লিপস্টিকে বিপদ! মেনে চলুন এই ৫ নিয়ম । Bijoy TV
HTML-код
- Опубликовано: 9 фев 2025
- #লাইফস্টাইল
নারীর সাজের অন্যতম উপাদান হলো লিপস্টিক। এটিকে সাজসজ্জার প্রাণও বলা হয়ে থাকে। লিপস্টিক নারীর সৌন্দর্য বাড়িয়ে দেয় কয়েক গুণ। কিন্তু সৌন্দর্য বাড়ানোর এই উপাদানই হতে পারে মারাত্মক বিপদের কারণ। তাই জানতে হবে এর সঠিক ব্যবহার। ডার্মাটোলজিস্টরা জানান, লিপস্টিক ব্যবহারের সময় কিছু সাধারণ ভুল সকলেই করে থাকেন। যা বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে। অনেকের ঠোঁটের রং বদলে যায় কিংবা রুক্ষ হয়ে যায়। এছাড়া বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে পারেন। কাজেই কিছু টিপস মেনে চললে এধরনের বিপদ এড়ানো সম্ভব। আজ জেনে নিব লিপস্টিক ব্যবহারে ৫টি টিপস সম্পর্কে।
প্রথমেই যেটি করতে হবে তা হলো, নিয়মিত গাঢ় রঙের লিপস্টিক ব্যবহার না করা। কারণ, যে লিপস্টিকের রং যত গাঢ়, তার মধ্যে সিসা, ক্রোমিয়াম এবং ম্যাগনেসিয়ামের পরিমাণ তত বেশি। তাই গাঢ় লিপস্টিকের বদলে ঘুরিয়ে ফিরিয়ে হালকা রঙের শেড ব্যবহার করুন।
দ্বিতীয় টিপসটি হলো, ঠোঁটে কোনও লিপবাম কিংবা সানস্ত্রিন বা এসপিএফ-যুক্ত ক্রিম ব্যবহার না করেই সোজাসুজি লিপস্টিক লাগানোর ভুল করা চলবে না। যদি এ অভ্যাস থাকে, তাহলে আজ থেকেই তা ত্যাগ করুন। কারণ ঠোঁটের ওপর হালকা লিপবামের স্তর থাকলে লিপস্টিক অতটা ক্ষতি করতে পারে না।
এছাড়া প্রতিদিন লিক্যুইড ম্যাট লিপস্টিক ব্যবহার করা বন্ধ করুন। এতে ঠোঁট শুকিয়ে চামড়া ফ্যাকাসে হয়ে যায়। তার বদলে টিন্টেড লিপ গ্লস লাগান। এতে ঠোঁট ময়েশ্চারাইজড থাকে। পাশাপাশি রাতে লিপস্টিক তুলে ঘুমোতে যান। এক্ষেত্রে প্রথমে বেবি অয়েল বা মেকাপ রিমুভার দিয়ে লিপস্টিক তুলুন। সপ্তাহে অন্তত ২ দিন চিনি দিয়ে স্ক্রাব করুন। এরপর লিপবাম লাগিয়ে নিন।
রোজ রাতে যেমন ত্বকের যত্ন নেওয়া যেমন জরুরী, তেমনই ঠোঁটের যত্নও দরকার। এজন্য অবশ্যই ঘুমানোর আগে ঠোঁটে মোটা করে লিপবাম মাখা উচিৎ। এতে পরের দিন সকালে উঠে ঠোঁট নরম ও সতেজ পাওয়া যায়।
copyright © A BIJOY TV Production-2023
সঙ্গে থাকুন বিজয় টিভির
Website: bijoy.tv/
Facebook: / bijoytvlimited
RUclips: / bijoytvofficial
খুব ভালো প্রতিবেদন, 👍
Thanks❤
নিজেই তো সতর্ক হননি আবার কাকে করতে যান,,নিজেই তো দিয়ে বসে আছেন,,,,
😅
bose na dariye asen
😊😊😊
🤣🤣🤣
একমত ভাই
আর কোন খবর পাওয়া যায় না তাই আর কি করবো😢😢😢😢
আগে নিজে সচেতন হন তার পর অন্যকে সচেতন করুন।আগে নিজেই তো মেকআপ বক্স হয়ে বসে আছেন।⚠️⚠️⚠️
😂
দারিয়ে আছেন😁😁
লিপস্টিকে পেটে গেলে যেন ক্ষতির কারন না হয় সে দিক টা দেখতে হবে উৎপাদন কারী দের , একবার তো ...... না থাক,
নিজেই ত লিবিস্টিক লাগাইছেন😮
Lipstick ami besi dey e na
বুঝি তুমি তো দিছো আলকাতরা...