একদমই না মিরদা, বোর হয়ে ঘুমোনোর প্রশ্নই আসে না, তোমার কন্ঠ যত শুনি ততই অবাক হই আরও। এখনও শার্লক হোমস, তারানাথ তান্ত্রিক, ব্যোমকেশ, অ্যাবে ফারিয়া -- এনাদের কথা মনে এলে একমাত্র তোমার কন্ঠটাই মনে বেজে ওঠে💐💐♥️♥️♥️
ক্যাপ্টেনের কথার সাথে রূপম দা'র একটা গানের লাইনের বড্ড শক্ত একটা মিল পেয়ে গেলাম কোথাও - " রাতে দরজা বন্ধ হলে যখন আমি, দাড়াই নিজের মুখোমুখি, জানি নিজের যুদ্ধে আমি পরাজিত, আজ অন্যের সুখে সুখী "।
এখনও পাওয়া সেরা এপিসোড 🔥🔥🔥 কোনো মানুষ কে চোখে না দেখে কেবল তার কন্ঠস্বর শুনেই যে তার প্রেমে পড়া যায়..... এটা মীরদা না থাকলে হয়তো লাখ লাখ মানুষ জানতেই পারতেন না!!
এই গলা শুনে bore হয়ে না , আরামেই চোখ টা বুজে আসে । গলার অধিকারীর একটা অন্য আঙ্গিকের সাথে পরিচয় হলো আজ । এই এপিসোড টা অনেকের জীবন পাল্টে দিতে পারে , অনেকের আপাতভুল অথবা সম্পূর্ন ভুল দৃষ্টিভঙ্গি বা চিন্তাভাবনাগুলোকে শেষ করে দিতে পারে ॥ And that's the reason why Mir is an institution himself. A true and a dutiful captain! ❤️❤️
এর আগে অনেক শ্রোতাবন্ধুদের সঙ্গে আমারও অনুরোধ ছিল মীর আফসর আলী-কে নিয়ে একটা পডকাস্ট শোনার । আজ সেই আশা পূর্ণ হল । 98.3 Radio Mirchi-কে অজস্র ধন্যবাদ জানাই ।
ভিষণ কষ্ট হচ্ছে, কান্না পাচ্ছে। আপনাদের শুনে এতো আনন্দ পাই অথচ আপনি কেমন আছেন সেটা কখনো প্রকাশ করেন না। আপনারা কি ভাবে পারেন নিজের অনুভুতি গুলো কে চেপে রেখে আমাদের আনন্দ দিতে?? 🙏🙏🙏🙏🙏
এই কণ্ঠটা না শুনলে দিনটা just শুরু হয়েও হয়না। দিনের শেষে ঘুমাতে যাওয়ার আগে শান্তিতে শুনবো পুরোটা। আজ breakfast এর সাথে সাথে উপরি পাওনা dinner এও এক চামচ মীর।
সত্যি কোনো দিন ভাবতে পারিনি মীরের ভেতরে এতো কষ্টটা চাপা ছিলো । নিজের analysis টা অসাধারণ । মীরেকে আমি বড়াবড়ই একজন excellent voice artist হিসেবে চিনি। Really he is a captain allb radio artist.
Thank you মীর দা, কিছু ব্যাক্তিগত কথা আমাদের সাথে ভাগ করে নেওয়া জন্য, আমরা আসলে অনেকই অনেক সময় অনেক দ্বিধা দ্বন্দ, বিস্বাদ, অবসাদে ভুগি, তখন আমাদের মনে হয় আমরা পৃথিবীতে খুব একা, নিজের মনের কথা মন খুলে বলতে পারি না, তবে তোমার আজকের কথা অনেক মানুষকে নতুন করে আশা দেবে, নিজের মনের কথা খুলে বলার সাহস দেবে, আবার খুঁজে নিতে পারবো নতুন পথের দিশা। আরো একবার ধন্যবাদ... আমি মানুষ মীর দা অনেক সম্মান করি আর সারাজীবন করবো, ভালো থেকো দাদা।
অনেকদিন থেকেই অপেক্ষায় ছিলাম মীর স্যারের কথা শোনার জন্য। বহুমুখী প্রতিভার অধিকারী মীর স্যারকে জানাই শ্রদ্ধা । মীর স্যারের কথা শুনছি আর ভাবছি সত্যিই যারা বিনোদন জগতের মানুষ, প্রতিনিয়ত তারা কত সমস্যা অতিক্রম করে আমাদের বিনোদন দেয় তা আমরা জানতেও পারি না। আমরা তাদের বাইরের চাকচিক্য প্রতিপত্তি এসব দেখেই কাউকে ভালো কাউকে খারাপ বলে বিবেচনা করি। ভালো থাকুন সুস্থ থাকুন মীর স্যার যাতে আমরা আরও ভালো ভালো কাজ শুনতে ও দেখতে পাই ... 🙏
Mir da, Mir da, Mir da... what a heart touching session it was. It was more like counseling session to me, I mean how can a person be so clear in his thoughts yet fighting with emotional crisis... Absolutely stunning as usual... Somak has a beautiful skill of taking interview, he always let the other person speak his/ her mind out. He never ever interrupts.. An excellent conversation, a very rare of its kind especially from Mir da.
Mir da tumi chara radio mirchi 98.3 fm kichuna....koto gulo bochor proti rat tomar gola sunai ghumea porlam... r akhono tai kori... love you captain...
Ami Mir dar onk choto theke onk boro fan, and I totally agree and disheartened with what happened to him, and I respect his opinion on depression but sotti ktha blte ei depression osukh ta borolok der, amdr mto chaposa moddobityo chele k khn k ki bllo seta dhre se bse thke Dr k dkhano ta hoye othe na, tkhn barir loker antasid besi প্রয়োজনীয় hoye othe.. Love u Mir da, thank you Somak da.
Sometimes as a audience we don't even come to know about the dark phase of life of our favourite person. Or maybe we don't care about that so much. But the real thing is that every person is suffering and we must acknowledge that fact. Thank you somak da for featuring our favourite Mir da in the show and let us know about his unknown phase of life. Like this he become more favourite to us.
আমার তোমাকে খুব খুব ভালো লাগে মীর দা, এই জন্য কারণ তুমি সত্য বলো আর সত্য বলতে পিছপা হওনা। তুমি সেরা দাদা। এভাবেই থাকো, খুব ভালো থাকো। Love you Mir da.
মীর এর সাথে চল বসা যাক অসম্ভব ভালো লাগলো। সোমকের প্রশ্নে মীর যেন নিজের ভেতরে আটকে থাকা বদ্ধ জলাশয়ের মুখ খুলে দিল। খুব খুব ভালো লাগলো মীর ! ❤️!! আদ্যপান্ত এক অসম্ভব অনুভূতিপ্রবণ মানুষ, নিজের প্রত্যক কাজ যেভাবে আত্মবিশ্লেষণের মধ্যে দিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে সেটা ই মীর করেছে ❤️!!বড় ভালো লাগলো ভাই মীর!! এভাবে চলতে থাকলে আর কখনো তোমার খোলা আকাশে মেঘ ☁️ জমতে পারবেনা। খুব ভালো থেকো সবসময়!! সকালম্যান হয়ে আমাদের প্রত্যেকটা দিন সুন্দর করে সাজিয়ে দাও ❤️❤️❤️
Mir dar upor radio te kichhu hoy na.. nijer jibone ja ja korechhe sob kichhui tei sofolota peyechhe... Onek dhonnobad dada eto bochhor dhore amader radio sunte baddho korar jonno... ( Sompuro amar mot)
Mir da tmi j vabe valo thakbe sei kaj ta korcho sune kub vallaglo..nijer kache ei sikarukti korte parar khomotai nei manuser konokalei..asakori jara tmr ktha sunche Tara sokolei amr moto inspired.. sbai valo thakuk nijer moto kore..💕
সেই ছোট্ট থেকে তোমার ফ্যান। অফিসে অনেকবার দেখা হয়, কিন্তু কথা বলার সাহস হয়নি একবারও। ভয় নয়, শ্রদ্ধায়। ভালো থেকো সকালম্যান ❤️ আরো অনেক অচেনা পথ চলা বাকি যে...
খুব মন ছুঁয়ে গেল কথাগুলো ❤..কিছু কিছু জিনিস অবশ্যই relate করতে পারলাম । captain এবং তাঁর voice, আমাদের মনে একটা আলাদাই জায়গা করে রয়েছে এবং চিরকাল থাকবে। না,bore হয়ে ঘুমিয়ে পড়িনা।শুনে মুগ্ধ হই, ear and mind get relieved...তাই শান্তির ঘুমটা আসে।❤....অনেক অনেক শ্রদ্ধা ও ভালবাসা ❤
This is not just a podcast, it is a podcast mixed with emotions and life lessons. And this is something that is keeping the radio and its programs alive, as Mir said Pvt radio stations are trying a 360-degree approach this series is a perfect and healthy example of that. Thank you Somak and radio Mirchi for doing these type of things which is a tad different than just music and that is why I love this station the most and all the RJs whom I listened to while growing up and now seeing them do these wonderful programs.
I have been a fan of Mir da since my childhood days... 10 years passed by... But still I am a fan... Sunday suspense e Mir da r akta role na thakle... Golpo ta thik jomena.. 💖... His sense of humor is just unparalleled and the best💖
Ai depression tai hyto tomar mirchi charar karon.. jantm na. Bujhlm j kn tomar break na neyoar drkar. Tumi break nao. Ata drkar. Amra nijeder pochonder manus ta key dure jty dina.. vule jai j tarao manus. Atota suffer krcho tumi mir da.. valo thko tumi. Sustho hy otho. Sushto hy abr fire aso..❣️❣️
ভালো মানুষ গুলো চলে যাচ্ছেন, ভালো সময়টা চলে যাচ্ছে...আমরা বলি old is gold and change is the only constant, কিন্তু আজও আমরা বলতে পারিনি change is gold... ভালো থেকো মীর দা...
যে মানুষটি এত গুনি আমাদের কত সুখ দু:খের সঙ্গী আনন্দের কারন আমাদের কাছে তার মনে এত দু:খ আছে সবাই তো আপনাকে কত ভালোবাসে যেটা সবসময় থেকে যাবে আপনার জন্য মীর ভাই🙏❤️
আমি তোমাকে একজন inspiration এইভাবে এবং আমার এই দৃষ্টিভঙ্গি থেকে তোমাকে দেখার সুযোগ পেয়েছি স্কুলে পড়াকালীন যখন তুমি খাশ খবরে সংবাদ পড়তে। তখন থেকে তুমি আমার inspiration ই ছিলে না তোমার আনুরাগী আমি এবং তোমার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ারও স্বপ্ন দেখতাম যেটা আমার বলতে কোনো দ্বিধা নেই যেরকম এখনকার প্রজন্ম অনেক অভিনেতা যারা বড়ো পর্দায় আছেন তাদের সাথে স্বপ্ন দেখে। যদিও তোমার মতো সফলতা পাওয়া আমার জীবনে স্বপ্নতীত তাহলেও একজন মানুষ যে আমার স্কুল জীবন থেকে ভালোবাসা আর স্বপ্ন তাকে সত্য বলার আনন্দ যে কতটা সেটা যতটাই অব্যক্ত থাকে ততটাই অনুভূতি দিয়ে বোঝানো সহজ হয়ে।
Ami ekhon amar college er student der poranor jonyo" O Captain!My Captain!" Poem tai study korchilam r "Cholo Bosa jak" er suru tei ei poem tar reference dewa holo,What a Great co-incidence.😊😊😊😊😊😊😊😊😊
Ami jotodur jani deep o depression er patient... Hoeto taar karon radio noe... Andaj korte pari je eta unar family issues niye... Aj janlam tumio depression tar sathe lorai korcho... Ami chai tomra beriye esho... Sobai k inspire koro depression theke beriye ashar jonno.... Example set koro depressed people der jonno... Karon nijekeo bhalo rakhte hobe... Depression ashtei pare, setake katiye othar naam i bhalo thaka... Bhalo theko mir afsar ali ❤
2015, I went to Kolkata for the first time for my studies, and tokhon theke Radio Mirchi fan hoye gelam, and fan hoyechhilam from Sunday Suspense ae r golpo sonar por especially Mir Da'r narration...just osadharon. Today I am no more living in West Bengal but aaj o you tube ae channel ta ke regularly follow kori. Thank you for making my Sundays and other days so amazing.
Its pretty clear that everyone goes through ups and downs and no one is exception.. Its only about to stay and deal it with it wisely and keep rotating the strike.. The scoreboard will keep moving on...❤️ Captain ❤️❤️❤️
Mir da tumi je koto masnusher anuprerona koto manush tomar kotha tomar gola shune nijeke valo rakhe kintu tumi mone mone etota kosto peycho eta jene vishon kosto holo 😔😔 Your voice is a nerve therapy for me❤❤
One thing I can tell that Radio will still live on as long as RJs like you guys are around. You guys are the reason I always come back to Radio Mirchi whenever I turn the radio on.
sir I am a youth. I also love this show.I wait every Sunday to hear the story....so I love you Mir sir..please any bychance you can not skip the showe😭😭😭❤
It takes immense guts and honesty to come out in open and talk about mental health. Huge respect for the captain. Very deep and sensible episode, thanks Somak for this lovely episode.
মীরদার গলা শুনলে আমার প্রাণ জুরিয়ে যায় 👍🙏🤩🤩🥰🥰। আমি গল্প অন্যের কন্ঠে শুনতে পচ্ছন্দ করি নিজে গল্প পরার থেকে তবে মীরদার গলায় শোনার পর থেকে আমি গল্প, এমনকী আবৃত্তি শুনলেও প্রথম মীরদার কন্ঠে আছে কি দেখি । মীরদার কন্ঠ যেন অমৃত 🤩🥰🤩🤩
কালকে হাজারটা সমস্যা মাথায় নিয়ে রাত্রিবেলা "চলো বসে যাক" এর এই পর্বটা শুনতে এসেছিলাম। এই পর্বটা শোনার পর আমার যেন এক মুহূর্তে সমস্ত সমস্যা অদৃশ্য হয়ে গেল ,সেগুলোর সমাধান হয়ে গেছে বলবো না....বলবো, সমস্যা গুলো আর সমস্যা বলে মনে হলো না।। 'ক্যাপ্টেনে'র কথা গুলো এক অদ্ভুত মানসিক জোর দিল... লড়াই করার ক্ষমতা দিল.... অসংখ্য ধন্যবাদ 'ক্যাপ্টেন' এবং "চলো বসা যাক"এর এ বিশেষ পর্বটিকে...❤
তৃষ্ণার্ত পাখি যেমন পানির অপেক্ষা থাকে, মীরদা কে শুনতে পাবার অপেক্ষাটাও অনেকটাই তেমন। সৌমক দা কেও ধন্যবাদ মীরদা কে কথা বলার স্পেস দেয়ার জন্য। ভালোবাসা মীরদা🖤
Ami Bideshe thaki kintu… Mirchi er content regular suni… seta Sunday Suspense hok ki OMG othoba ei PODCAST show… khub valo hochhe…. A big Thanks to full Mirchi Bangla Family and Somak… Ei podcast ekdin tomar nijer interview o sunte chai….
Salute to the God of Voices! At least for me, at least for radio! Bhalo thakuk, sustho thakuk! Agami 28 bochor apnake chai! Lots of love from an ardent fan! Long live Mir!
Ek kothay durdanto chilo episode ta...Amra jara mir dar fan. Tara deserve kori .....Mir da tomar fan hoye sottee gorbo hoy....Bhalo thako always captain ..... Love you ❤️❤️
Mir da r ei episode ta sune anek manus overthinking r jannyo consult karbe nischoi...thank you mir da....tabe eta sab podcast episode r theke alada...its truly awesome
This man is an ocean of knowledge.. This man know how to sail his ship... Amr ranna ghore his voice sailing for almost 10 yrs... Am a almost regular listner... Obviously I turn off radio if it's not mir... To b honest... If I miss him utube sunday suspence helps me out... Ei alochona ta je kotota helpful ar kotojoner jonno... I can't say... He is really an apt captain... Salute
প্রতিটি কথা খুব সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ।মানসিক problem টা যে শারীরিক সমস্যার মতোই গুরুতর এবং জটিল,এই কথাটি সর্বস্তরে ভাবা উচিৎ। Health check up এ mental health টিও সংযোজনের প্রয়োজন ভীষণভাবে। আর হ্যাঁ সব থেকে ভালো লাগলো আমরা সকলেই যারা আমাদের চাইছে তাদেরকে taken for granted করে অন্যকে প্রভাবিত করার চেষ্টা করি। এতো ভালো উপস্থাপনার জন্য উপস্থাপক কে আবারও ধন্যবাদ এবং captain কে সশ্রদ্ধ প্রণাম জানাই 🙏
আমার অনেক মানুষকেই হারিয়ে ফেলেছি, তাই হারানো যন্ত্রণা আমার সকলেই জানি। শুধু তোমাকে হারাতে চাই না। তুমি বড়ো ক্লান্ত! কদিন বিশ্রাম নাও। কোথাও যাও। নিজের মতো করে বাঁচো। কথাই বলে " বিদূষক যখন কাঁদে, ঈশ্বর ও না কি কাঁদেন। আর বিদূষক যখন হাঁসে, ঈশ্বর ও না কি হাঁসেন " । তাই 🙏🙏🙏
Cholo bosha jaak ta please continue kore jabe dada... Erom manushder perspective gulo jene nijer life take khub valo kore sajano jaay. Onek valobasha oo shubheccha agami episode gulor jonno.
Mir amar sob somoy er priyo ek manush .jokhon e kichu valo na lage ami Sunday suspense suni r mon ta valo hoye jai...ki voice ki power..khub khub sotti kotha aj bole gelen khub sohoje.. God bless you . Mir
Mir apni sotti khub valo r sustho thakben...antar theke prathona kori... R somok...apnake onek onek subhechha roilo eirakam program korar janno..valo thakben
এই episode আরও অনেক বেশি করেই চাই... অনেক মানুষের অনেক না জানা গল্প জানতে পারছি... তাদের মধ্যে অনেকেরই ভক্ত আমরা, তাই interest টা আরও একটু বেশিই... আর আমি তো অনেক ছোট্ট থেকেই Mir uncle এর ভক্ত... তাঁর comedy তো ভালো লাগতোই... কিন্তু তার চেয়েও বেশি ভালো লাগে Sunday Suspense এ ওনার voice... এক কথায় just awesome ❤
একদমই না মিরদা, বোর হয়ে ঘুমোনোর প্রশ্নই আসে না, তোমার কন্ঠ যত শুনি ততই অবাক হই আরও। এখনও শার্লক হোমস, তারানাথ তান্ত্রিক, ব্যোমকেশ, অ্যাবে ফারিয়া -- এনাদের কথা মনে এলে একমাত্র তোমার কন্ঠটাই মনে বেজে ওঠে💐💐♥️♥️♥️
ক্যাপ্টেনের কথার সাথে রূপম দা'র একটা গানের লাইনের বড্ড শক্ত একটা মিল পেয়ে গেলাম কোথাও - " রাতে দরজা বন্ধ হলে যখন আমি, দাড়াই নিজের মুখোমুখি, জানি নিজের যুদ্ধে আমি পরাজিত, আজ অন্যের সুখে সুখী "।
🥺🥺🥺 ekdom...moner bhitor odvut ekta khov jonmay 😭😭😭
Rupam 🥰😊🖤🖤
এখনও পাওয়া সেরা এপিসোড 🔥🔥🔥
কোনো মানুষ কে চোখে না দেখে কেবল তার কন্ঠস্বর শুনেই যে তার প্রেমে পড়া যায়..... এটা মীরদা না থাকলে হয়তো লাখ লাখ মানুষ জানতেই পারতেন না!!
বাস্তব কথা
Ata sotti
Sotti..
এই গলা শুনে bore হয়ে না , আরামেই চোখ টা বুজে আসে । গলার অধিকারীর একটা অন্য আঙ্গিকের সাথে পরিচয় হলো আজ । এই এপিসোড টা অনেকের জীবন পাল্টে দিতে পারে , অনেকের আপাতভুল অথবা সম্পূর্ন ভুল দৃষ্টিভঙ্গি বা চিন্তাভাবনাগুলোকে শেষ করে দিতে পারে ॥ And that's the reason why Mir is an institution himself. A true and a dutiful captain! ❤️❤️
'যারা আমাদের হাসতে শেখায়, তারা নিজেদের হাসিটা হারিয়ে ফেলার কষ্টটা অনুভব করেই আমাদের হাসির কারণ হয়।
এর আগে অনেক শ্রোতাবন্ধুদের সঙ্গে আমারও অনুরোধ ছিল মীর আফসর আলী-কে নিয়ে একটা পডকাস্ট শোনার । আজ সেই আশা পূর্ণ হল । 98.3 Radio Mirchi-কে অজস্র ধন্যবাদ জানাই ।
আমার তো মীর দার voice শুনে মানসিক অশান্তি দূর হয়ে যায়❤️
আজকের episode টা সত্যিই অসাধারণ ✨
ভিষণ কষ্ট হচ্ছে, কান্না পাচ্ছে।
আপনাদের শুনে এতো আনন্দ পাই অথচ আপনি কেমন আছেন সেটা কখনো প্রকাশ করেন না।
আপনারা কি ভাবে পারেন নিজের অনুভুতি গুলো কে চেপে রেখে আমাদের আনন্দ দিতে??
🙏🙏🙏🙏🙏
Dada amra khali bhlobasha choriye di, onara thik dhore neben
It's not just an interview, it's a life lesson
Exactly
yes
এই কণ্ঠটা না শুনলে দিনটা just শুরু হয়েও হয়না। দিনের শেষে ঘুমাতে যাওয়ার আগে শান্তিতে শুনবো পুরোটা। আজ breakfast এর সাথে সাথে উপরি পাওনা dinner এও এক চামচ মীর।
সত্যি কোনো দিন ভাবতে পারিনি মীরের ভেতরে এতো কষ্টটা চাপা ছিলো ।
নিজের analysis টা অসাধারণ ।
মীরেকে আমি বড়াবড়ই একজন excellent voice artist হিসেবে চিনি।
Really he is a captain allb radio artist.
"আমি মাইকে মিথ্যে বলব না" লাইনটা জাস্ট মন ছুঁয়ে গেল ❤️ মীর দা তুমি বেস্ট ছিলে আছো আর থাকবে। ❤️🤗
Thik bolechen Sumit Da 😏
❤
Half an hour is not enough for this podcast.. I can listen to him throughout the day..😌😌
sottie dada
"আমি মাইকএ মিথ্যে বলবো না" I felt goosebumps at that time⭐
অনেক মূল্যবান কথা শুনলাম। কিছু অভিজ্ঞতা সঞ্চয় হল। ❤️
সত্যিই, মীর স্যারের গলায় জাদু আছে। 😍 কোনো রকম sound effect ছাড়ায় , মনে হয় সত্যিই যেন কোনো গল্প সানডে সাসপেন্স এ শুনছি। love you mir da ..😍
Mir sir er golar jadute Sunday suspense suni na....... Dekhi 😌
মীর এতো সুন্দর করে কথা বলে যে মীর কে ধন্যবাদ না জানিয়ে পারলাম না তোমরা দুজনেই খুব খুব খুব খুব ভালো থেকো সুস্থ থেকো।
Thank you মীর দা, কিছু ব্যাক্তিগত কথা আমাদের সাথে ভাগ করে নেওয়া জন্য, আমরা আসলে অনেকই অনেক সময় অনেক দ্বিধা দ্বন্দ, বিস্বাদ, অবসাদে ভুগি, তখন আমাদের মনে হয় আমরা পৃথিবীতে খুব একা, নিজের মনের কথা মন খুলে বলতে পারি না, তবে তোমার আজকের কথা অনেক মানুষকে নতুন করে আশা দেবে, নিজের মনের কথা খুলে বলার সাহস দেবে, আবার খুঁজে নিতে পারবো নতুন পথের দিশা। আরো একবার ধন্যবাদ... আমি মানুষ মীর দা অনেক সম্মান করি আর সারাজীবন করবো, ভালো থেকো দাদা।
অনেকদিন থেকেই অপেক্ষায় ছিলাম মীর স্যারের কথা শোনার জন্য। বহুমুখী প্রতিভার অধিকারী মীর স্যারকে জানাই শ্রদ্ধা । মীর স্যারের কথা শুনছি আর ভাবছি সত্যিই যারা বিনোদন জগতের মানুষ, প্রতিনিয়ত তারা কত সমস্যা অতিক্রম করে আমাদের বিনোদন দেয় তা আমরা জানতেও পারি না। আমরা তাদের বাইরের চাকচিক্য প্রতিপত্তি এসব দেখেই কাউকে ভালো কাউকে খারাপ বলে বিবেচনা করি। ভালো থাকুন সুস্থ থাকুন মীর স্যার যাতে আমরা আরও ভালো ভালো কাজ শুনতে ও দেখতে পাই ... 🙏
It's so brave of him to talk about the issues so openly. The whole discussion touched my heart, real eye opener to every one around. Om shanti.
সত্যি বলবো, যবে থেকে "চলো বসে যাক" শুরু হয়েছে, তবে থেকেই এই এপিসোড টার জন্য অপেক্ষা করছিলাম 🥰
💖 Manush ta Oshadharon.. Hats off Captain. 💖
Areh!!!! dada tumi😍🌚.
Your editing skill 🔥💕
Tumi bangali.....omg. proud of you brooo....
Mir da, Mir da, Mir da... what a heart touching session it was. It was more like counseling session to me, I mean how can a person be so clear in his thoughts yet fighting with emotional crisis... Absolutely stunning as usual...
Somak has a beautiful skill of taking interview, he always let the other person speak his/ her mind out. He never ever interrupts..
An excellent conversation, a very rare of its kind especially from Mir da.
Mir da tumi chara radio mirchi 98.3 fm kichuna....koto gulo bochor proti rat tomar gola sunai ghumea porlam... r akhono tai kori... love you captain...
গলার আওয়াজ শুনলে মনে হয় অনেক কিছু পেয়ে গেলাম। তোমার স্বর এবং তুমি মানুষ টা আমাদের শ্রোতাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ।।। তুমি এমনই থেকে যেও মীর দা❤️❤️
Ami Mir dar onk choto theke onk boro fan, and I totally agree and disheartened with what happened to him, and I respect his opinion on depression but sotti ktha blte ei depression osukh ta borolok der, amdr mto chaposa moddobityo chele k khn k ki bllo seta dhre se bse thke Dr k dkhano ta hoye othe na, tkhn barir loker antasid besi প্রয়োজনীয় hoye othe.. Love u Mir da, thank you Somak da.
Sometimes as a audience we don't even come to know about the dark phase of life of our favourite person. Or maybe we don't care about that so much. But the real thing is that every person is suffering and we must acknowledge that fact. Thank you somak da for featuring our favourite Mir da in the show and let us know about his unknown phase of life. Like this he become more favourite to us.
আমার তোমাকে খুব খুব ভালো লাগে মীর দা, এই জন্য কারণ তুমি সত্য বলো আর সত্য বলতে পিছপা হওনা। তুমি সেরা দাদা। এভাবেই থাকো, খুব ভালো থাকো। Love you Mir da.
শুনে কিছুটা আবেফেরিয়া এর মতো feelings এলো 😌❤️
Ei manus tar kotha suleo nijeke enriched mone hoy.. Respect & love for Mir sir
মীর এর সাথে চল বসা যাক অসম্ভব ভালো লাগলো। সোমকের প্রশ্নে মীর যেন নিজের ভেতরে আটকে থাকা বদ্ধ জলাশয়ের মুখ খুলে দিল। খুব খুব ভালো লাগলো মীর ! ❤️!! আদ্যপান্ত এক অসম্ভব
অনুভূতিপ্রবণ মানুষ, নিজের প্রত্যক কাজ যেভাবে আত্মবিশ্লেষণের মধ্যে দিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে সেটা ই মীর করেছে ❤️!!বড় ভালো লাগলো ভাই মীর!! এভাবে চলতে থাকলে আর কখনো তোমার খোলা আকাশে মেঘ ☁️ জমতে পারবেনা।
খুব ভালো থেকো সবসময়!! সকালম্যান
হয়ে আমাদের প্রত্যেকটা দিন সুন্দর করে সাজিয়ে দাও ❤️❤️❤️
মীরের গলাটা এমনই যে পডকাস্ট শুনে ও মনে হচ্ছে যেন কোন ঐতিহাসিক গল্প শুনছি..... এটাই মীরের গলার জাদু
খাস খবর, আলফা পেন্টাথলন, হাউ মাউ খাও, মিরাক্কেল, সানডে সাসপেন্স, সকালম্যান।। ভালোবাসার শুরু সেই 1998 সালে।।ভালোবাসা অবিরাম।। ভালোবাসা অফুরান।। ❤❤❤
Mir dar upor radio te kichhu hoy na.. nijer jibone ja ja korechhe sob kichhui tei sofolota peyechhe... Onek dhonnobad dada eto bochhor dhore amader radio sunte baddho korar jonno... ( Sompuro amar mot)
Night shift শেষ করে একটা বালিশ মাথায় দিয়ে আর একটাকে জড়িয়ে podcast টা শুনতে শুরু করলাম । হয়তো শুনতে শুনতেই ঘুমিয়ে পড়বো এই দুটি voice . ❤️
Mir da tmi j vabe valo thakbe sei kaj ta korcho sune kub vallaglo..nijer kache ei sikarukti korte parar khomotai nei manuser konokalei..asakori jara tmr ktha sunche Tara sokolei amr moto inspired.. sbai valo thakuk nijer moto kore..💕
এটা বহু প্রতীক্ষিত! 🌚💙 চাইছিলাম মীরদা কে নিয়ে বসুক 🖤
সেই ছোট্ট থেকে তোমার ফ্যান। অফিসে অনেকবার দেখা হয়, কিন্তু কথা বলার সাহস হয়নি একবারও। ভয় নয়, শ্রদ্ধায়। ভালো থেকো সকালম্যান ❤️ আরো অনেক অচেনা পথ চলা বাকি যে...
খুব মন ছুঁয়ে গেল কথাগুলো ❤..কিছু কিছু জিনিস অবশ্যই relate করতে পারলাম । captain এবং তাঁর voice, আমাদের মনে একটা আলাদাই জায়গা করে রয়েছে এবং চিরকাল থাকবে। না,bore হয়ে ঘুমিয়ে পড়িনা।শুনে মুগ্ধ হই, ear and mind get relieved...তাই শান্তির ঘুমটা আসে।❤....অনেক অনেক শ্রদ্ধা ও ভালবাসা ❤
Deep er interview r tomar interview dutoi mon diye sunlam...r bhujlam tomar greatness ta kothay....love u
This is not just a podcast, it is a podcast mixed with emotions and life lessons. And this is something that is keeping the radio and its programs alive, as Mir said Pvt radio stations are trying a 360-degree approach this series is a perfect and healthy example of that. Thank you Somak and radio Mirchi for doing these type of things which is a tad different than just music and that is why I love this station the most and all the RJs whom I listened to while growing up and now seeing them do these wonderful programs.
মীর দা এই কথাগুলো শুনে আরো আরো যেন ভালোবেসে ফেললাম
শেষ লাইনটা সত্যিই দারুন punch add করে গেলো..!!😅
ভালোবাসা নিও মীর দা, সোমক দা❤️🙏🏻
আমি এখন ও মিরাককেল দেখি 6/7/8 আর Sunday saspense আমার নেশার মত। তাই ভগবানের কাছে আমি পার্থনা করি, মীর দার শরীর সুস্থ থাকুক।
I have been a fan of Mir da since my childhood days... 10 years passed by... But still I am a fan... Sunday suspense e Mir da r akta role na thakle... Golpo ta thik jomena.. 💖... His sense of humor is just unparalleled and the best💖
Ai depression tai hyto tomar mirchi charar karon.. jantm na. Bujhlm j kn tomar break na neyoar drkar. Tumi break nao. Ata drkar. Amra nijeder pochonder manus ta key dure jty dina.. vule jai j tarao manus. Atota suffer krcho tumi mir da.. valo thko tumi. Sustho hy otho. Sushto hy abr fire aso..❣️❣️
ভালো মানুষ গুলো চলে যাচ্ছেন, ভালো সময়টা চলে যাচ্ছে...আমরা বলি old is gold and change is the only constant, কিন্তু আজও আমরা বলতে পারিনি change is gold... ভালো থেকো মীর দা...
"sakal man'এর গলার প্রেমী তো আমরা সবাই।কিন্ত এই আলোচনার থেকে জানলাম তিনি একজন সাইকোলজিষ্ট ও বটে।যা উনি জীবন দিয়ে অনুভব করে আমাদের জানালেন।দারুণ
Mental health নিয়ে এত গুছিয়ে সুন্দর এবং স্পষ্ট করে কথা বলার জন্য অনেক ধন্যবাদ, মীরদা। অনেক সম্মান।।
O captain my captain , our fairful trip has gone... Khub bhalo poem
যে মানুষটি এত গুনি
আমাদের কত সুখ দু:খের সঙ্গী
আনন্দের কারন আমাদের কাছে
তার মনে এত দু:খ আছে
সবাই তো আপনাকে কত ভালোবাসে যেটা সবসময় থেকে যাবে আপনার জন্য মীর ভাই🙏❤️
আমি তোমাকে একজন inspiration এইভাবে এবং আমার এই দৃষ্টিভঙ্গি থেকে তোমাকে দেখার সুযোগ পেয়েছি স্কুলে পড়াকালীন যখন তুমি খাশ খবরে সংবাদ পড়তে। তখন থেকে তুমি আমার inspiration ই ছিলে না তোমার আনুরাগী আমি এবং তোমার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ারও স্বপ্ন দেখতাম যেটা আমার বলতে কোনো দ্বিধা নেই যেরকম এখনকার প্রজন্ম অনেক অভিনেতা যারা বড়ো পর্দায় আছেন তাদের সাথে স্বপ্ন দেখে। যদিও তোমার মতো সফলতা পাওয়া আমার জীবনে স্বপ্নতীত তাহলেও একজন মানুষ যে আমার স্কুল জীবন থেকে ভালোবাসা আর স্বপ্ন তাকে সত্য বলার আনন্দ যে কতটা সেটা যতটাই অব্যক্ত থাকে ততটাই অনুভূতি দিয়ে বোঝানো সহজ হয়ে।
Ami ekhon amar college er student der poranor jonyo" O Captain!My Captain!" Poem tai study korchilam r "Cholo Bosa jak" er suru tei ei poem tar reference dewa holo,What a Great co-incidence.😊😊😊😊😊😊😊😊😊
Telepathy moshai❤
@@sagarbiswas4558
Thank you brother.💓💓💓💓💓
Ami jotodur jani deep o depression er patient... Hoeto taar karon radio noe... Andaj korte pari je eta unar family issues niye... Aj janlam tumio depression tar sathe lorai korcho... Ami chai tomra beriye esho... Sobai k inspire koro depression theke beriye ashar jonno.... Example set koro depressed people der jonno... Karon nijekeo bhalo rakhte hobe... Depression ashtei pare, setake katiye othar naam i bhalo thaka...
Bhalo theko mir afsar ali ❤
The episode we wanted and we deserved😊
Mone hochche Sunday Suspense shunchi.....erporei bhoot aashbey. Mir da aar sunday suspense indispensable. Mira da nijei ekjon bhoot
2015, I went to Kolkata for the first time for my studies, and tokhon theke Radio Mirchi fan hoye gelam, and fan hoyechhilam from Sunday Suspense ae r golpo sonar por especially Mir Da'r narration...just osadharon.
Today I am no more living in West Bengal but aaj o you tube ae channel ta ke regularly follow kori.
Thank you for making my Sundays and other days so amazing.
Tumi amader sobar inspiration... Mir da tumi na hasaleo tumi jibone sikhiyecho onek and onek sekhabe... hats off
Its pretty clear that everyone goes through ups and downs and no one is exception.. Its only about to stay and deal it with it wisely and keep rotating the strike.. The scoreboard will keep moving on...❤️ Captain ❤️❤️❤️
Mir da tumi je koto masnusher anuprerona koto manush tomar kotha tomar gola shune nijeke valo rakhe kintu tumi mone mone etota kosto peycho eta jene vishon kosto holo 😔😔
Your voice is a nerve therapy for me❤❤
One thing I can tell that Radio will still live on as long as RJs like you guys are around. You guys are the reason I always come back to Radio Mirchi whenever I turn the radio on.
Ahaaan. Chokh bondho kore sunchilam podcast ta.. chokhe bhese aschilo muhurto gulo, kichu jaygay olpo holeo mil pachilam.. khub darun laglo.. hariye gelam kothar bhire.. Mir da, tumi sottie ekjon captain...
sir I am a youth. I also love this show.I wait every Sunday to hear the story....so I love you Mir sir..please any bychance you can not skip the showe😭😭😭❤
Mir da ei kotha gulo sune amr mon ta kharap hoye galo.....Y r hero for us......
It takes immense guts and honesty to come out in open and talk about mental health. Huge respect for the captain. Very deep and sensible episode, thanks Somak for this lovely episode.
Voice ta sunlei mon valo hoye jai..depression chole jai...valo thakben Mir saheb..upnar valo thaka khub joruri..
খুব ভালো লাগলো।আজ এমন একজন মানুষ কে নিয়ে episode টা, সে আমার খুব প্রিয়। তার ভেতরের এই কথা,যেগুলো আমরা জানতাম না সেগুলো সত্যিই মন ছুঁয়ে গেল
মির আফসার আলী মানেই রহস্য রোমাঞ্চ মানে মারাত্মক রকমের একটা অন্য অনুভূতি আর মারাত্মক ভালোলাগা । এটা ঠিক ভাষায় বোঝানো বড্ড কঠিন ।
মীর মানেই অসাধারণ কিছু।
এত মজার কণ্ঠ মীরের তা বলে বুঝানো যায় না।
অসাধারণ একজন আর্টিস্ট ❤️
Eto asaadharon laglo bole bojhano jabe na. Ei episode ta loop e diye dudin dhore sunchi.
কি অদ্ভুত একটা অনুভূতি আজকের এপিসোডটা। সত্যি অনন্য👌👌
মীরদার গলা শুনলে আমার প্রাণ জুরিয়ে যায় 👍🙏🤩🤩🥰🥰। আমি গল্প অন্যের কন্ঠে শুনতে পচ্ছন্দ করি নিজে গল্প পরার থেকে তবে মীরদার গলায় শোনার পর থেকে আমি গল্প, এমনকী আবৃত্তি শুনলেও প্রথম মীরদার কন্ঠে আছে কি দেখি । মীরদার কন্ঠ যেন অমৃত 🤩🥰🤩🤩
Finally Captain has arrived. Thank you Somak da and Mirchi team
কালকে হাজারটা সমস্যা মাথায় নিয়ে রাত্রিবেলা "চলো বসে যাক" এর এই পর্বটা শুনতে এসেছিলাম।
এই পর্বটা শোনার পর আমার যেন এক মুহূর্তে সমস্ত সমস্যা অদৃশ্য হয়ে গেল ,সেগুলোর সমাধান হয়ে গেছে বলবো না....বলবো, সমস্যা গুলো আর সমস্যা বলে মনে হলো না।।
'ক্যাপ্টেনে'র কথা গুলো এক অদ্ভুত মানসিক জোর দিল... লড়াই করার ক্ষমতা দিল....
অসংখ্য ধন্যবাদ 'ক্যাপ্টেন' এবং "চলো বসা যাক"এর এ বিশেষ পর্বটিকে...❤
Mir means a lot to me.. my childhood memory = Sunday Suspense 😊
তৃষ্ণার্ত পাখি যেমন পানির অপেক্ষা থাকে, মীরদা কে শুনতে পাবার অপেক্ষাটাও অনেকটাই তেমন। সৌমক দা কেও ধন্যবাদ মীরদা কে কথা বলার স্পেস দেয়ার জন্য। ভালোবাসা মীরদা🖤
Depression ekta serious disease, thanks for talking about this so openly
Ami Bideshe thaki kintu… Mirchi er content regular suni… seta Sunday Suspense hok ki OMG othoba ei PODCAST show… khub valo hochhe…. A big Thanks to full Mirchi Bangla Family and Somak… Ei podcast ekdin tomar nijer interview o sunte chai….
Personally If I ranking entertainer
1. Mir da
2. Kapil Sharma
Others stand up comedian ❤️❤️❤️❤️❤️
Kapil Sharma ekta Soytan lok.
আমি অনেক দিন ধরে তোমাদের প্রচারিত সবকিছু শুনি। কোন দিনও কোন মন্তব্য করিনি। আজ আর না করে পারা গেল না। এতো চমৎকার করে মীর বললেন!
আহা!
Salute to the God of Voices! At least for me, at least for radio! Bhalo thakuk, sustho thakuk! Agami 28 bochor apnake chai! Lots of love from an ardent fan! Long live Mir!
Atar opekkhay chilam.. Mir sir er khub boro vokto ❤️
Ek kothay durdanto chilo episode ta...Amra jara mir dar fan. Tara deserve kori .....Mir da tomar fan hoye sottee gorbo hoy....Bhalo thako always captain ..... Love you ❤️❤️
Jibon palte gelo eta shune
Onek din dhore ei manushtar interview ei podcast er oppekhhay chhilam
এই ভয়েস শোনার ভাগ্য সত্যি হইতো সবার হয় না 😅😅 যতবার শুনি ততবারই নতুন করে প্রেমে পড়ি তোমার গলার🙏❤️🙂
Mir da r ei episode ta sune anek manus overthinking r jannyo consult karbe nischoi...thank you mir da....tabe eta sab podcast episode r theke alada...its truly awesome
This man is an ocean of knowledge.. This man know how to sail his ship... Amr ranna ghore his voice sailing for almost 10 yrs... Am a almost regular listner... Obviously I turn off radio if it's not mir... To b honest... If I miss him utube sunday suspence helps me out... Ei alochona ta je kotota helpful ar kotojoner jonno... I can't say... He is really an apt captain... Salute
প্রত্যেকবারের মতোই আবার তোমার কাছ থেকে অনেক কিছু শিখলাম । এই জন্যেই তো মীর দা best । খুব ভালো থেকো । আমি বিশ্বাস করি যারা ভালো তাদের সাথে খারাপ হয় না
This is the best episode so far. And respect Captain er jonne - tumi guru valo
প্রতিটি কথা খুব সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ।মানসিক problem টা যে শারীরিক সমস্যার মতোই গুরুতর এবং জটিল,এই কথাটি সর্বস্তরে ভাবা উচিৎ। Health check up এ mental health টিও সংযোজনের প্রয়োজন ভীষণভাবে।
আর হ্যাঁ সব থেকে ভালো লাগলো আমরা সকলেই যারা আমাদের চাইছে তাদেরকে taken for granted করে অন্যকে প্রভাবিত করার চেষ্টা করি।
এতো ভালো উপস্থাপনার জন্য উপস্থাপক কে আবারও ধন্যবাদ এবং captain কে সশ্রদ্ধ প্রণাম জানাই 🙏
আমার অনেক মানুষকেই হারিয়ে ফেলেছি, তাই হারানো যন্ত্রণা আমার সকলেই জানি। শুধু তোমাকে হারাতে চাই না। তুমি বড়ো ক্লান্ত! কদিন বিশ্রাম নাও। কোথাও যাও। নিজের মতো করে বাঁচো। কথাই বলে " বিদূষক যখন কাঁদে, ঈশ্বর ও না কি কাঁদেন। আর বিদূষক যখন হাঁসে, ঈশ্বর ও না কি হাঁসেন " । তাই 🙏🙏🙏
Cholo bosha jaak ta please continue kore jabe dada... Erom manushder perspective gulo jene nijer life take khub valo kore sajano jaay. Onek valobasha oo shubheccha agami episode gulor jonno.
Came here after 1st July to feel the presence of Mir Da again 🥺♥️👑.. Hey stranger, you too missed him right ?
Mir amar sob somoy er priyo ek manush .jokhon e kichu valo na lage ami Sunday suspense suni r mon ta valo hoye jai...ki voice ki power..khub khub sotti kotha aj bole gelen khub sohoje.. God bless you . Mir
Thanks for keeping my request Somak :-), for this meet with Mir! Love you both! Take care Mir!
Mir apni sotti khub valo r sustho thakben...antar theke prathona kori...
R somok...apnake onek onek subhechha roilo eirakam program korar janno..valo thakben
Radio "Mir"chi and "Mir"akkel ... ❤️❤️
এই episode আরও অনেক বেশি করেই চাই... অনেক মানুষের অনেক না জানা গল্প জানতে পারছি... তাদের মধ্যে অনেকেরই ভক্ত আমরা, তাই interest টা আরও একটু বেশিই... আর আমি তো অনেক ছোট্ট থেকেই Mir uncle এর ভক্ত... তাঁর comedy তো ভালো লাগতোই... কিন্তু তার চেয়েও বেশি ভালো লাগে Sunday Suspense এ ওনার voice... এক কথায় just awesome ❤
Depression er মত একটা serious topic তুলে ধরার জন্য ধন্যবাদ। India te এখনও এটাকে taboo মনে করে। আশা করছি এটা শোনার পরে কিছু লোকের mindset পাল্টাবে
True
Ami kichhu psychological problems e bhugchhi,psychologist dekhachchhi, tai ei conversion r important feel korchhi, bhalo thakben Mir