কী করে চিনবেন আপনার ব্যবহৃত লিপস্টিক মেয়াদ উত্তীর্ণ কিনা? How to check your lipstick’s expiry date?

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 фев 2025
  • কম বেশী সকল মেয়ের কাছেই সাজগোজের প্রথম পছন্দ কাজল আর লিপস্টিক। মেকআপ না করলেও ঠোঁট রাঙাতে লিপস্টিকের ব্যবহার অনেকেই করে থাকেন। তাই মেকআপ বক্সেও থাকে নানান শেডের লিপস্টিকের কালেকশন।
    আর এই নানান কালেকশনের ভিড়ে অনেকে খেয়ালই করেনা তার মেয়াদের কথা। তা খেয়াল না করেই ব্যবহার করে ফেলেন লিপস্টিক। যা আপনার ঠোঁটে তো বটেই, শরীরেরও মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলে।
    যেহেতু লিপস্টিক ঠোঁটে অনেকটা সময় ধরে থাকে তাই থুতুর সঙ্গে শরীরের মধ্যে প্রবেশ করে আমাদের অজানতেই। সেই কারণে লিপস্টিক ব্যবহারের সময় কয়েকটা ব্যাপারে সচেতনতা মেনে চলতে হয়। তার মধ্যে প্রথম হল আপনার ব্যবহৃত লিপস্টিক মেয়াদ উর্ত্তীন কিনা। তা বুঝবেন কী উপায়ে? কারণ লিপস্টিক ব্যবহারের সময় তার প্যাকেটটি ফেলে দিয়ে থাকে। সুতরাং ডেট দেখার উপায় থাকেনা। তার জন্যে রইলো কিছু সহজ টিপস যা দেখেই আপনি বুঝতে পারবেন আপনার ব্যবহৃত লিপস্টিকটি মেয়াদ উত্তীর্ণ কিনা। জেনে নিন সে গুলি কি কি...
    মেয়াদ শেষ হয়ে যাওয়া লিপস্টিক
    ঠোঁট আর্দ্র করে না। ঠোঁটের সঙ্গে
    নিমেষে মিশে যেতে পারে না।
    লিপস্টিকের গন্ধ ঠিক আছে কিনা
    সেটা দেখুন। মেয়াদ পেরিয়ে যাওয়া
    লিপস্টিকের নিজস্ব গন্ধ থাকে না।
    পুরানো হলে তা থেকে বাজে গন্ধ
    বেরোতে পারে। লিপস্টিকের গায়ে
    লেখা মেয়াদ উত্তীর্ণ হওয়ার
    তারিখটি মার্কার দিয়ে
    লিপস্টিকের গায়ে লিখে রাখুন।
    মেয়াদ উত্তীর্ণ লিপস্টিক ব্যবহার করলে নানান শারীরিক সমস্যার শিকার হতে পারেন আপনি। পুরনো লিপস্টিক ব্যবহার করলে যে যে সমস্যা হতে পারে দেখে নিন এক নজরে:
    ঠোঁটে ঘা:
    মেয়াদ উত্তীর্ণ লিপস্টিকে
    ব্যাকটেরিয়া থাকতে পারে,
    যা মুখের চারপাশে এবং
    ঠোঁটের চারপাশে ঘা-এর
    কারণ হতে পারে।
    অ্যালার্জি:
    লিপস্টিকে ল্যানোলিন
    রয়েছে। যার ফলে শুষ্কতা,
    চুলকানি এবং ব্যথার মতো
    অ্যালার্জির প্রতিক্রিয়া
    হতে পারে ঠোঁটে।
    নানান শারীরিক অসুস্থতা:
    লিপস্টিকে উপস্থিত
    ল্যানোনিনের শক্তিশালী
    শোষণ ক্ষমতা, বাতাস থেকে
    ধুলো, ব্যাকটেরিয়া, ভাইরাস
    শোষণ করে ঠোঁটে জমা করে।
    ফলে লিপস্টিক লাগিয়ে
    কোনও কিছু খেলে বা পান
    করলে তা শরীরে অবাধে
    প্রবেশ করে। আর তার
    জেরেই নানারকম অসুস্থতা
    দেখা দিতে পারে।
    অ্যানিমিয়া থেকে নিউরোর সমস্যা:
    লিপস্টিকে প্রচুর পরিমাণে
    সীসা এবং ক্যাডমিয়াম থাকে।
    মেয়াদোত্তীর্ণ লিপস্টিক ব্যবহার
    করলে সীসার বিষক্রিয়া হয়।
    তা থেকেই রেনাল ফেলিওর,
    অ্যানিমিয়া, ব্রেন ড্যামেজ এবং
    ব্রেন নিউরোপ্যাথি হতে পারে।
    ব্রেস্ট টিউমার:
    লিপস্টিকে প্রিজারভেটিভ
    এবং BHA-সহ ক্ষতিকারক
    পদার্থ থাকে। তাই মেয়াদ
    শেষ হওয়া লিপস্টিক লাগালে
    ব্রেস্ট টিউমার হতে পারে।
    তাই কঠিন এই সমস্ত অসুখের হাত থেকে বাঁচতে অবশ্যই লিপস্টিকের মেয়াদের দিকে নজর রাখুন। লিপস্টিক লাগানোর পর কোনও সমস্যা অনুভব হলে তত্ক্ষণাত্ চিকিত্সকের পরামর্শ নিন।
    Hope your lipstick has not expired
    Women love lipsticks
    Expired lipsticks have negative effects on our lips and body
    Check whether your lipstick has expired or not
    Tips to check whether your lipstick has expired or not
    Check for bad smell for expired lipsticks
    Problems you can face by using expired lipstick
    Blisters in your lips
    Allergy
    Health problems
    Anemia to Neuro problem
    Breast tumour
    Consult doctor in case of any problem encountered
    #Lipstick #ExpiredLipstick #Lifestyle #LifeAndStyle #Offbeat #CheckingExpiryDate #NegativeEffects

Комментарии •