DHANBAD |কোলকাতার কাছেই ঘুরে আসুন পাহাড়, ঝর্না,জঙ্গল |Short Trip from Kolkata |Weekend Destination

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 фев 2025
  • ধানবাদ বলতেই আমাদের মাথার মধ্যে ভেসে ওঠে কয়লাখনির ধূলো, জ্যামে আটকে থাকা একটা শহর আর 'গ্যাংস অফ ওয়াসিপুর'-এর "বাপ-কা, দাদা-কা, ভাই-কা..."। কিন্তু, কলকাতা থেকে এত কাছেই, মানে ট্রেনে ঘণ্টা চারেকের দূরত্বে থাকা এই শহরটাকে, সমগ্র ঝাড়খণ্ডের মতই যে প্রকৃতি এভাবে ঢেলে সাজিয়ে রেখেছে তা চাক্ষুস না করলে বোঝা দায়! এই বর্ষায় খোলতাই তার রূপ। শীতের ধূলোয় প্রকৃতির মেকআপে যাদের আপত্তি, তারা এই সময়টা ঘুরে আসতেই পারেন ধানবাদ থেকে। সময়ের ক্রেডিট-কার্ড থেকে দিন 2-3 ধার নিয়ে চলে আসুন ধানবাদ। ভোজন-রসিক হলে সঙ্গে জেলুসিল আনতে ভুলবে না যেন...
    আচ্ছা, খাবার-দাবারের জায়গাগুলোর লিঙ্ক নিচে দিয়ে দিচ্ছি:
    গয়া সিং লিট্টি: goo.gl/maps/ky...
    ফেমাস অমৃতসর কুলচা: goo.gl/maps/pZ...
    তিওয়ারি গলি হোটেল: goo.gl/maps/oY...
    শাহী দরবার: goo.gl/maps/9T...
    রাবড়ী আইসক্রিম: goo.gl/maps/Ae...
    আগের ভিডিওগুলোর লিঙ্ক:
    ধানবাদ (পর্ব-1): মাইথন ড্যাম, মাইথনে বোটিং, মজুমদার নিবাস, কল্যানেশ্বরী মন্দির, পাঞ্চেত ড্যাম, শাহী দরবারে খাওয়া-দাওয়া : • মাইথন পাঞ্চেত ট্যুর| ক...
    ধানবাদ (পর্ব-2): তোপচাচি লেক, ভাটিন্ডা ফলস, রাম রাজ মন্দির, উত্তমকুমারের বাড়ি, ধানবাদের বিখ্যাত গয়া সিং লিট্টি, অমৃতসরি ফেমাস কুলচা: • Topchachi | Bhatinda |...
    ধানবাদ (পর্ব-3): পরেশনাথ পাহাড়, পরেশনাথ মন্দির, খান্ডোলি ড্যাম, উশ্রি ফলস, খালসা হোটেল, ধানবাদের তিওয়ারি হোটের বিখ্যাত মাটন কষা: • Pareshnath Jain Temple...
    শান্তিনিকেতন / Railway Retiring Room বুকিং-এর ভিডিও: • Shantiniketan Tour Pla...
    #dhanbad #dhanbad_tour #dhanbad_youtuber #dhanbadjharkhand #maithanivlog #Maithon_Majumdar_Nivas, #Majumdar_Nivas, #Mazumdar_Niwas #panchetdam #roadtrip #journey #sunset #dhanbad #maithon #panchetdam #kalyaneswari #majumdar_nivas #travelvlog #PareshnathJainTemple #JainHeritage #KhandoliDam #DamViews #UsriFalls #NatureBeauty #DhanbadTourPlan #ExploreDhanbad #TiwariHotelDhanbad #StayInDhanbad #HotelKhalsa #HotelHospitality #TourExperience #LocalFlavors #DhanbadAdventures #CulturalEscape #TravelJharkhand #MemorableStay #dhanbad #dhanbad_tour #dhanbad_youtuber #dhanbadjharkhand #roadtrip #journey #sunset #bikeriding #lakeview #Dhanbad #CityOfCoal #DhanbadAdventures #TopChachiBeauty #NatureWanderlust #BhatindaFalls #NaturalBeauty #DhanbadDiaries #TopChachiAdventures #BhatindaExploration #ExploreJharkhand #TravelInspiration #Wanderlust #HeritageWonders #HiddenGems #SerenitySeeking #WaterfallMagic #AdventuresAwait #NatureEscape #CaptureTheMoment #MemoriesInMotion #OffTheBeatenPath #DiscoverAndExplore #BucketListAdventures #ScenicBeauty #journeytoremember #UnearthHistory #intothewilderness #landofwaterfalls #TranquilRetreats #breathtakingviews

Комментарии • 73

  • @suprakashbar9394
    @suprakashbar9394 Год назад +2

    দারুন

  • @somi2711
    @somi2711 5 месяцев назад +2

    darun laglo.
    besh upobhog korlam.

    • @anywhere.anindya
      @anywhere.anindya  5 месяцев назад

      @@somi2711 thank you for your comment. Bhalo thakben. 😊

  • @gautam1764
    @gautam1764 Год назад +2

    Khub e informative video, thank you very much for your efforts.

    • @anywhere.anindya
      @anywhere.anindya  Год назад

      আপনার মতামত জানানোর জন্য অনেক ধন্যবাদ। সাথে থাকুন।

  • @arunimaghosh-pt5il
    @arunimaghosh-pt5il 2 месяца назад

    Awesome

  • @abirbanerjee559
    @abirbanerjee559 Год назад +1

    খুব ভালো presentation

  • @protickroy
    @protickroy Год назад +1

    Khuub sundor ❤

  • @ItuChakravorty
    @ItuChakravorty Год назад +1

    Ami Dhanbad e thaki khub valo laglo vedeo ta.

    • @anywhere.anindya
      @anywhere.anindya  Год назад

      অনেক ধন্যবাদ জানানোর জন্য। ভালো থাকবেন।

  • @sushovanali7779
    @sushovanali7779 Год назад +1

    Darun poribesona, khub valo laglo

  • @Anusree_Dhar
    @Anusree_Dhar Год назад +1

    👍👍

  • @anandajatakroy5350
    @anandajatakroy5350 Год назад +2

    এবারে ভালো হয়েছে।❤

    • @anywhere.anindya
      @anywhere.anindya  Год назад

      সাউন্ডের সমস্যা ছিল আগেরটায়।

  • @dibyn9467
    @dibyn9467 Год назад +1

    Bloger der moddhye aponi great

    • @anywhere.anindya
      @anywhere.anindya  Год назад +1

      কমপ্লিমেন্ট হিসেবে নিলাম। 😊
      পারলে একটু শেয়ার করবেন। সাথে থাকবেন।

  • @ujjalkumarroy9959
    @ujjalkumarroy9959 4 месяца назад +1

    Khub valo laglo, onek to ghurlam ei video dekhe mone holo eto kacher ei drostobyogulo jana thaka sotteo kokhono to ghurlam na! Jai hok ebar kintu jaboi thik korlam tao apnar video dekhei. Sudhu 1ta poramorso din, Dhanbad theke beriye Madhuban hoye Pareshnath chore sedini ki abar Dhanbad feere asa somvob! Janaben 1tu doaya kore. Apnar uttorer asay roilam. Jai hok abar janai khub hridoysporshi video hoyeche, dhonnobad...

    • @anywhere.anindya
      @anywhere.anindya  4 месяца назад

      @@ujjalkumarroy9959 খুবই ভালো লাগলো আপনার কমেন্ট পেয়ে। আপনার এই অনুভূতি হওয়াটা আমার কাছে একটা বড়ো পাওয়া। আচ্ছা, এবার প্রশ্নের উত্তর দিই। ধানবাদ থেকে বেরিয়ে আপনি মধুবন-পরেশনাথ ঘুরে সেদিনই ধানবাদে ফিরে আসতে পারবেন। যদি পরেশনাথ ট্রেকিং করেন তাহলে হয়ত ফিরতে রাত হয়ে যেতে পারে। ট্রেকিং না করলে বা ওপরে না গেলে ফেরার পথে খান্ডোলি পাহাড়ও দেখে ফেলার সময় থাকবে।
      ভালো থাকুন, পাশে থাকুন, ঘুরে-বেড়াতে থাকুন... 😊

  • @subhashpatra1072
    @subhashpatra1072 2 месяца назад

    Modhubon thake side seen start korar jonno..gari Dhanbad er motoi available hobe.

  • @arpitanath478
    @arpitanath478 Год назад +2

    Ekhon ami Tatanagar e achi. Ashar plan korar somoy apnar video dekhechilam, khub help hoyeche.
    Apnar video khub informative, khub valolage amr....
    শুভ অষ্টমী 💙

    • @anywhere.anindya
      @anywhere.anindya  Год назад +1

      শুভ নবমীর শুভেচ্ছা নেবেন। সময় করে ভিডিও দেখে, কমেন্ট করে জানিয়েছেন বলে আপনাকে অনেক ধন্যবাদ। আশাকরি খুব ভালো ঘুরেছেন টাটানগর৷
      ভালো থাকুন। আরও ঘুরতে থাকুন। 😊😊

  • @livingwithgb
    @livingwithgb Год назад +2

    Dhanbad eto sundor satti i jana chilo na 😊

    • @anywhere.anindya
      @anywhere.anindya  Год назад +1

      একেবারেই তাই। বর্ষাকালে আরও ভালো লাগে। আর মতামত জানানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

    • @livingwithgb
      @livingwithgb Год назад

      @@anywhere.anindya apnake o dhanyavaad eto sundor video r jonno

  • @aditidutta9452
    @aditidutta9452 Год назад +1

    খুবই ভালো লাগলো। ভীষণই তথ্য সমৃদ্ধ। ❤❤ আচ্ছা আমি যদি কোনো Saturday ধানবাদ গিয়ে পরেরদিন দিন ফিরি সেক্ষেত্রে কি retiring room book করতে পারবো ?

    • @anywhere.anindya
      @anywhere.anindya  Год назад

      হ্যাঁ, একদম পারবেন৷ একটা PNR নম্বর দিয়ে সর্বাধিক 48 ঘণ্টার জন্য রুম বুক করা যায়।

  • @ritadhar4228
    @ritadhar4228 Год назад +1

    Total কত খরচ হল জানাবেন

    • @anywhere.anindya
      @anywhere.anindya  Год назад +1

      দুদিনের ট্রিপে (দুজনের থাকা-খাওয়া-ঘোরা) নিয়ে মোটামুটি 5000-8000.
      মূল খরচ গাড়িতে ঘোরাঘুরির জন্য।

  • @jhumpasaha9093
    @jhumpasaha9093 3 месяца назад +1

    পরেশনাথ এ ওঠা সম্ভব নয়, সেক্ষেত্রে মধুবন দেখে উস্রী ঘুরে hotel e back korle kemon hoy.
    1st day after lunch (3pm)
    মাইথন, পাঞ্চেৎ, রামরাজা মন্দির।
    2nd day মধুবন, উস্রী।
    3rd day তোপচাচি, ভাতিণ্ডা দেখে Black Diamond express ধরা সম্ভব ?
    যদি খুব বিরক্ত না করি, আমাকে নিরাশ করবেন না please.

    • @anywhere.anindya
      @anywhere.anindya  3 месяца назад

      @@jhumpasaha9093 উত্তর দিতে বেশ অনেকটা সময় লেগে গেল। কিছু মনে করবেন না।
      প্রথম দিন: মাইথন পাঞ্চেত কল্যানেশ্বরী মন্দির দেখে নিন। রামরাজ মন্দির অন্যদিকে পড়বে। এইদিন লোকাল কিছু দেখার থাকলে বা খাওয়া-দাওয়া করতে পারেন।
      দ্বিতীয় দিন: মধুবন যাওয়াত পথে তোপচাচী দেখে নিন। রাস্তার ওপরেই পড়বে। ওখান থেকে চাইলে খান্ডোলি পাহাড়/ড্যাম দেখে উশ্রি ফলস দেখে নিতে পারেন। বিকেলের আলো থাকতে-থাকতে উশ্রি পৌঁছে যাওয়ার চেষ্টা করবেন।
      তৃতীয় দিন: ভাতিন্ডা ফলস আর রামরাজ মন্দির দেখে নিন।
      এইভাবে ঘুরলে কম সময়ে পুরোটা ঠিকঠাক সময়ে কভার করতে পারবেন। জানাবেন এই প্ল্যানটা আপনার জন্য ঠিক হল কিনা। ভালো থাকবেন। 😊

  • @PWBanglaAspirants
    @PWBanglaAspirants 5 месяцев назад +1

    Bhatinda waterfalls a snan kore kue?? Gele korte parbo?

    • @anywhere.anindya
      @anywhere.anindya  5 месяцев назад +1

      Hya, onekei kore. Ek-duto jayga ache jegulo safe. Tobuo sthaniyo kauke jigges kore ba jodi keu korche dekhen tader follow korlei bhalo hoy.

  • @nibeditade6006
    @nibeditade6006 6 месяцев назад +2

    আচ্ছা মাইথন আর পাঞ্চেত ঘুরে ওই দিনই ধানবাদ স্টেশন থেকে বিকাল 4.20 এর ট্রেন ধরা যাবে?

    • @anywhere.anindya
      @anywhere.anindya  6 месяцев назад

      সকাল-সকাল পৌঁছে গেলে সম্ভব।

  • @sampapal3342
    @sampapal3342 5 месяцев назад +1

    20:04 কোনটার পরে কোনটা গেলে সুবিধে হয় এটা বলে দিলে খুব ভালো হতো,খুব সুন্দর লাগলো আপনার vdo

    • @anywhere.anindya
      @anywhere.anindya  5 месяцев назад

      @@sampapal3342 অনেক ধন্যবাদ আপনার কমেন্টের জন্য। আমি তিনদিন হিসেব করে ট্যুরটা প্ল্যান করেছিলাম। একদিন মাইথন-পাঞ্চেত, একদিন তোপচাচী-গিরিডি, আরেকদিন ভাটিন্ডা-লোকাল সাইটসীইং। সকাল সকাল প্ল্যান করে বেরোতে পারলে দিনদুয়েকেও হয়ে যেতে পারে।

  • @swarupkishoreghosh8706
    @swarupkishoreghosh8706 11 месяцев назад +1

    Khoob bhalo . Amra Kolkata theke by road asbo tai route map dile bhalo hoy.

    • @anywhere.anindya
      @anywhere.anindya  11 месяцев назад

      কলকাতা থেকে যেতে হলে NH-19 (দিল্লি-কলকাতা হাইওয়ে) ধরে ডানকুনি-বর্ধমান-দূর্গাপুর-আসানসোল হয়ে গোবিন্দপুর। তারপর মূল রাস্তা ছেড়ে বাঁ-দিকে গেলে ধানবাদ। ঘণ্টা ছয়েকের জার্নি৷ সকাল-সকাল বেরোলে সেই দিনই তোপচাচী-পরেশনাথ দেখে ফেলতে পারেন।

    • @swarupkishoreghosh8706
      @swarupkishoreghosh8706 11 месяцев назад +1

      @@anywhere.anindya Many many Thanks for your information.

  • @kusumghosh9519
    @kusumghosh9519 5 месяцев назад +1

    থাকার জায়গার তথ্য দিলে খুব সুবিধা হয় ।আমার (4চাকা)গাড়ি নিয়ে যেতে চাই

    • @anywhere.anindya
      @anywhere.anindya  5 месяцев назад

      @@kusumghosh9519 আপনি রেটিং দেখে স্টেশনের কাছে, Rangatand-এ, হীরাপুর বা কোর্টমোড়ে ভালো হোটেল পেয়ে যেতে পারেন। যেহেতু গাড়ি নিয়ে যাচ্ছেন, শহরের ভিড় এড়িয়ে একটু দূরে কিছু লাক্সারি হোটেল আছে সেগুলো দেখতে পারেন।

  • @bitsnbites99
    @bitsnbites99 Год назад +2

    Achha bhatinda falls e picnic kora jaye kono gas ba unoon niye? Jodi korte daye...tahole ki kono charge lage?

    • @anywhere.anindya
      @anywhere.anindya  Год назад

      Picnic kora jaay. Permission er bishoy ta confirm noi.

  • @suvojitsarkar8359
    @suvojitsarkar8359 Год назад +1

    Madhupur theke sokale 9 tar moddhye beriye dhanabad pouche topchachi bhadinta ramraj temple dekhe sondhye howar age dhanbad hotel e fera jabe?kotokkhon Lage ei 3 te spot dekhte in total?

    • @anywhere.anindya
      @anywhere.anindya  Год назад

      হ্যাঁ, খুব ভালোভাবেই করা যাবে। সকালে বেরিয়ে তোপচাচী, তারপর রামরাজ মন্দির আর শেষে ভাটিন্ডা ওয়াটারফলস।
      ধানবাদ থেকে এই তিনটে জায়গা ঘুরে আবার ধানবাদ ফিরে আসার ক্ষেত্রে শুধু জার্নিতে লাগবে প্রায় ঘণ্টা তিনেক। সেইমত কোথায় কতক্ষণ থাকবেন তা ঠিক করে নিতে পারেন।

  • @jhumpasaha9093
    @jhumpasaha9093 3 месяца назад +1

    3 দিন এর জন্য car book kore নেওয়া যায় ?

    • @anywhere.anindya
      @anywhere.anindya  3 месяца назад

      @@jhumpasaha9093 স্টেশনের বাইরে থেকেই গাড়ি পেয়ে যাবেন। টানা তিনদিনের জন্য বুক করলে বোধহয় বেশি চার্জ নেবে। চেষ্টা করবেন তাকেই তিনদিন বেরোবেন বলে জানিয়ে রাখবেন।

  • @samirghosh8297
    @samirghosh8297 Год назад +1

    কলকাতার ড্রাইভার নিয়ে ট্যুর টা করলে ওই ফলস এর কাছাকাছি গাড়ি চালিয়ে নিয়ে যেতে পারবে তো ?

    • @anywhere.anindya
      @anywhere.anindya  Год назад

      হ্যাঁ, রাস্তা ভালোই। শুধু একটু বেশি বাম্পার আছে। তাও সেটা শেষ তিন-চার কিলোমিটার।

    • @samirghosh8297
      @samirghosh8297 Год назад

      @@anywhere.anindya thnks

  • @akilkhan8340
    @akilkhan8340 Год назад +1

    Dada hotal ki vabaaa pabo r Paris koto

    • @anywhere.anindya
      @anywhere.anindya  Год назад

      Station theke beria soja "Rangatand" a hotel peye jaben. Jeta station theke walking distence. A chara Staton theke toto/auto kore Hirapur/ Court More a gele anek bangali hotel peye jaben. Govindpur er highway te ektu costly kichu resort o peye jaben..

  • @pranabkoley6248
    @pranabkoley6248 7 месяцев назад +1

    1St august 24 to 3rd august travel

  • @anitaghosh1985
    @anitaghosh1985 5 месяцев назад

    ধানবাদ থেকে parasnath কত কিমি? গাড়িতে কত সময় লাগে?

    • @anywhere.anindya
      @anywhere.anindya  5 месяцев назад

      90 কিলোমিটার মতো রাস্তা, ঘণ্টা আড়াই-তিন সময় লাগে।

  • @nayandebnath3485
    @nayandebnath3485 6 месяцев назад +1

    উসরী আর ভাতিন্দা waterfalls আর তোপচাচি লেক একদিন এ দেখে ফিরে আসা কি ভাবে সম্ভব হবে

    • @anywhere.anindya
      @anywhere.anindya  6 месяцев назад

      রাতের ট্রেন ধরে যদি আপনি ভোর বেলায় ধানবাদ নামতে পারেন তাহলে ধানবাদ থেকে উশ্রী গাড়িতে দেড় ঘন্টার রাস্তা। উশ্রী থেকে তোপচাচি লেক ঘন্টা দুয়েকের রাস্তা, ওখান থেকে ভাটিন্ডা এক ঘন্টার রাস্তা। ভাটিন্ডা ঘুরে ধানবাদ স্টেশন থেকে আপনি বিকেলের বা রাতের ট্রেনে ফিরতে পারেন।

  • @bffgoals9123
    @bffgoals9123 Год назад +1

    Total koto khoroch hbe!?? Per person??

    • @anywhere.anindya
      @anywhere.anindya  Год назад

      একদিনের ট্রিপে (দুজনের থাকা-খাওয়া-ঘোরা) নিয়ে মোটামুটি 4000-5000.
      মূল খরচ গাড়িতে ঘোরাঘুরির জন্য।

  • @somnathmukherjee7895
    @somnathmukherjee7895 Год назад +1

    Akdin jodi thakte hay to Okhane kono valo hotel er khabot dite parben?

    • @anywhere.anindya
      @anywhere.anindya  Год назад

      আমি নিজে যেহেতু হোটেলে থাকিনি, তাই হোটেল সম্পর্কে রিভিউ দেওয়াটা চাপের। তবে আপনি রেটিং দেখে স্টেশনের কাছে, Rangatand-এ, হীরাপুর বা কোর্টমোড়ে ভালো হোটেল পেয়ে যেতে পারেন।

  • @achintyagayen1980
    @achintyagayen1980 4 месяца назад +1

    গাড়ি বুকিং কোথা থেকে করব ?
    ফোন নং দিলে খুব ভালো হয় ।

    • @anywhere.anindya
      @anywhere.anindya  4 месяца назад

      @@achintyagayen1980 স্টেশনের বাইরে থেকেই গাড়ি/অটো পাওয়া যায়। আমার দাদা ওখানে থাকত, ফলে তার বাইকে ঘুরেছিলাম আমি।

  • @Subhasish_Mondal
    @Subhasish_Mondal Год назад +1

    Hotel এর রেট কেমন?

    • @anywhere.anindya
      @anywhere.anindya  Год назад +1

      ৫০০ থেকে শুরু করে ৫০০০ সব রকমেরই ঘর আছে। স্টেশনে রিটায়ারিং রুমও আছে। স্টেশন থেকে বেরিয়ে, সামনেই অনেক বাজেট হোটেল আছে।

  • @tarunmaiti6758
    @tarunmaiti6758 7 месяцев назад +2

    10-12 জনের গ্রুপ যেতে চাই! সবাই ছেলে! রান্নার সুবিধা সহ কোনো হল রুম পাওয়া যাবে কি? জানালে উপকৃত হবো!

    • @anywhere.anindya
      @anywhere.anindya  7 месяцев назад

      ধানবাদ স্টেশন থেকে 1 নম্বর প্লাটফর্মের দিক দিয়ে বেরিয়ে, রাস্তায় শ্রমিক চৌক-এর সামনের দিকে অনেকগুলো বাজেট হোটেল রয়েছে। এছাড়া আর কিছু আছে কিনা জেনে জানাব।

    • @sunandothakur5144
      @sunandothakur5144 2 месяца назад

      Purana bazar te onek hotel ache 500 takar modhe.hotel mukta. Prince hotel.Bombay hotel ..