রাজশাহীর সাথে ঢাকা, চট্টগ্রামের মত বড় শহরগুলো তুলটা কিছুটা বোকামি হচ্ছে। কেননা রাজশাহীর শহরের জনসংখ্যা মাএ ৮ লাখ,যেখানে ঢাকা ২ কোটি এবং চট্টগ্রাম ৮০ লাখ।জনসংখ্যা বৃদ্ধি পেলে এই সৌন্দর্য আর থাকবে না।
আমি সিলেট থেকে বলছি। ৬ বছর আগে আমি একবার রাজশাহী গিয়েছিলাম তখন নিজ চোখে দেখেছি বাংলাদেশের অন্যান্য জায়গা থেকে সুন্দর ও পরিচ্ছন্ন।রাজশাহী সিটির মধ্যেও ঘুরতে অনেক ভাল লাগে।
ওনার কাছ থেকে সকল মেয়রদের শিক্ষা নেওয়া উচিত। কথায় না বড় হয়ে কাজে বড় হবে। আমি দেখে এসেছি। সত্যিই অনেক সুন্দর ও পরিকল্পিত শহর। অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল রাজশাহী শহরের মানুষের জন্য।
@@banglarking2217 খারাপ বলি নাই, তবে রাজশাহী শহরের উন্নতি চোখে পড়ার মত। গ্রীন সিটি, ক্লিন সিটি বলতে যা বোঝায়। পরিকল্পনা মাফিক একটা শহর। ভালোকে ভালো বলতে হয়। অন্যান্য জেলা শহর ভালো তবে রাজশাহীর মত পরিকল্পনামাফিক উন্নয়ন করা উচিত।
আমি রাজশাহী ৩ বার গিয়েছি। যতবার গিয়েছি ততবারই মুগ্ধ হয়েছি। এক কথায় সুন্দর গোছানো রাজশাহী শহর। রাজশাহী নগরটি এ স্থানে আসার জন্য নগর পিতা “লিটন” স্যার-কে ধন্যবাদ এবং দোয়া ও শুভকামনা রইল।
রাজশাহীবাসীর বাসিন্দা হয়ে আমি গর্বিত, সত্যিই আমাদের শহরটা অনেক সুন্দর 😊❤. রাজশাহী বাসীর এখন কর্তব্য হচ্ছে এই ধারাটা ধরে রাখা। আর আমাদের সবার উচিত নিজ নিজ জায়গা থেকে নিজের আশপাশ পরিষ্কার রাখা।
মশার উপদ্রব যদিও বেশি তবে রাজশাহীর বাকি সবকিছু একশতে একশো সত্য।আমি নিজেও ঢাকা ছেড়ে রাজশাহীতে পড়তে আসা একজন।এখানে সুন্দর একটি পরিবেশে শান্তিতে থাকতে পারছি আলহামদুলিল্লাহ।🥰 এতো লাইকস পরে গেছে জানতামও না। ধন্যবাদ সবাইকে।🥰
খুব ভালো লাগলো, এত হতাশার মধ্যে প্রিয় বাংলাদেশের একটা জেলা সুন্দর এবং পরিচ্ছন্ন হিসাবে স্বীকৃতি পেল। প্রমানিত হলো মানুষকে বুঝাতে পারার মত নেতৃত্ব এবং সঠিক নেতা আমাদের দেশেও আছে।
ওহ তাই নাকি ,৬টা দেশ😂 !! ভাবা যায় ?🤣 jokes apart ,দয়া করে তাহলে ভুটান থেকে ঘুরে আসুন। so called ভণ্ডামি মার্কা পরিছন্ন শহর রাজশাহীর ভূত মাথা থেকে বের হয়ে যাবে। পাগল।
হাজার সালাম জানাই এমন নগর পিতাকে যার হাত ধরে এতো সুন্দর শহর পেয়েছেন রাজশাহীবাসী যদি প্রতিটা নগর পিতা আপনার মত হতো তাহলে হয়তোবা গোটা দেশটাই পাল্টে যেতো ধন্যবাদ মেয়র সাহেব কে
@@gamingwithprovabi2386 মরার পর যে বিচার হবে না, সেটাই বা কি করে বিশ্বাস করলেন? আপনি যে আপনার পিতা-মাতার-ই সন্তান সেটা কি করে বিশ্বাস করলেন? আর এত মন ভোলা হলে কি হবে? আপনার বাপ-মার নাম মনে আছে ত? সুধু জাতির পিতার নাম মনে রাখলে ত আর চলবে না..
আলহামদুলিল্লাহ ।।। রাজশাহীর মেয়র মহোদয় কে আন্তরিক ভাবে শুভেচ্ছা ও অভিনন্দন🎉🎉🎉। রাজশাহীর মাধ্যমে বাংলাদেশকে এশিয়া মহাদেশে সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য।❤❤❤
💞এমন একজন অভিবাবক প্রতিটি নগরের জন্য কাম্য ।💞 ❤ মন থেকে দোয়া ও ভালোবাসা এবং অশেষ শ্রদ্ধা জানাই সেই মেয়র মহোদয়কে যিনি দেশ ও জনগণের কল্যাণে সর্বেোচ্চ চেষ্টা করছেন ।❤ ইতিঃ সুজন মিয়া মৌলভীবাজারের কুলাউড়া থেকে ।
এরাই হচ্ছে দেশের আসল কাটি দেশপ্রেমী❤ এদের মত লোকই তো বাংলাদেশের রাষ্ট্রনায়ক হওয়া দরকার💖 জানিনা আল্লাহ মনের আশা পূরণ করবে কিনা সত্যিই' যদি রাজশাহীবাসীদের মত যদি সারা বাংলাদেশের মানুষ এক এমন হতো তাহলে অবশ্যই সিঙ্গাপুর আমেরিকার চেয়ে উন্নত হতো আমাদের বাংলাদেশ❤❤ আমার দেশের বাড়ি নেত্রকোনা😊 প্রবাস থেকে সারা রাজশাহীবাসীর জন্য শুভকামনা রইল❤
নিন্দা কাজের জন্য যেমন মানুষ নিন্দিত হয়। তেমন সমাজে অনেক ভাল ও সুন্দর মনের মানুষ আছে যাদের চিন্তা ভাবনা ও পরিকল্পনা থাকে সবসময় মানুষের কল্যাণ সাধিত করা। তেমনি রাজশাহী সিটি করপোরেশনের মেয়র তাদের মধ্য একজন অন্যতম। আল্লাহ যেন ওনার নেক হায়াত দান করেন। আমিন। ওনার ভাল কাজের মাধ্যমে যেন পুরো বাংলাদেশের মানুষ উপকৃত হয়।
আমি ১৯৮৯ সালে রাজশাহী গিয়েছিলাম, তখন গাছপালা একদমই ছিলনা... প্রচন্ড গরমে আমি অসুস্থ হয়ে পড়ে ছিলাম.. কিন্তু এখন রাজশাহী একটি সুন্দর শহর, এখন অনেক গাছপালা হয়েছে... 💞💞💞 সিটি মেয়রকে অনেক-অনেক ধন্যবাদ...💚❤️💙
আলহামদুলিল্লাহ, এতো সুন্দর করে রাজশাহী শহর সাজিয়েছে সত্যি খুবই চমৎকার" ধন্যবাদ জানাই সিটি মেয়ের কে" এবং রাজশাহীর শহর এলাকাবাসীকে "এতো সুন্দর পরিছন্না একটি শহর তৈরী করার জন্য!!
প্রায় ২৮ বছর পূর্বে রাজশাহী শহরে গিয়েছিলাম, তখন জমজমাট এলাকা ছিল সাহেব বাজার, বর্তমান রাজশাহীকে দেখে সত্যিই খুব ভালো লাগছে। আর ওখানকার মানুষ গুলো ও অনেক ভালো এবং সচেতন। রাজশাহীর নগর পিতাকে স্যালুট জানাই।
আমি রাজশাহীর অধিবাসী রাজশাহীতে বসবাস করি তাই ভালোটা এতটা অনুভব করিনা। তবে যখন অন্য কোনো শহরে যায় তখন মনে হয় আমাদের মেয়র আমাদের জন্য কি করেছেন,যখন অন্য শহর থেকে নিজের শহরে ফিরে আসি তখনই পুলকিত হই। আহঃ নিজের ঘরে ফিরলাম। সকল কমেন্টকারীকে ধন্যবাদ সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য।
একটা সুন্দর মনের মানুষ ও একটা সুস্থ চিন্তা ধারার মানুষ বোদলে দিতে পারে পুরো সমাজ, তথা পুরো দেশ। পকেট ভারীর চিন্তা ছারো,দেশ টাকে সুন্দর করো। ধন্যবাদ ও দোয়া রইলো রাজশাহীর মেয়র লিটন ভাই এর জন্য💝 বাংলাদেশ এর সব মেয়র দের তাকে অনুসরণ করার জন্য অনুরোধ করা হলো।💝আল্লাহ পাক সবাইকে হেদায়েত দান করুক, আমিন আমিন আমিন
রাজশাহীর মানুষ গুলো ও খুবই পরিচ্ছন্ন মনের। তাদের ঘরদোর খুবই পরিষ্কার। কামনা বাংলাদেশের প্রতিটি জেলা এমনতর পরিচ্ছন্ন হোক।পরিচ্ছন্নতা র ভেতরে ফেরেশতার বাস।
হ্যাঁ,, রাজশাহী শহর সেরা শহর,,, কারণ আমি ২০১৯ থাকছি ১ বছর যাবত এডমিশনের সময়,, তখন সবকিছু উন্নত করছিলো যা এখন বাস্তবে রূপ নিয়েছে । বাসায় গেলেই যাওয়া হয় প্রিয় শহরে
রাজশাহী মেয়র এবং রাজশাহীবাসীকে অনেক অনেক অভিনন্দন |ঢাকা থেকে যখন ঈদের সময় অন্য অঞ্চলের মানুষগুলো যার যার অঞ্চলে চলে যায় তখন ঢাকাও প্রাণ ফিরে পায় কিন্তু কিছুদিন পর দূষণ ও যান্ত্রিকতায় ঢাকা আবার সেই আগের মতোই দূষিত হয়ে পরে 😢অন্য অঞ্চলে কর্মসংস্থানের ব্যবস্থা থাকলে কেউ আর ঢাকামুখী হতো না আর ঢাকা কেও এমনি একটি স্বপ্নের নগরীর রূপ দেয়া যেত
আমি ছিলাম রাজশাহীতে। আসলেই রাজশাহী শহর বলেন আর গ্রাম বলেন খুবই সুন্দর। কোন যানযট, ধোঁয়া, কিছুই নেই। সবদিক মিলিয়ে খুব শান্তিতে ছিলাম। রাজশাহীর মানুষ ও অনেক ভালো মনের।
আপনাদের থেকে আমরা পিছিয়ে আছি। তবু মনে কষ্ট নেই। এই ভেবে যে আমাদের দেশে একজন হলেও আছে। যিনি সুন্দর সাজানো গুছানো পরিস্কার রাখতে চায় আমার সোনার বাংলা। শুভ কামনা স্যার।
আলহামদুলিল্লাহ! একেই বলে উন্নয়ন। রাজশাহীর মানুষ অনেক সভ্য,এডুকেশনে এগিয়ে আছে। এখন উন্নত মানের হাসপাতাল গড়ার প্রয়োজন। যাতে রাজশাহীর লোক চিকিৎসার জন্য বিদেশে না যেতে হয়। মেয়র সাহেব কে অনেক ধন্যবাদ। কি হবে মেট্রো রেল আর পাতাল রেল দিয়ে, গগনচুম্বী অট্টালিকা করে, নদীর নিচে ট্যানল করে, যদি মানুষ অসভ্য হয় এবং পরিবেশ যদি নোংরা হয়।
এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে পরিচ্ছন্ন শহর হিসেবে স্বীকৃতি পেল রাজশাহী শহর।♥️
আমি সিলেটির পোলা কয়েকদিন আগে ঘুরতে গেছিলাম সত্যি ই সুন্দর শহর।
দুবাই, টকিয়ো, ব্যাংকক, মস্কো এর মত শহর রেখে রাজশাহী এশিয়ার সবচেয়ে পরিচ্ছন্ন শহর নাহ ?
চরায় দাঁত ফেলে দেয়ে উচিত
আমার সিলেট রে সুন্দর করাউচিত
আরে ভাই না বুঝেই মন্তব্য করেন দুবাইকে এশিয়ার ভিতরে পড়ছে
@ekushenews-189 মধ্যপ্রাচ্য।
RIP SEOUL
রাজশাহীবাসী হিসেবে এটি আমাদের জন্যে গর্বের বিষয়! সত্যিই, যানজট এবং দূষণমুক্ত স্বপ্নের শহর রাজশাহী ❤️❤️
ami chilam 2007-9 ,3 years,
@Siam Khondoker মেস মালিক?
❤
Letera choda jaga yaak
ball er shohor
পুরো দেশটা এমনই হোক এটাই কামনা করি
এক দল বলে সব নাকি শেষ করে দিচে
হবে চোরের দল গুলো খাবে কি
@@Munna-sj9kqদেশের এতগুলো শহরের মধ্যে একটি মাত্র সুন্দর, কয়েকটা শহর যদি এমন হতো তাহলে কথা বলা টা উচিত হতো
@@Munna-sj9kq ৪২ কোটি টাকা বিদ্যুৎ বকেয়া রাজশাহীতে!!😂😂😂
রাজশাহীর মেয়র এম পি ও জনগণ কে অশেষ ধন্যবাদ এ শহরের সুনাম ও সুন্দরতা যেন থাকে আজীবন 👌🙏💖🇧🇩
রাজশাহী বাসীর এখন কর্তব্য হচ্ছে এই ধারাটা ধরে রাখা। আর আমাদের সবার উচিত নিজ নিজ জায়গা থেকে নিজের আশপাশ পরিষ্কার রাখা।
আর রাজশাহীর অটো রিকশা ওয়ালা, দোকানী ও বাড়িওয়ালাদের ব্যবহারটা ভালো করা। তাহলেই ৯/১০ পাবে।
Sure,, future a r o onek unnoto Hobe bole Ami Mone kori
রাজশাহীর সাথে ঢাকা, চট্টগ্রামের মত বড় শহরগুলো তুলটা কিছুটা বোকামি হচ্ছে। কেননা রাজশাহীর শহরের জনসংখ্যা মাএ ৮ লাখ,যেখানে ঢাকা ২ কোটি এবং চট্টগ্রাম ৮০ লাখ।জনসংখ্যা বৃদ্ধি পেলে এই সৌন্দর্য আর থাকবে না।
amr priyo ekta sohor.
যদিও আমি গোপালগঞ্জের লোক কিন্তু রাজশাহী বহুবার গিয়েছি , এখনও যাই । রাজশাহী অসম্ভব সুন্দর শহর । খুব আফসোস লাগে যদি রাজশাহীতে জন্মাতে পারতাম ! ❤
গোপালগঞ্জ কোথায় আপনার বাড়ি
চাপাবাজ সাংবাদিক চাপাবাজ হাসান
Afsos na kore nijer shohor kei shundor kore gore tolar protigga korun
Rajshahi jeye thaka start kro taholei hoy
❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
আমি সিলেট থেকে বলছি। ৬ বছর আগে আমি একবার রাজশাহী গিয়েছিলাম তখন নিজ চোখে দেখেছি বাংলাদেশের অন্যান্য জায়গা থেকে সুন্দর ও পরিচ্ছন্ন।রাজশাহী সিটির মধ্যেও ঘুরতে অনেক ভাল লাগে।
আমাদের সিলেটে ময়লা আবর্জনা বেশি। কিন্তু সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য আপরূপ। ❤❤
ভালোবাসা রইলো 🇮🇳♥️
Ami Rajshahir basinda
apni caile abar Rajshahi te aste paren
সিলেট সুবিদবাজার থাকি,,, আপনি...???
@@TrueSeeker হিরো আলম আরো সেফুদার জন্য।
দেখবার ইচ্ছে রইল, Love from India. 🇮🇳
ওনার কাছ থেকে সকল মেয়রদের শিক্ষা নেওয়া উচিত। কথায় না বড় হয়ে কাজে বড় হবে।
আমি দেখে এসেছি। সত্যিই অনেক সুন্দর ও পরিকল্পিত শহর।
অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল রাজশাহী শহরের মানুষের জন্য।
একেই বলে উন্নয়ন! রাজশাহীর মেয়রের মতন বাংলাদেশের প্রতিটি জেলার মেয়র যদি এমন হতো, তাহলে দেশটা এতদিনে অনেক পরিষ্কার-পরিচ্ছন্ন এবং সুন্দর থাকতো।
asholei❤
❤️
আমাদের দেশে এই সুনাম কামানো এতো সহজ ছিলো না মনে হয়
ঠিক আর রাজশাহীর মেয়র পলক, সে আসলেই অনেক ভালো মানুষ❤
lol... Uncle and auntie look very unhealthy and obese
সত্যিই রাজশাহী অতুলনীয় পরিষ্কার শহর,,আমার কাছে খুব ভাল লেগেছে, ,এজন্য রাজশাহীর মেয়রকে অভিনন্দন।।।।
আমি রাজশাহীর ছেলে।রাজশাহী থেকে পড়াশোনা করেছি 4 বছর। এখন ঢাকাতে থাকি।
খুব মিস করি রাজশাহী শহরটাকে।
দেশের সবগুলো শহরকে রাজশাহীকে দেখে শিক্ষা নেওয়া উচিত, কিভাবে শহরকে এত সুন্দর করে রাখা যায়!! love from Jashore 🇧🇩
আমাদের শহর কি খারাপ মাইক পট্টি মুড়োলীমোড় খাজুরা বাস ইস্টান হাইকোর্ট মোড় হয়ে মনিহার 😁😁😁
@@banglarking2217 খারাপ বলি নাই, তবে রাজশাহী শহরের উন্নতি চোখে পড়ার মত।
গ্রীন সিটি, ক্লিন সিটি বলতে যা বোঝায়। পরিকল্পনা মাফিক একটা শহর। ভালোকে ভালো বলতে হয়। অন্যান্য জেলা শহর ভালো তবে রাজশাহীর মত পরিকল্পনামাফিক উন্নয়ন করা উচিত।
Bhai Dhaka akta Jahannam , ato genjam
@@ShawOne আপনাদের বিভাগীয় শহর খুলনা তো আরো সুন্দর।
Apnader jessor sohoro sundor
Ami DUI din agei gure Aslam
আমি থাকি বরিশালে তারপরেও বলতে বাধ্য হচ্ছি শুধু রাজশাহী শহর না
রাজশাহীর মানুষও সব বিভাগের মানুষের থেকে ভালো ❤️
Thank u so much ❤❤❤
ধন্যবাদ ভাইয়া ❤❤❤❤
আমার বাড়ি রাজশাহী
দূর হ
Right
আমাদের রাজশাহী। আলহামদুলিল্লাহ
ঠিকই বলেছেন,, আমিও রাজশাহীতে গিয়ে দেখেছি,, খুবই বেশি সুন্দর দেখতে শহর,,,ধন্যবাদ সকল বসবাসকারী সব নাগরিকদের,,, ❤🎉
আমি রাজশাহী ৩ বার গিয়েছি। যতবার গিয়েছি ততবারই মুগ্ধ হয়েছি। এক কথায় সুন্দর গোছানো রাজশাহী শহর। রাজশাহী নগরটি এ স্থানে আসার জন্য নগর পিতা “লিটন” স্যার-কে ধন্যবাদ এবং দোয়া ও শুভকামনা রইল।
Thank you from rajshahi division in bagura district. ❤❤❤
খায়রুজ্জামান লিটন একজন পরিস্কার পরিচ্ছন্ন মানুষ তাই তিনি মনের মাধুরি মিশিয়ে তার নিজ শহরকে সুন্দর গ্রীণসিটি বানাতে পেরেছেন। ধন্যবাদ রইলো আপনার প্রতি।
রাজশাহীর পরিবেশ যেমন ভালো তেমন এখানকার মানুষও অনেক সচেতন। আমি রাজশাহীবাসী হয়ে অনেক গর্বিত❤😊
গতকাল রাজশাহী ভ্রমন করলাম,সত্যিই রাজশাহী শহর অসম্ভব সুন্দর একটা শহর।
আলহামদুলিল্লাহ! রাজশাহী শহরেই আছি ১ বছর যাবত।অনেক পরিষ্কার পরিচ্ছন্ন শহর একটি। ❤❤❤
রাজশাহীতে জনগণের জন্য আরো বেশী শুভকামনা রইল, নীলফামারী থেকে।❤❤❤
all the best
দাওয়াত রইল ❤
Dawat roilo
বরিশাল বাসী হয়েও এই সিটি মেয়র এর প্রতি রইলো দোয়া আর ভালোবাসা। দোয়া রইলো এভাবে দেশের এবং জনগণের সেবা করতে পারে দীর্ঘদিন।
রাজশাহী সত্যি পরিষ্কার পরিচ্ছন্ন শহর। কারণ এখানে অনেক শিক্ষিত আর সচেতন মানুষ বাস করে।
রাজশাহীবাসীর বাসিন্দা হয়ে আমি গর্বিত, সত্যিই আমাদের শহরটা অনেক সুন্দর 😊❤. রাজশাহী বাসীর এখন কর্তব্য হচ্ছে এই ধারাটা ধরে রাখা। আর আমাদের সবার উচিত নিজ নিজ জায়গা থেকে নিজের আশপাশ পরিষ্কার রাখা।
Lots of love and respect from comilla
Congratulations! from bagura🎉🎉🎉
মশার উপদ্রব যদিও বেশি তবে রাজশাহীর বাকি সবকিছু একশতে একশো সত্য।আমি নিজেও ঢাকা ছেড়ে রাজশাহীতে পড়তে আসা একজন।এখানে সুন্দর একটি পরিবেশে শান্তিতে থাকতে পারছি আলহামদুলিল্লাহ।🥰
এতো লাইকস পরে গেছে জানতামও না। ধন্যবাদ সবাইকে।🥰
😮😮
এতো লাইকস পরে গেছে জানতামও না। ধন্যবাদ সবাইকে।🥰
@@lipitanjum5089 রাজশাহী আসতে পারেন নিশ্চিন্তে😁😁
এমন মেয়র প্রত্তেক জেলায় জেলায় থাকলে বাংলাদেশ অনেক এগিয়ে জেতো
Yes... But Dhaka City Mayor & Counsilor Ra Churi Korei Kul Par Na. Agey Tader Churi Bondo Korte Hobe, Tailei Dhaka Polution Mukto Hobe.
Amader bagerhater mewor akta khacchor choda Marka Lok
@Alif Hossain Keno vai ki kore uni
❤❤❤
খুব ভালো লাগলো, এত হতাশার মধ্যে প্রিয় বাংলাদেশের একটা জেলা সুন্দর এবং পরিচ্ছন্ন হিসাবে স্বীকৃতি পেল। প্রমানিত হলো মানুষকে বুঝাতে পারার মত নেতৃত্ব এবং সঠিক নেতা আমাদের দেশেও আছে।
প্রাণের শহর রাজশাহী ❤,,আমি গর্বিত আমি রাজশাহীবাসী,,।
I am from bagura district. Congratulations! Brother 🎉🎉🎉🎉
Amio Rajsahi Rajsahi
@@srabonychowdhury5730 ami o
আহ এক্টা চুম্মা খাই 😂😂😂
❤❤❤
আমি একজন রাজশাহীর ছেলে হিসেবে অনেক গর্বিত আই লাভ রাজশাহী❤❤❤
তুই গর্ববতি😂😂
@@বগুড়ারছেলে-য৪ঢ 🤣
বাহ্!!!বাংলাদেশের প্রতিটা শহরে এমন উদ্যোগ দরকার।আর দরকার তেমনি একজন নগর পিতা ও সচেতন নাগরিক। 💓💓💓
সবাই মিলে চাইলে অসম্ভব কিছু না। আমরা সবাই আন্তরিক হলেই সারা দেশ সুন্দর হবে । কুমিল্লা থেকে রাজশাহী বাসিকে অভিনন্দন জানাই
১.৫ বছর ছিলাম রাজশাহীতে।আলহামদুলিল্লাহ!! আবার ফিরে আসতে চাই এই শহরে
চলে আসেন আমাদের রাজশাহীতে,,,
ইনশাআল্লাহ
রাজশাহী থেকে বলছি,,, এটাই আমাদের শহর,,, 🥰🥰🥰
এটা ১০০% সঠিক, আমি ৬ টা দেশে গিয়েছি, রাজশাহী শহরের মতো সুন্দর শহর পাইনি,
ঢাকার ছেলে হয়ে ও রাজশাহীর প্রশংসা করতেই হচ্ছে, সত্যি রাজশাহি বাংলাদেশের সেরা
ওহ তাই নাকি ,৬টা দেশ😂 !! ভাবা যায় ?🤣 jokes apart ,দয়া করে তাহলে ভুটান থেকে ঘুরে আসুন। so called ভণ্ডামি মার্কা পরিছন্ন শহর রাজশাহীর ভূত মাথা থেকে বের হয়ে যাবে। পাগল।
সিংগাপুর তাহলে এত টাকা খরচ করে কার বা*%ঃঃল ফালায়
@@malaysiaitd আরে আবালচোদা মূর্খ উনি ৬ টা দেশে গেছে বলছে,এখানে সিঙ্গাপুরের কথা উল্লেখ করে নাই শালা মূর্খ।
@@malaysiaitd 😂😂
ভাই আর কয়েকদিন পর রাজশাহী ভ্রমণের আমন্ত্রণ রইল
আরও রাজশাহী সৌন্দর্য দেখতে পাবেন
বাংলাদেশের সব থেকে সুন্দর ও মনোরম পরিবেশের শহর রাজশাহী। ❤❤
খায়রুজ্জামান লিটন খুবই ভালো মানুষ ❤
২০১২ সালে ৬ মাসের জন্য এডমিশন কোচিং করার জন্য রাজশাহীতে থেকেছি,,,তখনি দেখছি শহরটা যানজটহীন,,, নির্মল পরিবেশ।। লাভ ইউ রাজশাহী। ❤❤
আমি রাজশাহী থেকে বলছি❤
হাজার সালাম জানাই এমন নগর পিতাকে যার হাত ধরে এতো সুন্দর শহর পেয়েছেন রাজশাহীবাসী যদি প্রতিটা নগর পিতা আপনার মত হতো তাহলে হয়তোবা গোটা দেশটাই পাল্টে যেতো ধন্যবাদ মেয়র সাহেব কে
সব কিছুতেই পিতা লাগাও কবরে গেলে পিতা কে বুঝাবে
@@lovebangladeshanna1747 বেঁচে থাকতে কত কি মনে থাকে না। আর মরার পরে বিচার হবে এটা কিভাবে বিশ্বাস করি???
@@gamingwithprovabi2386 আকাটা মনে হয় 😂😂
@@gamingwithprovabi2386 😊😊
@@gamingwithprovabi2386 মরার পর যে বিচার হবে না, সেটাই বা কি করে বিশ্বাস করলেন? আপনি যে আপনার পিতা-মাতার-ই সন্তান সেটা কি করে বিশ্বাস করলেন?
আর এত মন ভোলা হলে কি হবে? আপনার বাপ-মার নাম মনে আছে ত? সুধু জাতির পিতার নাম মনে রাখলে ত আর চলবে না..
ভালোবাসার শহর রাজশাহী প্রানের শহর রাজশাহী, বার বার জেতে মনে চায় এই শহরে ❤❤ আহ কিজে সান্তি লাগে যখন রাজশাহীর নাম টা সুনি জদিও আমি ঢাকায় থাকি 😊
দেশ নিয়ে এই প্রথম একটা সত্যিকার মর্যাদাপূর্ণ সংবাদ দেখলাম 💚
আমাদের জন্য এটা খুবই গর্ব ও আনন্দের খবর। আমি সীমাহীন আনন্দিত। এইভাবে যেন সারা বাংলাদেশের পরিবেশ সুন্দর হয় এই কামনা করি। আমিন। আসসালামুয়ালাইকুম।
এটাই ৯৫%শিক্ষার ফসল❤️পৌরমেয়রের রাতজাগা পরিশ্রম ❤️🍀😊
ধন্যবাদ জানাই ব্রাহ্মণবাড়িয়া থেকে রাজশাহীর সিটি মেয়র সাহেব মহোদয়কে
নিউজ টা দেখে সত্যিই অনেক ভালো লাগলো।।
এরকম একটা পরিচ্ছন্ন শহর আমাদের উপহার দেওয়ার জন্য,ধন্যবাদ,,,,,,,,,রাজশাহী বাসীদের ❤
আমি বরিশাল থেকে বলছি রাজশাহীর জন্য গর্ব হচ্ছে। সবাইকে যার যার অবস্থান থেকে এই ব্যাপারে কাজ করা উচিত।
আলহামদুলিল্লাহ ।।। রাজশাহীর মেয়র মহোদয় কে আন্তরিক ভাবে শুভেচ্ছা ও অভিনন্দন🎉🎉🎉। রাজশাহীর মাধ্যমে বাংলাদেশকে এশিয়া মহাদেশে সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য।❤❤❤
💞এমন একজন অভিবাবক প্রতিটি নগরের জন্য কাম্য ।💞
❤ মন থেকে দোয়া ও ভালোবাসা এবং অশেষ শ্রদ্ধা জানাই সেই মেয়র মহোদয়কে যিনি দেশ ও জনগণের কল্যাণে সর্বেোচ্চ চেষ্টা করছেন ।❤
ইতিঃ সুজন মিয়া মৌলভীবাজারের কুলাউড়া থেকে ।
এরাই হচ্ছে দেশের আসল কাটি দেশপ্রেমী❤
এদের মত লোকই তো বাংলাদেশের রাষ্ট্রনায়ক হওয়া দরকার💖
জানিনা আল্লাহ মনের আশা পূরণ করবে কিনা
সত্যিই' যদি রাজশাহীবাসীদের মত যদি সারা বাংলাদেশের মানুষ এক এমন হতো তাহলে অবশ্যই সিঙ্গাপুর আমেরিকার চেয়ে উন্নত হতো আমাদের বাংলাদেশ❤❤
আমার দেশের বাড়ি নেত্রকোনা😊
প্রবাস থেকে সারা রাজশাহীবাসীর জন্য শুভকামনা রইল❤
😮😮
ধন্যবাদ 71 চ্যানেল কে আমাদের রাজশাহী নিয়ে এমন সুন্দর একটা ভিডিও করার জন্য
রাজশাহী আগে থেকেই তার অবস্থান ধরে রাখতে পেরেছে। এছাড়া দেশের শিক্ষা নগরী,সিল্ক সিটি, গ্রীন সিটি আখ্যাই রাজশাহীর অর্জন।❤️❤️🥰🥰
অচিরেই সিলেট সবুজ শ্যামলে রূপ নিবে,ইনশাআল্লাহ। তবে কিছু বাড়তি সুবিধার অভাবে কিছু পিছিয়ে আছে,অচিরেই কেটে উঠবে।
আমি মাদারীপুর থেকে বলছি, এ খবর সমগ্র বাংলাদেশের গর্ব। এ ভাবেই এগিয়ে যাক আমাদের দেশের এক এক এলাকা।
মন সুন্দর হলে শহর সুন্দর হবে,নিজ দেশ নিজ এলাকায় সুন্দর রাখার মন ও ভালোবাসা উনার আছে বলেই তা সম্ভব হয়েছে। ❤
সুন্দর লজিক
Just সৎ ইচ্ছা থাকলেই সব সম্ভব,,,,,, ধন্যবাদ মেয়র এবং রাজশাহী বাসী।
রাজশাহী গিয়ে নিজ চোখে দেখছি সত্যি খুবই পরিছিন্ন ও সুন্দর শহর গুলো ধন্যবাদ মেয়রকে❤❤
আলহামদুলিল্লাহ, রাজশাহীর মেয়র ও সচেতন নাগরিকদের ধন্যবাদ।
নিন্দা কাজের জন্য যেমন মানুষ নিন্দিত হয়। তেমন সমাজে অনেক ভাল ও সুন্দর মনের মানুষ আছে যাদের চিন্তা ভাবনা ও পরিকল্পনা থাকে সবসময় মানুষের কল্যাণ সাধিত করা। তেমনি রাজশাহী সিটি করপোরেশনের মেয়র তাদের মধ্য একজন অন্যতম। আল্লাহ যেন ওনার নেক হায়াত দান করেন। আমিন। ওনার ভাল কাজের মাধ্যমে যেন পুরো বাংলাদেশের মানুষ উপকৃত হয়।
রাজশাহীর মেয়র মহোদয় কে অনেক শুভেচ্ছা 💐💐💐💐
আমি ১৯৮৯ সালে রাজশাহী গিয়েছিলাম, তখন গাছপালা একদমই ছিলনা...
প্রচন্ড গরমে আমি অসুস্থ হয়ে পড়ে ছিলাম..
কিন্তু এখন রাজশাহী একটি সুন্দর শহর, এখন অনেক গাছপালা হয়েছে... 💞💞💞
সিটি মেয়রকে অনেক-অনেক
ধন্যবাদ...💚❤️💙
এরকম গ্রেট মেয়র সব শহরে থাকা উচিৎ।
Lq❤09
right
গ্রেট মেয়রের চেয়ে গ্রেট জনগণ হওয়টা জরুরি।
শুধু মেয়র নয়,, জনগণকেও সভ্য,সচেতন, পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে!!👍
And his bodyguard
নিজের শহরের প্রশংসা কিন্তু আসলেই সত্যি সুন্দর অনুভব সৃষ্টি করে 🖤🖤
আমি রাজশাহী বাসিন্দা আমি খুবি খুশি এরোকম শহরের ছেলে হতে পেরে,খুব ভালো লাগে,😊😊😊
নিজের শহরকে নিয়ে প্রসংশা শুনতে খুবই ভালো লাগে, আমি খুবই গর্বিত আমাদের রাজশাহী শহর নিয়ে ❤❤❤
Sk shagor khan assalamu alaikum
Congratulations ! From bagura city🎉🎉🎉🎉❤❤❤
আলহামদুলিল্লাহ,
এতো সুন্দর করে রাজশাহী শহর সাজিয়েছে সত্যি খুবই চমৎকার" ধন্যবাদ জানাই সিটি মেয়ের কে" এবং রাজশাহীর শহর এলাকাবাসীকে "এতো সুন্দর পরিছন্না একটি শহর তৈরী করার জন্য!!
সালাম রাজশাহী,,, আমার মনের শহর,প্রাণের শহর।।।
আমি সিলেট থেকে বলছি খুব খুব খুশি লাহছে এভাবেই আমাদের সব শহর সুন্দর হোক
আলহামদুলিল্লাহ রাজশাহী
দোয়া করি বাংলাদেশের পতিটা শহরেই এমন পরিষ্কার পরিচ্ছন্নতা হোক এই কামনা করি❤🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
Ameen
কারো সাথে খারাপ ব্যবহার করিও না। কারণ,মৃত্যুর আাগে হয়তো ক্ষমা চাওয়ার জন্য তাকে আর খুঁজে পাবে না।
-হযরত উমর ফারুক (রাঃ)
খুশি হলাম শুনে আমার সোনার বাংলাদেশে এমন একটি শহর আছে। ঘুরবো ইনশাল্লাহ ❤
প্রায় ২৮ বছর পূর্বে রাজশাহী শহরে গিয়েছিলাম, তখন জমজমাট এলাকা ছিল সাহেব বাজার, বর্তমান রাজশাহীকে দেখে সত্যিই খুব ভালো লাগছে। আর ওখানকার মানুষ গুলো ও অনেক ভালো এবং সচেতন। রাজশাহীর নগর পিতাকে স্যালুট জানাই।
আমি রাজশাহীর অধিবাসী রাজশাহীতে বসবাস করি তাই ভালোটা এতটা অনুভব করিনা। তবে যখন অন্য কোনো শহরে যায় তখন মনে হয় আমাদের মেয়র আমাদের জন্য কি করেছেন,যখন অন্য শহর থেকে নিজের শহরে ফিরে আসি তখনই পুলকিত হই। আহঃ নিজের ঘরে ফিরলাম। সকল কমেন্টকারীকে ধন্যবাদ সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য।
খানকির জাত বাঙালির ময়লা ফেলা স্বভাব যাবেনা তাই কয়েক জেনারশনের মৃত্যু পর্যন্ত অপেক্ষা করা লাগবে
একটা সুন্দর মনের মানুষ ও একটা সুস্থ চিন্তা ধারার মানুষ বোদলে দিতে পারে পুরো সমাজ, তথা পুরো দেশ। পকেট ভারীর চিন্তা ছারো,দেশ টাকে সুন্দর করো। ধন্যবাদ ও দোয়া রইলো রাজশাহীর মেয়র লিটন ভাই এর জন্য💝 বাংলাদেশ এর সব মেয়র দের তাকে অনুসরণ করার জন্য অনুরোধ করা হলো।💝আল্লাহ পাক সবাইকে হেদায়েত দান করুক, আমিন আমিন আমিন
আমিন ছুম্মা আমিন 💜
রাজশাহীর মানুষ গুলো ও খুবই পরিচ্ছন্ন মনের। তাদের ঘরদোর খুবই পরিষ্কার।
কামনা বাংলাদেশের প্রতিটি জেলা এমনতর পরিচ্ছন্ন হোক।পরিচ্ছন্নতা র ভেতরে ফেরেশতার বাস।
আপনার শহর থেকে অনেক সুন্দর আমাদের শহর বি বাড়িয়া একবার এসে দেখে যান
নিজের শহরের প্রশংসা শুনতে কার না ভালো লাগে💗💗
Hum 🤘
হুম ☺️☺️☺️
@Kids Diana wys ধন্যবাদ 💗
নিজের শহরের প্রশংসা শুনতে কার না ভালো লাগে।।❤❤❤
@@shahariersammo8881 congratulations! From bagura🎉🎉🎉🎉❤❤❤❤
হ্যাঁ,, রাজশাহী শহর সেরা শহর,,, কারণ আমি ২০১৯ থাকছি ১ বছর যাবত এডমিশনের সময়,, তখন সবকিছু উন্নত করছিলো যা এখন বাস্তবে রূপ নিয়েছে । বাসায় গেলেই যাওয়া হয় প্রিয় শহরে
আমাদের শহর❤❤❤
ধন্যবাদ লিটন ভাইকে
এত্ত সুন্দর হয়েছে রাজশাহীটা❤️।
রাস্তার উপর দিয়ে ইলেকট্রিক তার গুলে না থাকলে শহরের সৌন্দর্যে আরো নতুন মাত্রা যোগ হতো বলে মনে করছি।
অবিরাম ভালোবাসা রাজশাহী অঞ্চলের মানুষদের ♥️♥️♥️♥️
মাশাল্লাহ আরও সুন্দর হোক আমাদের রাজশাহী। আর দেশের সব জেলা গুলো যেনো এখান থেকে শিক্ষা নিয়ে একটি সুন্দরময় বাংলাদেশ গোড়ে তুলে।
Onk balo laglo.... Bangladesh sob jayga airokom hoya dorkar ❤❤❤❤
স্কুল জীবনটা রাজশাহীতে কেটেছে অনেক স্মৃতি জড়িয়ে আছে , ধন্যবাদ মেয়র সাহেব ও সিটি কর্পোরেশন কর্মীদের
রাজশাহী মেয়র এবং রাজশাহীবাসীকে অনেক অনেক অভিনন্দন |ঢাকা থেকে যখন ঈদের সময় অন্য অঞ্চলের মানুষগুলো যার যার অঞ্চলে চলে যায় তখন ঢাকাও প্রাণ ফিরে পায় কিন্তু কিছুদিন পর দূষণ ও যান্ত্রিকতায় ঢাকা আবার সেই আগের মতোই দূষিত হয়ে পরে 😢অন্য অঞ্চলে কর্মসংস্থানের ব্যবস্থা থাকলে কেউ আর ঢাকামুখী হতো না আর ঢাকা কেও এমনি একটি স্বপ্নের নগরীর রূপ দেয়া যেত
Hi
তোমার কথা আমি 😮😮😮
গর্বিত আমি, আমরা সবাই রাজশাহীর নাগরিক 🥰🥰🥰🥰
আমি ছিলাম রাজশাহীতে। আসলেই রাজশাহী শহর বলেন আর গ্রাম বলেন খুবই সুন্দর। কোন যানযট, ধোঁয়া, কিছুই নেই। সবদিক মিলিয়ে খুব শান্তিতে ছিলাম। রাজশাহীর মানুষ ও অনেক ভালো মনের।
আপনাদের থেকে আমরা পিছিয়ে আছি। তবু মনে কষ্ট নেই। এই ভেবে যে আমাদের দেশে একজন হলেও আছে। যিনি সুন্দর সাজানো গুছানো পরিস্কার রাখতে চায় আমার সোনার বাংলা। শুভ কামনা স্যার।
আমি রাজশাহীবাসী হিসেবে গর্বিত
আমার জেলার মানুষগুলো অনেক পরিচ্ছন্ন
ভালো লাগলো রাজশাহী মেয়র এবং জনগণের পরিষ্কার পরিচ্ছন্ন তা দেখে।
আলহামদুলিল্লাহ!
একেই বলে উন্নয়ন। রাজশাহীর মানুষ অনেক সভ্য,এডুকেশনে এগিয়ে আছে। এখন উন্নত মানের হাসপাতাল গড়ার প্রয়োজন। যাতে রাজশাহীর লোক চিকিৎসার জন্য বিদেশে না যেতে হয়।
মেয়র সাহেব কে অনেক ধন্যবাদ।
কি হবে মেট্রো রেল আর পাতাল রেল দিয়ে, গগনচুম্বী অট্টালিকা করে, নদীর নিচে ট্যানল করে, যদি মানুষ অসভ্য হয় এবং পরিবেশ যদি নোংরা হয়।
Good
💜আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশর রাজশাহী শহর এত সুন্দর তার জন্য আমরা অনেক খুশি আমরা যেন সব সময় এই রকম সুন্দর্য ধরে রাখতে পারি💖
আলহামদুলিল্লাহ্ ❤
একজন রাজশাহী 🎉বাসি হিসেবে আমি অনেক গর্বিত।
সত্যিই আমাদের 🌼🌼রাজশাহী অনেক সুন্দর।
দেশরত্ন মাননীয় শেখ হাসিনাকে ধন্যবাদ জানান
গর্বিত নাকি গর্ভবতী?
বোকারে। এটা শুধু রাজশাহীর জন্য গর্ব করার বিষয় নয়। এটা বাংলাদেশের সকল মানুষের গর্ব করার বিষয়।
😳😳😳
@@salmasalma-kw3dk ji ami o ifter korlam,apni ki dhaka,i asban koba?
আলহামদুলিল্লাহ এটাতো খুব ভালো
আমার বাড়ি রংপুর থেকে ২০১৩ সালে রাজশাহী গিয়েছিলাম তখন থেকেই আমি বলেছিলাম রাজশাহী হলো বাংলাদেশের মধ্যে সবচেয়ে পরিকল্পিত এবং পরিচ্ছন্ন শহর
আমরা গর্বিত আমরা রাজশাহীবাসি।
আমাদের প্রাণের শহর রাজশাহী।
আলহামদুলিল্লাহ ৩ বছর ছিলাম, খুব সুন্দর পরিস্কার পরিছিন্ন শহর রাজশাহী
ধন্যবাদ মাননীয় মেয়র লিটন সাহেব ❤
২৪ টা জেলা ঘুরে দেখেছি৷ রাজশাহীর মতো হয়না৷ রাজশাহীতে কাটানো সময় ভুলতে চাইলেও পারবোনা৷ গ্রীন ক্লিন সিটি৷ বিকেলের সময় টি বাধ, মুক্তমঞ্চ, গার্ডেন অসাধারণ ছিলো৷
😮 একদিন যাব রাজশাহী তে
আলহামদুলিল্লাহ আমরা প্রানের শহর রাজশাহী আমার শহর ❤❤❤😊