr_ekt
    @mr_ekt 3 года назад

    ফালুদা- দুধ,ফল দিয়ে বানানো ( আপেল,কলা ইত্যাদি) আর কালো রঙের ঐটা সুতা কাবা খাসির কাবাব, কবুতরের বাচ্চার ফ্রাই,কোয়েল পাখির ফ্রাইড।

  • @raihankhan5371
    @raihankhan5371 3 года назад

    সুতি কাবাব হলো খাসির মাংসের কাবাব. লাবাং মাঠা এগুলো লাচ্ছির মতো। আর আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা আমাদের এতো ভালোবাসেন 😊

  • @alltimeonforlovingworld
    @alltimeonforlovingworld 4 года назад +1

    Tnx 4 food reaction of Bangladesh 🇧🇩🇧🇩🇧🇩

  • @mdnayemislam7376
    @mdnayemislam7376 4 года назад +3

    Eid er Khabar k iftar bole na......1 month amader roja(upos) thakte hoy,sara din panahar theke mukto thakar por Sondhar somoy iftar kore roja vanga hoy....r ei 1mash er roja ses hoyar porer din e hocce Eid

  • @rajivnag7265
    @rajivnag7265 4 года назад

    Nice 👍 from Bangladesh

  • @SabbirKhan-hs3wf
    @SabbirKhan-hs3wf 4 года назад

    Ami onk bar ei vdo tar jonno request korechilam finally peye gelam thanks😍❤️😍

  • @sunnykhan2845
    @sunnykhan2845 3 года назад

    আপনারা একবার বাংলাদেশে বেড়াতে আসেন এখানকার খাবার খেলেই সব কিছু র উত্তর খুজে পাবেন মাথার উপর দিয়ে আর কিছু যাবে না এরোপ্লেন ছাড়া 🙏😍

  • @hasangazihasangazi7795
    @hasangazihasangazi7795 4 года назад

    ফজরের আগে বা মধ্যে রাত থেকে শুরু করে মাগরিব বা সন্ধ্যা পর্যন্ত একটা রোজা হয়, এই সময় গুলা না খেয়ে থাকে সন্ধ্যার আযান দিলে খাওয়ার সময় টা কে ইফতা বলে।

  • @mdazom1050
    @mdazom1050 Месяц назад

    ঐতিহ্যবাহীর নাম দিয়েছে সবাই খায় হিন্দু-মুসলিম সবাই খায় ❤❤❤😮😮🇧🇩🇧🇩💃💃🥰🥰👌😍

  • @sazzadshawon244
    @sazzadshawon244 4 года назад

    Love form Sylhet, Bangladesh

  • @animalslife5495
    @animalslife5495 3 года назад

    চকবাজার বাংলাদেশের সবথেকে বিখ্যাত ইফতার বাজার।এখানে খাবার গুলো কিছুক্ষণের মধ্যেই বিক্রি হয়ে যায়।এজন্য ঢাকাঢাকি করার সময় থাকেনা।কারণ মানুষ ঐখান থেকে ইফতার কেনার জন্য অপেক্ষায় থাকে

  • @AkashAkram-s2q
    @AkashAkram-s2q 8 месяцев назад

    শাকিব খান তুফান মুভি টেইলার মুক্তি পেয়েছে ওয়েদার একশন ভিডিও দেন❤❤❤❤

  • @uzzallifestyle4064
    @uzzallifestyle4064 4 года назад +2

    আপনারা যেটাকে ঘোল বলেন আমরা ওইটাকেই মাঠা বলি❤❤❤

  • @sanjidahaqueemu
    @sanjidahaqueemu 3 года назад

    Faludar recipe dekhen..dkhlei refresh Lagbe 😋😋 thanda thanda ghono dudh e custurd powder, fruits diye ndls die icecream die toiri kore..

  • @ZanuVlogger5823
    @ZanuVlogger5823 4 года назад +1

    faluda : ice cream+noddles+fruits+jelly dia banano khabar
    labang: lobonakto milk
    suta kabab:khasir toiri r ota sota pechano thake
    r boro patil a biriyani thake

  • @nurhaki6179
    @nurhaki6179 4 года назад +1

    বাংলাদেশের পুরান ঢাকার ইফতারী খুবই মজাদার। নুর ইতালি

  • @rafiqbhai4049
    @rafiqbhai4049 4 года назад

    Shotti ki mojar khawar🥰😍🥰😍☺☺

  • @senkoushik7898
    @senkoushik7898 3 года назад

    দিদি এবং দাদাকে বলছি, বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তর শহর বন্দর নগরী চট্টগ্রামকে নিয়ে একটা পার্ট করলে ভালো লাগতো😊😊

  • @MDMIRAZULISLAM
    @MDMIRAZULISLAM 4 года назад

    Faluda= Vanila ice cream, Noodles, Shabu, Orange Jelly, mix fruits ( Like bedana, Kola, Apple) mix kore khawa hoi. Amar favorite

  • @jndofficiallink6613
    @jndofficiallink6613 4 года назад

    আমি বাংলাদেশি আপনার চ্যানেল সাবক্রাইব করলাম পাশে আছি

  • @sknirobgaming
    @sknirobgaming 4 года назад

    ঢাকায় আসেন সবাই খেতে পারবেন এপ্রিল এ রোজা আপনাদের দাওয়াত দিলাম।

  • @robisunny
    @robisunny 4 года назад

    ইফতার মানে হলো রোজা রাখার পর যখন রোজা ভাঙা হয় তার জন্য খাদ্য

  • @alwafi2667
    @alwafi2667 3 года назад

    অনেক ধন্যবাদ আপনাকে

  • @badinageraj4960
    @badinageraj4960 4 года назад +1

    Continue, brother. I saw all your videos, it looks very good.
    And yes, you look very beautiful, especially vaia and apu you also look very beautiful.
    Thank you for highlighting our uncle's tradition.
    Thanks a lot.......

  • @egedeged4324
    @egedeged4324 4 года назад +4

    মোহাম্মদ কামরুল হাসান ❤️🇧🇩🇦🇫🇲🇾🇸🇦🇵🇰🇹🇷❤️

  • @MdMunna-pu8lv
    @MdMunna-pu8lv 4 года назад +4

    ভাই দোকান গুলো অল্প কিছু সময়ের জন্য খোলা হয়

  • @nazmulislam-ev7xz
    @nazmulislam-ev7xz 4 года назад +2

    ওটা বললো কবুতরের বাচ্চা,লাবাং হলো লাচ্ছি টাইপের,মাঠা দই আর লবণ দিয়ে বানানো শরবত টাইপের ।।।

  • @sabbirgazi7767
    @sabbirgazi7767 3 года назад

    ফালুদা একবার খাইলে বার বার আসবেন🤗🤗

  • @andwitharash8786
    @andwitharash8786 4 года назад +1

    I am from Bangladesh. I see your vlog regularly. Our country is also very beautiful. I invite you to visit our country.

  • @md.asifislam5664
    @md.asifislam5664 3 года назад

    ঈদের খাবার না তো এটা রমজান এর সময় রোজা রেখে সন্ধ্যায় খায় "

  • @azgorhussain4682
    @azgorhussain4682 3 года назад

    রমজানের ইফতারি পরাধীন রোজা রাখার পরে যে খায় সে বুঝে মজাটা কেমন হয়

  • @rakibkhanofficialbd
    @rakibkhanofficialbd 4 года назад

    ইফতার মানে হচ্ছে মুসলিম রা যে ৩০টা রোজা রাখে সেই প্রদিদিনের রোজার টাইম শেষ হওয়ার পর যে খানা খেয়ে রোজা শেষ করা হয় সেই খানাকেই ইফতার বলে। তা যেই খাবারি হোকনা কেন। ভাত খেলে অইটাকেও ইফতার বলে।

  • @jiminwantjams3685
    @jiminwantjams3685 4 года назад

    U guys are soooo cute ❤❤❤❤💜💜

  • @rahimhasan700s6
    @rahimhasan700s6 4 года назад

    পুরান ঢাকায় বড় বাপের পোলায় খায়l এই খাবার টা অনেক জনপ্রিয়l এটা অনেক গুলি আইটেম মিশিয়ে বাবানো হয়l পুরান ঢাকার বাপের বড় ছেলে কে বুঝানো হয়েছেl কাবাব হয়তোবা কোলকাতা আসেl এই কাবাব থেকে অনেক আলাদা সুতি কাবাব হয়ে থাকে গরু,খাশির গোস্ত দিয়েl ফালুদা এটা আমার অনেক পছন্দের খাবারl ফালুদা তৈরি হয়ে থাকে দুধ,চিনি,নুডুস, আর অনেক রকম ফল দেয়া হয়l