আপনার ভিডিওটা ভালো লাগলো। বিশেষ করে সিনেমার ক্লিপ গুলো ভিডিও তে রেখে এক অন্য মাত্রা টেনেছেন। এই নতুন ধরনের যে সম্পাদনা চিন্তা করেছেন তাতে আমি অবাক। আপনার সম্পদনার নতুন ধরনের আপনার নিজস্ব চিন্তাভাবনা সত্যিই প্রশংসনীয়। সম্পাদক হিসাবে আপনি অতুলনীয়😊
আপনার কমেন্ট পেয়ে আমি আপ্লুত । আসলে এই ধরনের ভিডিও তৈরি করা যথেষ্ট সময় সাপেক্ষ সেইজন্যেই হয়তো অনেকেই করেনা। ভবিষ্যতেও একইভাবে কমেন্টের প্রত্যাশায় রইলাম । আর একটা কথা না বললেই নয় সেটা হলো আপনার ভিডিও আমি দেখেছি । বেশ লাগে । চালিয়ে যান , শুভেচ্ছা রইল ।
ষাটের দশকের শেষের দিকে আমরা রাঁচি তে ছিলাম,আমার বাবা রেলের চাকুরি সূত্রে ঐখানে বদলি হয়ে ছিলেন,যে সমস্ত জাগা তোমার ভিডিওতে দেখালে ঐ সমস্ত জায়গা বহুবার ঘুরতে গিয়েছিলাম,তখন সদ্য রাঁচি-হাতিয়া লাইন চালু হয়েছে,পত্রাতু ড্যামের কাজ শুরু হয়েছে আজ পঞ্চাশ বছর পর তোমার চোখ দিয়ে ঐ জায়গাগুলো দেখে ভীষণ ভীষণ ভালো লাগল,কত পরিবর্তন হয়ে গেছে!যেমন আমার জীবনের!রইল আন্তরিক অভিনন্দন। কোন্নগর।
খুব সুন্দর ঘুরলাম ! 😊👍 আপনার ( মাঝে মাঝেই চার মূর্তি ছবির সংলাপ গুলো দিয়েছেন) ভিডিও বেশ সুন্দর হয়েছে। যায়গা টাও বেশ মনোরম। লোকজন বেশ কম দেখলাম। রাস্তাঘাটে মানুষের সমাগম অতটা দেখলাম না। স্পট গুলো সত্যিই খুব সুন্দর! 👏👏👏👌❤️👍😊
Apurbo, darun sundar video ti! Dekhe satyi jete ische korche r homestay te thakar. Darun lovonio khabar guli chlio🤪.,Patratu valley r rastar video ti satyi adwitio.
রামগড়ের ঝন্টিপাহাড় ও তৎসহ বিভিন্ন দর্শনীয় স্থান, জলপ্রপাত, কালীমন্দির, এবং বিশেষভাবে চারিদিকের সাল-মহুয়া বৃক্ষের ঘন পরিবেষ্টনীর মধ্যে তিনদিনব্যপী ভ্রমণের দৃশ্য দেখলাম। অবশ্যই উল্লেখনীয় যে এর থেকে যে আনন্দের ভোজ ভক্ষন করিলাম তা "চারমূর্তী" চলচ্চিত্রে প্রদর্শিত ভোজ-ভক্ষনের আনন্দদৃশ্য থেকে প্রাপ্ত আনন্দ থেকে অনেকাংশে অধিক। প্রাকৃতি যেন উজাড় করে তার রূপ-নৈবেদ্যর ডালি সাজিয়েছেন, পাহাড় ও ঝর্ণাধারার সৌন্দর্য অন্তরের অন্তরতম কোমল পাত্রে অপার রসধারা ঢেলে দিয়েছেন। চোখের সামনে দেখতে পেলাম সেই পুরাতনের ফিরে পাওয়া "চার-মূর্তি" ছবির Remake, সেই পটল ডাঙার বিখ্যাত চারমূর্তিমান্। 🙏♥🙏
আসলে ভিডিও এডিটিং করতে করতে চারমূর্তির স্টোরিটা মাথায় এলো পুরো সিনেমাটা দেখে ফেললাম সেখান থেকেই এই কনসেপ্টটা পেয়েছি। এই ভিডিও তৈরি করা যথেষ্ট সময় সাপেক্ষ ব্যাপার ।আর আপনার কমেন্টের কথা কি বলব , আপনার প্রতিটা কমেন্ট এত ডিটেলস আর ভিডিও কে তুলে ধরে যে আমার ভাষা দিয়ে আমি তা বোঝাতে পারবো না । মোদ্দা কথা হলো প্রত্যেক ইউটিউবার আপনার মতন দর্শক আশা করে । ভালো থাকবেন ।
ঝন্টি পাহাড়ের নাম শুনলেই মনটা কেমন যেন এক অদ্ভুত ধরনের শিহরণ জাগায়। সেই চারমূর্তি, ছোট্ট বেলার কথা মনে পড়ে যায়। আমিও মাত্র কিছুদিন আগেই ঘুরে এলাম, আপনার ব্লগ দেখে সেই গুলোই মনে পড়ছে। কিছুটা নস্টালজিয়া আর কি। খুব ভাল লাগল দাদা, এই রকম চ্যানেলের মাধ্যমেই এইসব আশা রাখতেই পারি। চাহিদা ক্রমেই বাড়ছে, ভাল থাকবেন।
দারুন লাগল সমস্ত দর্শনীয় স্থানগুলো। আর একেবারে ঠিক সময়মতো টেনিদার ক্লিপিংস গুলো ব্যবহার করা সত্যি আপনার তারিফ করতেই হবে সৌমেন্দু দা। (বেলঘরিয়া থেকে বলছি)
এক কথায় অনবদ্য অপূর্ব অপূর্ব। বাঙ্গালির কম পয়সায় ঘোরা থাকার একটা সুন্দর জায়গা এই রাঁচি। খুব যাওয়ার ইচ্ছে থাকলো ভাই অবশ্যই যাবো । তুমি আরো ঘোড়ো এবং নিত্যনতুন ব্লগ পাঠিয়ে দাও। তোমার সঙ্গে আছি ছিলাম থাকবো। নৈহাটি উত্তর থেকে প্রতাপ সিংহ রায়।।।।
আপনার এই অপূর্ব সংকীর্তন পরিবেশনের জন্য ধন্যবাদ জানাই। সত্যিই শুনলে চোখে জল আসে । একটা অনুরোধ রইল আমার মা ছিলেন জগনময় মিত্রের ছাত্রী এবং আকাশবাণীর B High শিল্পী আমি ছোটো বয়সে মাকে হারাই তার গাওয়া একটি গান আপনার কণ্ঠে শুনতে চাই । গানটি " " শুকতারা গো নিওনা বিদায় নিওনা এখন আঁধার আছে বাকি ।" আমি কলিকাতার একজন বাসিন্দা যদি সম্ভব হয় অনুরোধ টা রখবেন । নমস্কার নেবেন
pataldanga...jogo sarpo hari..mathay ki porechen??rajarappa jayni...khubi colorful..khabar thali te item wise name dekhano ta new idea...bhalo laglo..uurribaas....hudroo-jonah falls..sita falls jantam na....kichu mone korben na..apni kintu weight gain korechen bhaloi..patratu dam ar ghati darun dekhlam...after 35 years dekhlam...darun-super episode
ভাই অপূর্ব লাগলো ।তবে তোমার দুইমেয়ের জবাব নেই ।ওরা ঘুড়িয়ে দাও ভাঈ ।জয় মা ।একটা কথা না বলে পারছি না ।প্রচুর ব্লাগার আছে কিন্তু তুমি তোমার পরিবার নিয়ে যাও ।এটা আমার খুব ভালো লাগে আর যেখানেই যাও পুরো কাহিনী টা বলো ।ভালো থেকো ভাই
Dada amra just subarna village theke berolam, train ea bose bose tomar video ta dekhchi, jamon valo byabohar ar serokom e sundor byabosthapona. Ar scenic beauty r to kono tulona nei ❤
অসাধারণ লাগল ভাই। আপনার সব ভিডিও গুলো আমার দেখা চাই ই চাই। আর আজকের ভিডিও টা তো অনবদ্য। যেতেই হবে দেখছি। আর খাওয়া দাওয়া দেখে ভরা পেটে আবার খিদে পেয়ে গেল 😃😃। আমরা কিছুদিন আগে ঘাটশিলা ঘুরে এসেছি,। ঝারখনডের সব জায়গা গুলো ই সুন্দর। আমাদের একটা এরকম পেপে গাছ ছিল। গাছ ভর্তি পেপে হোত। পাকা পেপে পেড়ে খেতাম, সবাই কে দিতাম। যেমন সাইজ, তেমনি রঙ, তেমনি মিষ্টি। দুখখের ব্যাপার হোল, গাছ টা ঝড়ে ভেঙে গেছে। একটু দূরেই অবশ্য এই জাতের ই আর একটা গাছ হয়েছে। ভাল থাকবেন ভাই। পরের ভিডিও র অপেক্ষা য় থাকলাম।
Jhantipahari sunlei choto belar tenida mone pore jai.. Aisab jaga berate jabar je ananda ta akhon kar diney Maldives Thailand Singapore dubai UK USA berate jabar theke onek onek maan k heal kore..
আপনার ভিডিওটা ভালো লাগলো।
বিশেষ করে সিনেমার ক্লিপ গুলো ভিডিও তে রেখে এক অন্য মাত্রা টেনেছেন।
এই নতুন ধরনের যে সম্পাদনা চিন্তা করেছেন তাতে আমি অবাক। আপনার সম্পদনার নতুন ধরনের আপনার নিজস্ব চিন্তাভাবনা সত্যিই প্রশংসনীয়।
সম্পাদক হিসাবে আপনি অতুলনীয়😊
আপনার কমেন্ট পেয়ে আমি আপ্লুত । আসলে এই ধরনের ভিডিও তৈরি করা যথেষ্ট সময় সাপেক্ষ সেইজন্যেই হয়তো অনেকেই করেনা। ভবিষ্যতেও একইভাবে কমেন্টের প্রত্যাশায় রইলাম । আর একটা কথা না বললেই নয় সেটা হলো আপনার ভিডিও আমি দেখেছি । বেশ লাগে । চালিয়ে যান , শুভেচ্ছা রইল ।
Ekdom thik, exceptional editing 👌👌
খুব ভালো লাগলো ভিডিও টা
পুষ্টিকর থাকা, খাওয়া, ঘোরাঘুরি সঙ্গে অশ্রুত জলদগম্ভীর অথচ সদাহাস্যময় সৌমেন্দুর ধারাবিবরনী; এককথায় পুষ্টিকর ভ্রমণ। এইরকম আরো পর্ব দেখতে চাই।।
আসবে
ষাটের দশকের শেষের দিকে আমরা রাঁচি তে ছিলাম,আমার বাবা রেলের চাকুরি সূত্রে ঐখানে বদলি হয়ে ছিলেন,যে সমস্ত জাগা তোমার ভিডিওতে দেখালে ঐ সমস্ত জায়গা বহুবার ঘুরতে গিয়েছিলাম,তখন সদ্য রাঁচি-হাতিয়া লাইন চালু হয়েছে,পত্রাতু ড্যামের কাজ শুরু হয়েছে আজ পঞ্চাশ বছর পর তোমার চোখ দিয়ে ঐ জায়গাগুলো দেখে ভীষণ ভীষণ ভালো লাগল,কত পরিবর্তন হয়ে গেছে!যেমন আমার জীবনের!রইল আন্তরিক অভিনন্দন। কোন্নগর।
আপনার কমেন্ট পড়ে একটাই কথা বলবো ... একবার ঘুরে আসুন...
Ekbar ghure asun sir, somvob hole. Rishra
@@GhurteFirte দেখি সম্ভব হয় কি না
@@banashreebiswas7452 তোমার আন্তরিকতা আমাকে মুগ্ধ করেছে,দেখি সম্ভব হয় কি না। কোন্নগর।
আপনি কদিন আর কত রাত্রি ছিলেন ঠিক বুঝতে পারলাম না,একটু বললে ভালো হতো।
এই ভিডিও এক কথায় অসাধারন অনবদ্য ও দৃষ্টিননদন।সুস্থ থাকবেন ভালো থাকবেন অনেক ধন্যবাদ ।
Thanks a lot
darun laglo akhane nature nijeke ujar kore diyeche thank u for sharing this wonderful vid
Stay tuned
Shob theke valo laglo 4 murtir combination👍👍👍👍🚩🚩🚩🚩
সে আর বলতে
ভিডিও ও উপস্থাপনাও খুব সুন্দর হয়েছে। আর মাঝেমধ্যে টেনিদা র ঝলক... এককথায় "ফাটাফাটি"।
Thanks
আপনার কথা বলা ভ্রমণের মত সুন্দর।
সঙ্গে থাকবেন
অসাধারণ উপহার দিলেন মন ভরে গেল এর বেশী কিছু বলার ভাষা নেই
আপনাদের এইসব সহচর্য আমাকে অনুপ্রাণিত করে
খুব সুন্দর ঘুরলাম ! 😊👍 আপনার ( মাঝে মাঝেই চার মূর্তি ছবির সংলাপ গুলো দিয়েছেন) ভিডিও বেশ সুন্দর হয়েছে। যায়গা টাও বেশ মনোরম। লোকজন বেশ কম দেখলাম। রাস্তাঘাটে মানুষের সমাগম অতটা দেখলাম না। স্পট গুলো সত্যিই খুব সুন্দর! 👏👏👏👌❤️👍😊
জায়গা খাওয়া-দাওয়া ঘোরা সবকটাই দুর্দান্ত হয়েছে
খুব সুন্দর জায়গা অনেক কিছু জানতে পারলাম।
Apurba video sir..♥️🙏dekhe jete icha korche. Mon bhore gelo♥️
যাবার মতোই জায়গা
দারুন জায়গা। আরও জায়গা দেখতে চায়।
অসাধারণ সুন্দর লাগলো ভিডিও টি ❤️❤️❤️
(Pranab Traveller's)
Darun laglo dada....jawar icche aro bere gelo..👌👌
ভালো লাগবে
খুব ভালো লাগলো 😊😊😊😊❤❤❤❤❤
অসাধারণ ভিডিও দাদা. টেনিদার সঙ্গে এরকম কম্বিনেশন এই প্রথম দেখলাম.👍দারুন দারুন
Thanks
Apurbo, darun sundar video ti! Dekhe satyi jete ische korche r homestay te thakar. Darun lovonio khabar guli chlio🤪.,Patratu valley r rastar video ti satyi adwitio.
এই জায়গাগুলোর আরো ভিডিও আসছে তবে হোমস্টের খাবার গুলো এক্সক্লুসিভ ছিল
আপনার বর্ণনা দ্রষ্টব্য স্থানের মত অসাধারণ
Thanks
অসাধারণ video টা সত্যিই খুব ভালো লাগলো
অনেকদিন পর বোধহয় ফাঁকা সময় পেলে
Sotti Charmurtir kotha Mone pore galo😌
রামগড়ের ঝন্টিপাহাড় ও তৎসহ বিভিন্ন দর্শনীয় স্থান, জলপ্রপাত, কালীমন্দির, এবং বিশেষভাবে চারিদিকের সাল-মহুয়া বৃক্ষের ঘন পরিবেষ্টনীর মধ্যে তিনদিনব্যপী ভ্রমণের দৃশ্য দেখলাম। অবশ্যই উল্লেখনীয় যে এর থেকে যে আনন্দের ভোজ ভক্ষন করিলাম তা "চারমূর্তী" চলচ্চিত্রে প্রদর্শিত ভোজ-ভক্ষনের আনন্দদৃশ্য থেকে প্রাপ্ত আনন্দ থেকে অনেকাংশে অধিক। প্রাকৃতি যেন উজাড় করে তার রূপ-নৈবেদ্যর ডালি সাজিয়েছেন, পাহাড় ও ঝর্ণাধারার সৌন্দর্য অন্তরের অন্তরতম কোমল পাত্রে অপার রসধারা ঢেলে দিয়েছেন। চোখের সামনে দেখতে পেলাম সেই পুরাতনের ফিরে পাওয়া "চার-মূর্তি" ছবির Remake, সেই পটল ডাঙার বিখ্যাত চারমূর্তিমান্। 🙏♥🙏
আসলে ভিডিও এডিটিং করতে করতে চারমূর্তির স্টোরিটা মাথায় এলো পুরো সিনেমাটা দেখে ফেললাম সেখান থেকেই এই কনসেপ্টটা পেয়েছি। এই ভিডিও তৈরি করা যথেষ্ট সময় সাপেক্ষ ব্যাপার ।আর আপনার কমেন্টের কথা কি বলব , আপনার প্রতিটা কমেন্ট এত ডিটেলস আর ভিডিও কে তুলে ধরে যে আমার ভাষা দিয়ে আমি তা বোঝাতে পারবো না । মোদ্দা কথা হলো প্রত্যেক ইউটিউবার আপনার মতন দর্শক আশা করে । ভালো থাকবেন ।
Ghurte Firte(Soumendu Bhattacharya) :- অনেক ধন্যবাদ। তবে এমনভাবে প্রশংসার বাণে ভাসিয়ে দেবেন না, প্লাবনে নিশ্চিহ্ন হয়ে যাব যে। 😎😀
Hmm...jhontipahar er naam shunei " CHARMURTI" er kotha mone hoyechhe...
ভীষণ সুন্দর উপস্থাপনা।🌿
সঙ্গে থাকবেন
Besh valo chilo video ta .... amader bariteo emon Pepe gach ache... next video r jonno wait korchi
একদিন খেতে যাব
ঝন্টি পাহাড় শুনে সেই চার মূর্তি মুভি কথা মনে পড়ল জঙ্গলে হারিয়ে যাওয়া ত্তারপর খুঁজে পাওয়া
বেশ ভালো ঘুরলাম আপনার সাথে
সঙ্গে থাকবেন
একদম 100%
Darun trip ta,khub sundor vabe trip ta explain korechen
সঙ্গে থাকবেন
Video ta khub valo hoyeche. Ai vabe agiya jan👍
সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ
দারুণ যায়গাটা,আপনার বলার ভঙ্গিমা ও গলার স্বর সব নিয়ে খুব ভালো উপস্থাপনা।যাওয়ার ভীষণ ইচ্ছে রইল।
আপনার ভালো লেগেছে এটাই আমার কাছে পরম পাওনা । সঙ্গে থাকবেন আরও নতুন নতুন জায়গার সন্ধান দেওয়ার চেষ্টা করব ।
Darun post. .apnar sob post gulor moto atao darun lagloo
Thanks
ঘোরা যায়গার বর্তমানের চিত্র দেখে আর আপনার উপস্হাপনা দেখে আবার যাওয়ার ইচ্ছা করছে । ধন্যবাদ
Thanks
অসাধারণ ! মন ভরে গেল, দেখে ও শুনে । 👍
ঝন্টি পাহাড়ের নাম শুনলেই মনটা কেমন যেন এক অদ্ভুত ধরনের শিহরণ জাগায়। সেই চারমূর্তি, ছোট্ট বেলার কথা মনে পড়ে যায়। আমিও মাত্র কিছুদিন আগেই ঘুরে এলাম, আপনার ব্লগ দেখে সেই গুলোই মনে পড়ছে। কিছুটা নস্টালজিয়া আর কি। খুব ভাল লাগল দাদা, এই রকম চ্যানেলের মাধ্যমেই এইসব আশা রাখতেই পারি। চাহিদা ক্রমেই বাড়ছে, ভাল থাকবেন।
আমিও চেষ্টা করে যাই , আপনারা সঙ্গে থাকেন বলে সম্ভব হয় । সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ।
আপনার যোগাযোগের নম্বর দেবেন, প্লিজ? আসলে আমিও পরিবার নিয়ে যেতে চাই। আরো কিছু জানার আছে, যা এই ভিডিওতে নেই।
@@GoldenTune2009 description Box
Darun dada, khub sundor akta sostay beranor khobor Palam, thanku
আপনার ভিডিও গুলো মন ছুঁয়ে যায়। খুব ভালো লাগে। এভাবেই আমাদের আনন্দ দিয়ে যান। ভালো থাকবেন দাদা।
সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
দারুন লাগলো, অপূর্ব
দারুন লাগল সমস্ত দর্শনীয় স্থানগুলো। আর একেবারে ঠিক সময়মতো টেনিদার ক্লিপিংস গুলো ব্যবহার করা সত্যি আপনার তারিফ করতেই হবে সৌমেন্দু দা। (বেলঘরিয়া থেকে বলছি)
একটু অন্যরকম চেষ্টা করলাম
এক কথায় অনবদ্য অপূর্ব অপূর্ব। বাঙ্গালির কম পয়সায় ঘোরা থাকার একটা সুন্দর জায়গা এই রাঁচি। খুব যাওয়ার ইচ্ছে থাকলো ভাই অবশ্যই যাবো । তুমি আরো ঘোড়ো এবং নিত্যনতুন ব্লগ পাঠিয়ে দাও। তোমার সঙ্গে আছি ছিলাম থাকবো। নৈহাটি উত্তর থেকে প্রতাপ সিংহ রায়।।।।
অসংখ্য ধন্যবাদ
মানে পুরো ফাটাফাটি দাদা । দারুন লাগলো । তোমার ভিডিও মানেই দারুন ❤️❤️❤️
ভালো লাগলো তোমার কমেন্ট পেয়ে
ভাই আপনার টাবল বিডিও এবং আপনার কথা বলার দরন , অনেক সুন্দর লাগে,, মো মাইনুর হোসেন বাংলাদেশ জেলা নোয়াখালী
আপনাদের এই ভালো লাগাটাই আমার কাজ করার অনুপ্রেরণা
Charmurti clip gulor sathe darun match korechen ...amar khub pochonder chobi ekta..jabo ekdin ramgarh ❤
ভালো লাগবে
আপনার এই অপূর্ব সংকীর্তন পরিবেশনের জন্য ধন্যবাদ জানাই। সত্যিই শুনলে চোখে জল আসে । একটা অনুরোধ রইল আমার মা ছিলেন জগনময় মিত্রের ছাত্রী এবং আকাশবাণীর B High শিল্পী আমি ছোটো বয়সে মাকে হারাই তার গাওয়া একটি গান আপনার কণ্ঠে শুনতে চাই । গানটি " " শুকতারা গো নিওনা বিদায় নিওনা এখন আঁধার আছে বাকি ।" আমি কলিকাতার একজন বাসিন্দা যদি সম্ভব হয় অনুরোধ টা রখবেন । নমস্কার নেবেন
ভিডিওতে সংকীর্তন কোথায় পেলেন !!
, ভুল বসত চলে গেছে । ক্ষমা প্রার্থী
আপনার গলাটা অসাধারন,Sunday suspense
মনে পড়ে গেলো।
Thanks
Khub sunder gure asechi
অসাধারন লেগেছে, ধন্যবাদ।
Khub valo laglo. 👍 kore 🎁 dilam.new friend.
সঙ্গে থাকার জন্যে অসংখ্য ধন্যবাদ
Bhishon sundor laglo.Apnaar uposthapona osadharon.
Thanks
খুব সুন্দর লাগলো, আমি ও গেছি কিন্তু এতো গুলো জাগায় ঘুড়াতে পারিনি
Osadharon laglo video ta jete hobe to
খুব ভালো লাগবে
Dada, khub vlo laglo. Vlo thakben.
pataldanga...jogo sarpo hari..mathay ki porechen??rajarappa jayni...khubi colorful..khabar thali te item wise name dekhano ta new idea...bhalo laglo..uurribaas....hudroo-jonah falls..sita falls jantam na....kichu mone korben na..apni kintu weight gain korechen bhaloi..patratu dam ar ghati darun dekhlam...after 35 years dekhlam...darun-super episode
চেষ্টা করছি কমাবার
Khub sundor
Thanks
Darun video ta
ভাই অপূর্ব লাগলো ।তবে তোমার দুইমেয়ের জবাব নেই ।ওরা ঘুড়িয়ে দাও ভাঈ ।জয় মা ।একটা কথা না বলে পারছি না ।প্রচুর ব্লাগার আছে কিন্তু তুমি তোমার পরিবার নিয়ে যাও ।এটা আমার খুব ভালো লাগে আর যেখানেই যাও পুরো কাহিনী টা বলো ।ভালো থেকো ভাই
একটা আমার মেয়ে ....
Khub valo
Bes valo laglo video ta.
Drone shots gulo darun
Thanks
2:50 মাফ করবেন সৌমেন্দু দা। ছিন্নমস্তা দশমহাবিদ্যার তৃতীয় নয়, ষষ্ঠ মহাবিদ্যা। জয় মা ছিন্নমস্তা 🙏🙏
একটা জায়গায় পড়েছিলাম .... আপনার তথ্য মনে থাকবে
Khub sundor.
ঘুরে আসুন ভালো লাগবে
Khub bhalo laglo
Darun laglo.
খুব ভালো লাগলো দাদাভাই। অনেক ধন্যবাদ।
Asadharon sundor akta vlog ❤️
সঙ্গে থাকবেন
খুব ভালো লাগলো এই প্যাকেজ টুরটা।
দারুন লাগলো আপনার উপস্থাপনা !
আমি আপনার চ্যানেলের একজন সাবস্ক্রাইবার।
সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ
অসাধারণ লাগলো দাদা খুব ভালো লাগলো ❤️❤️❤️
Dada aapnar bolar bhongi eto sundor boole aaro akorshonio ei video ta, Khub bhalo laaglo.
হতে পারে.... সেটা আপনারা ভালো বলতে পারবেন
Apnar blog khub valo laglo
সঙ্গে থাকবেন
অসম্ভব ভালো লাগলো ধন্যবাদ
সঙ্গে থাকবেন
খুব খুব খুব ভালো লাগলো ধন্যবাদ
খুব ভাল লাগলো ......
দারুন আবিষ্কার,দাদা ভালো থাকবেন
এককথায় অসাধারণ। ভালো থাকবেন দাদা ❤️🙏
Dada amra just subarna village theke berolam, train ea bose bose tomar video ta dekhchi, jamon valo byabohar ar serokom e sundor byabosthapona. Ar scenic beauty r to kono tulona nei ❤
খাওয়া দাওয়াটা কেমন ছিল !😄😄
@@GhurteFirte মহাভোজ বললে কম বলা হবে 😁❤️
খুবই ভালো লাগলো।
Khub valo laglo❤
Just excellent apnar video presentation, and very informative with all details. Bhishon bhalo laglo!
Thanks a ton
খুব ভালো
খুব ভালো লাগলো
porono smriti firiyea dilen dada....kudos to you.....khub khub khub valo laaglo apnar ei video...informative...r valobasay vora....subscribe korlaam....aro sundor nostalgic places er video anabar misti daabi korchi...valo thakun...
আমার ক্ষুদ্র সামর্থ্য মতো চেষ্টা করে চলেছি। আপনারা সঙ্গে থাকছেন এটাই আমার যথেষ্ট ।
Darun
খুব সুন্দর লাগলো জায়গা গুলো দেখে দাদা
Dekhechi like diechi kintu comment Kara hoeni...khub khub bhalo laglo ..bhule gechilam je comment korechi .ami ajkal bhule Jai khub ..hahaha darun holo taina !
ভুলে যাওয়াটা কোন রোগ নয় । আমিও ভুলে যাই ।ওটা নিয়ে চিন্তা করবেন না ।
Thanks
Khub valo laglo video ta
Khub sundor uposthapana 👍
Thanks
Wowww 😀😀👍👍❤️❤️❤️❤️🙏🙏🙏🙏
Khub sundor dada ♥️
এরকম তথ্যসমৃদ্ধ আনকোরা নতুন, আরো uncommon tourist place -এর video চাই৷
সঙ্গে থাকুন
অসাধারণ
টেনিদা র সাথে এডিটিং টা অসাধারন
চেষ্টা করলাম। সঙ্গে থেকো।
Darun laglo apnar video bises kore apnar voice ta asadharon … keep going
Thanks
অসাধারণ লাগল ভাই। আপনার সব ভিডিও গুলো আমার দেখা চাই ই চাই। আর আজকের ভিডিও টা তো অনবদ্য। যেতেই হবে দেখছি। আর খাওয়া দাওয়া দেখে ভরা পেটে আবার খিদে পেয়ে গেল 😃😃। আমরা কিছুদিন আগে ঘাটশিলা ঘুরে এসেছি,। ঝারখনডের সব জায়গা গুলো ই সুন্দর। আমাদের একটা এরকম পেপে গাছ ছিল। গাছ ভর্তি পেপে হোত। পাকা পেপে পেড়ে খেতাম, সবাই কে দিতাম। যেমন সাইজ, তেমনি রঙ, তেমনি মিষ্টি। দুখখের ব্যাপার হোল, গাছ টা ঝড়ে ভেঙে গেছে। একটু দূরেই অবশ্য এই জাতের ই আর একটা গাছ হয়েছে। ভাল থাকবেন ভাই। পরের ভিডিও র অপেক্ষা য় থাকলাম।
আপনার কমেন্ট দারুণ লাগলো... পুরো প্যাকেজটা অসাধারণ
Oh ganta darun ..ekhaneto ami jaini tomar sathe ghure khub anondo pelam majhe majhe tenidader dekhe aro maja laglo ..kamakhha gechi dubar ..janoto ekta probad ache meyeder khetre bap Raja rajar jhi Bhai Raja toh amar ki ..besir bhag babar sathe ghora ,.maa baba nei chokhe jal elo ..anek boki kichu Mone korona ..khub anondo pelam ..bhalo theko susto theko..uttor daona majhe majhe khub mon kharap hoe ..tomake khete dekhe amaro khete ichhe korche.
@@nilimadey9738 আপনার সাথে নিশ্চয়ই একদিন দেখা হবে
@@GhurteFirte amar se soubhaggo habe na go ..dekhi bhaggo amar sath daekina
thank you 😄
Xcellent. 👌👌
Thanks a lot 😊
Ak kothai apurbo 👌👌👌
vdo ta darun laglo, sathe cinemar clipping gulo darun. distance gulo r ektu details dile bhalo laglo. r khaoar dekhe khide peye galo. apnar sathe anek jayga ghuri
খাবার দাবার গুলো কিন্তু সত্যিই চমৎকার ছিল আর প্রকৃতির কথা কিছু বলব না
Darun uposthapona
Thanks for watching
Osadharon
Jhantipahari sunlei choto belar tenida mone pore jai.. Aisab jaga berate jabar je ananda ta akhon kar diney Maldives Thailand Singapore dubai UK USA berate jabar theke onek onek maan k heal kore..
মনের কথা
অসাধারণ লাগলো 💖
ভীষণ ভালো লাগলো।
👌👌 darun
Khub valo lagche 👍