টি-বাঁধ : সর্বনাশা পদ্মা থেকে আগলে রেখেছে রাজশাহী শহরকে !! T Badh || Padma River || Rajshahi ||
HTML-код
- Опубликовано: 6 фев 2025
- রাজশাহী বাংলাদেশের অন্যতম প্রাচীন ও ঐত্যিহবাহী মেট্রোপলিটন শহর। এটি উত্তরবঙ্গের সবথেকে বড় শহর। রাজশাহী শহর পদ্মা নদীর তীরে অবস্থিত। পদ্মাপারের রাজশাহী শহরকে পরম মমতায় যুগ যুগ ধরে আগলে রেখেছে টি-বাঁধ (শহররক্ষা বাঁধ)। তবে ব্রিটিশ আমলে নির্মিত এ বাঁধ প্রতিবছর বন্যার সময় হুমকির মুখে পড়ে। আজকের ভিডিওতে জানাবো, সবুজে ঘেরা পরিষ্কার-পরিচ্ছন্ন রাজশাহী শহরকে কীর্তিনাশা পদ্মার গর্ভে বিলীন হতে না দেওয়া একমাত্র বাঁধ টি বাঁধের আদ্যপান্ত ।
রাজশাহীর পদ্মাগর্ভে ইংরেজি অক্ষর T-এর আদলে প্রাকৃতিকভাবে তৈরি বাঁধই টি-বাঁধ। পদ্মা পাড়ের টি-বাঁধটি উম্নুক্ত বিনোদন কেন্দ্র হিসাবে ব্যাপক পরিচিত এবং জনপ্রিয়। বাঁধটি জন্মলগ্ন থেকে সকলর নজর কাড়ে। এর সৌন্দর্য উপভোগ করতে কে না চায়? বাঁধটিতে রয়েছে মনুষ্য সৃষ্ট একটি নয়নাভিরাম বাগান। রাজশাহী পুলিশ লাইন্সের তত্তাবোধনে বাগানটি গড়ে তোলা হয়েছে। বাঁধটির উত্তর পাশে বাড়তি আকর্ষণের জন্য ইট-সিমেন্টের বিভিন্ন জীব জন্তুর ভাস্কর্য তৈরি করা হয়েছে বাগানের মধ্যে। এই বাগানটি শুধু রাজশাহীবাসীর নয়, পর্যটকদেরও প্রধান আকর্ষণ। শিক্ষার্থীরও পড়াশুনার ফাঁকে এখানে এসে বাঁধের সৌন্দর্যে মনকে সতেজ ও প্রফুল্ল করে নিয়ে যায়। প্রতিদিন হাজারো দর্শনার্থীর পদভারে পিষ্ট হয় বাঁধটি। আনন্দ, হই-হট্টোগোল করে পায়ে হেঁটে ঘুরে বেড়ান দর্শনার্থীরা। আর কাছ থেকে উপভোগ করেন পদ্মার প্রমত্ত রূপ, আবার কখনো বা পদ্মার শান্ত, স্নিগ্ধ, মমতাময়ী রূপ। টি-বাঁধের সবচেয়ে বড় আকর্ষণ নারিকেল গাছের বাগান ও বাঁধের পাশের ফুল বাগান। এই নারিকেল বাগান ও ফুলের বাগান নগরীর নদীর তীরে আর কোথও নেই। সারি সারি নারিকেল গাছ বাঁধের সৌন্দর্য অনেক গুণ বাড়িয়ে দিয়েছে।
তবে পরিতাপের বিষয় এই বাঁধ আজ হুমকির মুখে। পদ্মা গর্ভে বিলীন হতে চলেছে বাঁধের অপরূপ সৌন্দর্যের আধার নারিকেল বাগান এবং ফুলের বাগান। সর্বনাশা পদ্মা নারিকেল গাছের সারি থেকে মাত্র কয়েক ফুট দূরত্বে। বড় ধরণের একটা বন্যা হলে ক্ষুধার্ত পদ্মা গ্রাস করে নিতে পারে বাঁধের অপরূপ সৌন্দর্য সহ সমগ্র বাঁধটাকে।
ভরা বর্ষা মৌসুমে পদ্মায় যখন পানি বাড়তে থাকে এবং ভারত ফারাক্কার সব গেট খুলে ( Farakka Barrage ) দেয় তখন হুমকির মুখে পড়ে টি-বাঁধ। মাঝে মাঝে অবস্থা এমনি বেগতিক হয় যে বালুর বস্তা বা জিও ব্যাগ ফেলে পরিস্থিতি সামাল দিতে হয়। বর্ষা মৌসুমে একই রকম চিত্র দেখা যয়। কিন্তু এটি কোন স্থায়ী সমাধান নয়। ২০১৬ সালর বর্ষাকালে টি-বাঁধের উত্তরাংশে ভাঙন দেখা গিয়েছিল এবং এর কিছু অংশ দেবে গিয়েছিল। সে ভাঙন এখনো অব্যাহত আছে। পদ্মার পানি এভাবে বাড়তে থাকলে বাঁধটির ধ্বংস অনিবার্য এবং রাজশাহীর নগরীর অস্তিত্ব হুমকির মুখে পড়বে।
এদিকে নদীতে পানি বৃদ্ধির কারণে জমে উঠেছে নৌকা ভ্রমণ। রাজশাহী নগরীর টি-বাঁধ ও বড়কুঠিসহ বিভিন্ন স্পটে রাখা আছে সারি সারি নৌকা। ভ্রমণ পিপাসুদের নিয়ে মাঝিরা নৌকা ছাড়ছেন ভরা পদ্মায়। মাঝিরা জানিয়েছেন, বছরের বেশিরভাগ সময় নদীতে পানি কম থাকায় তাদের নৌকা তেমন চলে না। তবে ভরা মৌসুমের কয়েকটা মাস তারা নৌকা চালিয়ে বেশ ভালোই আয় করেন।
প্রাণের শহর রাজশাহী।
রাজশাহীর ভাইয়ের সারা দিয়েন......
Thanks for watching
ফ্রিজের পানি বুকে রাখলে যেমন বুক ঠান্ডা হয়
তেমনি কলিজায় কোরআন রাখলে কলিজা ঠান্ডা হয়
আমাদের দেশের উন্নয়ন কথা শুনলে মনটা গর্বে ভরে যায় হায়রে আমার সোনার বাংলাদেশ তোমার মুখটা দেখে প্রাণটা ভরে যায় সবুজে ভরা আমার দেশ আমাদের সোনার বাংলাদেশ এগিয়ে যাবে ইনশাআল্লাহ দোয়া করি আল্লাহু যেন আমাদের দেশের উন্নয়ন আরো ভালো করুন সাথে ভাই আপনে খুব ভালো থাকবেন দোয়া করি 🇧🇩🇧🇩🇧🇩🤲🤲🤲
আল্লাহ তায়ালা যেন আপনাকেও ভালো রাখে!!
আমাদের প্রাণের শহর রাজশাহী
Thanks for watching
tHX FOR COMING.PLS TAKE LOVE FROM RAJSHAHI
Infinite love for you from Bioscope Entertainment
@@BioscopeEntertainment THX FOR REPLY
রাজশাহীর টি বাঁধ আসলেই মনমুগ্ধকর।
হ্যাঁ
ভালো
ধন্যবাদ আপনাকে
Very Good Video
Thanks for watching
Tnq u brother 💖💖
Welcome
Rajshahi is very important for the economic growth of Bangladesh!
absolutely right
How?
@@mehrajahmed4644 Rajshahi contains a wide range of natural resources. The mango production is benefitting our country every year. Rajshahi has grown a couple of economic zones as well. The roopoor nuclear power plant is under construction. When it gets completed, it can produce large amounts of energy. This will create more economic zones and people will get more job opportunities. This will result in an economic development.
Nice video
thanks for watching
Valo
Thanks for watching
Valobasa obiram
Love u 2 Brother
আল্লাহ যেন হেফাজাত রাখেন বাধ টা কে
আমিন
এরকম বাধ কি যে সব জায়গাতে পদ্মা নদী , যমুনা নদী আছে বা যেখানেই ভাঙ্গার সম্ভবনা আছে বাধ কি দেওয়া সম্ভব?
If river is not dreghed regularly, always the Rajshahi protection bandh is under threat. The only solution is Barrage & Reservoir project
Apnar news Dekhi , khub Balo Lage, please give u contact nombar
Bf er sathe gele kmn lagbe
ভালোই লাগবে, যেতে পারেন...
👎👎👎👎⬅️⬅️⬅️